Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

जलपाईगढ़ी महालया के मौके पर आतिशबाजी का बेशुमार क्रेज, शहर दंग

PDPradyut Das
Sept 20, 2025 19:00:56
Jalpaiguri, West Bengal
2C 2009ZG_JAL_BAJI_BAJHAR_R রাত পোহালেই মহালয়া,শনিবার সন্ধ্যে যতই রাত বাড়ছে ততই ভিড় বাড়ছে,জলপাইগুড়ি শহরের বিভিন্ন বাজের দোকানগুলোতে l কেননা শুধুমাত্র কয়েকটা ঘন্টা সময়ের অপেক্ষা, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে চণ্ডীপাঠ সঙ্গে মহিষাসুরমর্দিনীর কাহিনীর আগমনী সুর ও তর্পনের মধ্যে দিয়ে মেতে উঠবেন অনেকেইl শনিবার সন্ধ্যে থেকেই ৮ থেকে ৮০,ভিড় জমিয়েছেন জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকার বিভিন্ন আতশবাজি দোকানগুলোতে। শনিবার রাতেও জলপাইগুড়িতে উপচে পড়া ভিড় পড়ছে শব্দবাজির দোকান গুলিতে l তারাবাতি, রং মশলা, রঙিন তুবড়ি, চরকি, পপ্পপ,চটপটি কিনতে ছোটদেরও ব্যস্ততা তুঙ্গে। তবে ইতিমধ্যে শহরে শুরু হয়ে গেছে শব্দবাজির লড়াই বলে অভিযোগ নাগরিকদের। রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ক্যামেরা :- ঋষি চক্রবর্তীর ( জলপাইগুড়ি )
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
KAKAYESH ANSARI
Sept 20, 2025 19:03:54
Darjeeling, West Bengal:*Harkabahadur Chettri Party JAP And Akikaran Manch Dharna In Kalimpong Demanding For Darjeeling And Sikkim Marge We Want To Separate From Bengal* Today after many year of gap Harkabahadur Chetrri party JAP (Jan Andolan Party ) had started their political program this time not only his party but under the Akikaran Manch the program was done but this was Lead by Harkabahadur chettri. They done the Dharna in Damber Chouck Kalimpong demanding for the Marge of Darjeeling Had Sikkim. This program was fine to do the awareness to the public of hills for their demand. From many year the Akikaran Manch demanding the issue of of Sikkim and Darjeeling Marge but the political parties of hills don't support and mainly the Sikkim State don't agree for it. Now Harkabahadur Chettri had join this manch and he had also tried to Meet PM Modi when he suppose to come to Sikkim in August Month but Sikkim govt had stop him in Rangpoo (Bengal and Sikkim) Boarder *Byte of Harkabahadur* All parties of hills don't have the agenda and now the election is upcoming and all of them had started to take out the agenda , some saying Development some saying 6th Schedule. We want to Separate from Bengal in any cost we can't develop our place inside the Bengal so we started our demand of Darjeeling Sikkim Marge. For which today we done the Dharna in Town of kalimpong and after Festival we will do the program widely in Darjeeling Kalimpong. Darjeeling And Kalimpong in not the part of Bengal and it is in written and of the Sikkim govt don't agree to Merge but Center Govt Can't Merge. For which we are doing started the demand.
