Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

Mundabasti में जलभराव: 2C-Visu-PTC दावे क्यों नाकाम?

PDPradyut Das
Sept 15, 2025 09:21:20
Jalpaiguri, West Bengal
2C 1509ZG_JAL_ROAD_PROBLEM_R1 VISU, BYTE & PTC SEND BY 2C R & R1 বলে বাইট, ভিসুয়াল ২ সি তে গেছে। *অল্প বৃষ্টিতেই জলপাইগুড়ি আসাম মোর সংলগ্ন মুন্ডাবস্তি উশু লাইন এলাকার রাস্তায় জল দাঁড়িয়ে থাকে। ড্রেনেজ সিস্টেম কার্যকর না থাকায় দীর্ঘক্ষণ জল আটকে থাকে বলে অভিযোগ। ফলে প্রতিদিন এই জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে। তৃণমূল পরিচালিত গ্রামপঞ্চায়েতকে দোষারোপ বিজেপি র। খোঁজখবর করে দুটো সমাধানের আশ্বাস সদর পঞ্চায়েত সমিতির সভাপতির।* জলপাইগুড়ি আসাম মোর সংলগ্ন মুন্ডাবস্তি উশু লাইন এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে। অল্প বৃষ্টিতেই জলপাইগুড়ি আসাম মোর সংলগ্ন মুন্ডাবস্তি উশু লাইন এলাকার রাস্তায় জল দাঁড়িয়ে যাচ্ছে। ড্রেনেজ সিস্টেম কার্যকর না থাকায় দীর্ঘক্ষণ জল বেরোতে পারে না। ফলে প্রতিদিন এই জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে। এলাকায় ছড়াচ্ছে জ্বর, সর্দি-কাশি সহ বিভিন্ন রোগের উপসর্গ। বাসিন্দাদের অভিযোগ, বারবার প্রশাসনকে জানিয়েও সমাধান মেলেনি। দীর্ঘ কয়েক বছর ধরে একই সমস্যার জেরে বিপাকে পড়েছেন এলাকার মানুষ। রাস্তার ভগ্নদশা ও জল নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় রবিবার বিকেলে ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। দুয়ারে সরকার প্রকল্পের মতো বহুমুখী উদ্যোগ চললেও এ সমস্যা অমীমাংসিত কেন— সেই প্রশ্নও তুলেছেন অনেকেই। এমন পরিস্থিতিতে, সামনেই ২০২৬ বিধানসভা ভোটে ভোটদানে চিন্তাভাবনা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা। এ প্রসঙ্গে বিজেপি নেতা শ্যাম প্রসাদ কটাক্ষ করে বলেন ওখানে তো উন্নয়ন হয়েছে, উন্নয়ন তো রাস্তায় দাঁড়িয়ে। প্রধান পঞ্চায়েতের বড় বড় বাড়ি, এসি গাড়ি। মানুষের ভোট যারা চুরি করেছে , তাই তৃণমূল নেতাদের এই অবস্থা।দীর্ঘদিন থেকে রাস্তার বেহাল অবস্থা তাই বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। প্রধান পঞ্চায়েত তো তৃণমূল। তাহলে কেন উন্নয়ন হচ্ছে না? এখানে দোষারোপ কড়ার কোন জায়গা নেই। তৃণমূল এখন তোলামূলে পরিণত হয়েছে। যদি ঠিক মতন মানুষ ভোট প্রয়োগ করতে পারে তাহলে তৃণমূল বলে আর কিছুই থাকবে না। অপরদিকে এই ঘটনা প্রসঙ্গে জলপাইগুড়ি সদর পঞ্চায়েতসমিতির সভাপতি বিনয় রায়কে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন। রিপোর্ট:- প্রদ্যুত দাস ক্যামেরা:- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
2
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBidhan Sarkar
Sept 15, 2025 11:17:37
