Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Medinipur721150

मेदिनीपुर शहर के जन्मदिन पर रंगीन शोभायात्रा, इतिहास फिर से जीवंत

CDChampak Dutta
Sept 23, 2025 07:35:17
Kaji Chak, West Bengal
পালন করা হল মেদিনীপুর শহরের জন্মদিন।শহর মেদিনীপুর জন্মোৎসব কমিটির পক্ষ থেকে পালন করা হয় এই দিনটি। ১৭৮৩ খ্রিস্টাব্দের ২২শে সেপ্টেম্বর মেদিনীপুর শহরকে জেলার প্রধান নগর হিসেবে ঘোষিত হয়। সেই দিনটিকে স্মরণ করেই মেদিনীপুর শহরের জন্মদিন পালন করা হয়। এই উপলক্ষে মেদিনীপুর শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।তা গোটা শহর পরিক্রমা করে। এর পাশাপাশি মেদিনীপুর বিদ্যাসাগর হলে একটি অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন স্তরের মানুষ অংশ নিয়েছিলেন।বক্তারা মেদিনীপুর শহরের ইতিহাস তুলে ধরেন। কমিটির সম্পাদক তাপস মাইতি জানান, আমরা এই দিনটিতে মনীষীদের স্মরণ করছি, আমরা বাংলার গান গাইছি, যারা দেশকে স্বাধীন করার জন্য জীবন দিয়েছে তাদের আমরা স্মরণ করছি। আমরা হারিয়ে যাওয়া সংস্কৃতিকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। এই উপলক্ষে কয়েকটি বই প্রকাশিত হয়। এদিন কমিটির সবাই নীল সাদা পাঞ্জাবি পরে মেদিনীপুর শহরের জন্মদিন পালন করেন। ছবি বাইট 2c তে Slug- 2309ZG_WMID_BIRTHDAY_R তাপস মাইতি(সম্পাদক, শহর মেদিনীপুর জন্মোৎসব কমিটি)
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BBBimal Basu
Sept 23, 2025 08:50:26
Basirhat, West Bengal:বলে 2C তে ছবি পাঠিয়েছি। বাংলাদেশের সাতক্ষীরা থেকে অবৈধভাবে হিঙ্গলগঞ্জের কালিন্দী নদী পেরিয়ে ভারতে ঢোকার সময় হিঙ্গলগঞ্জের পঞ্চপল্লী এলাকা থেকে দুই বাংলাদেশীকে গ্রেফতার করল পুলিস। আজ তাদের বসিরহাট আদালতে পাঠানো হয়। আজ সকালে হিঙ্গলগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্ত কালিন্দী নদী পেরিয়ে ভারতে ঢোকার সময় হিঙ্গলগঞ্জে পঞ্চপল্লী এলাকা থেকে বাংলাদেশের সাতক্ষীয় বাড়ি রেজাউল গাজী ও নিলিমা রানি মণ্ডল নামে দুই বাংলাদেশীকে গ্রেফতার করে পুলিস কি করনে তারা বাংলাদেশ থেকে ভারত আসছিল তা জানার চেষ্টা করছে পুলিস আজ দুজন বাংলাদেশীকে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। বিমল বসু বসিরহাট
0
comment0
Report
BMBiswajit Mitra
Sept 23, 2025 08:50:01
:এটিএম কাউন্টার থেকে হাত শাফাইয়ের ঘটনায় বড়সড় সাফল্য হরিণঘাটা থানার পুলিশের। গত ১৩ ই সেপ্টেম্বর হরিণঘাটা থানা এলাকার একটি এটিএম সেন্টারে বয়স্ক মহিলা টাকা তুলতে গেলে সেখানে আগে থেকেই এটিএম কাউন্টারের ভিতরে ঢুকে খারাপ করে রাখে। এরপর টাকা তুলতে গেলে দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি হাতসাফাই করে এটিএম কার্ড নিয়ে অন্য এটিএম কার্ড তাকে দেওয়া হয় এরপর বাড়ি ফিরে গিয়ে জানতে পারেন তার একাউন্ট থেকে এক লক্ষাধিক টাকা তুলে নেওয়া হয়েছে ঘটনার কথা জানিয়ে হরিণঘাটা থানার দ্বারস্থ হন ওই মহিলা এরপর পুলিশ তদন্তে নেমে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থানা এলাকা থেকে গ্রেফতার করে। ধৃতদের নাম সুবীর শেখ এবং শুভম মাল। দুটি গাড়ি, আশি হাজার টাকা ক্যাশ, একাধিক এটিএম কার্ড। এবং সোনার গহনা । এর আগেও বিভিন্ন এটিএম জালিয়াতি ঘটনায় যুক্ত রয়েছে বলে এমনটাই জানা গেছে। 1. সিদ্ধার্থ ধাপলা অতিরিক্ত পুলিশ সুপার রানাঘাট পুলিশ জেলা
