Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas700124

चांदपाड़ा 45 गेट के जंगल से अज्ञात महिला की सड़ी लाश: तहकीकात शुरू

MMManoj Mondal
Sept 25, 2025 16:46:13
Kolkata, West Bengal
বনগাঁ শিয়ালদা শাখার চাঁদপাড়া ৪৫ নম্বর রেলগেট এর ধারে জঙ্গলে এক অজ্ঞাত পরিচয় মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। দুদিন ধরে স্থানীয় ও রেললাইনে কাজ করা কর্মীরা দুর্গন্ধ পায়। প্রথমে ভাবে কোনো জীব জন্তুর মৃতদেহের গন্ধ। এরপর গন্ধ আরো ছড়াতে থাকলে, রেল লাইনের পাশে রেল লাইনের কাজ করা কর্মরত কিছু অস্থায়ী কর্মী জঙ্গলে গিয়ে দেখে একটি পচা গলা মৃতদেহ পড়ে আছে। এরপর রেল পুলিশ ও স্থানীয় গাইঘাটা থানাতে খবর দেওয়া হয়। পুলিশ ওই মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় রেলের এক অস্থায়ী কর্মী বিক্রম কুমার জানান দুদিন ধরে তারা এখানে দুর্গন্ধ পাচ্ছিলেন। এরপর দুর্গন্ধর উৎস খুঁজতে জঙ্গলের মধ্যে গিয়ে দেখে একটি পচা গলা মৃতদেহ পড়ে আছে। এরপর পুলিশ ও রেল পুলিশে খবর দেওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PSPrasenjit Sardar
Sept 25, 2025 16:47:55
Baruipur, West Bengal:কলকাতা লেদার কমপ্লেক্সে খাল থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় মৃতদেহ। খুন, না অন্য কারনে মৃত্যু তদন্তে পুলিশ। কলকাতা লেদার কমপ্লেক্সের ভিতরে ফের খাল থেকে উদ্ধার হলো এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ। আজ এক নম্বর গেটের ভেতরের খালে ভাসতে দেখা যায় মৃতদেহটি। স্থানীয়দের চোখে পড়তেই খবর যায় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে। প্রাথমিকভাবে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। খুন নাকি অন্য কোনো কারণে মৃত্যু— তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 250925ZG-BAR-BHANGOR-DEATH-R
0
comment0
Report
AGAyan Ghosal
Sept 25, 2025 16:46:49
Kolkata, West Bengal:PUJA SLDH *রাজীব সাক্সেনা। ডি আর এম। শিয়ালদহ।* ১) ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বিশেষ ব্যবস্থা নিচ্ছে পূর্ব রেল শিয়ালদহ শাখা। ২) মেট্রো পথ গুলো জুড়ে গেছে। প্রচুর যাত্রী বাড়তে চলেছে পুজোয়। আমরা সমস্ত পরিকাঠামো নিয়ে প্রস্তুত আছি। ৩) শিয়ালদহ স্টেশনে দৈনিক ১২ লক্ষ মানুষ যাতায়াত করেন। পুজোয় এই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যায়। একটা নতুন গেট এবং একটা নতুন বুকিং অফিস চালু হল। বুকিং অফিসে ৯ টি উইন্ডো। ৪) পুজোর দিনে শিয়ালদহ স্টেশনে প্রবেশ এবং প্রস্থানের পথ সম্পূর্ণ আলাদা করা হচ্ছে। মেইল এক্সপ্রেস এবং লোকাল ট্রেনের যাত্রীদের ঢোকা বেরোনোর পথ সম্পূর্ণ আলাদা করা হচ্ছে। সাইনেজ দিয়ে যাত্রীদের গেট গুলো বুঝিয়ে দেওয়া হবে। ৫) শিয়ালদহ স্টেশনের পুজোর দিনগুলিতে পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ হচ্ছে। শুধু পিক আপ ড্রপিং চলবে। ৬) পুজো স্পেশাল লোকাল ট্রেন। সারারাত চলাচল করবে। বিস্তারিত সময় সূচি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে। ৭) দক্ষিণ শাখার পুজো স্পেশাল সব লোকাল ট্রেন শিয়ালদহ পর্যন্ত আসবে না। কিছু স্পেশাল লোকাল মাঝেরহাট থেকে বজবজ পর্যন্ত। আবার কিছু দক্ষিণ শাখায় স্পেশাল লোকাল ট্রেন বালিগঞ্জ পর্যন্ত আসবে। সেখান