Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

टिस्ता बाढ़ से Chapadanga ग्राम के हजारों लोग जलमग्न, राहत व्यवस्था फेल

PDPradyut Das
Sept 15, 2025 14:32:13
Jalpaiguri, West Bengal
2C 1509ZG_JAL_TISTA_R জলপাইগুড়ি দমহনি সংলগ্ন বাসু সুবা এলাকায় তিস্তার জলে প্লাবিত বহু ঘরবাড়ি। চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রায় কয়েক হাজার মানুষ বর্তমানে জলের তলায়। সোমবার এমন ছবি ধরা পরল আমাদের ক্যামেরায়। জলমগ্ন পরিবার গুলির অভিযোগ দাবি বিগত বেশ কয়েক বছর ধরে তাদের এই করুন দূরদর্শার ছবি আজ পর্যন্ত বদলানোর কোনরকম হেলদল করেনি প্রশাসন বলে অভিযোগ। গ্রামে ঢুকতেই প্রথমেই নজরে আসছে গোটা গ্রাম হয়ে বিভিন্ন হাসপাতাল স্কুল কলেজ যাওয়ার একমাত্র কংক্রিটের পোক্ত রাস্তাও জলের তলায়। প্রত্যেকটি বাড়িতে জল ঢুকে সমস্ত কিছুই নষ্ট করে দিয়েছে। অত্যন্ত ভয়াবহ ও বিপদজনক অবস্থায় রয়েছে বৈদ্যুতিক তার। মুহূর্তেই নেমে আসতে পারে ভয়ংকর পরিস্থিতি। তার ওপর জনমগ্ন থাকায় কোন বাড়িতে জলে নিও না।। যদিও প্রশাসনের তরফে গত সাত দিন আগে প্লাস্টিক শুকনো খাবার দিয়ে আসা হয়েছে যা বর্তমানে দৈনন্দিন জীবনকে চালানোর জন্য কোন কাজের নয়। এদিকে গোটা ঘটনা নিয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে উপস্থিত হলে গ্রামের পঞ্চায়েত সদস্য থেকে প্রধান প্রত্যেকেরই অনুপস্থিতি লক্ষ্য করা যায়। কয়েক মাস আগেই রাজ্যের মন্ত্রী এই এলাকা পরিদর্শন করে গিয়েছেন প্রত্যেক বছর ভোট আসলে নেতা-মন্ত্রীরা আসে জেলাশাসক আসেন প্রতিশ্রুতি দিয়ে যান কিন্তু বাস্তবায়ন কোন কিছুই হয় না বলে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
3
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DBDebanjan Bandyopadhyay
Sept 15, 2025 14:19:19
Kolkata, West Bengal:যাদবপুরে ছাত্রী মৃত্যুর ঘটনার 4 দিনের মাথায় জানিয়ে দিলেন ঘটনাস্থলের কোন ভিডিও ফুটেজ নেই। ক্যাম্পাসে অনুষ্ঠানের বিধি তৈরি করতে কমিটি। ওই কমিটি ঠিক করবে কি নিয়মে অনুষ্ঠান হবে। নিয়ম ভাঙা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখবে ওই কমিটি। পুলিশি তদন্তে আস্থা বিশ্ববিদ্যালয়ের নতুন করে তদন্ত করবে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সব ফুটেজ ও তথ্য পুলিশকে দিয়েছে বিশ্ব বিদ্যালয়।সন্ধ্যার পর নিরাপত্তা ক্যাম্পাসে কি রয়েছে, মাদক সেবন হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বিশেষ টিম সিসি টিভি ও নিরাপত্তা রক্ষী বাড়াতে সরকারকে ফের চিঠি দিল যাদবপুর। ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় এবার জলাশয়ে বসবে ফেন্সিং। পড়ুয়াদের জন্য থাকবে মেন্টর। প্রতি 25 জন পড়ুয়া পিছু থাকবে 1 জন মেন্টর। গাড়ি ও বহিরাগত দের নিয়ন্ত্রণ করা হবে।
3
comment0
Report
RDRaktima das
Sept 15, 2025 14:19:10
