Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba BardhamanPurba Bardhaman

সিপিএম নেতা সুজন চক্রবর্তী: আগামীকাল পরীক্ষা, যা স্বাভাবিক নয়!

ALArup Laha
Sept 06, 2025 16:32:04
Belna, West Bengal
আগামীকাল স্কুল সার্ভিস কমিশনের একটা পরীক্ষা হচ্ছে, এটা নরমাল পরীক্ষা নয় বলে মন্তব্য করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। শনিবার সন্ধ্যায় পূর্ববর্ধমানের মেমারির পাল্লারোড বাজারে সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদের সমাবেশে উপস্থিত ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সেখানে তিনি বলেন, বামফ্রন্টের আমলে প্রত্যেক বছর পরীক্ষা হত। স্বচ্ছতার সাথে নিয়োগ হত তা নিয়ে কেউ কোনদিন প্রশ্ন করার সুযোগ পায়নি। এই আমলে আট নয় বছর আগে ১৬ সালে পরীক্ষা হয়েছিল। সেই পরীক্ষায় এত দুর্নীতি সাদা খাতা ,র‍্যাঙ্ক জাম্পিং, ওএমআর সিট হারিয়ে যাওয়া এই সব নানান যা করতে থাকলো তার মধ্যে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে অযোগ্যদের তালিকা বের হচ্ছে আর যোগ্যদের চাকরি চলে যাচ্ছে। আট বছর পর একটু অন্য ধরনের পরীক্ষা, এটা নরমাল পরীক্ষা নয়,যেটা বছরে বছরে হয়। তা সত্ত্বেও আমি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। যথা সম্ভব তারা ভালো করে পরীক্ষা দিক, তাদের ভালো হোক । যদিও তারাও বুঝতে পারছেন এসএসসির ওপর ভরসা করা যায় না, চুরি করার জন্য একটা সংগঠন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি করার জন্য একটা সংগঠন। তার ওপর ভরসা করাটা কঠিন। কোর্ট এর কাছেও অনেক কথা তাদের শুনতে হয়েছে বলে মন্তব্য করেন সুজন। বাইট। সুজন চক্রবর্তী (সিপিএম নেতা)। 060925ZG_BWN_SUJAN
14
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ALArup Laha
Sept 06, 2025 18:45:41
Belna, West Bengal:
শাসকদলের কার্যালয় লাগোয়া এক অফিস ঘরে দিনের পর দিন এক মহিলাকে নির্যাতনের অভিযোগ উঠলো।শেষমেষ সামাজিক মাধ্যমে সরব হলেন নির্যাতিতা। তুলে ধরলেন তার নির্যাতনের করুন কাহিনী। রাজ্যের ও দেশের মন্ত্রী এবং প্রশাসনের কাছে এই নির্যাতনের হাত থেকে মুক্তি পাওয়ার আবেদন করলেন। এই ঘটনা রাজ্যের কোনো প্রত্যন্ত গ্রামে নয় খোদ বর্ধমান শহরের এক সম্ভ্রান্ত পাড়ায়। শুক্রবার সামাজিক মাধ্যমে নির্যাতিতা মহিলা কাতর আবেদন করে পোস্ট করেন। তার দুদিন আগে সামাজিক মাধ্যমে ঐ নির্যাতিতা পোস্টে লেখেন, “আমি আজকে সবারই কাছে খারাপ জানি না আর কতদিন লড়াই করবো ঠাকুর। আমাকে শক্তি দাও।” এই ঘটনার পর রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শোরগোল পড়ে যায়। বর্ধমান থানার পুলিশ সক্রিয় হয়, নির্যাতিতার অভিযোগের প্রেক্ষিতে বর্ধমান থানার পুলিশ ৩ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, নির্যাতিতা ধৃত তিন জনের বিরুদ্ধে লিখিত অভিযোগে জানিয়েছেন তাকে বারে বারে ধর্ষণের চেষ্টা করা হয়। ধৃতদের রবিবার বর্ধমান আদালতে তোলা হবে। ধৃতরা হলো আলি দফাদার, রকি দফাদার ও সোনা দফাদার। এদের প্রত্যেকের বাড়ি বর্ধমান শহরের রসিকপুর এলাকায়। ধৃতরা সকলেই তৃণমূল সক্রিয় কর্মী বলে জানা গেছে । পাশাপাশি তাদের শাসকদলের একাধিক নেতার সঙ্গে মঞ্চে দেখা গেছে। এই ঘটনায় রাজ্যের শাসক দলের নেতৃত্ব মুখে কুলুপ এঁটেছে। তৃণমূল নেতা দেবু টুডু-র সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি নিয়ে কার্যত এড়িয়ে যান। অপরদিকে বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র কটাক্ষ করে বলেন, “বাংলার মেয়েকে চাই বলে ক্ষমতায় এসে বাংলার সাধারণ মহিলাদের সম্মান বাঁচাতে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার । কন্যাশ্রী, রূপশ্রীর মতো ইজ্জতশ্রী প্রকল্পও আনতে হবে।” বাইট। মৃত্যঞ্জয় চন্দ্র (বিজেপি নেতা)। 0609ZG_BWN_OFFICE ক্যামেরায় সদন সিনহার সঙ্গে অরূপ লাহার রিপোর্ট।
15
comment0
Report
DSDIBYENDU SARKAR
Sept 06, 2025 18:45:25
Arambag, West Bengal:
আরামবাগঃ০৬ সেপ্টেম্বর --------------------------------------------- *শ্লীলতাহানির অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামীর বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে কামারপুকুর- মেদিনীপুর ৭ নং রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ।* গোঘাট ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সামিনা বেগমের স্বামী কাজী মনিরুল বিরুদ্ধে অভিযোগ। কাজী মনিরুল স্থানীয় তৃণমূল নেতা তথা গোঘাট দু নম্বর ব্লকের মান্দারণ অঞ্চল সভাপতির ঘনিষ্ঠ। যদিও কোন তৃণমূল নেতাই ক্যামেরার সামনে আসতে চাইছেন না। এদিকে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং অবিলম্বে ঐ অভিযুক্ত তৃণমূল নেতা কাজি মনিরুল কে গ্রেপ্তার করার দাবিতে কামারপুকুর মেদিনীপুর রাজ্য সড়ক অবরোধ করেন গোটা এলাকার বাসিন্দারা। তাতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতেই তাকে গ্রেপ্তার করতে হবে, এমনি দাবি তাদের। অভিযোগ যে, মান্দারণের বাসিন্দা এক গৃহবধূ ও তার শ্বাশুড়ি কামারপুকুরে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। ফেরার পথে টোটো করে বাড়ি ফিরছিলেন।সেই সময়ে ঐ টোটো তেই এই মনিরুল মদ্যপ অবস্থায় উঠে তাদের শ্লীলতাহানি করে ও হেনস্থা করে বলে অভিযোগ। আর এই ঘটনাতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ। স্লাগ--- 0609ZG_ARM_MOLESTED_R ছবি ও বাইট আছে 2 C তে।
14
comment0
Report
KAKAYESH ANSARI
Sept 06, 2025 16:47:07
Darjeeling, West Bengal:
*After 2 Years Nagri Tea Garden Reopen. Workers Are Happy And Done Puja And Clearing Of Garden* After remaining closed for nearly two years, the Nagri Tea Garden in Darjeeling, had been reopen. The decision was taken following a bipartite meeting held in Siliguri on Thursday between the new management, M/s Nagri Tea Estate of Kolkata, and the operating trade unions representing the workers. The estate had remained shut since September 28, 2023, after the withdrawal of managerial staff by the previous management, M/s Lemongrass Organic Tea Estates Pvt. Ltd. The closure had caused immense hardship for the workers and their families, who were left without regular income and pushed into prolonged uncertainty. At the meeting, the workers, represented by unions including HTDPWU, DTDPLU, HPWU, HHTDCSS and TCBSU, appealed to M/s Nagri Tea Estate to revive and run the garden in the interest of both the workforce and the industry. Following prolonged discussions, an amicable settlement was reached. According to the agreement, normal operations of the garden will begin immediately. The management has assured that the bonus for the year 2023, amounting to around Rs. 58.1 lakh, will be cleared by September 20, 2025, after verification. Current wages and salaries will be paid regularly, while arrear wages of approximately Rs. 30 lakh will be cleared before May 2026. The management has also agreed to provide allotments towards pending gratuity payments at the rate of Rs. 4 lakh per month beginning May 2026, with the possibility of increasing the amount depending on the improvement of the garden. The settlement further includes commitments to restore electricity supply to the factory, initiate the renewal of organic and food safety certifications, and take up issues such as the retirement age, staff ratio and encroachments on leasehold land at the garden level. Both parties agreed to approach the Labour Department for a review meeting after three months and will jointly inform the Government of West Bengal about the reopening. And today the Main Shutter of the Factory had been reopen before that the puja had been done in Factory. The Workers of the Garden are happy and started to clear the Garden. Workers are happy as the Festival is going to start and they need money to buy new clothes for themselves and for their children. And from today the garden is open and they will get the pending money.