0
comment0
Report
PDPradyut Das
Sept 23, 2025 08:49:25
Jalpaiguri, West Bengal:2C 2309ZG_PA_JAL_RHINO_CAMP_R VISU, BYTE & WT SEND BY 2C গরুমারা অভয়ারণ্যের রামসাই রাইনো ক্যাম বন্ধ, সংস্কারের দাবি স্থানীয়দের। পর্যটকদের জন্য গরুমারা অভয়ারণ্য খুললেও জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির রামসাই রাইনো ক্যাম এখনও তালাবন্দি। চারটি কটেজে প্রায় ১২ জন পর্যটক থাকতে পারেন অনায়াসে, কিন্তু দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণের অভাবে ভগ্নদশায় পড়ে রয়েছে কটেজগুলি। এতে যেমন বনদপ্তরের সম্পত্তি নষ্ট হচ্ছে, তেমনই ক্ষতিগ্রস্ত হচ্ছেন পর্যটন ব্যবসায়ীরা। পর্যটক ও স্থানীয়রা চাইছেন, দ্রুত এই কটেজগুলো খুলে দেওয়া হোক। এতে পর্যটকদের সুবিধার পাশাপাশি স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগও বাড়বে। এদিকে, দীর্ঘদিন ধরে বন্ধ রামসাই প্রজাপতি কেন্দ্রটিও এখন ভগ্ন অবস্থায় পড়ে আছে। দ্রুত সংস্কারের দাবি উঠেছে সর্বস্তর থেকে। অন্যদিকে, রামসাই অঞ্চল থেকে নতুন করে হাতি সাফারি চালুর দাবিও তুলেছেন অনেকেই। স্থানীয়দের অভিযোগ, উদ্যোগের অভাবেই এই গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রগুলোর সম্ভাবনা হারিয়ে যাচ্ছে। খুব দ্রুত খুলে দেওয়ার আশ্বাস বনদপ্তরের। রিপোর্ট :- প্রদ্যুত দাস ( ময়নাগুড়ি, জলপাইগুড়ি)
1
comment0
Report
DGDebabrata Ghosh
Sept 23, 2025 08:49:07
Howrah, West Bengal:রাতভর টানা বৃষ্টিতে আবারও জলমগ্ন হাওড়া।বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় জমেছে জল।কোনা এক্সপ্রেসওয়ের গরফা রেল ব্রিজের নিচে জমেছে কোমর সমান জল।সেখানে যানচলাচল বন্ধ।এরজেরে যানজট হয়।জাতীয় সড়ক থেকে সেই যানজট দ্বিতীয় হুগলী সেতু পর্যন্ত হয়।নবান্নের সামনে জল জমে যায়।হাওড়া পুরসভার প্রায় পঁচিশটি ওয়ার্ডে জলমগ্ন হয়ে পড়ে।রামচরন শেঠ রোড,শৈলেন মান্না সরনী,ইস্ট ওয়েস্ট বাইপাস সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় হাটু সমান জল পেরিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ভোগে পড়েন মানুষ।হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন একটানা বৃষ্টিতে গঙ্গার জলস্তর বেড়ে গেছে অনেক।ফলে পাম্প চালিয়ে লাভ হচ্ছেনা।শহরের ত্রিফলা লাইট থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে।যাতে কোনো বিপদ না হয়।বিপজনক বাড়ি থেকে মানুষজনকে সরে যাবার নির্দেশ দেওয়া হয়েছে।এছাড়া ত্রাণের ব্যবস্থা রাখা হয়েছে। বাইট..১..সুরজ মোল্লা(গাড়ি চালক) ২..সদানন্দ পাল(যাত্রী) ৩..সুজয় চক্রবর্তী(চেয়ারম্যান) 2309zg_hwh_traffic_r
