Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Medinipur721150

Zee 24 Ghanta: मेदिनीपुर के रबिंद्रनगर दुर्गापूजा टॉप अवॉर्ड जीत गई

CDChampak Dutta
Sept 29, 2025 06:03:01
Kaji Chak, West Bengal
Zee ২৪ঘণ্টা মহাপুজো জেলার অন্যতম সেরার শিরোপা পেল মেদিনীপুরের রবীন্দ্রনগর সর্বজনীন দুরগোৎসব কমিটি। এবারে তাদের থিম "এবার ভাবতে হবে"। প্যান্ডেলের মধ্যে বেনারসের সন্ধ্যা আরতি থেকে শুরু করে সমুদ্রের তলদেশ থেকে প্রতিমা দর্শন আকর্ষণের মাত্রা বাড়িয়েছে।সেইসঙ্গে প্যান্ডেলের মাধ্যমে কমিটির পক্ষ থেকে গঙ্গা দূষণ প্রতিরোধের ডাক দেওয়া হয়েছে। থিমের সঙ্গে সাযুজ্য রেখেই প্রতিমা হয়েছে। পঞ্চমীর রাত থেকেই ভিড় উপচে পড়েছে এই পুজো মণ্ডপে। ছবি বাইট 2c তে Slug- 2909ZG_WMID_JS_RABINDRA_R
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AMAshok Manna
Sept 29, 2025 07:51:59
Kolkata, West Bengal:১)বিষ্ণুপুর যুবকবৃন্দ ঐতিহ্যপূর্ণ পূজা রাজবাড়ি আদলে মন্ডপ সাবেকি আদলে মাতৃ প্রতিমা পুজিত মন্ডপে ২) আমতলা অগ গ্রামী অ্যাথলেটিক ক্লাব এবছরের ভাবনা বলয় অর্থাৎ ভারতবর্ষে সৈন্যদের নিয়ে এই মণ্ডপ গঠিত হয়েছে পাশাপাশি শান্তির জন্য মাকে শান্তি দেবীর রূপে পুজিত হচ্ছে। ৩) আমতলা কিপারামপুর আমরা সবাই ক্লাবের উদ্যোগে ৫৫ বছরে পদার্পণ করল আমরা সবাই ক্লাবের ভাবনা অতীত / পুরনো স্মৃতিকে অর্থাৎ পুরনো দিনের মানুষের জীবনযাত্রা বা আদিবাসী মানুষদের জীবনযাত্রা নেই মন্ডপ গড়ে উঠেছে। মাকে শান্তি দেবি রুপে পু জিত হচ্ছে এই মণ্ডপে বিভিন্ন গাছের ফল পাতা দিয়ে তৈরি। ৫) দক্ষিণ ২৪ পরগনা আমতলা ঘোষপাড়া অগ্রণী সংঘের দুর্গাপূজা । এ বছরের থিম গাছ লাগাও প্রাণ বাঁচাও পরিবেশ দূষণের কথা মাথায় রেখে পুজোর মন্ডপে তৈরি হয়েছে। এই মন্ডপে নার্সারি পাতাবাহার গাছ দিয়ে এই মন্ডপ তৈরি হয়েছে মাকে বৃক্ষের সঙ্গে। তিন দিন ভোররা তাদের পূজা নিয়ে ব্যস্ত থাকে। পূর্ণ মধ্য দিয়ে ৬)আমতলা আদর্শ পল্লী ফাস্ট লেনের দুর্গা উৎসব এটা কি আকর্ষণের পূজা মাতৃ আদলে পুজিত হয় মাকে অপরদিকে আবর্তনের মানুষের পুজোকে নিয়ে সারা দিনই ব্যস্ত থাকে এবং পাঁচ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পূজিত হয়
0
comment0
Report
ALArup Laha
Sept 29, 2025 06:03:18
Belna, West Bengal:ফের শাসকের কোন্দল। জঙ্গলের মাটি চুরির প্রতিবাদ জানানোয় তৃণমূলের অঞ্চল সভাপতির অনুগামীদের হাতে আক্রান্ত হল তৃণমূল কর্মী। অভিযোগ না তুললে পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকির অভিযোগ উঠলো । অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় গভীর রাতে জেলা পুলিশ সুপারের অফিসের সামনে সপরিবারে ধর্ণায় তৃণমূল কর্মী ইবাদত সেখ। পূর্ব বর্ধমানের আউসগ্রাম ২ নম্বর ব্লকের বিষ্ণুপুর এলাকার বাসিন্দা তৃণমূল কর্মী ইবাদত সেখ। তার অভিযোগ, ওই অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি গোলাম মোল্লার লোকজন তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে। কয়েকদিন আগে অঞ্চল সভাপতির বিরুদ্ধে জঙ্গল থেকে মাটি চুরির অভিযোগ করেছিলেন তিনি। সেকারণেই তার উপর হামলা বলে জানান ইবাদত। আহত অবস্থায় প্রথমে তাকে বননবগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তাকে বর্ধমান হাসপাতালে রেফার করা হয়। সেখানে ভর্তি থেকে চিকিৎসা চলে ইবাদতের। ইবাদত অভিযোগ করেন, অঞ্চল সভাপতি এলাকায় অবৈধ কাজকর্মর সাথে জড়িত । সে প্রতিবাদ করতো বলেই তার উপর আক্রমণ বলে অভিযোগ। অঞ্চল সভাপতি, ব্লক সভাপতির নির্দেশ মানেন না। স্থানীয় দুস্কৃতি জাকির মোল্লা, জীবন মোল্লা, আনামত সেখ, নাসির সেখের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন ইবাদত। গতকাল সন্ধ্যায় তাকে ফোনে হুমকি দেওয়া হয় যদি কেস না তুলে নেয় তাহলে তার পরিবারের তিনজনকেই শেষ করে দেওয়া হবে। এরপরই তিনি সপরিবারে জেলা পুলিশ সুপারের অফিসের সামনে ধর্নায় বসে। তার অভিযোগ, আউসগ্রাম থানার পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করছে না। অভিযুক্তরা গ্রামে বহাল তবিয়তে ঘুরে বেরাচ্ছে। তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন। পরে পুলিশ সুপারের অফিসে অভিযোগ দায়ের করেন ইবাদত। আউসগ্রাম ২ নম্বর ব্লকে বিধায়ক ও ব্লক সভাপতির দ্বন্দ্ব এর আগেও প্রকাশ্যে এসেছে। বাইট - ইবাদত সেখ(আক্রান্ত তৃণমূল কর্মী)। 290925ZG_BWN_SP
0
comment0
Report
CDChampak Dutta
Sept 29, 2025 06:02:34
Kaji Chak, West Bengal:*পূজো পরিক্রমা* পশ্চিম মেদিনীপুর জেলার গর্ব পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,তেনার জীবনের নানান কাহিনী দিয়ে সাজিয়ে তোলা হয়েছে দুর্গোমন্ডপ। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল প্রতাপপুর পূর্বপাড়া গ্রামবাসী বৃন্দদের পরিচালনায় এই বছর দুর্গোৎসব কমিটির সদস্যরা তাদের মণ্ডপ টিকে সাজিয়ে তুলেছে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন কাহিনী নিয়ে, এই বছর তাদের পুজোর তৃতীয় বর্ষে পদার্পণ করেছে।পুজোর থিম বর্ণ পরিচয়। বিদ্যাসাগর মহাশয়ের জীবনের নানান কাহিনীর পাশাপাশি তার অসামান্য সৃষ্টিগুলিও ফুটে উঠেছে এই মন্ডপে। ধান ডাল ইত্যাদি শস্য দিয়ে সাজানো হয়েছে মন্ডপের বিভিন্ন অংশগুলি। মুখ্য থিমে ফুটে উঠেছে বিদ্যাসাগর মহাশয় কিভাবে মায়ের ডাকে সাড়া দিয়ে ভরা বর্ষায় দামোদর নদী পার হয়েছিলেন সেই চিত্র। চলতি বছর জেলা জুড়ে যে কটি পূজো মন্ডপ নজর কেড়েছে তার মধ্যে এই মন্ডপ টি হল অন্যতম। ছবি বাইট 2c তে SLUG- 2909ZG_WMID_VIDYASAGAR_R বাইট ১) সঞ্জয় পাইন (পূজো কমিটির সম্পাদক)
0
comment0
Report
STSrikanta Thakur
Sept 29, 2025 03:47:10
