Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Medinipur721150

घाटाल के पंचपल्लि दुर्गोत्सव में सिंदूर थीम से महिलाशक्ति जागी

CDChampak Dutta
Sept 28, 2025 11:48:37
Kaji Chak, West Bengal
*পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের কুশপাতা পঞ্চপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবছর নজরকাড়া পুজো।এই পুজো কমিটির পুজো এবছর ৩১ তম বর্ষে পদার্পন করেছে।পুজোর থিম সিঁদুর।শাঁখা পলা,সিঁদুর কৌটা,তলোয়ার সহ বিভিন্ন সামগ্রী ব্যবাহারে কারুকার্যের মাধ্যমে থিম মেকার দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ,প্রতিমাও নজরকাড়া।থিম সিঁদুরের মাধ্যমে একদিকে ভারতীয় সেনাবাহিনীকে শ্রদ্ধা সম্মান জানানো হয়েছে সদ্য সফল অপারেশন সিঁদুর এর জন্য।পাশাপাশি একজন নারী একহাতে যেমন সিঁদুর পরতে পারে তেমনি আর এক হাত দিয়ে সেই সিঁদুর রক্ষাও করতে পারে।নারীদের বার্তা দিয়ে নারী শক্তিকেও তুলে ধরা হয়েছে থিমের মাধ্যমে।নারী শক্তি ও দেশাত্মবোধের মেলবন্ধন দেখতে হলে অবশ্যই যেতে হবে ঘাটালের পঞ্চপল্লীতে।* ছবি 2c তে Slug- 2809ZG_WMID_PANCHAPALLI_R
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MMManoj Mondal
Sept 28, 2025 13:48:28
Kolkata, West Bengal:গোপালনগরের নহাটার পূজো মণ্ডপে এবছর উঠে আসছে অতীতের ছবি। থিম— “হারিয়ে যাওয়া দিনগুলো”। পুরো মণ্ডপ সাজানো হয়েছে পাটের বিচুলি দিয়ে। ভেতরে প্রদর্শিত হচ্ছে সেইসব জিনিস, যেগুলো একসময় বাঙালির জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল—গ্রামোফোন, রেডিও, পুরনো দিনের টেলিফোন আর আরও অনেক হারিয়ে যাওয়া স্মৃতি। আয়োজকদের দাবি, আধুনিকতার ভিড়ে যেসব সাংস্কৃতিক উপকরণ ধীরে ধীরে বিস্মৃত হচ্ছে, সেই অতীতকেই নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এই থিমের মূল উদ্দেশ্য। দর্শনার্থীরা বলছেন, মণ্ডপে ঢুকেই যেন সময় পিছিয়ে যায় কয়েক দশক। এই পূজো তাই কেবল শিল্পকলার প্রদর্শনী নয়, বরং এক আবেগঘন যাত্রা অতীতে।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Sept 28, 2025 13:47:59
Howrah, West Bengal:পুজো উদ্বোধনে এসে তৃণমূল সরকারের প্রশংসা করলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং পশ্চিমবাংলার পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর। এদিন তিনি মধ্য হাওড়ার জাতীয় সেবা দল ক্লাবের পূজা উদ্বোধনে এসে বলেন পুজো কমিটিগুলোতে এক লক্ষ টাকার উপর সরকারি অনুদান দেওয়া হচ্ছে তা খুব ভালো পদক্ষেপ। কারণ বেশিরভাগ ছোট পুজো কোনো কর্পোরেট স্পন্সরশীপ পায়না। অথচ এই দুর্গা পুজোতে সব শ্রেণীর মানুষ আনন্দে মেতে ওঠে। সে ক্ষেত্রে সরকার যদি ক্লাবগুলোকে আর্থিক সাহায্য করে তাহলে সকলেই এই সামাজিক উৎসবে মেতে উঠতে পারে। সবাই উপকৃত হয়। এটা খুবই ভালো পদক্ষেপ। আগামী বছর বিধানসভা নির্বাচনে আগে সিপিএম বা অন্য কোন দলের সঙ্গে কোন রাজনৈতিক জোট হবে কিনা এ প্রসঙ্গে তিনি বলেন আমরা এই মুহূর্তে দলের নিজস্ব সংগঠনকে চাঙ্গা করার জন্য কাজ করছি। একেবারে বুথ স্তরে সংগঠন ঢেলে সাজানো হচ্ছে। এ ব্যাপারে রাজ্য কংগ্রেস কাজ করছে। জোট হবে কিনা তা পরে ঠিক করা হবে। তবে এখানে দীর্ঘ ৩৪ বছর বামফ্রন্ট এবং ১৫ বছর তৃণমূল কংগ্রেস শাসন করছে। এই দীর্ঘ শাসনে সমাজের নিচু তলার মানুষ বেকারত্ব এবং দারিদ্রতা থেকে মুক্তি পেয়েছে কিনা সেটা খুবই গুরুত্বপূর্ণ। তারাই প্রশ্ন করুক। সমাজের নিচু তলার মানুষ যদি মনে করে তারা কোন সুবিধা পায়নি পরিবর্তন দরকার তবে পরিবর্তন আসবে। পুজোর পর এই রাজ্যে শুরু হবে এস আই আর এর কাজ। এদিন তিনি বলেন আমরা এস আই আর এর বিরোধী নই। তবে এস আই আর করার আগে গোটা দেশ জুড়ে বিরোধীদের সঙ্গে আলোচনা করার উচিত ছিল। তা হয়নি। পশ্চিমবাংলায় ছয় থেকে আট মাস পর ভোট। তাই এত অল্প সময়ে এসআইআর এর কাজ সম্পূর্ণ করা সম্ভব নয়। কংগ্রেসের পক্ষ থেকে ভোট চুরি নিয়ে গোটা দেশে আন্দোলন করছে। এখানেও বুথ দখল করে ভোট চুরি হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।আজ পুজো উদ্বোধনে আরো উপস্থিত ছিলেন রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও অন্যান্য নেতৃবৃন্দ। বাইট..১..গোলাম আহমেদ মীর(সর্বভারতীয় সাধারণ সম্পাদক) 2809zg_hwh_opening_r
0
comment0
Report
PDPradyut Das
Sept 28, 2025 13:47:12
Jalpaiguri, West Bengal:2C 2809ZG_JAL_ELECT_AGITATION_R মহা পঞ্চমীতে পূজা প্রাঙ্গণ ছেড়ে বৈদ্যুতিক অফিসে ধর্নায় পুজো কমিটির সদস্যরা। এদিন জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের সাঁকোয়াঝোরা- ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিমল হাটের একটি পুজো কমিটির সদস্যরা তারা গয়েরকাটা বৈদ্যুতিক অফিসে এসে আচমকাই ধর্নায় বসেন। তাদের দাবি দীর্ঘদিন ধরে এলাকায় বিদ্যুৎ সংযোগে গাফিলতি ছিল তারা বারংবার বিদ্যুৎ দপ্তর কে জানিও কোন লাভ হয়নি বলেই তাদের অভিযোগ। অবশেষে পুজোর মুহুর্তে তারা অফিসে এসে সমস্যার সমাধানের জন্য আশ্বাস না পেয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিন্নাগুড়ি আউট পোস্টের ওসি সহ পুলিশ বাহিনী। ওসির আশ্বাসে ধর্না তুলে নেন বিক্ষোভকারীরা। গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার অলক প্রধান টেলিফোনে জানান, বিষয়টি তাদের জানা ছিল না তবে আজকে থেকেই বিদ্যুৎ সমস্যা সমাধানে কাজ শুরু করা হচ্ছে। রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
Navaratri 2025
Advertisement
Back to top