7
comment0
Report
SPSANDIP PRAMANIK
Sept 20, 2025 19:03:41
Kolkata, West Bengal:_আজ বিকেলের আবহাওয়া।_ *অন্বেষা ভট্টাচার্য। আবহাওয়াবিদ। আলিপুর আবহাওয়া দপ্তর।* #উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্তটি এগিয়ে ২২ শে সেপ্টেম্বর সোমবার নাগাদ উত্তর বঙ্গোপসাগরে এসে পৌঁছবে। ##উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা ২৫ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার। ###আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলায়। কলকাতা সহ সব জেলাতেই আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। ####আজ দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। এই জেলার কিছু অংশে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার এই তিন জেলার সঙ্গে বাঁকুড়াতেও ভারী বৃষ্টি হতে পারে। #####আগামীকাল মহালয়ার দিন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকলেও দুপুরের পর থেকে পুরোপুরি মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কলকাতাতেও বেলা বাড়লে বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ। ######উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে। আগামীকাল থেকেই ক্রমশ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আজও কাল সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। সোমবারেও পার্বত্য এলাকা এবং মালদা ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে উত্তরবঙ্গে। শুক্রবারে দার্জিলিঙে ভারী বৃষ্টির সম্ভাবনা।
4
comment0
Report
SPSANDIP PRAMANIK
Sept 20, 2025 19:03:26
Kolkata, West Bengal:বেহালা গোপাল মিশ্র রোড এ "সৌমতত্ব" এর দক্ষ পরিচালনায়, শ্রী রাজদীপ সাহা এবং শ্রী সৌমন্তিক রায়ের দূরদর্শী নেতৃত্বে, "শিল্পের আত্মার প্রতিফলন" শীর্ষক তাদের শিল্প ও সাংস্কৃতিক প্রদর্শনীর উদ্বোধন করলেন বিধায়িকা রত্না চ্যাটার্জি বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে মূল কেন্দ্র করে মূলত এই প্রদর্শনী। প্রদর্শনীর থিম "রাজার মে, জনতার মা", যা দেবী দুর্গার দ্বৈত রূপকে প্রতীকী হিসাবে প্রকাশ করে, দেবী দুর্গার কন্যা রূপ ও সর্বসাধারণের মাতৃত্যের রূপ।এই থিমের মাধ্যমে, সৌমতত্ত্ব প্রদর্শন করতে চায় যে শিল্প কীভাবে সীমানা অতিক্রম করে - সকলের অন্তর্গত, তবুও প্রতিটি আত্মার জন্য গভীরভাবে ব্যক্তিগত। সন্ধ্যাটি আরও সমৃদ্ধ হবে "শ্রীমতী অপরাজিতা মুখার্জি ও দল " এর একটি বিশেষ নৃত্য পরিবেশনার মাধ্যমে। যার ছন্দ, মাধুর্য এবং ভক্তি মিশ্রিত পরিবেশনা দর্শকের মন জয় করবে। উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা যাঁদের পুষ্প স্তবক ও মেমেন্টো দিয়ে সম্মানিত করা হয়।
2
comment0
Report
SCSandip Chowdhury
Sept 20, 2025 19:03:14
