Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
आज से दक्षिण बंगाल में बारिश, तपती गर्मी से राहत की उम्मीद
AGAyan Ghosal
Sept 11, 2025 02:45:12
Kolkata, West Bengal
WEATHER *আবহাওয়া পয়েন্টার* ১) ভাদ্র মাসের কাঠফাটা রোদ এবং অসহ্য অস্বস্তি কাটিয়ে আজ থেকে ফের বৃষ্টি দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি কয়েক পশলা বৃষ্টি। বৃষ্টির সঙ্গে উপকূল এবং লাগোয়া কোনো কোনো এলাকায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বাতাস বইতে পারে। ২) শনিবার থেকে ফের কমবে বৃষ্টির পরিমাণ। উইকেন্ডে বৃষ্টি কমবে অস্বস্তি বাড়বে। জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে আর্দ্রতা জনিত ঘর্মাক্ত পরিস্থিতি। ৩) উত্তরবঙ্গে বৃহস্পতিবারে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। ৪) শুক্রবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। শনিবারে শুধু দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। ৫) কলকাতায় আজ থেকে দুদিনের জন্য ফের হওয়া বদল। সকালে রোদের দেখা মিললেও বেলা বাড়লে আকাশ প্রথমে আংশিক এবং বিকেলের দিকে সম্পূর্ণ মেঘলা হবে। সন্ধ্যে বা রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। ৬) শনিবার থেকে কলকাতায় ফের ফিরবে দুর্বিষহ গরম এবং ঘর্মাক্ত অস্বস্তি। বিশ্বকর্মা পুজোর দিন পর্যন্ত সেইভাবে আর উল্লেখযোগ্য বৃষ্টির পূর্বাভাস নেই কলকাতায়। ৭) বিশ্বকর্মা পুজোর পরের দিন ১৮ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত ফের বৃষ্টির পরিমান বাড়বে কলকাতায়।
6
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MDMritunjay Das
Sept 11, 2025 05:46:46
Bankura, West Bengal:
সকালে তৃণমূলের ঝান্ডা ধরে তৃণমুলে যোগ দিয়ে  রাতেই আবার নিজের ঘরে ফিরে বিজেপির ঝান্ডা ধরল বিজেপি সদস্য। দিনভর চলল যোগদানের নাটক। তর্জা শাসকবিরোধীর।  সকালে তৃণমূল কার্য্যালয়ে তৃণমূলে যোগ দিয়ে ফের রাতেই আবার বিজেপির কার্য্যালয়ে বিজেপির ঝান্ডা ধরে নিজের ঘরে ফিরল বিজেপির সদস্য। দিনভর যোগদানের নাটক চলল তৃণমূল ও বিজেপি শিবিরে। বাঁকুড়ার ওন্দার বিজেপির পঞ্চায়েত সদস্য নিয়ে চলল দিনভর টানাটানির খেলা। এই খেলাকে ঘিরে চলল শাসক বিরোধী রাজনৈতিক তর্জা।।।।।। 2026 বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে দলবদলের হিড়িক। কখনও বিজেপি ছেড়ে তৃণমূলে, আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের মেলা শুরু হয়ে গেছে। কদিন আগেই বিজেপির পঞ্চায়েত সদস্যদের তৃণমূলে যোগদানে হারানো সোনামুখী ব্লকের মানিকবাজার গ্রামপঞ্চায়েত নিজেদের হাতে রাখল তৃণমূল। এবার ওন্দা ব্লকের চিঙ্গানী অঞ্চল ছিল তৃণমূলের৷ বিজেপির দখলে থাকা এই পঞ্চায়েত এখন নিজেদের ঝুলিতে রাখতে মরিয়া তৃণমূল। ২০২৩ পঞ্চায়েত নির্বাচনে ওন্দা ব্লকের চিঙ্গানী অঞ্চলে ১৩ টি আসনের মধ্যে ৭ টি আসন পেয়ে সং্খ্যাগরিষ্ঠ হয়ে বিজেপি বোর্ড গঠন করে ওই অঞ্চলে। হারানো বোর্ড ফিরে পেতে মরিয়া হয়ে উঠে তৃণমূল শিবির। শুরু হয়ে যায় যোগদানের হিড়িক। তৃণমূলের দখল ছিল ৪ আসন। ভোটের পরেই সিপিএম থেকে এক সদস্য যোগ দেওয়াতে তৃণমূলের ঝুলিতে হয় ৫ আসন। আই এস এফ এর হাতে ১ আর বিজেপির হাতে ৭ আসন। চিঙ্গানী গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের ম্যাজিক ফিগারের জন্য প্রয়োজন ছিল দুই আসনের। বুধবার