Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700034

हरिदेबपुर की प्लास्टिक बोतल फैक्ट्री में पानी जमा से बिजली हादसा, युवक की मौत

SPSANDIP PRAMANIK
Sept 24, 2025 18:47:15
Kolkata, West Bengal
হরিদেবপুর থানার অন্তর্গত মতিলাল গুপ্ত রোডে একটি প্লাস্টিক বোতলের কারখানায় জমা জলের মধ্যে গতকাল বিদ্যুৎসৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ঠাকুরপুকুর এর বাসিন্দা শুভ প্রামানিক । আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঠাকুরপুকুরের মৃত শুভ প্রামানিকের বাড়িতে গেলেন মেয়র ফিরহাদ হাকিম দীর্ঘক্ষণ গিয়ে পরিবারের লোকজনের সাথে কথা বললেন আশ্বস্ত করলেন। এবং পরিবারের পাশে থাকার অস্বাস দিলেন।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SPSANDIP PRAMANIK
Sept 24, 2025 18:48:01
Kolkata, West Bengal:TVU 23.......MUST সানরাইজ 'মা-এর সাথে সেলফি' চালু করেছে - একটি ভার্চুয়াল সেলফি অভিজ্ঞতা শহর দুর্গা পূজার জাঁকজমকপূর্ণ উদযাপনের জন্য প্রস্তুত হওয়ার সাথে সাথে, উৎসবের অভিজ্ঞতাকে রূপান্তরিত করার প্রতিশ্রুতি দেয়। 'সানরাইজ মা-এর সাথে সেলফি' শিরোনামে, পুজো উৎসাহীদের ঋতুর চেতনার সাথে সংযোগ স্থাপনের জন্য একটি স্মার্ট, আরও অন্তর্ভুক্তিমূলক উপায় প্রদান করে। অনেকের কাছেই কলকাতার আইকনিক মণ্ডপে মা-এর সাথে সেলফি তোলা একটি স্বপ্ন। স্বেচ্ছাসেবকরা দর্শনার্থীদের এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন, সাইনবোর্ডগুলিতে "সেলফি নয়" লেখা থাকে এবং এমনকি যদি তারা একটি সেলফি তুলতেও সক্ষম হন,কিন্তু প্রতিমার কাছে পৌঁছানোও প্রায় অসম্ভব হয়ে পড়ে। সানরাইজ SunriseThePuja.App এর সাথে সহযোগিতায় একটি চিন্তাশীল এবং প্রযুক্তি-চালিত সমাধান চালু করেছে। এই বছর, সানরাইজ একটি বিশেষ QR কোড প্রবর্তন করেছে। স্ক্যান করার সময়, ব্যবহারকারীদের কলকাতা জুড়ে ৫০+ বিখ্যাত দুর্গা পূজা মণ্ডপ প্রদর্শনকারী একটি ইন্টারেক্টিভ ডিজিটাল মানচিত্রে পরিচালিত করা হবে। সেখান থেকে, তারা তাদের পছন্দের মণ্ডপ বেছে নিতে পারে, একটি নিখুঁত ভার্চুয়াল সানরাইজ মা-এর সাথে সেলফি তুলতে পারে অথবা কোনও ধাক্কাধাক্কি, তাড়াহুড়ো, মিস করা মুহূর্ত ছাড়াই একটি গ্রাউফি আপলোড করতে পারে। এই উদ্যোগটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সকলেই, এমনকি দূরবর্তী জেলা থেকে আসা মানুষ যারা কলকাতা মণ্ডপে আসতে পারে না, বয়স্ক এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিরাও, যেকোনো জায়গা থেকে 'মা-এর সাথে সেলফি'র আনন্দ উপভোগ করতে পারে। আজ আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগটি চালু করেন অভিনেতা এবং সানরাইজ ব্র্যান্ড অ্যাম্বাসেডর আবীর চট্টোপাধ্যায়, যিনি অ্যাপ্লিকেশনটি প্রদর্শন করেছিলেন 'সানরাইজ মা-এর সাথে সেলফি'র মাধ্যমে "দুর্গা পুজো আবেগ, সংযোগ এবং আনন্দের বিষয়," আবির চট্টোপাধ্যায় বলেন। "সানরাইজ-এর এই উদ্যোগটি যেখানেই থাকুন না কেন বা তাদের শারীরিক অবস্থা যাই হোক না কেন, সকলকে উদযাপনের অংশ হতে দেয়। এবং এটি এমনভাবে করা হয়েছে যা যানজট কমায় এবং অভিজ্ঞতা বৃদ্ধি করে
4
comment0
Report
NHNantu Hazra
Sept 24, 2025 18:47:44