থেকেই ফিরতি পথে যাতায়াত করবে। ৮) একই ভাবে ব্যবহার করা হবে দমদম এবং বিধাননগর স্টেশন কে। সেখানে কিছু ট্রেনের যাত্রাপথ শেষ হবে। এতে শিয়ালদহ স্টেশনের ওপর লাগামছাড়া চাপ অনেকটা কমানো যাবে। ৯) প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই শিয়ালদহ স্টেশনের বাইরের বিস্তীর্ণ এলাকা জবরদখল করে বসে থাকে বিক্রেতারা। এবার বিপুল জনস্রোত আসবে। স্থানীয় প্রশাসন পুলিশের সাহায্য চেয়েছি। কারুর জীবিকার ক্ষতি হোক আমরা চাইনা। কাছেই সন্তোষ মিত্র স্কোয়ার পুজো। পুলিশ সহযোগিতার আশ্বাস দিয়েছে। *স্টেশনের ভিতর থেকে ওয়াক থ্রু*
0
comment0
Report
ABArup Basak
Sept 25, 2025 16:46:24
Mal Bazar, West Bengal:*বিজেপির প্রয়াত নেতার বাড়িতে কেন্দ্রীয় মন্ত্রী।* :বৃহস্পতিবার দুপুরে মালবাজারে আসলেন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি ডাঃ সুকান্ত মজুমদার। শহরে এসে একগুচ্ছ কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি। শহরে এসে প্রথমে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় সদ্য প্রয়াত বিজেপির মাল টাউনের প্রাক্তন সভাপতি দেবাশীষ পালের (বাপি) পরিবারের সদস্যদের সাথে দেখা করেন। মর্মান্তিক ঘটনায় সমবেদনা জানান কেন্দ্রীয় মন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় মন্ত্রী সরাসরি পৌঁছে যান প্রয়াত নেতার বাড়িতে। পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটান ও শোকসন্তপ্ত স্ত্রী ও কন্যার সাথে কথা বলেন। কঠিন সময়ে পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়, নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা, বিজেপির জলপাইগুড়ি জেলার সভাপতি শ্যামল কুমার রায়, বিজেপি নেতা বাপি গোস্বামী, মালবাজার টাউন মন্ডলের সভাপতি নবীন সাহা, রাকেশ নন্দী সহ অন্যান্য নেতৃত্ব ও কার্যকর্তা। এদিন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন মেটেলি ব্লকের নাগেশ্বরী চা বাগানের একাধিক শ্রমিক প্রতিনিধি। অভিযোগ, মুখ্যমন্ত্রী ২০ শতাংশ বোনাস ঘোষণা করলেও বোনাস ২০ শতাংশও মিলছে না। শ্রমিকরা তাদের অসন্তোষের কথা কেন্দ্রীয় মন্ত্রীর সামনে তুলে ধরেন। এই বিষয়ে সুকান্ত মজুমদার জানান, "চা শ্রমিকদের এই ন্যায্য দাবির পাশে আমরা রয়েছি। যদি ২০ শতাংশ হারে বোনাস না দেওয়া হয়, ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব।.... কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সুকান্ত মজুমদারকে মালবাজার শহরের গুরজং ঝোরা মোড়ে অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব তরফে সম্মান জানানো হয়। বাইট ১) সুকান্ত মজুমদার 2509ZG_MAL_SUKANTA_R
0
comment0
Report
ABArup Basak
Sept 25, 2025 13:34:44
Mal Bazar, West Bengal:*ধরণীপুর চা বাগানে বোনাস দাবিতে উত্তাল শ্রমিকরা, বাংলোর কাঠের দেওয়াল ভেঙে পালালেন ম্যানেজার...