Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba Medinipur721430

শিক্ষক দিবসে হনুমান পুজো, পার্থসারথির বিতর্কিত বার্তা!

KMKIRAN MANNA
Sept 06, 2025 10:30:33
Dihierench, West Bengal
*হনুমান পুজো করে শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থনা, ফের বিতর্কে তৃণমূল যুবনেতা পার্থসারথি।।* তমলুক:ফের বিতর্কের কেন্দ্রে তৃণমূলের যুব সহ সভাপতি তথা তমলুকের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পার্থসারথি মাইতি। কয়েকদিন আগেই কান ধরে ওঠবস করে নজরে এসেছিলেন তিনি। এ বার শিক্ষক দিবসে হনুমান পুজো করে বিজেপি বিরোধী বার্তা দেওয়ায় ফের নতুন বিতর্ক শুরু হলো। হনুমান মূর্তির পাশে পোস্টার টাঙিয়ে তিনি লেখেন— “শুভ শিক্ষক দিবস, ভগবান হনুমানজির কাছে প্রার্থনা মাতৃসমা মমতা ব্যানার্জিকে অপমানজনক কথা বলার শিক্ষা দাও জানোয়ার শুভেন্দুকে।” অন্য এক পোস্টারে লেখা ছিল— “শুভেন্দু শংকর ঘোষ সহ মানসিক বিকারগ্রস্ত বিজেপি বিধায়কদের শিখা এবং সুমতি প্রদান করুন।” এই ভিডিও মুহূর্তে ভাইরাল হতেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। পার্থসারথির দাবি, শুভেন্দু অধিকারীর রাজনৈতিক গুরু মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি তাঁকে বারবার হারার পরেও সুযোগ দিয়েছেন। কিন্তু তিনি উল্টে খালা বলে কটাক্ষ করেন। তাই বিজেপির প্রিয় দেবতা হনুমানজির কাছে শুভবুদ্ধির প্রার্থনা করেছেন। অন্যদিকে বিজেপি কটাক্ষ করে বলেছে, “পার্থসারথি মাইতি পাগলামি করছেন, ওঁকে ডাক্তার দেখানো উচিত।” তাদের বক্তব্য, একজন “পাগল” কী করছে তার জবাব বিজেপি দেবে না। বাইট পার্থসারথি দাস তৃণমূল নেতা। বাইট বিজেপি নেতা।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
NRNarayan Roy
Sept 06, 2025 11:33:02
Siliguri, West Bengal:
*কেন্দ্রের একাধিক নীতির বিরুদ্ধে জেলা কংগ্রেসের বিক্ষোভ মিছিল* ইলেকশন কমিশন থেকে এবং S.I.R বিরুদ্ধে জেলা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়৷ শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে মিছিল শুরু হয়ে মাল্লাগুড়ির বিবেকানন্দ ভবনের সামনে গিয়ে শেষ হয়। দার্জিলিং সহ সংলগ্ন জেলার কর্মী সমর্থকেরা এই মিছিলে যোগ দেন। অন্যদিকে মিছিলে উপস্থিত থাকেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ সর্বভারতীয় কংগ্রেসের সাধারন সম্পাদক গোলাম আহমেদ মির , AICC সম্পাদিকা শ্রীমতী অম্বা প্রসাদ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোলাম আহমেদ মির বলেন , "গোটা দেশ জুড়ে যেভাবে ভোট জালিয়াতির মাধ্যমে বিজেপি ক্ষমতায় এসেছে তার বিরুদ্ধে আমাদের এই মিছিল। বাংলার পরিস্থিতি একই। তবে বিহার থেকে বাংলা বা অসমে কোন ধরনের এই ধরনের ঘটনা আমরা ঘটতে দেব না৷ যার কারনেই জনমত গড়ে তোলার জন্য আমাদের এই মিছিল।" FEED SEND BY 2C 0609ZG_SILI_CONG_R BYTE DETAILS : *গোলাম আহমেদ মির(সর্বভারতীয় কংগ্রেসের সাধারন সম্পাদক)*