Salt Lake City, Utah:Bjp Sajal ghosh reaction on several issu. Feed sent by tvu 89 সল্টলেকের বিজেপি দপ্তরে বিজেপি নেতা সজল ঘোষ প্রেস কনফারেন্স করে নানান প্রশ্নের উত্তর দেন। বুধে চন্দ্রের মঙ্গল। পুজোর আগে স্বস্তিতে কারামন্ত্রী। ইডির আর্জি খারিজ। চন্দ্রনাথের অন্তর্বর্তী জামিন বহাল। কাল ও পরশু সিজিওতে হাজিরা। বিকেল পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি। রাজ্যের মর্যাদা দাবি। নেপালের কায়দায় ছাত্র বিক্ষোভে উত্তাল লাদাখের লে। চার দফা চুক্তি না মানার অভিযোগ। জ্বলল আগুন। বিজেপির দফতর ভাঙচুর। বিপর্যয়ের পর একদিন পার। বৃষ্টি থামলেও মহানগরের কিছু জায়গা জলমগ্ন। টেগোর পার্ক, পঞ্চসায়র, পার্ক সার্কাসে জল থই থই। মানতে নারাজ মেয়র পারিষদ। পুজোর আগেই বিষাদের ছোঁয়া। কলকাতা ও শহরতলিতে জমা জলের বলি এগারো। এর মধ্যে বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে আট জনের মৃত্যু। মহানগরে একাধিক জায়গায় বিপজ্জনক খোলা তার। জমা জলে দুর্ভোগ। ফের কেন্দ্রকে দুষলেন মুখ্যমন্ত্রী। জমা জলের জন্য দায়ী কেন্দ্র, তোপ মুখ্যমন্ত্রীর। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ও চাকরির প্রতিশ্রুতি। অনিকেত মাহাতোর পোস্টিং-মামলা। আরজি করেই পোস্টিং দিতে হবে অনিকতকে। পোস্টিং-মামলায় নির্দেশ কলকাতা হাইকোর্টের। মানস ভূঁইয়া প্রেস কনফারেন্স করে যা বলেছে তার পাল্টা বলেছে। Dvc পাপ মার্জনা করা যায় না। কলকাতার সমস্যা তৈরী করে গেছে cpim কেন্দ্র টাকা দিচ্ছে না। অমিত শা সন্তোষ মিত্র যাওয়া নিয়ে কুনাল ঘোষ পোস্ট, সন্তোষ মিত্র নিয়ে সৌগত রায়কে ঘিরে বিক্ষোভ চাকরি প্রার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ মৃত্যুর দায় কার একে ওপরের দোষারোপ নিয়ে
5
comment0
Report
DSDIBYENDU SARKAR
Sept 24, 2025 18:47:01
Arambag, West Bengal:আরামবাগঃ২৪ সেপ্টেম্বর --------------------------------------------- সম্প্রতি তৃণমূলের সাংগঠনিক পদের রদ বদল হয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে।আর সেখানে খানাকুল ২ নং ব্লক সভাপতি রমেন প্রামানিক কে সরিয়ে আনা হয়েছে প্রবীন ও অভিজ্ঞ তৃণমূল নেতা অসিত সিংহ রায় কে।এই অসিত সিংহ রায় এক সময়ে বামেদের আমলে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন তৃণমূলের। আর এখন নতুন ব্লক সভাপতিকে মানতে পারছেন না দলেরই অধিকাংশ কর্মীরা। রাজনীতি থেকে বসে যাচ্ছে খানাকুল ২ ব্লক তৃণমূলের অধিকাংশ কর্মীরা। এরই মাঝে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তৃণমূল আরামবাগ জেলার সাধারন সম্পাদকের পদ ছাড়লেন রমেন প্রামানিক। পুজোরমুখে বড়সড় ভাঙন খানাকুল তৃনমূলে। রমেন প্রামানিককে কয়েকদিন আগেই খানাকুল ২ ব্লক তৃনমুল সভাপতির পদ থেকে সরিয়ে আরামবাগ সাংগঠনিক জেলার সাধারন সম্পাদক হিসাবে নিযুক্ত করেছে তৃণমূল। তার জায়গায় প্রবীন তৃণমূল নেতা অসিত বরণ সিংহরায়কে খানাকুল ২ ব্লক তৃণমূল সভাপতি হিসাবে দ্বায়িত্ব দেওয়া হয়েছে। আর এই ঘোষনা হওয়ার পরেই দলের সিদ্ধান্ত মানতে নারাজ এলাকার অধিকাংশ তৃণমূল কর্মীরা। তাদের মতে,বর্তমান পরিস্থিতিতে দলকে পরিচালনা করার যোগ্যতা নেই অসিত সিংহ রায়ের। তাই রীতিমতো বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে দল থেকে বসে