Kolkata, West Bengal:নিজের দপ্তরেই কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হলো মেয়র ফিরহাদ হাকিমকে। এএনএমও কর্মীরা দীর্ঘদিন ধরে তাঁদের প্রাপ্য পাচ্ছেন না, এই অভিযোগ করে এদিন মেয়রকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। সোমবার মেয়র যখন কর্পোরেশন থেকে বের হচ্ছিলেন, সেই সময় মেয়র কে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন স্বাস্থ্য বিভাগের কর্মীরা। বিক্ষোভের মুখে পড়ে আগামী ১৭ তারিখ বৈঠকের জন্য তাদের ডাকেন মেয়র। হ্যালো খুব কারীদের দাবি, ২০১৯ সাল পর্যন্ত পূজোয় অতিরিক্ত কাজ করার জন্য, দিনপ্রতি ৫০০ টাকা করে তারা পেতেন। কিন্তু করোনার পর থেকে, অর্থাৎ ২০২১ সাল থেকে পুজোয় অতিরিক্ত কাজ করার জন্য ৫০০ টাকা কমিয়ে ১০০ টাকা করা হয়। এটা কেন করা হবে, পুনরায় যাতে আগের নিয়মই ফিরিয়ে আনা যায়, অর্থাৎ পুজোয় অতিরিক্ত কাজ করায় দিনপ্রতি 500 টাকা করে দেওয়া হয় সেই দাবি আজ তোলেন স্বাস্থ্যকর্মীরা। এ প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম সংবাদ মাধ্যমের সামনে কোন বক্তব্য না রাখতে চাইলেও, কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ তথা ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, জাতীয় স্বাস্থ্য মিশনের থেকে এই স্বাস্থ্যকর্মীদের বেতন এবং পুজোয় কাজ করার অতিরিক্ত টাকা আসে। সে ক্ষেত্রে ৬০/৪০ রেশিওতে কেন্দ্রীয় টাকা দেওয়া হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য মিশনের তরফেই তাদের টাকা কমিয়ে দেওয়া হয়েছিল। ২০২১ সালে বিজ্ঞপ্তি জারি করে তা জানিয়েছিল কলকাতা পুরসভা। ফলে কলকাতা পুরসভার তরফে কিছু করার নেই বলে মন্তব্য করেন অতীন ঘোষ। অন্যদিকে স্বাস্থ্য কর্মীদের দাবিও ন্যায্য বলে মেনে নিয়েছেন ডেপুটি মেয়র। বিক্ষোভে ফোনের ছবি পাঠানো আছে। ক্যামেরা থেকেও বিক্ষোভকারীদের বাইট + ছবি + wt+ অতীন ঘোষের বাইট
3
comment0
Report
MMManoranjan Mishra
Sept 15, 2025 14:19:02
Bhandar Puara, West Bengal:পুরুলিয়া: হোস্টেলের ছাত্রীদের উপর শ্লীলতাহানীর অভিযোগ উঠলো বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে । প্রধান শিক্ষকের শাস্তির দাবি পুলিশের দ্বারস্থ হলেন অভিভাবকেরা। ঘটনা পুরুলিয়ার বোরো থানার বড়গড়িয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের । অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোস্টেলের ছাত্রীদের শ্লীলতাহানী করে আসছে । ছাত্রীরা এতদিন ভয়ে কেউ মোখ খোলেনি । বাড়িতে এসে ছাত্রীরা কান্না করলে সন্দেহ হয় অভিভাবকদের। তারপরই তারা জানতে পারে ঘটনার কথা । বিষয়টি নিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে বোরো থানার পুলিশের দ্বারস্থ হলেন অভিভাবকেরা। বাইট : ১) মিনি মাহাতো (অভিভাবক) ২) মনিকা শবর (অভিভাবক)
8
comment0
Report
SCSaurav Chaudhuri
Sept 15, 2025 14:18:48
Jhargram, West Bengal:বেআইনি ভাবে জমি দখল। গোটা গ্রামের জমী হস্তান্তর। বাস্তু ভিটা, চাষের জমি হয়ে গেলো কয়েকটি কোম্পানির নামে। গ্রামে মাইকিং করে গ্রামবাসীদের একত্রে করে তারপর জেলা রেজিস্টার অফিসে অভিযান। সাঁকরাইলের বাঁকড়ায় জমি বিক্রি কে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। ঝাড়গ্রামের জেলা রেজিস্টার অফিসে আজ অভিযোগ জমা দেন বাকড়া গ্রামের প্রায় ৭৫টি পরিবার। তারা রেজিস্ট্রার কে ঘিরে বিক্ষোভও দেখান। এর পরই এই বিষয়ে সার্চিং করে দেখা যায় সমস্ত জমি মিউটেশন হয়েছে তিনটি কোম্পানির নামে। সমস্ত বিষয় গ্রামবাসী দের কাছে শোনার পর তাদের অভিযোগ জমা নেওয়া হয়। এবং যারা এই কাজে যুক্ত তদন্ত করে তাদের নামে এফআইআর এর আস্বাস দেন তিনি। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন গোটা বিষয় দেখার কথা দিয়ে বিএলআরও র। এছাড়াও যিনি প্রধান এবং দলিল লিখেছেন তদের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। এরপরে গ্রামবাসীরা ঝাড়গ্রাম জেলাশাসকের কাছে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। জেলাশাসক সমস্ত বিষয় টা তদন্ত এর আশ্বাস দেন। অভিযোগ সুজিত কুঙার নামে এক ব্যাক্তি জমির এই কাজ করছে বলে অভিযোগ। সমস্ত জমি তিনটি কম্পানীর নামে হস্তান্তর হওয়ার অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা।এর আগে সাঁকরাইলের বিএলআরও (ব্লক ভূমি ও ভূমিসংস্কার) অফিসে বাঁকড়া গ্রামের অধিকাংশ মানুষ উপস্থিত হয়ে লিখিত অভিযোগ জমা দেন। তাদের দাবি, যেসব জমিতে তারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন, সেই জমি কারচুপি করে ও নকল স্বাক্ষর ব্যবহার করে অন্যের নামে হস্তান্তর করেছে। গ্রামবাসীদের এও অভিযোগ, কোথাও আবার জমির মালিকে মৃত’ দেখিয়ে জমি হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামের প্রায় ৭৫টি পরিবার। ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম। রাতে ঘুম উড়েছে বাসিন্দাদের।এই বসয়ে প্রশাসনের তরফে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়।
4
comment0
Report
AGAyan Ghosal
Sept 15, 2025 13:18:54
Kolkata, West Bengal:PA SAMAJ ABASAR দক্ষিণের আরও দুই বড় পুজো। একটি সমাজসেবী সংঘ। আরেকটি ভবানীপুর অবসর। সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের দুই থিম ভাবনায় দর্শকদের মন জয় করতে তৈরি দুজনেই। *পুজো ১* নিজেদের ৮০ তম বর্ষে সমাজসেবী এবার যে কারণে এই পুজোর সূচনা, সেই অধ্যায় এবং টাইমলাইন ধরে বসিয়ে দিয়েছে পুজো মণ্ডপে। থিমের নাম পথের পাঁচালী ১৯৪৬। দ্যা গ্রেট ক্যালকাটা কিলিং। সেই সময় এই পাড়ার লোকেরা রাস্তায় নেমে উভয় সম্প্রদায়ের মানুষকে রক্ষা করেছেন। লীলা রায় শরৎ বসু সহ সেইসময়ে প্রভাবশালী বাঙালিরা পাড়ায় আসেন। সমাজসেবী সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে দুর্গাপুজো করার পরামর্শ দেন তাঁরা। সেই সময় সমাজসেবী সংঘ নাম দিয়ে শুরু হয় দুর্গাপুজো। অর্থাৎ ৮০ বছর আগে পাড়ার দুর্গা পুজো শুরুর অধ্যায় এবার এই পাড়ার পুজোর থিম। বাইট অরিজিৎ মৈত্র। সম্পাদক। সমাজসেবী সংঘ *পুজো ২* ৭৫ তম বর্ষে ভবানীপুর অবসর ক্লাবের থিম *গোড়ার কথা*। যান্ত্রিক জীবনে গতি এসেছে। শিথিল হয়েছে পারিবারিক বন্ধন। যাদের ওপর ভিত্তি করে আমাদের জন্ম বা বেড়ে ওঠা তাদের দ্রুত ভুলছে আধুনিক প্রজন্ম। অথচ গোড়া কে অস্বীকার করে বেড়ে ওঠা অসম্ভব। এবার সেই গোড়ার কথা রচনা করছেন শিল্পী বিমল সামন্ত। সঙ্গে গভীর এবং নিবিড় বন্ধনের গ্রন্থি প্রতিমার মাধ্যমে রচনা করেছেন শিল্পী সনাতন পাল। বাইট বিমল সামন্ত, থিম মেকার *দুটি পুজো নিয়ে সম্মিলিত পিটিসি*
1
comment0
Report
AGAyan Ghosal
Sept 15, 2025 13:18:44