14
comment0
Report
ASAyan Sharma
Sept 06, 2025 16:33:37
Kolkata, West Bengal:
# হাওড়ার আমতার পর এবার পশ্চিম বর্ধমান। ৪৫ লাখ টাকার সন্দেহজনক জাল ওষুধ উদ্ধার। #ঘটনায় গ্রেপ্তার শতদল রায় নামে একটি ব্যক্তি। তার বাড়ি থেকে উদ্ধার এই বিপুল পরিমাণে সন্দেহজনক জাল ওষুধ। # শতদল রায়কে, আসানসোল আদালতে তোলা হলে, ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে তাকে।। # গোপন সূত্রে খবর পেয়ে, বর্ধমান জেলার ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা, হিরাপুর থানার অন্তর্গত এলাকায় শতদল রায় নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয়। #সেখান থেকে উদ্ধার করা হয়, প্রচুর পরিমাণে এন্টিবায়োটিক, ব্যথা যন্ত্রণা কমানোর ট্যাবলেট, ভিটামিন supplementary ক্যাপসুল, ক্যালসিয়াম সাপ্লিমেন্টারি ক্যাপসুল, ব্লাড প্রেসার এর ওষুধ উদ্ধার করা হয়েছে।
14
comment0
Report
ASAyan Sharma
Sept 06, 2025 16:33:33
Kolkata, West Bengal:
*স্পেশালঃ স্টোরি* Slug _ No leave doctors # বিগত বছর গুলি থেকে শিক্ষা নিল স্বাস্থ্য দফতর। # পুজোর সময় হাসপাতালে চিকিৎসক অনুপস্থিত,ফল হিসাবে শিশু ও প্রসূতি মায়ের মৃত্যু। # গাফিলতি বরদাস্ত নয়,দোষী প্রমাণিত হলে শাস্তির খাড়া নেমে আসতে পারে চিকিৎসকদের উপর। # স্বাস্থ্য ভবনের তরফ থেকে জারী ১১ দফা নির্দেশিকা। # পুজোর মরশুমে ,হাসপাতালে শিশু ও স্ত্রী রোগ বিশেষজ্ঞের অনুপস্থিত থাকবেন,আর সেই গাফিলতির ফল হিসাবে প্রসূতি মা ও শিশুর মৃত্যু হবে।এমনটা যেন আর না হয়,দোষী প্রমাণিত হলে শাস্তির খাড়া নেমে আসতে পারে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের উপর। বিগত বছর গুলো থেকে শিক্ষা নিয়ে এবার ১১ দফা গাইড লাইন জারি স্বাস্থ্য দফতরের। চিঠি রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের। কি বলা হল নির্দেশিকায় ..... ১.বিশেষজ্ঞের মতামত দিতে মেডিকেল কলেজ গুলিতে শারীরিক ২৪ ঘণ্টা উপস্থিতি,সহকারী অধ্যাপক পদ মর্যাদার একজন চিকিৎসক কে।জেলা হাসপাতাল গুলিতে উপস্থিত থাকতে সিনিয়র স্ত্রীরোগ বিশেষজ্ঞ কে। ২. সিজার অপারেশনে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসককে উপস্থিত থাকবে।জেলা হাসপাতালের ক্ষেত্রে মেডিকেল অফিসার এর উপস্থিতি বাধ্যতামূলক। ৩.পুজোর সময় স্ত্রী রোগ,শিশু রোগ , অ্যানথেসিওলজি কোন কোন চিকিৎসক উপস্থিত থাকবেন,নাম মোবাইল নম্বর সহ আগাম দুমাসের ডিউটি রোস্টার জমা দিতে হবে স্বাস্থ্য ভবনকে। ৪. হাসপাতলে পিপিপি মোডে চলা ডায়াগনস্টিক সেন্টার গুলি ২৪ ঘন্টা খোলা রাখতে হবে। ৫. জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির উপর নজর রাখবেন। ৬. শিশুরোগ বিশেষজ্ঞদের, প্রতিনিয়ত এস এন সি ইউ তে নজর রাখতে হবে। ৭.অ্যাম্বুলেন্স ও নিশ্চয়যান এর ব্যবস্থা যেন পর্যাপ্ত পরিমাণে থাকে। ৪.খোলা থাকবে ব্লাড ব্যাংক,যাতে প্রয়োজনে রক্তের সংকট মেটানো যায়। ৯. জীবনদায়ী ওষুধ, অত্যাবশ্যকীয় ওষুধের যোগান রাখতে হবে। ১০. প্রয়োজনে হাসপাতালের উপাধ্যক্ষরা, সারপ্রাইজ ভিজিট করবেন। ১১. অন কল রেসপন্স,চিকিৎসকদের ১০ মিনিটে হাজির হতে হবে।