Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Hooghly712103

गंगा घाट पर नवपत्रिका स्नान से देवी-रूपों की आराधना शुरू

BSBidhan Sarkar
Sept 29, 2025 03:17:43
Chinsurah, West Bengal
গঙ্গার ঘাটে ঘাটে সকাল থেকে নবপত্রিকা স্নান। চুঁচুড়া ময়ূরপঙ্খি ঘাটে নবপত্রিকার স্নানে বারোয়ারী আবাসন ও বাড়ির পুজো। নবপত্রিকা বা কলা বৌ স্নান করিয়ে নতুন শাড়ি পড়িয়ে নববধূর মত সাজানো হয়। মায়ের আরাধনায় নবপত্রিকার বৈশিষ্ট্য হল নয়টি রূপে দেবীর আরাধনা। রীতি মতে নয়টি গাছের ডালপালা দিয়ে একটি কলাগাছকে সাজিয়ে গঙ্গায় স্নান করিয়ে মন্ডপে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এবার দেবী গজে আগমন,শস্য শ্যামলা হবে দেশ। ঘাট গুলোতে নিরাপত্তায় পুলিশ,বিপর্যয় মোকাবিলা বাহিনী।
1
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
STSrikanta Thakur
Sept 29, 2025 03:47:10
Dinajpur, Rangpur Division:জেলার সেরার সেরা পূজার শিরোপা পেল বালুরঘাটের টিধারা ক্লাব ত্রিধারা ক্লাবের নিজস্ব মন্দির প্রাঙ্গণে এবার কাল্পনিক মন্দির গড়ে তুলেছে শুধুমাত্র নারকেল দড়ি দিয়ে তার সঙ্গে প্রতিমার সাজেও রয়েছে পাট ও নারকেল দড়ির ব্যবহার সমগ্র প্যান্ডেলটাই তৈরি হয়েছে নারকেল দড়ি দিয়ে সেখানে সুক্ষ সুক্ষ কাজ যেমন করা হয়েছে তেমনি নারকেল দড়ি দিয়ে তৈরি করা হয়েছে বিশাল ঝাড় লন্ঠন ও মন্ডপের ভিতরের সাজ সজ্জার কাজ। ২৪ ঘন্টার পক্ষ থেকে তাদের সেরা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করতেই বাধ্য সহকারে আনন্দ উচ্ছ্বাস শুরু করেন ক্লাবের সমস্ত সদস্য সদস্যরা সাদরে গ্রহণ করেন জী ২৪ ঘন্টা দেওয়া প্রাইজ কে।
0
comment0
Report
STSrikanta Thakur
Sept 29, 2025 03:46:59
Dinajpur, Rangpur Division:২৪ ঘন্টা দর্শকদের বিচারে গঙ্গারামপুর মহকুমা জেলার সেরার সেরা সেরা পূজা শিরপায়া পেল গঙ্গারামপুর রঞ্জন ক্লাব। চিত্তরঞ্জন ক্লাবের এবছরের তাদের মন্ডপ সজ্জায় তুলে নিয়ে এসেছে এক টুকরো রাজস্থানের রাজ প্যালেস কে। রাজস্থানের রাজ প্যালেসের অনুকরণে তৈরি হওয়া এই মন্ডপে ফুটে উঠেছে রাজস্থানের কালচার এবং সংস্কৃতি ফুটে উঠেছে। ক্লাবের নিজস্ব প্রাঙ্গণে বিশাল মন্ডল এবং তার সঙ্গে সাজুজ্য রেখে আলোকসজ্জা এবং সম্পূর্ণ মাটির তৈরি দুর্গা প্রতিমা সব মিলিয়ে দর্শকদের নজর করেছে চিত্তরঞ্জন প্রতিমা তৈরিতে কোনরকম কাপড় বা অন্য কোন সামগ্রী ব্যবহার করা হয়নি। কাজ থেকে অস্ত্র সব কিছুই মাটি তৈরি চিত্তরঞ্জন ক্লাবের সদস্যরা জী ২৪ ঘন্টার জেলার সেরা সেরা পূজার শিরপা পেয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন। জি ২৪ ঘন্টার প্রতিনিধি গঙ্গারামপুরে ক্লাব কর্তাদের হাতে এই পুরস্কার তুলে দেয়।
