Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purulia723101

पुरुलिया दुर्गा पूजा: मंडप का नाम 'सोल', 50 साल का जश्न

MMManoranjan Mishra
Sept 28, 2025 17:49:29
Purulia, West Bengal
পুরুলিয়া: বলিউডের বিখ্যাত সিনেমা সোলের সিনমার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে পুরুলিয়া শহরের দর্জিপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির এবছর মণ্ডপের নাম রাখা হয়েছে সোলে। সিনেমার বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে মন্ডপ সজ্যায় । সাধারণ মানুষের নজর কাড়ছে এই পুজো কমিটির।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DSDIBYENDU SARKAR
Sept 28, 2025 17:56:37
Arambag, West Bengal:আরামবাগের তিনের পল্লী(পুজো পরিক্রমা) --------------------------------------------- এবারে এই ক্লাবের পুজো ৩২ বছরে পা দিল। তিনের পল্লী ক্লাবের পুজোও সুনামের সাথে চলে আসছে।এই ক্লাবও অনেক পুরস্কার পেয়েছে। পুজোর থিম "কাবুলিওয়ালা", মন্ডপ সজ্জায় আছেন নিতাই ও তার সহ কর্মীরা। প্রতিমা হল ডাক সাজের। কৃষ্ণ পাল হলেন মৃৎ শিল্পী।এই ক্লাবও সরকারি অনুদান পায়।এরাও বস্ত্র বিতরণ করবেন ।পাশাপাশি নরনারায়ণ সেবাও করায় এই ক্লাব। ক্লাবের দায়িত্বে - শান্তি নাথ মন্ডল।ইনি এই ক্লাবের কোষাধ্যক্ষ। তিনি বলেন,পুজোর থিম ও আলোক সজ্যায় নির্ভর করে আমরা প্রাইজও পেয়েছি।এবারেই আশা করছি কিছু একটা স্থান অর্জন করব আমরা। স্লাগ--- 2809ZG_ARM_3PALLI_R ছবি আছে 2Cতে।
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Sept 28, 2025 17:56:20
Arambag, West Bengal:আরামবাগঃ২৮ সেপ্টেম্বর ----------------------------------------------(পুজো পরিক্রমা) ১) মানিক সংঘ ***************************** আরামবাগের মানিক সংঘের দুর্গা পুজো আরামবাগ শহরের এক অন্যতম সেরা পুজো।জেলার অন্যান্য অংশের থেকেও কোন অংশে কম যায় না।সরকারি বা বেসরকারি ভাবে সেরা পুজো বা মন্ডপের পুরস্কারও পায় এই ক্লাব।এই ক্লাবের পুজো এবারে 88তম বর্ষে পা দিল। এবারে এদের পুজোর থিম, "মাটির টানে মাতৃ রূপ" সায়ন চক্রবর্তী, সমীর সিং এরা মন্ডপ সজ্জ্যায় নিয়োজিত। আর প্রতিমা গড়েছেন - রাজা।এই ক্লাব সরকারি অনুদান পায়। ক্লাবের দায়িত্বে থাকা সম্পাদক মিঠুন মাল জানান,এবারে অসহায় দরিদ্র মানুষকে বস্ত্র দান করা হবে।নরনারায়ণ সেবাও করা হবে।আলোক সজ্যায় এদের জুরি নেই। স্লাগ--- 2809ZG_ARM_MANIK_SANGHA_R ছবি আছে 2 C তে।
0
comment0
Report
EGE GOPI
Sept 28, 2025 17:54:47
Kharagpur, West Bengal:এবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর রেল শহরের সাউথ ইস্ট ডেভেলপমেন্ট এলাকার সংঘশ্রী ক্লাব জেলায় শ্রেষ্ঠ দুর্গাপুজোর মর্যাদা পেয়েছে। উল্লেখযোগ্যভাবে, এই পুজো টানা ৪৭ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে, এবং এই বছর সংঘশ্রী ক্লাবের ৪৭তম বর্ষ। এই বছর সংঘশ্রী ক্লাবের থিম ছিল "সবুজ অয়ন" – যার মূল বার্তা, "ধ্বংস হচ্ছে পৃথিবী, তাই গাছ লাগান, প্রাণ বাঁচান।" পরিবেশ সচেতনতা মূলক এই ভাবনাটি শুধুমাত্র দৃষ্টিনন্দন নয়, বরং সমাজে একটি গভীর বার্তা পৌঁছে দিচ্ছে। প্রায় ৬০০০টি গাছ ব্যবহার করে তৈরি হয়েছে পুজোর মণ্ডপ, যা পরে স্থানীয় মানুষদের মধ্যে বিতরণ করে রোপণ করা হবে। মণ্ডপ তৈরিতে ব্যবহার হয়েছে প্রাকৃতিক ও পরিবেশবান্ধব উপাদান – যেমন বাঁশ, খড়, পাতা ও পাট। এমনকি দেবী দুর্গার প্রতিমাও তৈরি হয়েছে পাতা ও কাঠ দিয়ে, যা একেবারেই অভিনব এবং নজরকাড়া। পরিবেশ রক্ষার বার্তা, সৃজনশীল উপস্থাপনা ও দীর্ঘ ৪৭ বছরের ঐতিহ্যকে একত্রিত করে, সংঘশ্রী ক্লাব এবারের দুর্গাপুজোয় একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Sept 28, 2025 17:54:03
Arambag, West Bengal:আরামবাগঃ২৮ সেপ্টেম্বর --------------------------------------------- পুজো পরিক্রমা -------------------------------------------- দৌলতপুর যুবশক্তি নাট্য মন্দির ------------------------------------------------------------------------------------------ আরামবাগ শহরের সেরা পুজোর মধ্যে অন্যতম আকর্ষনীয় ও সেরা দুর্গা পুজো হল দৌলতপুর যুবশক্তি নাট্য মন্দিরের দুর্গা পুজো। প্রতিবছরই সেরার পুরস্কার পায় এরা।এবারে এদের পুজো ৫৬ বছরে পা রাখল। পুজোর থিম "ইচ্ছে ডানা"।পাখির আদলেই মূর্তি তৈরি হয়েছে ।এই ক্লাবও পুজোর অনুদান পায়।সাত লক্ষ টাকার মত বাজেট।ক্লাব সহ পাড়ার প্রতিবেশীরা মিলে মন্ডপ করেছেন। প্রতিমা করেছেন- প্রদীপ দাস। বস্ত্র বিতরণ ও নানান সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে পুজোর দিন গুলি।পুজোর দায়িত্বে আছেন - বাপ্পা পাখিরা।তিনি জানান, সরকারি প্রক্লপ গুলির ব্যানার দেওয়া হয়। স্লাগ--- 2809ZG_ARM_DOULATPUR_R ছবি আছে 2 C তে।
0
comment0
Report
Navaratri 2025
Advertisement
Back to top