Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Medinipur721150

এসএসসি পরীক্ষার্থী গ্রেফতার: সামাজিক মাধ্যমে ভুয়ো পোস্টের অভিযোগ!

CDChampak Dutta
Sept 07, 2025 06:18:42
Kaji Chak, West Bengal
*এসএসসি পরীক্ষা নিয়ে সামাজিক মাধ্যমে ভুয়ো পোস্টের অভিযোগে গ্রেফতার হওয়া চন্দ্রকোনার যুবককে ঘাটালের রথীপুর বরদা বানীপিঠ হাইস্কুলে পরীক্ষা কেন্দ্রে কড়া প্রহরার মধ্যে নিয়ে গেল পুলিশ।গ্রেফতার হওয়া যুবক চন্দ্রকোনার লোড়পুর গ্রামের অরিন্দম পাল এবার এসএসসি পরীক্ষার্থী,ঘাটালের রথীপুর বরদা বানীপিঠ হাইস্কুলে রয়েছে তার সেন্টার।চন্দ্রকোনা থানার পুলিশ কড়া প্রহরায় তাকে পরীক্ষা কেন্দ্রে হাজির করাল পরীক্ষা দেওয়ার জন্য।পুলিশি নজরদারিতে ওই পরীক্ষা কেন্দ্রে এসএসসির SLST পরীক্ষা দেবে সে।এই পরীক্ষা নিয়েই গত শুক্রবার সামাজিক মাধ্যমে ভুয়ো পোস্ট করে চন্দ্রকোনা থানার পুলিশের হাতে গ্রেফতার হয় এসএসসি পরীক্ষার্থী অরিন্দম পাল।তাকে গতকাল ঘাটাল মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন এবং পরীক্ষায় বসার অনুমতি দেয় ধৃত অরিন্দম পালকে।আজ সকাল সকাল তাকে ঘাটালের রথীপুর বরদা বানীপিঠ হাইস্কুলে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যায় চন্দ্রকোনা থানার পুলিশ।পরীক্ষাকে ঘিরে ওই পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।* ছবি 2c তে SLUG- 0709ZG_WMID_ARINDAM_R
14
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AGAyan Ghosal
Sept 08, 2025 03:04:45
Kolkata, West Bengal:
WEATHER *আবহাওয়া পয়েন্টার* ১) শনি এবং রবিবারের পর আজ সোমবারও কার্যত খটখটে শুকনো প্রায় গোটা দক্ষিণবঙ্গ। কাল মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টি। বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। ১২ সপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি চলার পর ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন পর্যন্ত বৃষ্টি কম, ভাদ্রের চড়া রোদ বেশি। ১৮ থেকে ২৪ আবার বাড়বে বৃষ্টি। ২) কাল মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ৩) উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ওপরের জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। ৪) সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম রাজস্থানে অবস্থান করছে। এটি পশ্চিম অভিমুখে এগোচ্ছে। আজ এটি গুজরাট সংলগ্ন রাজস্থানে অবস্থান করবে। কাল শক্তি বাড়িয়ে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা। ৫) কাল মঙ্গলবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দক্ষিণবঙ্গের ৯ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। পূর্ব-পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া পূর্ব-পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ৬) বুধবার থেকে বৃষ্টির পরিমাণ আরো বাড়বে। বুধবার এবং বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে। বৃষ্টির সঙ্গে থাকবে দমকা ঝোড়ো বাতাস। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বাতাস বইতে পারে। ৭) উত্তরবঙ্গে আজ সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি, উপরের চার জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। উপরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। ৮) মঙ্গলবারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দুই এক পশলা ভারী বৃষ্টি জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। ৯) বুধবারে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। বৃহস্পতিবারে ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে। শুক্রবার শুধু কালিম্পং এ ভারী বৃষ্টির সতর্কতা। ১০) কলকাতায় গত দুদিনের মতো আজও বৃষ্টির সম্ভবনা অত্যন্ত কম। বৃষ্টি বাড়বে কাল থেকে। পরশু আরো বাড়বে বৃষ্টি। আজ আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি র পূর্বাভাস। শুক্রবার কমবে বৃষ্টি। তারপর বিশ্বকর্মা পুজো পর্যন্ত তেমন বৃষ্টি নেই। ১৮ তারিখ থেকে বৃষ্টি অনেকটাই বাড়বে কলকাতায়। তবে খুব বেশি বা ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কলকাতায় নেই।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Sept 08, 2025 03:04:31
Baruipur, West Bengal:
গাড়ির ধাক্কায় জখম বধু ক্যানিং - গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলে এক বধু। সকালে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত লর্ড ক্যানিংয়ের বাড়ির সামনে । গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয়েছেন ছকিনা সেখ নামে এক বধু। স্থানীয় সুত্রে জানা গিয়েছে ক্যানিংয়ের মিঠাখালি গ্রামের বাসিন্দা বধু ছকিনা সেখ। কলকাতায় পরিচারিকার কাজ করেন। সকালে কাজে যাওয়ার জন্য বেরিয়েছিলেন।রাস্তা দিয়ে হেঁটে ক্যানিং স্টেশনে যাচ্ছিলেন। সেই সময় আচমকা একটি ম্যাটাডোর ওই বধুকে সজোরে ধাক্কা মারে।রাস্তায় লুটিয়ে পড়ে। । স্থানীয়রা তড়িঘড়ি ওই বধুকে উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে ওই বধুর শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসক। অন্যদিকে সুযোগ বুঝে গাড়ি চালক গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়। ক্যানিং থানার পুলিশ গাড়িটি আটক করে চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে। 080925ZG-BAR-CANNING-AHOTO-R
0
comment0
Report
BBBimal Basu
Sept 08, 2025 03:03:24
Basirhat, West Bengal:
R বলে 2C তে ছবি পাঠিয়েছি। আগ্নেয়াস্ত্র হাতে ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার অভিযোগে পুলিসের হাতে গ্রেফতার হলেন বসিরহাট দু নম্বর ব্লকের চৈতা পঞ্চায়েতের উত্তর ঘোনা গ্রামের তৃণমূলের সদস্য নাসির মন্ডল। বসিরহাটের সি জে এমের আদালতে তুলে নিজেদের হেপাজাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস। এ বিষয়ে মাটিয়া থানার পুলিস জানায় বেআইনি ভাবে আগ্নেয়াস্ত্র কাছে রাখার জন্য নাসির মণ্ডল ঐ তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। কোথা থেকে ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র পেলেন এবং কি উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে তা পোস্ট করলেন তা ক্ষতিয়ে দেখতে পুলিস তদন্ত শুরু করেছে। পুলিস সূত্রে জানা যায়,গত এক সপ্তাহ হচ্ছে নাসির আগ্নেযাস্ত্র হাতে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। তা জানাজানি হলে মাটিয়া থানার পুলিস তদন্তে নামলে ছবি নজরে আসে। তার ভিত্তিতে রবিবার নাসিরকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার হাতে থাকা আগ্নেযাস্ত্র টির খোঁজে তল্লাশি শুরু মিটিয়া থানার পুলিস। বিমল বসু বসিরহাট
0
comment0
Report
PDPradyut Das
Sept 08, 2025 02:45:40
Jalpaiguri, West Bengal:
2C 0809ZG_JAL_TOWER_R দীর্ঘ কয়েক ঘণ্টার অবশেষে মায়ের অনুরোধে নামলো ছেলে টাওয়ার থেকে। মৃত্যু, জীবনের শেষ, এমনটাই মনে করে টাওয়ারের মগডালে উঠে বসল এক যুবক, চাঞ্চল্য জলপাইগুড়িতে। শেষমেষ মায়ের চোখের জল আর দেখে থাকতে পারলো না, নেমে আসলো সেই টাওয়ার থেকে ওই যুবক। স্থানীয় বাসিন্দারা জানান যে যুবকের মুখ থেকে শুনে যাচ্ছে, পারিবারিক অশান্তির জের। কোচবিহারের জামালদহ থেকে জলপাইগুড়িতে এসে রবিবার সন্ধ্যায় বিদ্যুতের টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা যুবকের। রাতের দিকে ঘটনা জলপাইগুড়ির পাহাড়পুর দক্ষিণ বড়ুয়া পাড়ায় একটি টাওয়ারে উঠে পড়েন ওই যুবক। তাকে নামাতে রীতিমতো কালঘাম ছোটে পুলিশ ও দমকলের। তিন ঘণ্টার চেষ্টায় ওই যুবককে টাওয়ার থেকে নামাতে সক্ষম হন দমকল কর্মীরা। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
AGAyan Ghosal
Sept 08, 2025 02:45:32
Kolkata, West Bengal:
ED RAID গোপীবল্লভপুরে জিয়াউল হক নামে এক গ্রামীণ পুলিশের বাড়িতে তল্লাশি চলছে। এই ব্যক্তি গ্রামীণ পুলিশের কাজ ছেড়ে বালি খাদানের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। ২ বাই ৮৭, রিজেন্ট কলোনি। সঞ্জীব বয়েড নামে এক বিমা কোম্পানির এজেন্টের বাড়ি তল্লাশি বালি পাচারের কালো টাকা ঘুরপথে এই এজেন্টের মাধ্যমে বিমায় বিনিয়োগ হয়েছে বলে ইডি সূত্রে খবর মূলত বালি পাচারের আর্থিক দুর্নীতি এবং টাকা ঘুরপথে কিভাবে সাইফন করা হয়েছে সেই তদন্ত করছে ইডি
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Sept 08, 2025 02:45:27
Asansol, West Bengal:
রবিবার ছিল পূর্ণ চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ ভারতের বিভিন্ন জায়গা থেকে খুব ভালোভাবে দৃশ্যমান হয়েছে। শহরাঞ্চল তো বটেই গ্রামেও এবার দেখা গেল সেই চন্দ্রগ্রহণ দেখার জন্য মানুষজনের উৎসাহ। আসানসোলের কুলটির মিঠানি গ্রামে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে পূর্ণ চন্দ্র গ্রহণ দেখার জন্য শিবির করা হয়েছিল। একেবারে দূরবীনের সাহায্যে চন্দ্রগ্রহণ দেখার সুযোগ করে দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে। ক্ষুদে পড়ুয়া থেকে শুরু করে গৃহবধূ এমনকি বয়স্করাও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের শিবিরে এসে চন্দ্রগ্রহণ উপভোগ করেন। শুধু তাই নয় কুসংস্কার দূর করতে এদিন চন্দ্রগ্রহণের সময়কালে চা বিস্কুট খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। অনেকেই মনে করেন যে গ্রহণের সময় কালে কিছু খাওয়া উচিত নয়। আর সেই কুসংস্কার দূর করতে কার্যত এই চা বিস্কুট খাওয়ানোর ব্যবস্থা বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সদস্য কিংশুক মুখোপাধ্যায়। এছাড়াও ছিল ছোটদের জন্য কুইজ ও মহাকাশের অজানা দিক গুলি নিয়ে গল্পের ছলে আলোচনা। 0809ZG_ASN_LUNAR_ECLIPSE বাইট - কিংশুক মুখোপাধ্যায়, সদস্য পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ অন্তরা মুখোপাধ্যায়, স্থানীয়
0
comment0
Report
PSPrasenjit Sardar
Sept 08, 2025 02:45:10
Baruipur, West Bengal:
*পীরজাদা আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে এবার প্রার্থী হবেন শওকত মোল্লা প্রকাশ্য মঞ্চ থেকে আব্বাস সিদ্দিকীকে হুঁশিয়ারি দিলেন শওকত* *২০২৬ বিধানসভা ভোটের আগে আবারো ভাঙ্গন ভাঙ্গড়ে কংগ্রেস এবং বিজেপি ছেড়ে কয়েকশো কর্মী যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে* ভাঙ্গড়ের ৯১ বাসস্ট্যান্ড থেকে সোনপুর সবজি বাজার পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। আই এস এফ এর বিরুদ্ধেই এই প্রতিবাদ মিছিল বলে জানিয়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সেই মিছিলেই প্রকাশ্য মঞ্চ থেকে আব্বাস সিদ্দিকী কে হুঁশিয়ারি দিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। তিনি বলেন যদি তুই মায়ের দুধ খেয়ে থাকিস তুই যদি একবার বাপের বেটা হয়ে থাকিস একবার আমার বিরুদ্ধে ভোটে দাঁড়া তুই যেখানে দাঁড়াবি আমি সেখানেই দাঁড়াবো তুই ভাঙ্গরে দাঁড়ালে আমি ভাঙ্গরেই তোর বিরুদ্ধে প্রার্থী হব তুই বারুইপুরে প্রার্থী হলে আমি বারুইপুর এই তোর বিরুদ্ধে প্রার্থী হব তুই ক্যানিংয়ে প্রার্থী হলে আমি ক্যানিং এই তোর বিরুদ্ধে প্রার্থী হব প্রকাশ্য মঞ্চ থেকেই হুংকার দিতে শোনা গেল ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে। এবং এই প্রতিবাদ সমাবেশ শেষে কংগ্রেস এবং বিজেপি থেকে কয়েক হাজার কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। দলত্যাগ করার পরেই প্রকাশ্য মঞ্চ দাঁড়িয়েই নওশাদ এবং আব্বাস সিদ্দিকীকে হুমকি দিতে দেখা গেল সদ্য দলত্যাগী কংগ্রেস নেতা রফিকুল ইসলাম তিনি বলেন আগামী দিনে ভাঙ্গরের মা বোনেরা ঝাঁটা নিয়ে ওদের মুখে মারবে এবং তিনি আরো বলেন ২০২১ এর বিধানসভার নির্বাচনে এই কংগ্রেস নেতা রফিকুল ইসলামের গাড়ি নিয়েই ভোট প্রচার করেছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং আমি না থাকলে নওশাদ ভাঙ্গরের জিততেই পারত না। মন্তব্য করেন সদ্য দল ত্যাগী কংগ্রেস নেতা রফিকুল ইসলাম। 