Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

जलपाईगुड़ी में जनमत शारदीय अंक का धमाकेदार विमोचन

PDPradyut Das
Sept 22, 2025 03:33:54
Jalpaiguri, West Bengal
2C 2209ZG_JAL_PATRIKA_R শারদীয় সংখ্যা প্রকাশে অনুষ্ঠান। শতাব্দী প্রাচীন জনমত পত্রিকার শারদীয় সংখ্যা প্রকাশিত হলো জলপাইগুড়িতে। নেতাজি ফাউন্ডেশনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী, উত্তর কন্যার ওএসডি শুভাশিস ঘোষ, বিশিষ্ট ইতিহাসবিদ আনন্দ গোপাল ঘোষ, উত্তরবঙ্গ সংবাদের জেনারেল ম্যানেজার প্রলয় চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায় সহ বহু গুণীজন। বক্তারা জনমত পত্রিকার শতবর্ষীয় ঐতিহ্যের প্রশংসা করেন এবং বাংলা সাংবাদিকতায় এর অবদানের কথা স্মরণ করেন। শারদীয় সংখ্যার প্রকাশ অনুষ্ঠানে সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতার মিলনমেলা তৈরি হয়। রিপোর্ট :- প্রদ্যুত দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BCBasudeb Chatterjee
Sept 22, 2025 05:02:17
Asansol, West Bengal:বাজি ফাটানোকে কেন্দ্র করে দুটি পরিবারের মধ্যে বাদবিবাদ থেকে মারপিট- হাসপাতালে ভর্তি ৫, আশঙ্কাজনক এক আসানসোল : বাজি ফাটানোকে কেন্দ্র করে দুটি পরিবারের মধ্যে বাদবিবাদ থেকে মারপিট। রবিবার রাতে উত্তর আসানসোলের ধাদকা সুকান্ত পল্লীর ঘটনা। পাশাপাশি যাদব ও সিং পরিবারের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি থেকে লাঠালাঠি। ঘটনায় আহত হয়েছেন সিং পরিবারের ৫ জন। ৪ জন আসানসোল জেলা হাসপাতালে ও একজন দুর্গাপুরের মিসন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। যাদব পরিবারের বিরুদ্ধে অভিযোগ জানানোর পর বাড়ির মহিলারা ছাড়া সকলে পলাতক। ঘটনার সূত্রপাত রবিবার রাতে। সিং পরিবারের সদস্যদের অভিযোগ তাঁদের বাড়ির দরজার সামনে একটা ডিজেল গাড়ি রাখা ছিল তার তলায় ফটকা ফাটাচ্ছিল সং পরিবারের ছেলেরা দরজা ও জানালাতে ক্রমাগত বাজি ফাটাচ্ছিল প্রতিবেশী যাদব পরিবারের শিশুরা। মানা করা হলেও শোনেনি। অভিযোগ উল্টে ওই পরিবারের বড়রা এসে শিশুদের উস্কানি দিয়ে যায়। তাঁদের চারচাকা গাড়ির নিচেও বাজি ফাটিয়ে দেওয়া হয়। ডিজেল গাড়িতে আগুন ধরে যাবে এই আশঙ্কায় প্রতিবেশীদের অভিযোগ জানাতে গেলে তর্ক বিবাদ বাড়ে। জনা কুড়ি এসে হামলা চালায় বলে অভিযোগ। লাঠির আঘাতে মাথা ফাটে তাঁদের। এই ঘটনার পর হামলাকারী পরিবারের সদস্যরা গা ঢাকা দেয়। তদন্ত শুরু করেছে পুলিশ। বাজি ফাটানোকে কেন্দ্র করে এই ঘটনা সামনে এলেও পেছনে রয়েছে পুরানো শত্রুতা বলে মনে করছে পুলিশ। সব দিক খোলা রেখে তদন্ত করছে পুলিশ।। 2209ZG_ASN_FATKA_INJURED BYTES
0
comment0
Report
PDPradyut Das
Sept 22, 2025 04:49:15