Katwa, West Bengal:অন্যান্য বছরের মতো এবারও রাজ্য সরকারের ঘোষিত পূজো অনুদানের চেক দেওয়া শুরু করলো পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। শনিবার দুপুরে কাটোয়ার সংহতি মঞ্চে কাটোয়া থানা এলাকার পূজো উদ্যোক্তাদের সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়। কাটোয়া থানা এলাকায় এই বছর ৫৬৯ টি পুজো কমিটির হাতে সরকারী অনুদানের চেক তুলে দেওয়া হলো। কাটোয়া সংহতি মঞ্চে কাটোয়ার বিধায়ক ও একগুচ্ছ সরকারী আধিকারিকের উপস্থিতিতে রাজ্য সরকারের দেওয়া আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হলো ৫৬৯ টি পুজো কমিটিকে। এই মঞ্চ থেকেই দুর্গা পূজোর জন্য বিভিন্ন সুরক্ষা বিধি পুজো উদ্যোক্তাদের উদ্যেশ্যে বলেন উপস্থিত পুলিশ আধিকারিকেরা। এই দিনের চেক বিতরনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী, পূর্ব বর্ধমান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ট্র্যাফিক অনিন্দ্য সুন্দর ভট্টাচার্য্য সহ অন্যান্য জনপ্রতিনিধি ও আধি কারিকবৃন্দ সহ বিশিষ্টজনেরা। এছাড়াও গোটা সংহতি প্রেক্ষাগৃহ পরিপূর্ণ ছিলো কাটোয়ার বিভিন্ন দুর্গাপুজো উদ্যোক্তাদের ভিড়ে। বাইট:- ১) রবীন্দ্রনাথ চ্যাটার্জী (বিধায়ক কাটোয়া) ২) তীর্থেন্দু গাঙ্গুলী (আইসি, কাটোয়া থানা)
5
comment0
Report
CDChittaranjan Das
Sept 20, 2025 19:02:32
Durgapur, West Bengal:*রূমের বাইরে পড়ে স্কুটির মধ্যে পার্শেল, ফাঁকা জলের বোতল আর ভেতরে থালা ভর্তি মাংস, পাশে ঝুলন্ত তৃণমূল নেতা,দৃশ্যটা দেখেই এলাকার পরিবারের লোকজন এবং সতীর্থদের খুনের দাবি। ঘটনাস্থলে মন্ত্রী. পুলিশের পদস্থ কর্তা। মৃত্যুর পুর্নাঙ্গ তদন্ত করে যদি খুন হয়ে থাকে তাহলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেওয়ার পর দেহ তুলে নিয়ে পারে ময়নাতদন্তের জন্য।* মেঝের বেঞ্চের উপর নামানো মাংস ভাত। আর সিড়ির গ্রিল থেকে গলায় দড়ি বাঁধা অবস্থায় হাঁটুর নিচে থেকে রয়েছে মেঝেতে। বাইরে মরে পড়ে রয়েছে মুরগি। দুর্গাপুরের এক নম্বর ওয়ার্ডের বরিষ্ঠ তৃণমূল নেতা নিখিল নায়েকের দেহ উদ্ধার তারই বাগান বাড়ি থেকে। খাবারে বিষ মিশিয়ে খুন, তারপর মৃত্যু নিশ্চিত করতে দেহ ঝুলিয়ে দেওয়া সিঁড়ির গ্রিলে, অভিযোগ পরিবার সহ সতীর্থদের। তবে নিখিল নায়েক এর মৃত্যুর রহস্যের দানা বাঁধছে। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে চার ঘন্টা ধরে পুলিশকে দেহ তুলতে বাধা দেয় স্থানীয়রা। উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে শেষমেষ পৌছালেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি আশ্বাস দেন পূর্ণাঙ্গ তদন্তের। তারপরেই দেহ তুলতে দেয় স্থানীয়রা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার ইস্ট অভিষেক গুপ্তা বলেন, "একজনের দেহ উদ্ধার হয়েছে। বেশ কিছু জিনিস উদ্ধার হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। দ্রুত এই ঘটনার রহস্য উন্মোচিত হবে।" রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, "খবর পেয়েই আমি ছুটে এসেছি ঘটনাস্থলে। নিখিল বাবু একজন বরিষ্ঠ সংগঠক ছিলেন। তার তার মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকাহত। আমি রাজ্য সরকারের হয়ে পুলিশের কাছে দাবি রাখছি সঠিক তদন্তের। দ্রুত এই ঘটনার কিনারা হবে বলে আমি আশাবাদী।" তৃণমূলের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সরাসরি খুনের কথা বলেন। এবং নিখিল নায়েক খুনের ঘটনার সাথে বিরোধীদের যোগসাজশ আছে। বিরোধীদের বক্তব্য, আমরাও চাই পূর্ণাঙ্গ তদন্ত হোক। এই পিছনে কারা আছে তা বেরিয়ে যাবে। ছবি 2C তে ফাইল নাম 2009ZG_DGP_NIKHL_MRDR_R