Kolkata, West Bengal:WEATHER PC _আজ বিকেলের আবহাওয়া।_ *হাবিবুর রহমান বিশ্বাস। আঞ্চলিক অধিকর্তা। আলিপুর আবহাওয়া দপ্তর।* #বিহারের উপর ঘূর্ণাবর্ত। উত্তর বাংলাদেশেও আরো একটি ঘুনাবর্ত। সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। ##উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে। বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। ###আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। মূলত মেঘলা আকাশ। সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলাগুলিতে দমকা ঝড়ো বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে। সমুদ্রতল থাকবে *মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আজকের জন্য।* ####আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টি বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। আগামীকালও বাঁকুড়া পুরুলিয়া সংলগ্ন এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। #####বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চললেও ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে বুধ ও বৃহস্পতিবার। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরো কমবে।
6
comment0
Report
MCMoumita Chakraborty
Sept 15, 2025 13:18:38
2
comment0
Report
SPSANDIP PRAMANIK
Sept 15, 2025 13:18:21
Kolkata, West Bengal:_আজ বিকেলের আবহাওয়া।_ *হাবিবুর রহমান বিশ্বাস। আঞ্চলিক অধিকর্তা। আলিপুর আবহাওয়া দপ্তর।* #বিহারের উপর ঘূর্ণাবর্ত। উত্তর বাংলাদেশেও আরো একটি ঘুনাবর্ত। সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। ##উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে। বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। ###আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। মূলত মেঘলা আকাশ। সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলাগুলিতে দমকা ঝড়ো বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে। সমুদ্রতল থাকবে *মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আজকের জন্য।* ####আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টি বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। আগামীকালও বাঁকুড়া পুরুলিয়া সংলগ্ন এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। #####বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চললেও ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে বুধ ও বৃহস্পতিবার। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরো কমবে।
5
comment0
Report
SPSANDIP PRAMANIK
Sept 15, 2025 13:17:38
1
comment0
Report
PDPradyut Das
Sept 15, 2025 13:17:24
Jalpaiguri, West Bengal:2C 1509ZG_JAL_FIELD_QUEAS_R1 মুখ্যমন্ত্রীর সভা শেষে বেহাল দশা জলপাইগুড়ি এ,বি,পি, সি ময়দান। বন্ধ প্রাতভ্রমণ ও খেলাধুলা। মাঠ ছন্দে ফেরানোর দাবি জলপাইগুড়িবাসির। দুর্গাপূজা হাতে বাকি আর মাত্র কয়েকদিন। এখও হয়নি প্যান্ডেল, জল কাদা মাঠে সমস্যায় পড়েছে পুজো উদ্যোক্তারা l দুর্গাপুজোয় খুঁটি পূজোর খুঁটি পোতার মত পরিস্থিতি নেই মাঠেl সেপ্টেম্বর গত ৫ তারিখ থেকে বন্ধ রয়েছে প্রাতঃভ্রমণকারী ও শিশুদের খেলাধুলা, কবে পরিস্থিতি স্বাভাবিক হবে কেউ বলতে পারছে না। মুখ্যমন্ত্রীর সভার কেটেছে বেশ কয়েক দিন হলো, এখনো ছন্দে ফেরেনি মাঠ, শিরোনামে জলপাইগুড়ির ABPC ময়দান! খুব শীঘ্রই মাঠ ছন্দে ফিরুক চাইছে এলাকাবাসীরাওl পুজোর প্যান্ডেল করতে যে সমস্যার সম্মুখীন করতে হচ্ছে তা স্বীকার করেছেন ডেকোরেটরl অন্যদিকে বিরোধীদের তোলা বিস্ফোরক অভিযোগ, মুখ্যমন্ত্রী সভার শেষে মাঠ সাফাইয়ের বরাদ্দ টাকা নাকি কাটমানি খেয়েছে শাসক বলে নেতারা। রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ক্যামেরা :- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