080925ZG-BAR-BHANGOR-TMC-R বাইট:- ১)শওকাত মোল্লা (ভাঙ্গড়ের তৃণমূল পর্যবেক্ষক) ২) রফিকুল ইসলাম (সদ্য দলত্যাগী কংগ্রেস নেতা) ৩) প্রবীর ঘোষ (সদ্য দল ত্যাগী বিজেপি নেতা) ৪) নওশাদ সিদ্দিকী (বিধায়ক ভাঙ্গর বিধানসভা)
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Sept 08, 2025 02:00:08
Kalna, West Bengal:
কালনা কাটোয়া STKK রোডের উপর পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির, ঘটনায় জখম আর ১। জানা গিয়েছে এদিন রবিবার আনুমানিক রাত নটা ৫০ নাগাদ নিচু চাপাহাটি বল খেলা মাঠ এস টি কে কে রোডের উপর দাঁড়িয়ে থাকা একটি লরিতে কলা বোঝায় একটি টোটো এসে ধাক্কা মেরে দেয়। ঘটনায় টোটো তে থাকা একজনের মৃত্যু হয় আর একজন গুরুতর জখম হন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান টোটো গাড়িতে অপরদিক থেকে আসা একটি গাড়ির আলো লাগায় টোটো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে দেয়। ঘটনায় মৃত্যু হয় একজনের আর একজনকে উদ্ধার করে চাঁদপুর গ্রামীণ হসপিটালে পাঠানো হয়েছে। ঘটনা এলাকায় ছড়িয়েছে উত্তেজনা। বাইট এক - নিশিকান্ত বিশ্বাস (পতক্ষদর্শী) ছবি 2C তে 080925-KLN-DURGHOTONA-R
5
comment0
Report
CDChampak Dutta
Sept 08, 2025 01:00:57
Kaji Chak, West Bengal:
রবিবার এসএসসি পরীক্ষা সম্পন্ন হয়।৯ বছর পর সেই পরীক্ষা আয়োজন করতে গিয়ে আয়োজক প্রশাসন এসএসসি যতখানি চাপে ছিল, পরীক্ষার্থীদের কাছেও ঠিক তার থেকে আরও বেশি চাপ ছিল। এইসব চাপের পরিবেশেও একটু অন্যরকম ছবি দেখা গিয়েছিল মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে। ১৩ দিনের শিশুকে পুলিশের কাছে, দাদু দিদার কোলে রেখে দেড় ঘন্টা ভিতরে পরীক্ষা দিলেন মা। বাবা পরীক্ষা দিলেন অন্য একটি পরীক্ষা কেন্দ্রে। মা বাবা ছাড়া ১৩ দিনের রিতার্ঘ প্রায় দেড় ঘন্টা ধরে আদর খেলো নিরাপত্তার দায়িত্বে থাকা দুই মহিলা পুলিশ কনস্টেবল এর কোলে। শিশুকে কোলে নিয়েই দুই মহিলা কনস্টেবল নিজেদের দায়িত্ব সামালেন মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গেটে। সবং এর মশা গ্রামের বাসিন্দা দাদু কালিপদ মাঝি, ও দিদা-উর্মিলা দেবীর কাছে ১৩ দিনের শিশুকে রেখে বিশ্ববিদ্যালয়ের ভেতরে নিরাপত্তার বেড়াজালে পরীক্ষা দিচ্ছিলেন মা। বাংলা বিষয়ের শিক্ষিকা হতে নবম দশম শ্রেণীর এই এসএসসির পরীক্ষায় বসেছিলেন তিনি। শিশুর বাবা কৌস্তভ মাঝি পদার্থবিদ্যা বিষয়ে পরীক্ষা দিচ্ছেন জেলার অন্য একটি প্রান্তে কেশপুরের একটি পরীক্ষা কেন্দ্রে। ফলে ১৩ দিনের শিশুকে সামাল দেওয়ার ভার পড়েছিল দাদু দিদার কাছে। সদ্যোজাতকে এই গরমের মধ্যে সামাল দিতে তাদের হিমশিম খেতে হচ্ছিল। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে গেটে দায়িত্বে থাকা দুই মহিলা পুলিশ কনস্টেবল শম্পা দাঁ ও শিল্পী রায় শিশুটিকে একটি রুমের মধ্যে আরামদায়ক পরিবেশে রাখার আয়োজন করে দেন। কিন্তু আরামদায়ক পরিবেশটাই সদ্যোজাত ওই শিশুর জন্য যথেষ্ট ছিল না। মায়ের কোল এর অভাব বোধ করছিল বারবার। অগত্যা বিরাট দায়িত্বপূর্ণ এই পরীক্ষার গেটের দায়িত্বে থাকলেও দুই মহিলা কনস্টেবল কোলে ও কাঁধে নিয়েই ওই শিশুর মায়ের অভাব পূরণ করার চেষ্টা করলেন। চরম আদরে রাখার চেষ্টা করলেন দুজনেই। দাদু দিদা একটু স্বস্তি পেলেন। ছবি বাইট 2c তে Slug- 0809ZG_WMID_EXAM_CHILD_R
10
comment0
Report
ALArup Laha
Sept 07, 2025 16:15:48
Belna, West Bengal:
কু কথায় লাগাম পড়ছে না। এবার বিরোধী দলনেতার জন্মের ঠিক নেই বলে মন্তব্য করলেন বর্ধমান ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কোনার। রবিবার পূর্ব বর্ধমানের বণ্ডুল ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ সভা থেকে এমনই মন্তব্য করলেন। তিনি আরও বলেন, “এরকম একটা বিরোধীনেতা তৈরি করেছো যার জন্মের ঠিক নাই। সে কখনও শিশির অধিকারী-কে বাবা বলত কখনও তৃণমূল কংগ্রেস করার সময় বাংলার মমতাদিকে মা বলে সম্মান দিত। এখন বলছে পিসি আর ভাইপো আর বলছে ‘আমি মোদী কা বাচ্চা হে’, তো তুমি যদি মোদী কা বাচ্চা হও তো তুমি গুজরাটে বাস করো কাঁথিটা ছেড়ে দাও।তোমার নিজের এলাকায় সমবায় ভোট হয়েছে একটাও সিট পাওনি, বলছে ২০২৬ বিধানসভায় আমরা ক্ষমতায় বসবো। শমীক ভট্টাচার্য আর শুভেন্দু অধিকারী বলছে মুখ্যমন্ত্রী হবে, স্বপ্ন দেখছে। ২০২৬ এর বিধানসভা ভোটে নিশীথ কুমার মালিকের বিরুদ্ধে দাঁড়িয়ে দেখিয়ে যান। বর্ধমান উত্তরা বিধানসভা থেকে কত হাজার ভোটে হারবে। ৭০ টা আসন তো পাবেই না ৩০টা আসনও পাবে না। তুমি বিরোধীরা হতে পারবে না।” এই মন্তব্য নিয়ে কটাক্ষ করে বিজেপি নেতা মৃত্যঞ্জয় চন্দ্র বলেন, যাদের যেমন কালচার।তারা তো তেমনি বলবে। বাইট। মৃত্যঞ্জয় চন্দ্র (বিজেপি নেতা)। 070925ZG_BWN_LEADER
14
comment0
Report
CDChampak Dutta
Sept 07, 2025 16:15:31
Kaji Chak, West Bengal:
*পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে নজরদারি বিজ্ঞানীদের, 24 ইঞ্চি টেলিস্কোপের মাধ্যমে চলছে নজরদারী। পূর্ব ভারতের সবথেকে বড় টেলিস্কোপ বলে দাবি আয়োনোসফেরিক এন্ড আর্থকোয়েক রিসার্চ সেন্টার এন্ড অপটিক্যাল অবজারভেটারি কলকাতার ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের একটি শাখা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সীতাপুর গ্রামে অবস্থিত। অধ্যাপক সন্দীপ চক্রবর্তী, দেবাশীষ ভৌমিক, কুলদীপ বেলোয়াল রিসার্চ সাইন্টিস্ট। মহিত বিস্ট, সুব্রত গুড়াই রাত জেগে সীতাপুরের সেন্টারে নজর রেখেছেন চাঁদের উপর। প্রতিটি মুহূর্তের ছবি আপলোড হবে কম্পিউটারের। এক কথায় চাঁদের উপর রাতভর চলবে নজরদারি।* ছবি বাইট 2c তে SLUG- 0709ZG_WMID_MOON_R বাইট- (১) অধ্যাপক সন্দীপ কুমার চক্রবর্তী, ডিরেক্টর ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স কলকাতা।
