Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
South 24 Parganas700144

BSF ने सुंदरबन के पास 20 বাংলাদেশी मछुआरे पकड़ लिए

PSPrasenjit Sardar
Sept 15, 2025 04:02:11
Baruipur, West Bengal
নদীপথে ধাওয়া করে বাংলাদেশী ট্রলার সহ ২০ জন বাংলাদেশীকে গ্রেফতার করল বিএসএফ সুন্দরবন -সুন্দরবন সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারী চালাচ্ছিলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা(বিএসএফ)। জানা যায় ভারতীয় সুন্দরবন সংলগ্ন গোসাবা রেঞ্জের বাগমারা এলাকা সংলগ্ন একটি ট্রলার নজরে পড়ে বিএসএফ এর।জলযানে চেপে ট্রলারের কাছে যাওয়ার জন্য তৈরী হয়। ইতিমধ্যে অবৈধ ভাবে ভারতীয় জলসীমানায় থাকা বাংলাদেশী ট্রলারটি পালিয়ে যেতে থাকে। ধাওয়া করে বিএসএফ বাহিনী। বেশকিছু সময় পিছু ধাওয়া করার পর বাংলাদেশী ট্রলারটি ধরে ফেলেন বিএসএফ। জিঞ্জাসাবাদ শুরু করে বিএসএফ। ধৃতরা বাংলাদেশী মৎস্যজীবি বলে দাবী করলেও বাংলাদেশের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।বাংলাদেশী ট্রলার সহ ২০ জন মৎস্যজীবীকে গ্রেফতার করে।ধৃতদের কে সুন্দরবনের বাগমারা জঙ্গল এলাকার নদী থেকে ধরা হয়। জানা গিয়েছে একটি বাংলাদেশী ট্রলার ভারতীয় জলসীমানা অতিক্রম করে অবৈধ্যভাবে সুন্দরবন জঙ্গল লাগোয়া ঘাঁটি গেড়েছিল। এমন খবর নজরে আসে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর বিশাল ফোর্স জলযানে চেপে ট্রলারের কাছে হাজীর হয়। ট্রলারে থাকা মৎস্যজীবিদের বৈধ্য নথি দেখতে চায়।ভারতীয় জলসীমানায় প্রবেশ করায় কোন বৈধ নথি দেখাতে পারেনি। ওই ২০ জন অনুপ্রবেশকারীর বাড়ি বাংলাদেশের রবিশাল জেলার ভোলা সদরের অন্তর্গত পুরালিয়া গ্রামে।অনুপ্রবেশকারী কুড়িজন বাংলাদেশীকে বিএসএফ সুন্দরবন কোষ্টাল থানার পুলিশের কাছে হস্তান্তর করে।ধৃতদরা কেন ভারতীয় জলসীমানায় ঘাটি গেড়েছিল সে বিষয়ে জিঞ্জাসাবাদ শুরু করেছে সুন্দরবন কোষ্টাল থানার পুলিশ। ধৃতদের আজ আলিপুর আদালতে তোলা হবে। 150925ZG-BAR-SUNDARBON-ATOK-R
1
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
CDChampak Dutta
Sept 15, 2025 07:20:04
Kaji Chak, West Bengal:বছর ১১ আগে বাড়িতে নিজের হাতে ঠাকুর গড়ে নিজেই পুজো করে তাক লাগিয়ে ছিল দাসপুরের হরিরামপুরের নিশিকান্ত ও মিঠু রানার ছেলে ছোট্টো শুভদীপ রানা।সেই থেকেই প্রতি বছর দুর্গা ঠাকুর গড়ে পুজোর নির্ঘন্ট মেনে টানা দেবী দুর্গার আরাধনা। সেদিনের সেই ছোট্ট ছেলেটা আজ সদ্য ভূগোলে স্নাতক হয়েছে। বয়স এখন ২১ বছর। ছেলেটা নিজের হাতে দেবী দুর্গার সাথে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতীর মূর্তি গড়ে দুর্গা পুজো করে আসছে।