1
comment0
Report
KMKIRAN MANNA
Sept 15, 2025 13:16:28
Dihierench, West Bengal:*পাঁশকুড়া সরকারি হাসপাতালে অস্থায়ী ওয়ার্ড গার্লকে ধর্ষণের অভিযোগ, ফ্যাসিলিটি ম্যানেজার আটক* পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতালের ফ্যাসিলিটি ম্যানেজার শেখ জাহির আব্বাস এক অস্থায়ী ওয়ার্ড গার্লকে জোরপূর্বক শারীরিক সম্পর্কে বাধ্য করার চেষ্টা করছিলেন। মানসিক নির্যাতন চালিয়ে তিনি নানাভাবে চাপ সৃষ্টি করতেন, এমনকি সম্পর্কের প্রস্তাবে রাজি না হলে চাকরি খোয়ানোর ভয়ও দেখাতেন বলে অভিযোগ। অবশেষে গতকাল সন্ধ্যায় হাসপাতালের স্টোররুমে ফাঁকা জায়গায় ওই কর্মীকে জোর করে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা। ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে হাসপাতালের অন্যান্য স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে স্থানীয় মানুষের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পাঁশকুড়া থানার পুলিশ। বর্তমানে অভিযুক্ত ফ্যাসিলিটি ম্যানেজারকে পুলিশ আটক করেছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই নিয়ে শাসক বিরোধী চাপানো তো তৈরি হয়েছে। বিজেপির পক্ষে অভিযোগ করা হচ্ছে অভিযুক্ত তৃণমূলের মদনপুষ্ট। হাসপাতালের বিভিন্ন অন্যায় কাজের সঙ্গে যুক্ত। হাসপাতালের ওষুধ থেকে শুরু করে বিভিন্ন বেআইনি কারবার করেন ওই অভিযুক্ত জাহির আব্বাস। ইতিপূর্বে অনেক অভিযোগ রয়েছে এই জাহিরের উপর। যদিও তৃণমূলের পক্ষে বলা হয়েছে ধর্ষণকারী বা অভিযুক্ত কে পুলিশ আটক করেছে আইন আইনের পথে চলবে। বিরোধীদের অভিযোগ সত্য নয়। নির্যাতিতাকে এর আগে অনেক প্রলোভন ভয় দেখালেও শারীরিক সম্পর্কে রাজি হয়নি। যে কারণে গতকাল সন্ধ্যায় সুযোগ বুঝে জোরপূর্বক এমন ধর্ষণের ঘটনা ঘটিয়েছে অভিযু। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বাইট সেন্টু সেনাপতি। বিজেপি নেতা। বাইট সে সমিরুদ্দীন। তৃণমূল নেতা। বাইট নির্যাতিতা স্বাস্থ্য কর্মী।
3
comment0
Report
BSBidhan Sarkar
Sept 15, 2025 13:16:10
Chinsurah, West Bengal:দিল্লীতে মৃত পরিযায়ী শ্রমিকের মৃতদেহ ফিরল ধনিয়াখালির বেলমুড়ি গ্ৰামে। কান্নায় ভেঙে পড়ল গোটা গ্ৰাম। সঞ্জীব ভূমিজ নামে ধনিয়াখালি ব্লকের বেলমুড়ি গ্ৰামের পরিযায়ী শ্রমিকের দিল্লীতে অস্বাভাবিক মৃত্যু হয় বৃহস্পতিবার রাতে। পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল না থাকায় রাজ্য প্রশাসনের উদ্দ্যোগে মৃতের পরিবারের সদস্যদের দিল্লীতে পাঠানো হয় শনিবার। সেখানে ময়নাতদন্তের পর আজ দুপুরে সঞ্জীবের মৃতদেহ নিয়ে গ্ৰামে পৌঁছান পরিবারের লোকজন। ধনিয়াখালির বেলমুড়ি গ্রামের যুবক সঞ্জীব ভূমিজ বিগত প্রায় দশ বছর ধরে জুয়েলারী কাজে ভিন রাজ্যে থাকতেন। গত ৯ মাস আগে বাবার মৃত্যুর জন্য গ্রামে ফিরে আবার ও দিল্লীর গান্ধী নগর এলাকায় ফিরে যায় সঞ্জীব। সেখানে সোনার গহনা তৈরীর কারিগর হিসাবে কাজ করতো সঞ্জীব । গত বৃহস্পতিবার সন্ধ্যায় মায়ের সাথে ফোনে কথা হয় তার। তারপর রাতে দিল্লি থেকে এক আত্মীয় মনসা মালিক ফোন করে জানান সঞ্জীবের প্রচন্ড বুকে ব্যাথা হচ্ছে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে । গভীর রাতে বাড়িতে