Jalpaiguri, West Bengal:2C 2209ZG_JAL_CPIM_R গ্রামীণ এলাকায় ভোটাধিকার রক্ষা শিবিরে মানুষের মধ্যে এসআইআর আতঙ্কে ভোটার লিস্টে তাদের নাম আছে কিনা তা খতিয়ে দেখতে ভোটারদের দীর্ঘ লাইন। জলপাইগুড়ি শহর সংলগ্ন অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের মোহিতনগর এর বামনপাড়া এলাকায় সিপিআই(এম)- র ভোটাধিকার রক্ষা শিবিরে এলেন দলে দলে মানুষ। খোঁজ নিলেন ২০০২ সালের ভোটার লিস্টে তাদের নাম আছে কিনা।মানুষ যে আতঙ্কিত তাদের কথাতেই তা স্পষ্ট। এসআইআর এর নামে ভোটার তালিকা সংক্রান্ত নির্বাচন কমিশনের বিভিন্ন নির্দেশে রাজ্যের মানুষ বিভ্রান্ত। এই বিভ্রান্তি দূর করতে বুথে বুথে"ভোটাধিকার রক্ষা শিবির" শুরু করেছে সিপিআই(এম)। ভোটার তালিকা সংক্রান্ত বিভিন্ন জিজ্ঞাসা ও সমস্যা নিয়ে মোহিত নগরের বামনপাড়া - গৌরীকোণ অঞ্চলে এই শিবির হয়।শিবিরে ২০০২ এবং ২০২৫ সালের ভোটার তালিকা সংক্রান্ত ভোটারদের বিভিন্ন জিজ্ঞাসা ও সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। মোহিতনগর এলাকার অসংখ্য মানুষ এদিনের শিবিরে ২০০২ ও ২০২৫ সালের ভোটার লিস্টে তাদের নাম রয়েছে কিনা তার খোঁজ করেন। শিবিরে উপস্থিত সিপিআই(এম) কর্মীরা এস আই আর নিয়ে বিজেপি- আরএসএস এবং তৃণমূল কংগ্রেস কি করতে চাইছে তা মানুষকে বুঝিয়ে বলেন। পরবর্তীতে কি করতে হবে এবং কি কি তথ্য সঙ্গে রাখতে হবে তাও মানুষকে বুঝিয়ে দেন এই কর্মীরা। শিবিরে উপস্থিত ছিলেন সিপিআই(এম) সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক শুভাশিস সরকার, জেলা কমিটির সদস্য তপন গাঙ্গুলী, অরিন্দম চৌধুরী, রতন চক্রবর্তী, সুজিত চৌধুরী, শমিক ভৌমিক, সূরজ দাশ প্রমূখ। শুভাশিস সরকার বলেন বিজেপি- আরএসএস নির্বাচন কমিশনকে ব্যবহার করে এসআইআর এর মাধ্যমে শ্রমজীবী, প্রান্তিক, খেটে খাওয়া মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। বারে বারে নির্বাচন কমিশনকে তালিকা তুলে দেওয়ার পরেও রাজ্যের ভোটার তালিকায় মৃত, স্থানান্তরিত, সন্দেহজনক ভোটারদের নাম বছরের পর বছর রেখে দিচ্ছে তৃণমূল কংগ্রেস, যাতে ভোটের সময় ভোট লুটে সুবিধা হয়। তিনি বলেন মৃত, স্থানান্তরিত, সন্দেহজনক নামগুলি বাদ দিয়ে ভোটার তালিকাকে সম্পূর্ণ স্বচ্ছ করতে হবে কিন্তু কোনমতেই যাতে কোনো প্রকৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ না যায়। প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ গেলে তাদেরকে সঙ্গে নিয়ে আন্দোলন শুরু করবে সিপিআই(এম)। এই ধরনের শিবির পরিচালনা করবার জন্য সিপিআই(এম) কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন এলাকার মানুষ। রিপোর্ট :- প্রদ্যুত দাস। ( জলপাইগুড়ি )
0
comment0
Report
AGAyan Ghosal
Sept 22, 2025 03:49:07
0
comment0
Report
MMManoranjan Mishra
Sept 22, 2025 03:49:01
