Back
असानसोल-डुर्गापुर उद्योग दावा: 14 साल में कितनी नई फैक्ट्रियाँ खुलीं?
BCBasudeb Chatterjee
Sept 17, 2025 08:31:57
Asansol, West Bengal
আসানসোল, বাসুদেব চট্টোপাধ্যায় :
ডক্টর বিধানচন্দ্র রায়ের স্বপ্ন ছিল আসানসোল ও দুর্গাপুর কে বড় শিল্প নগরীতে পরিণত করা। তখন থেকেই কার্যত আসানসোল দুর্গাপুরে রয়েছে সরকারি বেসরকারি কলকারখানা। বামফ্রন্ট সরকারের সময় তারা বিভিন্ন রকম ভাবে চেষ্টা করে শিল্প কলকারখানা বানাবার নির্দিষ্ট কয়েকটি জমি চিহ্নিত করে, তাও আবার বামফ্রন্ট সরকার ঠিক চলে যাওয়ার কয়েক বছর আগে।
তারপরে পট পরিবর্তন হয় তৃণমূল সরকার আসে, বামফ্রন্টের আমলে তৈরি হওয়া কলকারখানা বেশ কয়েকটি বন্ধ হয়েছে, পাশাপাশি এই সরকার আসার পরে বেশ কয়েকটি নতুন কলকারখানা তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই এই শিল্পাঞ্চল নিয়ে তাদের ক্ষোভ বিক্ষোভের কথা বলেছে, আবার অনেকেই দলমত নির্বিশেষে সকলে মিলে এই শিল্প শহরকে বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ হওয়ার ডাকও দিয়েছে।
বিজেপির রাজ্য নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি বলেন ২০১১ সালে লক্ষ লক্ষ বেকার ছেলে বামফ্রন্ট সরকারকে বিসর্জন দিয়ে দিদির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় এনেছিল। সেই সময় জিতেন্দ্র তেওয়ারিরা সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল। বেকার যুবকেরা কাজ পাবে, বন্ধ কলকারখানা খুলবে, চিমনি থেকে ধোঁয়া বেরোবে।
এখন ২০২৫ প্রায় ১৪ বছর হল, এখন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের প্রশ্ন করি এই ১৪ বছরে এই শিল্প শহরে সাতটা নতুন কলকারখানা খুলেছে? যদি খুলে থাকে তার ছবি প্রকাশ করুন। ইসকো আধুনিক করনের জন্য প্রধানমন্ত্রী পয়সা পাঠিয়েছেন। কলিয়ারি ও রেলে প্রচুর বিনিয়োগ হচ্ছে।
"কেন্দ্রীয় সরকারের সংস্থা হিন্দুস্তান কেবেলস, বার্ণস্ট্যান্ডার বন্ধ হয়ে গিয়েছে?-- এই প্রশ্ন করা হলে তিনি বলেন এই সকল কারখানাতে যে সমস্ত দ্রব্য তৈরি হতো তা বর্তমান সময় ব্যবহার হয় না। সেজন্য সেই কলকারখানাগুলোকে বন্ধ করে সেই পুঁজিটা আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক কাজে কেন্দ্র সরকার লাগিয়েছে।
সিপিএমের নীতি ছিল মালিকপক্ষকে চুষে নাও আর তৃণমূল কংগ্রেসের নীতি শ্রমিকদের চুষে নাও। শ্রমিকদের হয়ে কথা বলার কেউ নেই। 2026 এরপরে মালিক ও শ্রমিক দুজনকেই বাঁচাবে বিজেপি সরকার এবং কলকারখানা ও বাঁচবে।।
সাউথ বেঙ্গল ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শচীন রায় বলেন, পরিকাঠামগত উন্নয়ন প্রয়োজন, পরিবেশগত ছাড়পত্র পেতে বহু দেরি হয়। অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র পেতেও দেরি হয়। জমি পাওয়া যায় না শিল্প কলকারখানা করার জন্য। অন্যান্য রাজ্যে এই সুবিধা গুলি রয়েছে। এম এস এম ই কারখানা গুলোকে সাবসিডি দিত আগে, এখন কারখানা গুলিকে সেটা দেওয়ানা। অন্যান্য রাজ্যে তা পাওয়া যায়। আসানসোলে সমস্ত রকম সুযোগ সুবিধা রয়েছে যেমন প্রশিক্ষণ প্রাপ্ত শ্রমিক হোক বা জল, ৬ লেনের জাতীয় সড়ক, রেললাইন, নেই উন্নত মানের পরিকাঠামো, করতে হবে অনুমতির জন্য সিংগল উইনডো সিস্টেম।
