Back
এসএসসি পরীক্ষার জন্য কড়া নিরাপত্তা: পরীক্ষার্থীদের প্রবেশে কঠোর নিয়ম!
ABArup Basak
Sept 07, 2025 06:17:02
Mal Bazar, West Bengal
*কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এসএসসি পরীক্ষা।*
রবিবার রাজ্য জুড়ে অনুষ্ঠিত হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষা। মালবাজার শহরের শুভাশিনী উচ্চতর বালিকা বিদ্যালয় এবং ডামডিম গজেন্দ্র উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার ভেন্যু করা হয়েছে। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে পরীক্ষার্থীরা স্কুল গুলিতে পরীক্ষা দিতে আসতে শুরু করেছেন। পরীক্ষা কেন্দ্রের পাশাপাশি বাইরেও রয়েছে করা নিরাপত্তা ব্যবস্থা। মালবাজার থানার পুলিশ ও ট্রাফিক বিভাগের উদ্যোগে করা নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। কমিশনের তরফে প্রদত্ত নির্দেশিকা মেনে যাবতীয় প্রস্তুতি করা হয়েছে। পরীক্ষার্থীদের করা নিরাপত্তা বেস্টনি পেরিয়েই পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি মিলছে। পরীক্ষাকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে।
0709ZG_MAL_SSC_EXAM_R
14
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
PDPradyut Das
FollowSept 08, 2025 02:45:40Jalpaiguri, West Bengal:
2C
0809ZG_JAL_TOWER_R
দীর্ঘ কয়েক ঘণ্টার অবশেষে মায়ের অনুরোধে নামলো ছেলে টাওয়ার থেকে।
মৃত্যু, জীবনের শেষ, এমনটাই মনে করে টাওয়ারের মগডালে উঠে বসল এক যুবক, চাঞ্চল্য জলপাইগুড়িতে।
শেষমেষ মায়ের চোখের জল আর দেখে থাকতে পারলো না, নেমে আসলো সেই টাওয়ার থেকে ওই যুবক। স্থানীয় বাসিন্দারা জানান যে যুবকের মুখ থেকে শুনে যাচ্ছে, পারিবারিক অশান্তির জের। কোচবিহারের জামালদহ থেকে জলপাইগুড়িতে এসে রবিবার সন্ধ্যায় বিদ্যুতের টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা যুবকের। রাতের দিকে ঘটনা জলপাইগুড়ির পাহাড়পুর দক্ষিণ বড়ুয়া পাড়ায় একটি টাওয়ারে উঠে পড়েন ওই যুবক। তাকে নামাতে রীতিমতো কালঘাম ছোটে পুলিশ ও দমকলের। তিন ঘণ্টার চেষ্টায় ওই যুবককে টাওয়ার থেকে নামাতে সক্ষম হন দমকল কর্মীরা। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়।
রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
0
Report
AGAyan Ghosal
FollowSept 08, 2025 02:45:32Kolkata, West Bengal:
ED RAID
গোপীবল্লভপুরে জিয়াউল হক নামে এক গ্রামীণ পুলিশের বাড়িতে তল্লাশি চলছে। এই ব্যক্তি গ্রামীণ পুলিশের কাজ ছেড়ে বালি খাদানের সঙ্গে যুক্ত হয়ে পড়েন।
২ বাই ৮৭, রিজেন্ট কলোনি। সঞ্জীব বয়েড নামে এক বিমা কোম্পানির এজেন্টের বাড়ি তল্লাশি
বালি পাচারের কালো টাকা ঘুরপথে এই এজেন্টের মাধ্যমে বিমায় বিনিয়োগ হয়েছে বলে ইডি সূত্রে খবর
মূলত বালি পাচারের আর্থিক দুর্নীতি এবং টাকা ঘুরপথে কিভাবে সাইফন করা হয়েছে সেই তদন্ত করছে ইডি
0
Report
