Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Bardhaman713210

NRC शिबिर: भाजपा कार्यालय में चुनावी खेल तेज

CDChittaranjan Das
Sept 20, 2025 10:03:28
Durgapur, West Bengal
বিজেপির দলীয় কার্যালয়ে নাগরিকত্ব সংশোধনী আইনের আবেদন শিবির। যাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক উত্তাপ। সরকারি নিয়ম ভেঙে উদ্বাস্তুদের মন পেতে চাইছে বিজেপি, কটাক্ষে তৃণমূল। শনিবার সকাল থেকে দুর্গাপুরের ৩১ নম্বর বিদ্যাসাগর এভিনিউয়ের বিজেপি কার্যালয় যেন সরকারি ক্যাম্পাসের নয়া সংস্করণ! অফিসের মূল ফটকে মানুষের আনাগোনা, আবেদনপত্রের সারি আর চারপাশে বিজেপি কর্মীদের ব্যস্ততা পুরো পরিবেশ যেন সরকারি দপ্তরের কার্যকলাপকেই মনে করিয়ে দিচ্ছিল। ফিতে কেটে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই, জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। অসীম সরকার বলেন, “যারা উদ্বাস্তু আছেন, ভারত সরকার তাঁদের নাগরিকত্ব দিতে চায়। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এর বিরোধিতা করছেন। বহুদিন ধরে ওপার বাংলা থেকে এপারে বসবাস করা মানুষদের নাগরিকত্ব দেওয়ার জন্যই এই শিবির।” অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের তরফে শিবিরের আয়োজনকে কটাক্ষ করে সরব হন জেলা মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায়। তাঁর বক্তব্য, “ভারত সরকারের কর্মসূচি সরকারি দফতরেই হওয়া উচিত। বিজেপি দলীয় কার্যালয়ে ক্যাম্প মানে ভোটের আগে উদ্বাস্তুদের মন পাকা করার খেলা। আমরা এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাব।”। ছবি 2C তে ফাইল নাম 2009ZG_DGP_BJP_SIR_R
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
KMKIRAN MANNA
Sept 20, 2025 11:00:40
Dihierench, West Bengal:*পাঁশকুড়া হাসপাতালের ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত জাহির আব্বাসের জন্য ছিল ১৫৭ নম্বর সরকারি বরাদ্দ করা রুম। ছিল ব্যক্তিগত সরকারি সম্পদের আলমারি। অভিযোগ বিরোধী দলের নেতাদের।* পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ধর্ষণকাণ্ডের অভিযুক্ত জাহির আব্বাস, হাসপাতালের বেতাজ বাদশা হয়ে উঠেছিল। তার জন্য হাসপাতাল থেকে বরাদ্দ করা হয়েছিল আলাদা রুম। ছিল হাসপাতালের মধ্যেই আলাদা আলমারি, যাতে কিনা তার চিড়ে মুড়ি ছোলা বিস্কিট সাবান সহ যাবতীয় ব্যক্তিগত জিনিসপত্র। ছিল জামা কাপড় খাতা পত্র। পুলিশ হেফাজতে নেওয়ার পর সেই আলমারি ভেঙ্গে পুলিশ বেশ কিছু নথি সংগ্রহ করেছে বলে জানা গেছে। ব্যক্তিগত যে রুমটি বরাদ্দ করা হয়েছিল, সেটিকে সিল করেছে পুলিশ। ব্যক্তিগত রুম বরাদ্দ করা হয়েছে এই নিয়ে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। সরকারি সম্পদ কে এইভাবে ব্যক্তিগত কাজে ব্যবহার করা তা নিয়ে যথেষ্ট প্রতিবাদের ঝড় উঠেছে। জাহির আব্বাস ছিলেন ফ্যাসিলিটি ম্যানেজার। তারই তত্ত্বাবধানে অস্থায়ী কর্মীরা কাজ করেন। আর সেই সুযোগ নেই মহিলাদের উপর চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া থেকে চাকরি দেওয়ার নাম করে মহিলাদের উপর শারীরিক মানসিক ও ধর্ষণের মতো কাজ চালাতে হলে অভিযোগ। অতিরিক্ত ডিউটিও করতে হতো তার নির্দেশে। আবার শারীরিক অসুস্থতার জন্য কেউ ছুটি চাইলে মিলত ধমক সেই অডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। বাইট হাসপাতাল কর্মীরা। বাইট হাসপাতাল সুপার। Wt.-কিরণ মান্না।
0
comment0
Report
PDPradyut Das
Sept 20, 2025 10:49:57
Jalpaiguri, West Bengal:2C 2009ZG_JAL_LIVE_DURGA_R রাত পোহালেই মহালয়া। তার আগে শারদীয়ার আগমনী উল্লাসে মেতে উঠেছে কচিকাঁচারা। জীবন্ত‌ দেবদেবীর রূপে সকলকে মুগ্ধ করছে‌ তারা। দেবী দুর্গা, অসুর, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীকে শহরের রাস্তায় দেখে আনন্দে মেতে উঠছেন সকলেই। জলপাইগুড়ির নেতাজিপাড়া ও পরেশ মিত্র কলোনি এলাকার বাসিন্দা কয়েকজন মহিলা মিলে নিজের ছেলেমেয়েদের দেব-দেবীর রূপে সাজিয়ে স্থানীয় বাসিন্দাদের আনন্দ দিচ্ছেন। দুর্গা সেজেছে মেরি বিশ্বাস নামে এক ছাত্রী। এছাড়া রণবীর বিশ্বাস, শ্বেতা‌ ঠাকুর সহ অন্যান্য কচিকাঁচার দল মিলে অসুর, সরস্বতী, লক্ষ্মী ও কার্তিক, গণেশের রূপ ধারণ করেছে। মহালয়ার আগে আগমনির সাজে জীবন্ত দুর্গা পরিবারের সদস্যরা মিলে আনন্দ দিচ্ছে এলাকার বাসিন্দাদের। মেরি বিশ্বাস জানায়, গত কয়েক বছর ধরেই মহালয়ার আগে এভাবে আমরা দুর্গা, অসুর, লক্ষ্মী, সরস্বতী ও কার্তিক, গণেশের রূপ ধারণ করে মানুষকে আনন্দ দিই। আমাদের সাজপোশাক সহ সমস্ত আয়োজন করে দিয়েছে মায়েরা। রিপোর্ট:- প্রদ্যুত দাস ক্যামেরা:- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
2
comment0
Report
PDPradyut Das
Sept 20, 2025 10:46:46
Jalpaiguri, West Bengal:2C 2009ZG_JAL_AIDSO_AGITATION_R বীরভম জেলার রামপুরহাটে সপ্তম শ্রেনির ছাত্রীকে ধর্ষণ ও নৃশংস ভাবে খুনের প্রতিবাদে AIDSO-র হলদিবাড়ি ব্লক কমিটির পক্ষ থেকে হলদিবাড়ি শহরে একটি প্রতিবাদ মিছিল করা হয়। জলপাইগুড়ি জেলা সংলগ্ন কোচবিহার জেলার হলদিবাড়ি তে শনিবার এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন AIDSO- হলদিবাড়ি ব্লক কমিটি সম্পাদক রেজ্জাক সরকার, সভাপতি নিলু হক সদস্য বুলবুল সরকার, অভিজিৎ রায়, রাকিব আলী, কল্পনা রায় প্রমুখ। রেজ্জাক সরকার বলেন রাজ্যে নারী ধর্ষণ ও খুনের ঘটনা দিন দিন বাড়ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী নারী নিরাপত্তা দিতে ব্যার্থ। লজ্জার বিষয় শিক্ষাঙ্গনে শিক্ষার্থীরা নিরাপদ নয়। অবিলম্বে ছাত্রী সহ নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। শিক্ষাঙ্গনে সমস্ত শূন্যপদে শিক্ষক নিয়োগ করতে হবে। এই সমস্ত দাবিতে আজকের বিক্ষোভ বলে বিক্ষোভকারীরা জানান। রিপোর্ট :প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