* পুজোর মুখে বোনাস না মেলায় বিক্ষোভে উত্তাল হয়ে উঠল নাগরাকাটা ব্লকের ধরণীপুর চা বাগান। বুধবার সকাল থেকে বোনাসের দাবিতে আন্দোলনে নামে শ্রমিকরা। দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন সব চা বাগানে শ্রমিকদের ২০ শতাংশ হারে বোনাস দেওয়া হবে। কিন্তু এখনও ধরণীপুর বাগানের শ্রমিকরা জানেন না তাঁরা আদৌ সেই বোনাস পাবেন কিনা। বিক্ষোভ চরমে ওঠে রাতে। বাগান ম্যানেজারের বাংলোর সামনেই চলে রাতভর ধর্না। এর মাঝেই বাংলোর পিছনের কাঠের দেওয়াল ভেঙে পালান বাগান ম্যানেজার রঞ্জন ইন্দুয়া। ঘটনাটি সামনে আসতেই হতাশাগ্রস্ত হয়ে পড়েন শ্রমিকেরা। শ্রমিক মামনি সঙ্কর বলেন, আমরা তো ভাবছিলাম পুজোর আগে কিছু হাতে পাবো। নতুন জামাকাপড় তো দুরের কথা, এখন মনে হচ্ছে পুজোই আর হবে না আমাদের।" শ্রমিক কামলি যাদব বলেন,দিদি যখন বলেছে ২০% বোনাস দিতে হবে, তাহলে এখনও আমরা কেন বঞ্চিত? ম্যানেজার পালিয়ে যাওয়ায় মনে হচ্ছে আমাদের কথা শোনার কেউ নেই।" এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও কেন এখনও বাগান কর্তৃপক্ষ বোনাস নিয়ে নিশ্চুপ? তৃণমূল চা বাগান কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর বলেন, শ্রমিকদের ম্যানেজারকে ঘেরাও করাটা ঠিক হয়নি। প্রশাসন আছে, তাদের জানানো উচিত ছিল। আমি শুনেছি বাগানে ২০ শতাংশ বোনাস দেওয়া হবে। তবে যদি এইভাবে বাগান বন্ধ হয়ে যায়, তার দায় কে নেবে?" এদিকে শ্রমিকদের দাবি, যতক্ষণ না সরকার বা বাগান কর্তৃপক্ষ নিশ্চিত করছে বোনাস দেওয়া হবে, ততক্ষণ আন্দোলন চলবে। পুজোর মুখে এই অনিশ্চয়তা শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভ আর হতাশা বাড়িয়ে দিচ্ছে। বাইট ১: শ্রমিক মামনি সঙ্কর ২)বাইট ২: শ্রমিক কামলি যাদব ৩)তৃণমূল চা বাগান কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর। 2509ZG_MAL_BONUS_PROBLEM_R
0
comment0
Report
KMKIRAN MANNA
Sept 25, 2025 13:33:50
Dihierench, West Bengal:*তৃণমূল নেতাদের ছাড় দিচ্ছে ইডি,চন্দ্রনাথ সিনহাকে ইডির জিজ্ঞাসাবাদ নিয়ে মন্তব্য সুজনের,পাশাপাশি পাশকুড়া কাণ্ডে দোষীর শাস্তির দাবিতে পথে সিপিআইএম!!উপস্থিত সুজন, সায়ন ব্যানার্জীরা* পাঁশকুড়া ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত জাহির আব্বাস খানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবার পথে নামলো সিপিআইএম।সায়ন ব্যানার্জি,সুজন চক্রবর্তীর নেতৃত্বে দোষীর শাস্তির দাবিতে একটি বিশাল মিছিল পাশকুড়া pwd মাঠ থেকে পাশকুড়া থানা অব্দি যায় ও পাশকুড়া থানার আইসির নিকট ডেপুটেশন দেওয়া হয়।ডেপুটেশন থেকে বেরিয়ে এসে মূল অভিযুক্তের শাস্তির দাবিতে সোচ্চার হন সায়ন।অপরদিকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি হানা নিয়ে সুজন চক্রবর্তী বলেন চন্দ্রনাথ সিনহা ধরা পড়ে গেছেন,আত্মীয় ,বন্ধু সবার নামে বেনামে কোটি কোটি টাকার করবার করছিলেন,শেষ পর্যন্ত দেখা গেলো সে ইডির হেফাজতে ও গেলনা।তৃণমূল নেতাদের ছাড় দিচ্ছে ইডি,এবং এতে দিল্লির হাত আছে,সেটিং লোকের কাছে স্পষ্ট। বাইট সুজন চক্রবর্তী।
0
comment0
Report
ALArup Laha
Sept 25, 2025 13:33:36
Belna, West Bengal:কলকাতায় বর্যণ প্রাকৃতিক বিপর্যয় নয়, প্রশাসনিক বিপর্যয় বলে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বৃহস্পতিবার বর্ধমানের ঘৌড়দৌড়চটির বিজেপির জেলা কার্যালয়ে উপস্থিত ছিলেন শমীক। সেখানে তিনি বলেন, কলকাতার জমা জলে যে মৃত্যু হয়েছে। তারজন্য দায়ী রাজ্যসরকার। মেয়র ফিরহাদ হাকিম গেঞ্জি পড়ে জলে নেমে একটা পলিথিন তুলে নিজেদের দায় আটকাতে পারবে না। নিকাশী ব্যবস্থা ভেঙে পড়েছে। তাই এত বড় দুর্ঘটনা। কলকাতার পেয়ারা বাগান বস্তির বাসিন্দারা অভিযোগ করছেন বারে বারে তৃণমূল কাউন্সিলর, বিধায়ককে বললেও কোন কাজ হয় নি।