BCBasudeb Chatterjee
FollowSept 08, 2025 02:45:27Asansol, West Bengal:
রবিবার ছিল পূর্ণ চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ ভারতের বিভিন্ন জায়গা থেকে খুব ভালোভাবে দৃশ্যমান হয়েছে। শহরাঞ্চল তো বটেই গ্রামেও এবার দেখা গেল সেই চন্দ্রগ্রহণ দেখার জন্য মানুষজনের উৎসাহ। আসানসোলের কুলটির মিঠানি গ্রামে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে পূর্ণ চন্দ্র গ্রহণ দেখার জন্য শিবির করা হয়েছিল। একেবারে দূরবীনের সাহায্যে চন্দ্রগ্রহণ দেখার সুযোগ করে দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে। ক্ষুদে পড়ুয়া থেকে শুরু করে গৃহবধূ এমনকি বয়স্করাও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের শিবিরে এসে চন্দ্রগ্রহণ উপভোগ করেন। শুধু তাই নয় কুসংস্কার দূর করতে এদিন চন্দ্রগ্রহণের সময়কালে চা বিস্কুট খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। অনেকেই মনে করেন যে গ্রহণের সময় কালে কিছু খাওয়া উচিত নয়। আর সেই কুসংস্কার দূর করতে কার্যত এই চা বিস্কুট খাওয়ানোর ব্যবস্থা বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সদস্য কিংশুক মুখোপাধ্যায়। এছাড়াও ছিল ছোটদের জন্য কুইজ ও মহাকাশের অজানা দিক গুলি নিয়ে গল্পের ছলে আলোচনা।
0809ZG_ASN_LUNAR_ECLIPSE
বাইট - কিংশুক মুখোপাধ্যায়, সদস্য পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ
অন্তরা মুখোপাধ্যায়, স্থানীয়
0
Report
PSPrasenjit Sardar
FollowSept 08, 2025 02:45:10Baruipur, West Bengal:
*পীরজাদা আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে এবার প্রার্থী হবেন শওকত মোল্লা প্রকাশ্য মঞ্চ থেকে আব্বাস সিদ্দিকীকে হুঁশিয়ারি দিলেন শওকত*
*২০২৬ বিধানসভা ভোটের আগে আবারো ভাঙ্গন ভাঙ্গড়ে কংগ্রেস এবং বিজেপি ছেড়ে কয়েকশো কর্মী যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে*
ভাঙ্গড়ের ৯১ বাসস্ট্যান্ড থেকে সোনপুর সবজি বাজার পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। আই এস এফ এর বিরুদ্ধেই এই প্রতিবাদ মিছিল বলে জানিয়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সেই মিছিলেই প্রকাশ্য মঞ্চ থেকে আব্বাস সিদ্দিকী কে হুঁশিয়ারি দিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক।
তিনি বলেন যদি তুই মায়ের দুধ খেয়ে থাকিস তুই যদি একবার বাপের বেটা হয়ে থাকিস একবার আমার বিরুদ্ধে ভোটে দাঁড়া তুই যেখানে দাঁড়াবি আমি সেখানেই দাঁড়াবো তুই ভাঙ্গরে দাঁড়ালে আমি ভাঙ্গরেই তোর বিরুদ্ধে প্রার্থী হব তুই বারুইপুরে প্রার্থী হলে আমি বারুইপুর এই তোর বিরুদ্ধে প্রার্থী হব তুই ক্যানিংয়ে প্রার্থী হলে আমি ক্যানিং এই তোর বিরুদ্ধে প্রার্থী হব প্রকাশ্য মঞ্চ থেকেই হুংকার দিতে শোনা গেল ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে।
