Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba BardhamanPurba Bardhaman
Memari Polytechnic हिंसा: 3 गिरफ्तार, टीएमसी-विद्यार्थी पर आरोप
ALArup Laha
Sept 11, 2025 12:49:40
Belna, West Bengal
বুধবার পূর্ব বর্ধমানের মেমারী পলিটেকনিক কলেজে গণ্ডগোল ও মারধরের ঘটনায় গ্রেফতার হল। বহিরাগতদের নিয়ে হামলা চালানো ও কলেজ ক্যাম্পাসেই কলেজ ছাত্রদের মারধরের অভিযোগ ওঠে ,অভিযোগের তির তৃণমূল ছাত্র পরিষদের দিকে।অভিযোগের পরিপেক্ষিতে ২ জন তৃণমূল ছাত্র পরিষদকর্মী ও ১ বহিরাগত-কে গ্রেপ্তার করলো মেমারী থানার পুলিশ। ধৃতদের নাম অতনু বাইন,জয় ভাণ্ডারি ও স্মরঞ্জিত মণ্ডল। বৃহস্পতিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করে মেমারি থানার পুলিশ। ছাত্রদের একাংশের দাবী, টিএমসিপি বহিরাগতদের নিয়ে এসে দুজন ছাত্রকে কলেজ ক্যাম্পাসেই মারধর করে। যদিও জেলা তৃণমূলের সভাপতি স্বরাজ ঘোষ জানান, অতনু ও স্মরঞ্জিত তৃণমূল ছাত্র পরিষদের কর্মী হলেও জয় ভাণ্ডারীকে তিনি চেনেন না। বাইট ১। বিভাস বাউরী(ছাত্র), বাইট ২।স্বরাজ ঘোষ(সভাপতি, জেলা তৃণমূল ছাত্র পরিষদ)। 110925ZG_BWN_ARREST
5
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ASAyan Sharma
Sept 11, 2025 14:37:07
Kolkata, West Bengal:# রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তার বিধানসভায় কেন এইভাবে নাবলিকা বিক্রির ব্যবসা চলছে,তার কাছে কোন খবর নেই। এই অভিযোগ তুলে, বিকে পাল মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপির মহিলা মোর্চার। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মহিলা মোর্চার। এর পাশাপাশি রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রীর ছবি পোড়ানোর পাশপাশি ,ক্রস চিহ্ন দেওয়া ছবি নিয়ে বিক্ষোভ দেখায় বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। # গতকাল শ্যামপুকুর বিধানসভা ১৮ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে ১১ জন নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। সেই ঘটনায় গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে। আর তারই প্রতিবাদের বিক্ষোভ বিজেপির মহিলা মোর্চার সদস্যদের। # বেশ কিছুক্ষণ ধরে বিকে পাল মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির মহিলা মোর্চার সদস্য রা। ছবি,বাইট wt
2
comment0
Report
ASAyan Sharma
Sept 11, 2025 14:36:59
Kolkata, West Bengal:তৃণমূল কংগ্রেস এর প্রেস কনফারেন্স ------ # বাংলার সব মনীষীদের শ্রদ্ধা করি আমরা,কেউ যদি কোথাও ভুল করে থাকেন তাদের বিরুদ্ধে, আইনী ব্যবস্থা এবং দলগত ব্যবস্থা নেওয়া হয়। # কুণাল ঘোষ - সুকান্ত মজুমদার এর পায়ের কাছে একটি ছবি পড়ে রয়েছে।কি ব্যবস্থা নেওয়া হল।পায়ের কাছে রবীন্দ্রনাথ ,বঙ্কিম এর ছবি। ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ ছবি দেখিয়ে প্রকাশ করছেন সুকান্ত মজুমদার পায়ের কাছে বাংলার মনীষীদের রাখতে চাই। ব্রাত্য বসু - বিজেপি যেভাবে বাংলা ও বাঙালিকে খাটো করতে চাই।বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে।যা পারছে তাই বলছে।বাংলা বিরোধী বয়ান দিচ্ছেন।