Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

RSS के 100 साल: जलपाईगुड़ी में भव्य शोभायात्रा और कार्यक्रम

PDPradyut Das
Sept 21, 2025 15:17:31
Jalpaiguri, West Bengal
2C 2109ZG_JAL_RSS_RALLY_R1 সংঘ শতবর্ষ কার্যক্রম। ভোটের আগে বাংলায় সক্রিয়তা বাড়াচ্ছে RSS, সংঘের ১০০ বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নানান কার্যক্রম , চলবে ২০২৬ বিজয় দশমী পর্যন্ত। সনাতন সংস্কৃতিকে জাগিয়ে তোলার যে কাজ, সেটা আমরা ১০০ বছর ধরে করছি, সেই কাজই আমরা করে চলছি বলে জানান, জলপাইগুড়িতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শিলিগুড়ি বিভাগের দায়িত্বে উমেশ চন্দ্র বর্মন। পূর্ণ গণবেসে একত্রীকরণ ও পথসঞ্চচলন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ জলপাইগুড়ি নগর। মহালয় শুভ লগ্নে জলপাইগুড়ি শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের শতবর্ষ পূর্তি আসন্ন। জলপাইগুড়ি নগরে অনুষ্ঠিতব্য শতবর্ষ পূর্তির প্রাক মুহূর্তে প্রথম কার্যক্রম মহালয়ার পণ্য তিথিতে পূর্ণ গনবেসে একত্রীকরণ ও পথসঞ্চালন। রবিবার বিকেল নাগাদ জলপাইগুড়ি নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগার ময়দানে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জলপাইগুড়ি শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ক্যামেরা :- ঋষি চক্রবর্তীর ( জলপাইগুড়ি )
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
KMKIRAN MANNA
Sept 21, 2025 15:32:19
4
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Sept 21, 2025 15:20:33
Kolkata, West Bengal:*বাগবাজারে তর্পণ শেষে শমীক ভট্টাচার্যের বাইট* *প্রসঙ্গ তর্পণ* আমাদের পরিবার প্রিয়জন যারা আমাদের সঙ্গে ছিলেন কিন্তু আজ আর আমাদের মধ্যে নেই, তাদের সকলকে স্মরণ করতে ভারতীয় সংস্কৃতি সভ্যতা অনুযায়ী এই তর্পনের রেওয়াজ। ব্যক্তিগতভাবে প্রতিবছর তর্পণ করতে আসি শুধু পরিবারের জন্য নয়, আমি যে পরিবারের সদস্য অর্থাৎ আমার পার্টি, তার যত সদস্য, সমর্থক শহীদ হয়েছেন, গত ১০ বছরে সেই সংখ্যাটা এখনো পর্যন্ত ২৮৭। তাদের কথাও স্মরণ করলাম আজকে। ২০২১ সালের পর ২৭ দিনে আমাদের 56 জন কর্মী খুন হয়েছিলেন। তার মধ্যে মহিলা ও ছিলেন। তাদের প্রত্যেকের উদ্দেশ্যেই শ্রদ্ধা জ্ঞাপন ও স্মৃতিচারণ করলাম এই তর্পণ এর মাধ্যমে । *নির্বাচনে রক্তপাত বন্ধ করা* আগামী নির্বাচন যাতে রক্তক্ষয়ী না হয়, সেই প্রার্থনা সব সময় করি। সেই প্রার্থনা আজও করেছি ।