এবং এই প্রতিবাদ সমাবেশ শেষে কংগ্রেস এবং বিজেপি থেকে কয়েক হাজার কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
দলত্যাগ করার পরেই প্রকাশ্য মঞ্চ দাঁড়িয়েই নওশাদ এবং আব্বাস সিদ্দিকীকে হুমকি দিতে দেখা গেল সদ্য দলত্যাগী কংগ্রেস নেতা রফিকুল ইসলাম তিনি বলেন আগামী দিনে ভাঙ্গরের মা বোনেরা ঝাঁটা নিয়ে ওদের মুখে মারবে এবং তিনি আরো বলেন ২০২১ এর বিধানসভার নির্বাচনে এই কংগ্রেস নেতা রফিকুল ইসলামের গাড়ি নিয়েই ভোট প্রচার করেছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং আমি না থাকলে নওশাদ ভাঙ্গরের জিততেই পারত না। মন্তব্য করেন সদ্য দল ত্যাগী কংগ্রেস নেতা রফিকুল ইসলাম।
080925ZG-BAR-BHANGOR-TMC-R
বাইট:-
১)শওকাত মোল্লা (ভাঙ্গড়ের তৃণমূল পর্যবেক্ষক)
২) রফিকুল ইসলাম (সদ্য দলত্যাগী কংগ্রেস নেতা)
৩) প্রবীর ঘোষ (সদ্য দল ত্যাগী বিজেপি নেতা)
৪) নওশাদ সিদ্দিকী (বিধায়ক ভাঙ্গর বিধানসভা)
0
Report
SRSanjoy Rajbanshi
FollowSept 08, 2025 02:00:08Kalna, West Bengal:
কালনা কাটোয়া STKK রোডের উপর পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির, ঘটনায় জখম আর ১। জানা গিয়েছে এদিন রবিবার আনুমানিক রাত নটা ৫০ নাগাদ নিচু চাপাহাটি বল খেলা মাঠ এস টি কে কে রোডের উপর দাঁড়িয়ে থাকা একটি লরিতে কলা বোঝায় একটি টোটো এসে ধাক্কা মেরে দেয়। ঘটনায় টোটো তে থাকা একজনের মৃত্যু হয় আর একজন গুরুতর জখম হন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান টোটো গাড়িতে অপরদিক থেকে আসা একটি গাড়ির আলো লাগায় টোটো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে দেয়। ঘটনায় মৃত্যু হয় একজনের আর একজনকে উদ্ধার করে চাঁদপুর গ্রামীণ হসপিটালে পাঠানো হয়েছে। ঘটনা এলাকায় ছড়িয়েছে উত্তেজনা।
বাইট এক - নিশিকান্ত বিশ্বাস (পতক্ষদর্শী)
ছবি 2C তে
080925-KLN-DURGHOTONA-R
3
Report
CDChampak Dutta
FollowSept 08, 2025 01:00:57Kaji Chak, West Bengal:
রবিবার এসএসসি পরীক্ষা সম্পন্ন হয়।৯ বছর পর সেই পরীক্ষা আয়োজন করতে গিয়ে আয়োজক প্রশাসন এসএসসি যতখানি চাপে ছিল, পরীক্ষার্থীদের কাছেও ঠিক তার থেকে আরও বেশি চাপ ছিল। এইসব চাপের পরিবেশেও একটু অন্যরকম ছবি দেখা গিয়েছিল মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে। ১৩ দিনের শিশুকে পুলিশের কাছে, দাদু দিদার কোলে রেখে দেড় ঘন্টা ভিতরে পরীক্ষা দিলেন মা। বাবা পরীক্ষা দিলেন অন্য একটি পরীক্ষা কেন্দ্রে। মা বাবা ছাড়া ১৩ দিনের রিতার্ঘ প্রায় দেড় ঘন্টা ধরে আদর খেলো নিরাপত্তার দায়িত্বে থাকা দুই মহিলা পুলিশ কনস্টেবল এর কোলে। শিশুকে কোলে নিয়েই দুই মহিলা কনস্টেবল নিজেদের দায়িত্ব সামালেন মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গেটে।