রানীগঞ্জ বিধায়ক, প্রাক্তন মেয়র ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় বলেন অতীতে অনেক শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে পরবর্তীকালে পট পরিবর্তনের পর অর্থাৎ তৃণমূল আসার পর এই এলাকায় ইন্ডাস্ট্রির এসেছে। বাংলায় কোন কর্ম দিবস নষ্ট হয় না। হিন্দুস্তান কেবলস বার্ণ স্টান্ডার্ড বন্ধ করে রেখেছে, এটা চালু করতে পারে।
মুখ্যমন্ত্রী বছরে দুবার করে শিল্পপতিকে নিয়ে বৈঠক করে জেলা শাসক বা মহকুমা শাসকেরা প্রত্যেক মাসে বৈঠক করে পরিকাঠামগত যে সংস্থাগুলি রয়েছে সেগুলো সমাধান করার জন্য সমস্ত চেষ্টা এই সরকার করছে, আগামী দিনে করবেন।
কংগ্রেসের রাজ্য নেতা প্রসেনজিৎ পুইতুন্ডি বলেন যে গরিমা আমাদের শিল্পাঞ্চলের ছিল আজকে তা মলিন প্রায়। বার্ণপুর ইসকো কারখানা ছাড়া এর বাইরে আমাদের কাছে কিছু নেই। বাম সরকার আসানসোল শিল্পাঞ্চলে সমস্ত কারখানা বন্ধ করে দিয়ে গেছে। বামেরা যখন ছিল তখন একের পর এক শিল্প বন্ধ হয়েছে। বর্তমান তৃণমূল কংগ্রেসের কাছে অনেক আশা ছিল। তারা একটা ছুচের কারখানাও করেনি। বর্তমান প্রধানমন্ত্রীর কাছেও অনেক আশা করেছিল। যে তিনি এখানে শিল্প আনবেন। সেখানেও ভাড়ার শূন্য। ইস্কো কারখানা যেটা এখন দেখছেন সেটা মনমোহন সিং সরকারের দেওয়া আঠারো হাজার কোটি টাকা। এছাড়া কিছু বেসরকারি কারখানা এই শিল্পাঞ্চলে চলছে। তাও আবার ধুকপুক করে। পাশাপাশি ইউনিয়নের দাদাগিরি, তোলাবাজি রয়েছে। এই শিল্পাঞ্চলের দশা দিশা কবে ফিরবে সেটাই এখন দেখার। এই শিল্প শহরকে বাঁচাতে গেলে রাজনীতির ঊর্ধ্বে উঠে দল মত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। তবেই এই শিল্প সম্পর্কে বাঁচানো যাবে।।
1709ZG_ASN_INDUSTRY_SPL
BYTE তাপস বন্ধোপাধ্যায়, জিতেন্দ্র তেওয়ারি, প্রসেনজিৎ পুইতন্ডি, সচীন রায় ও ওয়াকথ্রু
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
TCTathagata Chakraborty
FollowSept 17, 2025 10:35:320
Report
MCMoumita Chakraborty
FollowSept 17, 2025 10:35:13Kolkata, West Bengal:Jyoti Chatterjee, bjp guest 5.30pm
0
Report
STSrikanta Thakur
FollowSept 17, 2025 10:15:360
Report
BSBarun Sengupta
FollowSept 17, 2025 10:15:140
Report
ALArup Laha
FollowSept 17, 2025 09:48:260
Report
BSBidhan Sarkar
FollowSept 17, 2025 09:47:520
Report
PDPradyut Das
FollowSept 17, 2025 09:47:240
Report
SPSANDIP PRAMANIK
FollowSept 17, 2025 09:18:243
Report
ABArup Basak
FollowSept 17, 2025 09:18:083
Report
KMKIRAN MANNA
FollowSept 17, 2025 09:05:200
Report
CDChittaranjan Das
FollowSept 17, 2025 09:05:040
Report
SPSANDIP PRAMANIK
FollowSept 17, 2025 08:32:04Kolkata, West Bengal:আজ বিশ্বকর্মা পুজো রাজ্য সরকার ছুটি ডিক্লেয়ার করলেও কলকাতা ইউনিভার্সিটি কোন ছুটি ডিক্লেয়ার করেনি
এই নিয়ে বক্তব্য
মন্মথ রঞ্জন বিশ্বাস
পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদের সভাপতি
0
Report
KAKAYESH ANSARI
FollowSept 17, 2025 08:07:350
Report
BSBarun Sengupta
FollowSept 17, 2025 07:48:095
Report