Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Medinipur721301

56वें वर्ष में दुर्गा पूजा: महिलाओं की सुरक्षा पर जोर, समाज में समानता

EGE GOPI
Sept 29, 2025 01:17:20
Kharagpur, West Bengal
Kgp sohor er malancha vivekananda pally puja commitee এই বছরের বিশেষ দুর্গা পূজা প্যান্ডেলে, যা তার ৫৬তম বর্ষে পদার্পণ করল। দীর্ঘ ছয় দশকের কাছাকাছি এই যাত্রাপথে প্যান্ডেলটি শুধু ভক্তির উৎসব নয়, সমাজে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিচ্ছে। এই বছরের থিম— নারীকে সুরক্ষা ও সমাজে সমতা। প্যান্ডেলের অলঙ্করণে দেখা যাচ্ছে একদিকে দেবী দুর্গার ঐশ্বর্যশালী রূপ, অন্যদিকে নানা দৃশ্য যেখানে মহিলাদের প্রতি সহিংসতা ও শোষণের প্রতিবাদ ফুটে উঠেছে। শিল্পীরা তাঁদের সৃজনশীলতায় বোঝাতে চেয়েছেন—নারী শুধু পূজার আসনে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে সম্মান ও নিরাপত্তা পাওয়ার যোগ্য। প্যান্ডেলের প্রবেশমুখে লেখা আছে— “সমাজে সমতা মানেই প্রকৃত শক্তির পূজা”। দর্শনার্থীদের মধ্যে সাড়া পড়েছে, কারণ এখানে শুধু ধর্মীয় আবহ নয়, সামাজিক দায়িত্ববোধও জড়িয়ে আছে। কমিটির সদস্যদের বক্তব্য, “আমরা চাই নতুন প্রজন্ম এই বার্তা নিয়ে এগিয়ে যাক—নারীর মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।” অতএব, ৫৬ বছরের এই পূজা এ বছর কেবল দেবী দুর্গার আরাধনা নয়, বরং এক অঙ্গীকার—নারী-পুরুষ সমতার, এবং প্রতিটি নারীর নিরাপদ ভবিষ্যতের।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DBDebanjan Bandyopadhyay
Sept 29, 2025 01:18:25
Kolkata, West Bengal:বিতর্ক নিয়ে শুরু হওয়া এশিয়া কাপ শেষ হলো বিতর্ক নিয়েই।ভারতীয় ক্রিকেট বোর্ডের অভিযোগ, রবিবার দুবাইয়ে পাকিস্তানকে এশিয়া কাপের ফাইনালে ৫ উইকেটে হারানোর পর সূর্যকুমার যাদবেরা ট্রফি নিতে অস্বীকার করায় এশিয়া কাপের ট্রফি ও ভারতীয় ক্রিকেটারদের মেডেল নিয়ে পালিয়ে গিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান কর্তা মহসিন নকভি। যিনি পাকিস্তানের স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রী ও। ভারতীয় ক্রিকেট বোর্ডের আশা, দ্রুত সেই ট্রফি ও মেডেল ভারতে ফেরত দিয়ে দেবেন তিনি। পাক বোর্ড তথা এশীয় ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান নকভির বিরুদ্ধে আইসিসি-র কাছে অভিযোগ জানানোর কথাও বলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া বলেছেন, ভারতীয় ক্রিকেট দল এমন কারও কাছ থেকে পুরস্কার নেবে না, যিনি পাকিস্তানের মন্ত্রী। নীতিগত ভাবে এই সিদ্ধান্ত আমরা আগেই নিয়েছিলাম। তার মানে এই নয় যে ভদ্রলোক ট্রফি ও মেডেল নিয়ে পালিয়ে যাবেন। এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। আশা করছি ভদ্রলোক দ্রুত ট্রফি ও মেডেল ভারতে ফেরত দিয়ে দেবেন। এখানেই না থেমে আইসিসি র কাছে অভিযোগ জানাবে বলে জানিয়েছেন বোর্ড সচিব। তিনি বলেছেন, নভেম্বর মাসে দুবাইয়ে আইসিসি-র বৈঠক আছে। সেখানে আমরা এশীয় ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যানের বিরুদ্ধে জোরাল প্রতিবাদ জানাব। সূর্যকুমার যাদবরা দুবাইয়ের মাঠে রবিবার পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জয়ের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির থেকে ট্রফি গ্রহণ করেনি। এমনকী মঞ্চেও ওঠেনি ভারতের কেউ। মহসিন নকভি আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধানও। ম্যাচ শেষে