ঘোষিত ছুটি,থাকলেও নিজের এলাকা থেকে ঘুরতে বিদেশ ভ্রমনে যেতে পারবেনা স্ত্রী ও শিশুরোগ বিশেষজ্ঞ এবং অ্যান্সেথেসিওলজিস্টরা। # যদি অনিয়ম দেখাযায়,শাস্তির খাড়া নেমে আসতে পারে। Note - 1. Government Notice 2.Gaynee and sncu buildings vis ----injest 04.09.25----- Slug _ No leave doctors 3.মেডিকেল অফিসার তাপস প্রামাণিক বাইট 4.অঞ্জন অধিকারী,উপাধ্যক্ষ কলকাতা মেডিকেল কলেজ 5.রিপোর্টার wt Slug _ No leave doctors
14
comment0
Report
KMKIRAN MANNA
Sept 06, 2025 16:33:28
Dihierench, West Bengal:
*নন্দীগ্রাম সীতানন্দ কলেজে টিএমসিপি-র রক্তদান শিবির কে কেন্দ্র করে তোলাবাজির অভিযোগ। নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতির* তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগামী ৯ সেপ্টেম্বর নন্দীগ্রাম সীতানন্দ কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। রক্তদান শিবিরের নাম করে কুপন ছাপিয়ে টাকা তোলা হচ্ছে এমনই অভিযোগ তুলে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসেনজিৎ দে নন্দীগ্রামের ছাত্রনেতা আসিফ ইকবালের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন। তৃণমূল ছাত্র পরিষদের নাম করে এই টাকা তোলা হচ্ছে, এমনটাই অভিযোগ টিএমসিপি জেলা সভাপতির। টিএমসিপি জেলা সভাপতির এই অভিযোগের পরেই নন্দীগ্রামে তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। যদিও গোষ্ঠী কোন্দল মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। নন্দীগ্রামে তৃণমূল নেতা তথা নন্দীগ্রাম সীতানন্দ কলেজ গভর্নিং বডির সভাপতি আবু তাহের বলেন, প্রাক্তন ছাত্র-ছাত্রীরা স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলে এই কর্মসূচি গ্রহণ করেছে। রক্তদান শিবির কলেজের গেটের বাইরে হচ্ছে কলেজের মধ্যে নয়। জেলা টিএমসিপি-র সভাপতি রাজনীতিতে পরিপক্ক নয় কারোর কথায় এমন অভিযোগ উনি করেছেন। পূর্ব মেদিনীপুর জেলা টিএমসিপি-র সভাপতি প্রসেনজিৎ দে বলেন,নন্দীগ্রাম সীতানন্দ কলেজের সামনে তৃণমূল ছাত্র পরিষদের লোগো ব্যবহার করে চাঁদা তোলা হচ্ছিল আমি জেলা সভাপতি এবং রাজ্য টিএমসিপি-র সভাপতি সঙ্গে কথা বলে নন্দীগ্রাম থানায় এফ আই আর করেছি। অপরদিকে যেই ছাত্রনেতা আসিফ ইকবালের বিরুদ্ধে অভিযোগ সেই আসিফ ইকবাল বলেন রক্তদান শিবির করতে অনেক টাকা খরচ, তাই রশিদ ছাপিয়ে কলেজের যারা প্রাক্তনি তাদের কাছ থেকে সাহায্য নেয়া হয়েছিল। জেলা সভাপতি কি কারনে এমন অভিযোগ করলো জানা নেই। এই রশিদ ছাপিয়ে টাকা তোলার বিষয়টি স্থানীয় নেতৃত্বরা সবই জানে। পুরো বিষয়টিকে কটাক্ষ করেছে এবিভিপি,এবিভিপির ছাত্রনেতা সুজন ভূঁইয়া বলেন, নন্দীগ্রাম সীতানন্দ কলেজে টিএমসিপি তোলাবাজি করছে এটা আমরা অনেকদিন থেকেই অভিযোগ করে আসছি আজ জেলা সভাপতি অভিযোগ করেছেন, তবে এটা ওদের তোলাবাজির টাকা ভাগাভাগীর সমস্যার জন্য অভিযোগ হয়েছে।
14
comment0
Report
KMKIRAN MANNA
Sept 06, 2025 16:33:08
Dihierench, West Bengal:
*বাড়চুনফলি কৃষি সমবায়ে তৃণমূলের দাপট, ৫৩ আসনের মধ্যে ৩৮ দখল তৃণমূলের, ১৫ টি বিজেপির* বাড়চুনফলি কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের পরিচালন কমিটির নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। মোট ৫৩টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ৩৮টি আসনে জয়লাভ করে, বিজেপি পায় ১৫টি আসন। প্রায় এক হাজার ভোটারের এই নির্বাচনে মোট ১০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সকাল থেকে টানটান উত্তেজনার মধ্য দিয়ে ভোটগ্রহণ পর্ব চলে এবং সন্ধ্যায় গণনা শেষে ফলাফল ঘোষণার পর তৃণমূল শিবিরে উল্লাসের ঢল নামে। তৃণমূল নেতৃত্বের দাবি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে এই জয়লাভ আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলবে। যদিও বিজেপির তরফে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানানো হয়েছে।
14
comment0
Report
PSPrasenjit Sardar
Sept 06, 2025 16:32:54
Baruipur, West Bengal:
বাসন্তী হাইওয়েতে ভাঙড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ইঞ্জিনভ্যান চালকের মৃত্যু। ভাঙড় থানার অন্তর্গত নলমুড়ি এলাকায় বাসন্তী হাইওয়েতে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা। সন্ধ্যায় একটি স্করপিও গাড়ি ও কাঠ বোঝাই ইঞ্জিনভ্যানের সংঘর্ষে মৃত্যু হল ইঞ্জিনভ্যান চালকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম তোয়েব মোল্লা, বাড়ি চন্দনেশ্বর থানার ঘোজেরমাঠ এলাকায়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইউসুফ মোল্লা, মৃতের বড় দাদা। স্থানীয় সূত্রে জানা যায়, কাঠ বোঝাই ইঞ্জিনভ্যানটি ঘটকপুকুরের দিকে যাচ্ছিল। সেই সময় কলকাতা থেকে আসা দ্রুত গতির একটি বিলাসবহুল চারচাকা গাড়ি পিছন থেকে জোর ধাক্কা মারে। ফলে ইঞ্জিনভ্যানটি রাস্তার উপর উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের। ঘাতক গাড়িটি ঘটকপুকুরের এক বেসরকারি নার্সিংহোম মালিকের বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কি কারণে দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে ভাঙড় থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 060925ZG-BAR-BHANGOR-DEATH-R
14
comment0
Report
CDChittaranjan Das
Sept 06, 2025 16:32:46
Durgapur, West Bengal:
*গত কয়েক মাস ধরে এক বেসরকারি কারখানায় শ্রমিক আন্দোলনের জৈরে নাজেহাল অবস্থা কারখানায়, তাই রাজ্যের তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতির কড়া হুমকি প্রয়োজনের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।