Purulia, West Bengal:পুরুলিয়া : বছর বছর বেড়ে চলেছে দুর্গা পুজো কমিটির সংখ্যা । অথচ পুরোহিতকর্মের প্রতি ব্রাহ্মণ সম্প্রদায়ের যুবকদের মধ্যে আগ্রহ কমছে।  আর তাই ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষদের মধ্যে পৌরোহিত্যে আগ্রহ বাড়ানো এবং সঠিক পুজোর নিয়মাবলীর বিষয়ে অবগত করাতে দুর্গা পুজো উপলক্ষ্যে পুরুলিয়ায় আয়োজিত হলো পুরোহিতদের নিশুল্ক পৌরহিত্য প্রশিক্ষণ শিবির। বৈদিক নিয়ম নীতি মেনে নিখুঁত ভাবে দুর্গা পুজোর মন্ত্রপাঠ শেখানো হয় এই শিবিরে। রাঘুনাথপুর বৈদিক সংস্কৃত প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে পুরুলিয়া শহরে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে পুরোহিতরা এই শিবিরে অংশ নেয় । নবিপত্রিকা নির্মাণ, প্রাণ প্রতিষ্ঠা, ন্যসাদি কর্ম, হোম ও সামগ্রিক দুর্গা পুজোর বিধি বিধান বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় পুরোহিতদের । ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষের পৌরোহিত্যের প্রতি আগ্রহ কমছে । অনেকেই প্রশিক্ষণের অভাবে পুজোপাঠ থেকে দূরে রয়েছেন । দুর্গা পুজোর সঠিক নিয়মনীতি শেখাতে এবং যুবকদের মধ্যে পৌরহিত্যের প্রতি আগ্রহ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজনকারীরা। বাইট: কানন মিশ্র (পুরোহিত)
0
comment0
Report
PSPrasenjit Sardar
Sept 22, 2025 03:34:14
Baruipur, West Bengal:ক্যানিংয়ে বৃদ্ধাশ্রমের পূজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ক্যানিং - প্রতিবছরের মতো মহালয়ার দিন উদ্বোধন হলো দুর্গাপূজার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই পূজার উদ্বোধন করেন । ক্যানিংয়ের চাঁদমনি বৃদ্ধাশ্রমের পূজো উদ্বোধন অনুষ্ঠান হয় সন্ধ্যা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাঁদমনি বৃদ্ধাশ্রম এর পূজোর সঙ্গে সঙ্গে ক্যানিং মহাকুমার আরো বেশ কয়েকটি পূজোর উদ্বোধন করেন। যার মধ্যে ক্যানিং দুই নম্বর ব্লকের কালুগাছি সার্বজনীন দুর্গোৎসবের পূজো, চুনাখালী সার্বজনীন দুর্গোৎসব এবং ঝড়খালি সার্বজনীন দুর্গোৎসব। সবমিলিয়ে ক্যানিং মহকুমা চারটি পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ক্যানিং মাতলার চরে গড়ে উঠেছে চাঁদমনি বৃদ্ধাশ্রম । বিনা পয়সায় বৃদ্ধ বৃদ্ধারা এখানে থাকতে পারেন। শুধু তাই নয় স্থানীয় কয়েকজন যুবকের প্রচেষ্টায় এবং বৃদ্ধাশ্রম এর আবাসিকদের পূজোর আনন্দ দিতে বিগত তিন বছর ধরে হয়ে আসছে এই পূজো। মূলত ক্যানিং পশ্চিম এর বিধায়ক পরেশ রাম দাসের তত্ত্বাবধানে এই পূজো অনুষ্ঠিত হয়। এখানে যে সমস্ত আবাসিকরা থাকেন তাঁদের কেও পূজোর সময় বিভিন্ন প্যান্ডেলে নিয়ে যাওয়া হয়। তবে আবাসিকরা পূজোর কয়েকদিন মেতে থাকেন বৃদ্ধাশ্রমের পূজোতে। এদিন এই পুজোর উদ্বোধনে বিধায়ক পরেশ রাম দাস ছাড়া উপস্থিত ছিলেন ক্যানিং মহকুমা পুলিশ আধিকারীক রাম কুমার মন্ডল,ক্যানিং থানার ভারপ্রাপ্ত আধিকারীক সুশোভন সরকার,ক্যানিং ১ বিডিও সহ বৃদ্ধাশ্রমের আবাসিক বাবা ও মায়েরা। 220925ZG-BAR-CANNING-PUJA-R