যারা বঙ্গ দেশে থাকেন তারাও বিজেপিকে পছন্দ করেনা। # দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন,প্রধানমন্ত্রীর ছবি রাখতে হবে।এই বাংলাতে কি মুখ্যমন্ত্রী পুজোর জন্য অনুদান দিয়েছেন বলে কোথাও পুজো প্যান্ডেলে মুখ্যমন্ত্রীর ছবি রাখার কথা বলেনা। # বঙ্কিম ও রবীন্দ্রনাথকে বিজেপি নেতারা পায়ের নিচে রাখতে চাই।এটা থেকে প্রমাণ।বাংলা থেকে কেউ কখনও পূর্ন মন্ত্রী হয়না।হয়ত এই কারণেই।কেন?বিজেপি বুঝতে পারছে বিধানসভা ভোটে জিতবেনা। ***Sir স্বাস্থ্য সাথী - নির্বাচন কমিশনের নিয়মে রয়েছে।যেখানে ভোট হচ্ছে সেখানেই sir কেনো। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখেছেন গোটা বিষয়টা। *****ফুটবল ম্যাচ - বিজেপির কোন তাল আছে নাকি।আমরা বুঝি নরেন মানে অগ্রাধিকার বুঝি।বাকি যে নরেন গোসায়।নরেন গোসায় হল ওদের ফুটবল। ***** অবসরপ্রাপ্ত সেনাদের ধরণা - সেনার প্রতি পূর্ন সম্মান রয়েছে।এটা প্রত্যাশিত রাজনীতিক লোক যাবে।এটা প্রমাণ হল, ধর্না রাজনীতিক উদ্দেশ্যে প্রমাণ হল। # টাইমস স্কোয়ারে প্রতিবাদ - এরা বাংলাকে নাম খারাপ করার চেষ্টা । # বাঘিনীর রহস্য মৃত্যু - এটা বাঘেরা বলতে পারবে। # কোচ রাজ বংশীদের বিক্ষোভ - এটা খোঁজ নিয়ে দেখতে হবে। # হুমায়ূন কবির - নেপাল একটা বৈদেশিক রাষ্ট্রের বিষয়,এই কথা আমাদের কোন জনপ্রতিনিধি বললে এটা তার ব্যাক্তিগত মতামত ।আমাদের মুখ্যমন্ত্রী গোটা বিষয়ে বলেছেন।এরপর কোন দলগত বিষয় থাকতে পারে না।
3
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Sept 11, 2025 14:36:48
Kolkata, West Bengal:গ্রাম পঞ্চায়েতের উৎকর্ষ বৃদ্ধিতে এবার খড়গপুর আইআইটির পাশাপাশি এ রাজ্য থেকে নতুন প্রকল্পে কাজ করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেখানকার নির্মাণ বিভাগ ভূগোল বিভাগ এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক গবেষক ছাত্রছাত্রীরা একসঙ্গে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে কাজ করছেন যেখানে পিপিপি মডেল এ গ্রাম পঞ্চায়েতের পুকুরগুলোকে ব্যবহার এবং মাটির উপরের জলকে দূষণমুক্ত ওরে বাসযোগ্য গ্রাম পঞ্চায়েতের লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের। ২৪ পরগনার হরিহরপুর গ্রাম পঞ্চায়েত এবং উত্তর ২৪ পরগনার রাজারহাট বিষ্ণুপুর পঞ্চায়েত এই দুটো জায়গায় কাজ চলছে। এছাড়াও স্কীম ফর প্রমোশন অফ একাডেমিক এন্ড রিসার্চ কোলাবরেশন প্রকল্পে আরো তিনটি বিষয়ে চলছে কাজ। বাইট - মধুমিতা রায়, অধ্যাপিকা, নির্মাণ বিভাগ বাইট - অমিতাভ দত্ত, প্রো ভিসি, যাদবপুর বিশ্ববিদ্যালয় Vis, BT, WT LU 7 diye giyechhe @⁨ZEE 24GHANTA ASSIGNMENT11⁩
1
comment0
Report
AGAyan Ghosal
Sept 11, 2025 14:36:38
Kolkata, West Bengal:AAMAR METRO KOLKATA PRESS RELEASE COMMUTERS CO-OPERATION REQUIRED FOR SMOOTH OPERATION OF METRO Kolkata, Date 11.09.2025: After the unfortunate closure of Kavi Subhash station, services are being operated between Dakshineswar to Shahid Khudiram stations on Blue Line. But all trains cannot be operated up to Shahid Khudiram station due to operational issues. Due to this, 32 services out of 272 services are planned to return from Mahanayak Uttam Kumar station towards