এবার ২০২৫ এ তাক লাগানো মুর্তি গড়ছে শুভদীপ।রাস্তা দিয়ে যারা যাচ্ছে অবাক চোখে দেখছে ছেলেটার সৃষ্টি। ছেলের কথা বলতে গিয়ে মা মিঠু চোখের জল সামলাতে পারলেন না। ছেলে যে শুধু ঠাকুর গড়ে তা নয় ও নিজেই মন্ত্রোচ্চারণ করে পুজো করে দুর্গার।চণ্ডীপাঠ থেকে পুজোর যাবতীয় মন্ত্র ওর মুখ থেকেই উচ্চারিত হয়। এখন হরিরামপুরের পাশাপাশি অন্য গ্রামের মহিলারাও শুভদীপের এই পুজোয় এসে অষ্টমীতে অঞ্জলি দেন ভক্তি ভরে নবমী সন্ধি পুজোয় অংশ নেন।সবাই মোহিত শুভদীপের এই দেবী দুর্গার আরাধনায়। পরিবারের কেউ কোনোদিন ঠাকুর গড়েনি,ঠাকুর গড়াও শেখেনি,পুজোর মন্ত্রও মুখস্ত করেনি।জাতিতে আমরা ব্রাহ্মণও নই। তবুও ছেলে যেন আমার ঐশ্বরিক শক্তি পায় এই পুজোর সময়।আমি দু-চোখ ভরে দেখি ছেলের কীর্তি ছেলের সৃষ্টি ছেলের দুর্গা আরাধনা।চোখের জল মুছতে মুছতে জানান শুভদীপের মা।শুভদীপ বলে আজও আমি জানি না কীভাবে এই পুজো এলেই সব কাজ ফেলে মা দুর্গার আরাধনায় নিজেকে সঁপে দিই।খুব একটা স্বচ্ছল নয় শুভদীপের পরিবার।নিজের পড়ার খরচ জোগাতে শুভদীপ টিউশন পড়ায়,আবার নিয়ম করে বাবার কাজে হাত লাগায়,মা একেবারেই গৃহবধূ।দুর্গাপুজোর খরচ নেহাত কম নয়।সব খরচ জোগাতে হয় এই অভাবের সংসার থেকেই। তবে হালে শুভদীপের পুজোয় মোহিত হয়ে অনেকেই পাশে দাঁড়াচ্ছেন।পুজোর কদিন গ্রাম ও গ্রামের বাইরের বহু মানুষ শুভদীপের এই পুজোয় অংশ নিচ্ছে,কেউ কেউ খাওয়া-দাওয়ার ব্যবস্থাও করছেন।ছেলেটার একক প্রচেষ্টার এই পুজো যেন ক্রমশ দশের পুজো হয়ে উঠছে। এবার ২০২৫ এ শুভদীপের হাতে তৈরী এই মায়ের রূপ দেখে মোহিত হবেন আপনিও। ছবি বাইট 2c তে Slug- 1509ZG_PA_WMID_SUBHADIP_R বাইট ১)মহাদেব মন্ডল(এলাকাবাসী) ২)কাজল রানা(ঠাকুমা) ৩)মিঠু রানা(মা) ৪)শুভদ্বীপ রানা(প্রতিভাবান যুবক)
0
comment0
Report
CDChittaranjan Das
Sept 15, 2025 07:19:32
Durgapur, West Bengal:সন্ধ্যায় প্রাণ বাঁচানোর অঙ্গীকার জঙ্গল মহলের মানুষের , বিষ্ণুপুরে ইতিহাসের প্রথম রক্তদান শিবির। রবিবার গ্রামের আকাশে সন্ধ্যার আলো নেমে আসতেই শুরু হল প্রথম সন্ধ্যাকালীন রক্তদান শিবির পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার জঙ্গল মহল এলাকার বিষ্ণুপুর গ্রামে । যা এই অঞ্চলের ইতিহাসে একেবারেই নজিরবিহীন। এক সাহসী যুবতীর হাতে উদ্বোধন, প্রথম রক্তদাতা তিনিই। তাঁর পথ অনুসরণ করলেন মুক ও বধির এক যুবক সহ ২৩ জন রক্তদাতা। কৃষক থেকে দিনমজুর সবার কাঁধে একটাই অঙ্গীকার প্রাণ বাঁচানোর সংকল্প। দুর্গাপুর মহকুমা ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় এই শিবিরে রক্ত সংগ্রহ করে