বাংলার মানুষেরও সেটা করা উচিত। ভ্রাতৃ হত্যার মধ্য দিয়ে কোনদিন পৃথিবীর কোথাও শান্তি প্রতিষ্ঠা হয়নি। অন্য রাজ্য যারা এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পেরেছে তারা উন্নতি করেছে। আগে আমরা বিহারের কথা কাগজে পড়তাম। উত্তরপ্রদেশের কথা পড়তাম। আমাদের প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বিভিন্ন ঘটনা ঘটতো আর প্রতি কথায় উনি বিহার উত্তরপ্রদেশের উদাহরণ দিতেন। পশ্চিমবঙ্গের একটা তুলনামূলক পরিসংখ্যান তিনি আলোচনায় রাখতেন। আজ বিহার উত্তরপ্রদেশের রাজনীতি যা ছিল তা থেকে বেরিয়ে আসতে পেরেছে। কিন্তু বঙ্কিমচন্দ্র, বিবেকানন্দ, রবীন্দ্রনাথের জন্মভূমি যারা গোটা দেশকে পথ দেখিয়েছে, তারাই এই হানাহানি রাজনীতি থেকে বের হতে পারছে না। *প্রেসিডেন্ট থাকার সময় সহিত দর্পণ করেছি, এখন যারা আছে তারা করবে: দিলীপ ঘোষ* দিলীপ দা কে প্রশ্ন করেছেন। দিলীপ দার উত্তর থেকেই আপনি এই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আমি দায়িত্বে আছি তার কথামতো। আর আমি যখন সভাপতি ছিলাম না তখনও শহীদ তর্পণ করতাম। *আগে থেকে পুজো উদ্বোধন* এখন দেবীপক্ষ সূচনা হয়েছে। যদিও আমাদের মুখ্যমন্ত্রী অনেক আগে থেকেই বাঙালি আবেগকে মর্যাদা দিয়ে ভারতীয় ঐতিহ্য সংস্কৃতি পরম্পরার গণ্ডিকে ভেঙে দিয়ে উনি পিতৃপক্ষই দেবী পক্ষের সূচনা করে দিয়েছেন। এটা হিন্দু বলেই সম্ভব। মুসলিম বা খ্রিস্টানদের যদি কোন আচার হতো তাহলে উনি এটা করতে পারতেন না। উনি হিন্দু সমাজের যে পুজোর জন্য অপেক্ষা ঐতিহ্য সেই সবগুলো ফুতকারে উড়িয়ে দিয়ে উনি পিতৃপক্ষকেই মাতৃ বন্দনা শুরু করে দিয়েছেন। *সুকান্তকে সাইড করা হচ্ছে* তৃণমূল কি বলছে তাই নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ কি আর আলোচনা করে? তৃণমূলের কোন বক্তব্যের গ্রহণযোগ্যতা এই মুহূর্তে রাজ্যবাসীর কাছে নেই।আপনাদের অবগতির জন্য জানাই এটা দুর্গাপুজো সংক্রান্ত কোন ব্যাপার নয়। এক ভারত শ্রেষ্ঠ ভারত। ভারতবর্ষের যে সাংস্কৃতিক মেলবন্ধন তা জোরদার করতেই এই প্রয়াস। অন্যান্য সম্প্রদায়ের মানুষ অন্য রাজ্যের মানুষ এই সময় পশ্চিমবঙ্গে আসেন আমাদের বাঙালিরা যেখানে যেখানে বাঙালি আছেন সেখানে যাচ্ছেন। দেশের বাইরে ও যাচ্ছেন এর সঙ্গে ভোটের রাজনীতির কোনো সম্পর্ক নেই। যদি কোন মতাদর্শহীন এবং কর্মসূচিহীন রাজনৈতিক দল নিজেকে রাজনৈতিক দল বলে মনে করে তাহলে তারা এরকমের মন্তব্য করে। *তৃণমূল জেলা সভাপতি খুন* তৃণমূল জেলা সভাপতি খুন হয়েছেন তা নিয়ে কি সিবিআই তদন্ত দাবি করা হয়েছে? যদি ভালো করে বিষয়টি তদন্ত করা যায় নিশ্চয়ই উঠে আসতে পারে যে এর পিছনে তৃণমূলই রয়েছে। *চন্দ্রনাথ সিংহ গ্রেপ্তার* চন্দ্রনাথ সিংহরা কোন ফ্যাক্টর নয়, উনারা ২ পার্সেন্ট পাঁচ পারসেন্ট এর কাজ করেছেন। তৃণমূল আজকে এমন একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলেছেন যেখানে আলু বিক্রি হবে শিক্ষকের চাকরি ও বিক্রি হবে। একটা উদার উন্মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা। *মহালয়ার আগে পূজা উদ্বোধন* এগিয়ে বাংলা। স্বয়ং দেবাদিদেব মহাদেব তিনি মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে নবান্নের স্পিড পোস্টে চিঠি পাঠিয়েছেন। বলেছেন, দেবী দুর্গার প্রতি তোমার এই উচ্ছ্বাস এ আমাকেও মুগ্ধ করছে আমার ধ্যান ভঙ্গ করে দিচ্ছে। আমার স্ত্রীকে