Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba BardhamanPurba Bardhaman

गोलापबाग में फूड पार्क: फ्यूज़न फুচका और विदेशी पेय की धूम

ALArup Laha
Sept 15, 2025 12:03:58
Belna, West Bengal
গোলাপবাগে এবার চা-ফুচকার মেলা, নতুন স্বাদের উৎসব। শরতের হালকা উষ্ণ আর্দ্র আবহে বিদেশি চায়ের কাপে চুমুক, সঙ্গে ফিউসান ফুচকার স্বাদ—এবার দুর্পাপুজোর আগে বর্ধমানবাসীর জন্য এমনই অভিনব অভিজ্ঞতার আয়োজন হয়েছে গোলাপবাগ মোড়ে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ মোড়ের অভিজাত বহুতলে এবার বসেছে এক অভিনব ফুড পার্ক। কর্ণধার কৃষ্ণ পাল জানান, “ট্রাডিশনাল আলুফুচকা, দইফুচকা, সুইটস ফুচকা, ঘুঘনি ফুচকা তো আছেই। কিন্তু মানুষ এখন চায় কিছুটা ভিন্ন স্বাদ। তাই আমরা এনেছি কনজিস ফুচকা, মাশরুম ফুচকা, পনীর ফুচকা, মোমো ফুচকা, এমনকি চকলেট ও স্ট্রবেরি ফুচকাও।” শুধু ফুচকাই নয়, পাওয়া যাবে পাওভাজি, বড় পাও, মোমো, পাস্তা—সব মিলিয়ে ভোজনরসিকদের জন্য এক আস্ত আয়োজন। স্বাস্থ্য, হাইজিন আর হ্যাপিনেস—এই তিন প্রতিশ্রুতি নিয়ে এগোচ্ছে ফুড পার্ক কর্তৃপক্ষ। ফুচকার স্বাদ পূর্ণ হয় জল ছাড়া! এখানে মিলছে চার ধরনের বিশেষ জল—টকজল, জলজিরাজল, সুইটস জল ও পুদিনা জল। ফুডপার্কের অন্য এক কর্ণধার চাঁদ কুমার পাল জানান, শুধু ফুচকাই নয়, থাকছে আন্তর্জাতিক পানীয়ের সম্ভারও—তাইওয়ানের বাবেল টি, বেলজিয়ামের ওয়াফেল, জাপানের মাচা টি আর ইন্দোনেশিয়ান টি। গোলাপবাগের এই ফুড পার্কে তাই একসঙ্গে মিলবে দেশি-বিদেশি খাবারের স্বাদ, আর ভিন্নতর আনন্দের অভিজ্ঞতা। বাইট ১।কৃষ্ণ পাল(কর্ণধার), বাইট ২।চাঁদ কুমার পাল(কর্ণধার)। 150925ZG_BWN_FOOD ক্যামেরায় সদন সিনহার সঙ্গে অরূপ লাহার রিপোর্ট।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AGAyan Ghosal
Sept 15, 2025 13:18:54
Kolkata, West Bengal:PA SAMAJ ABASAR দক্ষিণের আরও দুই বড় পুজো। একটি সমাজসেবী সংঘ। আরেকটি ভবানীপুর অবসর। সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের দুই থিম ভাবনায় দর্শকদের মন জয় করতে তৈরি দুজনেই। *পুজো ১* নিজেদের ৮০ তম বর্ষে সমাজসেবী এবার যে কারণে এই পুজোর সূচনা, সেই অধ্যায় এবং টাইমলাইন ধরে বসিয়ে দিয়েছে পুজো মণ্ডপে। থিমের নাম পথের পাঁচালী ১৯৪৬। দ্যা গ্রেট ক্যালকাটা কিলিং। সেই সময় এই পাড়ার লোকেরা রাস্তায় নেমে উভয় সম্প্রদায়ের মানুষকে রক্ষা করেছেন। লীলা রায় শরৎ বসু সহ সেইসময়ে প্রভাবশালী বাঙালিরা পাড়ায় আসেন। সমাজসেবী সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে দুর্গাপুজো করার পরামর্শ দেন তাঁরা। সেই সময় সমাজসেবী সংঘ নাম দিয়ে শুরু হয় দুর্গাপুজো। অর্থাৎ ৮০ বছর আগে পাড়ার দুর্গা পুজো শুরুর অধ্যায় এবার এই পাড়ার পুজোর থিম। বাইট অরিজিৎ মৈত্র। সম্পাদক। সমাজসেবী সংঘ *পুজো ২* ৭৫ তম বর্ষে ভবানীপুর অবসর ক্লাবের থিম *গোড়ার কথা*। যান্ত্রিক জীবনে গতি এসেছে। শিথিল হয়েছে পারিবারিক বন্ধন। যাদের ওপর ভিত্তি করে আমাদের জন্ম বা বেড়ে ওঠা তাদের দ্রুত ভুলছে আধুনিক প্রজন্ম। অথচ গোড়া কে অস্বীকার করে বেড়ে ওঠা অসম্ভব। এবার সেই গোড়ার কথা রচনা করছেন শিল্পী বিমল সামন্ত। সঙ্গে গভীর এবং নিবিড় বন্ধনের গ্রন্থি প্রতিমার মাধ্যমে রচনা করেছেন শিল্পী সনাতন পাল। বাইট বিমল সামন্ত, থিম মেকার *দুটি পুজো নিয়ে সম্মিলিত পিটিসি*
0
comment0
Report
AGAyan Ghosal