Dakshineswar direction during peak and non-peak hours to maintain the headway of 5 minutes between two trains during peak hours and 7 minutes during non-peak hours. Passengers are requested to co-operate so that Metro can run smoothly. At present, commuters are resisting to vacate the trains at Mahanayak Uttam Kumar station during peak hours which causes cumulative effect and adversely affects the services. Metro Railway also stresses on reduction in asset failure and reviews the plan to operate train services on revival of the Mahanayak Uttam Kumar Shed and setting up of rake reversal facility at Shahid Khudiram and restoration of Kavi Subhash stations.Metro Railway is analysing each incident thoroughly and working towards improvement. It is assured that improvement will be visible. Shri Hitendra Malhotra, Member (Operations & Business Development ), M(O&BD )Railway Board, New Delhi, as part of his visit to Kolkata, has visited Kavi Subhash, Shahid Khudiram, Mahanayak Uttam Kumar and Esplanade Metro stations today and reviewed the action plan to restore Kavi Subhash station and also the action plan for addressing the crowd management in view of the surge of passenger count in Metro Railway after expansion of Metro network connectivity and also pre-festival purchase for festive season as Metro has become the most preferred, economical and comfortable mode of transport. M(O&BD),Railway Board and GM Metro Railway had detailed reviews and discussions with all departments today in this direction.
2
comment0
Report
STSrikanta Thakur
Sept 11, 2025 14:36:28
Dinajpur, Rangpur Division:গঙ্গারামপুরে নয়ন জুলি ভরাটকে কেন্দ্র করে তৃণমূল–বিজেপি তর্জা । স্কুলের পাশে ফাঁকা জমি যেটা সরকারি জমে বলে সরকারি রেকর্ড রয়েছে সেই জমি ভরাট করে বিক্রি করে দেওয়ার অভিযোগ তৃণমূলের নেতাদের বিরুদ্ধে। গঙ্গারামপুর শহরের ৪ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় নয়ন জুলি ভরাট করে কয়েক লক্ষ টাকায় বিক্রি করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে, রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অবশ্য অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। অভিযোগ, প্রায় ৫৬ শতক সরকারি জমি ভরাট করে সেখানে বিল্ডিং নির্মাণ করছেন ওই এলাকার এক ব্যক্তি। বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেন বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, জেলা সহসভাপতি অশোক বর্ধন, টাউন মন্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ সহ বিজেপির অন্যান্য নেতা–কর্মীরা। তাঁদের অভিযোগ, তৃণমূল নেতারা বেআইনিভাবে সরকারি সম্পত্তি ভরাট করে বিক্রি করেছে।বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী দাবি করেন, “সরকারি সম্পত্তি দখল করে কোটি টাকার কারবার চলছে। তৃণমূলের নেতারা এ নিয়ে সরাসরি জড়িত।” অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতা বাসুদেব হালদার বলেন, “এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। বিরোধীরা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে চাইছে।” ঘটনাকে কেন্দ্র করে নারায়ণপুর এলাকায় রাজনৈতিক তরজা ক্রমশ তীব্র আকার নিচ্ছে। বাইট 1/স্বরূপ চৌধুরী (বিজেপির জেলা সভাপতি) 2/সত্যেন্দ্রনাথ রায় (বিজেপি বিধায়ক) 3/ বাসুদেব হালদার (তৃণমুল নেতা) 1109ZG_SDIN_LAND_CONTRO