প্রায় দেড় ঘণ্টা পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। সম্ভবত সেই সময়ই ট্রফি না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। নিয়মমতো নকভির হাত থেকেই ট্রফি গ্রহণ করতে হত সূর্যকুমারদের। কিন্তু এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়নের ট্রফিই নেয়নি ভারতীয় দল। আরও এক বার পাকিস্তানকে বয়কট করল ভারত। ট্রফি ছাড়াই উল্লাস করলেন ভারতীয় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা। ফাইনাল শেষ হওয়ার পর সকলের নজর ছিল, কার হাত থেকে ট্রফি নেন সূর্যেরা। খেলা শেষ হলেও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হচ্ছিল না। ভারতীয় ক্রিকেটারেরা মাঠেই দাঁড়িয়েছিলেন। কিন্তু পাকিস্তানের ক্রিকেটারদের দেখা পাওয়া যাচ্ছিল না। শোনা গিয়েছে, ভারত নাকি জানিয়ে দেয়, তারা নকভির কাছ থেকে ট্রফি নেবে না। মাঠে ছিলেন নকভি। কারও সঙ্গে ফোনে কথা বলতে দেখা যায় তাঁকে। নকভিকে দেখে বোঝা যাচ্ছিল, বেশ রেগে রয়েছেন তিনি। খেলা শেষ হওয়ার ১ ঘণ্টা পর সাজঘর থেকে বেরিয়ে আসেন পাক ক্রিকেটারেরা। সওয়া ১ ঘণ্টা পর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রথমে ব্যক্তিগত পুরস্কার দেওয়া হচ্ছিল। তার পর পাকিস্তানের ক্রিকেটারদের মেডেল নিতে ডাকা হয়। সেখানেও নাটক। সঞ্চালক সাইমন ডুল জানান, পাক ক্রিকেটারদের মেডেল দেবেন নকভি। কিন্তু আদতে দেখা যায়, এশীয় ক্রিকেট কাউন্সিলের অন্য এক কর্তা আমিরুল ইসলাম তাঁদের মেডেল দিচ্ছেন। এশিয়া কাপে রানার আপ হওয়ায় ১ কোটি ৭০ লক্ষ টাকার চেক পেয়েছে পাকিস্তান। অধিনায়ক সলমন আলি আঘা সেই চেক ছুড়ে ফেলে দেন। ভারতের কুলদীপ যাদব ম্যাচের সেরা ও অভিষেক শর্মা প্রতিযোগিতার সেরা ক্রিকেটারের পুরস্কার পান। তাঁরা পুরস্কার নেওয়ার পর সঞ্চালক ডুল জানান, ভারতীয় দল চ্যাম্পিয়নের ট্রফি নেবে না। যা নজিরবিহীন ক্রিকেটের ইতিহাসে। ফাইনাল শুরুর আগে ভারতের জাতীয় সঙ্গীত হওয়ার সময় খোশগল্প করছিলেন পাকিস্তানের দুই ক্রিকেটার হ্যারিস ও শাহিন শাহ আফ্রিদি। ক্রিকেটের নিয়মে রয়েছে, অন্য দেশের জাতীয় সঙ্গীতের সময়ও সাবধান ভঙ্গীতে থাকতে হবে ক্রিকেটারদের। গল্প করা যাবে না। কিন্তু পাকিস্তানের দুই ক্রিকেটার সেটাই করেন। তার জন্য দু’জনের সমালোচনা শুরু হয়েছে। ভারতীয় সমর্থকদের অভিযোগ, ভারতের জাতীয় সঙ্গীতকে অসম্মান করেছেন তাঁরা। হ্যারিস ও শাহিনের শাস্তির দাবিও উঠেছে। ফাইনালে হ্যারিসকে বোল্ড করে তাঁকে জবাব দেন জসপ্রীত বুমরাহ। তিনিও ‘প্লেন ক্র্যাশ’ উল্লাস করেন।
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Sept 28, 2025 17:56:37
Arambag, West Bengal:আরামবাগের তিনের পল্লী(পুজো পরিক্রমা) --------------------------------------------- এবারে এই ক্লাবের পুজো ৩২ বছরে পা দিল। তিনের পল্লী ক্লাবের পুজোও সুনামের সাথে চলে আসছে।এই ক্লাবও অনেক পুরস্কার পেয়েছে। পুজোর থিম "কাবুলিওয়ালা", মন্ডপ সজ্জায় আছেন নিতাই ও তার সহ কর্মীরা। প্রতিমা হল ডাক সাজের। কৃষ্ণ পাল হলেন মৃৎ শিল্পী।এই ক্লাবও সরকারি অনুদান পায়।এরাও বস্ত্র বিতরণ করবেন ।পাশাপাশি নরনারায়ণ সেবাও করায় এই ক্লাব। ক্লাবের দায়িত্বে - শান্তি নাথ মন্ডল।ইনি এই ক্লাবের কোষাধ্যক্ষ। তিনি বলেন,পুজোর থিম ও আলোক সজ্যায় নির্ভর করে আমরা প্রাইজও পেয়েছি।এবারেই আশা করছি কিছু একটা স্থান অর্জন করব আমরা। স্লাগ--- 2809ZG_ARM_3PALLI_R ছবি আছে 2Cতে।
4
comment0
Report
Navaratri 2025
Advertisement
Back to top