Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

जलपाईगुड़ी राजबाड़ी की 516 साल की दुर्गा पूजा, बंगाल की बेमिसाल धरोहर!

PDPradyut Das
Sept 28, 2025 10:50:24
Jalpaiguri, West Bengal
2C 2809ZG_JAL_RAJBARI_SASTI_R VISU, BYTE & PTC SEND BY 2C ৫১৬ বছরের রাজবাড়ী দুর্গাপূজা। রাজ পরিবারের নিয়ম মেনে আজও একইভাবে পুজো হচ্ছে রাজ বাড়িতে। রাজ পরিবারের সদস্যদের উপস্থিতিতে শুরু হয়েছে ষষ্ঠী পূজা। গ্রাম্য দেবতার আরাধনা করে পুজো শুরু জলপাইগুড়ি রাজবাড়িতে। শনিবার রাতেই দেবীর বোধন হয়েছে। আজ, রবিবার সকালে বেলতলায় ষষ্ঠীপুজো হয়। এরপরই পুজো হয় বট-পাকুড়ের। রাজবংশী সমাজের রীতি মেনে একে একে পুজো হয় গ্রামের সব দেবতার। সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ, অধিবাস। এবার জলপাইগুড়ি রাজবাড়ির মা দুর্গার পরনে কলকাতার বেনারসি। লক্ষ্মী ও সরস্বতীর জন্যও বেনারসি এসেছে কলকাতার বড়বাজার থেকে। অসমের ধুতি-পাঞ্জাবিতে সেজেছে কার্তিক-গণেশ। রাজবাড়ির দুর্গা তিনটি শাড়ি পরেন। মহালয়ায় চক্ষুদানের সময় দেবীকে রাজপরিবারের তরফে দেওয়া একটি শাড়ি পরানো হয়। এরপর আরও একটি ছাপা শাড়ি পরানো হয়ে থাকে। সবশেষে বেনারসি পরেন দেবী। সবক’টি শাড়ি দেওয়া হয়ে থাকে রাজ পরিবারের তরফে। বিসর্জনের সময় বেনারসি খুলে রেখে দেওয়া হয় রাজবাড়িতে। পরে ওই বেনারসিতে বিয়ে হয় কোনও দুঃস্থ মেয়ের। আজ সকাল থেকেই জলপাইগুড়ি রাজবাড়ির ৫১৬ বছরের ঐতিহ্যবাহী পুজো দেখতে ভিড় জমিয়েছেন বাসিন্দারা। বহু দূর থেকে এসেছেন অনেকে। বহু মানুষ রয়েছেন জলপাইগুড়ি রাজবাড়ির পুজো দিয়েই ঠাকুর দেখা শুরু করেন। তাঁদের কাছে, রাজবাড়ির প্রতিমা দর্শন না করলে যেন পুজো জমে না। রাজবাড়ির প্রবীণ সদস্য প্রণত বসু ও তাঁর পুত্রবধূ লিন্ডা বসু নিষ্ঠাভরে পালন করছেন পুজোর যাবতীয় রীতি। জলপাইগুড়ি রাজবাড়ির দেবী তপ্ত কাঞ্চনবর্ণা। এখানে মা দুর্গার বাহন হিসেবে উপস্থিত বাঘ ও সিংহ। সঙ্গে থাকে দুর্গার দুই সখী জয়া ও বিজয়া। পুজো হয় কালিকাপুরাণ মতে। জনশ্রুতি, নরবলি দিয়েই নাকি শুরু হয়েছিল জলপাইগুড়ি রাজবাড়ির পুজো! এখনও বলির রেওয়াজ আছে। তবে বলি দেওয়া হয় হাঁস, পায়রা, পাঁঠা, চালকুমড়ো ও আখ। সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীতে বলি দেওয়া হয় চারটি পাঁঠা। রাজবাড়ির কুলপুরোহিত শিবু ঘোষাল বলেন, অষ্টমীর মাঝরাতে চারজোড়া পায়রা বলির সময় মন্দির চত্বরে বাইরের লোকজন থাকতে দেওয়া হয় না। মন্দিরের চারদিক ঘিরে শুধুমাত্র রাজ পরিবারের সদস্য ও পুরোহিতের উপস্থিতিতে ওই বলি হয়। জলপাইগুড়ি রাজবাড়ির দেবীর ভোগে থাকে করলা নদীর বোয়াল, সঙ্গে মহাশোল, চিতল, ইলিশ, চিংড়ি, পুঁটি। দশমীতে খই-দই নিবেদনের পর পান্তাভাত, ইলিশ মাছের মাথা দিয়ে কচুশাক, পুঁটিমাছ ভাজা ও শাপলার ঝোল দেওয়া হয়। দেবীর বিসর্জন হয় রাজবাড়ির পুকুরেই। রিপোর্ট:- প্রদ্যুত দাস ক্যামেরা :- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PDPradyut Das
Sept 28, 2025 11:48:49
Jalpaiguri, West Bengal:2C 2809ZG_JAL_LIVE_DURGA_R ভারত বাংলাদেশ সীমান্ত, জলপাইগুড়ি লাগোয়া কোচবিহার জেলার হলদিবাড়িতে এবার পুজোয় জীবন্ত দুর্গা। শুধু দুর্গা একা নন, তাঁর চার সন্তানও এখানে জীবন্ত। এমনকী মণ্ডপে দেখা মিলবে জ্যান্ত অসুরের! হ্যাঁ, এমনই অভিনব উদ্যোগ নিয়েছে হলদিবাড়ির উত্তরপাড়া ইউনাইটেড ক্লাব। হলদিবাড়ি কলেজ লাগোয়া মাঠে মূল পুজো মণ্ডপের পাশেই সপরিবারে জীবন্ত দুর্গার জন্য আলাদা একটি মণ্ডপ তৈরি করা হয়েছে। সেখানেই সপ্তমী, অষ্টমী