Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735221

चाबागान से 31 बोरे चपातों की चोरी, मजदूरों ने खोज निकाला रास्ता

ABArup Basak
Sept 22, 2025 10:37:59
Mal Bazar, West Bengal
*বোনাসের পরও চাবাগান থেকে চুরি হয়ে যায় ৩১ বস্তা চাপাতা। শ্রমিকদের তৎপরতায় চাবাগান থেকে উদ্ধার ওই চাপাতার বস্তা...* চুরি যাওয়া ৩১ বস্তা তৈরি চাপাতা উদ্ধার করল শ্রমিকেরা। সোমবার সকালে এঘটনায় মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের নয়াসাইলি চাবাগানে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা যায় রবিবার গভির রাত একটা নাগাদ শ্রমিকেরা টের পায় কেউ বা কারা ফ্যাক্টরির ভিতর থেকে তৈরি চাপাতার বস্তা তুলে নিয়ে যাচ্ছে।চৌকিদার দেখে ফেললেই দৌড়ে পালিয়ে যায়।এরপর ঐ চৌকিদার রাতারাতি চাবাগান কতৃপক্ষকে খবর দেয়। চাবাগান কতৃপক্ষ চলে আসে।খবর পেয়ে নাগরাকাটা থানার পুলিশও চলে আসে। সোমবার সকাল দশটা নাগাদ চাবাগানের দুটি জায়গা থেকে ৩১ বস্তা চাপাতা উদ্ধার করে পুলিশ। ম্যানেজার দেবাশিষ রায় বেলা সাড়ে দশটা নাগাদ নাগরাকাটা থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বাইট ১) চাবাগানের শ্রমিক নেতা দীনেশ বড়ুয়া। 2209ZG_MAL_TEA_PACKET_R
4
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BCBasudeb Chatterjee
Sept 22, 2025 12:19:11
Asansol, West Bengal:*“জমি গিয়েছে, চাকরি ও টাকার হদিস নেই! তীর-ধনুক হাতে বিক্ষোভে আদিবাসীরা জামুড়িয়ায়”* *আসানসোল* :- এক বছর কেটে গেছে জমি গিয়েছে, কিন্তু প্রতিশ্রুত চাকরি বা জমির টাকার কোনো হদিস নেই। অবশেষে ক্ষোভে ফুঁসে উঠে আজ সোমবার সকালে জামুড়িয়ার হুড়মাডাঙ্গা গ্রামে তীর-ধনুক হাতে বিক্ষোভে সামিল হলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। বিক্ষোভকারীরা এক বেসরকারি কারখানার গেট বন্ধ করে প্রতিবাদে বসেন। স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালে গ্রামের বাসিন্দা তুলসী মেঝানের কাছ থেকে জমি অধিগ্রহণ করে ওই কারখানা কর্তৃপক্ষ। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল জমির উপযুক্ত টাকা ও পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার। কিন্তু এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। কারখানা কর্তৃপক্ষের কাছে বারবার যাওয়ার পরেও সুরাহা না হওয়ায় সোমবার ক্ষোভ উগরে দেয় আদিবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় জামুড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রশাসন বর্তমানে চেষ্টা চালাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ—“কারখানার কারণে আমাদের জমি চলে গেল, অথচ প্রতিশ্রুতি মতো কিছুই পাইনি। আমরা ন্যায্য অধিকার না পেলে আন্দোলন আরও তীব্র করব।” অন্যদিকে, কারখানা কর্তৃপক্ষের তরফে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। 2209ZG_ASN_ADIBASI_FACTORY BYTES
0
comment0
Report
STSrikanta Thakur