4
comment0
Report
SRSanjoy Rajbanshi
Sept 06, 2025 11:32:38
Kalna, West Bengal:
এইখানে কাজ নেই তাও বাইরের রাজ্যে কাজে গিয়েছিলো পেটের দায়ে, সেখাইয়ে ঘটে দুর্ঘটনা, দাবি সন্তান হারা অসহায় মায়ের রাজস্থানের জয়পুরের সুভাষ চকে একটি বিল্ডিং ভেঙে মৃত্যু হল পূর্বস্থলীর বাবা ও মেয়ের, মা গুরুতর অসুস্থ। মৃত প্রভাত বাগদি ৩১ বছর বয়স, মেয়ে পিউ বাগদী পাঁচ বছর বয়স। মা সুমিত্রা বাগদি গুরুতর আহত। দশ বছর ধরে তারা সেখানে সোনা রুপোর কারিগরের কাজ করে। আজ সকালে কালনার পূর্বস্থলীর ঝাউ ডাঙ্গা গ্রামে পরিবারকে খবর দেওয়া হয় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়।তার oদাবি কেন্দ্র কাজ আটকে দিয়েছে তাই কাজ পাচ্ছে না, বাইট এক - মৃতর মা বাইট দুই - তপন চ্যাটার্জী (বিধায়ক পূর্বস্থলী উত্তর) ছবি 2C তে 060925-KLN-PORIJAI-R
2
comment0
Report
TCTathagata Chakraborty
Sept 06, 2025 11:32:29
Baruipur, West Bengal:
*টিকিট দেখতে চাওয়ায় মহিলা টিকিট পরীক্ষকের মুখে গরম ঘুগনি ছুড়ে মারলেন মহিলা রেল যাত্রী* দক্ষিণ ২৪ পরগনা; বারুইপুর: টিকিট দেখতে চাওয়ায় মহিলা টিকিট পরীক্ষকের মুখে গরম ঘুগনি ছুড়ে মারলেন মহিলা রেল যাত্রী। ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিয়ালদা দক্ষিণ শাখার বারুইপুর স্টেশনে। ঘটনায় রীতিমতো আতঙ্কে ও ভয়ে রয়েছেন মহিলা টিকিট পরীক্ষক। শনিবার সকালে অন্যান্য দিনের মতোই শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর জংশনে দু নম্বর প্লাটফর্মে দাঁড়িয়েছিল আপ বারুইপুর লোকাল। আর সেই লোকাল ট্রেনে লেডিস কম্পার্টমেন্টে টিকিট চেক করতে যান মহিলা টিকিট পরীক্ষক পূজা কুমারী। অভিযুক্ত মহিলা রেল যাত্রী ও তার আরো এক সঙ্গী সেই সময় লেডিস কম্পার্টমেন্টে বসে গরম ঘুগনি খাচ্ছিল। পাস থেকে কিছু মহিলা রেলযাত্রী অভিযোগ করেন যে এরা সুভাষগ্রাম স্টেশন থেকেই সিট দখল করে বসে আসছে। টিকিট পরীক্ষক ওই মহিলার টিকিট দেখতে চাইলে আচমকায় গরম ঘুগনি মহিলা টিকিট পরীক্ষকে পূজা কুমারীর মুখে গড়ম ঘুঘনি ছুড়ে মারে। হতচকিত হয়ে পড়েন মহিলা টিকিট পরীক্ষক। একদিকে গরম ও অন্যদিকে চোখে মুঘে ঘুগনি পড়ায় রীতিমতো ভয়ে ও কষ্টে আর্তনাদ করে ওঠেন। চোখ মুখ বিভৎস জ্বালা দিতে থাকে। ওই অবস্থাতেই কোনভাবে চোখ মুখ মুছে ওই অভিযুক্ত মহিলা রেল যাত্রীকে সঙ্গে নিয়ে ট্রেন থেকে প্লাটফর্মে নামালেই আরপিএফ এর জওয়ান ঘটনাস্থলে চলে আসেন। অভিযুক্ত মহিলা রেল যাত্রীর নাম জানা গিয়েছে সাইদা বিবি, বাড়ি সুভাষগ্রামে এলাকায়। তার কাছে সুভাষগ্রাম থেকে শিয়ালদহের বৈধ টিকিট থাকলেও, বারুইপুরে আসার কোন বৈধ টিকিট ছিল না। ইতিমধ্যেই বারুইপুর আরপিএফ এর পক্ষ থেকে অভিযুক্ত মহিলা রেলযাত্রী সাইদা বিবিকে বারুইপুর জিআরপির হাতে তুলে দেওয়া হয়েছে। রীতিমতো আতঙ্কে রয়েছেন মহিলা টিকিট পরীক্ষক। বারুইপুর জিআরপিতে অভিযোগ দায়ের। অভিযুক্ত মহিলা রেল যাত্রী সাইদা বিবির দাবি তিনি ভুল করে ফেলেছেন। আর কোনদিন এমন হবে না। যদিও মহিলা টিকিট পরীক্ষক পূজা কুমারী অভিযুক্ত মহিলা রেল যাত্রীর শাস্তির দাবি জানিয়েছেন।