2
comment0
Report
BSBidhan Sarkar
Sept 20, 2025 19:02:17
Chinsurah, West Bengal:সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রয়াত সীতারাম ইয়েচুরি এবং বুদ্ধদেব ভট্টাচার্যের প্রথম প্রয়াণ বার্ষিকী সরণে "নবীনের কথায়" হল কোন্নগর রবীন্দ্র ভবনে। সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বলেন, একমাত্র সিপিএম গর্বের সঙ্গে এটা বলতে পারে বাদবাকি সবাই ভারাটে নিয়ে আসে।আজকে যে নবীনরা এখানে এসেছে তারা কেউ দল বদল করে আসেনি।তারা আন্দোলন সংগ্রাম থেকে উঠে এসেছেন।যখন কলেজে বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হচ্ছে না।গনতন্ত্রের কথা বলতে দেওয়া হচ্ছে না তখন আন্দোলন সংগ্রামের মধ্যে থেকে এই তাজা রক্তরা উঠে এসেছে।বিজেপি আর তৃনমূলে যা আছে সব পচা আর বাসি মাল। সীতারাম বুদ্ধদেবরা যা করেছিলেন সেই ধারা আমরা বজায় রেখেছি।এরকম পঁশিশ জনকে নিয়ে কর্মসূচী করতে পারি। আমরা বক্তৃতা মালা না করে বক্তৃতা গুচ্ছ করেছি।তাদের শিক্ষা তাদের কাজের দাবীতে তো লড়াই।তারা যে সময়ে নেতা হলেন আশির দশকের গোড়ায় কেন্দ্রীয় কমিটিতে গেলেন।সেই সময়টাকে ধরতে চেয়েছি।১০০ জন এরকম যারা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে উঠে এসেছেন তাদের দশ শতাংশ কে নিয়ে আমরা আজকে এই কর্মসূচি করলাম। সমস্ত জিনিসের উপর আঘাত আসছে।তাই আমরা এমন একটা সমাজ ব্যবস্থা তৈরী হোক যেখানে জাত পাত ধর্ম বর্ণের নামে একে অপরকে শোষণ করবে না এবং সাম্রাজ্যবাদ বিরোধী এটা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত এবং সবার সমান অধিকার থাকবে।এটার জন্যই আমরা লড়াই করছি।তারমধ্যে ২৬ শে নির্বাচন আসবে।নির্বাচনে কি হয়,বিজেপি তৃনমূলের মত দল বিদেশি এজেন্সি ব্যবহার করছে।সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে নিয়ে নির্বাচন কমিশনকে কুক্ষিগত করে নির্বাচনকে লুট করছে লুট করছে।গণতন্ত্রকে যদি শেষ করে।এখানে গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠার জন্য জোরদার লড়াই হবে। আমরা বলেছি ইন্ডাস্ট্রিয়াল স্কেলে চুরি হয়েছে।ভোটার লিস্ট থেকে ভোট কেন্দ্র থেকে ভোট গননায়।পঞ্চায়েত পুরসভায় হয়েছে।বিধানসভা লোকসভায় হয়েছে।এখন যখন তথ্য দিয়ে বলা হচ্ছে তখন তো চোরের গায়ে লাগবেই। ইজরায়েলি কোম্পানীকে লাগানো হচ্ছে।
0
comment0
Report
BSBidhan Sarkar
Sept 20, 2025 19:01:50