Sept 22, 2025 12:18:38
0
comment0
Report
ALArup Laha
Sept 22, 2025 12:18:26
Belna, West Bengal:বর্ধমান বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার বিতর্ক তুঙ্গে।এবার থানায় গেলেন রেজিস্ট্রার। থানায় অভিযোগ দায়ের করলেন দুই পক্ষই। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার পদ নিয়ে দ্বন্দ্ব থামার কোনও লক্ষণ নেই। সোমবার ফের নতুন করে চাঞ্চল্য তৈরি হয়, যখন রেজিস্ট্রার সুজিত কুমার চৌধুরী বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখেন তাঁর ঘরে তালা ঝুলছে। ঘরে প্রবেশ করতে না পেরে তিনি সরাসরি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। সুজিতবাবুর দাবি, ২ সেপ্টেম্বর উচ্চশিক্ষা দপ্তর তাঁকে পুনর্বহাল করেছে। সেই নির্দেশ মেনে তিনি ৯ সেপ্টেম্বর কাজেও যোগ দেন। কিন্তু সোমবার অফিসে গিয়ে তালাবন্ধ ঘরের মুখোমুখি হতে হয় তাঁকে। “সরকারি নির্দেশে আমি পুনর্বহাল হয়েছিলাম। অথচ আজ অফিসে এসে দেখি রেজিস্ট্রারের ঘরে তালা। তাই থানায় অভিযোগ জানালাম,” অভিযোগ করেন সুজিতবাবু। এর আগে উপাচার্য শঙ্করকুমার নাথ বর্ধমান থানায় অভিযোগ করেছিলেন, রেজিস্ট্রারের চেয়ার জোর করে দখল করে রেখেছেন সুজিত চৌধুরী। তাঁর বক্তব্য, “উচ্চশিক্ষা দপ্তরের তরফে আমার কাছে কোনও লিখিত নির্দেশ আসেনি। আমি বিষয়টি নিয়ে দপ্তরের কাছে ব্যাখ্যা চেয়েছি। এখনও পর্যন্ত কোনও উত্তর পাইনি। তাই রেজিস্ট্রারের সমস্ত দায়িত্ব আমি নিজেই সামলাচ্ছি।” বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, অস্থায়ী রেজিস্ট্রার পদত্যাগ করার পর থেকেই প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব উপাচার্যের হাতেই ছিল। সেই জায়গাতেই প্রশ্ন উঠেছে সুজিতবাবুর পুনর্বহাল নিয়ে। এদিকে, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক ছাত্র রেজিস্ট্রারের নিয়োগ প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই হাই কোর্টে মামলা করেছেন। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। অভিযোগ–প্রত্যঅভিযোগের মাঝে কার্যত অচলাবস্থার মুখে দাঁড়িয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম। এখন নজর উচ্চশিক্ষা দপ্তরের ওপর—তাঁদের চূড়ান্ত সিদ্ধান্তেই নির্ভর করছে রেজিস্ট্রার পদ সংক্রান্ত জটের সমাধান। বাইট। সুজিত কুমার চৌধুরী (রেজিস্ট্রার)। 220925ZG_BWN_SUJIT
0
comment0
Report
PDPradyut Das
Sept 22, 2025 12:17:59
Jalpaiguri, West Bengal:2C 2209ZG_JAL_ELEPHANT_R আবারও জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লজলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের কের মরারঘাটে হিন্দি কলেজের পাশে ঝোপঝাড়ে আটকে পড়ল ২৫টি হাতি, চাঞ্চল্য এলাকায়। আবারও জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের মরারঘাট এলাকায় হাতির দল ঢুকে পড়ায় তীব্র চাঞ্চল্য ছড়ালো। জানা গেছে, প্রায় ২৫টি হাতি মরারঘাট জঙ্গল থেকে বেরিয়ে হিন্দি কলেজের