দুপুরে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কার্য্যালয়ে তৃণমূল জেলা সভাপতির হাত ধরে চিঙ্গানি গ্রাম পঞ্চায়েতের ২৬০A কামারকাঁটা বুথের বিজেপি সদস্য তারাপদ পাল। ২৬০B কামারকাঁটা বুথের গনেশ মল্ল এই দুই বিজেপির নির্বাচিত সদস্য তৃণমূলের ঝাণ্ডা ধরে তৃণমূলে যোগদান করে। এই যোগদানে আসন সং্খ্যার নিরিখে চিঙ্গানী গ্রাম পঞ্চায়েত নিজেদের দখল ফিরে পেল তৃণমূল। কিন্তু ফের রাতেই খেলা ঘুরে গেল। দুপুরে তৃণমূলে যোগ দিয়ে ফের রাতেই আবার বিজেপির ঝান্ডা ধরে বিজেপির ঘরে ফিরে এলো ২৬০ বি কামারকাটা বুথের বিজেপি সদস্য গনেশ মল্ল। ওন্দা রামসাগর বিজেপি কার্য্যালয়ে বিজেপি ঝান্ডা ধরে আবার তিনি বিজেপিতে ফিরে এলেন। এইভাবেই দিনভর যোগদানের নাটকবাজি চলল ওন্দায়। বিজেপিতে যোগ দিয়েই বিজেপি পঞ্চায়েত সদস্য গনেশ মল্লের দাবি, বিজেপিতেই ছিলাম বিজেপিতেই থাকব। তৃণমূল ভুল বুঝিয়ে টাকা ও চাকরি দেওয়ার নাম করে নিয়ে গিয়েছিল। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব মোর্চা সভাপতি কল্যান চ্যাটার্জীর দাবি, তৃণমূলের তো এটায় কালচার চাকরি দেবো টাকা দেবো এইসব টোপ দিয়ে নিয়ে যাচ্ছে। এতে কাজ কিছু হবে না ২০২৬ এ সব বিজেপির থাকবে বলেই চ্যালেঞ্জ বিজেপির। তৃণমূলের প্রতিক্রিয়া মিলেনি। বাইট গনেশ মল্ল ( বিজেপি পঞ্চায়েত সদস্য) বাইট কল্যান চ্যাটার্জী ( বিজেপি যুব মোর্চা সভাপতি)
3
comment0
Report
DSDIBYENDU SARKAR
Sept 11, 2025 05:35:21
Arambag, West Bengal:
আরামবাগঃ১১ সেপ্টেম্বর --------------------------------------------- মঙ্গলবার রেল ও রাজ্য সরকারের আধিকারিকরা ফিরে গিয়েছিলেন ভাবাদিঘি থেকে। বৃহস্পতিবার সকাল থেকেই ভাবাদিঘিতে পুলিশ মোতায়ন করে কাজ শুরু করলো রেল দপ্তর। যদিও ভাবাদিঘীর লোকজন দূর থেকে দাঁড়িয়ে দেখলো। হাইকোর্টের রায়ের কপি প্রকাশের পর হঠাৎ করেই ভাবাদিঘিতে সকাল থেকেই পুলিশ মোতায়েন। পেলোডার লাগিয়ে কাজ শুরু হয়েছে। বিচারপতি টি.এস শিবজ্ঞানম ও চৈতালি চ্যাটার্জির ডিভিশন বেঞ্চের হাইকোর্টের রায়ে স্পষ্ট উল্লেখ রয়েছে "গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য কোন সাধারণ মানুষ বা অ্যাসোসিয়েশনের সদস্যরা কোন বাধা বা আন্দোলন করতে পারবে না। এবং মাননীয় সুপ্রিম কোর্টের দেওয়া আদেশটি হুগলী গ্রামীণ জেলা পুলিশ সুপার দ্বারা বিবেচনা করা যেতে পারে। পর্যাপ্ত পুলিশ বাহিনীর মোতায়ন করা উচিত বলে জানিয়ে দেয় হাইকোর্ট। হাইকোর্ট পুলিশকে মনে করিয়ে দেয় রেললাইন জনস্বার্থে স্থাপন এবং সরকারের কর্মকর্তা হিসেবে সক্রিয় থাকা উচিত।" হাইকোর্ট ইস্টার্ন রেলওয়ে কে নির্দেশ দেয় যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শুরু করতে হবে। কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করার জন্য, আদালত অবমাননার আবেদনের শুনানি ১৭ ই নভেম্বর ২০২৫ পর্যন্ত স্থগিত করা হয়েছে। স্লাগ--- 1109ZG_ARM_WORK_R ছবি আছে 2 C তে।
1
comment0
Report
PDPradyut Das
Sept 11, 2025 05:01:46
Jalpaiguri, West Bengal:
2C 1109ZG_JAL_TISTA_SIGNAL_R উত্তরে বৃষ্টি। তিস্তায় লাল সর্তকতা। বৃহস্পতিবার সকাল থেকেই জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি। মেঘলা আকাশ। জলপাইগুড়ি গজলডোবার তিস্তা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৮ টায় গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ ১৪০৯ কিউমেক। তিস্তায় মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি অসংরক্ষিত এলাকায় হলুদ সর্তকতা। অপরদিকে nh31 জলঢাকা নদীর উপরেও সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি রয়েছে বলে ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে জানা যায়। ফুসছে তিস্তা,জলঢাকা সহ অন্যান্য নদী।চিন্তায় নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা। Jalpaiguri Date: 11.09.2025 Minimum: 25.7°C Yesterday Maximum: 33.2°C RH: 094% 24 hours rainfall: 016.0 mm রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
2
comment0
Report
BMBiswajit Mitra
Sept 11, 2025 05:01:35
Ranaghat, West Bengal:
চাকদা বেসরকারি ব্যাংকের গোল্ডলোন শাখায় ডাকাতির ঘটনায় ব্যাংকের ম্যানেজার ও এক কর্মীকে গ্রেফতার করার পর নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আরও ডাকাতি হওয়া সোনার গহনা উদ্ধার করলো চাকদা থানার পুলিশ। আর বুধবার এই প্রসঙ্গে এক সাংবাদিক সম্মেলন করলেন রানাঘাট পুলিশ জেলার SP। প্রসঙ্গত গত মাসের 19 তারিখ সন্ধ্যা রাতে চাকদার একটি বেসরকারি ব্যাংকের গোল্ড লোন শাখায় ডাকাতির ঘটনা ঘটে। সেই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে 5 জন। উদ্ধার হয়েছে ডাকাতি হওয়া গহনা ও ডাকাতির ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। এর পিছনে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।
3
comment0
Report
BBBimal Basu
Sept 11, 2025 05:01:14
Basirhat, West Bengal:
বলে 2C তে ছবি পাঠিয়েছি। হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবন অঞ্চলের বাঁকুড়ায় মৎসজীবিদের পাতা আটলে ধরা পড়ল বিশাল আকারের কেউটে সাপ। প্রতিদিনের মত খালে মাছ ধরার জন্য রাতে আটল পেতে আসে মৎসজীবি সুকুমার মণ্ডল সকালে গিয়ে দেখে মাছের বদলে আটলের মধ্যে এক বিশাল প্রায় পাঁচ ফুট লম্বা শামুক ভাঙা কেউটে। এই বিশাল সাপ দেখতে গ্রামের মানুষ ভিড় জমায়। খবর দেওয়া হয় বনদফতরে। বিমল বসু বসিরহাট
2
comment0
Report
ABArup Basak
Sept 11, 2025 05:00:59
Mal Bazar, West Bengal:
*নিখোঁজ যুবকের দেহ উদ্ধার।* বেশ কিছুদিন নিখোঁজ থাকা এক যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে মালবাজার ব্লকের রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের নিদাম চা বাগান এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে নিদাম চা বাগানের সুকানি, ৯৭ সেকশনের একটি নালার ঝোপে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই যুবককে। খবর দেওয়া হয় মালবাজার থানার পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে মালবাজার থানার পুলিশ। মৃত যুবকের নাম রূপচান ওরাও (২২)। পরিবার ও প্রতিবেশী সূত্রে জানা গেছে ৪ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিল মৃত ওই যুবক। পরিবারের তরফে থানায় নিখোঁজ অভিযোগ জানানো হয়। মৃতদেহটি ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে পাঠানোর হয়েছে। মালবাজার থানার পুলিশ সূত্রে জানা গেছে অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। বাইট ১) মৃতের দাদা। 1109ZG_MAL_DEATH_BODY_R
1
comment0
Report
CDChampak Dutta
Sept 11, 2025 05:00:49
Kaji Chak, West Bengal:
*রাস্তাতো নয়,যেনো মরণফাঁদ!বিগত ৩ বছর ধরে বেহাল অবস্থা গ্রাম সড়ক যোজনার রাস্তা,রাস্তা জুড়ে রয়েছে বড়বড় গর্ত বৃষ্টি হলেই তাতে জল জমে বিপদ ডেকে আনে।বেহাল রাস্তার জেরে জরুরি প্রয়োজনে এলাকায় ঢোকেনা অ্যাম্বুলেন্স বা কোনো গাড়ি,বেহাল রাস্তার জেরে যাতায়াতে চরম ভোগান্তির শিকার একাধিক গ্রামের বাসিন্দারা।রাস্তার করুন দশা শিকার করে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে সরব পঞ্চায়েত সমিতি থেকে শাসকদল।পাল্টা কটাক্ষ বিজেপির।পুজোর মুখে বেহাল রাস্তার হাল ফিরুক চাইছেন সাধারণ মানুষ।* বর্ষার মরসুমে দিকে দিকে বেহাল রাস্তার করুন ছবি দেখা গেছে।আবার কোথাও চলাচলের অযোগ্য রাস্তায় খাটিয়ায় করে রোগীকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার ছবি আকছার দেখা গেছে।এরকমই একটি বেহাল রাস্তার ছবি ধরা পড়লো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায়।চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের জগন্নাথপুর থেকে সীতারামপুর প্রায় ১৮ কিমি পিচ রাস্তার বেহাল দশা।জগন্নাথপুর থেকে পাইকপাড়া,কুলদহ হয়ে সীতারামপুর যাওয়ার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার এই রাস্তাটি বিগত ৩ বছর ধরে এমনই খানাখন্দভরা,রাস্তার অধিকাংশ জায়গায় পিচ উঠে গিয়ে ভেতরের টোনচিপস বেরিয়ে পড়েছে।বৃষ্টি হলেই রাস্তার উপর থাকা বড়বড় গর্তে জল জমে মরণফাঁদ হয়ে উঠে।এই রাস্তায় যাতায়াতে একটু অন্যমনস্ক হলেই ঘটে দূর্ঘটনা,রাস্তার গর্তে জমা জলে পড়ে অনেক বাইক আরোহী জখম হয়েছে বলে এলাকার মানুষের দাবি।কৃষি প্রধান এলাকা,বেহাল রাস্তার কারণে চাষের কাজে গাড়ি যাতায়াতে চরম ভোগান্তির হতে হয় এলাকার কৃষকদেরও।একই ভোগান্তিতে পড়তে হয় এলাকার স্কুল পড়ুয়াদের।এমনকি এহেন বেহাল রাস্তার ফলে স্বাস্থ্য সংক্রান্ত কোনো জরুরি প্রয়োজন পড়লে এলাকায় অ্যাম্বুলেন্স সহ কোনো গাড়ি যেতে চায়না।পাইকপাড়া গ্রামের এক মহিলার প্রসব যন্ত্রণার সময় কোনো গাড়ি না পেয়ে বাড়িতেই সন্তান প্রসব করতে হয় ওই মহিলাকে এমনটা জানাচ্ছেন খোদ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি।মনোহরপুর ১ ও মনোহরপুর ২,এই দুই গ্রাম পঞ্চায়েতের একটা অংশের মানুষ যাতায়াতে নির্ভরশীল এই বেহাল রাস্তার উপর।মনোহরপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পাইকপাড়ায় বেহাল এই রাস্তার ধারেই বসবাস চন্দ্রকোনা- ১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সূর্যকান্ত দোলইয়ের,পাশের মনোহরপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কুলদহে বাড়ি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ও চন্দ্রকোনা ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি মহাদেব মল্লিকের।বেহাল এই রাস্তা দিয়ে শাসকদলের দুই পদাধিকারীর নিত্য যাতায়াত।পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সূর্যকান্ত দোলই জানান,"কেন্দ্র সরকারের NBCC কোম্পানি এই রাস্তা নির্মান করে,রাস্তা মেরামতের মেয়াদ ফুরিয়ে ৩ বছর হয়ে গেলেও এখনও পর্যন্ত কোনো কাজ হয়নি।রাস্তার অবস্থা খুবই খারাপ,মানুষের যাতায়াতে চরম ভোগান্তি হচ্ছে।সবাই জানি কেন্দ্র সরকার কিভাবে বাংলাকে আর্থিক ভাবে বঞ্চনা করে চলেছে।আমরা চেষ্টা করছি এনিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে।শুনেছি ৮ কোটি টাকার একটা এস্টিমেট করে স্টেট লেবেলে পাঠানো হয়েছে।"অপরদিকে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ও তৃণমূলের ব্লক সভাপতি মহাদেব মল্লিকও বেহাল রাস্তার দায় কেন্দ্র সরকারের উপরেই চাপিয়েছেন।