যেভাবে তুমি আগে নিয়ে চলে এলে তাতে আমি স্তম্ভিত আমি তোমার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। *মুখ্যমন্ত্রীর এন আর সি গান* এই বাংলা কেউই চেনে না পিতৃপক্ষে মাতৃবরণ কেউই চেনে না। এই বাংলা আশ্বিনের শারদ প্রাতে শুনে মাতৃপক্ষের সূচনা করত। কিন্তু মুখ্যমন্ত্রী যে বাংলা এখন তৈরি করেছেন সেই বাংলা উনি নিজেই চেনেন না। তৃণমূল তৃণমূলকে মারছে মরছে। মুসলমান মারছে মুসলমান মেরেজ উনি জানতে উনি চিনতে পারছেন না
0
comment0
Report
AGAyan Ghosal
Sept 21, 2025 15:20:26
Kolkata, West Bengal:JBSB LADY PUJA যুগের পর যুগ মায়ের আরাধনা চলে। বনেদি বাড়ির চৌকাঠ ভেঙে বেরোনো বারোয়ারী পুজো কালক্রমে আরো এগিয়ে এখন আপাদমস্তক থিমের প্রদর্শনী। পাশাপাশি শহরের এরকম প্রচুর পুজো রয়েছে যেগুলো সম্পূর্ণ ভাবে মহিলা অর্থাৎ নারী শক্তি পরিচালিত। যেখানে জুতো সেলাই থেকে চন্ডিপাঠের যাবতীয় দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করে চলেছেন নারীরাই। ২০২৪ সালের পুজোর আগে আর জি কর। দিন রাত এক করে রাস্তায় নেমে গণ প্রতিবাদ। যার সিংহভাগ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা ছিল সমাজের সর্বস্তরের সমস্ত বয়সী নারীদের। পুজো হয়েছিল এক সম্পূর্ণ অন্য আবহে। কার্যত পুজো বনাম প্রতিবাদ লড়াই চলেছিল সমান্তরাল ভাবে। ২০২৫ এর পুজোর আগে ফের পাঁশকুড়া। আবারও প্রতিবাদ। আবারও পুজো আসন্ন। শহরের সম্পূর্ণ মহিলা পরিচালিত পুজোর অন্যতম কালীঘাট অ্যানন ক্লাব। মহালয়ার সকালে প্রতিমা পাড়ায় নিয়ে যেতে কুমোরটুলি গিয়েছিলেন ক্লাবের সদস্যরা। প্রশ্ন ছিল মাতৃশক্তির আরাধনা বনাম নারীত্বের অবমাননার। কি বললেন তাঁরা? ৫ টা বাইট শহরের দ্বিতীয় সম্পূর্ণ মহিলা পরিচালিত পুজো অভিজাত বালিগঞ্জের বৈশাখী সংঘের। সেখানে ক্লাব সদস্যদের গলায় উঠে এল এক ভয়ের কথা। কোনো কারণেই বদলানো যাচ্ছে না পুরুষের দৃষ্টিভঙ্গি। যে মায়ের আরাধনা প্রস্তুতি চলছে শহর জুড়ে, সেই মায়ের পুজোয় কোনোদিন বেশি রাত হয়ে গেলে কতটা শঙ্কিত হতে হয় একজন পুরুষ সঙ্গী ছাড়া? উদ্বেগ গোপন রাখেন নি পুজোর উদ্যোক্তারা। একাধিক সদস্য এমনও বলছেন, কোনো একটা বছর হয়তো আর পুজোর আগে তাদের এই প্রশ্ন শুনতে হবে না। হয়তো নারীত্ব তার মেয়াদকাল পার করবে সসম্মানে। এমন দিনের আশায় বুক বাঁধছেন অনেকে। বাইট ৫ টা বাইট ওয়াক থ্রু
0
comment0
Report
MCMoumita Chakraborty
Sept 21, 2025 15:20:06
Kolkata, West Bengal:Exclusive :: আরএসএস এর শত বর্ষের জন্য মুদ্রিত পত্রিকায় উঠে এলো রাজ্যের অনুপ্রবেশ। রাজ্যের তৃণমূল সরকারের সময় থেকে কার্যত রাজ্যের অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ। মুসলিম ভোট ব্যাংকের জন্য ও ভোটের রাজনীতির জন্য এই অনুপ্রবেশকে দৃষ্টি গোচর করে রাখার কথা উল্লেখ। যার ফলে দেশ বিরোধী কাজ চলছে বলেও উল্লেখ।এছাড়াও বাংলাদেশের হিন্দু নিধন নিয়েও উদ্বিঘ্ন আরএসএস সে কথাও উল্লেখ পুস্তকে এছাড়াও কবি দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতা শত বর্ষের মুদ্রিত পুস্তিকায় ব্যবহার করা হয়েছে। ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা এই গানটি সংকলনের শেষে মুদ্রিত করা হয়েছে বাংলা বাঙালি নিয়ে রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে সর্ব ভারতীয় স্তরে কার্যত জায়গা দেওয়া হলো এই বাংলা কবির কবিতা কে