পাশের একটি পরিত্যক্ত ঝোপঝাড়ে আশ্রয় নেয়। দিনের বেলায় হাতির দল ওই ঝোপে ঢুকে পড়ার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় মানুষদের ভিড় জমে যায়। খবর পেয়ে বিন্নাগুরি ওয়ান লাইফ স্কোয়াড ও বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতিগুলির গতিবিধির উপর নজর রাখছেন। চারপাশে বেশ কয়েকটি চা-বাগান থাকায় শ্রমিকদের নিরাপত্তার জন্য বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। বনকর্মীরা জানিয়েছেন, যাতে হাতির আক্রমণে কেউ আহত না হন সেদিকে বিশেষ খেয়াল রাখা হচ্ছে। বনদপ্তরের অনুমান, সন্ধ্যা নামলে বা রাতের অন্ধকারে হাতির দল স্বাভাবিকভাবে আবার জঙ্গলে ফিরে যাবে। বনদপ্তর সূত্রে আরও জানা গেছে, যে এলাকায় হাতির দলটি আশ্রয় নিয়েছে সেটি হাতিদের ‘করিডর’ (প্রবেশ ও চলাচলের স্বাভাবিক পথ)। রিপোর্ট :- প্রদ্যুত দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
AGAyan Ghosal
Sept 22, 2025 12:17:48
Kolkata, West Bengal:JBSB CM DONATION ৯ অগাষ্ট ২০২৪। শহরের বুকে ঘটল এমন এক ঘটনা যা প্রতিবাদের সুনামি পৌঁছে দিল বিশ্বের নানা দেশে। উত্তাল হল তিলোত্তমা। শহরের পথে নেমে এলেন ৮ থেকে ৮০ এর মহিলারা। রাত জেগে রাস্তায় নেমে শহরের বুকে তৈরি হল অতীতে কখনো না ঘটা এক আন্দোলন। সেবার অভয়ার ন্যায় বিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর দেওয়া দুর্গাপুজোর অনুদান বয়কট করতে শুরু করল কলকাতা হাওড়া হুগলি সহ রাজ্যের একের পর এক পুজো কমিটি। সেই আবহে গতবারের পর এবারও মুখ্যমন্ত্রীর দেওয়া ১ লক্ষ ১০ হাজার টাকার অনুদান প্রত্যাখ্যান করেছে নেতাজীনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এবার তাদের ৭৬ তম বছর। আগের বার প্ল্যাটিনাম জুবিলি ছিল। তাও অনুদান ছাড়াই পুজো করেছে তারা। তাদের মতে ন্যায় বিচার বা জাস্টিস পাওয়া এখনও বাকি। তাই তারা এবারও অনুদান প্রত্যাখ্যান করে পুজো করার পক্ষে। বাইট উৎপল মজুমদার। সম্পাদক। নেতাজিনগর সর্বজনীন দুর্গোৎসব। ভিন্ন মত আছে। গতবার বেহালার পিঠোপিঠি দুই পুজো কমিটি একযোগে প্রত্যাখ্যান করেছিল মুখ্যমন্ত্রীর দেওয়া পুজোর অনুদান। একটি শিমুলতলা এ কে পাল রোড সর্বজনীন দুর্গোৎসব কমিটি। দ্বিতীয়টি সবেদাবাগান ক্লাব। এরমধ্যে প্রথমটি গতবার অনুদান প্রত্যাখ্যানের পর এবার অনুদান গ্রহণ করার যৌক্তিকতা নিয়ে কিছু না বলতে অস্বীকার করেছেন। তবে মুখ খুলেছে সবেদা বাগান ক্লাব। তাদের যুক্তি, বেহালা অঞ্চলে যতগুলি রিক্লেইম দ্যা নাইট হয়েছে তার সবকটির নেতৃত্বে মূলত এই ক্লাব ছিল। স্বভাবতই প্রত্যাখ্যান করা হয়েছিল সরকারি অনুদান। তাতে সবথেকে ক্ষতিগ্রস্থ হয়েছিল ঢাকি, ইলেকট্রিশিয়ান সহ পুজোর কাজে যুক্ত বেশ কিছু প্রান্তিক মানুষ। যাদের পেট চলে পুজোকে কেন্দ্র করে। পুজোর পর পাড়ার সদস্যরা একবাক্যে স্বীকার করেন, অনুদান না নেওয়ায় ভাঁড়ারে টান পড়েছিল। তাই এবার তারা তাদের অবস্থান পাল্টেছেন। বাইট শুভাশীষ চ্যাটার্জি। কোষাধ্যক্ষ। সবেদা বাগান ক্লাব। পিটিসি