Chinsurah, West Bengal:মার্কসবাদে কোন ভুল নেই প্রয়োগে দুটো ভুল থাকতে পারে সিপিআইএম হলো প্রথম দল যারা এই কথাটা বলেছিল,বললেন এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। কোন্নগর রবীন্দ্র ভবনের সীতারা মেয়ে চুরি বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে আয়োজিত সভা ছিল নবীনের কথায়।সেখানেই বক্তা হিসেবে ছিলেন সিপিআইএমের সিপিআইএম এর জেন জি। মীনাক্ষী মুখোপাধ্যায়,দিপ্সিতা ধর,প্রতীক উর রাহমান,সপ্তর্ষি দেবের মত বারোজন নবীন নিজেদের মতো করে বক্তব্য রাখেন।সেখানে দেশ বিশ্ব বিজেপি তৃনমূল ধর্ম মৌলবাদ বাঙালী দূর্নীতি বর্তমান সময়ে আলোচ্য বিষয় তুলে ধরেন।সভার সভাপতি ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। শেষ বক্তা ছিলেন সৃজন ভট্টাচার্য।তিনি বলেন, সমাজতন্ত্র ছিল এমন সোভিয়েত ইউনিয়ন ৯১ সালের পরে যখন পড়ে গেল অনেক কমিউনিস্ট পার্টি নিজেদের নাম বদলে ফেললো।তখন সিপিআইএম পৃথিবীর প্রথম পার্টি যারা বলেছিল মার্কসবাদে কোন ভুল নেই ভুল থাকতে পারে। তোমার নয়া উদারবাদ ডান মধ্যডান সব দেখে নিয়েছি সবার হচ্ছে না সমাজতন্ত্রই বিকল্প। অবশ্যই চীন বা রাশিয়ার কপি পেস্ট না। ভবিষ্যৎমুখী সমাজতন্ত্রে না হাঁটলে ভারতের কোন ভবিষ্যৎ নেই।
2
comment0
Report
SMSubhasis Mandal
Sept 20, 2025 19:01:29
Udaynarayanpur, West Bengal:হাওড়া গ্রামীণ জেলার তৃণমূলের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা উদয়নারায়নপুর বিধায়ক সমীর পাঁজার৷ ব্লক কমিটির সভাপতি করা নিয়ে বিতর্কে এই সিদ্ধান্ত দলের পক্ষ থেকে ব্লক কমিটির সভাপতি ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই হাওড়া গ্রামীন জেলা তৃণমুল কংগ্রেসের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজার। হাওড়া সদর এবং হাওড়া গ্রামীন জেলার বিভিন্ন ব্লক সভাপতি সহ পদাধিকারীদের নাম ঘোষণা করা হয়েছে। আর সেই ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই নিজের পদ থেকে পদত্যাগ করলেন হাওড়া গ্রামীন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা। সূত্রের খবর ইতিমধ্যে তিনি তার পদত্যাগপত্র দলের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সীর কাছে পাঠিয়ে দিয়েছেন। এদিন বিধায়ক সমীর পাঁজা জানান আমি আমতা উলুবেড়িয়া উত্তর এবং সাঁকরাইল কেন্দ্রের বর্তমান সভাপতিদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুনদের দায়িত্ব দেওয়ার কথা বলেছিলাম। সেইসময় দলীয় নেতৃত্ব এই নিয়ে আমাদের নিয়ে বৈঠক করার কথাও বলেছিলেন। যদিও এরপর এই নিয়ে আর কোন বৈঠক হয়নি। এমনকি আমি একাধিকবার সুব্রত বক্সীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও ওনাকে ফোনে পাইনি। আর আমাদের নিয়ে বৈঠকের আগেই আজ দলের তরফে জেলা কমিটি ঘোষনা করা হয়েছে। যেখানে আমি যে তিনটি কেন্দ্রের সভাপতিদের পরিবর্তনের কথা বলেছিলাম সেই কেন্দ্রগুলিতে সভাপতি পদে কোন পরিবর্তন করা হয়নি। বর্তমানে আমতার যাকে সভাপতি করা হয়েছে সেলিমূল আলম তিনি গত আট মাস যাবৎ গুরুতর অসুস্থ বিছানা শয্যাশায়ী তাকে বদলানোর কথা বলা হয়েছিল কিন্তু তা করা হয়নি ৷ সমীর বাবু জানান আগামী বিধানসভা নির্বাচন কথা মাথায় রেখেই পরিবর্তনের কথা নিয়ে আলোচনা আমি চেয়েছিলাম কিন্তু কোন গুরুত্ব দেয়া হয়নি ৷এর ফলে বিষয়টি আমার কাছে সম্মানহানিকর মনে হয়েছে এবং যে চেয়ারম্যান পদে আমি ছিলাম এটার কোন গুরুত্ব নেই বলেই আমার মনে হয়েছে তাই আমি মনে করেছি আমার এই পদের কোন গুরুত্ব নেই যার ফলে আমি জেলা কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম।৷ 2009ZG_ULU_TMC_R1 Byte 2 বিধায়ক উদয়নারায়নপুর৷