4
comment0
Report
MMManoranjan Mishra
Sept 06, 2025 10:45:51
Purulia, West Bengal:
পুরুলিয়া: কুড়মি জাতীকে ST সম্প্রদায় থেকে বঞ্চিত করার প্রতিবাদে কালা দিবস পালন করলো পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজ । ১৯৫০ সালের ৬ সেপ্টেম্বর তারিখে তৎকালীন কেন্দ্রীয় সরকার কুড়মি সম্প্রদায়কে ST তালিকায় অন্তর্ভুক্তি থেকে বঞ্চিত করে । তারই প্রতিবাদে আজকের দিনই কালা দিবস হিসেবে পালন করলেন তারা । শনিবার কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলে ব্যানার পোস্টার হাতে নিয়ে পুরুলিয়া শহর জুড়ে কালা দিবস মিছিল করেন তারা ।
3
comment0
Report
MMManoj Mondal
Sept 06, 2025 10:37:42
Kolkata, West Bengal:
শিক্ষক দিবসের দিন স্কুল ছুটি। সকালে মাছ ধরার ছিপ ও বাবাকে সাথে নিয়ে পাশের পুকুরে মাছ ধরে বাড়ি ফিরে গামছা নিয়ে বাথরুমে স্নান করতে ঢোকে বছর ১৩-র রিপম। বেশ কিছু সময় কেটে গেলে বাথরুম থেকে বেরোতে না দেখে বাথরুমে ঢুকেই গলায় ফাঁস আটা ছেলের মৃতদেহ দেখে যেন আকাশ ভেঙ্গে পড়ে বাবা দেবব্রত মন্ডলের মাথায়। এমনই মর্মান্তিক ঘটনা ঘটে গেল শুক্রবার দুপুরে বনগাঁ কালুপুর এলাকায়। তড়িঘড়ি গলার ফাঁস ছাড়িয়ে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এরপর দেহটি ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। মৃত রিপমের বাবা জানিয়েছেন ছেলে পড়াশোনায় অনেক ভালো। ওর মাথাতে আত্মহত্যা করার চিন্তা ভাবনা কখনোই আসার কথা না। ছুটি থাকায় মাছ ধরতে যাবে বলেছিল আমিও সাথে গেছিলাম। এরপর ও বাড়ি ফিরে স্নান করতে যায় বাথরুমে। গামছা নিয়ে কোন ম্যাজিক করার চেষ্টা করেছিল। গামছা পেছিয়ে ফাঁস লেগে যায় গলায়। খেলার ছলে এমনটাই হয়েছে বলে দাবি পরিবারের। ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে মা রিমি মন্ডল। এই আকস্মিক ঘটনায় শোকে স্তব্ধ রিপমের বিদ্যালয়ের শিক্ষকরা সহ প্রতিবেশীরাও।
4
comment0
Report
TDTapan Deb
Sept 06, 2025 10:31:53
Alipurduar, West Bengal:
*আলিপুরদুয়ার* === পুজোর ছুটিতে জঙ্গলে ঘুরতে যাওয়া এখন রাজ্যের ও রাজ্যের বাইরের পর্যটকদের কাছে নেশায় পরিনত হয়েছে। কিন্তু সেই ঘুরতে আসা পর্যটকদের মন মনোময় করতে এবারে দুপুর রাতের পাতে পরবে স্হানীয় নদীর মাছ। একেই বাঙ্গালি মাছে ভাতে থাকতে ভাল বাসে। তার উপর যদি হয় স্হানীয় নদীর মাছ তা হলে তো কথাই নাই। আলিপুরদুয়ারের পর্যটন ব্যবসায়ীদের একটা সংগঠন এবার ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকদের জন্য স্হানীয় নদী