সাথে তার কটাক্ষ,২০১৭ সালে এই রাস্তা তৈরি হয়,নাম দেওয়া হয় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা।কেন্দ্র সরকার তাদের নাম লোগো লাগিয়েছে কিন্তু কোনো আর্থিক বরাদ্দ নেই মেইনটেইন্সের জন্য।আমরা আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রীর গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরে এই রাস্তার জন্য পাঠিয়েছি,সেখান থেকে বার্তা এলেই কাজ শুরু হয়ে যাবে।তাদের এলাকার গুরুত্বপূর্ণ যাতায়াতের রাস্তা যে যাতায়াতের উপযুক্ত নই তা শিকার করেছে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি থেকে পূর্ত কর্মাধ্যক্ষ।পাল্টা শাসকদল ও সরকারকে কটাক্ষ করেছে বিজেপি।তবে এলাকার মানুষ চাইছেন সামনে পুজোর মরসুম রয়েছে তার আগে রাস্তাটা অন্তত মেরামত করা হলে ভালো।এখন দেখার চন্দ্রকোনার এই বেহাল রাস্তার কবে হাল ফিরে। ছবি বাইট 2c তে SLUG- 1109ZG_WMID_BAD_ROAD_R বাইট ১)নেপাল খাঁ(এলাকাবাসী) ২)প্রকাশ গুছাইত(স্থানীয় টোটো চালক) ৩)তরুণ পাত্র(এলাকাবাসী) ৪)আল্পনা দাঁ(এলাকাবাসী) ৫)দিলীপ পলমল(স্থানীয় কৃষক) ৬)সূর্যকান্ত দোলই(সহ সভাপতি,চন্দ্রকোনা-১ পঞ্চায়েত সমিতি) ৭)মহাদেব মল্লিক(পূর্ত কর্মাধ্যক্ষ ও চন্দ্রকোনা ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি) ৮)সবুজ মজুমদার(মন্ডল সভাপতি,ক্ষীরপাই মন্ডল বিজেপি) রিপোর্ট - চম্পক দত্ত ক্যামেরা - বাবলু সাঁতরা
1
comment0
Report
PMPiyali Mitra
Sept 11, 2025 04:20:19
Kolkata, West Bengal:
Gen Z দাবি হলো রাষ্ট্রপতির আনুষ্ঠানিক নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা, যার নাম হবে Joint Civil Military Crisis Management Counsil..(যৌথ বেসামরিক-সামরিক সংকট ব্যবস্থাপনা কাউন্সিল), যার চেয়ারম‍্যান হবে প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি এবং থাকবেন বিচারপতি আনন্দ মোহন ভট্টরাই গোটা ব্যবস্থায় নেপালি সেনাবাহিনীর ভূমিকা কেবল নিরাপত্তা, স্থিতিশীলতা এবং নিরপেক্ষ তত্ত্বাবধানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। *তাদের স্পষ্ট বক্তব্য যে অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য হল দীর্ঘ সময় ধরে শাসন করা নয়, নতুন নির্বাচন অনুষ্ঠান করা।* মৌলিক শর্তাবলী (আলোচনা অযোগ্য) *নির্দিষ্ট সময়সীমার (৬-১২ মাস) মধ্যে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে বেসামরিক শাসনে ফিরে আসা* নীতি নির্ধারণ এবং বেসামরিক শাসনের উপর সেনাবাহিনীর স্থায়ী নিয়ন্ত্রণ থাকবে না দুর্নীতি, সহিংসতা এবং ক্ষমতার অপব্যবহারের জন্য দায়ীদের accountable করতে হবে
2
comment0
Report
BBBimal Basu
Sept 11, 2025 04:19:49
Basirhat, West Bengal:
বলে 2C তে ছবি পাঠিয়েছি। স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তের হাকিমপুর চেক পোস্টে ৫০ লক্ষ টাকার সোনার বিস্কুট সহ গ্রেফতার এক। প্রশাসন সূত্রে জানাযায় ভোর রাতে বাংলাদেশ থেকে মোটরসাইকেল করে এক ব্যাক্তি সন্দেহজনক ভাবে স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টে দিয়ে যাওয়ার সময় বিএসএফ জওয়ানরা তাকে আটক করে। তাকে তল্লাসি করতে গিয়ে মোটরসাইকেলের টিউবের মধ্যে চারটি সোনার বিস্কুট উদ্ধার হয়। জার বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। সোনার বিস্কুট সহ সাইন গাজী নামে ঐ পাচাকারীকে তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়। জেরায় সে জানায় বাংলাদেশ থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল সোনার বিস্কুট গুলি। বিমল বসু বসিরহাট