ও নবমী সন্ধ্যা থেকে বেশি রাত পর্যন্ত জীবন্ত দুর্গার প্রদর্শনী চলবে। জলপাইগুড়ির ব্রহ্মাকুমারী সেন্টারের সহযোগিতায় এই জীবন্ত দুর্গার প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। জলপাইগুড়িতে জীবন্ত দুর্গা এই প্রথম। স্বাভাবিকভাবে বাসিন্দাদের মধ্যে উদ্দীপনা তুঙ্গে। ব্রহ্মাকুমারী সেন্টারের হলদিবাড়ির ইনচার্জ দিবাকর ঘোষ বলেন, যাঁরা জীবন্ত দুর্গা সাজবেন, তাঁদের কেউ গৃহবধূ, কেউবা কলেজ ছাত্রী কিংবা শিক্ষিকা। দুর্গার সঙ্গে লক্ষ্মী-সরস্বতী, কার্তিক-গণেশ এবং অসুর প্রত্যেকেই জীবন্ত থাকবে। সবমিলিয়ে ১৫ জনের টিম রয়েছে। পালা করে মণ্ডপে থাকবেন তাঁরা। রিপোর্ট:- প্রদ্যুৎ দাস ( হলদিবাড়ি, জলপাইগুড়ি )
0
comment0
Report
CDChampak Dutta
Sept 28, 2025 11:48:37
Kaji Chak, West Bengal:*পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের কুশপাতা পঞ্চপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবছর নজরকাড়া পুজো।এই পুজো কমিটির পুজো এবছর ৩১ তম বর্ষে পদার্পন করেছে।পুজোর থিম সিঁদুর।শাঁখা পলা,সিঁদুর কৌটা,তলোয়ার সহ বিভিন্ন সামগ্রী ব্যবাহারে কারুকার্যের মাধ্যমে থিম মেকার দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ,প্রতিমাও নজরকাড়া।থিম সিঁদুরের মাধ্যমে একদিকে ভারতীয় সেনাবাহিনীকে শ্রদ্ধা সম্মান জানানো হয়েছে সদ্য সফল অপারেশন সিঁদুর এর জন্য।পাশাপাশি একজন নারী একহাতে যেমন সিঁদুর পরতে পারে তেমনি আর এক হাত দিয়ে সেই সিঁদুর রক্ষাও করতে পারে।নারীদের বার্তা দিয়ে নারী শক্তিকেও তুলে ধরা হয়েছে থিমের মাধ্যমে।নারী শক্তি ও দেশাত্মবোধের মেলবন্ধন দেখতে হলে অবশ্যই যেতে হবে ঘাটালের পঞ্চপল্লীতে।* ছবি 2c তে Slug- 2809ZG_WMID_PANCHAPALLI_R
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Sept 28, 2025 10:50:11
Arambag, West Bengal:আরামবাগঃ২৮ সেপ্টেম্বর --------------------------------------------- পুজো মন্ডপের থিম DVC র ছাড়া জলে বন্যা। মানুষের হাহাকার ও আর্তনাদ।আর এই থিমেই এবার জেলা জুড়ে তুঙ্গে রাজনীতি। খানাকুলের ঘোষপুর সমাজ শিক্ষা কেন্দ্র ও গ্রামবাসীদের পুজোর থিম ডিভিসির ছাড়া জলে খানাকুলে বন্যা ও মানুষের আর্তনাদ। ঘোষপুর ইউনিয়ন নেতাজী বিদ্যাপীঠের সামনে তৈরি করা হয়েছে ডিভিসির জলাধার ও ড্যাম। আর সেই জলাধার থেকেই ডিভিসি জল ছাড়ছে এবং খানাকুল ভাসছে। থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে মানুষের হাহাকার। বন্যা দুর্গত মানুষজন নৌকার উপর খড়ের তাঁবু করে জিনিসপত্র নিয়ে আশ্রয় নিয়েছেন কেউবা আশ্রয় নিয়েছেন। এই পুজো কমিটির প্রধান খানাকুল ১ নম্বর ব্লকের বোর্ড কমিটির তৃণমূল নেতা তথা হুগলী জেলা পরিষদের কো মেন্টর হায়দার আলী। শুভেন্দু অধিকারী এই পুজো কমিটি নিয়ে ট্যুইট করেছেন।তিনি পুজো কমিটির উদ্যোক্তা দের দায়ী করেছেন।তার ট্যুইট, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধাচারণ করা হয়েছে।আর এই বিতর্কতে দুই আধিকারিক এসেও মিথ্যা কথা বলে গেছেন। যদিও পুজো উদ্যোক্তা তথা হুগলি জেলা পরিষদের কো মেন্টর হায়দার আলি বলেন,এটা বাস্তব ও প্রমাণিত যে,ডিভিসি প্রতি বছর লাগামছাড়া জল ছাড়ে আর তাতে লক্ষ লক্ষ মানুষের হাহাকার ভেসে ওঠে।তবে বিষয় টি নিয়ে জোরতার রাজনৈতিক তরজা তুঙ্গে। স্লাগ--- 2809ZG_ARM_PUJO_ARGUE_R ছবি, বাইট ও ওয়াক থ্রু আছে 2 C তে। মক লাইভ।35 sec.নর্ডিং।
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Sept 28, 2025 10:49:50
1
comment0
Report
Navaratri 2025
Advertisement
Back to top