Back
अरामबाग के 10वीं के छात्र Sourav ने बनाईं दुर्गा मूर्ति, सब हैरान
DSDIBYENDU SARKAR
Sept 17, 2025 06:16:36
Arambag, West Bengal
আরামবাগঃ১৭ সেপ্টেম্বর
---------------------------------------------
দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। দেবী দুর্গার আগমনে যেমন শহর থেকে গ্রাম—সব জায়গাতেই আনন্দের ঢেউ ওঠে, তেমনি এক খুদে শিল্পীর প্রতিভাকে কেন্দ্র করেও পাড়া ভরে ওঠে উৎসবের রঙে।খুদে শিল্পীর শিল্প সত্ত্বায়
নির্ভর করে থাকেন বছরের এই কয়েকটা দিন এলাকার বাসিন্দারা। আর তাই সেই খুদে শিল্পী এখন গোটা এলাকার নয়নের মণি হয়ে গেছে। হ্যাঁ,
আরামবাগ পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের হরহরে এলাকায় দুর্গোৎসবের মূল আকর্ষণ দশম শ্রেণির ছাত্র সৌরভ সিং। সৌরভ
আরামবাগের বাদল কোণা নির্ভয়পুর বিজি নীলকন্ঠ হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র।পড়াশোনার পাশাপাশি সে এত টুকু বয়সেই নিপুণ শিল্পের পরিচয় দিয়েছে।আর তাই এলাকার বাসিন্দারা তারই ওপরেই নির্ভর। ঠিক কখন থেকে তার এই প্রতিমা গড়ার নেশা চাপে।সেই
ছোটবেলা থেকেই কাদামাটির ডেলা দিয়ে খেলার ছলেই প্রতিমা গড়ত এক রত্তি সৌরভ।বিভিন্ন
দেবদেবীর মূর্তি গড়ে আনন্দ পেত সে। সাত-আট বছর বয়সেই সরস্বতী, কালী, শিব, মনসার মতো প্রতিমা গড়ে ফেলত। চার বছর আগে সাহস করে সে তৈরি করে ফেলে প্রথম দুর্গামূর্তি, আর সেই থেকেই শুরু হয় এলাকার দুর্গোৎসব।মূলত এই এক রত্তি তথা খুদে সৌরভের হাত ধরেই পাড়ায় দুর্গোৎসবে মাতেন আট থেকে আশি সব বয়সের মানুষই।
এখন প্রায় ৭০-৮০টি পরিবার ও আত্মীয়স্বজন মিলে আনন্দে মাতেন এই পুজোকে ঘিরে। সীমিত সামর্থ্যের মধ্যেও প্যান্ডেল, সাজসজ্জা, প্রতিমা—সবকিছু একাই সামলায় সৌরভ। গত বছর বৃষ্টিতে প্রতিমা ক্ষতিগ্রস্ত হলেও তার দক্ষতায় পুনরায় তৈরি হয়েছিল নতুন প্রতিমা। তবে শুধু সৌরভই নয়, গ্রামের মানুষও তাকে সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে—কেউ শাড়ি, কেউ ফুল, কেউবা আর্থিক সাহায্যের মাধ্যমে পাশে থেকেছেন। এলাকার মানুষ আশা করছেন, সরকারি সহযোগিতা মিললে এই পুজো আরও সুষ্ঠুভাবে আয়োজন করা যাবে।
স্থানীয় গৃহবধূ সোনামণি মান্না বলেন,ছোট থেকেই সৌরভ ঠাকুর গড়ছে।আর ওর জন্যই কিন্তু এখানে দুর্গা পুজো হচ্ছে। আর ওর তৈরি ঠাকুরে চার বছরে পদার্পণ করল।