3
comment0
Report
ALArup Laha
Sept 11, 2025 14:36:08
Belna, West Bengal:মাছ চুরির অপবাদে অপমান, অভিমানে যুবকের আত্মঘাতী।পুকুরে মাছ চুরির অপবাদ ঘিরে সালিশি সভায় প্রকাশ্যে অপমানিত হয়ে অভিমানে আত্মঘাতী হলেন এক যুবক। মৃতের নাম পলাশ সাঁতরা (২৪)। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসী থানার কোঁদাই গ্রামে। জানা গেছে, কোঁদাই গ্রামের পারাজ পঞ্চায়েতের একটি পুকুরে মাছ চাষের জন্য গ্রাম ষোলআনা লিজ নেয়। অভিযোগ, কয়েকদিন আগে ওই পুকুর থেকে মাছ ধরতে দেখা যায় পলাশকে। সেই অভিযোগে গ্রামবাসীর একাংশ পলাশ ও তাঁর বাবাকে ডেকে সালিশি সভা বসায় বুধবার। অভিযোগ, বাবার সামনেই সভায় পলাশকে কটুক্তি করা হয় এবং ৩০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়। এমনকি বৃহস্পতি বার ফের সালিশি বৈঠক ডাকার হুমকিও দেওয়া হয়। অপমান সহ্য করতে না পেরে বুধবার রাতে বাড়ি ফিরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন পলাশ। মৃতের কাকা দীপু সাঁতরারট অভিযোগ, সালিশি সভার অপমান ও জরিমানার চাপে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন পলাশ। সেই কারণেই আত্মহত্যার পথ বেছে নেন তিনি। যদিও এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনএও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বাইট ১।দীপু সাঁতরা(মৃতের কাকা), বাইট ২।বাপী বাগদি (পড়শি)। 110925ZG_BWN_PALASH
4
comment0
Report
ANArnabangshu Neogi
Sept 11, 2025 13:03:00
3
comment0
Report
ANArnabangshu Neogi
Sept 11, 2025 13:02:51
Kolkata, West Bengal:*প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা* * প্রাথমিকের চাকরিহারার সংখ্যা কমাতে এবার নতুন পথের সন্ধান দিলেন চাকরি প্রার্থীরাই। * *চাকরি বাতিল হওয়া ৩২ হাজার অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষককেই অ্যাপটিটিউড টেস্টের জন্য ৫ নম্বর দেওয়া হোক অথবা সবার অ্যাপটিটিউড টেস্টের নম্বর শূন্য করে দেওয়া হোক।* - সওয়াল মামলাকারীর আইনজীবী সৌম্য মজুমদারের। * পুনর্গঠন করে নতুন প্যানেল তৈরি করা হোক। - সওয়াল মামলাকারীর আইনজীবী সৌম্য মজুমদারের। * এর ফলে অনেক কম সংখ্যক শিক্ষককে চাকরি হারাতে হবে। - সওয়াল মামলাকারীর আইনজীবী সৌম্য মজুমদারের। * *সেটা কিভাবে সম্ভব ? যারা প্রশিক্ষিত আছেন তাদের কি হবে ?* - প্রশ্ন বিচারপতি তপোব্রত চক্রবর্তীর। * তারা প্রশিক্ষিত হওয়ার কারণে এমনিতেই ১৫ নম্বর বেশি পেয়ে থাকেন। ফলে তাদের অসুবিধা হবে না। - সওয়াল মামলাকারীর আইনজীবী সৌম্য মজুমদারের। * আমি নথি দিয়ে দেখাতে পারি যে আমার থেকে কম নম্বর পেয়ে কমপক্ষে ৬৫৯ জন চাকরি করছেন । - সওয়াল মামলাকারীর আইনজীবী সৌম্য মজুমদারের। * ২২ শে সেপ্টেম্বর পরবর্তী শুনানি.