যাচ্ছেন খানাকুল ২ ব্লকের অধিকাংশ সক্রিয় কর্মীরাই। বসে যাওয়ার মধ্যে খানাকুল ২ পঞ্চায়েত সমিতির একাধিক সদস্য,বিরোধী দলনেতা,দলের মহিলা ব্লক সহ সভাপতি সহ একাধিক অঞ্চল সভাপতি ও কর্মীরা রয়েছেন। তাদের দাবী,হয় খানাকুল ১ ব্লকের মতো সভাপতির পদ সরিয়ে কোর কমিটি করা হোক,নয় তো বর্তমান সভাপতির সাথে দল করবেন না তারা। বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের দাবী,বিজেপির সাথে আঁতাত করে দল করেন বর্তমান ব্লক সভাপতি অসিত সিংহ রায় । দলের কর্মীদের অসময়ে পাওয়া যায় না তাকে। তাই তারা বসে যাবেন।তাঁকে ফোন করলে দেখা যাবে তাঁর ফোন সুইচ অফ। যদিও খানাকুল বিজেপির দাবী,তৃণমূল এ কে ব্লক সভাপতি হল আর কে হল না ,তা নিয়ে তারা একেবারেই মাথা ঘামাতে নারাজ। এদিকে এই পরিস্থিতিতে দলের নেতাদের উপরেই আস্থা রাখছেন খানাকুল ২ ব্লক তৃণমূলের নতুন সভাপতি অসিত সিংহরায়। তাঁর দাবী,যারা এই কাজ করেছেন তারা ব্যক্তিগত স্বার্থে এই কাজ করছেন। তবে তার কারোসাথে কোনো সমস্যা নেই। এই পরিস্থিতি নিয়ে দল যা ঠিক করবে তাতেই তিনি রাজি বলে দাবী করেছেন তিনি। উল্লেখ্য যে,খানাকুলে দীর্ঘদিন ধরেই ব্যাকফুটে তৃণমূল। খানাকুল ২ ব্লকে সেই অবস্থা আরো প্রকট হয়ে গেলো। এরই মাঝে এই ঘটনায় আসন্ন বিধানসভা নির্বাচনে যে তৃণমূল খানাকুলে অনেক পিছিয়ে পড়বে তা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। স্লাগ - 2409ZG_ARM_TMC_CONFLICT_R ছবি ও বাইট আছে 2 C তে।
0
comment0
Report
ABArup Basak
Sept 24, 2025 18:46:39
Mal Bazar, West Bengal:*ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু মংপং এ...* কালিম্পং জেলার মংপং অঞ্চলের রুংঢুং এলাকায় ঘটে এক মর্মান্তিক ঘটনা। আলিপুরদুয়ার শিয়ালদা কাঞ্চনকন্যা ডাউন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মারা যায় একটি ৮ থেকে ৯ বছর বয়সী ফিমেল হাতি। বনদপ্তর সূত্রে জানা গেছে, হাতিটি জঙ্গলে চলাচলের সময় রেললাইন পার হয়ে যাওয়ার চেষ্টা করছিল, যখন এটি ট্রেনের ধাক্কায় নিহত হয়। এই ঘটনা শুধু প্রাণীজগতের জন্য নয়, বরং পরিবেশবিদদের জন্যও এক বড় সংকট সৃষ্টি করেছে। বনদপ্তর জানিয়েছে, এটি সম্ভবত একাধিক হাতির দলের মধ্যে একটি ছিল, এবং স্থানীয় পরিবেশপ্রেমী নফসর আলী ও রাসেল সরকারের মতে, এই ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য এলাকায় আরও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। হাতির মতো বৃহৎ আকারের প্রাণী যখন রেলপথের কাছে চলে আসে, তখন সংঘর্ষ অবশ্যম্ভাবী হতে পারে। হাতি সাধারণত খাদ্য বা জলের খোঁজে দীর্ঘ যাত্রা করে থাকে এবং কখনও কখনও রেলপথ তাদের চলাচলের পথে পড়ে। রেলপথের সঙ্গে বনভূমির এই সংযোগ এতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে, যখন যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকে। রেলপথের পাশে বনাঞ্চলের মতো প্রকৃতিতে আসা যাওয়ার সময় যতটুকু সম্ভব দুর্ঘটনা এড়ানো দরকার, ঠিক ততটাই প্রয়োজন বনাঞ্চল এবং রেলপথের নিরাপত্তার জন্য সঠিক পদক্ষেপ নেওয়া। বিশেষত, যেখানে হাতি এবং অন্যান্য প্রাণী চলাচল করে, সেখানে টহলদারি ও পরিবেশগত নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। রেলপথ এবং বনাঞ্চলের কাছাকাছি