0
comment0
Report
SCSandip Chowdhury
Sept 29, 2025 03:46:46
Katwa, West Bengal:মহাসপ্তমীতে কাটোয়ার ভাগীরথীর ঘাটগুলিতে শুরু হয়েছে নবপত্রিকা স্নান। ভোরের আলো ফোটার সাথে সাথেই ভাগীরথীর ঘাটে ভিড় জমাচ্ছেন মানুষেরা। বিভিন্ন বনেদী বাড়ির দুর্গাপুজো থেকে শুরু করে ক্লাবের পুজো। ভোর থেকেই নবপত্রিকা স্নান করাতে আসছেন বিভিন্ন পুজো উদ্যোক্তারা। কাটোয়ার শহরের দেবরাজ ঘাট, শ্মশানঘাট, গোয়ালপাড়া ঘাট সহ আরও অন্যান্য ঘাটগুলিতে মানুষজনের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। নির্দিষ্ট আচারবিধি মেনে নবপত্রিকা স্নান করিয়ে ঘট মাথায় নিয়ে পুজো মণ্ডপের রওনা দিচ্ছেন পুজো উদ্যোক্তারা। ঘাটগুলিতে দুর্ঘটনা এড়াতে লাগাতার মাইকিং চালানো হচ্ছে প্রসাশনের পক্ষ থেকে। কাটোয়া থানার উদ্যোগে তৈরি করা হয়েছে বিশেষ সহায়তা ক্যাম্প। পাশাপশি কোনোও রকম দুর্ঘটনা রুখতে কাটোয়া থানার পুলিশ, কাটোয়া পৌরসভা, সিভিল ডিফেন্স সহ বিপর্যয় মোকাবিলা টিম মোতায়েন রাখা হয়েছে। ভাগীরথীর বুকে স্পিড বোট নিয়ে নজরদারি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা টিম। বাইট:- ১) দেবারতি বড়াল (পুজো উদ্যোক্তা) ২) মিলিতা চ্যাটার্জী (পুজো উদ্যোক্তা)
0
comment0
Report
STSrikanta Thakur
Sept 29, 2025 03:20:44
0
comment0
Report
STSrikanta Thakur
Sept 29, 2025 03:19:49
Dinajpur, Rangpur Division:বালুরঘাট সংকেত ক্লাবের এবারে ৫৩ তম বছরে তাদের বিষয় ভাবনা নারী মুক্তি নারী স্বাধীনতা মন্ডপজুড়ে বিভিন্ন নারী মূর্তি কে প্রতিষ্ঠা করা হয়েছে সেখানে নারীদের উপর অত্যাচার এবং নারীদেরকে যে খাঁচায় বন্দি করে রাখা হয় বা তাদেরকে বিভিন্ন বিধি-নিষদে রাখা হয় সেটা প্রথম স্তরে ফুটিয়ে তোলা হয়েছে এবং দ্বিতীয় স্তরে অর্থাৎ মন্ডপ সজ্জার দ্বিতীয় স্তরে রাখা হয়েছে ভারতীয় বিভিন্ন মহিলা যারা সমাজে এবং দেশে স্বনামধন্য হয়েছেন নিজেদের প্রতিষ্ঠা করেছেন সেই সমস্ত মহিলাদের মূর্তি রাখা হয়েছে সেখানে প্রীতিলতা প্রীতিলতা ওয়াদ্দেদার এবং রাতে বিবি থেকে শুরু করে লতামঙ্গেসকার প্রতিভা পাটিল এরকম মহিলাদের ছবি রাখা হয়েছে এবং তার সাথে একদম শেষ পর্যায়ে রাখা হয়েছে মা দুর্গাকে যেখানে মা দুর্গা নারী মুক্তির জয় গান করছেন
1
comment0
Report
STSrikanta Thakur
Sept 29, 2025 03:19:25
Dinajpur, Rangpur Division:বালুরঘাট উত্তমাশা ক্লাবে এবারের পূজা 67 তম বর্ষে পদার্পণ করল নিরব পরিবর্তন এবারের পূজার থিম করেছে উত্তমাশা ক্লাব তাদের নিজস্ব মন্ডপ চত্বরে বিশাল এলাকা জুড়ে তৈরি হয়েছে কাল্পনিক মন্দির যেখানে একটি প্যাঁচার আদুল দেওয়া হয়েছে মণ্ডপের উপরে এবং নানা ধরনের কারুকার্য করা হয়েছে মন্ডপের গায়ে এবং তার সঙ্গেই সাজুজ্য রেখে তৈরি হয়েছে দেবী প্রতিমা অবশ্য দেবী প্রতিমার সমগ্র সাধ তৈরি হয়েছে মাটির কোনরকম প্লাস্টিক বা থার্মোকল ব্যবহার করা হয়নি প্রতিমা তৈরিতে বালুরঘাটের এই পূজার উদ্বোধন হয়েছে পঞ্চমীর দিন প্রথম দিন থেকেই দর্শকের ঢল নেমেছে ষষ্ঠীর সকাল থেকে চলছে পূজা অর্চনা
3
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Sept 29, 2025 01:18:25
Kolkata, West Bengal:বিতর্ক নিয়ে শুরু হওয়া এশিয়া কাপ শেষ হলো বিতর্ক নিয়েই।ভারতীয় ক্রিকেট বোর্ডের অভিযোগ, রবিবার দুবাইয়ে পাকিস্তানকে এশিয়া কাপের ফাইনালে ৫ উইকেটে হারানোর পর সূর্যকুমার যাদবেরা ট্রফি নিতে অস্বীকার করায় এশিয়া কাপের ট্রফি ও ভারতীয় ক্রিকেটারদের মেডেল নিয়ে পালিয়ে গিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান কর্তা মহসিন নকভি। যিনি পাকিস্তানের স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রী ও। ভারতীয় ক্রিকেট বোর্ডের আশা, দ্রুত সেই ট্রফি ও মেডেল ভারতে ফেরত দিয়ে দেবেন তিনি। পাক বোর্ড তথা এশীয় ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান নকভির বিরুদ্ধে আইসিসি-র কাছে অভিযোগ জানানোর কথাও বলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া বলেছেন, ভারতীয় ক্রিকেট দল এমন কারও কাছ থেকে পুরস্কার নেবে না, যিনি পাকিস্তানের মন্ত্রী। নীতিগত ভাবে এই সিদ্ধান্ত আমরা আগেই নিয়েছিলাম। তার মানে এই নয় যে ভদ্রলোক ট্রফি ও মেডেল নিয়ে পালিয়ে যাবেন। এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। আশা করছি ভদ্রলোক দ্রুত ট্রফি ও মেডেল ভারতে ফেরত দিয়ে দেবেন। এখানেই না থেমে আইসিসি র কাছে অভিযোগ জানাবে বলে জানিয়েছেন বোর্ড সচিব। তিনি বলেছেন, নভেম্বর মাসে দুবাইয়ে আইসিসি-র বৈঠক আছে। সেখানে আমরা এশীয় ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যানের বিরুদ্ধে জোরাল প্রতিবাদ জানাব। সূর্যকুমার যাদবরা দুবাইয়ের মাঠে রবিবার পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জয়ের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির থেকে ট্রফি গ্রহণ করেনি। এমনকী মঞ্চেও ওঠেনি ভারতের কেউ। মহসিন নকভি আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধানও। ম্যাচ শেষে প্রায় দেড় ঘণ্টা পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। সম্ভবত সেই সময়ই ট্রফি না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। নিয়মমতো নকভির হাত থেকেই ট্রফি গ্রহণ করতে হত সূর্যকুমারদের। কিন্তু এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়নের ট্রফিই নেয়নি ভারতীয় দল। আরও এক বার পাকিস্তানকে বয়কট করল ভারত। ট্রফি ছাড়াই উল্লাস করলেন ভারতীয় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা। ফাইনাল শেষ হওয়ার পর সকলের নজর ছিল, কার হাত থেকে ট্রফি নেন সূর্যেরা। খেলা শেষ হলেও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হচ্ছিল না। ভারতীয় ক্রিকেটারেরা মাঠেই দাঁড়িয়েছিলেন। কিন্তু পাকিস্তানের ক্রিকেটারদের দেখা পাওয়া যাচ্ছিল না। শোনা গিয়েছে, ভারত নাকি জানিয়ে দেয়, তারা নকভির কাছ থেকে ট্রফি নেবে না। মাঠে ছিলেন নকভি। কারও সঙ্গে ফোনে কথা বলতে দেখা যায় তাঁকে। নকভিকে দেখে বোঝা যাচ্ছিল, বেশ রেগে রয়েছেন তিনি। খেলা শেষ হওয়ার ১ ঘণ্টা পর সাজঘর থেকে বেরিয়ে আসেন পাক ক্রিকেটারেরা। সওয়া ১ ঘণ্টা পর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রথমে ব্যক্তিগত পুরস্কার দেওয়া হচ্ছিল। তার পর পাকিস্তানের ক্রিকেটারদের মেডেল নিতে ডাকা হয়। সেখানেও নাটক। সঞ্চালক সাইমন ডুল জানান, পাক ক্রিকেটারদের মেডেল দেবেন নকভি। কিন্তু আদতে দেখা যায়, এশীয় ক্রিকেট কাউন্সিলের অন্য এক কর্তা আমিরুল ইসলাম তাঁদের মেডেল দিচ্ছেন। এশিয়া কাপে রানার আপ হওয়ায় ১ কোটি ৭০ লক্ষ টাকার চেক পেয়েছে পাকিস্তান। অধিনায়ক সলমন আলি আঘা সেই চেক ছুড়ে ফেলে দেন। ভারতের কুলদীপ যাদব ম্যাচের সেরা ও অভিষেক শর্মা প্রতিযোগিতার সেরা ক্রিকেটারের পুরস্কার পান। তাঁরা পুরস্কার নেওয়ার পর সঞ্চালক ডুল জানান, ভারতীয় দল চ্যাম্পিয়নের ট্রফি নেবে না। যা নজিরবিহীন ক্রিকেটের ইতিহাসে। ফাইনাল শুরুর আগে ভারতের জাতীয় সঙ্গীত হওয়ার সময় খোশগল্প করছিলেন পাকিস্তানের দুই ক্রিকেটার হ্যারিস ও শাহিন শাহ আফ্রিদি। ক্রিকেটের নিয়মে রয়েছে, অন্য দেশের জাতীয় সঙ্গীতের সময়ও সাবধান ভঙ্গীতে থাকতে হবে ক্রিকেটারদের। গল্প করা যাবে না। কিন্তু পাকিস্তানের দুই ক্রিকেটার সেটাই করেন। তার জন্য দু’জনের সমালোচনা শুরু হয়েছে। ভারতীয় সমর্থকদের অভিযোগ, ভারতের জাতীয় সঙ্গীতকে অসম্মান করেছেন তাঁরা। হ্যারিস ও শাহিনের শাস্তির দাবিও উঠেছে। ফাইনালে হ্যারিসকে বোল্ড করে তাঁকে জবাব দেন জসপ্রীত বুমরাহ। তিনিও ‘প্লেন ক্র্যাশ’ উল্লাস করেন।
0
comment0
Report
Navaratri 2025
Advertisement
Back to top