সবং এর মশা গ্রামের বাসিন্দা দাদু কালিপদ মাঝি, ও দিদা-উর্মিলা দেবীর কাছে ১৩ দিনের শিশুকে রেখে বিশ্ববিদ্যালয়ের ভেতরে নিরাপত্তার বেড়াজালে পরীক্ষা দিচ্ছিলেন মা। বাংলা বিষয়ের শিক্ষিকা হতে নবম দশম শ্রেণীর এই এসএসসির পরীক্ষায় বসেছিলেন তিনি। শিশুর বাবা কৌস্তভ মাঝি পদার্থবিদ্যা বিষয়ে পরীক্ষা দিচ্ছেন জেলার অন্য একটি প্রান্তে কেশপুরের একটি পরীক্ষা কেন্দ্রে। ফলে ১৩ দিনের শিশুকে সামাল দেওয়ার ভার পড়েছিল দাদু দিদার কাছে। সদ্যোজাতকে এই গরমের মধ্যে সামাল দিতে তাদের হিমশিম খেতে হচ্ছিল। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে গেটে দায়িত্বে থাকা দুই মহিলা পুলিশ কনস্টেবল শম্পা দাঁ ও শিল্পী রায় শিশুটিকে একটি রুমের মধ্যে আরামদায়ক পরিবেশে রাখার আয়োজন করে দেন। কিন্তু আরামদায়ক পরিবেশটাই সদ্যোজাত ওই শিশুর জন্য যথেষ্ট ছিল না। মায়ের কোল এর অভাব বোধ করছিল বারবার। অগত্যা বিরাট দায়িত্বপূর্ণ এই পরীক্ষার গেটের দায়িত্বে থাকলেও দুই মহিলা কনস্টেবল কোলে ও কাঁধে নিয়েই ওই শিশুর মায়ের অভাব পূরণ করার চেষ্টা করলেন। চরম আদরে রাখার চেষ্টা করলেন দুজনেই। দাদু দিদা একটু স্বস্তি পেলেন।
ছবি বাইট 2c তে
Slug- 0809ZG_WMID_EXAM_CHILD_R
10
Report
ALArup Laha
FollowSept 07, 2025 16:15:48Belna, West Bengal:
কু কথায় লাগাম পড়ছে না। এবার বিরোধী দলনেতার জন্মের ঠিক নেই বলে মন্তব্য করলেন বর্ধমান ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কোনার। রবিবার পূর্ব বর্ধমানের বণ্ডুল ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ সভা থেকে এমনই মন্তব্য করলেন। তিনি আরও বলেন, “এরকম একটা বিরোধীনেতা তৈরি করেছো যার জন্মের ঠিক নাই। সে কখনও শিশির অধিকারী-কে বাবা বলত কখনও তৃণমূল কংগ্রেস করার সময় বাংলার মমতাদিকে মা বলে সম্মান দিত। এখন বলছে পিসি আর ভাইপো আর বলছে ‘আমি মোদী কা বাচ্চা হে’, তো তুমি যদি মোদী কা বাচ্চা হও তো তুমি গুজরাটে বাস করো কাঁথিটা ছেড়ে দাও।তোমার নিজের এলাকায় সমবায় ভোট হয়েছে একটাও সিট পাওনি, বলছে ২০২৬ বিধানসভায় আমরা ক্ষমতায় বসবো। শমীক ভট্টাচার্য আর শুভেন্দু অধিকারী বলছে মুখ্যমন্ত্রী হবে, স্বপ্ন দেখছে। ২০২৬ এর বিধানসভা ভোটে নিশীথ কুমার মালিকের বিরুদ্ধে দাঁড়িয়ে দেখিয়ে যান। বর্ধমান উত্তরা বিধানসভা থেকে কত হাজার ভোটে হারবে। ৭০ টা আসন তো পাবেই না ৩০টা আসনও পাবে না। তুমি বিরোধীরা হতে পারবে না।”
এই মন্তব্য নিয়ে কটাক্ষ করে বিজেপি নেতা মৃত্যঞ্জয় চন্দ্র বলেন, যাদের যেমন কালচার।তারা তো তেমনি বলবে।
বাইট। মৃত্যঞ্জয় চন্দ্র (বিজেপি নেতা)।
070925ZG_BWN_LEADER
14
Report
CDChampak Dutta
FollowSept 07, 2025 16:15:31Kaji Chak, West Bengal:
*পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে নজরদারি বিজ্ঞানীদের, 24 ইঞ্চি টেলিস্কোপের মাধ্যমে চলছে নজরদারী। পূর্ব ভারতের সবথেকে বড় টেলিস্কোপ বলে দাবি আয়োনোসফেরিক এন্ড আর্থকোয়েক রিসার্চ সেন্টার এন্ড অপটিক্যাল অবজারভেটারি কলকাতার ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের একটি শাখা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সীতাপুর গ্রামে অবস্থিত। অধ্যাপক সন্দীপ চক্রবর্তী, দেবাশীষ ভৌমিক, কুলদীপ বেলোয়াল রিসার্চ সাইন্টিস্ট। মহিত বিস্ট, সুব্রত গুড়াই রাত জেগে সীতাপুরের সেন্টারে নজর রেখেছেন চাঁদের উপর। প্রতিটি মুহূর্তের ছবি আপলোড হবে কম্পিউটারের। এক কথায় চাঁদের উপর রাতভর চলবে নজরদারি।*