রাজবাঁধের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল। উপস্থিত ছিলেন কাঁকসা ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক অনুপ কুমার হাটি,মলানদিঘী পুলিশ ফাঁড়ির আধিকারিকরা, রক্তদান আন্দোলনের পথপ্রদর্শক রাজেশ পালিত প্রমুখ। বিষ্ণুপুর বাবা ভৈরব ফুটবল দলের পরিচালনায় এই আয়োজনে উদ্যোক্তাদের কণ্ঠে গর্ব, “এলাকার ইতিহাসে প্রথম রক্তদান শিবির। প্রথমে ভেবেছিলাম টার্গেট পূরণ হবে তো? শুরু হতেই দেখলাম উৎসাহ অভূতপূর্ব। কৃষক থেকে দিনমজুর, মুক-বধির যুবক এবং যুবতী এগিয়ে এসেছে। পরের বার আমাদের টার্গেট ৫০ বোতল রক্তদান ।” ছবি 2C তে ফাইল নাম 1509ZG_DGP_BLD_DONASN_R
0
comment0
Report
CDChampak Dutta
Sept 15, 2025 06:45:25
Kaji Chak, West Bengal:*গ্রামে হয়না দুর্গা পুজো,প্রতিবছর পুজোয় পাশের গ্রামে যেতে হতো মহিলাদের।এবার সেই আক্ষেপ ঘুচতে চলেছে।লক্ষীর ভান্ডার ও দোকানে দোকানে ঘুরে সংগৃহীত টাকায় মহিলাদের হাত ধরে গ্রামে প্রথম দুর্গা পুজোর আয়োজন হতে চলেছে।গ্রামে একটি আটচালায় সাবেকিয়ানায় পুজোর আয়োজন করতে চলেছে মহিলারা,তারই প্রস্তুতি চলছে জোরকদমে।* পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কমরগঞ্জ গ্রাম।এই গ্রামে কোনো দিন দুর্গা পুজো হয়না,কমরগঞ্জ গ্রাম নই, ৯ নম্বর ওয়ার্ডেই দুর্গা পুজো হয়না।এর জেরে দুর্গা পুজোর সময় কমরগঞ্জ গ্রামের মহিলাদের পুজার্চনার জন্য পাশের ৮ ও ৬ নম্বর ওয়ার্ডে যেতো হতো।নিজেদের গ্রামে অন্যান্য পুজো হলেও দুর্গা পুজো হতোনা।এবার সেই আক্ষেপ ঘুচতে চলেছে।কমরগঞ্জ গ্রামের ১৫ -২০ জন মহিলা উদ্যোগ নিয়েছেন গ্রামে এবার দুর্গা পুজো হবে।পুজোর জন্য গ্রামে একটি আটচালাকে বেছে নেওয়া হয়েছে।প্রথম বছর পুজো সেভাবে জাঁকজমকপূর্ণ আয়োজন না হলেও,আটচালাকে মণ্ডপ হিসাবে ব্যবহার করে তা সাজিয়ে তুলে সেখানেই দুর্গা প্রতিমার পুজো হবে সমস্ত রকম রীতিনীতি মেনে।তারই প্রস্তুতি চলছে জোরকদমে।নাম দেওয়া হয়েছে কমরগঞ্জ সার্ব্বজনীন দুর্গোৎসব,পরিচালনায় কমরগঞ্জ ভারতী সংঘ মহিলা দুর্গোৎসব কমিটি।কমিটির অন্যতম সদস্য মুনমুন কুন্ডু,পিঙ্কি দাস,কৃষ্ণা সাহারা জানান,কমিটির মহিলারা তাদের গচ্ছিত লক্ষীর ভান্ডারের টাকা দেবে পাশাপাশি গ্রামে বাকি পরিবারের মহিলাদের কাছেও আবেদন করা হয়েছে তাদের অনেকেই সাড়া দিয়েছে।পুজো নিয়ে গ্রামে ইতিমধ্যে মিটিংও করা হয়েছে সবার সাহায্য সহযোগিতার জন্য।প্রথম বছর পুজো খরচের সঠিক হিসাব আন্দাজ করতে পারছে না।লক্ষীর ভান্ডারের টাকার পাশাপাশি কমিটির মহিলারা দলে ভাগ হয়ে সন্ধ্যায় চন্দ্রকোনা শহরে দোকানে দোকানে ঘুরে অর্থ সংগ্রহ করছে।