Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
84111

Pujo से पहले न्यूटाउन में पुलिस को मिली 10 इलेक्ट्रिक बाइक, NGO सहयोग

NHNantu Hazra
Sept 26, 2025 08:04:43
Salt Lake City, Utah
Good news for Newtown Basi in Pujo. Police have been given 10 electric bikes in collaboration with a non -governmental organization for the security of Newtown. পুজোতেই নিউটাউন বাসির জন্য সুখবর। নিউটাউনের নিরাপত্তার জন্য একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় ১০ টি ইলেকট্রিক বাইক দেওয়া হলো পুলিশকে।আজ তার শুভযাত্রা শুরু করা হয়। উপস্থিত ছিলেন বিধান নগর কমিশনারেট এর পুলিশ কমিশনার মুকেশ কুমার। পুজোর আগে নিউটাউন এলাকায় নজরদারি বাড়াতে এবং দিনে রাত্রে বাইক পেট্রোলিং এর জন্য নিউটাউন থানার পুলিশের হাতে ইলেকট্রনিক্স স্কুটি তুলে দেওয়া হলো বিধান নগর পুলিশের পক্ষ থেকে। সহযোগিতায় এগিয়ে আসলেন একটি বেসরকারি কোম্পানি। ফ্ল্যাগ হোস্টিং করে সূচনা করলেন বিধান নগর পুলিশ কমিশনার শ্রী মুকেশ কুমার। উপস্থিত ছিলেন ডিসি নিউটাউন মানব সিংলা, এসিপি নিউটাউন ও নিউটাউন থানা আইসি। আজ ১০টি স্কুটি তুলে দেওয়া হলো নিউটাউন থানার পুলিশের হাতে।আপাতত নিউটাউন এলাকায় দিনে রাতে নিউটাউন বাসির সুরক্ষার জন্য এই বাইক নিয়ে পেট্রোলিং করবে পুলিশ। বাইট.... মুকেশ কুমার (সিপি বিধান নগর )
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
TCTathagata Chakraborty
Sept 26, 2025 10:03:25
Rajpur Sonarpur, West Bengal:### সোনারপুরে চুরির ঘটনায় চাঞ্চল্য, রাজন্যা হালদারের বাড়ি থেকে নগদ ও দামী জিনিসপত্র খোয়া সোনারপুরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার রাতে রাজন্যা হালদারের বাড়ি থেকে খোয়া গেল নগদ ৪০ থেকে ৪৫ হাজার টাকা, একটি বায়নাকুলার সহ বিদেশী ও দামী বেশ কিছু জিনিসপত্র। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ রাজন্যা হালদারের পরিবার জামাকাপড় কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সেই সময় বাড়িটি পুরোপুরি ফাঁকা ছিল। রাতভর বৃষ্টির কারণে তাঁরা দেরি করে ফেরেন। প্রায় রাত বারোটার সময় বাড়িতে ফিরে তালা খুললেও দেখা যায়, সমস্ত দরজা ভেতর থেকে আটকানো। পরিস্থিতি দেখে সন্দেহ হওয়ায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তাঁরা। বাড়ির ভেতরে ঢুকেই দেখা যায়, পেছনের দিকে বেডরুমের জানালার গ্রিল ও পাল্লা ভাঙা অবস্থায় রয়েছে। শুধু তাই নয়, নীচের ও উপরের তলার একাধিক আলমারি ভাঙচুর করা হয়েছে। সেখান থেকেই নগদ টাকা, বায়নাকুলার এবং বিদেশ থেকে আনা বেশ কিছু দামী জিনিসপত্র উধাও। চুরির ঘটনায় ক্ষুব্ধ রাজন্যা হালদার সরাসরি চক্রান্তের অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, এই ঘটনার নেপথ্যে পরিকল্পিত ষড়যন্ত্র লুকিয়ে আছে। ঘটনায় পুলিশকে অবগত করা হয়েছে। তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