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Sept 23, 2025 08:36:35
Kalna, West Bengal:পুতুল দূর্গা কালনায় কালনার হাটগাছা গ্রামে এক ভিন্ন আঙ্গিকের দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লেন স্থানীয় শিল্পী তাপস পাল। প্রচলিত ধারার বাইরে গিয়ে তিনি গড়েছেন পুতুল-আকৃতির দুর্গা। শুধু দেবী দুর্গাই নয়, গণেশ, সরস্বতী, কার্তিক, লক্ষ্মী—সবারই মূর্তি গড়া হয়েছে পুতুলের আদলে। আর সবার থেকে আলাদা ভাবনার ছোঁয়া রয়েছে দুর্গার চোখে, যেখানে মনির ভেতর ফুটে উঠেছে জ্বলজ্বলে শিবলিঙ্গ।প্রায় দেড় মাসের নিরলস প্রচেষ্টায় এই অভিনব প্রতিমাটি গড়ে তুলেছেন তাপসবাবু। আগামী দিনে কালনা শহরের যোগীপাড়া এলাকার একটি রাখি কারখানায় প্রতিমাটি স্থান পাবে। শিল্পীর আশা, তাঁর এই অভিনব ভাবনা আগামী দিনে আরো বড় পরিসরে কাজের সুযোগ এনে দেবে। তবে আক্ষেপের সুরও শোনা গেল তাঁর কণ্ঠে—গ্রামাঞ্চলের শিল্পী হওয়ায় সাবেকি প্রতিমা ছাড়া অন্যরকম কাজের চাহিদা তেমনভাবে মেলে না।তবু ভিন্নতার ছোঁয়ায় পুতুল দুর্গার এই প্রতিমা ইতিমধ্যেই কৌতূহল জাগিয়েছে স্থানীয়দের মধ্যে। দুর্গোৎসবের আগেই এমন শিল্পনৈপুণ্য নিঃসন্দেহে উৎসবের আনন্দকে আরও বহুগুণে বাড়িয়ে তুলবে। বাইট -১) তাপস পাল (শিল্পী) ২)সুভাষ বৈরাগ্য (পুজো কর্মকর্তা) ছবি 2C তে 23925-KLN-PUTULDURGA-R
1
comment0
Report
AMAshok Manna
Sept 23, 2025 08:36:22
Kolkata, West Bengal:দক্ষিণ ২৪ পরগনা আকড়া স্টেশন রোড এবং রোড সংলগ্ন, বেশ কিছু রাস্তা ঘর ও রান্নাঘরের মধ্যে জল,, আকড়া স্টেশনে বিভিন্ন দোকানের মধ্যে জল ঢুকে যায়, বেশ কিছু দোকান বন্ধ ,একটি মাত্র বেসরকারি ছোট্ট হাসপাতাল আছে বহু বছর আগে এখানকার স্থানীয় একজন হাসপাতাল নির্মাণ করে দেন মাঝে মাঝে কলকাতা দু একটা ডাক্তার আসে তাদের উপরে নির্ভর করে এখানকার কয়েক হাজার মানুষ তিনি বর্তমান থেকে হাসপাতালের মধ্যেও জল ঢুকে যাওয়ায় বেডের মধ্যে বসে আছেন পেশেন্ট রাস্তায় এত বেশি জল জমে আছে । স্থানীয় মানুষ বলছে দীর্ঘ চার মাস ধরে জল এভাবেই জল যন্ত্রণায় ভুগছেন , কিছুদিন আগেই একজন ডেলিভারি বয় রাস্তার পুকুর সমান হয়ে যাবে বুঝতে না পারায়, মৃত্যু হয় এরপরেও গতকালে আবার বৃষ্টির ফলে এলাকার ঘরে ঘরে জল ঢুকে গেছিল মানুষ সহ্য করছিল কিন্তু এবার স্কুল হাসপাতাল রাস্তা দোকান সবই বন্ধ প্রায় স্তব্ধ হয়ে পড়ে এলাকা অবশেষে বাধ্য হয়ে তারা আকড়া স্টেশন রোড অবরোধ করেন ।, দীর্ঘ দু'ঘণ্টা ধরে চলছে পথ অবরোধ। ঘটনাস্থলে মহেশতলা পৌরসভার ১৯ ওয়ার্ডের রহমতি পাড়ার বাসিন্দারা অবরোধ করেন ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান তৃণমূল কংগ্রেস আবু তাহের মোল্লা আসেন তিনি বলেন আমরা। পাম্প লাগিয়ে চেষ্টা করছি কিন্তু দ্রুত সম্ভব নয় আমার পক্ষে। এলাকার মানুষকে বোঝানোর চেষ্টা করলে এলাকার মানুষ পথ অবরোধ তোলেনি , ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ মানুষকে বুঝিয়ে পথ অবরোধ তোলার চেষ্টা করছে চেষ্টা করছে।