এতে যে যেমন পারছে স্বইচ্ছায় দিচ্ছে,সবারই ভালো সাড়া মিলছে তারাও উৎসাহ দিচ্ছে।পুজো কমিটি থেকে পুজোর যাবতীয় আয়োজনে মহিলারা নিজেরাই করছে,তাদের পাশে দাঁড়িয়ে সঙ্গ দিচ্ছে গ্রামের পুরুষরাও।মহিলাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র।তিনি বলেন,পৌর এলাকায় আগের বছর মোট ১৫ টি পুজো হতো এবছর দুটি বেড়ে ১৭ টি হয়েছে,তারমধ্যে কমরগঞ্জের মহিলাদের উদ্যোগে পুজোও রয়েছে।৯ নম্বর ওয়ার্ডে দুর্গা পুজো হতোনা,এবছর প্রথম ওই ওয়ার্ডের কমরগঞ্জ গ্রামে মহিলা পরিচালিত পুজো হবে আমি খুশি মহিলাদের এই উদ্যোগে।আগামী দিনে মহিলাদের এই পুজো চালিয়ে যেতে সরকারি অনুদানের জন্য আমার সাহায্য চাইলে অবশ্যই তা করবো এমনটাও তিনি জানান।কমরগঞ্জ গ্রামে যেমন এবছর প্রথম দুর্গা পুজো হতে চলেছে গ্রামের মহিলাদের হাত ধরে,এটি চন্দ্রকোনা পুর এলাকাতেও প্রথম মহিলা পুজো হবে বলে জানাগেছে।পুজোর আর মাত্র কয়েকটা দিন,প্রস্তুতি চলছে জোরকদমে। কেবল কমরগঞ্জ নই,মহিলাদের উদ্যোগে আয়োজিত হতে চলা পুজোর অপেক্ষায় পৌরবাসীও। ছবি বাইট 2c তে SLUG- 1509ZG_PA_WMID_WOMEN_PJ_R বাইট ১)পিঙ্কি দাস(কমিটির সদস্যা) ২)কৃষ্ণা সাহা(কমিটির সদস্যা) ৩)মুনমুন কুন্ডু(কমিটির সদস্যা) ৪)লক্ষ্মীকান্ত কুন্ডু(কমরগঞ্জের বাসিন্দা) ৫)প্রতিমা পাত্র(চেয়ারম্যান,চন্দ্রকোনা পৌরসভা) রিপোর্ট - চম্পক দত্ত ক্যামেরা - বাবলু সাঁতরা
0
comment0
Report
TCTathagata Chakraborty
Sept 15, 2025 06:33:18
Rajpur Sonarpur, West Bengal:মোবাইল ছিনতাইয়ে বাধা, রেপিডো বাইক চালককে চপারের কোপ, ধরা পড়লো দুই নাবালক সোনারপুরঃ দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য। বাধা দিতে গিয়ে গুরুতরভাবে আহত হলেন এক রেপিডো বাইক চালক। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে মালঞ্চ থেকে মল্লিকপুরের সংযোগ রাস্তায়, সোনারপুর ও বারুইপুর থানার সীমান্তে সরকার মোড়ের কাছে। রাত প্রায় দেড়টা নাগাদ বাড়ি ফেরার পথে বাইক চালক মোহাম্মদ মেহেবুবকে লক্ষ্য করে হঠাৎ দুই যুবক তার বাইকের সামনে দাঁড়ায়। বাইক থামাতেই তারা হ্যান্ডেল চেপে ধরে মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে। মেহেবুব বাধা দিতেই চপার দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে দুই অভিযুক্ত। গুরুতর জখম অবস্থাতেই চিৎকার করে ওঠেন তিনি। অভিযুক্তরা মোবাইল নিয়ে পালানোর চেষ্টা করলে মেহেবুব তাদের পিছনে ধাওয়া করেন। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে দুই ছিনতাইবাজকে ধরে ফেলে এবং সোনারপুর থানায় খবর দেয়। পুলিশ এসে গুরুতর আহত মেহেবুবকে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। ধৃত দুই অভিযুক্ত মল্লিকপুর এলাকার বাসিন্দা ও নাবালক বলে জানা গেছে। পুলিশ তাদের জেরা করে ঘটনাস্থল সংলগ্ন একটি মাঠ থেকে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করে। তদন্তে উঠে এসেছে, ধৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে আগেও চপার দিয়ে হামলার অভিযোগ রয়েছে। দুই নাবালকের এহেন ছিনতাইয়ের ঘটনায় রীতিমতো চমকে গেছে পুলিশ মহল। স্থানীয়রা আতঙ্কিত, কারণ এভাবে নাবালক ছিনতাইবাজদের দৌরাত্ম্য এলাকাজুড়ে অশান্তির ইঙ্গিত দিচ্ছে। ধৃতদের জুভেনাইল আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।
1
comment0
Report
CDChampak Dutta
Sept 15, 2025 06:02:38
Kaji Chak, West Bengal:*৯০ শতক কৃষি জমি কার দখলে থাকবে এই নিয়ে দুই পড়শী বিবাদে ৯০ শতক লাগানো কৃষি জমিতে বিষ দিয়ে সম্পূর্ণভাবে মেরে ফেলা হল ধানের গাছ।ঘটনায় শোরগোল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের রাধাবল্লভপুর গ্রামের। ঘটনার পর এক পড়শী সুবিচার চেয়ে পুলিশের দ্বারস্থ,আরেকজন জমি ফেরত পেতে ছুটেছেন আদালতে।* গ্রামের বাসিন্দা তড়িৎ ঘোষ ও তার পরিবারের সদস্যদের অভিযোগ ২০১২ সালে রাধাবল্লভপুর গ্রামের রাধানগর মৌজার গনেশ পাত্রের কাছ থেকে বেশ কয়েক লক্ষ টাকা মূল্যে ৯০ শতক চাষ জমি ক্রয় করেন বলে দাবি।কিন্তু তারপর থেকেই জমির দখল নেয় তড়িৎ ঘোষ সহ তার পরিবারের সদস্যরা।জমিতে চাষাবাদ করতে শুরু করে তড়িৎ , কিন্তু জমি দীর্ঘদিন ধরে রেজিস্ট্রি করে দেয়নি গনেশ এমনই অভিযোগ তড়িৎ এর।জমি কেনার সম্পুর্ন টাকা না মেটানো নিয়ে উভয়ের মধ্যে ঝামেলা থেকে জমি রেজিস্ট্রি হয়নি বলে জানাগেছে।বর্তমানে তড়িৎ এর কাছ থেকে জমি ফেরত চাই গণেশ এই নিয়ে শুরু হয় দুই পক্ষের বিবাদ।এই ঘটনায় একাধিকবার গ্রামবাসী থেকে স্থানীয় শাসক দলের নেতারা আলোচনায় বসেও কোন সমাধান সূত্র বের হয়নি বলে অভিযোগ।অবশেষে কয়েকদিন আগেই তড়িৎ এর লাগানো ৯০ শতক ধান জমিতে বিষ প্রয়োগ করে সম্পূর্ণ ধান নষ্ট করে দেয় বলে অভিযোগ তড়িৎ সহ পাশের জমির মালিকদের।ঘটনায় সুবিচার চেয়ে তড়িৎ ছুটেছে থানায়,তবে তড়িৎ এর অভিযোগ গণেশের ছেলে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য হওয়ায় সে প্রভাব খাটাচ্ছে।পাল্টা গণেশের দাবি এই জমি তার তাই তিনি জমিতে বিষ দিয়েছে।এমনকি নিজের জমি দখল মুক্ত করতে আদালতের দ্বারস্থ হয়েছে বলে জানিয়েছেন তিনি।তবে যাইহোক গোটা ঘটনায় ছড়িয়েছে তীব্র শোরগোল। ছবি বাইট 2c তে SLUG- 1509ZG_WMID_LAND_R বাইট ১)তড়িৎ ঘোষ(অভিযোগকারী) ২)মহাদেব পাল(পাশের জমির মালিক) ৩)চন্ডী পাল(তড়িৎ ঘোষের ভাগচাষী) ৪)শঙ্কর পন্ডা(স্থানীয় তৃণমূল নেতা ও এলাকাবাসী) ৫)গণেশ পাত্র(অভিযুক্ত)