0
comment0
Report
ASAyan Sharma
Sept 21, 2025 15:19:52
Kolkata, West Bengal:#EWS SCAM_IN MEDICAL COLLEGE # ST সার্টিফিকেট এর পর এবার EWS । MBBS এর দ্বিতীয় রাউন্ড এর কাউন্সেলিংয়ে EWS সার্টিফিকেট নিয়ে ভর্তি প্রক্রিয়ায় অংশ নেওয়া সন্দেহজনক ১৮ জনের নাম। ওবিসি সার্টিফিকেট থাকলেও,কোনমতে ভুয়ো EWS সার্টিফিকেট রাজ্যের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তি প্রক্রিয়ায় অংশ নিয়েছে। স্টুডেন্ট অফ মেডিকেল ইউনিয়ন এর তরফ থেকে মেইল করে অভিযোগ অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরে। অনুরোধ করা হয়েছে ,এই সমস্ত পড়ুয়াদের রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির আগে যেনো, নথিপত্র যাচাই করে দেখা হয়। # জি ২৪ ঘন্টার হাতে এবার ১৮ জন সন্দেহজনক পড়ুয়ার তালিকা। ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এই ১৮ জন পড়ুয়া। বিভিন্ন মেডিকেল কলেজে লিস্টে নাম উঠেছে এই পড়ুয়াদের। # এদের মধ্যে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ ১ জন , উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ১জন , কলকাতা মেডিকেল কলেজ ১ জন, বর্ধমান মেডিকেল কলেজে ১ জন। বারাসাত ব্যারাকপুর রোডের একটি বেসরকারি মেডিকেল কলেজে ৩ জন,কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতালে ২ ,মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন,কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজে ১ জন, জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজে ১ জন, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ১, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ১ জন, এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালে ১ , কল্যাণী জে এন এম হাসপাতালে ১জন।শুধুমাত্র তালিকায় থাকা একজনের নাম ওঠেনি কোন মেডিকেল কলেজের মেধা তালিকায়। # অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের পাশাপাশি, বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল দের কাছেও মেইল করে অভিযোগ জানানো হয়েছে। *অভিযোগ এই ১৮ জন পড়ুয়ার ওবিসি সার্টিফিকেট থাকলেও,তারা কোন না কোন ভাবে ভুয়ো EWS সার্টিফিকেট বানিয়ে ভর্তি প্রতিক্রিয়ায় অংশ নিয়েছে।রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর ছাড়াও,১৪ টি মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল এর কাছে অভিযোগ দায়ের । *সূত্রের খবর ,এমনই অভিযোগ পাওয়ার পরই ,সতর্ক রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর।খোঁজ শুরু পড়ুয়াদের* Note - ১. মেইল এর কপি,১৮ ভুয়ো ews সার্টিফিকেট নিয়ে যারা ভর্তি হয়েছেন তাদের তালিকা(যেহেতু সন্দেহজনক তাই টিভি তে দেখানো যাবেনা) ২.ওবিসি কাউন্সেলিং এর ফাইল ছবি 3.ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের নেতা অনিকেত মাহাতোর বাইট (injest - 19.09.25)
2
comment0
Report
KMKIRAN MANNA
Sept 21, 2025 15:19:45
Dihierench, West Bengal:পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে এসে উপস্থিত হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।দুপুর ১২ টা নাগাদ এসে পৌঁছন পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে।আজ তিনি আসলেও সুপার ছুটিতে ছিলেন।শুভঙ্কর সরকার বলেন ডেপুটি সুপার থাকা প্রয়োজন কিন্তু এই হাসপাতালে ওই পদ নেই।অভিযুক্ত আব্বাসের বিরুদ্ধে যাতে সুপার নিজে পদক্ষেপ নেন সেই অনুরোধ করেন সুপারকে।এই কেস টাও আর কিছুদিন পরেই আর জি করের মত অবস্থা হবে।এই হাসপাতালে অবিলম্বে একটি কমপ্লেইন বক্স এর ব্যবস্থা করা উচিত সেটাও হবে ডিজিটাল কমপ্লেইন।আব্বাস কার সুপারিশে চাকরি পেয়েছিল সেই প্রশ্ন তোলেন এবং রিলেইবেল নামক প্রাইভেট সংস্থাকে ব্ল্যাক লিস্টেড করার কথা বলেন।একটি সরকারি হাসপাতালে নির্যাতনের ঘটনা নিন্দনীয়।রোগী কল্যাণ সমিতি সব রাজনৈতিক দলের লোক নিয়ে গঠন করা দরকার।আর জি করের ঘটনায় যৌন লালসা সামনে রেখে আসল ঘটনা পেছনে রাখা হয়েছিল।এই স্থানেও আসল ঘটনা পেছনে রয়েছে।সরকারের কোনো প্রভাবশালী ব্যক্তির প্রসঙ্গ তোলেন এবং বলেন যার কথা বার বার উঠছে সেই ব্যক্তির কথাই তিনি বলতে চেয়েছেন প্রসঙ্গন্তরে তিনি প্রাক্তন মন্ত্রীর সৌমেন মহাপাত্রর ছেলে বোধিসত্ত্ব মহাপাত্রর প্রসঙ্গ তোলেন। BYTE শুভঙ্কর সরকার। প্রদেশ কংগ্রেস সভাপতি
1
comment0
Report
PCPartha Chowdhury
Sept 21, 2025 15:19:08
Bardhaman, West Bengal:বটবৃক্ষের ছায়ায় বেঁচে থাকুক রাজা। মহালয়ায় ভোরে টাউনহলে রাজস্মরণ। সম্প্রতি থ্যালাসেমিয়া জীবন কেড়ে নিয়েছে শাপলা শালুক পত্রিকার সম্পাদক, কবি, সাংবাদিক রাজা দেবনাথকে। সশরীরে রাজা আজ নেই। মহালয়ার পূণ্য প্রভাতে সকলের মধ্যে বাঁচিয়ে রাখার প্রয়াস শুরু হল বর্ধমান টাউন হল চত্বরে একটি বটবৃক্ষ রোপনের মাধ্যমে। নিজের পত্রিকার সম্পাদক ছাড়াও রাজা একাধিক সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। এদিন রাজার স্মৃতিতে বর্ধমান টাউন হল মাঠে বট বৃক্ষের চারা রোপণ করা হলো। কর্মসূচিতে উপস্থিত থাকা রাজার প্রিয় মানুষেরা জানান,বট গাছটি বড় হবে, সেটা শীতল ছায়া দিলে সেখানে মানুষ এসে একটু শান্তিতে বসতে পারবে। আর এছাড়াও বটবৃক্ষের যে ফল সেই ফল পাখিরা খেতে পারবে, পাখিদের কলকাকলি তে ভরে উঠবে টাউন হল প্রাঙ্গন। এভাবেই রাজা বেঁচে থাকবে মানুষের মনের মধ্যে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন,রাজ্যের