গুলোর যে মাছ সেই মাছ চোখের সামনে জেলে দিয়ে ধরিয়ে রান্না করে পাতে দেবে পর্যটকদের। এমন স্বাদ পেতে পুজোর ছুটিতে ডুয়ার্স মুখি পর্যটকের দল। পাহাড় , নদী , জঙ্গল ঘেরা ডুয়ার্সের মনোরম পরিবেশের মাঝে দুপুরে ও রাতে স্হানীয় নদীর মাসের ঝাল পাতে পরলে ঘুরতে আসার আনন্দটাই পাল্টে যায়। ================ ( ছবি 2C তে পাঠালাম FILE - 060925ZG _ PA _ ALD _ FISH BYTE - 1) অনন্যা দাস - পর্যটক 2) স্বপন হালদার - পর্যটক। ########################
0
comment0
Report
KBKamalakshya Bhattacharjee
Sept 06, 2025 10:31:43
Kolkata, West Bengal:
এবার বইয়ের আকারে আসতে চলেছে বাংলার প্রকৃত ফাইলস। বিকৃত নয়, প্রকৃত ইতিহাস প্রকাশ্যে আনতে এবার সামনে আসছে গোপাল পাঁঠার জীবনী। বই আকারে প্রকাশ পাবে ‘মহাগুরু’। মিথ, রটনার বাইরে সত্যকাহিনী সামনে আনতে উদ্যোগী গোপাল মুখার্জির পরিবার। ইতিমধ্যেই ৪৬ এর ডিরেক্ট অ্যাকশন ডের প্রেক্ষাপট নিয়ে লেখক সৌরভ চক্রবর্তীর “কলকাতা কসাইখানা” নামে বই প্রকাশিত হয়েছে। এবার ওই লেখকেরই নতুন বই যা গোপাল মুখোপাধ্যায়ের ৯৩ বছরের জীবন-ইতিহাস সম্পর্কিত সামনে আসতে চলেছে। বেঙ্গল ফাইলস তরজার মধ্যেই আগামী ৭ সেপ্টেম্বর গোপাল পাঁঠার জন্মদিন। তার আগেই এই ঘোষণা পরিবার, লেখক ও প্রকাশকের। বাইটঃ সৌরভ চক্রবর্তী, লেখক শান্তনু মুখোপাধ্যায়, গোপাল মুখোপাধ্যায়ের নাতি
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Sept 06, 2025 10:31:14
North Dumdum, West Bengal:
নিমতা কল্যানী এক্সপ্রেসওয়ে পথ দুর্ঘটনা, ক্ষোভে রাস্তা অবরোধ স্থানীয়দের, পরে পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, কল্যাণী এক্সপ্রেস এর ফতুল্লাপুর এর কাছে কোন ট্রাফিক পুলিশকে দেখা যায় না। তারা আম বাগানে বসে থাকে।নিত্যদিন এই স্থানে দুর্ঘটনা ঘটে। এদিন একটি ডাম্পার মহিলা স্কুটি চালককে ধাক্কা মারে। দুর্ঘটনায় মহিলা গুরুতর আহত হলেও কোন পুলিশ এগিয়ে আসেনি। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে মহিলাকে হাসপাতালে পাঠায়।
0
comment0
Report
ALArup Laha
Sept 06, 2025 10:31:06
Belna, West Bengal:
ফের জেলে অনশন শুরু করেছেন মাওবাদী অর্ণব দাম। বর্তমানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন অর্ণব। হাজার প্রতিবন্ধকতাকে পেরিয়ে গবেষণার কাজে অনুমতি পেয়েছেন তিনি। কিন্তু গবেষণা করলেও তার জন্য মিলছে না স্কলারশিপ। এবার তার পিএইচডি গবেষক হিসেবে স্কলারশিপের দাবিতে জেলেই অনশন আন্দোলন শুরু করেছেন। তার অভিযোগ, তার মেধাকে গুরুত্ব দিতে চাইছে না সরকার। এমনকী বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তার স্কলারশিপ নিয়ে স্বজনপোষণেরও অভিযোগ উঠেছে। এই ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও চিঠি লিখেছেন অর্ণব। তাতেও কোনও কাজ হয়নি বলে দাবি তার। অর্ণব দামের পাশে দাঁড়িয়েছে মানবাধিকার সংগঠন এপিডিআর( APDR)। এই বিষয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্কর কুমার নাথ জানান,স্কলারশিপ দেবার এক্তিয়ার বিশ্ববিদ্যালয়ের নেই। এটা রাজ্য সরকারের ব্যাপার।