0
comment0
Report
ABArup Basak
Sept 15, 2025 05:34:13
Mal Bazar, West Bengal:*রাতভোর বৃষ্টিতে জল বেরেছে জুরন্তি নদীর। নদীর জলে ক্ষতিগ্রস্ত বাগ্রাকোটের টপ লাইন...* শনিবার মালবাজার ব্লকের বাগরাকোট এলাকায় পাহাড় থেকে নেমে আসা জল ও ফুলেফেঁপে ওঠা জুরন্তি নদী৷ সেই নদীর জলে টপ লাইনের অন্তত ৮ থেকে ১০টি বাড়ি জলমগ্ন হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তীর্ণ কৃষি জমি ও সবজি খেত। রবিবার রাতেও প্রবল বৃষ্টি হয়েছে মালবাজার মহকুমা জুরে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতভর প্রবল বৃষ্টির কারণে নদীর জলস্তর বেড়ে যায়। সেই সঙ্গে নদীর বাঁধ উপচে জল ঢুকে পড়ে গ্রামে। এই জলে নিমেষেই প্লাবিত হয়ে যায় একাধিক বাড়ি ও চাষের জমি। সবজি,অন্যান্য ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সকাল থেকে জল অনেকটাই কমেছে। সেচ দপ্তরের পক্ষ থেকে নদীতে জেসিপি মেশিন নামিয়ে নদী টপ লাইন এলাকায় নদীর গভিরতা বারানোর পাশাপাশি বালি দিয়ে অস্থায়ী বাধ তৈরির কাজ চলছে। যেহেতু এখন বৃষ্টি নেই তাই নদীর জল কিছুটা কমেছে। তবে স্থানিয়দের দাবি পুরো নদীটিতেই ড্রেজিং এর প্রয়োজন এবং স্থায়ী বাধ দিতে হবে। বাইট ১) এলাকার বাসিন্দা সুজিত ওড়াও ক্ষতিগ্রস্ত পরিবার। ২) স্থানিয় মহিলা রিমা ওড়াও 1509ZG_MAL_BAGRAKOTE_RAIN_R
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Sept 15, 2025 05:33:57
Arambag, West Bengal:আরামবাগঃ১৫ সেপ্টেম্বর --------------------------------------------- কাজ সেরে রাতে বাড়ি ফেরার পথে তৃণমূলের হাতে আক্রান্ত দুই বিজেপি কর্মী।। তীব্র উত্তেজনা খানাকুলের রঞ্জিৎবাটী এলাকায়। ঘটনার পর সঞ্জয় নাগা ও গোকুল চক্রবর্তী নামে ওই দুই বিজেপি কর্মীকে প্রথমে খানাকুল ও পরে অবস্থার অবনতি হলে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ,এদিন রাতে চিংড়া পঞ্চায়েতের কেটেদলে বাড়ি ফিরছিলেন ওই দুই বিজেপি কর্মী। তখনই রাস্তায় স্থানীয় তৃণমূল নেতা সোমনাথ রায় তার দলবল নিয়ে ওই দুই বিজেপি কর্মীর উপর চড়াও হয়ে তাদের বেধড়ক মারধর করে।মারধরের জেরে মারাত্মক ভাবে জখম হন তারা।রক্তাক্ত অবস্থায় তাদের ফেলে রেখে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে বিজেপি কর্মীরা ঘটনাস্থলে হাজির হলে অভিযুক্ত তৃণমূল নেতা ও অন্যান্যরা পালিয়ে যায়। এদিকে ঘটনার খবর পেয়েই খানাকুল গ্রামীন হাসপাতালে পৌঁছান খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ সহ বিজেপির কর্মীরা। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার না করা হলে পালটা তারাও বড়সড় আন্দোলনের পথে যাবেন বলে হুশিয়ারী দিয়েছে বিজেপি। স্লাগ--- 1509 ZG_ARM_TMCBJP_CLASH_R ছবি ও বাইট আছে 2 C তে