3
comment0
Report
MMManoj Mondal
Sept 11, 2025 12:51:23
Kolkata, West Bengal:বনগাঁর ঐতিহ্যবাহী ক্লাব গুলির মধ্যে অন্যতম ঐক্য সম্মিলনী। প্রত্যেকবার দুর্গা পূজোর সময় দর্শনার্থীদের জন্য নয়া থিম তুলে ধরে এই ক্লাব। বনগাঁর প্রাক্তন জেলা সভাপতি তথা বিজেপি নেতা দেবদাস মন্ডল এই পুজোর দায়িত্বে থাকেন। প্রসঙ্গত, ২০১৮ সালে রাজ্যের পুজো উদ্যোক্তাদের ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপর থেকে প্রতিবছর সেই অনুদান বাড়তে বাড়তে এবার ২০২৫ ১ লাখ ১০ হাজার। মাঝখানের সময়ে অনুদানপ্রাপ্ত পুজো কমিটির সংখ্যাও বেড়েছে। তবে বনগাঁর ঐক্য সম্মেলনি ক্লাব নিচ্ছে না এবারের মুখ্যমন্ত্রীর দেওয়া অনুদান। পুজোর দায়িত্বে থাকা প্রাক্তন জেলা সভাপতি তথা বিজেপি নেতা দেবদাস মণ্ডলের কথায়, গত দুই বছর ধরে মুখ্যমন্ত্রীর দেওয়া অনুদান আমরা গ্রহন করিনা। তার মূল কারণ গত বছর আরজিকরে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ করে খুন করার ঘটনা। এবছর অতিরিক্ত বৃষ্টির ফলে রাজ্যের পাশাপাশি বনগাঁ মহকুমার বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সেখানে সাধারণ মানুষ নারকীয় যন্ত্রণায় ভুগছে। তাদের পাশে না দাড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো খেলা মেলা তে টাকা নষ্ট করছে। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই প্রসঙ্গে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, যিনি ঐক্য সম্মেলনীর ২০১১ সালের সময় দায়িত্বে ছিলেন তাঁকে বলুন আগে টাকা ফেরত দিতে ।
1
comment0
Report
BCBasudeb Chatterjee
Sept 11, 2025 12:51:02
3
comment0
Report
TCTathagata Chakraborty
Sept 11, 2025 12:50:50
Rajpur Sonarpur, West Bengal:ঠাকুর দেখতে এলেই ভাগ্য গননার সুযোগ মগরাহাটের মধ্য শিবপুরে মগরাহাটঃ এবার পুজো প্যান্ডেলে ঢুকলেও জানতে পারবেন আপনার ভাগ্য। জানতে পারবেন অদুর ভবিষ্যতে আপনার কপালে কি রয়েছে! হ্যাঁ ঠিকই শুনছেন, এবার দক্ষিন ২৪ পরগনার মগরাহাট থানার মধ্য শিবপুর বন্ধুমহল ক্লাবের উদ্যোক্তারা সেই ব্যবস্থাই করেছেন নিজেদের ৩৫ বছরের দুর্গা পুজো মণ্ডপে। এবারে তাঁদের থিম ‘রাশি রহস্য’। সমস্ত রাশির মানুষজনই নিজেদের ভাগ্য গণনা করতে পারবেন মন্ডপে ঢুকলেই। পৌরাণিক, আধ্যাত্মিক ও জ্যোতিষ শাস্ত্রের মেল বন্ধন ঘটানো হয়েছে মণ্ডপে। এখানে মা দুর্গা শোভা পাবেন শনি মহারাজ রূপে। আর মন্ডপের মধ্যে থাকছেন বিশালাকার মহিষাসুর মূর্তি, যিনি কিনা ধ্যান মগ্ন। মণ্ডপে ঢুকলেই