Chinsurah, West Bengal:এবার পুজোয় বাড়তি নিরাপত্তা চন্দননগর পুলিশের,উইনার টিম,মহিলা পুলিশের টিম,সিসি ক্যামেরায় চলবে নজরদারি। আর চুঁচুড়া রবীন্দ্রভবনে পুজো কমিটি গুলোকে নিয়ে এক সমন্বয়ে বৈঠক হয়।এখানে উপস্থিত ছিলেন,হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, হুগলি জেলাশাসক মুক্তা আর্য,পুলিশ কমিশনার অমিত পি জাভাল গি,দুই বিধায়ক তপন দাশগুপ্ত ও অসিত মজুমদার,চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী,অতিরিক্ত জেলাশাসক, সদর মহকুমা শাসক,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ,বিদ্যুৎ দপ্তর,দমকল বিভাগ এবং পুলিশ আধিকারিকরা। মঞ্চ থেকে রাজ্য সরকারের দেওয়া এক লক্ষ দশ হাজার টাকা অনুদানের চেক তুলে দেওয়া হয় পুজো কমিটি গুলিকে। চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত ১৭০০ এর বেশি দুর্গা পুজো এবার অনুদানের চেক পাবে। পুলিশ কমিশনার জানান,এর আগে শ্রীরামপুর উত্তরপাড়ায় পুজো কমিটিগুলিকে নিয়ে প্রশাসনের সমন্বয় বৈঠক করা হয়েছে।আজ চুঁচুড়ায় হল। পুজোর সময় ভিড় সামলাতে পুলিশের পাশাপাশি পুজো কমিটির স্বেচ্ছাসেবকদেরও প্রয়োজন হবে।পুজোর প্যান্ডেলে ঢোকা বেরোনোর রাস্তা ঠিকমত আছে কিনা,সব নিয়ম মেনে পুজো হচ্ছে কিনা তা সরেজমিনে দেখছেন পুলিশ কমিশনার। কমিশনার জানান,প্রতিবছরই হুগলিতে দুর্গাপূজায় দর্শনার্থীদের ভিড় হয়।সেই কথা মাথায় রেখেই একগুচ্ছ ব্যবস্থার কথা বলা হয়েছে পুজো কমিটি গুলোকে।পাশাপাশি পুলিশও সতর্ক থাকবে।মহিলাদের নিরাপত্তার জন্য বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে।মহিলাদের উইনারস টিম যেমন থাকবে পাশাপাশি সাদা পোশাকের মহিলা পুলিশ কর্মীরাও বিভিন্ন জায়গায় নজরদারি চালাবেন।প্রশাসন পুরসভার পক্ষ থেকে সিসি ক্যামেরা বসানো হচ্ছে বিভিন্ন জায়গায়।রেল স্টেশনগুলো তো বাড়তি নজরদারি থাকবে।পুজোর দিনগুলোতে যাতে মানুষের কোন অসুবিধা না হয় যদি কেউ নজর রাখা হবে।যেসব জায়গায় খুব ভিড় হয় সেখানে অটো এবং টোটো চলা চল নিয়ন্ত্রণ করা হবে।কিছু জায়গায় নো এন্টি থাকবে। দুর্গা পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ ও প্রশাসন সব রকম ভাবে প্রস্তুত আছে। এদিন রবীন্দ্রভবনে পুজো গাইড ম্যাপ উদ্বোধন করা হয়।
0
comment0
Report
MCMoumita Chakraborty
Sept 15, 2025 10:48:06
Kolkata, West Bengal:Dr Shatarupa
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Sept 15, 2025 10:47:57
Jhargram, West Bengal:শিক্ষিকার বদলি আটকাতে মোহনপুর প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবক ও পড়ুয়াদের বিক্ষোভে স্কুলে তালা, পঠন-পাঠন কার্যত স্তব্ধ নিজেদের প্রিয় শিক্ষিকাকে ধরে রাখতে মোহনপুর প্রাথমিক বিদ্যালযে হাতে প্লেকার্ড নিয়ে বিক্ষোভ পড়ুয়াদের। সোমবার সকাল থেকেই বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হলেন অভিভাবক ও খুদে পড়ুয়ারা। হাতে প্ল্যাকার্ড, গলায় স্লোগান—“আমাদের সোমা ম্যাডামকে বদলি করা চলবে না”—এভাবেই চলতে থাকে বিক্ষোভ। বিদ্যালয়ের শিক্ষিকা সোমা মাহাতোর বদলির নির্দেশ পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। বহু বছর