Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Darjeeling734105

Darjeeling में मां की हत्या: Kailash Thapa को कठोर आजीवन कारावास

KAKAYESH ANSARI
Sept 25, 2025 06:47:02
Darjeeling, West Bengal
*Man Sentenced Regorous Life Imprisonment For Murdering His Own Mother* The District and Sessions Judge, Darjeeling sentenced a 40 year old man to rigorous life imprisonment for murdering his mother, 72-year-old Mita Thapa. “On Wednesday, Judge Jimut Bahan Biswas convicted 40-year-old Kailash Thapa of Takdah under the Rungli Rungliot Police Station, Darjeeling and pronounced a sentence of rigorous life imprisonment for murdering his mother. 16 witnesses were examined in this case,” stated Pranay Rai, Public Prosecutor (PP), Darjeeling. Narrating the incident, Rai stated that the convict who was an alcoholic used to regularly harass his parents for money. In August 2024 during one such incident, when his parents had denied him money, he beat them both. While his father became bedridden, his mother’s arm was fractured. She had to be hospitalised. Local residents had filed a police complaint and Kailash was sent to the correctional home. Later, his mother got him out on bail. “Again on November 26, 2024 Kailash demanded money. When his mother denied, Kailash in a fit of rage poured kerosene on his mother Mita and set her on fire. Hearing her cries for help, neighbours rushed her to the Takdah Primary Health Centre. From there she was taken to Siliguri for treatment. However, on December 4, Mita Thapa died. Locals had lodged a complaint against Kailash and he was arrested,” added the PP. He was charged under Section 302 (Murder) and other relevant sections of the Indian Penal Code.
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ABArup Basak
Sept 25, 2025 13:34:44
Mal Bazar, West Bengal:*ধরণীপুর চা বাগানে বোনাস দাবিতে উত্তাল শ্রমিকরা, বাংলোর কাঠের দেওয়াল ভেঙে পালালেন ম্যানেজার...* পুজোর মুখে বোনাস না মেলায় বিক্ষোভে উত্তাল হয়ে উঠল নাগরাকাটা ব্লকের ধরণীপুর চা বাগান। বুধবার সকাল থেকে বোনাসের দাবিতে আন্দোলনে নামে শ্রমিকরা। দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন সব চা বাগানে শ্রমিকদের ২০ শতাংশ হারে বোনাস দেওয়া হবে। কিন্তু এখনও ধরণীপুর বাগানের শ্রমিকরা জানেন না তাঁরা আদৌ সেই বোনাস পাবেন কিনা। বিক্ষোভ চরমে ওঠে রাতে। বাগান ম্যানেজারের বাংলোর সামনেই চলে রাতভর ধর্না। এর মাঝেই বাংলোর পিছনের কাঠের দেওয়াল ভেঙে পালান বাগান ম্যানেজার রঞ্জন ইন্দুয়া। ঘটনাটি সামনে আসতেই হতাশাগ্রস্ত হয়ে পড়েন শ্রমিকেরা। শ্রমিক মামনি সঙ্কর বলেন, আমরা তো ভাবছিলাম পুজোর