সুতরাং আমরা শুধুমাত্র নাম পাঠাতে পারি। আর অনশন করছে কি না তাও আমার জানা নেই। তবে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আমাদের মত করে সাহায্য করছি।অর্ণবকে প্রথমে লাইব্রেরি থেকে বই দেওয়া হচ্ছিল না।আমি সেটা বলে দিয়েছি। তিনি এখন বই পাচ্ছেন। অন্যদিকে উপাচার্য শঙ্কর কুমার নাথ জানান, তার রেজিষ্ট্রেশন ফিস ১০ হাজার টাকা আমরা মকুব করে দিয়েছি।তার বইপত্র, খাতা পেন দিয়ে তাকে আমরা সাহায্য করছি।থিসিস পেপার জমা দেবার সময় একটা ফিস জমা দিতে হয় সেটাও আমরা মকুব করে দেব।তাছাড়া বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী বৈঠকে আমরা অর্ণবকে একটি ল্যাপটপ দেবার বিষয়টি অনুমোদন করে নেবো।আমরা কাউকে আর্থিক ভাবে সাহায্য করতে পারে না।তবে ফিস কমাতে পারি বলে জানান উপাচার্য। এই প্রসঙ্গেই সমাজমাধ্যমে এপিডিআরের সাধারণ সম্পাদক রঞ্জিত শূর লেখেন, ‘বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গবেষকদের জন্য দুই ধরনের স্কলারশিপ রয়েছে। একটি নন-নেট বিবেকানন্দ স্কলারশিপ। অন্যটি, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্কলারশিপ। কিন্তু অর্ণবকে কোনওটিই দেওয়া হচ্ছে না। অথচ সব পরীক্ষায় প্রথম অর্ণবেরই স্কলারশিপ পাওয়ার কথা।’ ওই বিবৃতিতে আরও লেখা হয়েছে, "তার এই প্রতিবাদ অনশনের কথা বিশ্ববিদ্যালয়কেও জানিয়ে দিয়েছে। অনেকেই জানেন রাজনৈতিক বন্দি অর্নব দাম জেল বন্দি অবস্থায় ইতিহাসে ৭০-৭৫% নম্বর সহ বিএ, এমএ পাশ করেছেন। 'সেট' পাশ করেছেন। পুলিশ যেতে দেয়নি বলে 'নেট' পরীক্ষায় বসতে পারেননি। বর্তমানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন। পিএইচডি-র এডমিশন টেস্টে ফার্স্ট হয়েছিলেন। সম্প্রতি প্রথম সেমিস্টার কোর্স ওয়ার্ক পরীক্ষায়ও অর্নব ফার্স্ট হয়েছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের গবেষকদের জন্য দুই ধরণের স্কলারশিপ আছে। একটি নন্-নেট বিবেকানন্দ ফেলোশিপ। আরেকটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্কলারশিপ।" বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক তানভীর নাসরিন বলেন,অর্ণব পড়াশোনায় খুব ভালো। ভালো রেজাল্টও করেছে। গতকাল বর্ধমান জেলা সংশোধনাগারের সুপারিন্টেণ্ডেন্ট আমাকে ইমেল করে অর্ণবের অনশনের বিষয়টি জানিয়েছেন। যদিও জেল সুপারের সঙ্গে যোগাযোগ করা যায় নি। এখানে উল্লেখ্য খড়গপুর আইআইটির মেধাবী ছাত্র তথা মাওবাদী নেতা অর্ণব পড়াশোনা ছেড়ে সিপিআই (মাওবাদী) দলের রাজনৈতিক মতবাদে আকৃষ্ট হয়ে সেই সংগঠনে যোগ দিয়েছিলেন। তারপর থেকেই হিংসার রাস্তা বেছে নিয়েছিলেন তিনি। শিলদা ইএফআর ক্যাম্পে হামলার ঘটনায় পুলিশ অর্ণব দামকে গ্রেফতার করে। তখন থেকেই জেলবন্দি তিনি। ২০১০ শিলদা ইএফআর ক্যাম্পে হামলায় ২৪ জন জওয়ান শহিদ হন। এই হামলার নেতৃত্ব দেন অর্ণব বলে অভিযোগ। এছাড়াও ৩১টি গুরুতর মামলা ছিল অর্ণবের বিরুদ্ধে। ২০১২ সালে আসানসোলে পুলিশের হাতে ধরা পড়েন তিনি। তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়।