0
comment0
Report
ABArup Basak
Sept 26, 2025 08:05:14
Mal Bazar, West Bengal:*পুজোর মধ্যে বন্ধ হয়ে গেলো ধরণীপুর চা বাগান...* y বোনাস সংক্রান্ত কারনে পুজোর মুখে বন্ধ হয়ে গেলো মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের ধরনীপুর চাবাগান। যারফলে সমস্যায় পরলো এই বাগানের প্রায় ৩৫০ জন চা শ্রমিক। বুধবার থেকে বোনাসের দাবিতে আন্দোলনে নামে শ্রমিকরা। দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন সব চা বাগানে শ্রমিকদের ২০ শতাংশ হারে বোনাস দেওয়া হবে। কিন্তু এখনও ধরণীপুর বাগানের শ্রমিকরা জানেন না তাঁরা আদৌ সেই বোনাস পাবেন কিনা। বিক্ষোভ চরমে ওঠে বুধবার রাতে। বাগান ম্যানেজারের বাংলোর সামনেই চলে রাতভর ধর্না। এর মাঝেই বাংলোর পিছনের কাঠের দেওয়াল ভেঙে গতকাল রাতে পালান বাগান ম্যানেজার রঞ্জন ইন্দুয়া। বৃহস্পতিবার সকালে ঘটনাটি সামনে আসতেই হতাশাগ্রস্ত হয়ে পড়েন শ্রমিকেরা। এরপর শুক্রবার চাবাগানে সাসপেনশন অফ ওয়ার্কসের নোটিশ জারি করা হয়। শ্রমিকদের বক্তব্য, ভেবেছিলাম পুজোর আগে কিছু হাতে পাবো। নতুন জামাকাপড় তো দুরের কথা, এখন মনে হচ্ছে পুজোটাই মাটি হয়ে গেলো আমাদের। বাইট ১) বাগানের মহিলা চা শ্রমিক 2609ZG_MAL_TG_CLOSE_R
0
comment0
Report
MCMoumita Chakraborty
Sept 26, 2025 08:04:59
0
comment0
Report
BMBiswajit Mitra
Sept 26, 2025 08:04:33
Ranaghat, West Bengal:বিদ্যাসাগরের জন্মদিনে প্রভাতফেরী : পুজোর আবহেই এই বছর পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উদযাপনে ব্রতী হলো রাণাঘাটের নাগরিকদের সংগঠন সিটিজেন ফোরামের সদস্যরা। ২৬ সে সেপ্টেম্বর সকাল সাতটাই বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রভাতফেরী বিনোদিনী পার্কের সামনে থেকে শুরু হয়ে শহর ঘুরে রাণাঘাট পুরসভাতে পৌঁছে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিদ্যাসাগরের জীবনাদর্শের ওপর নির্মিত ছোট ছোট নাটক পরিবেশন করে ও উপস্থিত গুণীজনদের বক্তব্য সকলকে কিছু সময়ের জন্য আবেগঘন করে তুলেছিল। এদিন বর্ষীয়ান শিক্ষকদের সম্বর্ধিত করার মাধ্যমে বাঙালির শিক্ষক দিবসও পালন করা হয় । সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনা করেন সিটিজেন ফোরামের সম্পাদক পরেশনাথ কর্মকার। তিনি বলেন, সিটিজেন ফোরাম সারা বছর নাগরিকদের অধিকার আদায়ের আন্দোলনের পাশাপাশি পুরুষ শ্রেষ্ঠ বিদ্যাসাগরের জন্মদিন ও প্রয়ান দিবস উদযাপন করে থাকে।
0
comment0
Report
MMManoj Mondal
Sept 26, 2025 08:04:14