আগে কিছু হাতে পাবো। নতুন জামাকাপড় তো দুরের কথা, এখন মনে হচ্ছে পুজোই আর হবে না আমাদের।" শ্রমিক কামলি যাদব বলেন,দিদি যখন বলেছে ২০% বোনাস দিতে হবে, তাহলে এখনও আমরা কেন বঞ্চিত? ম্যানেজার পালিয়ে যাওয়ায় মনে হচ্ছে আমাদের কথা শোনার কেউ নেই।" এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও কেন এখনও বাগান কর্তৃপক্ষ বোনাস নিয়ে নিশ্চুপ? তৃণমূল চা বাগান কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর বলেন, শ্রমিকদের ম্যানেজারকে ঘেরাও করাটা ঠিক হয়নি। প্রশাসন আছে, তাদের জানানো উচিত ছিল। আমি শুনেছি বাগানে ২০ শতাংশ বোনাস দেওয়া হবে। তবে যদি এইভাবে বাগান বন্ধ হয়ে যায়, তার দায় কে নেবে?" এদিকে শ্রমিকদের দাবি, যতক্ষণ না সরকার বা বাগান কর্তৃপক্ষ নিশ্চিত করছে বোনাস দেওয়া হবে, ততক্ষণ আন্দোলন চলবে। পুজোর মুখে এই অনিশ্চয়তা শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভ আর হতাশা বাড়িয়ে দিচ্ছে। বাইট ১: শ্রমিক মামনি সঙ্কর ২)বাইট ২: শ্রমিক কামলি যাদব ৩)তৃণমূল চা বাগান কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর। 2509ZG_MAL_BONUS_PROBLEM_R
0
comment0
Report
KMKIRAN MANNA
Sept 25, 2025 13:33:50
Dihierench, West Bengal:*তৃণমূল নেতাদের ছাড় দিচ্ছে ইডি,চন্দ্রনাথ সিনহাকে ইডির জিজ্ঞাসাবাদ নিয়ে মন্তব্য সুজনের,পাশাপাশি পাশকুড়া কাণ্ডে দোষীর শাস্তির দাবিতে পথে সিপিআইএম!!উপস্থিত সুজন, সায়ন ব্যানার্জীরা* পাঁশকুড়া ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত জাহির আব্বাস খানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবার পথে নামলো সিপিআইএম।সায়ন ব্যানার্জি,সুজন চক্রবর্তীর নেতৃত্বে দোষীর শাস্তির দাবিতে একটি বিশাল মিছিল পাশকুড়া pwd মাঠ থেকে পাশকুড়া থানা অব্দি যায় ও পাশকুড়া থানার আইসির নিকট ডেপুটেশন দেওয়া হয়।ডেপুটেশন থেকে বেরিয়ে এসে মূল অভিযুক্তের শাস্তির দাবিতে সোচ্চার হন সায়ন।অপরদিকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি হানা নিয়ে সুজন চক্রবর্তী বলেন চন্দ্রনাথ সিনহা ধরা পড়ে গেছেন,আত্মীয় ,বন্ধু সবার নামে বেনামে কোটি কোটি টাকার করবার করছিলেন,শেষ পর্যন্ত দেখা গেলো সে ইডির হেফাজতে ও গেলনা।তৃণমূল নেতাদের ছাড় দিচ্ছে ইডি,এবং এতে দিল্লির হাত আছে,সেটিং লোকের কাছে স্পষ্ট। বাইট সুজন চক্রবর্তী।
0
comment0
Report
ALArup Laha
Sept 25, 2025 13:33:36
Belna, West Bengal:কলকাতায় বর্যণ প্রাকৃতিক বিপর্যয় নয়, প্রশাসনিক বিপর্যয় বলে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বৃহস্পতিবার বর্ধমানের ঘৌড়দৌড়চটির বিজেপির জেলা কার্যালয়ে উপস্থিত ছিলেন শমীক। সেখানে তিনি বলেন, কলকাতার জমা জলে যে মৃত্যু হয়েছে। তারজন্য দায়ী রাজ্যসরকার। মেয়র ফিরহাদ হাকিম গেঞ্জি পড়ে জলে নেমে একটা পলিথিন তুলে নিজেদের দায় আটকাতে পারবে না। নিকাশী ব্যবস্থা ভেঙে পড়েছে। তাই এত বড় দুর্ঘটনা। কলকাতার পেয়ারা বাগান বস্তির বাসিন্দারা অভিযোগ করছেন বারে বারে তৃণমূল কাউন্সিলর, বিধায়ককে বললেও কোন কাজ হয় নি।