Sept 15, 2025 13:18:44
Kolkata, West Bengal:WEATHER PC _আজ বিকেলের আবহাওয়া।_ *হাবিবুর রহমান বিশ্বাস। আঞ্চলিক অধিকর্তা। আলিপুর আবহাওয়া দপ্তর।* #বিহারের উপর ঘূর্ণাবর্ত। উত্তর বাংলাদেশেও আরো একটি ঘুনাবর্ত। সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। ##উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে। বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। ###আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। মূলত মেঘলা আকাশ। সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলাগুলিতে দমকা ঝড়ো বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে। সমুদ্রতল থাকবে *মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আজকের জন্য।* ####আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টি বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। আগামীকালও বাঁকুড়া পুরুলিয়া সংলগ্ন এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। #####বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চললেও ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে বুধ ও বৃহস্পতিবার। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরো কমবে।
0
comment0
Report
MCMoumita Chakraborty
Sept 15, 2025 13:18:38
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Sept 15, 2025 13:18:21
Kolkata, West Bengal:_আজ বিকেলের আবহাওয়া।_ *হাবিবুর রহমান বিশ্বাস। আঞ্চলিক অধিকর্তা। আলিপুর আবহাওয়া দপ্তর।* #বিহারের উপর ঘূর্ণাবর্ত। উত্তর বাংলাদেশেও আরো একটি ঘুনাবর্ত। সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। ##উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে। বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। ###আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। মূলত মেঘলা আকাশ। সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলাগুলিতে দমকা ঝড়ো বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে। সমুদ্রতল থাকবে *মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আজকের জন্য।* ####আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টি বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। আগামীকালও বাঁকুড়া পুরুলিয়া সংলগ্ন এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। #####বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চললেও ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে বুধ ও বৃহস্পতিবার। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরো কমবে।
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Sept 15, 2025 13:17:38
0
comment0
Report
PDPradyut Das
Sept 15, 2025 13:17:24
Jalpaiguri, West Bengal:2C 1509ZG_JAL_FIELD_QUEAS_R1 মুখ্যমন্ত্রীর সভা শেষে বেহাল দশা জলপাইগুড়ি এ,বি,পি, সি ময়দান। বন্ধ প্রাতভ্রমণ ও খেলাধুলা। মাঠ ছন্দে ফেরানোর দাবি জলপাইগুড়িবাসির। দুর্গাপূজা হাতে বাকি আর মাত্র কয়েকদিন। এখও হয়নি প্যান্ডেল, জল কাদা মাঠে সমস্যায় পড়েছে পুজো উদ্যোক্তারা l দুর্গাপুজোয় খুঁটি পূজোর খুঁটি পোতার মত পরিস্থিতি নেই মাঠেl সেপ্টেম্বর গত ৫ তারিখ থেকে বন্ধ রয়েছে প্রাতঃভ্রমণকারী ও শিশুদের