0
comment0
Report
PMPiyali Mitra
Sept 22, 2025 12:17:40
Kolkata, West Bengal:*আন্তরাজ‍্য গ‍্যাং। সিস্টেমেটিক ভাবে তোলা আদায় . ..ফিরোজের হেফাজতে নিতে গিয়ে বললেন সরকারি আইনজীবী* ফিরোজের আইনজীবী তীর্থাঙ্কর রায়ঃ বিরিয়ানি খাওয়া নিয়ে ঝামেলা। কিন্তু রাজাই রাজাই ঝগড়া হয় উলু খাগডা প্রাণ যায়। আসলে দুই রাজনৈতিক নেতার লড়াই। কে টাকা তুলবে! ওনাকে এই মামলাতে জড়ানো হয়েছে। উনি প্রমোটিং করেন পিপি সৌরিন ঘোষাল ঃ গুলশন কলোনীর নাম টা দুবার বলতে হবে। এর আগের বার কাউন্সিলরকে গুলি করতে যায় । বন্দুক লক হয়ে যায় । তাঁরা গুলশন কলোনিতে লুকিয়ে থাকে । পুলিশের বুথ বসানোর পরও বোমা মারে। ঘটনার পিছন আন্তরাজ‍্য চক্র রয়েছে। সিস্টেমটিকে ভাবে তোলা আদায় করা হয় । বিরায়ানি নিয়ে গোলমাল নয় । তোলা না পেয়ে গুলি । তিন থেকে চারটে রাজ‍্য ঘুরে দিল্লি পৌঁছন । ৮/৯ মামলা আছে আগে। বিচারক অমিত সরকার। পুলিশের যখন বুথ ছিলো, তারপর হুমকি, গুলি , বোমা, কেন সেখান থেকে ধরতে পারলেন না।
0
comment0
Report
ABArup Basak
Sept 22, 2025 12:17:31
Mal Bazar, West Bengal:*বোনাস তো মেলেই নি। উপরন্তু বকেয়া আছে মজুরিও। ক্ষুব্ধ গ্রাসমোড় চা বাগানের শ্রমিকরা...* বোনাস তো মেলেই নি। উপরন্তু বকেয়া আছে মজুরিও। ক্ষুব্ধ মালবাজার মহকুমার নাগরাকাটার ব্লকের গ্রাসমোড় চা বাগানের শ্রমিকরা সোমবার ফের বাগানের অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করলো। দ্রুত মজুরি- বোনাস নিয়ে ফয়সালা না হলে রাস্তায় নেমে আন্দোলনের হুশিয়ারিও দিয়ে রেখেছেন তাঁরা। বাগান কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে। শ্রমিকদের বক্তব্য তাঁদের অগাস্ট ও সেপ্টেম্বর মাসের মজুরি বকেয়া পড়ে আছে। পরিচালকরা শুধু আজ দেবো, কাল দেবো করে ঘোরাচ্ছে। ওই বাগানের সন্তোষ ভুজেল নামে এক শ্রমিক নেতা বলেন, এভাবে কতদিন চলা যায়। বাধ্য হয়ে শ্রমিকদের আন্দোলনে নামতে হয়েছে। সুকুরমুনি ওরাওঁ নামে এক শ্রমিক বলেন, একদিকে মজুরি বকেয়া। অন্যদিকে পুজোর আগে হাতে মাত্র কয়েকদিন সময় থাকলেও বোনাসও দেওয়া হয় নি। মালিক ১৫ শতাংশ হারের বোনাসের কথা জানিয়েছিল। সব বাগানে ২০ শতাংশই দিচ্ছে। তাহলে আমরা কম বোনাস নেব কেন? কৌশল্যা ভুজেল নামে আরেক শ্রমিকের কথায়, বোনাস তো অনেক দূরের কথা। মজুরি টুকুও পাচ্ছিনা। ঘরে ঘরে তীব্র আর্থিক অনটন তৈরি হয়েছে। পূজার মুখে এরকম চললে আমরা বেঁচে থাকব কি করে? অন্যদিকে মাল ব্লকের এলেনবাড়ি চাবাগানেরও একই অবস্থা। মজুরি এবং বোনাস এখনো অধুরা। বাধ্য হয়ে শ্রমিকেরা ম্যানেজারকে ঘেরাও করে রাখে। বাইট ১) শ্রমিক নেতা সন্তোষ ভুজেল। ২) মহিলা শ্রমিক মাইনা মাঝি। ৩) মহিলা চা শ্রমিক কৌশল্যা ওড়াও 2209ZG_MAL_BONUS_PROBLEM_R
0
comment0
Report
PDPradyut Das
Sept 22, 2025 12:17:05