BSBidhan Sarkar
Sept 20, 2025 10:46:36
Chinsurah, West Bengal:দলের পুরোনো কর্মিদের গুরুত্ব দেওয়া উচিত,তারাই দলকে দাঁড় করিয়েছে,চন্ডীতলায় মৎস শিকারে এসে মন্তব্য দিলীপ ঘোষের। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে বিজেপির কোনো কর্মসূচীতে দেখা যায়নি দীর্ঘদিন। তিনি নিজের মত করে দলের পুরোনো কর্মিদের সঙ্গে দেখা করছেন,জেলায় জেলায় গিয়ে কখনো পুজো উদ্বোধন কখনো ফুটবল খেলার অনুষ্ঠানে আবার কখনো মাছ ধরছেন। আজ চন্ডীতলার বনমালিপুরে মাছ ধরতে আসেন। সেখানে তিনি বলেন, কারামন্ত্রী কারগারে যাবেন।দূর্নীতি হয়েছে।প্রায় সব এমএলএ মন্ত্রী যুক্ত।একেক করে আসছে সময়। নারী নির্যতন তৃনমূলের একটা এনাউন্সমেন্ট।কোথায় হচ্ছে না! স্কুল কলেজ। সবাই ভেবেছিল মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা তার আমলে মেয়েরা সুরক্ষিত থাকবে।অথচ সবচেয়ে বেশি অত্যাচারীত হচ্ছে মহিলারা।বছর বছর মাতৃ পুজা করি আমরা,কোনো মহিলাদের সুরক্ষা সম্মান নেই। তৃনমূলের দূর্নীতির বিরুদ্ধে ইডি লেগেছে।দেখা যাক মানুষের যে হতাশা সেটা কাটবে। বিজেপির কমিটি তৈরী হচ্ছে সবাই কোথাও না কোথাও জায়গা পাবে।পুরোনোদের জায়গা দেওয়া উচিত কারন তারাই দলকে দাঁড় করিয়েছে। আমি জেলায় যাচ্ছি সব পুরোনো কর্মিদের সঙ্গে দেখা করছি।আমি ব্যাক্তিগত ভাবে এসেছি।সব পুরোনো কর্মিরা এলেন এক সঙ্গে খাওয়া দাওয়া হল।এভাবেই চলছে দল নির্বাচনে এলে সবাই ঝাঁপিয়ে পড়বে। পুরোনো কর্মিরা দলকে দাঁড় করিয়েছে সবাই তাদের বিজেপি বলে চেনে।
0
comment0
Report
PDPradyut Das
Sept 20, 2025 10:19:45
Jalpaiguri, West Bengal:2C 2009ZG_JAL_MISSING_R1 অবশেষে জলপাইগুড়ির হাইকোর্ট পাড়ার বাসিন্দা কৃষ্ণ রজক, পেশায় ধোপা তিস্তার ১৩ নম্বর স্পার নদী থেকে মৃতদেহ উদ্ধার। মৃতদেহ ময়নাতনদের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে ও হাসপাতালের মর্গে পাঠানো হয়। ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও মিললো না কৃষ্ণ রজকের‌ দেহ। সিভিল ডিফেন্সের কর্মীরা শনিবার সকাল থেকে ফে‌র নদীতে‌ বোট‌ নামিয়ে তাঁর খোঁজ শুরু করেছেন। সিভিল ডিফেন্স ছাড়াও তল্লাশি অভিযানে রয়েছেন জলপাইগুড়ি পুরসভার বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মন্ডল বলেন, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত খোঁজ চালানো হয়েছে। শনিবার সকাল থেকে ফের‌ নদীতে নেমে তল্লাশি চালানো হচ্ছে। কিন্তু