Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas700120

दक्षिणेश्वर मेट्रो स्टेशन पर रात फोरेंसिक टीम ने जुटाए नमूने

BSBarun Sengupta
Sept 12, 2025 16:01:53
Barrackpur Cantonment, West Bengal
দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে রাতেই এলো ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে তারা নমুনা সংগ্রহ করল। পাশাপাশি দক্ষিণেশ্বর থানা মনোজিত যাদবের বন্ধু-বান্ধবদের দক্ষিণেশ্বর থানায় নিয়ে এসে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করল দক্ষিণেশ্বর থানার পুলিশ। প্রত্যেককে জিজ্ঞাসা করে জানার চেষ্টা করছে কি কারণে এই ঘটনা ঘটতে পারে। 120925_BKP_FORENSIC 2C TE
13
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
RCRAJIB CHAKRABORTY
Sept 12, 2025 17:48:40
Delhi, Delhi:অবশেষে দীর্ঘ ২৮ মাস পর মণিপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২৩ সালের মে মাসে রাজ্যে বড়সড় সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে তিনি আর সেখানে যাননি। এতদিন ধরে বিরোধী রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ বারবার তাঁর সফরের দাবি তুলেছিলেন। শনিবার দুপুর সওয়া বারোটার সময় প্রধানমন্ত্রী প্রথমে পৌঁছাবেন কুকি অধ্যুষিত চূড়াচাঁদপুরে। সেখানে সংঘর্ষে ঘরছাড়া হয়ে পড়া পরিবারগুলির সঙ্গে দেখা করবেন তিনি। পাশাপাশি কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করার কর্মসূচিও রয়েছে। চূড়াচাঁদপুরে পিস গ্রাউন্ড-এ একটি জনসভা করবেন নরেন্দ্র মোদি। রাজ্যের পরিস্থিতি ও শান্তি ফিরিয়ে আনার বার্তা দিতেই এই সভা হবে বলে প্রশাসনিক মহলের দাবি। এরপর প্রধানমন্ত্রী ইম্ফলের কাংলায় যাবেন। সেখানে মাইতেই সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে দেখা করবেন তিনি। প্রায় আড়াই বছরের অশান্তির পর অবশেষে এই সফর ঘিরে মণিপুরে আশা এবং জল্পনা তৈরি হয়েছে।
13
comment0
Report
PDPradyut Das
Sept 12, 2025 17:48:32
Jalpaiguri, West Bengal:2C 1209ZG_JAL_PARA_SOMADHAN_R সংস্কারের কোন উদ্যোগ নেই, অভিযোগ স্কুলের সামনে রাস্তা বছরের পর বছর ধরে ভগ্ন দশা অবস্থা। পাড়ায় সমাধানে মন্ত্রী আসবে বলে তড়িঘড়ি রাস্তার কাজ ক্ষোভ উপড়ে দিলেন বাসিন্দারা। ঘটনায় জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে হইচই। আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠানে উপস্থিত হবেন মন্ত্রী বেচারাম মান্না, আর তাতেই বেহাল রাস্তার সংস্কার শুরু হলো তড়িঘড়ি। জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য। এদিন ধুপগুড়ি ব্লকের বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতে রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠান। স্থানীয় বিধায়ক থেকে শুরু করে মন্ত্রীরা এই কর্মসূচিতে যোগ দেবেন। মন্ত্রীদের সাথে দীর্ঘদিনের বেহাল কর্দমাক্ত গর্তে ভরা রাস্তা দিয়ে যেতে না হয়। তাই স্থানীয় নেতৃত্ব মন্ত্রী আসার প্রাক মুহুর্তে আজকেই তড়িঘড়ি রাস্তা সংস্কার করিয়ে দিল।। আর এতেই রাজনৈতিক চাপানোতর শুরু। রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ( ধুপগুড়ি, জলপাইগুড়ি )
14
comment0
Report
NHNantu Hazra
Sept 12, 2025 17:47:57