Jalpaiguri, West Bengal:2C 2209ZG_JAL_SIGN_BOARD_R1 বাংলা ভাষাকে মর্যাদা দিয়ে সাইনবোর্ড বাংলায় লিখতে হবে, বাংলা ভাষাকে মর্যাদা দিতে হবে। শহরে বাংলায় সাইনবোর্ড লিখতে হবে জলপাইগুড়ি পৌরসভার মাইকিং প্রচার শহরে। তীব্র সমালোচনা বিজেপির। বাংলায় সাইনবোর্ড লেখা প্রসঙ্গে জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি বলেন, কিছুদিন আগে পৌরসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে বলেছিলাম—আমাদের শহরের প্রতিটি সাইনবোর্ডে বাংলা হরফকে বাধ্যতামূলক করা হবে। দোকান, রেস্তোরাঁ, হোটেল—সবখানেই বাংলা অক্ষর থাকবে সবার আগে। কারণ এই শহরের আত্মা, এই মাটির সুর—সবই বাংলায় বাঁধা। সেই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো। এখন থেকে প্রত্যেকটি সাইনবোর্ডে প্রথমেই বড় হরফে বাংলা লেখা থাকবে। তবে তার নিচে ব্যবসায়ীরা ইচ্ছেমতো অন্য যেকোনো ভাষা ব্যবহার করতে পারবেন—যাতে তথ্য আরও সহজে সকলের কাছে পৌঁছায়। এ উদ্যোগ শুধু নিয়ম নয়, গর্বেরও বিষয়। বাংলার অক্ষরে লেখা নাম শহরকে করবে আরও আপন, আরও সাংস্কৃতিক, আরও সমৃদ্ধ। আমরা এগিয়ে চললাম আমাদের ভাষার মর্যাদা রক্ষার পথে—একসাথে, গর্বভরে। Byte:- সৈকত চ্যাটার্জি ( ভাইস চেয়ারম্যান ) Byte:- শ্যাম প্রসাদ ( বিজেপি নেতা) বাইট:- লিটন রায় ( ব্যাবসায়ী ) রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
DGDebabrata Ghosh
Sept 22, 2025 12:16:55
Howrah, West Bengal:হাওড়া শহরকে পরিচ্ছন্ন রাখতে যে সমস্ত মানুষরা প্রতিনিয়ত কাজ করে চলেছেন এবার সেই সমস্ত সাফাই কর্মচারীদের সুরক্ষার কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ হাওড়া পুরসভার।সোমবার সকালে হাওড়া পৌরসভার নর্দমা শাফাইয়ের কাজে নিযুক্ত ২১৫ জন কর্মচারীকে একটি সুরক্ষা কিট প্রদান করা হয় । যাতে রয়েছে একটি বিশেষ ধরনের বডি শুট, সেফটি চশমা, সেফটি জুতো, হেলমেট, গ্লাভস ও বিশেষ ধরনের মাক্স যা কোন রাসায়নিক বিক্রিয়া প্রতিরোধক । দীর্ঘদিন ধরে নর্দমায় সাফাইয়ের কাজে নিযুক্ত কর্মীদের সুরক্ষা নিয়ে নানা মহলে নানা কথা শোনা যেত । তাই তাদের সুরক্ষার কথা মাথায় রেখে এই বিশেষ কিট তাদের প্রদান করা হয়েছে । এছাড়াও তারা এই কিট ব্যবহার করছে কিনা সেদিকেও নজর রাখা হবে বলে জানিয়েছেন পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী।একই সঙ্গে তিনি আরো দুটি সুখবর দেন পুরো কর্মচারীদের । ১১০০ সাফাই কর্মীদের বকেয়া বর্ধিত এরিয়ার (জানুয়ারি - জুন ২০২৫) পুজোর আগে প্রদান করা হবে । যার জন্য প্রায় ৩১ লক্ষ টাকা ব্যয় হবে পুরসভার । এছাড়াও হাওড়া পুরসভার ১৫০০ অস্থায়ী কর্মচারীদের ৫০০ টাকা করে বেতন বৃদ্ধির ঘোষণা করেন তিনি। বাইট..১..সুজয় চক্রবর্তী(চেয়ারম্যান) 2209zg_hwh_benifit_r
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Sept 22, 2025 12:16:32