4
comment0
Report
AGAyan Ghosal
Sept 11, 2025 04:19:37
Kolkata, West Bengal:
ZOO DEATH আলিপুর চিড়িয়াখানায় ২৪ঘন্টার মধ্যে দুই বাঘিনীর মৃত্যু। মঙ্গলবার পায়েলের মৃত্যু হয় । তার ঠিক পরের দিনই বুধবার আর এক বাঘিনী রূপাও মারা যায়। ২৪ ঘন্টার মধ্যে দুই বাঘিনীর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। যদিও অরণ্য ভবন সূত্রে খবর, বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে দুই বাঘিনীর।
4
comment0
Report
NHNantu Hazra
Sept 11, 2025 04:19:26
Salt Lake City, Utah:
Dilip Ghosh Reaction on several issue. দিলীপ ঘোষ, বিজেপি নেতা ইকোপার্ক, নিউটাউন ১)বাংলাই বাংলা চালাবে দিল্লী নয় : মুখ্যমন্ত্রী ২) রাস্তা তৈরির জন্য চারবছর ধরে টাকা দিচ্ছে না কেন্দ্র। নিজস্ব তহবিল থেকেই রাস্তা সংস্কার করছে রাজ্য। তাই রাস্তা খারাপের ব্যাপারে বলারও কোনো অধিকার নেই : মুখ্যমন্ত্রী ৩) পশ্চিম মেদিনীপুর এর বেহাল রাস্তা বিক্ষিপ্ত গ্রাম বাসীর তাড়া খেয়ে পালালেন বিডিও। ৪) বিজেপি টাকার বস্তা নিয়ে নেমেছিল ভোট কিনতে। উপরাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগ, একেক জনের ভোট কিনতে প্রায় ১৫-২০ কোটি টাকা খরচ করেছে।
5
comment0
Report
STSrikanta Thakur
Sept 11, 2025 03:45:52
Dinajpur, Rangpur Division:
বালুরঘাটে পথশ্রী প্রকল্পে রাস্তার কাজ নিয়ে প্রশ্ন এলাকাবাসীর। বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের ভারেন্ডা মোর থেকে আসইর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল বললেও কম বলা হয়। ভারেন্ডা থেকে আসইর পর্যন্ত এই রাস্তা ভাইরামপাড়া, শিবরামবাটি,আসইর সহ একাধিক গ্রামের মধ্যে দিয়ে গেছে। প্রায় ১৫ বছর আগে প্রাক্তন বাম বিধায়ক ও আরএসপি নেতা খাড়া সরেন (মৃত) এই রাস্তা তৈরি করেছিলেন। তারপর থেকে আর কোনও সংস্কার হয়নি।একসময় যে রাস্তাটি পাকা ছিল, বর্তমানে তার চিহ্নও নেই। পাথর উঠে গিয়ে মাটি বেরিয়ে আসায় যাতায়াত করতে নাভিশ্বাস উঠছে এলাকার মানুষের। প্রতিদিন প্রচুর মানুষকে এই ভাঙাচোরা রাস্তা ব্যবহার করতে হচ্ছে।এই রাস্তা দিয়েই স্থানীয় বাসিন্দাদের বালুরঘাট বা গঙ্গারামপুর যাওয়ার জন্য করতে হয় সদর বালুরঘাটে চিকিৎসা থেকে শুরু করে স্কুল কলেজ বাজার থেকে শুরু করে রেল যোগাযোগ সবকিছুর জন্য এই রাস্তার উপরেই নির্ভর করতে হয় স্থানীয় বাসিন্দাদের। অথচ পথশ্রী প্রকল্পে এই রাস্তার জন্য তিন কোটি টাকা বরাদ্দ হয়েছে। ২০২৫ সালের জানুয়ারি মাসে কাজের সূচনা হলেও জুলাই মাসে আবার নতুন করে আনুষ্ঠানিক শুভ সূচনা করেন সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। কিন্তু আনুষ্ঠানিকতা পেরিয়ে তিন মাস কেটে গেলেও এখনো পর্যন্ত এক কোদাল মাটিও পড়েনি রাস্তায়।এলাকাবাসীর অভিযোগ, বোর্ড লাগিয়ে অনুষ্ঠান করা হলেও বাস্তবে কাজের অগ্রগতি শূন্য। কেন কাজ শুরু হচ্ছে না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। তবে পঞ্চায়েত সমিতির সভাপতি জানিয়েছেন, ভারী বর্ষার কারণে কাজ শুরু করা যায়নি। বর্ষা শেষ হলে যথাসময়ে কাজ হবে। তবু প্রশ্ন রয়ে গেছে—১৫ বছরের পুরনো জরাজীর্ণ রাস্তায় মানুষের দুর্ভোগের অবসান কবে হবে? আর কেনই বা বরাদ্দ টাকা থাকা সত্ত্বেও রাস্তার কাজ এখনো শুরু হলো না, সেই উত্তর জানতে চাইছেন এলাকাবাসী। Byte 1/ রথীন বর্মন 2/ মোহন হাঁসদা 3 / **অরুপ সরকার পঞ্চায়েত সমিতি সভাপতি বালুরঘাট** 4/ শ্রীকান্ত ঠাকুর পি টি সি *** অরুপ সরকারের বাইট ফাইলে নেই। বিকাল ৩ টায় দেব**** 1109ZG_SDIN_ROAD_CONDITION