1
comment0
Report
PDPradyut Das
Sept 15, 2025 05:18:37
Jalpaiguri, West Bengal:2C 1509ZG_JAL_WHETHER_R উত্তরের আবহাওয়া। তিস্তা নদীর মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার পর্যন্ত লাল সতর্কতা সংরক্ষিত এলাকায়। পাশাপাশি এনএইচ ৩১ জলঢাকা নদীতে অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি। তিস্তা নদীর দোমহানী তে জারি রয়েছে বলে সোমবার সকাল ৯ঃ৪৫ নাগাদ ফ্ল্যাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে জানা যায়। সোমবার সকাল থেকে জলপাইগুড়ি জেলা জুড়ে মেঘলা আকাশ। জলপাইগুড়ি, আলিপুর দুয়ার, কোচবিহার দার্জিলিং সহ উত্তরের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। তবে গতকালের তুলনায় আজ জল ছাড়ার পরিমাণ কিছুটা কম। সোমবার সকাল ৮ টায় জলপাইগুড়ি গজোলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমান ১৩৫৯ কিউমেক ও কালিঝোড়া ব্যারেজ ১৩৩৬ কিউমেক। ফের এদিন সকাল ৯ টায় জলপাইগুড়ি গজোলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমান ১৩২৫ কিউমেক এবং পাহারের কালিঝোড়া ব্যারেজ থেকে ১৩৫৭ কিউমেক জল ছাড়া হয়। প্রতি ঘন্টায় ঘন্টায় ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে বলে জানা যায়। FMO JALPAIGURI (42399) Jalpaiguri Date: - 15-09-2025 Minimum: 25.0 D.C RH: 092% Rainfall 24 hrs: 001.8 mm Yesterday’s Maximum: 31.3 D.C রিপোর্ট :- প্রদ্যুত দাস ( জলপাইগুড়ি )
8
comment0
Report
BSBarun Sengupta
Sept 15, 2025 05:18:24
Barrackpur Cantonment, West Bengal:আপনার কি এখনো দীঘা যাওয়া হয়নি? দেখা হয়নি দীঘার জগন্নাথ ধাম? তাহলে পুজোয় চলে আসতেই পারেন হালিশহর বলাকা শিশুমঙ্গল ক্লাবে। এ বাড়ি বলাকা শিশু মঙ্গল ক্লাব ৩৫ বছরে পদার্পণ করলাম। প্রতিবছরই কিছু না কিছু চমক থাকে তাদের পুজোয় এবার তারা দীঘার জগন্নাথ ধাম করছেন। জোর কদমে চলছে পূজোর প্রস্তুতি। বাঁশ, কাঠ, ফাইবার, দিয়ে তাদের এই মন্ডপ । এলাকার অনেক মানুষ বিশেষ করে যারা বয়স্ক তারা হয়তো এখনো দীঘার জগন্নাথ দেখেননি। তাদের কথা মাথায় রেখেই এই মন্তব্য করছে একেবারেই যেমনভাবে দীঘায় রয়েছে ঠিক সেইভাবেই তৈরি হচ্ছে এই ধাম। ঢুকতেই নাটমন্দির, তারপরে নারায়ণগড়, এরপর দুর্গার ঘর, শেষে জগন্নাথ দেবের ঘর। উদ্যোক্তাদের আশা দর্শনার্থীরা আসবেন এবং দর্শন করবেন এই জগন্নাথ ধাম। 150925_PA_BKP_HALISHAHAR 2C TE
3
comment0
Report
BBBimal Basu
Sept 15, 2025 05:03:52