Jhargram, West Bengal:একটানা বৃষ্টি তে নাজেহাল ঝাড়গ্রাম বাসী। রোজ ই দুপুর এর বৃষ্টি। আজ প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে যায় শহর। বৃষ্টি র সাথে পাল্লা দিয়ে বজ্রপাত। একটানা বৃষ্টি তে প্রবল ক্ষতির মুখে ব্যাবসায়ীরা। দুপুর থেকেই জমতে শুরু করে বাজার। আর ঠিক দুপুর থেকেই শুরু হয় বৃষ্টি। প্রবল বৃষ্টির জেরে আর বাজার মুখি হতে পারেনা সাধারন মানুষ। গ্রাম থেকে শহরে এসে বাজার করতেও চরম সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসী দের। এই প্রবল বৃষ্টির জেরে মাথায় হাত ব্যাবসায়ী দের। সমস্যায় পুজা উদ্যোক্তা থেকে শুরু করে মৃৎশিল্পী ও মন্ডপ ব্যাসায়ীরা। এবার কিভাবে বৃষ্টি কে উপেক্ষা করে শেষ রক্ষা হবে তনিয়েই চিন্তিত সকলে।
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Sept 22, 2025 12:15:55
Kalna, West Bengal:কালনায় নর কঙ্কাল উদ্ধার, খুন, পুলিশের প্রাথমিক অনুমান কালনার সাতগাছিয়া পঞ্চায়েতের রাজবংশী পাড়ায় জলা জমি থেকে কঙ্কাল বিভিন্ন অংশ উদ্ধারে চাঞ্চল্য। আজ সোমবার সেই দেহের খণ্ডা বসেস বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল এ ময়না তদন্তের জন্য পাঠায় কালনা থানার পুলিশ। কালনা থানার পুলিশ মাথার খুলি, পাঁজর সহ বেশ কিছু হারগোড় উদ্ধার করে গতকাল রবিবার বিকেলে কালনা হসপিটালে নিয়ে আসে। এদিকে ওই নর কঙ্কালটি কিভাবে এই এলাকায় এলো এই নিয়ে একাধিক প্রশ্ন উঠছে, ঠিক তখনই ওই নর কঙ্কাল উদ্ধার হওয়ার পাশ থেকে পাওয়া গিয়েছে একটি সাইকেল, গতকাল রাতে ওই সাইকেল থেকেই শনাক্ত করে পার্শ্ববর্তী হুগলি জেলার বাধাগাছি আজাদ হিন্দ ক্লাব সংলগ্ন এলাকার চলতি বছর জুলাই মাস থেকে নিখোঁজ থাকা যুবক অনিকেত রায়ের পরিবার। তবে দেহটি কঙ্কাল অনিকেতেরই কিনা সেটি এখনো স্পষ্ট জানা যায়নি। তবে নিখোঁজ হয়ে যাওয়ার সময় যে সাইকেল টিও নিকট ছিল সাইকেলটি অনিকেতিরই বলে এদিন সোমবার জানিয়েছে অনিকেতের বাবা। ঘটনায় স্থানীয় এলাকার ফাঁড়ির পুলিশও ওই পরিবারের সাথে যোগাযোগ করেছে। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে গতকাল স্থানীয় এলাকারই এক বাসিন্দা বাসের কঞ্চি কাটতে গিয়ে প্রথমে তার নজরে আছে কঙ্কালের ছড়িয়ে ছিটিয়ে থাকা হাড়গোড়, বর্ষার সময় জায়গাটিতে জল জমে থাকে জল শুকানোর পরই উদ্ধার হয় ওই নর কঙ্কালের বিভিন্ন অংশ। তবে উদ্ধার হওয়া ওই নর কঙ্কালটি কিভাবে ওই এলাকায় এলো এটি খুন নাকি অন্য কিছু সবেরই তদন্ত শুরু করেছে পুলিশ। আজ মৃতদেহ ময়না তদন্তের জন্য সোমবার বর্ধমান পাঠায় কালনা থানার পুলিশ। Bite _১) ভগিরথ ঘোষ (গ্রামবাসী ) ২) অহিন্দ্র রায় (মিসিং হওয়ার ছেলের বাবা) ৩) মধু মঙ্গল বারিক (পঞ্চায়েত সদস্য) ছবি 2C তে 22925-KLN-KONKAL-R
0
comment0
Report
MDMritunjay Das
Sept 22, 2025 11:33:34