0
comment0
Report
AGAyan Ghosal
Sept 22, 2025 03:33:42
Kolkata, West Bengal:GST ALL দেশে আজ থেকে মাত্র দুটি জিএসটি স্ল্যাব। ৫% এবং ১৮% । ১২% এবং ২৮% কর স্ল্যাব বাদ দেওয়া হয়েছে সরকার আজ ২২ সেপ্টেম্বর থেকে সাধারণ নাগরিকদের জিএসটি উপহার দিতে চলেছে। ২২ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি হার কার্যকর হওয়ার পর থেকে খাদ্য ও পানীয় থেকে শুরু করে ৩৭৫ টি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমে যাবে। এমনকি এয়ার কন্ডিশনার, টেলিভিশন, গাড়ি ও বাইকের দামও উল্লেখযোগ্যভাবে কমবে। দাম কমার কারণ হল জিএসটি কাউন্সিল ৩ সেপ্টেম্বর একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। জিএসটি হারে একটি বড় পরিবর্তন আনা হয়েছে। এখন, মাত্র দুটি জিএসটি স্ল্যাব ৫% এবং ১৮% বহাল রাখা হয়েছে। ১২% এবং ২৮% স্ল্যাব বাদ দেওয়া হয়েছে। ১২% স্ল্যাবের বেশিরভাগ পণ্য ৫% স্ল্যাবে রাখা হয়েছে। যেখানে ২৮% স্ল্যাবের বেশিরভাগ পণ্য ১৮% স্ল্যাবে রাখা হয়েছে। কিছু পণ্যের জিএসটি হার শূন্যে নামিয়ে আনা হয়েছে। ৩৩টি ওষুধের উপর জিএসটি সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। চিকিৎসার উদ্দেশ্যে ব্যবহৃত অক্সিজেনের উপর আগে ১২% জিএসটি ছিল, যা এখন সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। ৩ সেপ্টেম্বর জিএসটি কাউন্সিলের সভায় জিএসটি সম্পর্কিত একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ১২% এবং ২৮% দুটি জিএসটি স্ল্যাব প্রত্যাহার করা হয়েছে, যার ফলে বেশিরভাগ পণ্যই সস্তা হয়ে গেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন যে এই সুবিধাগুলি দেশের প্রান্তিক মানুষরাও পাবেন। সাশ্রয় উৎসব' GST 2.0 কার্যকর হচ্ছে আজ থেকে। রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে ইলেকট্রনিক্স, ওষুধ ও অটোমোবাইল খাতের অনেক জিনিস সস্তা হবে। GST সংস্কারের অংশ হিসেবে, প্রায় ৩৭৫টি জিনিসের ওপর কম GST হার কার্যকর করা হয়েছে। ১) সিগারেট, তামাক ও অ্যালকোহলের মতো বেশ কয়েকটি ক্ষতিকারক পণ্যের উপর ৪০% কর আরোপের প্রস্তাব করা হয়েছে। ২) অটোমোবাইল, ইলেকট্রনিক্স, রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসপত্র এবং ওষুধ সহ ৩৭৫টিরও বেশি জিনিসপত্র সস্তা হবে। ৩) দুধ, কফি, কনডেন্সড মিল্ক, বিস্কুট, মাখন, সিরিয়াল, কর্নফ্লেক্স, ২০ লিটার বোতলজাত পানীয় জল, শুকনো ফল, ফলের পাল্প বা ফলের রস, ঘি, আইসক্রিম, জ্যাম এবং জেলি, কেচাপ, স্ন্যাকস, পনির, পেস্ট্রি, সসেজ এবং মাংস এবং নারকেল জলের মতো খাবারের দাম কমবে। ৪) আফতার শেভ লোশন, ফেস ক্রিম, ফেস পাউডার, চুলের তেল, শ্যাম্পু, শেভিং ক্রিম, ট্যালকম পাউডার, টুথব্রাশ এবং টয়লেট সাবান বারের দাম কমতে পারে। ৫) ইলেকট্রনিক্স বিভাগে, এয়ার কন্ডিশনার (এসি), ডিশওয়াশার, টেলিভিশন (টিভি) এবং