খেলাধুলা, কবে পরিস্থিতি স্বাভাবিক হবে কেউ বলতে পারছে না। মুখ্যমন্ত্রীর সভার কেটেছে বেশ কয়েক দিন হলো, এখনো ছন্দে ফেরেনি মাঠ, শিরোনামে জলপাইগুড়ির ABPC ময়দান! খুব শীঘ্রই মাঠ ছন্দে ফিরুক চাইছে এলাকাবাসীরাওl পুজোর প্যান্ডেল করতে যে সমস্যার সম্মুখীন করতে হচ্ছে তা স্বীকার করেছেন ডেকোরেটরl অন্যদিকে বিরোধীদের তোলা বিস্ফোরক অভিযোগ, মুখ্যমন্ত্রী সভার শেষে মাঠ সাফাইয়ের বরাদ্দ টাকা নাকি কাটমানি খেয়েছে শাসক বলে নেতারা। রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ক্যামেরা :- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
0
comment0
Report
KMKIRAN MANNA
Sept 15, 2025 13:16:28
Dihierench, West Bengal:*পাঁশকুড়া সরকারি হাসপাতালে অস্থায়ী ওয়ার্ড গার্লকে ধর্ষণের অভিযোগ, ফ্যাসিলিটি ম্যানেজার আটক* পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতালের ফ্যাসিলিটি ম্যানেজার শেখ জাহির আব্বাস এক অস্থায়ী ওয়ার্ড গার্লকে জোরপূর্বক শারীরিক সম্পর্কে বাধ্য করার চেষ্টা করছিলেন। মানসিক নির্যাতন চালিয়ে তিনি নানাভাবে চাপ সৃষ্টি করতেন, এমনকি সম্পর্কের প্রস্তাবে রাজি না হলে চাকরি খোয়ানোর ভয়ও দেখাতেন বলে অভিযোগ। অবশেষে গতকাল সন্ধ্যায় হাসপাতালের স্টোররুমে ফাঁকা জায়গায় ওই কর্মীকে জোর করে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা। ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে হাসপাতালের অন্যান্য স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে স্থানীয় মানুষের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পাঁশকুড়া থানার পুলিশ। বর্তমানে অভিযুক্ত ফ্যাসিলিটি ম্যানেজারকে পুলিশ আটক করেছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই নিয়ে শাসক বিরোধী চাপানো তো তৈরি হয়েছে। বিজেপির পক্ষে অভিযোগ করা হচ্ছে অভিযুক্ত তৃণমূলের মদনপুষ্ট। হাসপাতালের বিভিন্ন অন্যায় কাজের সঙ্গে যুক্ত। হাসপাতালের ওষুধ থেকে শুরু করে বিভিন্ন বেআইনি কারবার করেন ওই অভিযুক্ত জাহির আব্বাস। ইতিপূর্বে অনেক অভিযোগ রয়েছে এই জাহিরের উপর। যদিও তৃণমূলের পক্ষে বলা হয়েছে ধর্ষণকারী বা অভিযুক্ত কে পুলিশ আটক করেছে আইন আইনের পথে চলবে। বিরোধীদের অভিযোগ সত্য নয়। নির্যাতিতাকে এর আগে অনেক প্রলোভন ভয় দেখালেও শারীরিক সম্পর্কে রাজি হয়নি। যে কারণে গতকাল সন্ধ্যায় সুযোগ বুঝে জোরপূর্বক এমন ধর্ষণের ঘটনা ঘটিয়েছে অভিযু। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বাইট সেন্টু সেনাপতি। বিজেপি নেতা। বাইট সে সমিরুদ্দীন। তৃণমূল নেতা। বাইট নির্যাতিতা স্বাস্থ্য কর্মী।
0
comment0
Report
BSBidhan Sarkar
Sept 15, 2025 13:16:10
Chinsurah, West Bengal:দিল্লীতে মৃত পরিযায়ী শ্রমিকের মৃতদেহ ফিরল ধনিয়াখালির বেলমুড়ি গ্ৰামে। কান্নায় ভেঙে পড়ল গোটা গ্ৰাম। সঞ্জীব ভূমিজ নামে ধনিয়াখালি ব্লকের বেলমুড়ি গ্ৰামের পরিযায়ী শ্রমিকের দিল্লীতে অস্বাভাবিক মৃত্যু হয় বৃহস্পতিবার রাতে। পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল না থাকায় রাজ্য প্রশাসনের উদ্দ্যোগে মৃতের পরিবারের সদস্যদের দিল্লীতে পাঠানো হয় শনিবার। সেখানে ময়নাতদন্তের পর আজ দুপুরে সঞ্জীবের মৃতদেহ নিয়ে গ্ৰামে পৌঁছান পরিবারের লোকজন। ধনিয়াখালির বেলমুড়ি গ্রামের যুবক সঞ্জীব ভূমিজ বিগত প্রায় দশ বছর ধরে জুয়েলারী কাজে ভিন রাজ্যে