ধরে এই স্কুলে পাঠদান করছেন তিনি। খুদেদের কাছে যেমন প্রিয়, তেমনই অভিভাবকদের কাছেও আস্থার প্রতীক। ছোট ছোট পড়ুয়াদের দাবি, “সোমা ম্যাডাম আমাদের খুব ভালো পড়ান, আমাদের খুব ভালোবাসেন। আমরা চাই তিনি এখানেই থাকুন।” সকালে শিক্ষক-শিক্ষিকারা বিদ্যালয়ে পৌঁছতেই অভিভাবক ও পড়ুয়ারা ফটকের সামনে দাঁড়িয়ে পড়ে। ফলে দিনভর বন্ধ থাকে পঠন-পাঠন। অভিভাবকদের একাংশের হুঁশিয়ারি, “মোহনপুর থেকে সোমা মাহাতোকে অন্য কোথাও বদলি করা যাবে না। বদলির সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনে নামতে আমরা বাধ্য হব।” বিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমা মাহাতো দীর্ঘদিন ধরে এখানে কর্মরত। স্থানীয় মানুষের দাবি, তিনি শুধুমাত্র শিক্ষক নন, বাচ্চাদের সার্বিক উন্নতির কথাও ভাবেন। ফলে এই বদলিকে মানতে নারাজ অভিভাবক ও পড়ুয়ারা |
0
comment0
Report
BSBidhan Sarkar
Sept 15, 2025 10:47:43
Chinsurah, West Bengal:চন্দননগরে শোভাযাত্রা রুটে বেআইনি দখলদার উচ্ছেদ অভিযান,জেসিবি মেশিন দিয়ে ভেঙে দেওয়া হল একের পর এক নির্মান। গত বছর মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন রাজ্যজুড়ে সরকারি জায়গা ফুটপাত যারা দখল করে রেখেছে তাদের উচ্ছেদ করতে। সেইমতো বিভিন্ন শহরে শুরু হয়েছিল সেই উচ্ছেদ অভিযান।চন্দননগরেও উর্দি বাজার এলাকায় রাস্তার দুপাশের বেআইনি দখলদারদের উচ্ছেদ করতে নোটিশ করে কর্পোরেশন।তৃণমূলের একটি পার্টি অফিস ছিল সেখানে সেই অফিসও খুলে সরিয়ে নেওয়া হয়।কিছু দোকান যারা রাস্তার জায়গা দখল করেছিল তারাও পিছিয়ে যায়।তবে সম্পূর্ণ দখলদার মুক্ত হয়নি। চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী জানান,আজ সেই উচ্ছেদ অভিযান চলছে।কোন বাঁধার সম্মুখীন না হয়েই।এর আগে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে একাধিকবার মিটিং করা হয়েছে নিয়ে।মূলত চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রার রুটে পরে এই উর্দি বাজার।সেই রাস্তার দুদিকে দখল করে রাখায় শোভাযাত্রার ক্ষেত্রেও যেমন সমস্যা হত সাধারণ পথ চলতি মানুষেরও সমস্যা হতো।তাই চন্দননগর কর্পোরেশন ঠিক করে বেআইনি দখল উচ্ছেদ করে সেখানে ফুটপাত তৈরি করে দেওয়া হবে এবং রেলিং দিয়ে ঘিরে দেওয়া হবে। চন্দননগরের অন্যান্য রাস্তাতেও একইভাবে ফুটপাত এবং রেলিং দেওয়া হয়েছে। মেয়র বলেন,চন্দনগর উর্দি বাজার এবং মহকুমা শাসকের দপ্তরের সামনে দখলদারদের উচ্ছেদ করা হচ্ছে,তাতে কোন বাধা আসেনি।
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Sept 15, 2025 10:20:19