ওয়াশিং মেশিনের দাম কমবে। ৬) সেলুন, ফিটনেস সেন্টার, ফিটনেস ক্লাব ও যোগব্যায়ামের মতো শারীরিক ও সুস্থতার পরিষেবাগুলির জন্যও জিএসটি হ্রাস করা হয়েছে, যা মানুষের উপকারে আসতে পারে। ৭) সিমেন্টের উপর জিএসটি ২৮% থেকে কমিয়ে ১৮% করা হয়েছে, যার ফলে বাড়ির দাম কমবে বলে আশা করা হচ্ছে। এর ফলে রিয়েল এস্টেট খাতের উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। জিএসটি সংস্কারের সবচেয়ে বেশি সুবিধাভোগী হয়েছে অটো সেক্টর, যেখানে সেস সহ কর ৩৫-৫০% থেকে কমিয়ে ৪০% করা হয়েছে।
0
comment0
Report
ALArup Laha
Sept 22, 2025 02:48:48
Belna, West Bengal:জাতীয় সড়কের ধারে অজগর সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো রবিবার রাতে। পূর্ব বর্ধমানের ১১৪ নম্বর জাতীয় সড়কের বলগোনা মোড়ে রাস্তার উপর অজগর সাপ দেখতে পান গুসকরার ট্রাফিক ডিউটি অফিসাররা। রাত প্রায় আটটা নাগাদ ঘটনাটি নজরে আসে। ডিউটি অফিসার প্রসেনজিৎ পাল, যিনি সাপ ধরার প্রশিক্ষণপ্রাপ্ত, সাহসিকতার সঙ্গে অজগরটিকে ধরে বস্তাবন্দি করেন। এরপর খবর দেওয়া হয় আউশগ্রাম বনদপ্তরে। বনকর্মীরা ঘটনাস্থলে এসে সাপটিকে নিয়ে যান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হঠাৎ জাতীয় সড়কের ধারে অজগর দেখে আতঙ্কিত হয়ে পড়েন পথচলতি মানুষজন। তবে ট্রাফিক পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বনদপ্তর জানিয়েছে, উদ্ধার হওয়া অজগরকে নিরাপদে বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে। 220925ZG_BWN_SNAKE
4
comment0
Report
AGAyan Ghosal
Sept 22, 2025 02:48:27
Kolkata, West Bengal:WEATHER *আবহাওয়া পয়েন্টার* ১) দক্ষিণবঙ্গে হওয়া বদল শুরু। পরশু বুধবার তৃতীয়া পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলাতে। উত্তরবঙ্গে আজ থেকে ধাপে ধাপে বৃষ্টি ক্রমশ কমবে। ২) উত্তর মায়ানমার উপকূলের ঘূর্ণাবর্ত উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এল। আজ ২২শে সেপ্টেম্বর বিকেলের দিকে এটি উত্তর বঙ্গোপসাগরে এসে পৌঁছবে। ৩) এই ঘূর্ণাবর্ত বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি করতে চলেছে। রবিবার ষষ্ঠীর মধ্যেই এটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল আশঙ্কা। ৪) দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে মধ্যরাত থেকে। আজ প্রতিপদে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দু এক পশলা ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে। ৫) কাল দ্বিতীয়া। ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলার কিছু অংশে। বুধবারে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। ৬) বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমান আবার কিছুটা বাড়বে। ৭) রেহাই উত্তরবঙ্গের। আজ সোমবার বৃষ্টির পরিমাণ কমবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং জলপাইগুড়ি মালদা ও দুই দিনাজপুরে। ৮) কাল মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরো কমবে উত্তরবঙ্গের সব জেলাতেই। একমাত্র শুক্রবার চতুর্থীর দিন ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জেলায়। ৯) কলকাতায় বৃষ্টি চলছে। আজ সারাদিন প্রধানত মেঘলা আকাশ। দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি। সারাদিন কলকাতায় ২০ থেকে ২৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া। কাল মঙ্গলবার কলকাতায় বৃষ্টির পরিমান বাড়বে।
3
comment0
Report
TCTathagata Chakraborty
Sept 22, 2025 02:48:10
Maipit, ওয়েস্ট বেঙ্গল:গভীর সমুদ্রে বিপদ! জিনজিরা দ্বীপের কাছে দুর্ঘটনায় বিপাকে ৯ মৎস্যজীবী, সকলেই উদ্ধার রবিবার সকালেই মৈপিঠ থেকে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয় *FB মাসুনা* নামের একটি ট্রলার। ট্রলারটিতে মোট ৯ জন মৎস্যজীবী ছিলেন। সমুদ্রে পৌঁছনোর কিছুক্ষণ পর জিনজিরা দ্বীপের কাছে ট্রলারটি বালির চরে ধাক্কা খায়। ধাক্কার জেরে ট্রলারের গায়ে ফাটল ধরে জল ঢুকতে শুরু করে। আতঙ্কিত মৎস্যজীবীরা তড়িঘড়ি কাঁথা দিয়ে ফাটল ঢেকে জল আটকানোর চেষ্টা করেন। কোনোরকমে কালীব্যায়রা জঙ্গলে ট্রলারটি ঠেকিয়ে সেখানে আশ্রয় নেন তারা। সেখান থেকেই বাড়ি ও মৈপিঠ উপকূল থানায় খবর পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ রাতেই উদ্ধার অভিযানে নামে। দীর্ঘ প্রচেষ্টার পর গভীররাতে ট্রলারসহ ৯ জন মৎস্যজীবীকে নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হয়। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তারা। বাইট - রেজাউল গাজী উদ্ধারকারী রাজ্জাক গাজী, মৎস্যজীবী মুর সেলিম শেখ, মমৎস্যজীবী
4
comment0
Report
KMKIRAN MANNA
Sept 21, 2025 15:32:19
11
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Sept 21, 2025 15:20:33
Kolkata, West Bengal:*বাগবাজারে তর্পণ শেষে শমীক ভট্টাচার্যের বাইট* *প্রসঙ্গ তর্পণ* আমাদের পরিবার প্রিয়জন যারা আমাদের সঙ্গে ছিলেন কিন্তু আজ আর আমাদের মধ্যে নেই, তাদের সকলকে স্মরণ করতে ভারতীয় সংস্কৃতি সভ্যতা অনুযায়ী এই তর্পনের রেওয়াজ। ব্যক্তিগতভাবে প্রতিবছর তর্পণ করতে আসি শুধু পরিবারের জন্য নয়, আমি যে পরিবারের সদস্য অর্থাৎ আমার পার্টি, তার যত সদস্য, সমর্থক শহীদ হয়েছেন, গত ১০ বছরে সেই সংখ্যাটা এখনো পর্যন্ত ২৮৭। তাদের কথাও স্মরণ করলাম আজকে। ২০২১ সালের পর ২৭ দিনে আমাদের 56 জন কর্মী খুন হয়েছিলেন। তার মধ্যে মহিলা ও ছিলেন। তাদের প্রত্যেকের উদ্দেশ্যেই শ্রদ্ধা জ্ঞাপন ও স্মৃতিচারণ করলাম এই তর্পণ এর মাধ্যমে । *নির্বাচনে রক্তপাত বন্ধ করা* আগামী নির্বাচন যাতে রক্তক্ষয়ী না হয়, সেই প্রার্থনা সব সময় করি। সেই প্রার্থনা আজও করেছি ।