থাকতেন। গত ৯ মাস আগে বাবার মৃত্যুর জন্য গ্রামে ফিরে আবার ও দিল্লীর গান্ধী নগর এলাকায় ফিরে যায় সঞ্জীব। সেখানে সোনার গহনা তৈরীর কারিগর হিসাবে কাজ করতো সঞ্জীব । গত বৃহস্পতিবার সন্ধ্যায় মায়ের সাথে ফোনে কথা হয় তার। তারপর রাতে দিল্লি থেকে এক আত্মীয় মনসা মালিক ফোন করে জানান সঞ্জীবের প্রচন্ড বুকে ব্যাথা হচ্ছে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে । গভীর রাতে বাড়িতে খবর আসে সঞ্জীব মারা গেছে। ঘটনার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবার। এরপর মৃতদেহ ফিরিয়ে আনা নিয়ে জটিলতা তৈরী হয়। দিল্লীর গান্ধী নগর থানা মৃত পরিযায়ী শ্রমিকের রক্তের সম্পর্ক ছাড়া অন্য কোন ব্যক্তিকে দেহ হস্তান্তর রাজি ছিল না। অন্যদিকে দিল্লীতে দ্রুত পৌঁছানোর মতো পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় তারা মুখ্যমন্ত্রীর দারস্ত হন। নবান্নের উদ্দ্যোগে এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতা মৃতের মা সহ দুজনকে বিমানে করে দিল্লীতে পাঠানো হয় । সেখানে ময়নাতদন্ত করিয়ে দেহ বিশেষ এ্যাম্বুলেন্স এ করে নিয়ে আসা হয়। আজ দুপুরে গ্ৰামের বাড়িতে মৃতদেহ পৌঁছাতেই কান্নায় ভেঙে পরেন আত্মীয়রা। ঘটনার জেরে শোকের ছায়া গোটা এলাকায়। স্থানীয় বিধায়ক অসীমা পাত্র পরিযায়ী শ্রমিকরে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান।।। বিধায়ক বলেন,দিল্লীতে কাজে গিয়ে এলাকার যুবকের মৃত্যু খুব ই দুঃখজনক ব্যাপার। কয়েক মাস আগে ওর বাবা মারা যায়। মা, ছেলের উপর নির্ভরশীল ছিল। এখন মা ছাড়া কেউ রইল না। আমরা পরিবারের পাশে আছি।
0
comment0
Report
BMBiswajit Mitra
Sept 15, 2025 13:15:54
Ranaghat, West Bengal:নির্বাচন আসলে এই রাজ্যে অনেক কেন্দ্রীয় এজেন্সির আনাগোনা বারে, কিছুই না শুধু রাজ্যকে চাপে রাখার চেষ্টা। কল্যাণীতে বক্তব্য রাখলেন রাজ্য মন্ত্রী শশী পাঁজা। তিনি আরো বলেন,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের মানুষের জন্য লড়াই করছে সে কি নিজের জন্য লড়াই করছে। বারেবার এই রাজ্যকে বঞ্চিত করছে কেন্দ্র। নির্বাচন আসলেই কেন্দ্রীয় এজেন্সি,, ইডি সিবিআই নামিয়ে চাপে রেখে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু মুখ্যমন্ত্রীকে এভাবে ভয় দেখানো যাবে না। সোমবার নদীয়ার কল্যানীতে আইসিডিএস সেন্টারের রান্নার গ্যাসের সংযোগ স্থাপন প্রকল্পের শুভ উদ্বোধন করতে এসে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের নারী ও শিশু বিকাশ সমাজ কল্যাণ বিভাগের মন্ত্রী শশী পাঁজা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, পাঁচ বছরে রাজ্যের খোঁজ নেয় না দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কিন্তু ভোটের আগে তার একাধিকবার বঙ্গ সফর নিয়ে প্রত্যেক রাজনৈতিক দলের উচিত প্রশ্ন করা। আবাস যোজনার ঘর থেকে শুরু করে ১০০ দিনের কাজের টাকা, সবটাই বন্ধ করেছে কেন্দ্র। শুধু তাই নয়, জল নিয়েও রাজনীতি করছে কেন্দ্র সরকার। একাধিক বার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির মুখে পড়তে হয় বাংলার মানুষকে, কারো ভেঙে যাচ্ছে বাড়ি, কারোর আবার মাথার উপর ছাদ নেই, খোঁজ নেই কেন্দ্র সরকার। এসব তো কেন্দ্র সরকারের অধীনে থাকা ন্যাশনাল ডিজেস্টারের দায়িত্ব খোজ নেওয়া। মূলত কথা বাংলাকে সহযোগিতা না করা এবং বঞ্চিত করা এটাই লক্ষ্য কেন্দ্র সরকারের। সোমবার মন্ত্রী শশী পাঁজার সাথে উপস্থিত ছিলেন, নদিয়া দক্ষিণের তৃণমূল সভাপতি দেবাশীষ গাঙ্গুলী। নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর সহ অন্যান্য নেতৃত্ব। এদিন পরিবেশবান্ধব অঙ্গনারী কেন্দ্র গুলিতে রান্নার গ্যাসের সংযোগ স্থাপন প্রকল্পের শুভ উদ্বোধনের আয়োজক ছিলেন নদীয়া জেলা প্রশাসন।