* রাজ্যের বিরোধী দলনেতা যখন পরিবহন মন্ত্রী ছিলেন, তখন এস বিএস টি সি-তে নিয়োগের বেনিয়ম তৈরি হয়েছিল। তার প্রভাব আজও পড়ছে। কর্মক্ষেত্রে নানা জটিলতা দেখা দিচ্ছে। দুর্গাপুরে তৃণমূল শ্রমিক সংগঠনের বৈঠকে বিরোধী দলনেতাকে সরাসরি খোঁচা দেন আই এন টি টি ইউ সি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের হাতে বর্তমানে রয়েছে ৬০০টি সরকারি বাস। অস্থায়ী শ্রমিকদের দাবি, তাদের ২৬ দিন কাজের সুযোগ দিতে হবে। পাশাপাশি ই এস আই, পি এফ সহ নানা সমস্যার সমাধানও জরুরি। এই প্রসঙ্গে ঋতব্রত বাবু বলেন, “আমরা শ্রমিকদের সমস্যার কথা নিয়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের কাছে স্মারকলিপি দিয়েছি। নিগমের চেয়ারম্যান সুভাষ মন্ডল দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।" শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে বিভিন্ন কারখানাতেও সমস্যা দেখা দিচ্ছে। ঋতব্রত বাবু জানান, “কর্ম সংবাদ পোর্টালের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও দৃষ্টিগোচর করা সম্ভব। পোর্টাল চালু না হলে একশ্রেণীর অসাধু নেতা নিজেদের খেয়ালমতো নিয়োগ করাতে পারবে। আমরা ইতিমধ্যে অনুরোধ করেছি, তাপসী মন্ডল মামলাটি তুলে নেওয়ার জন্য, যিনি বর্তমানে তৃণমূলে এসেছেন।” বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং কোর কমিটির অন্যান্য সদস্যরা। রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কংগ্রেস অনুমোদিত স্থায়ী ও অস্থায়ী ঠিকা শ্রমিক সংগঠনের শ্রমিকরা এবং বই এম এস-এর বেশ কিছু শ্রমিক এদিন তৃণমূল শ্রমিক সংগঠনে যোগদান করেন। ছবি 2C তে ফাইল নাম 0609ZG_DGP_RITABRATA_R
14
comment0
Report
PDPradyut Das
Sept 06, 2025 16:32:14
Jalpaiguri, West Bengal:
2C 0609ZG_JAL_SSC_PIPARATION_R রাত পোহালেই বহু চর্চিত এস এস সি পরিক্ষা, ফ্রিক্সিং এর দায়িত্বে বেসরকারি সংস্থা, জলপাইগুড়িতে সমাপ্ত প্রস্তুতি পর্ব। রবিবার বেলা বারোটা থেকে রাজ্যের অন্যান জেলার সঙ্গে জলপাইগুড়ি জেলার বিভিন্ন কেন্দ্রে শুরু হবে এস এস সি পরীক্ষা। জলপাইগুড়ি শহরের বুকেই রয়েছে বেশ কিছু সেন্টার যার মধ্যে অন্যতম ফনিন্দ্র দেব বিদ্যালয়, এই কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫০০ বলে জানা গিয়েছে। শনিবার বিকেলেই প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে বলে জানান স্কুলের সহকারী প্রধান শিক্ষক বিমান বোস,পরীক্ষা প্রসঙ্গে তিনি বলেন, পরীক্ষার্থীদের ফ্রিস্কিং এর দায়িত্বে থাকবে বেসরকারি সংস্থা,ওনারাই পরীক্ষার্থীদের খুঁটিনাটি খতিয়ে দেখার পর নির্দিষ্ট রুমে প্রবেশের অনুমতি দেবেন, এছাড়াও রাজ্যে পুলিশ মোতায়ন থাকবে, আজ থেকে প্রতি মুহূর্তের আপডেট আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিচ্ছি। বাইট, বিমান বোস, (সহকারি প্রধান শিক্ষক) এস এস সি পরীক্ষা কেন্দ্র । রিপোর্ট :- প্রদ্যুত দাস ( জলপাইগুড়ি )
14
comment0
Report
BSBidhan Sarkar
Sept 06, 2025 16:31:48
Chinsurah, West Bengal:
সিঙ্গুরে টাটার একলাখি ন্যানো গাড়ি হয়নি,সুগন্ধায় একলাখি ইলেকট্রিক চারচাকা গাড়ি হবে বলে দিলেন কুনাল ঘোষ। টিফোজ সংস্থার অন্যতম কর্নধার শান্তনু ঘোষকে পাশে নিয়ে তৃনমূল মুখোপাত্র জানান,২০২৬ সালের জানুয়ারী মাসে একলাখি গাড়ি তৈরী হবে পোলবার সুগন্ধার কারখানা থেকে। ১২ একর জমিতে টিফোজ বিএলডিসি পাখা তৈরী হচ্ছে দু বছর ধরে।আজ ব্যাটারি টোটোর উদ্বোধন হল। কুনাল ঘোষ সেই মঞ্চে ঘোষনা করেন সিঙ্গুরে একলাখি ন্যানো গাড়ি হয়নি।