বাংলার মানুষেরও সেটা করা উচিত। ভ্রাতৃ হত্যার মধ্য দিয়ে কোনদিন পৃথিবীর কোথাও শান্তি প্রতিষ্ঠা হয়নি। অন্য রাজ্য যারা এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পেরেছে তারা উন্নতি করেছে। আগে আমরা বিহারের কথা কাগজে পড়তাম। উত্তরপ্রদেশের কথা পড়তাম। আমাদের প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বিভিন্ন ঘটনা ঘটতো আর প্রতি কথায় উনি বিহার উত্তরপ্রদেশের উদাহরণ দিতেন। পশ্চিমবঙ্গের একটা তুলনামূলক পরিসংখ্যান তিনি আলোচনায় রাখতেন। আজ বিহার উত্তরপ্রদেশের রাজনীতি যা ছিল তা থেকে বেরিয়ে আসতে পেরেছে। কিন্তু বঙ্কিমচন্দ্র, বিবেকানন্দ, রবীন্দ্রনাথের জন্মভূমি যারা গোটা দেশকে পথ দেখিয়েছে, তারাই এই হানাহানি রাজনীতি থেকে বের হতে পারছে না। *প্রেসিডেন্ট থাকার সময় সহিত দর্পণ করেছি, এখন যারা আছে তারা করবে: দিলীপ ঘোষ* দিলীপ দা কে প্রশ্ন করেছেন। দিলীপ দার উত্তর থেকেই আপনি এই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আমি দায়িত্বে আছি তার কথামতো। আর আমি যখন সভাপতি ছিলাম না তখনও শহীদ তর্পণ করতাম। *আগে থেকে পুজো উদ্বোধন* এখন দেবীপক্ষ সূচনা হয়েছে। যদিও আমাদের মুখ্যমন্ত্রী অনেক আগে থেকেই বাঙালি আবেগকে মর্যাদা দিয়ে ভারতীয় ঐতিহ্য সংস্কৃতি পরম্পরার গণ্ডিকে ভেঙে দিয়ে উনি পিতৃপক্ষই দেবী পক্ষের সূচনা করে দিয়েছেন। এটা হিন্দু বলেই সম্ভব। মুসলিম বা খ্রিস্টানদের যদি কোন আচার হতো তাহলে উনি এটা করতে পারতেন না। উনি হিন্দু সমাজের যে পুজোর জন্য অপেক্ষা ঐতিহ্য সেই সবগুলো ফুতকারে উড়িয়ে দিয়ে উনি পিতৃপক্ষকেই মাতৃ বন্দনা শুরু করে দিয়েছেন। *সুকান্তকে সাইড করা হচ্ছে* তৃণমূল কি বলছে তাই নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ কি আর আলোচনা করে? তৃণমূলের কোন বক্তব্যের গ্রহণযোগ্যতা এই মুহূর্তে রাজ্যবাসীর কাছে নেই।আপনাদের অবগতির জন্য জানাই এটা দুর্গাপুজো সংক্রান্ত কোন ব্যাপার নয়। এক ভারত শ্রেষ্ঠ ভারত। ভারতবর্ষের যে সাংস্কৃতিক মেলবন্ধন তা জোরদার করতেই এই প্রয়াস। অন্যান্য সম্প্রদায়ের মানুষ অন্য রাজ্যের মানুষ এই সময় পশ্চিমবঙ্গে আসেন আমাদের বাঙালিরা যেখানে যেখানে বাঙালি আছেন সেখানে যাচ্ছেন। দেশের বাইরে ও যাচ্ছেন এর সঙ্গে ভোটের রাজনীতির কোনো সম্পর্ক নেই। যদি কোন মতাদর্শহীন এবং কর্মসূচিহীন রাজনৈতিক দল নিজেকে রাজনৈতিক দল বলে মনে করে তাহলে তারা এরকমের মন্তব্য করে। *তৃণমূল জেলা সভাপতি খুন* তৃণমূল জেলা সভাপতি খুন হয়েছেন তা নিয়ে কি সিবিআই তদন্ত দাবি করা হয়েছে? যদি ভালো করে বিষয়টি তদন্ত করা যায় নিশ্চয়ই উঠে আসতে পারে যে এর পিছনে তৃণমূলই রয়েছে। *চন্দ্রনাথ সিংহ গ্রেপ্তার* চন্দ্রনাথ সিংহরা কোন ফ্যাক্টর নয়, উনারা ২ পার্সেন্ট পাঁচ পারসেন্ট এর কাজ করেছেন। তৃণমূল আজকে এমন একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলেছেন যেখানে আলু বিক্রি