এলাকায় এ ধরনের দুর্ঘটনা এড়াতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। প্রথমত, রেলপথের কাছাকাছি প্রাণী চলাচলের সময় ট্রেনের গতিবেগ কমিয়ে দেওয়া এবং এলাকায় সতর্কতা চিহ্ন স্থাপন করা উচিত। দ্বিতীয়ত, বনদপ্তরকে আরও কার্যকরভাবে নিরাপত্তা টহল প্রদান করতে হবে, যেন প্রাণীদের চলাচল সম্পর্কে আগেই খবর পাওয়া যায়। তৃতীয়ত, রেলপথ এবং বনভূমির সীমানা স্পষ্ট করতে কোনও ধরণের বাধা বা সুরক্ষা ব্যবস্থা স্থাপন করা যেতে পারে, যা হাতি এবং অন্যান্য বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করবে। এই মুহূর্তে, স্থানীয় বনদপ্তর ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ শুরু করেছে এবং আশেপাশে অন্যান্য হাতি রয়েছে বলে সতর্কতা জারি করেছে। বাইট ১) স্থানিয় বাসিন্দা আশিফুল ইসলাম। ২) পরিবেশ প্রেমী রাসেল সরকার। ৩) পশু প্রেমী নফসর আলী। 2409ZG_MAL_ELEPHANT_DESTH_R5
0
comment0
Report
AGAyan Ghosal
Sept 24, 2025 17:22:05
3
comment0
Report
NHNantu Hazra
Sept 24, 2025 17:21:57
2
comment0
Report
NHNantu Hazra
Sept 24, 2025 17:21:51
Salt Lake City, Utah:The protesting pots were worshiped on the Newtown bus stand. BJP state president Shamik Bhattacharya was present. Feed sent by tvu 99 নিউটাউন সনাতনী দূর্গা পুজো নিউটাউন বাস স্ট্যান্ডে প্রতিবাদী ঘট পুজো করা হলো। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। প্রতিটি ঘট পূজা কেন তার কারণ উদ্যোক্তরাজ্যে অভিযোগ করছে যে তারা বারবার সমস্ত জায়গায় চিঠি ফরম ফিলাপ করে টাকা জমা দেওয়ার পরেও কোনো রকম পুজোর পারমিশন তারা পায়নি। গত বছর তারা দুর্গা পুজোর জন্য পারমিশন পায়নি সে কারণে গত বছরও তারা পুজো করতে পারিনি আর এ বছরও তারা পুজো করতে পারছে না। সেই কারণেই তারা প্রতিটি ঘর পুজোর আয়োজন করেন। ছবি, শমীক ভট্টাচাৰ্য বাইট, পুজো উদ্যোক্তার বাইট ও হোয়াটসঅ্যাপে দুটো ফাইল পাঠিয়েছি। Tvu 89
3
comment0
Report
NHNantu Hazra
Sept 24, 2025 17:21:44
Salt Lake City, Utah:MUST CELEBRATING 30 years of Foundation day SAMATA CO-OPERATIVE DEVELOPMENT BANK LTD.HEALTH CHECK UP CAMP Feed sent by tvu 89 সমতা কো অপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেডে ৩০ বছরের পদার্পণ করল। আর আজকের এই দিনটি একটু অন্যরকম ভাবে পালন করা হলো সটলেক এর করুণাময়ীর মেইন ব্রাঞ্চে। ব্যাংকের কর্মী থেকে গ্রাহক এবং ব্যাংকে যারা আসছে তাদের জন্য হেলথ চেকআপ ক্যাম্পের আয়োজন করা হয়। এছাড়া নির্দিষ্ট সময়কালের জমার আসির উপর বিশেষ সুদের হার রয়েছে। ২৪ মাস থেকে ৩৬ মাসের মধ্যে জমা রাশির উপর ৭.৫০% সাধারণ নারীদের জন্য এবং প্রবীণ নাগরিকদের জন্য ৮%। মাসিক সুদের হার চার বছর এবং তার বেশি জন্য সাধারণ নাগরিকদের ৭.৭৫% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৮.২৫%। এছাড়াও অধিক জমা রাশির উপর রয়েছে বিশেষ সুদের হার। এছাড়াও সমতার লাখপতি স্কিমও রয়েছে এই ব্যাংকের মাসিক ২৬০০ টাকায় ৩৬ মাসের লাখপতি হওয়ার সুযোগ। স্বাস্থ্য বীমা জীবন বীমা সাধারণ বীমা ও বাড়ি বা গাড়ি বিমার সুবিধা উপলব্ধ রয়েছে।
4
comment0
Report
Navaratri 2025
Advertisement
Back to top