বিদ্যুতের তার খোলা অবস্থায় পড়ে আছে। তাতে তো দুর্ঘটনায় হবেই। অন্যদিকে রাজ্য বিজেপি সভাপতি বলেন, এক সময়ে ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম ছিল। কিন্তু এখন আমাদের রাজ্য তৃতীয় স্থানে। এখন তেলেঙ্গানা প্রথম ও উত্তর প্রদেশ দ্বিতীয় স্থানে।আবার তৃণমূল ক্ষমতায় এলে ধান উৎপাদনে বাংলা ৬ নম্বরে চলে যাবে।একের পর এক রাইসমিল বন্ধ হয়ে যাচ্ছে। রাইসমিল ও কারখানার জমি গ্রাস হচ্ছে। রাজ্য সরকারের অনুপ্রেরণায় রাজ্যের মাত্র কয়েকটি রাইস মিলের ব্যাণ্ড প্রতিষ্ঠিত হচ্ছে। আলুর রপ্তানি অন্য রাজ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে চাষীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোন চাষী আত্মঘাতী হলে সঠিক তথ্য দেওয়া হচ্ছে না।চাষীর মৃত্যুর সঙ্গে পারিবারিক কলহ ও বিবাহবহিভূত সম্পর্কে জড়িয়ে দেওয়া হচ্ছে। হিমঘর বন্ধ হয়ে যাচ্ছে। সেই জমি প্রমোটারদের হাতে চলে যাচ্ছে। জলা জমি ভরাট করা হচ্ছে। তৃণমূল সরকার প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। বিভিন্ন জায়গায় দেবোত্তর সম্পত্তি দখল হয়ে যাচ্ছে। আগামী জুন মাসে নতুন সরকার ক্ষমতা এসে ওই সব জমি পুনরুদ্ধার করবে। অন্যদিকে তিনি বলেন,বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রায় ২ কোটির টাকার তছরূপ হয়েছে। তিনি কেন্দ্রীয় তদন্তের দাবী করেন। দক্ষিণ ২৪ পরগনার সাগরে পুজোর থিম অপারেশন সিদুঁর হওয়ার প্রশাসন মণ্ডপ খুলতে বাধ্য করায় বিজেপি রাজ্য সভাপতি বলেন, কিছু সংখ্যালঘু মানুষকে কাছে পেতে এসব করা হচ্ছে। মিনি পাকিস্তান আছে তাদের খুশী করা। মুর্শিদাবাদের ডোমকলে পুলিশ কর্মী আক্রান্ত হওয়ায় শমীক ভট্টাচার্য বলেন, রাজ্যে পুলিশ বলে কিছু নেই। পুলিশের কি অবস্থা সে তো অনুব্রত মণ্ডল বলে দিয়েছেন। তাই পুলিশ আক্রান্ত হচ্ছে। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য জেলা বিজেপির কার্যালয়ের সামনে দীনদয়াল উপাধ্যায়ের আবক্ষ মূর্তির উন্মোচন করেন। সেখানে তিনি কর্মী সমর্থকের নিয়ে মিটিং করেন। বাইট। শমীক ভট্টাচার্য (রাজ্য বিজেপি সভাপতি)। 250925ZG_BWN_BJP ক্যামেরায় সদন সিনহার সঙ্গে অরূপ লাহার রিপোর্ট।
0
comment0
Report
BSBidhan Sarkar
Sept 25, 2025 13:33:18
Chinsurah, West Bengal:জল ডিঙিয়ে ঠাকুর দেখা প্যান্ডেল হপিং চলবে,জল ডিঙিয়ে খাওয়া-দাওয়াও করবে মানুষ।কোন কিছুই আটকাতে পারবেনা।প্রয়োজনে রেনকোট পড়ে ছাতা নিয়েও ঠাকুর দেখা চলবে,হুগলিতে পূজো উদ্বোধনে এসে বললেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। কয়েক ঘন্টার বৃষ্টিতে কলকাতা ও পাশ্ববর্তী এলাকা প্লাবিত হয়েছে।আবহাওয়ার পূর্বাভাসে দুর্গা পুজোর দিন গুলোতেও আশঙ্কার মেঘ রয়েছে।বৃষ্টি হয়ে উৎসব মাটি হবে নাতো! রচনা বন্দ্যোপাধ্যায় বলছেন,যতই বৃষ্টি হোক মানুষকে আটকানো যাবে না।জল ডিঙিয়ে প্যান্ডেলে যাবে মানুষ। কারন সারা বছরের অপেক্ষা থাকে এই কটা দিনের জন্য।সেই অপেক্ষায় জল ঢেলে লাভ হবে না।প্রয়োজনের রেনকোট ছাতা নিয়েও ঠাকুর দেখতে বেরোবেন দর্শনার্থীরা। আর চলবে দেদার খাওয়া দাওয়া।পুজোর সময় নো ডায়েট। আজ পান্ডুয়ার খন্নান পোলবা এবং চুঁচুড়ায়বেশ কয়েকটি পূজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়।