খবর আসে সঞ্জীব মারা গেছে। ঘটনার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবার। এরপর মৃতদেহ ফিরিয়ে আনা নিয়ে জটিলতা তৈরী হয়। দিল্লীর গান্ধী নগর থানা মৃত পরিযায়ী শ্রমিকের রক্তের সম্পর্ক ছাড়া অন্য কোন ব্যক্তিকে দেহ হস্তান্তর রাজি ছিল না। অন্যদিকে দিল্লীতে দ্রুত পৌঁছানোর মতো পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় তারা মুখ্যমন্ত্রীর দারস্ত হন। নবান্নের উদ্দ্যোগে এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতা মৃতের মা সহ দুজনকে বিমানে করে দিল্লীতে পাঠানো হয় । সেখানে ময়নাতদন্ত করিয়ে দেহ বিশেষ এ্যাম্বুলেন্স এ করে নিয়ে আসা হয়। আজ দুপুরে গ্ৰামের বাড়িতে মৃতদেহ পৌঁছাতেই কান্নায় ভেঙে পরেন আত্মীয়রা। ঘটনার জেরে শোকের ছায়া গোটা এলাকায়। স্থানীয় বিধায়ক অসীমা পাত্র পরিযায়ী শ্রমিকরে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান।।। বিধায়ক বলেন,দিল্লীতে কাজে গিয়ে এলাকার যুবকের মৃত্যু খুব ই দুঃখজনক ব্যাপার। কয়েক মাস আগে ওর বাবা মারা যায়। মা, ছেলের উপর নির্ভরশীল ছিল। এখন মা ছাড়া কেউ রইল না। আমরা পরিবারের পাশে আছি।
3
comment0
Report
BMBiswajit Mitra
Sept 15, 2025 13:15:54
Ranaghat, West Bengal:নির্বাচন আসলে এই রাজ্যে অনেক কেন্দ্রীয় এজেন্সির আনাগোনা বারে, কিছুই না শুধু রাজ্যকে চাপে রাখার চেষ্টা। কল্যাণীতে বক্তব্য রাখলেন রাজ্য মন্ত্রী শশী পাঁজা। তিনি আরো বলেন,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের মানুষের জন্য লড়াই করছে সে কি নিজের জন্য লড়াই করছে। বারেবার এই রাজ্যকে বঞ্চিত করছে কেন্দ্র। নির্বাচন আসলেই কেন্দ্রীয় এজেন্সি,, ইডি সিবিআই নামিয়ে চাপে রেখে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু মুখ্যমন্ত্রীকে এভাবে ভয় দেখানো যাবে না। সোমবার নদীয়ার কল্যানীতে আইসিডিএস সেন্টারের রান্নার গ্যাসের সংযোগ স্থাপন প্রকল্পের শুভ উদ্বোধন করতে এসে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের নারী ও শিশু বিকাশ সমাজ কল্যাণ বিভাগের মন্ত্রী শশী পাঁজা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, পাঁচ বছরে রাজ্যের খোঁজ নেয় না দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কিন্তু ভোটের আগে তার একাধিকবার বঙ্গ সফর নিয়ে প্রত্যেক রাজনৈতিক দলের উচিত প্রশ্ন করা। আবাস যোজনার ঘর থেকে শুরু করে ১০০ দিনের কাজের টাকা, সবটাই বন্ধ করেছে কেন্দ্র। শুধু তাই নয়, জল নিয়েও রাজনীতি করছে কেন্দ্র সরকার। একাধিক বার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির মুখে পড়তে হয় বাংলার মানুষকে, কারো ভেঙে যাচ্ছে বাড়ি, কারোর আবার মাথার উপর ছাদ নেই, খোঁজ নেই কেন্দ্র সরকার। এসব তো কেন্দ্র সরকারের অধীনে থাকা ন্যাশনাল ডিজেস্টারের দায়িত্ব খোজ নেওয়া। মূলত কথা বাংলাকে সহযোগিতা না করা এবং বঞ্চিত করা এটাই লক্ষ্য কেন্দ্র সরকারের। সোমবার মন্ত্রী শশী পাঁজার সাথে উপস্থিত ছিলেন, নদিয়া দক্ষিণের তৃণমূল সভাপতি দেবাশীষ গাঙ্গুলী। নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর সহ অন্যান্য নেতৃত্ব। এদিন পরিবেশবান্ধব অঙ্গনারী কেন্দ্র গুলিতে রান্নার গ্যাসের সংযোগ স্থাপন প্রকল্পের শুভ উদ্বোধনের আয়োজক ছিলেন নদীয়া জেলা প্রশাসন।
0
comment0
Report
Advertisement
Back to top