3
comment0
Report
MMManoranjan Mishra
Sept 11, 2025 03:45:41
Purulia, West Bengal:
পুরুলিয়া : নিয়ন্ত্রন হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা বাইক আরোহীর । রাস্তার ধারে ছিটকে পড়ল বাইক আরোহী কাটা হাত । গুরুতর জখম অবস্থায় মৃত্যু হলো যুবকের । বুধবার রাতে ঘটনাটি ঘটে লালপুর-মানবাজার রাজ্য সড়কের উপর রাহেড়ডি সংলগ্ন এলাকায় । মৃত যুবকের নাম তপন মাহাত (২২) । বাড়ি কাশীপুর থানার দলদলী গ্রামে । জানা যায়, বুধবার রাতে সজোরে বাইক চালিয়ে বাড়ি ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি ইলেকট্রিক পোলে ধাক্কা মারে ওই যুবক । ঘটনায় দেহ ছিন্নভিন্ন হয়ে যায় ।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় যুবককে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে দেহের ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ ।
6
comment0
Report
BCBasudeb Chatterjee
Sept 11, 2025 03:45:16
Asansol, West Bengal:
দুর্গাপূজার চাঁদা চাওয়াকে কেন্দ্র করে এক সিভিক ভলেন্টিয়ার ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে হুমকি দেওয়া এবং মারধরের অভিযোগ উঠল । কুমারবাজার পূর্বপল্লীর ঘটনা ।‌ পুলিশ জানিয়েছে , তদন্ত শুরু হয়েছে । কুমারবাজারের বাসিন্দা সুশান্ত গড়াই জানান , তিনি একটি কম্পিউটার সেন্টারে প্রশিক্ষক হিসাবে কাজ করেন । এছাড়া তাঁর একটি মুদির দোকান আছে । প্রতি বছর তিনি তাঁদের পাড়ার পুজো তথা পূর্বপল্লী সার্বজনীন পুজো কমিটিকে ৩৫১ টাকা চাঁদা দেন । তাঁর বাড়িতে কয়েকটি পরিবার ভাড়ায় থাকেন । দরিদ্র পরিবার হওয়ায় তাঁদের কাছে কখনো চাঁদা নেওয়া হয় নি । মঙ্গলবার রাত সাড়ে নটা নাগাদ পাড়ার কয়েকজন তাঁর কাছে চাঁদা চাইতে আসেন । তাঁদের মধ্যে সিভিক ভলেন্টিয়ার রাজু গড়াই এবং তাঁর ভাই বাবু গড়াইও ছিলেন । রাজু তাঁকে নাকি ৫০০১ টাকা চাঁদা দিতে বলেন । তা‌ নাহলে প্রতিটি ভাড়াটিয়াকে ৫০১ টাকা করে দিতে হবে বলে দাবি করেন বলে অভিযোগ তার । সুশান্ত জানান , এরপর তিনি জানান তাঁর পক্ষে‌ এত টাকা চাঁদা দেওয়া সম্ভব নয় । ভাড়াটিয়ারা আর্থিক কারণে ৫০১ টাকা করে দিতে পারবে না‌। সুশান্ত বলেন , " ওদের জানাই আমি ৩৫১ টাকা দেবো । এছাড়া ভাড়াটিয়াদের কাছে আমি নিজেই চাঁদা চাইবো । তাঁরা যতটা দিতে পারবেন ততটা সংগ্রহ করে পূজা কমিটিকে দিয়ে দেব । এ কথা শুনে রাজু এবং তাঁর ভাই আমাকে গালাগালি করেন । রাজু আমাকে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখান । তাতে প্রতিবাদ করলে হেনস্থা এবং মারধর পর্যন্ত করেন । " সুশান্ত জানান , এরপর মঙ্গলবার রাতে রাণীগঞ্জ থানায় না গিয়ে মেল ও পোস্ট অফিসের মাধ্যমে পুলিশকে লিখিত অভিযোগ দেওয়া হয়। পরের দিন বুধবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের কাছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদনও জানিয়েছেন । রানীগঞ্জ থানা যাতে ঐ সিভিক ভলেন্টিয়ার এবং অন্যান্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে এফআইআর দায়ের করে সেই আবেদন জানিয়েছেন ঐ চিঠির মাধ্যমে। এদিকে রাজু জানান , সুশান্ত মিথ্যা কথা বলছেন । তাঁর কাছে পাড়ার বেশ কয়েকজন ছেলে চাঁদা চাইতে গিয়েছিল । এরপর রাজু নিজে সেখানে যান ।