পুরানের রাজ প্রাসাদের অনুভূতি আসবে দর্শকদের মনে। পাশাপাশি পৌরাণিক, আধ্যাত্মিক ও জ্যোতিষ শাস্ত্রের মেল বন্ধনের ফলে একটা অন্যরকম অনুভূতি মণ্ডপের মধ্যে পাবেন দর্শকরা। মন্ডপের মধ্যেই থাকবে বারোটি ল্যাপটপ। সেখানে প্রযুক্তিকে কাজে লাগিয়ে যে কোন রাশির মানুষ নিজেদের ভাগ্য বা রাশিফল জানতে পারবেন। এছাড়াও কোন রাশির কি কি বৈশিষ্ট রয়েছে সেগুলিও প্রজেক্টারের মাধ্যমে মন্ডপের মধ্যেই দর্শকদের দেখানোর ব্যবস্থা করেছেন উদ্যোক্তারা। সম্পূর্ণ পরিবেশ বান্ধব সামগ্রী দিয়েই তৈরি হচ্ছে মন্ডপ। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উদ্যোক্তাদের দাবি, তাঁদের এবারের মণ্ডপ, প্রতিমা শহর কলকাতার যে কোন মন্ডপের থিমকেই টেক্কা দেবে। ফলে পুজোয় যে বিপুল পরিমাণে দর্শক সমাগম হতে চলেছে এই মণ্ডপে তা বলাই যায়। বাইটঃ প্যান্ডেলবাজ প্রশান্ত, থিম মেকার বাইটঃ স্নেহাশিস লাহা, পুজো উদ্যোক্তা
2
comment0
Report
PCPartha Chowdhury
Sept 11, 2025 12:50:08
Bardhaman, West Bengal:তার দু চোখে আলো নেই। তা বলে বিধাতার কাছে তা নিয়ে অনুযোগ করেন নি। নিজেই গড়েছেন নিজের শিক্ষাজীবন। সেই জীবন আজ আলোকিত করছে ছোট্ট শিশুদের। অন্ধ হলেও অক্ষম নন। বিশেষভাবে সক্ষম এই হার না মানুষটির ঠিকানা পূর্ব বর্ধমানের বড়শুলে। শোনা যাক তার হার না মানার কাহিনী। বাড়ি থেকে প্রায় পাঁচশো মিটার দূরেই তাঁর স্কুল। প্রতিদিন সকাল ১০টায় ওয়াকিং স্টিক হাতে বেরিয়ে পড়েন স্কুলের উদ্দেশ্যে। তবে স্কুল প্রাঙ্গণে ঢুকেই যেন আরো ভরসা পান নিজের চেনা পরিবেশে—স্টিক ছাড়াই অবাধে ঘোরাফেরা করেন। ক্লাসরুমের তালা খোলা থেকে শুরু করে পাঠদান—সবই নিজে হাতে সামলান।ছোটরাও তাকে ভালবাসে। শরীরের সীমাবদ্ধতা মানসিক দৃঢ়তাকে আটকাতে পারেনি সুব্রত মালাকারকে। জন্মান্ধ হলেও তিনি পূর্ব বর্ধমানের বড়শুলের অন্নদাপল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে সমানতালে কাজ করে চলেছেন সহকর্মীদের সঙ্গে। বর্ধমান ২ ব্লকের বড়শুল ২ পঞ্চায়েতের সিডিপি স্কুলের মাঠ সংলগ্ন এলাকায় বেড়ে ওঠা সুব্রত মালাকার মাধ্যমিকস্তরের পড়াশোনার শুরু করেছিলেন নরেন্দ্রপুর ব্লাইন্ড একাডেমিতে। তার আগে প্রাথমিক ধাপে শিক্ষা পেয়েছেন নজরুল স্মৃতি দৃষ্টিহীন বিদ্যালয় আর বর্ধমান ব্লাইন্ড একাডেমিতে। এই তিন ধাপে তার স্কুলজীবন। ব্রেইল পদ্ধতিতে মাধ্যমিক পাস করার পর উচ্চমাধ্যমিক শেষ করেন বড়শুল সিডিপি হাইস্কুল থেকে। পরে শক্তিগড় পিটিটিআই ইউনিট–১ থেকে শিক্ষক শিক্ষণ সম্পন্ন করলেও কলেজে