বিদ্যুতের তার খোলা অবস্থায় পড়ে আছে। তাতে তো দুর্ঘটনায় হবেই। অন্যদিকে রাজ্য বিজেপি সভাপতি বলেন, এক সময়ে ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম ছিল। কিন্তু এখন আমাদের রাজ্য তৃতীয় স্থানে। এখন তেলেঙ্গানা প্রথম ও উত্তর প্রদেশ দ্বিতীয় স্থানে।আবার তৃণমূল ক্ষমতায় এলে ধান উৎপাদনে বাংলা ৬ নম্বরে চলে যাবে।একের পর এক রাইসমিল বন্ধ হয়ে যাচ্ছে। রাইসমিল ও কারখানার জমি গ্রাস হচ্ছে। রাজ্য সরকারের অনুপ্রেরণায় রাজ্যের মাত্র কয়েকটি রাইস মিলের ব্যাণ্ড প্রতিষ্ঠিত হচ্ছে। আলুর রপ্তানি অন্য রাজ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে চাষীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোন চাষী আত্মঘাতী হলে সঠিক তথ্য দেওয়া হচ্ছে না।চাষীর মৃত্যুর সঙ্গে পারিবারিক কলহ ও বিবাহবহিভূত সম্পর্কে জড়িয়ে দেওয়া হচ্ছে। হিমঘর বন্ধ হয়ে যাচ্ছে। সেই জমি প্রমোটারদের হাতে চলে যাচ্ছে। জলা জমি ভরাট করা হচ্ছে। তৃণমূল সরকার প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। বিভিন্ন জায়গায় দেবোত্তর সম্পত্তি দখল হয়ে যাচ্ছে। আগামী জুন মাসে নতুন সরকার ক্ষমতা এসে ওই সব জমি পুনরুদ্ধার করবে। অন্যদিকে তিনি বলেন,বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রায় ২ কোটির টাকার তছরূপ হয়েছে। তিনি কেন্দ্রীয় তদন্তের দাবী করেন। দক্ষিণ ২৪ পরগনার সাগরে পুজোর থিম অপারেশন সিদুঁর হওয়ার প্রশাসন মণ্ডপ খুলতে বাধ্য করায় বিজেপি রাজ্য সভাপতি বলেন, কিছু সংখ্যালঘু মানুষকে কাছে পেতে এসব করা হচ্ছে। মিনি পাকিস্তান আছে তাদের খুশী করা। মুর্শিদাবাদের ডোমকলে পুলিশ কর্মী আক্রান্ত হওয়ায় শমীক ভট্টাচার্য বলেন, রাজ্যে পুলিশ বলে কিছু নেই। পুলিশের কি অবস্থা সে তো অনুব্রত মণ্ডল বলে দিয়েছেন। তাই পুলিশ আক্রান্ত হচ্ছে। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য জেলা বিজেপির কার্যালয়ের সামনে দীনদয়াল উপাধ্যায়ের আবক্ষ মূর্তির উন্মোচন করেন। সেখানে তিনি কর্মী সমর্থকের নিয়ে মিটিং করেন। বাইট। শমীক ভট্টাচার্য (রাজ্য বিজেপি সভাপতি)। 250925ZG_BWN_BJP ক্যামেরায় সদন সিনহার সঙ্গে অরূপ লাহার রিপোর্ট।
0
comment0
Report
BSBidhan Sarkar
Sept 25, 2025 13:33:18
Chinsurah, West Bengal:জল ডিঙিয়ে ঠাকুর দেখা প্যান্ডেল হপিং চলবে,জল ডিঙিয়ে খাওয়া-দাওয়াও করবে মানুষ।কোন কিছুই আটকাতে পারবেনা।প্রয়োজনে রেনকোট পড়ে ছাতা নিয়েও ঠাকুর দেখা চলবে,হুগলিতে পূজো উদ্বোধনে এসে বললেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। কয়েক ঘন্টার বৃষ্টিতে কলকাতা ও পাশ্ববর্তী এলাকা প্লাবিত হয়েছে।আবহাওয়ার পূর্বাভাসে দুর্গা পুজোর দিন গুলোতেও আশঙ্কার মেঘ রয়েছে।বৃষ্টি হয়ে উৎসব মাটি হবে নাতো! রচনা বন্দ্যোপাধ্যায় বলছেন,যতই বৃষ্টি হোক মানুষকে আটকানো যাবে না।জল ডিঙিয়ে প্যান্ডেলে যাবে মানুষ। কারন সারা বছরের অপেক্ষা থাকে এই কটা দিনের জন্য।সেই অপেক্ষায় জল ঢেলে লাভ হবে না।প্রয়োজনের রেনকোট ছাতা নিয়েও ঠাকুর দেখতে বেরোবেন দর্শনার্থীরা। আর চলবে দেদার খাওয়া দাওয়া।পুজোর সময় নো ডায়েট। আজ পান্ডুয়ার খন্নান পোলবা এবং চুঁচুড়ায়বেশ কয়েকটি পূজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়।
0
comment0
Report
Navaratri 2025
Advertisement
Back to top