0
comment0
Report
BSBarun Sengupta
Sept 25, 2025 13:32:34
Barrackpore, Kolkata, West Bengal:বন্ধু হতেও যোগ্যতা লাগে শত্রু হতেও যোগ্যতা লাগে। আর আমার শত্রু হতেও যোগ্যতা লাগে। কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না বড়মার মন্দিরে এসে কুনাল ঘোষ নিয়ে এমনটাই মন্তব্য করলেন দেব। রঘু ডাকাত সিনেমার প্রমোশানে এসে কুনাল ঘোষ নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিনেতা দেবের* নৈহাটির বড়োমা মন্দিরে আজ রঘু ডাকাত ছবির প্রমোশনে এসেছিলেন অভিনেতা দেব অধিকারী । রঘু ডাকাত ছবির প্রমোশনে এসে সংবাদমাধ্যমের সামনে দেব বলেন ছবির জন্য তিনি মাকে পুজো দিলেন। যেভাবে চারিদিকে প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধ অশান্তি হচ্ছে তা যেনো বন্ধ হয় সেই প্রার্থনাই করেছেন। সোশ্যাল মিডিয়ায় রঘু ডাকাত নিয়ে কুনাল ঘোষের পোস্ট করার কথা জানতে চাইলে প্রথমেই তিনি হাসতে থাকেন। তবে এদিন রঘু ডাকাত ছবি নিয়ে কুনাল ঘোষের করা কিছু মন্তব্যের বিরোধিতা করে দেব বলেন কুনাল ঘোষ তার অত্যন্ত কাছের ব্যক্তি এবং গুরুজন।তিনি কি মন্তব্য করেছেন না করেছেন সেটা নিয়ে তেমন কিছুই ভাবছেন না তিনি তবে তিনি একটা বিস্ফোরক মন্তব্য করেন বন্ধু হতে যেমন যোগ্যতার প্রয়োজন শত্রু হতেও ঠিক একই ভাবে যোগ্যতার প্রয়োজন হয়। এরা যা করছে তাদেরকে সেটা করতে দেওয়াই সব থেকে বুদ্ধিমানের কাজ। দেব তার নিজের কাজ নিজেই করবেন। তিনি পরবর্তীতে আরো সিনেমা বানাবেন ও মানুষকে এভাবেই আনন্দ দিতে থাকবেন। বাংলা ছবিকে যেন শুধুমাত্র ভারতীয় ছবি বলা হয়।তবে তিনি এও বলেন মায়ের মন্দিরে এসেছি তাই মা যেন সবাইকে সৎ বুদ্ধি দেন। বাইট:- দেব(অভিনেতা) 250525 BKP_NAIHATI_ DEV 2C TE
0
comment0
Report
STSrikanta Thakur
Sept 25, 2025 11:32:15
Dinajpur, Rangpur Division:বালুরঘাট কলেজে ছাত্র সংসদ ফিজ হিসাবে প্রতি ছাত্র-ছাত্রীর কাছ থেকে ৪০০ টাকা নেওয়া হচ্ছে। এই অভিযোগে বিভিন্ন ছাত্র সংগঠন আন্দোলন শুরু করেছে। বৃহস্পতিবার দুপুরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মী ও সমর্থক ছাত্ররা দক্ষিণ দিনাজপুর জেলাশাসকের দপ্তরের সামনে মিছিল করে এসে বিক্ষোভ দেখায়। তাদের দাবি ছাত্র-ছাত্রীদের কাছ থেকে এই ৪০০ টাকা নেওয়া হচ্ছে সম্পূর্ণ বেআইনিভাবে। যেখানে হাইকোর্টের রায় রয়েছে যেহেতু কলেজ গুলিতে কোন সংসদ নেই তাই এই ফি নেওয়া যাবে না। অথচ তৃতীয় সেমিস্টার ও পঞ্চম সেমিস্টারের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। এছাড়াও সাইকেল স্ট্যান্ড ফি বাবদ দেড়শ টাকা নেওয়া হচ্ছে। যেখানে দূরদূরান্ত থেকে ছেলেমেয়েরা বাসে করে আসে তারা কখনোই সাইকেল নিয়ে আসে না। তাদের