0
comment0
Report
NHNantu Hazra
Sept 20, 2025 19:00:24
Salt Lake City, Utah:Maya Saha, the Anti of Jiban Krishna Saha in the ED office. ইডি দফ্তরে জীবন কৃষ্ণ সাহার পিসি মায়া সাহা।এই নিয়ে তৃতীয় বারের জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইডি দপ্তরে। এর আগে বেশকিছু নথি জমা দিতে বলা হয়েছিল। সেই নথি জমা দেওয়ার পরে ফের তাকে তলব করা হয়। সেই নথি ধরেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ইডি সূত্র খবর। মূলত তার সম্পত্তি এবং ব্যাংক একাউন্টে তথ্য ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর। জীবনকৃষ্ণ সাহার থেকে কোন আর্থিক লেনদেন হয়েছিল কিনা সেই বিষয়েও জানার চেষ্টা করছে ইডি।। মায়া সাহা জানান...... কিছুই পায়নি, বারবার ডাকছে তার কারণ কি করে সম্পত্তি হল সেই জন্য জিজ্ঞাসা করছে লোনটা কিভাবে করেছেন মাসে কিভাবে টাকা দেন সেই বিষয়ে জানতে চেয়েছে। আজকে ইনকামের কাগজপত্র নিয়ে এসেছিলাম সেগুলো দিয়েছি।
0
comment0
Report
ALArup Laha
Sept 20, 2025 14:34:01
Belna, West Bengal:থানায় গেলেন উপাচার্য। উপাচার্যের থানায় অভিযোগে চাঞ্চল্য, কর্মসচিব পদ নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। অবসরের পরও জোর করে পদে বসে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মসচিব সুজিত কুমার চৌধুরি। তাঁর বিরুদ্ধে এবার থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন উপাচার্য শঙ্কর কুমার নাথ। উপাচার্যের অভিযোগ, কর্মসচিব সুজিতবাবু জোর করে রেজিস্ট্রারের অফিসে ঢুকে পড়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মনীতি মানছেন না। অন্যদিকে, সুজিত কুমার চৌধুরির দাবি, তিনি উচ্চশিক্ষা দফতরের নির্দেশেই ওই পদে রয়েছেন। প্রসঙ্গত, ৩১ জানুয়ারি ২০২৫-এ ৬০ বছর বয়সে রেজিস্ট্রারের পদ থেকে অবসর নেন সুজিত কুমার চৌধুরি। অবসরের আগেই তিনি চাকরির মেয়াদ বাড়ানোর আবেদন জানান। সেই আবেদন মঞ্জুর হওয়ার পর চলতি বছরের ৯ সেপ্টেম্বর তিনি ফের কর্মসচিব হিসেবে যোগ দেন। কিন্তু তাঁর এই নিয়োগ মানতে নারাজ উপাচার্য। ফলে বিশ্ববিদ্যালয়ের কাজকর্মে কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে। অভিযোগ, কোনও ফাইলই কর্মসচিবের কাছে পাঠানো হচ্ছে না। এরই মধ্যে উপাচার্যের থানায় গিয়ে অভিযোগ দায়ের করায় পরিস্থিতি আরও জটিল আকার নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দ্বন্দ্বে শিক্ষা পরিমণ্ডলে ইতিমধ্যেই তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। বাইট ১।শংকর কুমার নাথ(উপাচার্য), বাইট ২।সুজিত কুমার চৌধুরি।(রেজিস্ট্রার)। 200925ZG_BWN_SANKAR ক্যামেরায় সদন সিনহার সঙ্গে অরূপ লাহার রিপোর্ট।
7
comment0
Report
MMManoj Mondal