Bankura, West Bengal:গত বছরের আগষ্ট মাস থেকে বন্ধ জলজীবন মিশনের টাকা, বকেয়া প্রায় সাড়ে তিনশো কোটি টাকা, বকেয়া না পেয়ে কাজ বন্ধ করে করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে জনস্বাস্থ্য কারিগরি দফতরে অনশন ও ধরনা অবস্থান ঠিকাদারদের গত বছরের আগষ্ট মাস থেকে কাজ করেও বরাদ্দ টাকা পাচ্ছেন না ঠিকাদাররা। শুধুমাত্র বাঁকুড়া জেলাতেই বকেয়া পড়ে রয়েছে প্রায় সাড়ে তিনশো কোটি টাকা। বারংবার আবেদনের পরেও সেই বকেয়া টাকা মেলেনি। প্রতিবাদে বাঁকুড়া জেলায় জল জীবন মিশনের কাজ বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দিয়ে এবার জনস্বাস্থ্য কারিগরি দফতরের সামনে ধর্না ও অনশনে বসলেন ঠিকাদাররা। বাঁকুড়া জেলায় জল জীবন মিশনের একাধিক প্রকল্পের কাজ চলছে। ঠিকাদারদের মাধ্যমে সেই প্রকল্পের কাজ হলেও ঠিকাদাররা মাসের পর মাস তাঁদের প্রাপ্য বরাদ্দ টাকা পাচ্ছে না বলে অভিযোগ। ঠিকাদারদের দাবি গতবছরের আগষ্ট মাস থেকে বকেয়া পড়ে রয়েছে ঠিকাদারদের টাকা। সবমিলিয়ে বাঁকুড়া জেলাতেই বকেয়া টাকার অঙ্ক প্রায় সাড়ে তিনশো কোটি টাকার উপর। ঠিকাদারদের দাবি জল জীবন মিশনের ২২৫ কোটি, নির্বাচনের ৬৫ কোটি ও মেইনটেনেন্সের ৭৫ কোটি টাকা বকেয়া পড়ে রয়েছে। ব্যাঙ্ক ও ব্যক্তিগত ঋণ নিয়ে ঠিকাদাররা কাজ করে গেলেও বিভিন্ন টালবাহানায় আটকে রাখা হচ্ছে বকেয়া ওই টাকা। ঠিকাদারদের দাবি এই ভাবে বিপুল পরিমাণ বকেয়া টাকা ফেলে রেখে আর প্রকল্পের কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। এবার তাই জনস্বাস্থ্য কারিগরি দফতরের সমস্ত ঠিকাদার একযোগে জনস্বাস্থ্য কারিগরি দফতরের সামনে অনশন অবস্থান শুরু করলেন। বকেয়া টাকা না দেওয়া পর্যন্ত এই অনশন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ঠিকাদাররা । বাইট :- তপন চৌধুরী ( ঠিকাদার) বাইট :- তরুণ কুমার পাত্র ( ঠিকাদার)
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Sept 22, 2025 11:33:14
Jhargram, West Bengal:ঝাড়গ্রামের শিলদার ওরগোন্দর ভৈরব থান। বাবা ভৈরব অর্থাৎ শিব এর মন্দির। খোলা আকাশের নিচে গাছের তলায়, মাকরা পাথরের বেদির উপর অধিষ্ঠান বাবা ভৈরবের। মাটির কলসের তৈরী শিবের ভয়ঙ্কর রুপ। এখানে সাার বছর পুজো হলেও দূর্গাপূজার কটাদিন এখনে চরম জাকজমক ভাবে পূজা হয়। বিশেষ করে নবমী এবং দশমী তে। কথিত আছে এই মন্দিরের সাথে পাতাল পথে ঘাটশিলার জাদুগোড়ায় মা রুক্মিণীর মন্দিরের যোগ আছে। বাবা ভৈরব মাঝে মাঝে সেই পথে যাতায়াত করেন। আর তখন গোটা এলাকা জুড়ে কম্পন হতে থাকে। আর ভৈরব এর মূর্তী থেকে ধোঁয়া বের হতে থাকে গোটা কলস ঘেমে যায়। তখন বাবা কে ঠান্ডা করতে জল দিয়ে চান করাতে হয়। পাখার হাওয়া করতে হয়। যদিও বিশেষজ্ঞ দের বক্তব্য এটা প্রাচীন আগ্নেয়গিরির জ্বালামুখ। তাই মাঝে মাঝে তা জেগে উঠলে এলাকায় একটা কম্পন অনুভুতি হয়। এই লোকোকথা কে ঘিরেই এখানকার মানুষের বিশ্বাস বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষের। নবমী দশমী তে এখানে আদিবাসী সম্প্রদায়ের বিশাল মেলা বসে। প্রায় লাখ লোকের সমাগম হয়। আসাম, ত্রিপুরা, ঝাড়খন্ড থেকেও বাস ভাড়া করে লোক আসে পূজা দিতে। মেলায় জীবনসঙ্গী ও নির্বাচন করা হয়। এখান কার বাবা ভৈরব এতটাই জাগ্রত যে মানুষ ছুটে আসতে বাধ্যহন। এখানে বলির প্রচলন আছে।
0
comment0
Report
Advertisement
Back to top