Kalna, West Bengal:সোমবার সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা। ঘটনায় আহত ২০। জানা গিয়েছে নান্দাই দুর্গাপুর রেল গেট সংলগ্ন এলাকায় সোমবার আনুমানিক বেলা নটা নাগাদ যাত্রীবাহী বাস এবং একটি ডাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। বাসে থাকা সমস্ত যাত্রী কম বেশি আহত হয়। প্রথমে স্থানীয় বাসিন্দারা ও পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে কালনা মহকুমা হসপিটালে চিকিৎসার জন্য পাঠায়। বাসে চালক দীর্ঘক্ষণ বাসে আটকে ছিল পরবর্তী সময় গ্যাস কাটার দিয়ে তাকে কেটে বার করে উদ্ধার করে পাঠানো হয় কালনা হসপিটাল। কালনা মহকুমা হসপিটালে আহতদের দেখতে হাজির হয় রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, কালনার SDPO রাকেশ চৌধুরী, কালনা পৌরসভার ভাইস চেয়ারম্যান তপন পোড়েল সহ অন্যান্যরা। জানা গিয়েছে নবদ্বীপের দিক থেকে রানীগঞ্জের দিকে যাত্রী বোঝাই বাসটি যাচ্ছিল। এমন সময় একটি টোটোকে ওভারটেক করে এসে ডাম্পার গাড়িটি বাসের মুখোমুখি ধাক্কা মেরে দেয়। পাশে থাকা কমবেশি সকলেই আহত হয় বেশ কয়েকজনের আঘাত গুরুতর। তাদের সকলকেই পুলিশ উদ্ধার করে কালনা হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে আসে। ঘটনায় এলাকায় ছড়ায় উত্তেজনা। বাইট এক - প্রত্যক্ষদর্শী বাইট দুই - আহত বাইট তিন - স্বপন দেবনাথ (মন্ত্রী) ছবি 2C তে 15925-KLN-DURGHOTONA-R
1
comment0
Report
CDChampak Dutta
Sept 15, 2025 10:20:06
Kaji Chak, West Bengal:*গভীর রাতে হুড় মুড়িয়ে ভেঙে পড়ে দ্বিতল মাটির বাড়ি, ঘুমের মধ্যে কোনরকমে প্রাণে বাঁচে পরিবারের ১১ সদস্য* গতকাল গভীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুর থানার রানাপুর এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি মাটির দ্বিতল বসত বাড়ি,অল্পের জন্য প্রানে রক্ষা পেলেন পরিবারের সদস্য। ওই পরিবারের সদস্য জানান আমারা পরিবারে ১১ জন ঘুমিয়ে ছিলাম হুড় মুড়িয়ে ভেঙ্গে পড়ে মাটির দ্বিতল বসত বাড়িটি। মাথা গোঁজার ঠাঁই টুকুও গেলো ভেঙে, পরিবারের সদস্যদের নিয়ে কোনো রকমে ভাঙাবাড়ির এক দিকে থাকবেন তারা। প্রশাসনের সহযোগিতার দিকে তাকিয়ে আছেন পরিবারের সদস্যরা। ছবি বাইট 2c তে SLUG- 1509ZG_WMID_HOUSE_BREAK_R
2
comment0
Report
TDTapan Deb
Sept 15, 2025 10:04:56
Alipurduar, West Bengal:*আলিপুরদুয়ার* == জঙ্গল লাগোয়া বনবস্তি বাসিদের রাতের অন্ধকারে আর ছুটে যেতে হবে না ২০ কিলোমিটার দূরে গ্রামিন হাসপাতালে। জলদাপাড়া জঙ্গল লাগোয়া মুন্সিপাড়া প্রাথমিক স্বাস্হ্য কেন্দ্রে প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে তৈরী হবে ১০ বেডের প্রাথমিক স্বাস্হ্য কেন্দ্র। এই স্বাস্হ্য কেন্দ্রটি বেশ কয়েক বছর ধরে অকেজ হয়ে পরে ছিল। ছিল না কোন চিকিৎসক। স্হানীয় বিধায়ক সুমন কাঞ্জিলালের কাছে দরবার করেন বনবস্তির বাসিন্দারা। এর পর বিধায়ক উদ্যোগী হয়ে রাজ্যের স্বাস্হ্যমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানানোর পরেই তড়িঘড়ি স্বাস্হ্য দপ্তর হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন ও রাত্রিকালিন চিকিৎসার জন্য ১০ বেড চালু করা হবে। এর জন্য চিকিৎসক ও নার্স নিয়োগ করা হবে। ফলে সমস্যা মিটবে জলদাপাড়া জঙ্গল লাগোয়া দুটি বনবস্তি শালকুমার ১ ও ২ এর বাসিন্দাদের। ================ ( ছবি 2C তে পাঠালাম FILE : 150925ZG _ ALD_ HOSPITAL BYTE - 1) সুমন কাঞ্জিলাল - বিধায়ক। 2) ডাঃ ভাস্কর সেন - (বিএমওএইচ) এক নম্বর ব্লক। ###################