Kolkata, West Bengal:দেগঙ্গা থানার চৌরাশী পঞ্চায়েতের কর্মকার পাড়া এলাকায় আট মাস আগে প্রায় সাড়ে তিন লাখ টাকা ব্যয়ে বসানো হয়েছিল আর্সেনিক মুক্ত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। আর্সেনিকমুক্ত জল আই সি ডি এস সেন্টারের রান্না সহ এলাকার বাসিন্দারা ব্যবহার করেছিলেন। গতকাল গভীররাতে ভাঙচুরের আওয়াজ পেয়ে স্থানীয়রা এসে দেখেন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট -এর বিভিন্ন যন্ত্রাংশ ভাঙা, ভেঙে পড়ে রয়েছে একাধিক ফিল্টার। দুষ্কৃতীদের রাতের তান্ডবের আওয়াজ শুনে স্থানীয়রা দেখেন দুজন পালিয়ে যাচ্ছে পড়ে রয়েছে একটি হাতঘড়ি। দুষ্কৃতীরা কেন তান্ডব চালালো দামি ফিল্টার খুলে নিয়ে যাওয়ার চেষ্টা না অন্য কোন উদ্দেশ্য ছিল ইতিমধ্যেই পঞ্চায়েতের পক্ষ থেকে দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। গোটা ঘটনা তদন্ত করে খতিয়ে দেখছে দেগঙ্গা থানার পুলিশ।
0
comment0
Report
BBBimal Basu
Sept 26, 2025 08:03:49
Basirhat, West Bengal:বলে 2C তে ছবি পাঠিয়েছি। পুজোর আবাহের মধ্যে ফের হিঙ্গলগঞ্জ সীমান্ত থেকে চার বাংলাদেশি যুবক ও এক ভারতীয় দালাল কে গ্রেফতার করল পুলিস। পুলিসের কাছে খবর আজ সকালে হিঙ্গলগঞ্জের কালিন্দী নদী পেরিয়ে হিঙ্গলগঞ্জ বাঁকড়া গ্রামে রবীন্দ্র মণ্ডল নামে এক ভারতীয় দালালের বাড়িতে আশ্রয় নিয়েছে বাংলাদেশের সাতক্ষীরায় বাড়ি চার বাংলাদেশী যুবক। এই খবর পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিস সেখানে হানা দিয়ে ঐ দালালের বাড়িতে অবৈধভাবে এদেশে ঢুকে লুকিয়ে থাকা চার বাংলাদেশী যুবক ও টাকার বিনিময়ে ভারতে ঢুকতে সাহায্য ও বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগে ভারতীয় দালাল রবীন্দ্রনাথ মণ্ডল কে গ্রেফতার করে। আজই পাঁচ জনকে বসিরহাট আদালতে পাঠানো হয়। বিমল বসু বসিরহাট
0
comment0
Report
MMManoranjan Mishra
Sept 26, 2025 07:37:22
Purulia, West Bengal:পুরুলিয়া : মা ও ৩ মেয়ে সহ একই পরিবারের ৪ জনের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বান্দোয়ান থানার লতাপাড়ায়। মৃত মা ও মেয়েদের নাম পিয়া গরাই (৩০), বৈশাখি গরাই (১৩), পল্লবী গরাই (১০), সৌরভি গরাই (৬)। জানা গিয়েছে, গতকাল রাতে পকড়ি-মুড়ি খেয়ে ঘুমিয়ে ছিলেন তারা । স্বামী আনন্দ গরাই ঝাড়খণ্ডের হাটে থেকে রাতে বাড়ি এসে দেখেন স্ত্রী সহ তিন মেয়ে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তাদের স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন । দেহ চারটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছে পুলিশ । কিভাবে এই ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেছে বান্দোয়ান থানার পুলিশ । বাইট : ১) আনন্দ গরাই (মৃত মহিলার স্বামী) ২) পঞ্চানন গরাই (মৃতদের আত্মীয়)
1
comment0
Report
SCSaurav Chaudhuri
Sept 26, 2025 07:18:31