নদীতে প্রচুর জল থাকায় দেহ কোনদিকে ভেসে গেছে তার বুঝতে সমস্যা হচ্ছে। উল্লেখ্য, শুক্রবার সকালে বৃষ্টির সময় ধোপা বাড়ির কাপড় ধুতে গিয়ে করলা নদীর স্রোতে ভেসে যান কৃষ্ণ রজক নামে এক যুবক। কাপড়ের গামলা জলের স্রোতে ভেসে যাওয়ার সময় সেটিকে বাঁচাতে গিয়ে নদীর জলে তলিয়ে যান তিনি। মর্মান্তিক এই ঘটনায় ঘটেছে জলপাইগুড়ি শহরের ১ নম্বর ওয়ার্ডের শনি মন্দির সংলগ্ন রায়কতপাড়া‌ এলাকায়। ঘটনার পর থেকে জলের মধ্যে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর হদিস এখন‌ও পাওয়া যায়নি। রিপোর্ট :- প্রদ্যুৎ দার ( জলপাইগুড়ি )
1
comment0
Report
CDChampak Dutta
Sept 20, 2025 10:19:27
Kaji Chak, West Bengal:*মহালয়ার আগে দফায় দফায় বৃষ্টি পশ্চিম মেদিনীপুর জেলায়।আগামীকাল মহালয়া,আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মহালয়ায় বৃষ্টির সম্ভাবনা।শুধু মহালয়া নই,পুজোয় ভারি থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে পঞ্চমী থেকে দশমী।মহালয়ার আগেই পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে।সকালের পর বেলা গড়াতেই চড়া রোদ না থাকলেও গুমোট গরম অনুভূত হয়।পাশাপাশি বেলা গড়াতেই আবহাওয়ার পরিবর্তন হতে দেখা যায়।মেঘলা আকাশ সাথে জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি শুরু হয়।দফায় দফায় বৃষ্টি হতে শুরু করে জেলার বিভিন্ন প্রান্তে।তেমনিই মুষলধারে বৃষ্টি হতে দেখা যায় জেলার চন্দ্রকোনায়।বৃষ্টির জেরে স্বস্তি গুমোট গরম থেকে।মেঘলা আকাশ রয়েছে ফের বৃষ্টির সম্ভাবনা।মহালয়ার আগের দিন ভারি বৃষ্টি হওয়ায় আবহাওয়ার দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মহালয়ায় বৃষ্টি হলে পুজোর আগে বিপাকে পড়তে হতে পারে পুজো উদ্যোক্তাদের।* ছবি 2c তে SLUG- 2009ZG_WMID_RAIN_R
0
comment0
Report
KMKIRAN MANNA
Sept 20, 2025 10:07:42
Dihierench, West Bengal:*পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ধর্ষণকাণ্ডে অভিযুক্ত জাহির আব্বাসের অতীত কাণ্ডকারখানা ফাঁস, রাজনৈতিক যোগ নিয়ে তোলপাড়। ইতিপূর্বে ধর্ষণকাণ্ডে জেলও খেটেছে। তবুও কি করে হাসপাতালে এমন আসামি কাজ করে প্রশ্ন উঠছে।* যত দিন যাচ্ছে, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত জাহির আব্বাসের একের পর এক অপকর্ম প্রকাশ্যে আসছে। বর্তমানে জাহির আব্বাস পাঁশকুড়া থানার পুলিশ হেফাজতে রয়েছে। অভিযোগ, শুধু হাসপাতালের নার্স, ওয়ার্ড গার্ল দের ওপরই নয়, অন্যান্য মহিলাদের এবং কিশোরীদের ওপরও দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছে জাহির। এমনকি প্রায় ১৫ বছর আগে গৃহশিক্ষক থাকার সময় ১৪ বছরের এক কিশোরীকে দিনের পর দিন ধর্ষণ করে গর্ভবতী করে