‌ তাঁকে দেখেই সুশান্ত অসঙ্গতি ও তির্যকপূর্ণ মন্তব্য করেন । রাজু বলেন , "সুশান্তদা আমার কাছে জানতে চেয়েছিল আমি কত টাকা চাঁদা দি । তাতে আমি জানিয়েছিলাম আমাদের পরিবার থেকে 5001 টাকা চাঁদা দেওয়া হয় । এরপর সুশান্তদা নিজেই পাড়ার ছেলেদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে । তাতে অশান্তি এড়িয়ে যেতে সবাই বাড়ি চলে যায় । এরপর আমার নামে মিথ্যা অভিযোগ করে বদনাম করতে চাইছেন সুশান্তদা । প্রত্যেক ভাড়াটিয়া চাঁদা দিলেও সুশান্তদা তাঁর ভাড়াটিয়াদের তা দিতে দেন না । " আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ( সেন্ট্রাল) ধ্রুব দাস জানান , অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে । তদন্তের রিপোর্ট পাওয়ার পর আসল সত্যটা জানা যাবে।। 1109ZG_ASN_CHANDA_DURGA BYTES
3
comment0
Report
AMAshok Manna
Sept 11, 2025 03:31:27
Kolkata, West Bengal:
*পৌরসভা ও পুজো কমিটির জমি বিবাদে বন্ধ হতে চলেছে দুর্গাপূজা* মহেশতলা পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে কল্যাণ সমিতির পুজো ৭২ তম বর্ষে পদার্পণ করেছে। কল্যাণ সমিতি বনাম পৌরসভার জমি জট নিয়ে গন্ডগোল তার জোরে পূজো বন্ধ হতে বসেছে২০২৫ এ সার্বজনীন দূর্গা উৎসব। এর জেরে উদ্বিগ্ন পুজো কমিটির উদ্যোক্তাসহ এলাকার সাধারণ মানুষ জন। যেটি সূত্র মারফত জানা গিয়েছে RR ডিপার্টমেন্ট এর জমি সেই জমি তে ৭১ বছর ধরে পূজা হয় কিন্তু মহেশতলা পুরসভা দাবি করছে RR ডিপার্টমেন্ট তাদেরকে এই জমি দিয়ে দিয়েছে এবং এই জমিতে একটি কমিউনিটি হল তৈরি করবে পৌরসভা।এই জমি বিবাদ গিয়েছে হাই কোর্টে, সিঙ্গেল বেঞ্চ জানিয়েছে যতক্ষণ না পর্যন্ত জায়গা নির্ধারণ না হচ্ছে জায়গাটি কার, যেখানে এতদিন পুজো হয়ে আসছে সেখানে পুজো হবে সেই নিয়ে পুজো উদ্যোক্তারা এগিয়ে গিয়েছিলেন,অর্ধ মণ্ডপ তৈরি হলেও মহেশতলা পৌরসভার চেয়ারম্যানের নির্দেশে তালা পরল দুটি গেটে। বন্ধ হল মণ্ডপ তৈরি, উদ্বেগে পূজো উদ্যোক্তারা বুঝে উঠতে পারছে না পুজো আদোও হবে কি হবে না। বিধায়ক তথা পৌরসভার চেয়ারম্যান দুলাল দাস জানিয়েছেন এই জায়গাটি আর আর ডিপার্টমেন্টে তারা পৌরসভা কে দায়িত্ব দিয়েছে পৌরসভা এখানে চাইছে কমিউনিটি হল তৈরি করতে, কিন্তু পুজো উদ্যোক্তারা বাধা দিচ্ছে। সেই কারণে তারা পুজো কোথায় হবে তার কিছু জানা নেই, তিনি কিছু বলতে পারবেন না। কোর্টে থেকে যে রায় বেরোবে সেই দিকেই এগোবে তবে এখানে কমিউনিটি হল হওয়ার প্রয়োজন এমনটাই জানিয়েছেন বিধায়ক তথা চেয়ারম্যান। তবে দেখার বিষয় এই ৭২ তম বর্ষে পুজো আদৌ কি হবে সার্বজনীন কল্যাণ সমিতির সার্বজনীন দুর্গা পুজো না বন্ধ হবে টানাপোড়নের মাঝে। তবে এই পুজো সকলের আনন্দ মিলে আনন্দ উংসবে মেতে ওঠে ৮ থেকে ৮০ সকালে ,পুজো মণ্ডপ বন্ধ হয়ে যাওয়ার কারণে হতচকিত হয়ে পড়েছে সকালে। যদিও কমিটির আইনজীবীর বক্তব্য কোর্ট বলেছে যতক্ষণ না পর্যন্ত এই জায়গার মালিকানা নির্ধারণ হয় যেহেতু একাত্তর বছর ধরে এখানে পুজো হয়ে আসছে তাই কোর্ট রায় দিয়েছে এখানেই পূজো হবে এবং বিগত তিন বছর ধরে কোর্টের রায়তেই এই জমিতে পুজো হচ্ছে।পৌরসভা কোনরকম ভাবে পারমিশন দিচ্ছে না। এখন দেখার বিষয় আদৌ দূর্গা পূজা এখানে হবে কি হবে না।
1
comment0
Report
Advertisement
Back to top