ছবি বাইট 2c তে
SLUG- 0709ZG_WMID_MOON_R
বাইট-
(১) অধ্যাপক সন্দীপ কুমার চক্রবর্তী, ডিরেক্টর ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স কলকাতা।
14
Report
NRNarayan Roy
FollowSept 07, 2025 15:31:18Siliguri, West Bengal:
*একটি বেসরকারি সংস্থার HR-কে 'বাংলাদেশি' বলে চাকরি থেকে ছাঁটাই!ঘটনায় ক্ষুব্ধ মেয়র*
শিলিগুড়িতে অভিযুক্ত বেসরকারি সংস্থার নথি চেয়ে পাঠালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। গতকাল টক টু মেয়রে ফোন করে মেয়রকে অভিযোগ জানালেন অভিযোগকারী ওই ব্যক্তি। শিলিগুড়ির মেয়র গৌতম দেব আগামীকাল দেখা করতে যাবেন ছাটাই হওয়া ওই কর্মীর সাথে।
'বাংলাদেশি' তকমা দিয়ে এবার শিলিগুড়িতে একটি বেসরকারী চা কারবারি সংস্থার এইচআর-কে ছাঁটাইয়ের অভিযোগ উঠল! এমনকী সংশ্লিষ্ট সংস্থার অন্য কর্মীদের দিয়ে ওই এইচআর-কে মারধোরেরও অভিযোগ রয়েছে বলে জানাগেছে। ঘটনাটি গত ৩রা সেপ্টেম্বরের। আর ছাঁটাইয়ের নোটিশ পান গত ৪ঠা সেপ্টেম্বর। এমনকী শিলিগুড়ি থানার পুলিশ অভিযোগ নেয়নি বলেও অভিযোগ।
নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা ওই কর্মী অভিষেক সেনগুপ্ত গতকাল “টক টু মেয়রে” ফোন করে শিলিগুড়ির মেয়র গৌতম দেব কে পুরো বিষয়টি নিয়ে নালিশ জানান। এবং তিনি এর বিচার চেয়েছেন। মেয়র গতকালই তাঁকে ফোনে আশ্বস্ত করেন।
শিলিগুড়ি মেয়র গৌতম দেব বলেন “গুরুতর অভিযোগ। দুর্ভাগ্যজনক ঘটনা। ঘটনার পুরো নথি, অভিযোগের কপি চেয়ে পাঠিয়েছি।আগামীকাল সোমবার মেয়র অভিযোগকারী ব্যক্তির সঙ্গে দেখা করবেন।
এদিকে মেয়রের কাছে নালিশ জানানোর পর অভিযোগ নিয়েছে শিলিগুড়ি থানার পুলিশ। অন্যদিকে, সংশ্লিষ্ট সংস্থার অন্যতম কর্তা নিকুঞ্জ বনসলের সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করলে তিনি “থ্যাঙ্ক ইউ” বলে কল কেটে দেন।
FEED SEND BY 2C
0709ZG_SILI_BANGLA_R
BYTE DETAILS: *অভিষেক সেনগুপ্ত। অভিযোগ কারী।
14
Report
ALArup Laha
FollowSept 07, 2025 15:31:10Belna, West Bengal:
বর্ধমান থানার অন্তর্গত একটি এলাকায় এক মহিলাকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এই ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতি বর্ধমান শহরের পক্ষ থেকে বর্ধমান থানা ঘেরাও ও স্বরকলিপি দেওয়া হয়।
তাদের দাবি ঘটনায় জড়িতদের দিষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে।
বাইট। সুপর্ণা ব্যানার্জী(গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সম্পাদিকা)।
070925ZG_BWN_THANA
14
Report
ALArup Laha
FollowSept 07, 2025 15:30:57Belna, West Bengal:
সুপ্রিম নির্দেশিকা মেনে ৯ বছর পর রবিবার এসএসসি পরীক্ষা হল।রীতিমত কড়া পরীক্ষা পাহাড়ায় পরীক্ষা হল বর্ধমানে ।তবুও বেশ কয়েকজন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রের বাইরে বেরিয়ে এসে চরম ক্ষোভ উগড়ে দিলেন। ফের আর একবার দুর্নীতি ও স্বজনপোষণ অভিযোগ উঠলো এসএসসি পরীক্ষায়। অভিযোগ তুললেন বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাইস্কুলের বেশ কয়েকজন পরীক্ষার্থী। এক পরীক্ষার্থী জয়ত্রী বাউলিয়া বলেন, একদম পরিস্কার দেখলাম তার নামটা
বারবার ইনভিজেলেটররা
খুঁজে যাচ্ছে সে কে। একদম পাশাপাশি বসলো উত্তর করলো দেখলো উত্তর করলো। সে জে উত্তরপত্র পেয়েছে সেটা পরিস্কার বোঝা গেল। আমার সামনের ঘটনা। আমরা খুব অবসাদগ্রস্ত। এত বছর চাকরি করার পর এই দিন দেখতে হবে ভাবতে পারিনি। যারা দুর্নীতি করলো তারা কোন সাজা পেল না, অথচ সাজা পেলাম আমরা।
এই ঘটনায় রীতিমত শোরগোল পড়েছে।পরীক্ষা শেষ হবার খানিকক্ষণ পরেই বিজেপি পক্ষ থেকে সামাজিক মাধ্যমে পোস্ট করা হয় গোটা বিষয়টি। পরীক্ষার্থীর বক্তব্যে ও ছবি দিয়ে বিজেপির পক্ষ থেকে পোস্ট করা হয় রবিবার বিকেলে।
উল্লেখ্য, পূর্ব বর্ধমান জেলায় এ বছর নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য মোট ৩০ টি ও একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য মোট ২৩ টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে। জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য ১৫ হাজার ২৪৩ জন ও একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য ১২হাজার ৬৩৬ জন পরীক্ষার্থী রয়েছেন।
বাইট। জয়ত্রী বাউলিয়া(পরীক্ষার্থী)।
070925ZG_BWN_BJP
ক্যামেরায় সদন সিনহার সঙ্গে অরূপ লাহার রিপোর্ট।
14
Report
ALArup Laha
FollowSept 07, 2025 15:30:44Belna, West Bengal:
পরীক্ষায় দৃষ্টি প্রতিবন্ধী এক শিক্ষিকার অভিযোগ, অতিরিক্ত সময় বঞ্চিত করে সমস্যায় ফেলল এসএসসি।রবিবার এসএসসি পরীক্ষায় দৃষ্টি প্রতিবন্ধী এক প্রাক্তন শিক্ষকাকে ঘিরে দেখা দিল বিতর্ক। অভিযোগ, পরীক্ষার শুরু থেকেই বারবার জানানোর পরও তাঁকে অতিরিক্ত সময় দেওয়া হয়নি। ফলে মানসিক চাপে পড়ে শেষ মুহূর্তে বারোটি প্রশ্নের উত্তর লিখতে হয়েছে। বিষয়টি নিয়ে তিনি ইতিমধ্যেই এসএসসি চেয়ারম্যানকে মেল করেছেন এবং মুখ্যমন্ত্রীর কাছে মানসিকভাবে দেখার আর্জি জানিয়েছেন।
পরীক্ষার্থীর নাম হাবিবা হাবিব। তিনি পূর্ব বর্ধমানের রাইপুর কাশিয়ারা স্কুলে নবম-দশম শ্রেণিতে বাংলা পড়াতেন। শনিবার বর্ধমান ওমেন্স কলেজে তাঁর পরীক্ষা ছিল। হাবিবার দাবি, তিনি আগেই বর্ধমান এসএসসি রিজিওনাল অফিসে যোগাযোগ করেছিলেন। সেখান থেকে তাঁকে জানানো হয়েছিল, পরীক্ষার সময় অতিরিক্ত সময় ও প্রয়োজনে আলাদা করে বসে পরীক্ষা দেওয়ার সুযোগ মিলবে। কিন্তু পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তাঁর দৃষ্টি প্রতিবন্ধী সার্টিফিকেট দেখানো সত্ত্বেও সেই সুযোগ দেননি।