তোলার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ওই ঘটনায় সে সময় জেলও খেটেছিল জাহির আব্বাস। এমন একজন দাগী অপরাধীকে কীভাবে হাসপাতাল এতদিন ধরে কাজে নিযুক্ত রেখেছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে। এর পেছনে প্রভাবশালীদের আশ্রয়–প্রশ্রয়ের অভিযোগ উঠেছে রাজনৈতিক মহলে। অভিযোগের তীর গিয়ে পৌঁছেছে এলাকার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের ছেলের দিকে, যদিও তিনি সেই অভিযোগ খারিজ করেছেন। অন্যদিকে, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির দাবি, জাহির আব্বাস ছিলেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। বর্তমানে বিজেপির হয়ে কাজ করলেও শুভেন্দু ও শিশির অধিকারীর দৌলতেই বারবার রেহাই পেয়েছে সে। সব মিলিয়ে, এলাকায় স্পষ্ট হচ্ছে—দীর্ঘদিন ধরে বেতাজ বাদশার মতো প্রভাব খাটিয়ে এসেছে জাহির আব্বাস। অপরদিকে বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারী বলেছেন হাসপাতালের একটি রুম বরাদ্দ করা হয়েছিল জাহির আব্বাসের জন্য। বি এম ও এইচ, সুপার সেই রুমের বরাদ্দ করেছিল। মমতার স্বাস্থ্য দপ্তর বরাদ্দ করেছিল নার্স এম এন এম, লেডি ডক্টর অওয়ার্ড গার্লদের ধর্ষণ করার জন্য। এই লজ্জা রাখার জায়গা নেই। আমরা আরজিকরের মত এই হাসপাতালের ধর্ষণের ঘটনাও শেষ দেখে ছাড়বো। বাইট ১৫ বছর আগে ১৪ বছরের নাবালিকাকে ধর্ষণের তার মার বাইট। বাইট সৌমেন মহাপাত্র।এলাকার বিধায়ক প্রাক্তন মন্ত্রী। বাইট সুজিত রায়। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। বাইট শুভেন্দু অধিকারী।
0
comment0
Report
ABArup Basak
Sept 20, 2025 10:04:56
Mal Bazar, West Bengal:*সাইলি চা বাগানে ২০% বোনাসের দাবিতে শ্রমিক বিক্ষোভ, বন্ধ কাজ...* মাল ব্লকের সাইলি চা বাগানে ফের উত্তাল শ্রমিক আন্দোলন। শনিবার সকাল থেকে বাগানের সমস্ত কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হয়েছেন চা শ্রমিকরা। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সমস্ত চা বাগানে ২০% হারে বোনাস দেওয়া বাধ্যতামূলক হলেও, সাইলি চা বাগানে শ্রমিকদের অ্যাকাউন্টে মাত্র ১৫% হারে বোনাস পাঠানো হয়েছে। চা শ্রমিকদের অভিযোগ, বিগত কয়েক দিন ধরে তাঁরা গেট মিটিং-এর মাধ্যমে বারবার তাঁদের দাবির কথা জানিয়ে এসেছেন, কিন্তু বাগান কর্তৃপক্ষ কর্ণপাত করেনি। শুক্রবার আচমকাই শ্রমিকদের অ্যাকাউন্টে ১৫% হারে বোনাস ঢোকে, যার পরেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। আজ সকাল থেকে চা পাতা তোলা সহ সব কাজ বন্ধ রেখে বাগান চত্বরে শুরু হয় প্রতিবাদ-বিক্ষোভ। শ্রমিকদের স্পষ্ট হুঁশিয়ারি, অবিলম্বে বাকি ৫% বোনাস না দিলে কেউ কাজে ফিরবেন না। বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে শ্রমিক সংগঠনের তরফে জানানো হয়েছে, এই আন্দোলন তাঁদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত না হওয়া পর্যন্ত চলবে। বাইট ১) শ্রমিক আনন্দ মাহালি। ২) মহিলা চা শ্রমিক। 2009ZG_MAL_WORKS_CLOSE_R