Sept 20, 2025 14:33:40
Kolkata, West Bengal:মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন,গত ১মাস আগে কাজের জন্য গিয়েছিলেন দত্তপুকুর থানার নেতাজিপল্লি এলাকার বাসিন্দা বছর ৩৩ এর অভিজিৎ পোদ্দার(রাজু)।গতকাল কাজ করতে গিয়ে বিকাল ৪ টে নাগাদ নির্মীয়নমান বহুতলের উপর থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে রাজু।সঙ্গে থাকা সহকর্মীরা দ্রুত উদ্দার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্র নিয়ে গেলে তাকে মৃত বলে জানান চিকিৎসক।বাড়িতে ১ বছরের শিশুকে নিয়ে হতাশায় পরিবার।মৃতের আত্মীয় জানান,পশ্চিমবঙ্গে পারিশ্রমিক খুবই কম,সে কারণে ভিন রাজ্যে কাজে যেতে হয় এখান কার শ্রমিকদের।ইতিমধ্যেই রাজুর মরদেহ ময়নাতদন্তের পড়ে বাড়ির উদ্যেশ্যে পাঠিয়েছে ভিনরাজ্যের ঠিকা সংস্থা।যদিও এ ঘটনা নিয়ে বারাসাত ১ পঞ্চায়েত সমিতি সদস্য গোপাল রায় পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন,পাশাপাশি ভিন্ন রাজ্যের পারি দেওয়ার উদ্দেশ্যে তিনি বলেন,বাংলার ঠিকা সংস্থা গুলি সঠিক পারিশ্রমিক দিচ্ছেনা যার জেরে বাইরে যেতে হচ্ছে এ রাজ্যের শ্রমিকদের।পাশাপাশি এ বিষয় নিয়ে আগামিদিনে আলোচনার চিন্তা ভাবনা করবেন। বাইট:- মোহিত পোদ্দার,মৃতের বাবা প্রকাশ পোদ্দার,মৃতের আত্মীয় গোপাল রায়, সদস্য, বারাসাত ব্লক ১ পঞ্চায়েত সমিতি
9
comment0
Report
BSBhabananda Singha
Sept 20, 2025 14:33:30
Dinajpur, Rangpur Division:রায়গঞ্জ শহরে ভিক্ষা সংগ্রহ অভিযানে BJP -------------------------- পূজোর আগে বেতন না পেয়ে কর্মবিরতিতে রায়গঞ্জের সাফাইকর্মীরা। যার জেরে আবর্জনার স্তুপে রায়গঞ্জ শহর। নোংরা আবর্জনায় নাজেহাল শহরবাসী। আর এরই প্রতিবাদে এবার জোড়ালো আন্দোলনে নামলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। রায়গঞ্জ শহরে ভিক্ষা সংগ্রহ অভিযানের মধ্য দিয়ে শহরের বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের থেকে ভিক্ষা সংগ্রহ করেন বিজেপির নেতাকর্মীরা। পাশাপাশি রায়গঞ্জের বিধায়কের কার্যালয়ের সামনে রাস্তায় বসে প্রতিকী ভিক্ষা সংগ্রহ করেন আন্দোলনকারীরা। আন্দোলনকারী বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর দাবী, পূজোর আগে বেতন পাচ্ছেন না সাফাইকর্মীরা। পেনশন দেওয়া হচ্ছে না। ঠিকাদারদের পেমেন্ট বন্ধ, যার জেরে রুল জারি করেছে হাইকোর্ট। সব মিলিয়ে পূজোর আগে রায়গঞ্জ শহর নোংরা আবর্জনার দখলে চলে গিয়েছে। ভিক্ষা করে সংগ্রহ করা অর্থ মানি অর্ডার করে পৌরসভাকে দেওয়া হবে বলে জানান তিনি। যদিও সাফাইকর্মীদের বেতন দেওয়া যাচ্ছে না বলে দাবী করে এই বিষয়ে পুর প্রশাসক মন্ডলীর সদস্য প্রদীপ কল্যানী জানিয়েছেন, উনি প্রচারে আসার জন্য এসব করছেন। কিন্তু পৌরসভার খরচ কত সেটা উনি জানেন না। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে। বাইটঃ ১/ বিশ্বজিৎ লাহিড়ী (বিজেপির প্রাক্তন জেলা সভাপতি) ২/ প্রদীপ কল্যানী (প্রশাসক মন্ডলীর সদস্য) 2009ZG_NDIN_VIKHA_AGI_R
3
comment0
Report
Advertisement
Back to top