প্রাক্তন সহ তথ্য অধিকর্তা অরবিন্দ সরকার, গোলাপবাগ পত্রিকার সম্পাদক প্রণব চট্টোপাধ্যায়, বর্ধমান মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুনাভ চক্রবর্তী,বিশিষ্ট সাংবাদিক ঋষিগোপাল মন্ডল, অরূপ লাহা, সুপ্রকাশ চৌধুরী, ও রাজার একমাত্র বোন শুভ্রা দেবনাথ। সঞ্চালনায় ছিলেন রাজা দেবনাথ এর প্রিয়জন সাংবাদিক পার্থ চৌধুরী, এছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান সহযোদ্ধার সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় এবং পরিবেশপ্রেমী বট মুন্সি। বট মুন্সি বটগাছটি রক্ষণাবেক্ষণের কথা দিয়েছেন। আয়োজকরা পুরপ্রধান পরেশ সরকার সহ পুর কতৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। তারা আরো জানান, আগামীদিনে শাপলা শালুক' পত্রিকা অনলাইনে প্রকাশের উদ্যোগ নেওয়া হবে। বাইট : ১) অরবিন্দ সরকার ( প্রাক্তন সহ তথ্য অধিকর্তা) ২) অরুণাভ চক্রবর্তী ( শিক্ষক, লেখক) ৩) বট মুন্সি/ সুফি আলম মুন্সি ( পরিবেশপ্রেমী)। 2109ZG_BWN_BAT
0
comment0
Report
BSBidhan Sarkar
Sept 21, 2025 15:18:54
Chinsurah, West Bengal:বাজে ছেলে দুষ্কৃতি একজন, যাকে ডানকুনি যুব সভাপতি করা হয়েছে,অভিযোগ কোনো বিরোধী দলের না,খোদ তৃনমূল কাউন্সিলরের।যা নিয়ে শোরগোল ডানকুনি শহরে। গতকাল তৃনমূল কংগ্রেসের ব্লক শহর মহিলা ও শ্রমিক সংগঠনের সভাপতি সহ সভাপতিদের নাম ঘোষনা করা হয় তৃনমূলের তরফে। ডানকুনি শহর যুব সভাপতি করা হয় জিয়ারুল আকন কে। আর এর পরই ক্ষোভের বহিঃপ্রকাশ হতে দেখা যায়। ডানকুনি পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্য কুমার দে'র অভিযোগ যাকে যুব সভাপতি করা হয়েছে সে একটা দুষ্কৃতি।বারে গিয়ে টাকা ওড়ায়,একাধিক নারী সঙ্গ তার।এ দলই করেনি কোনো দিন।এটা বলতে আমার খারাপ লাগছে।ডানকুনি শহর তৃণমূল কংগ্রেস জিয়ারুল আকনকে মানবে না।যাকে খুশি করুক যার ইমেজ স্বচ্ছ আছে।আমাকে দল তাড়িয়ে দিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে নির্বাচন করব।দলের নেতৃত্বের কাছে আবেদন জিয়ারুল আকনের ডিআইবি রিপোর্টটা দেখে নিন।তারপর যা শাস্তি দেবেন মাথা পেতে মেনে নেব। জিয়ারুল আকন বলেন,এটা পরিবারের ব্যাপার দাদা ভাই এর ব্যাপার।হয়ত তার রাগ হয়েছে সেটা বসে মিটিয়ে নেব। সিপিআইএম ডানকুনি এড়িয়া কমিটির সম্পাদক মনোজ গায়েন বলেন,তৃনমূল যে আপাদমস্তক চোর দূর্নীতিগ্রস্থ একটা দল সেটা বাংলার মানুষ বলছিল এখন তৃনমূলের কাউন্সিলর বলছেন।ভালো কথা।ওদেরকে সভাপতি হবে এটা নিয়ে ডানকুনির মানুষের মাথাব্যথা নেই।কিন্তু কাউন্সিলর সূর্য বাবু এটা বলছেন না তো রাজ্যে আট হাজার স্কুল বন্ধ।এখানে কাজ না পেয়ে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে। ডানকুনির বিজেপি নেতা গুঞ্জন চক্রবর্তী বলেন,প্রত্যেকটা মানুষ জানে তৃনমূল মানে কি।মানুষ এদের প্রতি বীতশ্রদ্ধ হয়ে গেছে। শুধু ডানকুনি না,তৃনমূল সাংগঠনিক রদ বদল নিয়ে উত্তরপাড়া চুঁচুড়া সহ জেলার ব্লক শহরে ক্ষোভ দেখা দিচ্ছে। সমাজ মাধ্যমে দলের কর্মিদের মন্তব্য থেকেই তা স্পস্ট।।।