0
comment0
Report
MMManoj Mondal
Sept 20, 2025 09:52:00
Kolkata, West Bengal:দত্তপুকুর থানার পূর্ব খিলকাপুর অঞ্চলের পালপাকুড়িয়া গ্রামের ঘটনা। স্থানীয় যুবক মহিম আলী ব্যাঙ্ক অফ বরোদার শাখা খুলে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ। স্থানীয় মানুষের দাবি তারা স্থানীয় যুবক বলে ভরসা এবং রাষ্ট্রীয়ত্ব ব্যাংকের ভরসায় তারা টাকা জমা রেখেছিল। স্থানীয় মানুষের আরো দাবি কারোর এফ ডি টাকা কারুর বা ব্যাংকে জমা রাখা টাকা বেআইনিভাবে ওই যুবক তুলে নিয়েছে। পরবর্তী সময়ে এই গোটা ঘটনা জানাজানি হয়ে যাওয়ায় পরে দত্তপুকুর থানার পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। স্থানীয় মানুষের আরো দাবি এলাকার এক প্রভাবশালী তৃণমূল নেতার হাত আছে পুরো ঘটনায়। এখন এলাকার সাধারণ মানুষ সর্বস্ব খুইয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছে।
0
comment0
Report
BMBiswajit Mitra
Sept 20, 2025 09:51:48
Ranaghat, West Bengal:নদীয়ার নবদ্বীপের মৃত সঞ্জয় ভৌমিকের ময়না তদন্তের কাজে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান চন্দ্রনাথের ভাগ্য পরীক্ষা নিয়ে শুভেন্দু অধিকারী জানান ইডি সঠিকভাবে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে কোর্ট কি করবে আমি জানিনা আমি মনে করি ইডি সঠিকভাবে তার আবেদন রেখেছে, এইসব লোককে যার আয়ের থেকে সম্পত্তি বেশি খুঁজে পেয়েছে তাকে তাতে তাদের জিজ্ঞাসা বাদ করা উচিত। বাকি টাকা কোথায় গেছে পিসির কাছে না ভাইপোর কাছে? সেটা জানা উচিত মহালয়ের আগে পূজো উদ্বোধন নিয়ে বলেন মমতা ব্যানার্জি হিন্দু বিরোধী সবাই জানে হিন্দু ধর্মকে গন্ধাধর্ম বলেন মহাকুম্ভ কে মৃত্যু কুম্ভ বলেন আরএসএস বজরং দল বিশ্ব হিন্দু পরিষদকে বলেন জঙ্গি সন্ত্রাসবাদী। উনি যে হিন্দু বিরোধী সবাই জানে, নতুন করে কোন কারণ নেই পশ্চিমবাংলায় প্রকৃত হিন্দু যারা তারা শাস্ত্র পঞ্জিকা মেনেই চলে পিতৃপক্ষে কোন শুভ কাজ হয় না । গয়াতে এই সময় পিন্ড দান করেন। আমাদের শুভ পক্ষ শুরু হয় দেবীর বোধন দিয়ে মহালয়ার দিনে আজকে যেটা করছেন সেটা হিন্দু ধর্মের বিরোধী।
0
comment0
Report
TDTapan Deb
Sept 20, 2025 09:51:08