একাদশ শ্রেণির ছাত্রী পায়েল সাঁতরার কথায়,আমরা সবাই কিন্তু খেয়ে খাওয়া পরিবারের সদস্য।তাই চেয়ে চিনতে আয়োজন করতে হয়।আলোক সজ্জা করতে পারি না।ঐ যেমন ভাবে জোগাড় করি সেই ভাবেই করি। অপর এক বাসিন্দা সুমিত্রা মালিক বলেন,ছোট ছোট ছেলেরাই জোগাড় করে দেয়।কেউ যদি সাহায্য করে দেয় তাহলে এর জৌলুশ অনেক গুনে বেড়ে যাবে।ছোট ছেলেতো।তবুও সাহস করে প্রতিমা তৈরি করে। খুব সুন্দর হয়।কোন জায়গায় কাজ শেখেনি।নিজের চেষ্টা তেই সে আজ এই জায়গায়।সৌরভের বাবা রাম কুমার সিং একজন দিন মজুর।মা সুন্দরী সিং গৃহবধূ। তাদের কথায়, আমাদের ছেলে একে বারে ছোট্ট বেলা থেকে ঠাকুর গড়ছে।ছয় সাত বছর বয়স থেকেই ঠাকুরের প্রতিমা গড়ে।ঠাকুরের প্রতি ছোট বেলা থেকেই ওর ভক্তি অপরিসীম। হয়তো ঠাকুরের আশীর্বাদেই এই জায়গায় এসেছে।পড়াশোনার পাশাপাশি সময় পেলেই কাদা মাটি নিয়ে বসে যায়। স্থানীয় বাসিন্দা মৌসুমি সাঁতরা বলেন,আমার একটাই আবেদন, প্রশাসন যাতে আমাদের এই পুজো কে সাহায্য করেন সেই অনুরোধ করছি।তাহলেই পুজোর ঘাটতি আর থাকবে না।
আর যার প্রচেষ্টার ফলে গোটা এলাকা আনন্দ করে সেই সৌরভ বলেছে,আমি রাত জেগে প্রতিমা গড়ি।তা নাহলেতো সময় পাওয়া যাবে না।প্রায় পঁচিশ দিন হয়ে গেছে। এর মাঝে বৃষ্টি হয়েছে।তাই বাধা পেয়েছি।আর ক'টা দিন পেলেই কাজ শেষ হয়ে যাবে। মা কে মন্ডপে নিয়ে যাওয়া যাবে। সবাই মিলে চাঁদা দিয়ে পুজোর খরচ চলে। সরকার যদি সাহায্য করে তাহলে আর জলে ভিজতে হয় না।মন্ডপে ত্রিপল দেওয়া থাকে। কিন্তু বেশি বৃষ্টি হলে তখন জল পড়ে।সেই ছোট বেলা থেকেই প্রতিমা গড়ছি। সারা জীবন গড়ে যাবো। তবে শুধুমাত্র এই পাড়ার জন্য।
স্লাগ--- 1709ZG_ARM_PA_DURGA_R
ছবি ও বাইট আছে 2 C তে।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
SPSANDIP PRAMANIK
FollowSept 17, 2025 09:18:240
Report
ABArup Basak
FollowSept 17, 2025 09:18:080
Report
KMKIRAN MANNA
FollowSept 17, 2025 09:05:200
Report
CDChittaranjan Das
FollowSept 17, 2025 09:05:040
Report
SPSANDIP PRAMANIK
FollowSept 17, 2025 08:32:04Kolkata, West Bengal:আজ বিশ্বকর্মা পুজো রাজ্য সরকার ছুটি ডিক্লেয়ার করলেও কলকাতা ইউনিভার্সিটি কোন ছুটি ডিক্লেয়ার করেনি
এই নিয়ে বক্তব্য
মন্মথ রঞ্জন বিশ্বাস
পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদের সভাপতি
0
Report
BCBasudeb Chatterjee
FollowSept 17, 2025 08:31:570
Report
KAKAYESH ANSARI
FollowSept 17, 2025 08:07:350
Report
BSBarun Sengupta
FollowSept 17, 2025 07:48:093
Report
MCMoumita Chakraborty
FollowSept 17, 2025 07:19:111
Report
AGAyan Ghosal
FollowSept 17, 2025 07:19:041
Report
AGAyan Ghosal
FollowSept 17, 2025 07:18:533
Report
MCMoumita Chakraborty
FollowSept 17, 2025 07:18:47Kolkata, West Bengal:shamik Bhattacharya reaction on modi b day
2
Report
PMPiyali Mitra
FollowSept 17, 2025 07:18:373
Report
BSBarun Sengupta
FollowSept 17, 2025 07:18:231
Report
BBBimal Basu
FollowSept 17, 2025 06:21:561
Report