Jhargram, West Bengal:ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের কালিঞ্জা গ্রামের খাটুয়া বাড়ি পরিবারে বাঙালির ছুটির দিনের সকালে চায়ের সঙ্গে গল্পগুজবের প্রথা দীর্ঘদিনের। ১৪ বছর আগে এক ছুটির সকালে সেই গল্পগুজবের মাঝেই পুজোর প্রস্তাব আসে। ঠিক সেই সময় হঠাৎ উপস্থিত হন প্রতিমা শিল্পী। এভাবেই খাটুয়া বাড়ির দুর্গাপুজোর যাত্রা শুরু হয়। প্রথম পুজোটি আয়োজিত হয় মাত্র ২০-২২ দিনের মধ্যে। তারপর থেকে ধারাবাহিকভাবে ১৪ বছর ধরে প্রতিটি বছর খাটুয়া বাড়িতে পুজো হয়ে আসছে। পুজোর মূল আয়োজন পরিচালনা করেন আইআইটির প্রফেসর ভানুভূষণ খাটুয়া, তার বড় কাকু শুশীল খাটুয়া, ছোট ভাই চন্দন খাটুয়া এবং কাকুর ছেলে চঞ্চল খাটুয়া। এই পরিবারের পুজোতে ব্যবহার হয় সমুদ্রের জল, নদীর জল, ঝরনার জল, বৃষ্টির জল, শিশির, রাজবাড়ির মাটি, দেবালয়ের মাটি, চৌরাস্তার মাটি, গবাদি পশুর গোচারণ মৃত্তিকা সহ নানা উপকরণ। পঞ্চমীর দিনে বেলগাছের তলায় বেদি স্থাপন করে দেবীর বোধন করা হয়। প্রতিদিন দেবীকে অন্নভোগ অর্পণ করা হয়, এবং অঞ্জলি দিতে আসেন গ্রামের মানুষজন। অষ্টমীর দিন পুরো গ্রাম একত্রিত হয়ে খিচুড়ি ও পায়েস খেয়ে আনন্দ ভাগাভাগি করে। প্রথা মেনে অধিকাংশ স্থানে দশমীতে প্রতিমা বিসর্জন হলেও, খাটুয়া বাড়িতে তা হয় দ্বাদশীতে। নিরঞ্জনের পর মিষ্টিমুখ করানো হয় গ্রামের সবাইকে। খাটুয়া বাড়ির সদস্যরা বলেন, “আমাদের পুজো হঠাৎ করেই শুরু হয়েছিল। তখন সময় খুব কম ছিল, কিন্তু গ্রামের মানুষজনও পুজো দেখতে পারবেন—এই ভাবনা থেকেই আমরা আয়োজন করেছিলাম।” পারিবারিক হলেও এই পুজো আজ প্রকৃত অর্থে সর্বজনীন, যেখানে গ্রামবাসীর সহযোগিতা ও অংশগ্রহণ খাটুয়া বাড়ির দুর্গাপুজোকে করেছে বিশেষ এবং সমৃদ্ধ।
0
comment0
Report
PDPradyut Das
Sept 26, 2025 07:18:15
Jalpaiguri, West Bengal:2C 2609ZG_PA_JAL_RAMAKRISHNA_R VISU, BYTE & WT SEND BY 2C জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের দুর্গাপূজা। ৬৫ বছরে পা দিল জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের পুজো। এই পুজোর প্রস্তুতি তুঙ্গে। শুধু জলপাইগুড়ি নয়, গোটা উত্তরবঙ্গের পাশাপশি অসম থেকেও এই পুজো দেখতে আসেন ভক্তরা। আশ্রমেই তৈরি হচ্ছে প্রতিমা। বৃষ্টির কথা মাথায় রেখে এবার প্যান্ডেলের বদলে বিবেকানন্দ সভাগৃহে পুজোর আয়োজন করা হয়েছে। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজ স্বামী শিবপ্রেমানন্দ বলেন, বেলুড় মঠের রীতি মেনে প্রতিবারের মতো এবারও পুজো অনুষ্ঠিত হবে। অষ্টমীতে হবে কুমারী পুজো। নবমীতে হোমযজ্ঞের ব্যবস্থা থাকবে। ভক্ত, দর্শনার্থীদের জন্য থাকবে ভোগের আয়োজন। পঞ্চমী থেকেই জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে পুজো শুরু হয়ে যাচ্ছে। দশমীতে সন্ধ্যা আরতির পর দেবীর নিরঞ্জন পর্ব সম্পন্ন হবে। ওইদিন আশ্রমের ছেলেমেয়েদের নিয়ে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বেলুড় মঠের নিয়মে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে পুজোর আয়োজনে খুশি ভক্তরাও। রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ক্যামেরা :- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