Dinajpur, Rangpur Division:জেলার সেরার সেরা পূজার শিরোপা পেল বালুরঘাটের টিধারা ক্লাব ত্রিধারা ক্লাবের নিজস্ব মন্দির প্রাঙ্গণে এবার কাল্পনিক মন্দির গড়ে তুলেছে শুধুমাত্র নারকেল দড়ি দিয়ে তার সঙ্গে প্রতিমার সাজেও রয়েছে পাট ও নারকেল দড়ির ব্যবহার সমগ্র প্যান্ডেলটাই তৈরি হয়েছে নারকেল দড়ি দিয়ে সেখানে সুক্ষ সুক্ষ কাজ যেমন করা হয়েছে তেমনি নারকেল দড়ি দিয়ে তৈরি করা হয়েছে বিশাল ঝাড় লন্ঠন ও মন্ডপের ভিতরের সাজ সজ্জার কাজ। ২৪ ঘন্টার পক্ষ থেকে তাদের সেরা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করতেই বাধ্য সহকারে আনন্দ উচ্ছ্বাস শুরু করেন ক্লাবের সমস্ত সদস্য সদস্যরা সাদরে গ্রহণ করেন জী ২৪ ঘন্টা দেওয়া প্রাইজ কে।
0
comment0
Report
STSrikanta Thakur
Sept 29, 2025 03:46:59
Dinajpur, Rangpur Division:২৪ ঘন্টা দর্শকদের বিচারে গঙ্গারামপুর মহকুমা জেলার সেরার সেরা সেরা পূজা শিরপায়া পেল গঙ্গারামপুর রঞ্জন ক্লাব। চিত্তরঞ্জন ক্লাবের এবছরের তাদের মন্ডপ সজ্জায় তুলে নিয়ে এসেছে এক টুকরো রাজস্থানের রাজ প্যালেস কে। রাজস্থানের রাজ প্যালেসের অনুকরণে তৈরি হওয়া এই মন্ডপে ফুটে উঠেছে রাজস্থানের কালচার এবং সংস্কৃতি ফুটে উঠেছে। ক্লাবের নিজস্ব প্রাঙ্গণে বিশাল মন্ডল এবং তার সঙ্গে সাজুজ্য রেখে আলোকসজ্জা এবং সম্পূর্ণ মাটির তৈরি দুর্গা প্রতিমা সব মিলিয়ে দর্শকদের নজর করেছে চিত্তরঞ্জন প্রতিমা তৈরিতে কোনরকম কাপড় বা অন্য কোন সামগ্রী ব্যবহার করা হয়নি। কাজ থেকে অস্ত্র সব কিছুই মাটি তৈরি চিত্তরঞ্জন ক্লাবের সদস্যরা জী ২৪ ঘন্টার জেলার সেরা সেরা পূজার শিরপা পেয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন। জি ২৪ ঘন্টার প্রতিনিধি গঙ্গারামপুরে ক্লাব কর্তাদের হাতে এই পুরস্কার তুলে দেয়।
0
comment0
Report
SCSandip Chowdhury
Sept 29, 2025 03:46:46
Katwa, West Bengal:মহাসপ্তমীতে কাটোয়ার ভাগীরথীর ঘাটগুলিতে শুরু হয়েছে নবপত্রিকা স্নান। ভোরের আলো ফোটার সাথে সাথেই ভাগীরথীর ঘাটে ভিড় জমাচ্ছেন মানুষেরা। বিভিন্ন বনেদী বাড়ির দুর্গাপুজো থেকে শুরু করে ক্লাবের পুজো। ভোর থেকেই নবপত্রিকা স্নান করাতে আসছেন বিভিন্ন পুজো উদ্যোক্তারা। কাটোয়ার শহরের দেবরাজ ঘাট, শ্মশানঘাট, গোয়ালপাড়া ঘাট সহ আরও অন্যান্য ঘাটগুলিতে মানুষজনের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। নির্দিষ্ট আচারবিধি মেনে নবপত্রিকা স্নান করিয়ে ঘট মাথায় নিয়ে পুজো মণ্ডপের রওনা দিচ্ছেন পুজো উদ্যোক্তারা। ঘাটগুলিতে দুর্ঘটনা এড়াতে লাগাতার মাইকিং চালানো হচ্ছে প্রসাশনের পক্ষ থেকে। কাটোয়া থানার উদ্যোগে তৈরি করা হয়েছে বিশেষ সহায়তা ক্যাম্প। পাশাপশি কোনোও রকম দুর্ঘটনা রুখতে কাটোয়া থানার পুলিশ, কাটোয়া পৌরসভা, সিভিল ডিফেন্স সহ বিপর্যয় মোকাবিলা টিম মোতায়েন রাখা হয়েছে। ভাগীরথীর বুকে স্পিড বোট নিয়ে নজরদারি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা টিম। বাইট:- ১) দেবারতি বড়াল (পুজো উদ্যোক্তা) ২) মিলিতা চ্যাটার্জী (পুজো উদ্যোক্তা)
0
comment0
Report
Navaratri 2025
Advertisement
Back to top