অন্যদিকে এই বন্দি অবস্থাতেই ইতিহাস নিয়ে পিএইচডি করতে চাইলে আদালত তাঁকে অনুমতি দেয়। তখন থেকে জেলেই পড়াশোনায় মন দিয়েছিলেন অর্ণব দাম। তারপর মেদিনীপুর সংশোধনাগার থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারে এসে ইগনু থেকে তিনি ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর করেন। দু’টিতেই ফার্স্ট ক্লাস পান এই মাওবাদী নেতা। ২০১৮ সালে স্টেট লেভেল এলিজিবিলিটিট টেস্টও পাশ করেন। এখন তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছেন। গত বছর ২৬ জুন পুলিশের পাহারায় ইন্টারভিউ দিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যান অর্ণব। আর গত বছরের ৫ জুলাই মেধাতালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়। আর ইন্টারভিউয়ে ২৪৯ জনকে পিছনে ফেলে প্রথম হন অর্ণব দাম। শুরু হয় পিএইচডি পড়াশোনা। 060825ZG_BWN_JAIL ক্যামেরায় সদন সিনহার সঙ্গে অরূপ লাহার রিপোর্ট।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Sept 06, 2025 09:47:34
Baruipur, West Bengal:
ক্যানিং এর বিধায়ক বিরাট অন্যায় করেছেন আর এই অন্যায়ের জন্য ২৬ এর বিধানসভায় শিক্ষা তিনি পাবেন হুঁশিয়ারি কাশেম সিদ্দিকের। পাল্টা ক্যানিং এর বিধায়ক পরেশ রাম দাস বলেন, দলে থেকে দল বিরোধী কথা বলেছে কাশেম সিদ্দিকী তিনি একজন দালাল। যত তাড়াতাড়ি সম্ভব দল থেকে এদেরকে বের করে দেওয়া না হলে এইসব দালালরা সিপিএমের তামাক খেয়ে বিজেপির তামাক খেয়ে তৃণমূল দলকে খারাপ অবস্থায় পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছে। এবার তৃণমূলের একই দলের মধ্যে সাধারণ সম্পাদক রাজ্যের কাসেম সিদ্দিকী ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাসের দ্বন্দ্ব প্রকাশ্যে। কয়েকদিন আগে ক্যানিং থানার তালদিতে এক যুবককে পিটিয়ে খুন করে কয়েকজন যুবক। হার হিম করা সেই ছবি সিসি ক্যামেরায় ধরা পড়ে। এরপর পুলিশ তদন্ত নেবে সিসি ক্যামেরা থেকে চিহ্নিত করে চার জনার মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে। এখনো একজন ফেরার। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। এরই মধ্যে ওই মৃত যুবকের বাড়িতে রাজ্যের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাশেম সিদ্দিকী তিনি আসেন। পরিবারদের সাথে কথা বলেন। সেখানেই তিনি জানান, ক্যানিং এর বিধায়ক পরেশ রাম দাস তিনি বিরাট অন্যায় করেছেন। আর এই অন্যায়ের জন্য 2026 এর বিধানসভার ভুক্ত হতে হবে। কারণ তিনি কেন ছেলেটার বাড়িতে যাননি। কেন তার পরিবারের পাশে দাঁড়ান নি। তার ঘরের পাশেই ঘটনা ঘটেছে। তিনি ফুরফুরা শরীফ থেকে অতদূর থেকে তার বাড়িতে এসেছে। অন্যায় করেছে বিধায়ক। আর এই অন্যায়ের জন্য ২৬ এ ভুক্ত হতে হবে। না হলে এক সপ্তাহের মধ্যে বিধায়ক ওই ছেলেটার বাড়িতে আসুক। পরিবারের পাশে দাঁড়াক। তাদের একটা চাকরি সুযোগ করে দিন। না হলে ২৬ এর উচিত শিক্ষা পাবেন। এই কথার পাল্টা ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস তিনি বলেন, তিনি দলের একজন দালাল। দালাল হয়ে দল বিরোধী কথা বলছে। সিপিএমের তামাক খেয়ে, বিজেপির তামাক খেয়ে তৃণমূল দলকে খারাপ জায়গা নিজানোর দায়িত্ব নিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব দল থেকে বের করে দেওয়া উচিত। এমনই মন্তব্য করলেন ক্যানিং পশ্চিমের বিধায় পরেশ রাম দাস। যা রাজনৈতিকভাবে তৃণমূলের অন্দরে চাঞ্চল্য ছড়িয়েছে। 060925ZG-BAR-CANNING-MLA-R
8
comment0
Report
TCTathagata Chakraborty
Sept 06, 2025 09:33:59
Kolkata, West Bengal:
দুর্গোৎসবের আগে নতুন ডন্য সুগন্ধী নিয়ে এল সিক্রেট টেম্পটেশান শহরের এক পাঁচতারা হোটেলে সুগন্ধে ভরপুর ছিল তারকার মেলা। আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখেই আপামর বাঙালীর জন্য, বিশেষ করে মহিলাদের কথা ভেবেই বাজারে এল সিক্রেট টেম্পটেশান-এর নতুন সুগন্ধী ডন্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পুজা মুখার্জী সহ একাধিক তারকা। সকলেই নতুন এই পারফিউমের সুগন্ধের প্রশংসায় পঞ্চমুখ হন। McNROE Consumer Products Pvt Ltd-এর চেয়ারম্যান অঙ্কিত ধাগা জানান, “আমাদের তৈরি এই সুগন্ধী সকলের কথা ভেবেই তৈরি করা হয়েছে। উৎসবের আমেজকে আরও রঙিন করতেই ডন্যর আত্মপ্রকাশ।” দুর্গাপুজোর সময় সাজগোজের অন্যতম সঙ্গী হতে চলেছে এই নতুন সুগন্ধী, এমনই আশা আয়োজকদের। শহরের তারকাদের উচ্ছ্বাসে জমে উঠল উদ্বোধনী অনুষ্ঠান। বাইট – অঙ্কিত ধাগা শ্রাবন্তী পুজা মুখার্জী
6
comment0
Report
MCMoumita Chakraborty
Sept 06, 2025 09:33:54
Kolkata, West Bengal:
21 er vote er age no vote to bjp bole sorob hoyechilo liberation. Momota banerjee r prosongsaao shona giyechilo sei samay Dipankar Bhattacharyya er mukhe.. swabhavik vabei chote chilo cpim. Dipankar er boyan e Alimuddin o sei samay nijeder khob chapa diye rakheni. Ebar 26 er age noya aboho, noya bondhukto.. no vote to bjp er pokhe evaro sur choraleo ebar bameder niyei tritiyo sakti r Katha bolchen Dipankar Bhattacharyya er dol.. ar tate porom bondhu Cpm.. tritiyo sakti te 17 bam doler sabai ke temon gurutto noy.. muloto baro dadarai ei tritiyo sakti.. kara? Cpm, cpiml liberation, Cpi, RSP , forward block.. 17 tarik sir niye ei tritiyo sakti r convention o ache..