পড়াশোনার পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে যোগ দেন তিনি। সেই ২০১২ সাল থেকে আজও তিনি নিষ্ঠার সঙ্গে পাঠদান করে চলেছেন। এক যুগ পেরিয়েছে। তবু আজও অকান্ত শিক্ষাদানে। সুব্রতবাবুর পড়ানোর ধরণ ছাত্রছাত্রীদের কাছেও প্রিয় হয়ে উঠেছে। ক্লাস ফাইভের ছাত্রী ঈশিতা মণ্ডল জানায়, “স্যার আমাদের খুব ভালবাসেন, সুন্দর করে বুঝিয়ে পড়ান, মাঝে মাঝে গানও শোনান। আমরাও স্যারকে খুব ভালবাসি।” বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিল মল্লিক বলেন, “সুব্রতবাবু অন্য শিক্ষকদের মতো সমানতালে কাজ করেন। কখনও মনে হয় না উনি বিশেষ চাহিদাসম্পন্ন। বরং ওনাকে দেখে অন্যরা অনুপ্রাণিত হয়। এলাকায় উনি একটা উদাহরণ। ওনার জন্য আমরা গর্বিত।” শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে অদম্য ইচ্ছাশক্তির জোরে সমাজে আলো ছড়াচ্ছেন সুব্রত মালাকার। তিনি আজ অনেকের কাছে সত্যিকারের প্রেরণা। 'অন্ধজনে দেহ আলো।' কবির ছিল আর্তি। কিন্তু জন্মান্ধ সুব্রত নিজেই অশিক্ষার অন্ধকার দূর করতে তুলে নিয়েছেন ডাস্টার আর চকখড়ি। কে বলে, আশা করার মতো কিছুই আর বাকি নেই! ***** NOTE: অন্ধ শিক্ষকের ক্ষেত্রে চক, ডাস্টার কথাটি ব্যঞ্জনা হিসেবে ব্যবহার করা হয়েছে।আসলে তিনি একেবারে অন্য মেথডে পড়ান। নিজে ব্রেইল সিস্টেমে পড়েন। ব্যাখা করেন।সঙ্গে থাকে গান।অবশ্যই ছাত্রদের অনুরোধে। বাইট : ১) সুব্রত মালাকার ( জন্মান্ধ শিক্ষক) ২) সাহিল মল্লিক ( প্রধান শিক্ষক) চন্দন ঘোষের সঙ্গে পার্থ চৌধুরী। 1109ZG_BWN_BLIND उसकी दोनों आँखों में रोशनी नहीं है। लेकिन उसने कभी भगवान से इसकी शिकायत नहीं की। उसने खुद ही अपने शिक्षा जीवन की राह बनाई। आज वही जीवन छोटे-छोटे बच्चों को रोशनी दे रहा है। अंधा होकर भी वह असमर्थ नहीं। विशेष रूप से सक्षम इस हार न मानने वाले इंसान का पता है पूर्व बर्दवान के बड़शुल में। आइए सुनें उसकी संघर्ष और जीत की कहानी। घर से लगभग पाँच सौ मीटर दूर ही उसका स्कूल है। हर रोज़ सुबह 10 बजे वह वॉकिंग स्टिक लेकर स्कूल के लिए निकल पड़ते हैं। लेकिन जैसे ही स्कूल प्रांगण में प्रवेश करते हैं, अपने परिचित वातावरण में और भी आत्मविश्वास पाते हैं— बिना स्टिक के स्वतंत्र रूप से घूमते हैं। क्लासरूम का ताला खोलने से लेकर पढ़ाने तक—सब कुछ खुद ही संभालते हैं। छोटे बच्चे भी उन्हें बहुत प्यार करते हैं। शरीर की सीमाएँ उसकी मानसिक दृढ़ता को कभी रोक नहीं पाई। जन्मांध होते हुए भी, सुब्रत मालाकार पूर्व