0
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Sept 15, 2025 12:04:13
Kolkata, West Bengal:*এশিয়া কাপ ২০২৫: পাকিস্তানের বিরুদ্ধে হ্যান্ডশেক 'বয়কট' – ভারত কি শাস্তি পেতে পারে? নিয়ম কী বলছে?* ভারত রবিবার ২০২৫এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানকে সাত উইকেটে পরাজিত করেছে। তবে এই হাই-ভোল্টেজ ম্যাচের শুরুতে টসের সময় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানের অধিনায়ক সলমান আলি আগার সঙ্গে হাত মেলাননি। ম্যাচ শেষে সূর্যকুমার এবং ব্যাটার শিবম দুবে পাকিস্তান দলের সঙ্গে হ্যান্ডশেক না করে সরাসরি ড্রেসিংরুমে ফিরে যান। পাকিস্তান দলের খেলোয়াড়রা মাঠে অপেক্ষা করলেও কোনো ভারতীয় খেলোয়াড় হ্যান্ডশেক করতে আসেননি। এটি রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে একটি নীরব 'বয়কট' হিসেবে দেখা হয়েছে, বিশেষ করে পাহালগাম সন্ত্রাসী হামলার পর। পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) এই ঘটনার বিরুদ্ধে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)-এ আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। তারা ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে দেওয়ারও দাবি জানিয়েছে, কারণ তিনি আগাকে টসের সময় সূর্যকুমারের সঙ্গে হ্যান্ডশেক না করার পরামর্শ দিয়েছিলেন। এই ঘটনার পর প্রশ্ন উঠেছে—ভারত কি এই আচরণের জন্য শাস্তি পেতে পারে? আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) "স্পিরিট অফ ক্রিকেট" প্রস্তাবনায় বলা হয়েছে: “প্রতিপক্ষের সাফল্যে অভিনন্দন জানান এবং নিজের দলের সাফল্য উপভোগ করুন। ম্যাচ শেষে ফলাফল যাই হোক না কেন, কর্মকর্তাদের এবং প্রতিপক্ষকে ধন্যবাদ জানান।” ICC-এর আচরণবিধির ২.১.১ ধারায় “খেলার চেতনার পরিপন্থী আচরণ” কে লেভেল ১ অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যদিও ICC এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি, সূর্যকুমারের হ্যান্ডশেক না করার সিদ্ধান্তকে "স্পিরিট অফ ক্রিকেট"-এর লঙ্ঘন হিসেবে দেখা যেতে পারে। এই ক্ষেত্রে ICC অধিনায়কের উপর জরিমানা আরোপ করতে পারে, যদিও সাধারণত এই ধরনের ক্ষেত্রে জরিমানার পরিমাণ খুব বেশি হয় না।
0
comment0
Report
STSrikanta Thakur
Sept 15, 2025 12:02:56
Dinajpur, Rangpur Division:গঙ্গারামপুর: যাতায়াতের একমাত্র রাস্তা পাকা করার দাবীতে আর গ্রাম স্তরে বিক্ষোভ নয় এবার সরাসরি গঙ্গারামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের। সোমবার এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো গঙ্গারামপুর ব্লক অফিস চত্বরে। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর বিডিও-র সাথে সরাসরি কথা বলতে চান বিক্ষোভকারীরা ভিডিও বিক্ষোভকারীদের দাবি মেনে কথা বলেন তাদের সমস্যার কথা এবং সমস্যার সমাধান হয় দিলে অবশেষে বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা। গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের রাধানগর থেকে সহনালি যাবার রাস্তাটির দূরত্ব প্রায় আড়াই কিলোমিটার। প্রতিদিন এই রাস্তা দিয়ে কয়েক হাজার মানুষজন যাতায়াত করে থাকে।