14
comment0
Report
NRNarayan Roy
Sept 07, 2025 15:31:18
Siliguri, West Bengal:
*একটি বেসরকারি সংস্থার HR-কে 'বাংলাদেশি' বলে চাকরি থেকে ছাঁটাই!ঘটনায় ক্ষুব্ধ মেয়র* শিলিগুড়িতে অভিযুক্ত বেসরকারি সংস্থার নথি চেয়ে পাঠালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। গতকাল টক টু মেয়রে ফোন করে মেয়রকে অভিযোগ জানালেন অভিযোগকারী ওই ব্যক্তি। শিলিগুড়ির মেয়র গৌতম দেব আগামীকাল দেখা করতে যাবেন ছাটাই হওয়া ওই কর্মীর সাথে। 'বাংলাদেশি' তকমা দিয়ে এবার শিলিগুড়িতে একটি বেসরকারী চা কারবারি সংস্থার এইচআর-কে ছাঁটাইয়ের অভিযোগ উঠল! এমনকী সংশ্লিষ্ট সংস্থার অন্য কর্মীদের দিয়ে ওই এইচআর-কে মারধোরেরও অভিযোগ রয়েছে বলে জানাগেছে। ঘটনাটি গত ৩রা সেপ্টেম্বরের। আর ছাঁটাইয়ের নোটিশ পান গত ৪ঠা সেপ্টেম্বর। এমনকী শিলিগুড়ি থানার পুলিশ অভিযোগ নেয়নি বলেও অভিযোগ। নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা ওই কর্মী অভিষেক সেনগুপ্ত গতকাল “টক টু মেয়রে” ফোন করে শিলিগুড়ির মেয়র গৌতম দেব কে পুরো বিষয়টি নিয়ে নালিশ জানান। এবং তিনি এর বিচার চেয়েছেন। মেয়র গতকালই তাঁকে ফোনে আশ্বস্ত করেন। শিলিগুড়ি মেয়র গৌতম দেব বলেন “গুরুতর অভিযোগ। দুর্ভাগ্যজনক ঘটনা। ঘটনার পুরো নথি, অভিযোগের কপি চেয়ে পাঠিয়েছি।আগামীকাল সোমবার মেয়র অভিযোগকারী ব্যক্তির সঙ্গে দেখা করবেন। এদিকে মেয়রের কাছে নালিশ জানানোর পর অভিযোগ নিয়েছে শিলিগুড়ি থানার পুলিশ। অন্যদিকে, সংশ্লিষ্ট সংস্থার অন্যতম কর্তা নিকুঞ্জ বনসলের সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করলে তিনি “থ্যাঙ্ক ইউ” বলে কল কেটে দেন। FEED SEND BY 2C 0709ZG_SILI_BANGLA_R BYTE DETAILS: *অভিষেক সেনগুপ্ত। অভিযোগ কারী।
14
comment0
Report
ALArup Laha
Sept 07, 2025 15:31:10
Belna, West Bengal:
বর্ধমান থানার অন্তর্গত একটি এলাকায় এক মহিলাকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতি বর্ধমান শহরের পক্ষ থেকে বর্ধমান থানা ঘেরাও ও স্বরকলিপি দেওয়া হয়। তাদের দাবি ঘটনায় জড়িতদের দিষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। বাইট। সুপর্ণা ব্যানার্জী(গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সম্পাদিকা)। 070925ZG_BWN_THANA
14
comment0
Report
ALArup Laha
Sept 07, 2025 15:30:57
Belna, West Bengal:
সুপ্রিম নির্দেশিকা মেনে ৯ বছর পর রবিবার এসএসসি পরীক্ষা হল।রীতিমত কড়া পরীক্ষা পাহাড়ায় পরীক্ষা হল বর্ধমানে ।