बर्दवान के बड़शुल के अन्नदापल्ली अवैतनिक प्राथमिक विद्यालय में सहायक शिक्षक के रूप में अपने सहकर्मियों के साथ बराबरी से काम कर रहे हैं। बर्दवान 2 ब्लॉक के बड़शुल 2 पंचायत के सीडीपी स्कूल के मैदान के पास पले-बढ़े सुब्रत मालाकार ने माध्यमिक स्तर की पढ़ाई की शुरुआत की थी नरेंद्रपुर ब्लाइंड अकादमी से। उससे पहले उन्होंने प्राथमिक स्तर पर शिक्षा पाई थी नजरुल स्मृति दृष्टिहीन विद्यालय और बर्दवान ब्लाइंड अकादमी में। इन तीन चरणों से गुज़रा उनका स्कूल जीवन। ब्रेल पद्धति से माध्यमिक पास करने के बाद उन्होंने उच्च माध्यमिक की पढ़ाई बड़शुल सीडीपी हाई स्कूल से पूरी की। फिर शक्तिगढ़ पीटीटीआई यूनिट–1 से शिक्षक प्रशिक्षण पूरा किया। कॉलेज की पढ़ाई के साथ-साथ ही उन्होंने प्राथमिक विद्यालय में शिक्षक के पद पर जॉइन किया। साल 2012 से लेकर आज तक वह निष्ठा से पढ़ा रहे हैं। एक दशक से भी अधिक बीत चुका है। लेकिन आज भी वे थकान रहित शिक्षण में जुटे हुए हैं। सुब्रत बाबू का पढ़ाने का तरीका विद्यार्थियों को भी प्रिय हो चुका है। कक्षा पाँच की छात्रा ईशिता मंडल बताती है— “सर हमें बहुत प्यार करते हैं, अच्छे से समझाकर पढ़ाते हैं, और कभी-कभी गाना भी सुनाते हैं। हम भी सर को बहुत प्यार करते हैं।” विद्यालय के प्रधान शिक्षक साहिल मल्लिक कहते हैं— “सुब्रत बाबू अन्य शिक्षकों की तरह ही बराबरी से काम करते हैं। कभी लगता ही नहीं कि वे विशेष आवश्यकता वाले हैं। बल्कि उन्हें देखकर और लोग प्रेरित होते हैं। हमारे इलाके के लिए वे एक उदाहरण हैं। उन पर हमें गर्व है।” शारीरिक बाधाओं को नज़रअंदाज़ कर अटूट इच्छाशक्ति के बल पर समाज में प्रकाश फैला रहे हैं सुब्रत मालाकार। वे आज बहुतों के लिए सच्चे प्रेरणास्रोत हैं। ‘अंधजनों को देह प्रकाश।’ कवि की यह प्रार्थना थी। लेकिन जन्मांध सुब्रत ने स्वयं ही अशिक्षा का अंधकार दूर करने के लिए उठा लिए डस्टर और चॉक। कौन कहता है कि उम्मीद करने के लिए अब कुछ भी बाकी नहीं? बाइट्स : 1. सुब्रत मालाकार (जन्मांध शिक्षक) 2. साहिल मल्लिक (प्रधान शिक्षक) चंदन घोष के साथ पार्थ चौधरी। 1109ZG_BWN_BLIND NOTE : (अंध शिक्षक के मामले में ‘चॉक’ और ‘डस्टर’ का उल्लेख प्रतीकात्मक है। असल में वे बिल्कुल अलग पद्धति से पढ़ाते हैं—खुद ब्रेल सिस्टम से पढ़ते हैं, समझाते हैं। साथ में गीत भी रहते हैं। और यह सब बच्चों के अनुरोध पर होता है।) 1109ZG_BWN_BLIND
3
comment0
Report
Advertisement
Back to top