10
comment0
Report
CDChittaranjan Das
Sept 06, 2025 09:33:50
Durgapur, West Bengal:
*মহকুমা আদালতের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধান বিচারপতি সাথে ছিলেন রাজ্যের আইন মন্ত্রী ।* শনিবার শিল্পাঞ্চল দুর্গাপুরের পুরোনো মহকুমা আদালতের অনতি দূরেই পঞ্চম তলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিভাগন্নম, উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি ও পশ্চিম বর্ধমানের জোনাল বিচারপতি অজয় মুখোপাধ্যায়, জেলা বিচারপতি দেব প্রসাদ নাথ ও রাজ্যের আইন, বিচার বিভাগ ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। প্রায় ২৯ কোটি টাকা ব্যয়ে এই নব নির্মিত ভবনে আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই আদালতের কাজ শুরু করা যাবে বলে এদিন আশা প্রকাশ করেন প্রধান বিচারপতি। উদ্বোধনের পর সৃজনী প্রেক্ষাগৃহে আদালত ভবন উদ্বোধন সম্পর্কিত এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, " দুর্গাপুরের নাম আমি ছাত্রবস্থা থেকেই জানতাম। ভারতের ইস্পাত শিল্পে অগ্রণী ভূমিকা দুর্গাপুরের। আমার পারিবারিক ভাবে দুর্গাপুরের সঙ্গে সম্পর্ক ছিল। নতুন ভবনে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব এই ভবনে সপ্তাহের প্রায় ছয় দিন কাজ করা প্রতিটি মানুষের। দেখতে হবে যেন এই ভবনের আশপাশ দখল না হয়ে যায়। দেশের আইন ব্যবস্থার আরও বিকেন্দ্রীকরণ হচ্ছে। নতুন নতুন আইন পাশ হচ্ছে। তাই আইন নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে হবে। আইন নিয়ে যারা পড়ছেন তাঁদের সামাজিক খ্যাতিও বাড়ছে।" রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে বলেন, " মুখ্যমন্ত্রীর উদ্যোগেই দীর্ঘ দিনের এই স্বপ্ন সফল হলো।" মন্ত্রী মলয় ঘটক বলেন," রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইন ব্যবস্থার দ্রুত উন্নতির জন্যে রাজ্যের বেশ কিছু জায়গায় জেলা, মহকুমা ও বিশেষ আদালত ভবন নির্মাণ করেছেন, মলয় ঘটক আরো বলেন, রাজ্যে যত নতুন আদালত তৈরি হয়েছে তার মধ্যে অন্যতম আধুনিক প্রযুক্তিতে তৈরি দুর্গাপুর মহকুমা আদালত।" ছবি 2C তে ফাইল নাম 0609ZG_DGP_COURT_NEW_R
9
comment0
Report
ABArup Basak
Sept 06, 2025 09:30:13
Mal Bazar, West Bengal:
*বাবাকে লাঠির আঘাতে খুন, অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন ছেলে | চাঞ্চল্য ওয়াসাবাড়ি চাবাগানে...* আবারও খুনের ঘটনা মাল ব্লকের বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েত এলাকায়। শুক্রবার রাতে ওয়াসাবাড়ি চাবাগানের ফ্যাক্টরি লাইনে ছেলের হাতে খুন হলেন বাবা — এমনই অভিযোগ স্থানীয়দের। মৃতের নাম অশোক মাল পাহাড়িয়া (৬৫)। অভিযুক্ত ছেলে কিরন মাল পাহাড়িয়া(৩০), যিনি মানসিকভাবে ভারসাম্যহীন বলে জানা গেছে। সূত্রের খবর, শুক্রবার রাতে বাবা-ছেলের মধ্যে কথাকাটাকাটির পর কিরন লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করে। শনিবার সকালে অশোকবাবুর নিথর দেহ পাওয়া যায়। এরপর মালবাজার থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি হাসপাতালে পাঠায়। আটক করা হয়েছে অভিযুক্ত কিরনকে। ঘটনার বিষয়ে বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের সদস্য অনুপ শর্মা বলেন, “ছেলে ও বাবার মধ্যে বিবাদ হয়েছিল। সেই সময় মাথায় মার খেয়ে মৃত্যু হয়। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।” প্রসঙ্গত, শুক্রবার সকালেও ওয়াসাবাড়ি চাবাগানের রোড লাইনে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল। পরপর দুই মৃত্যুর ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মালবাজার থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। 0609ZG_MAL_MURDER_R
4
comment0
Report
Advertisement
Back to top