Salt Lake City, Utah:Cpim worker protest at newtown Biswabangla gate. নিউটাউন বিশ্ববাংলা গেট থেকে বলাকা আবাসনের দিকে রাস্তায় মাঝে মধ্যেই পথ দুর্ঘটনা। কয়েকদিন আগেই এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটে।তার প্রতিবাদে নিউটাউন সিসি ব্লকে ওই রাস্তায় সিপিআইএম এর তরফ থেকে একটি প্রতিবাদ সভা করা হচ্ছিলো। ঠিক তখনি আবারো দুর্ঘটনা ঘটে। এক বাইক আরোহী এক ব্যক্তিকে ধাক্কা মারে। আহত অবস্থায় দুজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। এর পর ওই আন্দোলনকারীরা রাস্তা অবরোধ করে। খবর পেয়ে নিউটাউন থানার পুলিশ ও ট্রাফিক ঘটনাস্থলে যায়। অবরোধ তোলার অনুরোধ করে। আন্দোলনকারীদের তরফ থেকে সিগনালিং ব্যবস্থা ও পুলিশ ব্যবস্থার দাবী জানিয়েছে।এই অবরোধকে কেন্দ্র করে পুলিশের সাথে আন্দোলনকারীদের বচসা। রাস্তায় বসে বিক্ষোভ অবরোধ। হিডকোর আধিকারিক এলে তাদের সাথে কথা বলে এই অবরোধ তুলে নেবো, না হলে অবরোধ চলবে, হুঁশিয়ারি সপ্তর্ষি দেবের।
13
comment0
Report
NHNantu Hazra
Sept 12, 2025 17:47:18
Salt Lake City, Utah:Must A total of 11 lady officer, including a female IPS officer under the Bidhan Nagar Police Commissioner, were rewarded for their heroism, courage and rescue work. Feed sent by live u 7 বিধান নগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত এক মহিলা আই পি এস অফিসার সহ মোট ১১ জোন মহিলা এস আই ও কনস্টেবলদের বীরত্ব,সাহসিকতা এবং উদ্ধার কাজে নজির গড়ার কারণে তাদের পুরস্কৃত করা হলো। সল্টলেকের একটি হোটেল এর পেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিধান নগর পুলিশ কমিশনারেট এর পুলিশ কমিশনার মুকেশ কুমার সহ উচ্চপদস্থ আধিকারিক। ক্যালকাটা পার্ক স্ট্রিট লেডিস সার্কেল ৪৬ এবং ক্যালকাটা পার্ক স্ট্রিট রাউন্ড টেবিল ৩৪ ও দ্য স্ট্যাডেলের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটি করা হয়। অনুষ্ঠানটির নাম দেয়া হয় নাইটস ইন খাকি। প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিধান নগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার মুকেশ কুমার। বিধান নগর পুলিশ কমিশনারের ডিসিপি এয়ারপোর্ট জোন ঐশ্বরিয়া সাগর। তাকে পুরস্কৃত করা হয় তার কারণ নারী নিরাপত্তা এবং CAW সম্পর্কিত বিষয়গুলির প্রতি অত্যন্ত সংবেদনশীল। সাম্প্রতিক অতীতে বিমানবন্দর অঞ্চলে বেশ কয়েকটি অপরাধ সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন । এছাড়াও তিনি সজবাতি, কন্যা শিশুদের জন্য সচেতনতামূলক কর্মসূচি  উদ্যোগের দিকে মনোনিবেশ করেছেন। এছাড়া বিধান নগর পুলিশ কমিশনার এলাকার বিভিন্ন থানার লেডি এসআই ও লেডি কনস্টেবলদের ও পুরস্কৃত করা হয় তাদের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, বিভিন্ন চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করা, বিভিন্ন জায়গায় রেট করে গ্রেপ্তার করা এবং রিকভারি করা সহ বিভিন্ন ক্ষেত্রে তাদের ভালো পারফরম্যান্সের জন্য তাদের পুরস্কৃত করা হয়।
14
comment0
Report
AMArkodeepto Mukherjee
Sept 12, 2025 16:02:54