3
comment0
Report
CDChampak Dutta
Sept 15, 2025 10:04:43
Kaji Chak, West Bengal:জেলাশাসক দপ্তর অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল মেদিনীপুরে। গেট ধরে চলল টানা হিচড়া, গেট ভেঙ্গে ঢুকে পড়লে পুলিশের সঙ্গে হয় বচসা ধস্তাধস্তি। সবার জন্য শিক্ষা,শিক্ষা কাজ,দুর্নীতির অবসান,সরকারি শূন্যপদে স্বচ্ছ নিয়োগ,শিল্পায়ন,১০০ দিনের কাজের নিশ্চয়তা,ছাত্র সংসদ নির্বাচন,নারী নিরাপত্তা সহ একাধিক দাবি নিয়ে এদিন বামপন্থী ছাত্র - যুব সংগঠনের ডাকে পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দপ্তর অভিযান ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি ছিল। এদিন দুপুরে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল থেকে মিছিল করে এসে জেলাশাসকের গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তারা। ছবি বাইট 2c তে Slug- 1509ZG_WMID_LEFT_AGI_R বাইট ১) সুমিত অধিকারী(dyfi জেলা সম্পাদক)
2
comment0
Report
ABArup Basak
Sept 15, 2025 09:22:49
Mal Bazar, West Bengal:*বাজার সেরে বাড়ির ফেরার পথে জাতীয় সড়কে মৌমাছির হানায় গুরুতর আহত স্বামী-স্ত্রী ও শিশু, হাসপাতালে ভর্তি...* বাজার সেরে বাড়ি ফেরার পথে ভয়াবহ মৌমাছির হামলায় গুরুতর আহত হলেন এক দম্পতি ও তাঁদের আড়াই বছরের শিশু কন্যা। আহতরা বর্তমানে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটে মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের ১৭ নাম্বার জাতীয় সড়কের নির্মিয়মান ফ্লাইওভার এর কাছে৷ আহতরা হলেন রবীন টোপ্পো (৩৮), স্ত্রী মনিকা টোপ্পো এবং তাঁদের ছোট্ট মেয়ে আরিয়া টোপ্পো। পরিবারটি বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের লিসরিভার চাবাগানের পাতিবাড়ি ডিভিশনের বাসিন্দা। আহত রবীন টোপ্পো জানান, সোমবার সকালে আমরা তিনজন স্কুটিতে ওদলাবাড়ি বাজারে যাই। বাজার সেরে দুপুর ১২টা নাগাদ বাড়ি ফেরার সময় নির্মিমান ফ্লাইওভারের সামনে হঠাৎ এক ঝাঁক মৌমাছি আমাদের আক্রমণ করে। আমি দ্রুত স্কুটি ফেলে বাচ্চাকে নিয়ে একটি ত্রিপলের নিচে আশ্রয় নিই। আমার স্ত্রী ভয় পেয়ে পাশের একটি জলাশয়ে নামার চেষ্টা করেন, কিন্তু বেশির ভাগ মৌমাছিই ওঁর ওপর হামলা করে। ঘটনাস্থলে টহলরত ট্রাফিক পুলিশের গাড়ি তাঁদের উদ্ধার করে দ্রুত ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। ট্রাফিক ওসি দেবজিৎ বোস জানান, পেট্রোলিংয়ের সময় আমরা এই তিনজনকে গুরুতর অবস্থায় পড়ে থাকতে দেখে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাই। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মহিলা। চিকিৎসক ডা. আবির সরকার জানান, তিনজনের শরীর থেকেই অনেক মৌমাছি বের করা হয়েছে। তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। এখনই কিছু বলা যাচ্ছে না, তবে সাধ্যমতো চিকিৎসা চলছে।” স্থানীয় বাসিন্দাদের মতে, এর আগেও ওই এলাকায় মৌমাছির উপদ্রব দেখা গেছে। তবে এই ধরণের হামলা আগে হয়নি। ঘটনায় চা বাগান ও জাতীয় সড়ক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাইট ১)আহত রবীন টোপ্পো। ২) ট্রাফিক ওসি দেবজিৎ বোস। ৩)চিকিৎসক ডা. আবির সরকার। 1509ZG_MAL_BEE_BYTES_R