2
comment0
Report
ANArnabangshu Neogi
Sept 23, 2025 08:35:38
Kolkata, West Bengal:প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কলকাতা শহরে বিদ্যুৎপৃষ্ট হয়ে ৬ থেকে ৭ জন নাগরিকের মৃত্যুতে প্রশাসনিক গাফিলতির অভিযোগে কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতিকে চিঠি দিল দুটি সংগঠন। প্রধান বিচারপতির দপ্তরে চিঠি দিয়ে সেটিকে মামলার নথি হিসেবে গ্রহণ করার আবেদন করেছে সেভ ডেমোক্রেসি ও অল ইন্ডিয়া ল ইয়ার্স অ্যাসোসিয়েশন হাইকোর্ট শাখা। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়ার আবেদন করা হয়েছে ওই চিঠিতে হাইকোর্টের কাছে। হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে সংগঠন দুটির বক্তব্য, অতীতেও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে খোলা তারে র সংস্পর্শে এসে বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা শহরে ঘটেছে। কিন্তু তারপরেও বিদ্যুৎ বণ্টন সংস্থা, পুরসভা, পুলিশ, প্রশাসন যে সেই ঘটনা থেকে শিক্ষা নেয় নি, এদিনের এতগুলি মানুষের বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু তার প্রমাণ। তাই জনস্বার্থ মামলা হিসেবে চিঠিটি গ্রহণ করে পদক্ষেপের আবেদন করা হয়েছে হাইকোর্টের কাছে।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Sept 23, 2025 08:35:28
0
comment0
Report
BSBarun Sengupta
Sept 23, 2025 08:35:17
Barrackpore, Kolkata, West Bengal:রাতভর বৃষ্টিতে ব্যারাকপুর টিটাগরে বেশ কিছু জায়গা জলমগ্ন হয়ে পড়েছে।। আর সেই জলে জাল ফেলে কাগজে নৌকা ভাসিয়ে বিজেপির প্রতিবাদ। টিটাগরে এপি দেবি রোড জলমগ্ন আর সেই জলে জাল ফেলে কাগজে নৌকা ভাসিয়ে প্রকৃতি প্রতিবাদ বিজেপি নেতাকে কৌস্তব বাগচীর। বর্তমানে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী কে এলাকায় দেখা যায় না। পাশাপাশি টিটাগর পৌরসভা ও সেই ভাবে কাজ করে না। এই জলে মানুষ না কাল হচ্ছে সেই কারণে এই প্রতিবাদ যদি কাজ না হয় এরপরে পৌরসভা ঘেরাও হবে। অপরদিকে তৃণমূলের দাবি টিটাগর অঞ্চলে জল জমে না যা বৃষ্টি হয়েছে এতে কিছু করার নেই। তাই কিছু সময়ের জন্য জল জমে রয়েছে বিজেপির কিছু বলার নেই ভোট চলে এসেছে তাই। এই ধরনের রাজনীতি করছে। 230925_BKP_TITAGARH 2C TE
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Sept 23, 2025 08:34:47