Kolkata, West Bengal:দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন একাদশ শ্রেণির পড়ুয়া মনোজিৎ যাদবকে খুনের ঘটনায় প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই পড়ুয়া কলা বিভাগের ছাত্র। এ দিন পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে স্কুলের বাইরে বাণিজ্য বিভাগের অন্য এক পড়ুয়ার সঙ্গে বচসা হয়। এরপরে শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বরের মেট্রো ধরেছিল মনোজিত সহ অন্য পড়ুয়ারাও। দক্ষিণেশ্বর স্টেশনে নামার পরে মনোজিতের সঙ্গে আবার ধস্তাধস্তি হয় বাণিজ্য বিভাগের ওই পড়ুয়ার। তখন মনোজিতের সহপাঠীরা কিছুটা দূরে ছিল। আচমকাই ব্যাগ থেকে ধারালো অস্ত্র বের করে মনোজিতকে কোপায় আগরপাড়ার বাসিন্দা বাণিজ্য বিভাগের ওই পড়ুয়া। ফিনকি দিয়ে রক্ত বেরতে দেখে মনোজিতের সহপাঠীরা চিৎকার শুরু করলে অভিযুক্ত চম্পট দেয়। কী কারণে বচসা এবং ধারালো অস্ত্র নিয়ে কী ভাবে মেট্রোতে উঠল তা নিয়ে প্রশ্ন উঠেছে।
13
comment0
Report
RDRaktima das
Sept 12, 2025 16:02:45
14
comment0
Report
ALArup Laha
Sept 12, 2025 16:02:25
Belna, West Bengal:বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গণেশ পুজোকে মান্যতা দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শুক্রবার পূর্ব বর্ধমানের স্বস্তিপল্লীর মাঠে নরেন্দ্র কাপ ফুটবলের খেলা দেখতে উপস্থিত হন তিনি। এবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সাড়ম্বরে ষোড়শপচারে গণেশ পুজোর আয়োজন করেন উপাচার্য শঙ্কর কুমার নাথ। উপাচার্যের উদ্যোগে খোদ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের(রাজবাটি) উপাচার্যের ঘরের সামনে ম্যারাপ বেঁধে গণেশ পুজোর আয়োজন করা নিয়ে জোর চর্চা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে গণেশ পুজো নিয়ে বিতর্ক সৃষ্টি হলে কার্যত মুখে কুলুপ আঁটে, শাসক শিবির। শুক্রবার দক্ষিণশ্বরের মেট্রোতে ছাত্র খুনের ঘটনায় রাজ্যকেই দুষলেন সুকান্ত। তিনি বলেন,এটা অত্যন্ত চিন্তার বিষয়, মেট্রোরেলের আইনশৃঙ্খলা রাজ্যের এক্তিয়ারের মধ্যে পড়ে।পশ্চিমবঙ্গ পুলিশের পলিটিক্যাল কাজ করতে গিয়ে প্রপেশন্যালিজম নষ্ট হয়ে গেছে। অন্য রাজ্য এটা হয় না।এসএসসি কাণ্ডে ২০ জনের বেশীর বিরুদ্ধে চার্জশিট গঠন হয়েছে তারা সাজা পাবে।আমার ধারণা পার্থ চট্টোপাধ্যায় বলির বাখরা হলেন।তৃণমূল কংগ্রেসের মাথারা এর সঙ্গে যুক্ত। পুর নিয়োগে সিবিআই তদন্ত নিয়ে তিনি বলেন, সুপ্রিম কোর্ট একদম ঠিক কাজ করেছে। অনেক সময়ে সিবিআইয়ের অলসতা থাকে বা দীর্ঘসূত্রিতা থাকে। বাইট। সুকান্ত মজুমদার (মন্ত্রী)। 120925ZG_BWN_SUKANTA ক্যামেরায় সদন সিনহার সঙ্গে অরূপ লাহার রিপোর্ট।
14
comment0
Report
BSBidhan Sarkar
Sept 12, 2025 16:02:02
Chinsurah, West Bengal:Bidhan Sarkar,Hoogglyঃ আত্মরক্ষার জন্য শেখা,সেই ক্যারাটে প্যারা অলিম্পিকে যাওয়ার সুযোগ করে দিয়েছে হুগলির ভদ্রেশ্বর বাবু বাজারের বৈষ্ণবী সিং কে। স্পেশাল চাইন্ড বৈষ্ণবী সিং প্যারা অলিম্পিকে সুযোগ পেয়েছে।আগামী বছর শীতকালীন প্যারা অলিম্পিক ইতালিতে হবে।সেখানে যাওয়ার সুযোগ পেয়েছে বৈষ্ণবী। বৈষ্ণবীর কোচ সূর্যনারায়ন শেঠ জানান,প্রথমে যখন বৈষ্ণবী ক্যারাটে কোচিং নিতে আসে তখন তার সঙ্গে কথা বলাটা একটা সমস্যা ছিল।সে কি বলতে চায় আমরা কি বলছি সেটা বুঝতে অসুবিধা হতো।এখন সেটা আর হয় না।জেলা রাজ্য আজকে দেশের হয়ে খেলছে সে।পদকও পাচ্ছে।সামনে এশিয়ার সিলেকশান আছে তার জন্য প্রস্তুতি নিচ্ছে।ও আরো উন্নতি করুক সেটাই চাই। বৈষ্ণবীর মা অনুরাধা সিং জানান,বৈষ্ণবী যখন তিন বছর বয়স তখনও সে কথা বলতে পারতো না।আমরা ভেবেছিলাম হয়তো একটু দেরিতে কথা বলবে।পরে ডাক্তারের কাছে নিয়ে গেলে আমরা জানতে পারি ও মুখ ও বধির। তখন থেকেই লড়াইটা শুরু হয়। স্কুলে পড়াশোনা থেকে খেলাধুলা।