স্থানীয় সূত্রে খবর, গ্রামবাসীদের যাতায়াতের সুবিধার্থে বাম আমলে রাস্তাটি ইট সোলিং করে দেওয়া হয়।এরপর কেটে গেছে প্রায় ২২ বছর, এরমধ্যে আর সংস্কার করা হয়নি রাস্তাটি। যার ফলে বর্তমানে বেহাল দশা রাধানগর থেকে সহনালী যাবার একমাত্র রাস্তাটির।এদিকে রাস্তাটি বেহাল থাকার কারণে নিত্যদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়ছেন গ্রামের মানুষজন। রাস্তায় ঢুকতে চায় না আম্বুলেন্স,এদিকে রাধানগর এলাকায় রয়েছে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাংক। সেই ব্যাংকে বয়স্ক ভাতার টাকা তুলতে যেতেও সমস্যায় পড়তে হয় গ্রামের বয়স্কদের বলে খবর।বিষয়টি বহুবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত-কে জানিয়েও কোন লাভ হয়নি বলে অভিযোগ। এদিকে গত কয়েক মাস আগে পাকা রাস্তা দাবিতে ডিটল নালাগোলা রাজ্য সড়কের রাধানগর এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামের শতাধিক মানুষজন। সেই সময় এলাকার জনপ্রতিনিধিরা জানান রাস্তাটির টেন্ডার হয়ে গেছে এবং খুব দ্রুত রাস্তা কাজ শুরু হবে।কিন্তু এই ঘটনার কয়েক মাস কেটে গেলেও এখনো শুরু হয়নি রাস্তার কাজ। এমতো অবস্থায় গ্রামের শতাধিক মানুষজন একত্রিত হয়ে সোমবার গঙ্গারামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে। জার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গঙ্গারামপুর থানার পুলিশ।পরে গ্রামবাসীদের সাথে কথা বলে সমস্যার সমাধানের আশ্বাস দেন বিডিও অর্পিতা ঘোষাল। বাইট ১/ অর্পিতা ঘোষাল (BDO, গঙ্গারামপুর) ২/ প্রতাপ মার্ডি (বিক্ষোভকারী গ্রামবাসী) ৩/ বাবলু মুর্মু (বিক্ষোভকারী গ্রামবাসী) 1509ZG_SDIN_VILLAGERS_AGITATION
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Sept 15, 2025 12:02:30
0
comment0
Report
STSrikanta Thakur
Sept 15, 2025 11:38:59
Dinajpur, Rangpur Division:দক্ষিণ দিনাজপুর জেলাশাসকের দপ্তরের সামনে জাতীয় কংগ্রেসের বিক্ষোভ। মোট পাঁচদফা দাবিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিলেন কংগ্রেস নেতৃত্ব। সোমবার দুপুরে কংগ্রেস ভবন থেকে মিছিল শুরু হয় কংগ্রেসের এই মিছিল শহর পরিক্রমা করে এসে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। কংগ্রেসের পাঁচ জন প্রতিনিধি জেলা শাসকের কাছে ডেপুটেশন দিতে যান। কংগ্রেসের দাবি বালুরঘাটে প্রশাসনিকভাবে যেখানে কার্নিভালের আয়োজন করা হয় অর্থাৎ দুর্গাপূজার পর বিসর্জনের যে কার্নিভাল আয়োজন করা হয় সেটা জেলা হাসপাতালের সামনে। কার্নিভালে রাত্রি পর্যন্ত বড় বড় বক্স ও ডিজে বাজানো হয় যাতে রোগীদের সমস্যা হয় এই স্থান পরিবর্তন করতে হবে। রেলের টিকিট কালোবাজারি হচ্ছে বালুরঘাট শহরে তা বন্ধ করতে উদ্যোগ গ্রহণ করতে হবে প্রশাসনকে। এছাড়াও এস আই আর সহ বিভিন্ন বিষয়ে শ্লোগান করতে থাকেন কংগ্রেস কর্মী, সমর্থকরা নতুন জেলা সভাপতির দায়িত্ব পেয়ে গোপাল দেব একের পর এক আন্দোলন করছেন কংগ্রেসি কর্ম সমর্থকদের নিয়ে। সোমবার দুপুরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং সমস্ত ব্লক সভাপতিদের নিয়েই তিনি আজকের এই বিক্ষোভ ও ডেপুটেশনের আয়োজন করেন। বাইট ১/ গোপাল দেব ( জেলা সভাপতি)
1
comment0
Report
Advertisement
Back to top