Kolkata, West Bengal:জল যন্ত্রণার মধ্যেও ঠাকুর দেখার উৎসাহে ভাটা পড়েনি শ্রীভূমিতে। গতকাল রাতভর বৃষ্টির জেরে জলমগ্ন গোটা শহর। এরই মধ্যে মানুষের ঠাকুর দেখার উৎসাহতে কোন ভাটা নেই। প্রায় হাটু জল পেরিয়েই লোকজন বেরিয়েছে ঠাকুর দেখতে। লেকটাউন শ্রীভূমি-র পুজো মণ্ডপে এমনই চিত্র ধরা পড়লো। পুজো মণ্ডপের সামনে প্রায় এক হাঁটু জল পেরিয়ে ঠাকুর দেখছেন মানুষ জন। কেউ রিসকায় কেউবা জল পেরিয়ে পায়ে হেঁটে আসছেন মন্ডপে। কেউ জলের কারনে ফাঁকা হবে বলে ঠাকুর দেখলেন। আবার কেউ কর্মস্থলে না পৌঁছাতে পেরে সেই সুযোগে ঠাকুর দেখে নিচ্ছেন। আবার কেউ কেউ শুধুমাত্র ঠাকুর দেখতেই হাওড়া শিবপুর বা সল্টলেক থেকে চলে এসছেন জলের মধ্যে ঠাকুর দেখতে। চূড়ান্ত জল কষ্ট সহ্য করেও ঠাকুর দেখতে আসছেন তারা।
0
comment0
Report
ABArup Basak
Sept 23, 2025 07:36:56
Mal Bazar, West Bengal:*ওদলাবাড়ি আসার পথে বেহাল ভাঙা রাস্তার গর্তে বাইক উলটে গুরুতর জখম দুই বনবস্তীবাসী...* মাল ব্লকের তুড়িবাড়ি সংলগ্ন পনেরো ঘড়িয়া বনবস্তী থেকে বাইকে করে ওদলাবাড়ি বাজারে আসছিলো দুই ব্যক্তি। উদ্দেশ্য ছিল মৃত এক গ্রামবাসীর অন্তেষ্টিক্রিয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা। কিন্তু মাঝপথে ভাঙা রাস্তায় বাইক উলটে গুরুতর জখম হন তারা। বেহাল সড়কে দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে আপাতত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে দু'জনকে।এদিন তুড়িবাড়ি- ওদলাবাড়ি সড়কের ঘটনা।বাদল ছেত্রী নামে পনেরো ঘড়িয়া বনবস্তীর এক যুবক বলেন,কিছুদিন আগে এই সড়কের একাংশ নতুন করে তৈরি করা হলেও এখনও প্রায় আড়াই কিলোমিটার অংশ খানাখন্দে ভরে রয়েছে। দুর্ঘটনা আকছার ঘঠছে।বারবার সড়ক নির্মানের দাবি জানিয়েও কোনও লাভ হচ্ছে না।বাদলের দাবি,'এদিন বেহাল সড়কের মাঝে বড়ো গর্তে উল্টে গিয়ে গুরুতর জখম হয়েছেন ভক্ত রাই(৫৬) ও সুরেন সুব্বা(৩৩)নামের দুই ব্যাক্তি।গ্রামের একজনের অন্তেষ্টিক্রিয়ার জন্য জরুরি জিনিসপত্র কিনতে তারা ওদলাবাড়ি বাজারে আসছিলেন।পথে দুর্ঘটনার শিকার হন তারা।রাস্তার লোকজন জখমদের দ্রুত ওদলাবাড়ি গ্রামীন হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পৌঁছে দেওয়ার পর দু'জনকেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে,উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক বরাদ্দে গত এপ্রিল মাসে ওদলাবাড়ি ডিপোপাড়ার সুনীল দত্ত স্মৃতি বালিকা বিদ্যালয় থেকে মানাবাড়ি টি জি প্রাইমারি স্কুল পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তা নতুন করে তৈরি করা হলেও একই সড়কের বাদবাকি আড়াই কিলোমিটার অংশের নির্মান কাজ এখনও হয় নি।কবে হবে তারও কোনও নিশ্চয়তা নেই।এই পরিস্থিতিতে এবারের বর্ষায় আরও বেহাল হয়ে গিয়েছে সড়কটি। স্থানিয় পথ চলতি মানুষের বক্তব্য এই খারাপ রাস্তার জন্য মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। তারপরও রাস্তাটি তৈরি হচ্ছে না। প্রশাসন আশ্বাস দিয়েছে দ্রুত ব্যাবস্থা নেওয়ার। বাইট ১) বাদল ছেত্রী নামে পনেরো ঘড়িয়া বনবস্তীর এক যুবক। ২) এই রাস্তা দিয়ে যাতায়াতকারি টোটো চালক চন্দ্র বাহাদুর প্রধান 2309ZG_MAL_ACCIDENT_R
0
comment0
Report
Advertisement
Back to top