কাছেও সাইকেল স্ট্যান্ড ফি নেওয়া হচ্ছে। তারা এই বাড়তি টাকা দিতে রাজি নয়। এই বাড়তি টাকা মুকুব করার দাবি জানিয়ে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিয়েছে ছাত্র-ছাত্রীরা। এর আগে বাম সমর্থিত ভারতের ছাত্র ফেডারেশন বা এসএফআই কলেজ অধ্যক্ষের কাছে সরাসরি তাদের কথা জানাতে গেলে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা তাদের বাধা দিয়েছে। তাদের হাত থেকে ডেপুটেশন কপি ছিড়ে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছিল। বৃহস্পতিবার দুপুরে জেলা শাসকের দপ্তরের সামনে এবি ভিপির এই বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। অবশ্য কোন আপত্তিকর ঘটনা ঘটেনি। বাইট ১/ দ্বীপ রবিদাস ( ছাত্র, এবিভিপি) 2509ZG_SDIN_ABVP_AGITATION
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Sept 25, 2025 11:32:04
Asansol, West Bengal:*ইস্পাত নগরী বার্ণপুরে উৎসবের আগে হোডিং বিতর্কে রাজনৈতিক উত্তেজনা* আসানসোলের বার্ণপুরে দুর্গাপূজার আগেই হোডিং নিয়ে রাজনৈতিক অশান্তি চড়েছে তুঙ্গে। শাসক ও বিরোধী দুই শিবিরের মধ্যে অভিযোগ–পাল্টা অভিযোগের মধ্যেই শেষ পর্যন্ত ভুল বোঝাবুঝি টের পেয়ে একটি হোডিং নামিয়ে নিল বিজেপি। অভিযোগ, দুর্গাপূজাকে সামনে রেখে বার্ণপুর শিল্পাঞ্চলে তৃণমূল কংগ্রেস একাধিক হোডিং টাঙায়। কিন্তু কিছুদিনের মধ্যেই সেই হোডিং গুলি খুলে ফেলে বিজেপির তরফে অগ্নিমিত্রা পালের ছবি-সহ একাধিক নতুন হোডিং লাগানো হয়। তৃণমূলের দাবি, ইসকো কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তাদের হোডিং বসানো হয়েছিল। অথচ বিজেপির কয়েকজন নেতা–কর্মী ইসকো আধিকারিকদের সঙ্গে নিয়ে তা জোর করে খুলে নিজেদের হোডিং লাগিয়ে দেন। অন্যদিকে, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেছেন, ইসকোর অনুমতি নিয়েই হোডিং বসানো হয়েছে। বিজেপি কর্মীরা তৃণমূলের কোনো হোডিং খোলেনি। বরং দুর্গাপুজো উদ্যোক্তাদের একটি হোডিংয়ের উপর ভুলবশত বিজেপির হোডিং ঝুলে গিয়েছিল। বিষয়টি জানার পরই সেটি নামিয়ে দেওয়া হয়েছে। উৎসবের মুখে এই হোডিং বিতর্ক ঘিরে বার্ণপুরে রাজনৈতিক পারদ যে চড়তে শুরু করেছে, তা বলাই বাহুল্য।। 2509ZG_ASN_HORDING_CONTRO BYTE ASHOK RUDRA PHONE RECORD AGNIMITRA PAL
0
comment0
Report
PDPradyut Das
Sept 25, 2025 11:31:26
Jalpaiguri, West Bengal:2C 2509ZG_PA_JAL_RAMSAY_R1 VISU, BYTE & WT SEND BY 2C R & R1 বলে ভিসুয়াল, বাইট ২সি তে। মোষের গাড়ি ভ্রমণে ভিড় বাড়ছে পর্যটকদের। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রামসাই তে মোষের গাড়ি করেই মেদলা ওয়াচ টাওয়ার থেকে মিলছে বন্যপ্রাণী দেখার সুযোগ। দূর দুরান্ত থেকে পর্যটকদের ঢল গরুমারা অভয়ারণ্য। গোরুমারায় বেড়াতে এসে মোষের গাড়িতে চেপে জঙ্গল ভ্রমণ! মুগ্ধ পর্যটকরা। লাটাগুড়ি থেকে যেসব পর্যটক কার সাফারি করে মেদলা ওয়াচ টাওয়ারে আসছেন, মোষের গাড়িতে চড়ার সুযোগ পাচ্ছেন তাঁরা। কালীপুর থেকে মেদলা ওয়াচ টাওয়ার পর্যন্ত প্রায় এক কিমি জঙ্গলপথ মোষের গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে পর্যটকদের। ওয়াচ টাওয়ার থেকে ডুয়ার্সের জঙ্গলের সৌন্দর্য ও বন্যপ্রাণী দর্শনের পর ফের মোষের গাড়িতে করেই তাঁদের ফিরিয়ে আনা হচ্ছে কালীপুরে। সেখান থেকে পর্যটকরা জিপসিতে চেপে ফিরছেন লাটাগুড়িতে। ওয়াচ টাওয়ার থেকে তো বটেই, কার সাফারিতে আসা-যাওয়ার পথে জঙ্গলের ভিতর থেকে হাতি, গন্ডারকে উঁকি মারতে দেখে মুগ্ধ হচ্ছেন পর্যটকরা। কখনও আবার সাফারির পথ আটকে দাঁড়িয়ে থাকছে বাইসন, হরিণ, ময়ূর। জিপসি কিংবা মোষের গাড়িতে বসে সেই ছবি, ভিডিও মুঠোফোনে বন্দি করার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না পর্যটকরা। তিনমাস বন্ধ থাকার পর ১৬ সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে গিয়েছে জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ জঙ্গল। প্রথম দিন থেকেই ভিড় জমাতে শুরু করে দিয়েছেন ভ্রমণপিপাসুরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখন জঙ্গল ভ্রমণে কোনও এন্ট্রি ফি দিতে হয় না পর্যটকদের। শুধুমাত্র গাড়িভাড়া ও গাইডের খরচটুকু দিয়েই তাঁরা সাফারি করতে পারেন। ফলে খুশি পর্যটকরা। গোরুমারা সাউথ রেঞ্জের রেঞ্জ অফিসার ধ্রুবজ্যোতি বিশ্বাস বলেন, জঙ্গল খোলার দিন থেকেই পর্যটকরা আসতে শুরু করেছেন। তাঁরা সাফারিও করছেন। পুজোর সময় পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে মনে করছি আমরা। মেদলায় মোষের গাড়ির এক চালক বলেন, লাটাগুড়ি থেকে কালীপুর পর্যন্ত জিপসিতে আসার পর পর্যটকরা মোষের গাড়িতে চড়ার সুযোগ পাচ্ছেন। মাথাপিছু ৬০ টাকায় জঙ্গলপথে প্রায় এক কিমি নিয়ে যাওয়া হচ্ছে পর্যটকদের। আবার ফিরিয়ে আনা হচ্ছে। গোরুমারায় শুধুমাত্র মেদলাতেই মোষের গাড়ি রয়েছে। ফলে যাঁরা মেদলা ওয়াচ টাওয়ারে আসবেন, তাঁরাই এই গাড়িতে চড়ার সুযোগ পাবেন। গোরুমারার এক গাইড বলেন, লাটাগুড়িতে কার সাফারির জন্য ৭৮ টি গাড়ি রয়েছে। পর্যটকরা আসছেন। তবে এখনও সেভাবে ঢল নামেনি। হোটেল, রিসর্টের বুকিং বলছে, পুজো শেষ হলেই গোরুমারায় প্রচুর পর্যটক আসবেন। তাঁর দাবি, এবারের বর্ষায় জঙ্গলে হাতি-গন্ডারের প্রিয় ঘাস লাগানো হয়েছে। ফলে ওয়াচ টাওয়ার থেকে ভালোই বন্যপ্রাণী দেখা যাচ্ছে। সাফারি করা পর্যটকরা প্রত্যেকেই এসময় জঙ্গলে হাতি-গন্ডার দেখতে পাচ্ছেন। রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Sept 25, 2025 11:05:40
Jhargram, West Bengal: ঝাড়গ্রামের জেলা পরিষোদ কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দিল চাঁদাবিলা গ্রামের মানুষ সহ ৮ টি গ্রামের মানুষ ব্রিজের দাবিতে।২০১৮ সালে পূতরঙ্গী খালের উপর থাকা সেতু ভেঙ্গেছে তার পর থেকে হয়নী কোন ব্যবস্থা। বিভিন্ন সময় রাস্তা অবরোধ কখোন বিভিন্ন প্রশাসনের দারস্ত হয়েছেন তারা শুধু মিলেছে প্রতিশ্রুতি। এবার তারা জেলা পরিশোধ কার্যালয় ঘেরাও করেন। যতক্ষণ না তাদের দাবি মনে হচ্ছে ততক্ষণ ঘেরাও কর্মসূচি ও বিক্ষোভ চলবে। সেদিন সকাল থেকেই এই বিক্ষোভ শুরু হয়। জেলা পরিষদের পক্ষে প্রতিশ্রুতির পরেই এই কর্মসূচি তুলেন তারা।