0
comment0
Report
ASAyan Sharma
Sept 26, 2025 07:02:44
Kolkata, West Bengal:*পার্থ চট্টোপাধ্যায় শারীরিক অবস্থার আপডেট* #রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রীর পিঠ ও কোমরে ব্যথা ছিল। ঠিকমত হাঁটতে পারছিলেন না তিনি। ক্রিয়েটিনিন লেভেল ওঠা নামা করছিল তার। কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন তিনি। যে কারণে তাকে মুকুন্দপুর এর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিকভাবে কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। সপ্তাহখানেক আগে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার জন্য ফিট সার্টিফিকেট দেওয়া হয়েছিল কিন্তু আরও বেশ কিছুটা বিশ্রামে থাকতে চান সে কথা জানাতে হাসপাতালের চিকিৎসকদের অনুরোধ করায় তাকে হাসপাতালে রাখা হয়েছিল চিকিৎসকদের পর্যবেক্ষণ। # হাসপাতাল সূত্রে খবর ফের তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা।আগামীকাল অথবা পরশু তাকে হাসপাতাল থেকে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।@⁨Zee 24 Ghanta Assignment⁩ @⁨Zee 24 Ghanta Sanjay Da⁩
0
comment0
Report
PMPiyali Mitra
Sept 26, 2025 07:02:36
0
comment0
Report
ABArup Basak
Sept 26, 2025 07:02:28
Mal Bazar, West Bengal:*পুজোর মধ্যে বন্ধ হয়ে গেলো ধরণীপুর চা বাগান...* বোনাস সংক্রান্ত কারনে পুজোর মুখে বন্ধ হয়ে গেলো মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের ধরনীপুর চাবাগান। যারফলে সমস্যায় পরলো এই বাগানের প্রায় ৩৫০ জন চা শ্রমিক। বুধবার থেকে বোনাসের দাবিতে আন্দোলনে নামে শ্রমিকরা। দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন সব চা বাগানে শ্রমিকদের ২০ শতাংশ হারে বোনাস দেওয়া হবে। কিন্তু এখনও ধরণীপুর বাগানের শ্রমিকরা জানেন না তাঁরা আদৌ সেই বোনাস পাবেন কিনা। বিক্ষোভ চরমে ওঠে বুধবার রাতে। বাগান ম্যানেজারের বাংলোর সামনেই চলে রাতভর ধর্না। এর মাঝেই বাংলোর পিছনের কাঠের দেওয়াল ভেঙে গতকাল রাতে পালান বাগান ম্যানেজার রঞ্জন ইন্দুয়া। বৃহস্পতিবার সকালে ঘটনাটি সামনে আসতেই হতাশাগ্রস্ত হয়ে পড়েন শ্রমিকেরা। এরপর শুক্রবার চাবাগানে সাসপেনশন অফ ওয়ার্কসের নোটিশ জারি করা হয়। শ্রমিকদের বক্তব্য, ভেবেছিলাম পুজোর আগে কিছু হাতে পাবো। নতুন জামাকাপড় তো দুরের কথা, এখন মনে হচ্ছে পুজোটাই মাটি হয়ে গেলো আমাদের। বাইট ১) বাগানের মহিলা চা শ্রমিক 2609ZG_MAL_TG_CLOSE_R
0
comment0
Report
Navaratri 2025
Advertisement
Back to top