Alipurduar, West Bengal:*আলিপুরদুয়ার* == পূজোর বোনাস না দিয়ে বাগান ছেড়ে চলে গেল বাগান কতৃপক্ষ। ফলে পুজোর মুখে কাজ হারাল ৮৮৮ জন চা বাগান শ্রমিক। আলিপুরদুয়ারের দুই নম্বর ব্লকের কোহিনূর চা বাগান অধিগ্রহন করেছিল মেরিকো নামে একটি কম্পানি। বিভিন্ন দাবিদাওয়া থাকলেও কাজ চালিয়ে যাচ্ছিলেন শ্রমিকেরা। রাজ্যের শ্রম দপ্তর ২০ শতাংশ হারে বাগান গুলোকে বোনাস দেওয়ার কথা বলে। সেই মত ১৫ সেপ্টেম্বরের মধ্যে বোনাস দেওয়ার কথা। কিন্তু কোহিনূর চা বাগান কতৃপক্ষ গতকাল পর্যন্ত বাগানের শ্রমিকদের বোনাস তো দূরের কথা চার সপ্তাহের বকেয়া মজুরি রেখে বাগান ছেড়ে চলে যায়। সকালে কাজে এসে শ্রমিকেরা দেখে বাগানে ম্যানেজার নেই। পরে বাগান কতৃপক্ষের বিরুদ্ধে শামুকতলা থানায় লিখিত অভিযোগ জানায় শ্রমিকেরা। বিক্ষোভ চলছে বাগানে। চরম হতাশায় বাগানের শ্রমিকেরা। প্রশাসন কী পদক্ষেপ নেয় এখন সেই দিকে তাকিয়ে বাগানে শ্রমিকেরা। অন্য দিকে বীরপাড়া চা বাগানেও বোনাস না পেয়ে গেট মিটিং করেন শ্রমিকেরা। আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গাও উপস্হিত ছিলেন মিটিংএ। সব মিলিয়ে পুজোর আগে ২০ শতাংশ বোনাস না দিয়ে তরাই - ডুয়ার্সে চা শিল্পে আবারও কালো মেঘ জমা হতে শুরু হয়েছে। ================ ( ছবি 2C তে পাঠালাম FILE : 200925ZG _ ALD _ CLOSE BYTE - 1) প্রবীন এক্কা - বাগান শ্রমিক। 2) প্রমিলা ওরাও - বাগান শ্রমিক। #############
0
comment0
Report
KMKIRAN MANNA
Sept 20, 2025 09:46:06
Dihierench, West Bengal:*উপকূল পরিচ্ছন্ন দিবসে দীঘায় বড়সড় সাফাই অভিযান।* উপকূল পরিচ্ছন্ন দিবসে শনিবার সকালে দীঘার সমুদ্রতটজুড়ে একযোগে সাফাই অভিযান চালালো পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা পর্যন্ত বিস্তৃত সমুদ্র সৈকতে প্লাস্টিক, আবর্জনা ও নোংরা পরিষ্কার করেন এলাকার বিধায়ক অখিল গিরি, প্রশাসনিক আধিকারিক, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, ছাত্রছাত্রীসহ সাধারণ মানুষ। অন্যদিকে কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকেও আলাদা সাফাই অভিযানের আয়োজন করা হয়। সি হক গোলাঘাট এলাকায় বিজেপির কর্মী-সমর্থকেরা সমুদ্রতট পরিষ্কার করেন। জেলা শাসক পূর্ণেন্দু মাঝি জানান, “জগন্নাথ ধাম দিঘাতে গড়ে ওঠার পর দীঘায় পর্যটকের ভিড় বহুগুণ বেড়েছে। দেশি-বিদেশি পর্যটক আসছেন। তাই দীঘাকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও প্লাস্টিকমুক্ত রাখতে প্রশাসন সর্বদা সচেষ্ট থাকবে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।” প্রশাসনের উদ্যোগে নিউ দীঘার বিস্তীর্ণ এলাকা জুড়ে অভিযান চালানো হয়। পাশাপাশি, বিজেপির কর্মসূচি মিলিয়ে উপকূলকে প্লাস্টিকমুক্ত রাখার বার্তা পৌঁছে যায় সর্বত্র। স্থানীয়রা জানিয়েছেন, দীঘাকে পরিচ্ছন্ন রাখলে পর্যটন শিল্প আরও প্রসারিত হবে এবং বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়বে। বাইট পূর্ণেন্দু মাঝি, জেলা শাসক। বাইট তপন মাইতি, বিজেপি নেতা দীঘা। বাইট সোমনাথ রায় বিজেপি জেলা সভাপতি।
0
comment0
Report
Advertisement
Back to top