জেলা পরিষদের তরফ থেকে জানানো হয় শিগ্রির মধ্যেই তাদের সেই ব্রিজ নির্মাণ করা হবে। এই বিষয় নিয়ে গ্রামবাসীরা জানান তা যদি না হয় আগামী দিনের তারা বৃহত্তর আন্দোলনে যাবেন। সাপধরা গ্রাম পঞ্চায়েতের ছোট চাঁদাবিলা গ্রাম সহ সহ ৮/১০ গ্রামের মানুষের একমাত্র পথ এই পুত্রংকি খালের উপর দিয়ে থাকা সেতু যা ভেঙে পড়াই ভোগান্তিতে পড়েছে বিষয় গ্রামের মানুষ। প্রায় ছয় বছর হতে চলল এখনো সেই ব্রিজ নির্মাণ হয়নি। সরকার টাকা দিয়েছে অথচ সেই টাকা দিয়ে টেন্ডার না করেই টালবাহানা চলছে জানিয়ে বাড়ছে মানুষের ক্ষোভ।।প্রশাসনের দ্বারস্থ হয়েও এতদিনেও মেলানি কোন উত্তর। জামিয়া অভিযোগ করছেন গ্রামের মানুষ।।
2
comment0
Report
DGDebabrata Ghosh
Sept 25, 2025 11:05:29
Howrah, West Bengal:দুর্গাপূজার দিনগুলিতে যাতে দর্শকরা নির্বিঘ্নে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখতে পারেন তার জন্য হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। আজ হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি এক সাংবাদিক সম্মেলনে বলেন শহরে আড়াই হাজার পুলিশ কর্মী নিরাপত্তার দায়িত্বে থাকবেন। হাওড়া শহর এলাকায় মোট ১৪৮৬ টি দুর্গা পুজোর আয়োজন করা হয়েছে। এদের মধ্যে ৮১ টি বড় পুজো এবং ১০ টি মহিলা পরিচালিত পুজো রয়েছে। এবারেও হাওড়া থেকে প্রচুর মানুষ কলকাতায় প্রতিমা দর্শনে যাবেন। আবার সারারাত মেট্রো রেল চলবে। এই উপলক্ষ্যে হাওড়া স্টেশন এবং হাওড়া ময়দান মেট্রো স্টেশনে ভিড় হতে পারে ধরে নিয়ে ওই দুই স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভীড় নিয়ন্ত্রণে আরপিএফ, জিআরপি এবং মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে হাওড়া সিটি পুলিশ। গোটা শহরে ২০০০ সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চলবে নজরদারি। পুজোর সময় যাতে ট্রাফিক জ্যাম কম হয় সে কারণে শহরের মূল রাস্তা গুলিতে দুপুর দুটো থেকে গভীর রাত পর্যন্ত টোটো চলাচল বন্ধ রাখা হবে। কলকাতা পুলিশের সঙ্গে সমন্বয় করে মালবাহী গাড়িকে গভীর রাতে জাতীয় সড়কে এবং কোনা এক্সপ্রেস ওয়েতে ঢোকার অনুমতি দেওয়া হবে। এছাড়াও যেসব প্যান্ডেল গুলিতে বেশি ভিড় হয় সেইসব এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ওইসব এলাকায় অফিসারদের নেতৃত্বে থাকবে ট্রাফিক বুথ। পুলিশ কমিশনার জানান মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাতে মদ্যপান করে বা হেলমেট ছাড়া অবস্থায় বেপরোয়া বাইক চালালে তাদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হবে। শহরের প্রতিটি রাস্তায় পুলিশের ফ্লাইং স্কোয়াড এবং পেট্রোলিং ভ্যান ছাড়াও সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হবে। বাইট..১..প্রবীণ কুমার ত্রিপাঠি(পুলিশ কমিশনার) 2509zg_hwh_security_r
3
comment0
Report
Navaratri 2025
Advertisement
Back to top