হবে শিক্ষকের চাকরি ও বিক্রি হবে। একটা উদার উন্মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা। *মহালয়ার আগে পূজা উদ্বোধন* এগিয়ে বাংলা। স্বয়ং দেবাদিদেব মহাদেব তিনি মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে নবান্নের স্পিড পোস্টে চিঠি পাঠিয়েছেন। বলেছেন, দেবী দুর্গার প্রতি তোমার এই উচ্ছ্বাস এ আমাকেও মুগ্ধ করছে আমার ধ্যান ভঙ্গ করে দিচ্ছে। আমার স্ত্রীকে যেভাবে তুমি আগে নিয়ে চলে এলে তাতে আমি স্তম্ভিত আমি তোমার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। *মুখ্যমন্ত্রীর এন আর সি গান* এই বাংলা কেউই চেনে না পিতৃপক্ষে মাতৃবরণ কেউই চেনে না। এই বাংলা আশ্বিনের শারদ প্রাতে শুনে মাতৃপক্ষের সূচনা করত। কিন্তু মুখ্যমন্ত্রী যে বাংলা এখন তৈরি করেছেন সেই বাংলা উনি নিজেই চেনেন না। তৃণমূল তৃণমূলকে মারছে মরছে। মুসলমান মারছে মুসলমান মেরেজ উনি জানতে উনি চিনতে পারছেন না
2
comment0
Report
AGAyan Ghosal
Sept 21, 2025 15:20:26
Kolkata, West Bengal:JBSB LADY PUJA যুগের পর যুগ মায়ের আরাধনা চলে। বনেদি বাড়ির চৌকাঠ ভেঙে বেরোনো বারোয়ারী পুজো কালক্রমে আরো এগিয়ে এখন আপাদমস্তক থিমের প্রদর্শনী। পাশাপাশি শহরের এরকম প্রচুর পুজো রয়েছে যেগুলো সম্পূর্ণ ভাবে মহিলা অর্থাৎ নারী শক্তি পরিচালিত। যেখানে জুতো সেলাই থেকে চন্ডিপাঠের যাবতীয় দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করে চলেছেন নারীরাই। ২০২৪ সালের পুজোর আগে আর জি কর। দিন রাত এক করে রাস্তায় নেমে গণ প্রতিবাদ। যার সিংহভাগ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা ছিল সমাজের সর্বস্তরের সমস্ত বয়সী নারীদের। পুজো হয়েছিল এক সম্পূর্ণ অন্য আবহে। কার্যত পুজো বনাম প্রতিবাদ লড়াই চলেছিল সমান্তরাল ভাবে। ২০২৫ এর পুজোর আগে ফের পাঁশকুড়া। আবারও প্রতিবাদ। আবারও পুজো আসন্ন। শহরের সম্পূর্ণ মহিলা পরিচালিত পুজোর অন্যতম কালীঘাট অ্যানন ক্লাব। মহালয়ার সকালে প্রতিমা পাড়ায় নিয়ে যেতে কুমোরটুলি গিয়েছিলেন ক্লাবের সদস্যরা। প্রশ্ন ছিল মাতৃশক্তির আরাধনা বনাম নারীত্বের অবমাননার। কি বললেন তাঁরা? ৫ টা বাইট শহরের দ্বিতীয় সম্পূর্ণ মহিলা পরিচালিত পুজো অভিজাত বালিগঞ্জের বৈশাখী সংঘের। সেখানে ক্লাব সদস্যদের গলায় উঠে এল এক ভয়ের কথা। কোনো কারণেই বদলানো যাচ্ছে না পুরুষের দৃষ্টিভঙ্গি। যে মায়ের আরাধনা প্রস্তুতি চলছে শহর জুড়ে, সেই মায়ের পুজোয় কোনোদিন বেশি রাত হয়ে গেলে কতটা শঙ্কিত হতে হয় একজন পুরুষ সঙ্গী ছাড়া? উদ্বেগ গোপন রাখেন নি পুজোর উদ্যোক্তারা। একাধিক সদস্য এমনও বলছেন, কোনো একটা বছর হয়তো আর পুজোর আগে তাদের এই প্রশ্ন শুনতে হবে না। হয়তো নারীত্ব তার মেয়াদকাল পার করবে সসম্মানে। এমন দিনের আশায় বুক বাঁধছেন অনেকে। বাইট ৫ টা বাইট ওয়াক থ্রু
6
comment0
Report
Advertisement
Back to top