হাবিবা বলেন, “শুরু থেকেই বারবার জানিয়েছি আমি দৃষ্টি প্রতিবন্ধী। তবুও আমাকে কোনও বাড়তি সময় দেওয়া হয়নি। এর ফলে আমি নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারিনি। শেষ মুহূর্তে তাড়াহুড়ো করে বারোটি প্রশ্নের উত্তর লিখতে হয়েছে।”
এই ঘটনায় পরীক্ষার্থীর ক্ষোভ ও ক্ষোভের সুর ছড়িয়ে পড়েছে।
বাইট। হাবিবা হাবিব(পরীক্ষার্থী)।
070925ZG_BWN_HABIBA
14
Report
KMKIRAN MANNA
FollowSept 07, 2025 15:30:35Dihierench, West Bengal:
*অনেক টাকা দিয়ে এস এস সির প্রশ্ন বিক্রি হয়েছে,পরিবর্তন সংকল্প যাত্রায় এসে মারাত্মক দাবি শুভেন্দুর*
সরকারের অপশাসন ও দুর্নীতির প্রতিবাদে তমলুকের ডিমারী স্কুল মাঠ থেকে কাঁকটিয়া বাজার অব্দি ৪ কিলোমিটার সুবিশাল পদযাত্রা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।আজকে এস এস সি পরীক্ষা নিয়ে বলেন *বহু পরীক্ষার্থী এডমিট পেয়েও পরীক্ষা দিতে যায়নি,কারণ মমতার কাছে তারা কিছু আশা করেনা।বহু জায়গায় তৃণমূলের ক্যাডার রা অ্যাডমিট পরীক্ষা করে ভেতরে ঢোকাচ্ছে।অনেক টাকা দিয়ে প্রশ্ন বিক্রি করেছে।* পরিবর্তন সংকল্প যাত্রা নিয়ে বলেন রোহিঙ্গা মুক্ত বাংলার দাবিতে শহীদ মাতঙ্গিনীর মাটিতে পদযাত্রা করছি।প্রায় ৪ হাজার সমর্থক এই মিছিলে যোগ দেন।
14
Report
ALArup Laha
FollowSept 07, 2025 13:45:26Belna, West Bengal:
পূর্ববর্ধমানেরবআউশগ্রামের পিচকুড়ি গ্রাম থেকে উদ্ধার হওয়া ৯টি তাজা বোমা নিষ্ক্রিয় করল সিআইডির বোম স্কোয়ার্ড। রবিবার দুপুর ৩টা মিনিট নাগাদ গ্রামের একটি ফাঁকা জায়গায় বোমা গুলিকে নিষ্ক্রিয় করা হয়। তবে দীর্ঘদিন শান্ত থাকার পর ফের পিচকুড়ি গ্রামে বোমা উদ্ধারে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোবিন্দপুর থেকে পিচকুড়ি যাওয়ার রাস্তার পাশে একটি ঝোপঝাড়ের মধ্যে প্লাস্টিকের বালতিতে শনিবার বোমগুলি স্থানীয়দের নজরে আসে। এরপরেই জায়গাটিকে ঘিরে রাখে পুলিশ। তারপর সিআইডির বোম স্কোয়ার্ডের একটি দল বোমা গুলিকে নিষ্ক্রিয় করে।
070925ZG_BWN_CID
14
Report
DBDebanjan Bandyopadhyay
FollowSept 07, 2025 13:36:16Kolkata, West Bengal:
আমরা দ্বেষদ্রোহী! আর আপনি? এই নিয়ে রবিবার দুপুরে এক মনোজ্ঞ আলোচনাসভা হয়ে গেল স্বভূমি প্রাঙ্গনের এর রেস্তোরাঁয়।
দেশের ভাল কোন পথে এই নিয়ে নানা মুনির নানা মত। এমনটাই হবার কথা। কিন্তু মতান্তরে কেন এত মনান্তর? দেশ বাঁচাতে কেন এত দ্বেষ? ধর্মে ধর্মে, জাতিতে জাতিতে, এমনকি বিভিন্ন ভাষাভাষীদের মধ্যেও কেন জন্ম নিচ্ছে বৈরিতা? 'বিবিধের মাঝে' কেন সম্ভব হচ্ছে না 'মিলন মহান' এইসব প্রশ্নের উত্তর খুঁজলেন সমাজের বিশিষ্ট রাজনীতিবিদ, চিকিৎসক, রাজনৈতিক বিশ্লেষকরা। অনুষ্ঠানের আয়োজক একটি ডিজিটাল মিডিয়া সংস্থা। হাজির ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য, চিকিৎসক অরিন্দম বিশ্বাস প্রমুখ।
14
Report