1
comment0
Report
PDPradyut Das
Sept 15, 2025 09:22:28
Jalpaiguri, West Bengal:2C 1509ZG_JAL_ROAD_PROBLEM_R VISU, BYTE & PTC SEND BY 2C R & R1 বলে বাইট, ভিসুয়াল ২ সি তে গেছে। অল্প বৃষ্টিতেই জলপাইগুড়ি আসাম মোর সংলগ্ন মুন্ডাবস্তি উশু লাইন এলাকার রাস্তায় জল দাঁড়িয়ে থাকে। ড্রেনেজ সিস্টেম কার্যকর না থাকায় দীর্ঘক্ষণ জল আটকে থাকে বলে অভিযোগ। ফলে প্রতিদিন এই জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে। তৃণমূল পরিচালিত গ্রামপঞ্চায়েতকে দোষারোপ বিজেপি র। খোঁজখবর করে দুটো সমাধানের আশ্বাস সদর পঞ্চায়েত সমিতির সভাপতির। জলপাইগুড়ি আসাম মোর সংলগ্ন মুন্ডাবস্তি উশু লাইন এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে। অল্প বৃষ্টিতেই জলপাইগুড়ি আসাম মোর সংলগ্ন মুন্ডাবস্তি উশু লাইন এলাকার রাস্তায় জল দাঁড়িয়ে যাচ্ছে। ড্রেনেজ সিস্টেম কার্যকর না থাকায় দীর্ঘক্ষণ জল বেরোতে পারে না। ফলে প্রতিদিন এই জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে। এলাকায় ছড়াচ্ছে জ্বর, সর্দি-কাশি সহ বিভিন্ন রোগের উপসর্গ। বাসিন্দাদের অভিযোগ, বারবার প্রশাসনকে জানিয়েও সমাধান মেলেনি। দীর্ঘ কয়েক বছর ধরে একই সমস্যার জেরে বিপাকে পড়েছেন এলাকার মানুষ। রাস্তার ভগ্নদশা ও জল নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় রবিবার বিকেলে ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। দুয়ারে সরকার প্রকল্পের মতো বহুমুখী উদ্যোগ চললেও এ সমস্যা অমীমাংসিত কেন— সেই প্রশ্নও তুলেছেন অনেকেই। এমন পরিস্থিতিতে, সামনেই ২০২৬ বিধানসভা ভোটে ভোটদানে চিন্তাভাবনা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা। এ প্রসঙ্গে বিজেপি নেতা শ্যাম প্রসাদ কটাক্ষ করে বলেন ওখানে তো উন্নয়ন হয়েছে, উন্নয়ন তো রাস্তায় দাঁড়িয়ে। প্রধান পঞ্চায়েতের বড় বড় বাড়ি, এসি গাড়ি। মানুষের ভোট যারা চুরি করেছে , তাই তৃণমূল নেতাদের এই অবস্থা।দীর্ঘদিন থেকে রাস্তার বেহাল অবস্থা তাই বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। প্রধান পঞ্চায়েত তো তৃণমূল। তাহলে কেন উন্নয়ন হচ্ছে না? এখানে দোষারোপ কড়ার কোন জায়গা নেই। তৃণমূল এখন তোলামূলে পরিণত হয়েছে। যদি ঠিক মতন মানুষ ভোট প্রয়োগ করতে পারে তাহলে তৃণমূল বলে আর কিছুই থাকবে না। অপরদিকে এই ঘটনা প্রসঙ্গে জলপাইগুড়ি সদর পঞ্চায়েতসমিতির সভাপতি বিনয় রায়কে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন। রিপোর্ট:- প্রদ্যুত দাস ক্যামেরা:- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
3
comment0
Report
Advertisement
Back to top