তবুও বেশ কয়েকজন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রের বাইরে বেরিয়ে এসে চরম ক্ষোভ উগড়ে দিলেন। ফের আর একবার দুর্নীতি ও স্বজনপোষণ অভিযোগ উঠলো এসএসসি পরীক্ষায়। অভিযোগ তুললেন বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাইস্কুলের বেশ কয়েকজন পরীক্ষার্থী। এক পরীক্ষার্থী জয়ত্রী বাউলিয়া বলেন, একদম পরিস্কার দেখলাম তার নামটা বারবার ইনভিজেলেটররা খুঁজে যাচ্ছে সে কে। একদম পাশাপাশি বসলো উত্তর করলো দেখলো উত্তর করলো। সে জে উত্তরপত্র পেয়েছে সেটা পরিস্কার বোঝা গেল। আমার সামনের ঘটনা। আমরা খুব অবসাদগ্রস্ত। এত বছর চাকরি করার পর এই দিন দেখতে হবে ভাবতে পারিনি। যারা দুর্নীতি করলো তারা কোন সাজা পেল না, অথচ সাজা পেলাম আমরা। এই ঘটনায় রীতিমত শোরগোল পড়েছে।পরীক্ষা শেষ হবার খানিকক্ষণ পরেই বিজেপি পক্ষ থেকে সামাজিক মাধ্যমে পোস্ট করা হয় গোটা বিষয়টি। পরীক্ষার্থীর বক্তব্যে ও ছবি দিয়ে বিজেপির পক্ষ থেকে পোস্ট করা হয় রবিবার বিকেলে। উল্লেখ্য, পূর্ব বর্ধমান জেলায় এ বছর নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য মোট ৩০ টি ও একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য মোট ২৩ টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে। জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য ১৫ হাজার ২৪৩ জন ও একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য ১২হাজার ৬৩৬ জন পরীক্ষার্থী রয়েছেন। বাইট। জয়ত্রী বাউলিয়া(পরীক্ষার্থী)। 070925ZG_BWN_BJP ক্যামেরায় সদন সিনহার সঙ্গে অরূপ লাহার রিপোর্ট।
14
comment0
Report
ALArup Laha
Sept 07, 2025 15:30:44
Belna, West Bengal:
পরীক্ষায় দৃষ্টি প্রতিবন্ধী এক শিক্ষিকার অভিযোগ, অতিরিক্ত সময় বঞ্চিত করে সমস্যায় ফেলল এসএসসি।রবিবার এসএসসি পরীক্ষায় দৃষ্টি প্রতিবন্ধী এক প্রাক্তন শিক্ষকাকে ঘিরে দেখা দিল বিতর্ক। অভিযোগ, পরীক্ষার শুরু থেকেই বারবার জানানোর পরও তাঁকে অতিরিক্ত সময় দেওয়া হয়নি। ফলে মানসিক চাপে পড়ে শেষ মুহূর্তে বারোটি প্রশ্নের উত্তর লিখতে হয়েছে। বিষয়টি নিয়ে তিনি ইতিমধ্যেই এসএসসি চেয়ারম্যানকে মেল করেছেন এবং মুখ্যমন্ত্রীর কাছে মানসিকভাবে দেখার আর্জি জানিয়েছেন। পরীক্ষার্থীর নাম হাবিবা হাবিব। তিনি পূর্ব বর্ধমানের রাইপুর কাশিয়ারা স্কুলে নবম-দশম শ্রেণিতে বাংলা পড়াতেন। শনিবার বর্ধমান ওমেন্স কলেজে তাঁর পরীক্ষা ছিল। হাবিবার দাবি, তিনি আগেই বর্ধমান এসএসসি রিজিওনাল অফিসে যোগাযোগ করেছিলেন। সেখান থেকে তাঁকে জানানো হয়েছিল, পরীক্ষার সময় অতিরিক্ত সময় ও প্রয়োজনে আলাদা করে বসে পরীক্ষা দেওয়ার সুযোগ মিলবে। কিন্তু পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তাঁর দৃষ্টি প্রতিবন্ধী সার্টিফিকেট দেখানো সত্ত্বেও সেই সুযোগ দেননি। হাবিবা বলেন, “শুরু থেকেই বারবার জানিয়েছি আমি দৃষ্টি প্রতিবন্ধী। তবুও আমাকে কোনও বাড়তি সময় দেওয়া হয়নি। এর ফলে আমি নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারিনি। শেষ মুহূর্তে তাড়াহুড়ো করে বারোটি প্রশ্নের উত্তর লিখতে হয়েছে।” এই ঘটনায় পরীক্ষার্থীর ক্ষোভ ও ক্ষোভের সুর ছড়িয়ে পড়েছে। বাইট। হাবিবা হাবিব(পরীক্ষার্থী)। 070925ZG_BWN_HABIBA
14
comment0
Report
Advertisement
Back to top