সেটা শিল্পের বিতর্কে নয় তা ছিল জমি বিতর্ক।তিন ফসলি জমিতে শিল্পের প্রতিবাদ হয়েছিল। সুগন্ধায় দিল্লী রোডের পাশে বারো একর জমি রয়েছে সাইনোসোর সংস্থার।সেখানেই একলাখি ইলেকট্রিক চারচাকা গাড়ি তৈরী হোক।কুনাল শান্তনুকে বলেন,তেল লাগছে না,দক্ষ শ্রমিক রয়েছে।যারা ব্যাটারীর গাড়ি করতে পারে।তাই কমদামে চারচাকা গাড়ি হতে পারে।এনিয়ে আলোচনা হয়েছে। শান্তনু ঘোষ জানান,দিওয়ালীর পর গাড়ির লুক বেরোবে জানুয়ারীতে গাড়ি লঞ্চ হতে পারে। সিঙ্গুরে ন্যানো না হওয়ার ক্ষেদ মিটবে সুগন্ধায় তৈরী একলাখি গাড়িতে। অনুসারী শিল্প তৈরী হবে।এলাকার ভোল বদলে যাবে।
14
comment0
Report
BCBasudeb Chatterjee
Sept 06, 2025 16:31:37
Asansol, West Bengal:
SSC পরীক্ষা ও নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রসঙ্গে আসানসোলে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
14
comment0
Report
NHNantu Hazra
Sept 06, 2025 16:31:13
Salt Lake City, Utah:
four persons including a lady have come to ED office to attend probe in SSC scam... এসএসসি মামলায় ইডির তলব। মুর্শিদাবাদের অর গ্রামের বাসিন্দা মধুমিতা মন্ডল ইডির দপ্তরে। কিছুদিন আগেই এই মামলায় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা কে গ্রেপ্তার করেছিল ইডি। নিজেদের হেফাজতে  নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। সূত্রের খবর সেই প্রসঙ্গেই ডেকে পাঠানো হয়েছে মধুমিতা মন্ডলকে। এদিন মধুমিতা মন্ডলসহ আরো কয়েকজন এসেছে ইডি দপ্তরে এই একই মামলায় জিজ্ঞাসাবাদ এর সম্মুখীন হতে।
14
comment0
Report
SBSoumen Bhattachrya
Sept 06, 2025 14:51:19
Kolkata, West Bengal:
কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কলকাতা বিমানবন্দরে প্রতিক্রিয়া: ১) ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য চার লক্ষ আবেদন জমা পড়েছে। হঠাৎ করে আবেদন বেড়ে গেছে তাই অনেকগুলি বাতিল করছেন নির্বাচন কমিশন। ২) আজকে আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শেখ শাজাহানের বাড়িতে গিয়ে পৌঁছায়। ৩) সোনারপুরে জমি ব্যবসায়ীর কাছ থেকে তোলা তোলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ৪) কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা জামিনের আবেদন করলেন। ৫) আগামীকাল এসএসসি পরীক্ষা। কোন দাগি পরীক্ষার্থী পরীক্ষায় বসলে কোন প্রক্রিয়াটাই প্রশ্নের মধ্যে পড়ে যাবে। পর্ষদ সভাপতি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারছেন না একজনের দাগী ফরম ফিলাপ করেনি। ৬) পানিহাটিতেও এক ব্যবসায়কেও তোলা তোলবার জন্য মারধর করা হয়েছে। ৭) এস আই আর নিয়ে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে মুখ্য নির্বাচনী কমিশনারের দপ্তরে। ৮) রাজস্থানের জয়পুরে একটি বিল্ডিং ভেঙ্গে একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। তারা সোনা ব্যবসায়ী, পশ্চিমবঙ্গের বাসিন্দা।
14
comment0
Report
Advertisement
Back to top