0
comment0
Report
PDPradyut Das
Sept 21, 2025 15:18:47
Jalpaiguri, West Bengal:2C 2109ZG_JAL_RSS_RALLY_R সংঘ শতবর্ষ কার্যক্রম। ভোটের আগে বাংলায় সক্রিয়তা বাড়াচ্ছে RSS, সংঘের ১০০ বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নানান কার্যক্রম , চলবে ২০২৬ বিজয় দশমী পর্যন্ত। সনাতন সংস্কৃতিকে জাগিয়ে তোলার যে কাজ, সেটা আমরা ১০০ বছর ধরে করছি, সেই কাজই আমরা করে চলছি বলে জানান, জলপাইগুড়িতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শিলিগুড়ি বিভাগের দায়িত্বে উমেশ চন্দ্র বর্মন। পূর্ণ গণবেসে একত্রীকরণ ও পথসঞ্চচলন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ জলপাইগুড়ি নগর। মহালয় শুভ লগ্নে জলপাইগুড়ি শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের শতবর্ষ পূর্তি আসন্ন। জলপাইগুড়ি নগরে অনুষ্ঠিতব্য শতবর্ষ পূর্তির প্রাক মুহূর্তে প্রথম কার্যক্রম মহালয়ার পণ্য তিথিতে পূর্ণ গনবেসে একত্রীকরণ ও পথসঞ্চালন। রবিবার বিকেল নাগাদ জলপাইগুড়ি নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগার ময়দানে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জলপাইগুড়ি শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ক্যামেরা :- ঋষি চক্রবর্তীর ( জলপাইগুড়ি )
0
comment0
Report
PDPradyut Das
Sept 21, 2025 15:18:33
Jalpaiguri, West Bengal:2C 2109ZG_PA_JAL_RAJBARI_DURGA_PUJA_R1 জলপাইগুড়ি রাজবাড়িতে ৫১৬ বছরের দুর্গাপূজার সূচনা, মহালয়ার পূর্ণ লগ্নে চক্ষুদানের মধ্য দিয়ে উত্তরবঙ্গের জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ির পুজোর সূচনা হলো। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপাইগুড়ি রাজবাড়িতে শুরু হলো ৫১৬ বছরের প্রাচীন দুর্গাপূজা। শুভ মহালয়ার পূর্ণ তিথিতে চক্ষুদানের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক সূচনা হয়। প্রাচীন এই পূজা ঘিরে রাজবাড়ি ও আশপাশের এলাকায় উৎসবের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয় মানুষ থেকে ভক্ত সকলের মধ্যেই উৎসাহ চোখে পড়ার মতো। জলপাইগুড়ি রাজবাড়ির দুর্গাপূজা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ইতিহাস ও সংস্কৃতির এক জীবন্ত সাক্ষ্য বহন করে চলেছে। প্রাচীন রীতি ও আচার বজায় রেখে আজও পূজার আয়োজন হয়ে আসছে, যা উত্তরবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্যে বিশেষ গুরুত্ব বহন করে। এরই পাশাপাশি, রাজ পরিবারের নিয়ম মেনে এই পুজোয় মাকে আমিষ ভোগ দেওয়া হয়ে থাকে বলে রাজ পরিবারের পুরোহিত শিবু ঘোষাল জানান। রিপোর্ট:- প্রদ্যুত দাস ক্যামেরা:- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি)
0
comment0
Report
Advertisement
Back to top