সবকিছুতেই মেয়ে ভালো করতে থাকে।বৈষ্ণবী ক্লাস টেনে পরে।প্রথমে তাকে সেলফ ডিফেন্সের জন্য ক্যারাটেতে ভর্তি করি।পরে দেখা যায় খুব মনোযোগ দিয়ে করছে।আর কোচেদের সাহায্য হুগলি জেলা ক্যারাটে অ্যাসোসিয়েশনের সহযোগীতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করছে।অলিম্পিকে সুযোগ পেয়েছে। আমি চাই মেয়ে নিজের পায়ে দাঁড়াক।অপরের উপর যেন নির্ভর হতে না হয়। विधान सरकार, हुगली हिम्मत हो तो लगन और संघर्ष से आसमान को छुआ जा सकता है हुगली: ज़िले के भद्रेश्वर बाबू बाज़ार की बेटी वैष्णवी सिंह ने साबित कर दिया कि संघर्ष और लगन से असंभव को भी संभव बनाया जा सकता है। विशेष रूप से सक्षम वैष्णवी को अगले साल इटली में होने वाले शीतकालीन पैरा ओलंपिक में भाग लेने का अवसर मिला है। कराटे की शुरुआत उसने केवल आत्मरक्षा के लिए की थी, लेकिन धीरे-धीरे यही उसकी पहचान बन गया। कोच सूर्यनारायण सेठ के अनुसार, शुरू में वैष्णवी से संवाद करना कठिन था, पर आज वह ज़िला, राज्य और राष्ट्रीय स्तर पर खेलते हुए पदक जीत चुकी है और एशियाई चयन की तैयारी कर रही है। माँ अनुराधा सिंह बताती हैं कि तीन साल की उम्र में ही पता चला था कि बेटी मूक और बधिर है। तभी से संघर्ष शुरू हुआ, पर पढ़ाई और खेल दोनों में वैष्णवी ने अपनी प्रतिभा साबित की। आज वह दसवीं कक्षा की छात्रा है और कराटे में अपनी मेहनत से देश का प्रतिनिधित्व कर रही है। अनुराधा की इच्छा है कि बेटी अपने पैरों पर खड़ी होकर आत्मनिर्भर बने और देश का नाम रोशन करे। byte 1) Auradha sing(mother) 2) Suryanarayan Seth(coach)
14
comment0
Report
PDPradyut Das
Sept 12, 2025 13:51:05
Jalpaiguri, West Bengal:2C 1209ZG_JAL_ROAD_BLOCK_R শ্রমিকদের বিল দীর্ঘদিন ধরে বকেয়া। বকেয়া বিলের দাবিতে পথ অবরোধে শামিল জলপাইগুড়ি বানারহাট ব্লকের চা বাগানের শ্রমিকরা। জলপাইগুড়ি জেলার বানারহাট রেডব্যাংক ও সুরেন্দ্রনগর চা বাগানে শ্রমিকদের বিল দীর্ঘদিন ধরে বকেয়া পড়ে রয়েছে। এর মধ্যেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের আর মাত্র কয়েক দিন বাকি। এই সময়ে হঠাৎ নোটিশ ছাড়াই বাগানের কর্তৃপক্ষ উধাও হয়ে গেলে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা।রেডব্যাংক চা বাগানের শতাধিক শ্রমিক প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। শুক্রবার জলপাইগুড়ি জেলার রেডব্যাংক চা বাগানের শতাধিক শ্রমিক প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তাঁদের দাবি—অতিদ্রুত বকেয়া মজুরি পরিশোধ এবং বোনাসের নির্দিষ্ট শতাংশ প্রদানের নিশ্চয়তা। শ্রমিকরা স্পষ্ট জানিয়ে দেন, দাবি পূরণ না হলে অবরোধ চলবে। কর্তৃপক্ষের অনুপস্থিতিতে প্রশাসন সমস্যায় পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বানারহাটের বিডিও, বানারহাট থানার আইসি, ধূপগুড়ি মহকুমার এসডিপিও সহ একাধিক আধিকারিক। প্রশাসনের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেওয়া হলেও বিকেল পর্যন্ত অবরোধ অব্যাহত ছিল। প্রশাসনের তরফে জানানো হয়েছে, চা বাগান কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগের চেষ্টা চলছে। বকেয়া মজুরি ও বোনাস প্রদানের বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ ইতিমধ্যেই নেওয়া হয়েছে। রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
14
comment0
Report
Advertisement
Back to top