Basirhat, West Bengal:বলে 2C তে ছবি রাতে মাছ ধরতে যাওয়ার সময় টর্চ নিয়ে বচসার জেরে বালকের ইটের আঘাতে মৃত্যু হল যুবকের। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মাথায় ইট দিয়ে খুন অভিযোগে বালকে গ্রেফতার করে পুলিস। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার গোঠরা গ্রাম পঞ্চায়েতের তেঘরিয়া এলাকায়। পুলিস জানায় মৃত যুবকের নাম তুফান মন্ডল(২৫), বাড়ি তেঘরিয়া এলাকায়।আর বছর ১৫ বালকের নাম জীৎ মণ্ডল। পুলিস সূত্রে জানাযায় রবিবার রাত আটটা নাগাদ মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিছুক্ষণ পর রাস্তায় চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে যুবক তুফান। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তুফানকে রাস্তা থেকে তুলে নিয়ে বসিরহাট সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনা জানাজানি হতে উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে বসিরহাট থানার পুলিস গিয়ে অভিযুক্ত বালককে গ্রেফতার করে । ঠিক কি কারনে ওই বালক জিৎ তুফান মন্ডল এর মাথায় ইট দিয়ে আঘাত করে খুন করল তা জানার চেষ্টা করছে পুলিস। স্থানীয় বাসিন্দাদের দাবি তুফানের হাতে থাকা একটি টর্চ কে কেন্দ্র করে তুফান ও ওই বালকের মধ্যে বচসা শুরু হয় এবং তার জেরে ওই নাবালক রাস্তার পাশে পড়ে থাকা ইট তুলে তুফানের মাথায় আঘাত করে। আর তাতেই ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সে। ইটের আঘাতে জেরেই মৃত্যু হয়েছে তুফান মন্ডলের । ঠিক কি কারনে এই খুন বালক ঐ যুবকের মাথায় ইট মেরে খুন করল তার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিস। বাইট - 1) B আনন্দ সরকার ( স্থানীয় বাসিন্দা ) বিমল বসু বসিরহাট
1
comment0
Report
BBBimal Basu
Sept 15, 2025 05:03:39
Basirhat, West Bengal:বলে 2C তে ছবি রাতে মাছ ধরতে যাওয়ার সময় টর্চ নিয়ে বচসার জেরে বালকের ইটের আঘাতে মৃত্যু হল যুবকের। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মাথায় ইট দিয়ে খুন অভিযোগে বালকে গ্রেফতার করে পুলিস। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার গোঠরা গ্রাম পঞ্চায়েতের তেঘরিয়া এলাকায়। পুলিস জানায় মৃত যুবকের নাম তুফান মন্ডল(২৫), বাড়ি তেঘরিয়া এলাকায়।আর বছর ১৫ বালকের নাম জীৎ মণ্ডল। পুলিস সূত্রে জানাযায় রবিবার রাত আটটা নাগাদ মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিছুক্ষণ পর রাস্তায় চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে যুবক তুফান। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তুফানকে রাস্তা থেকে তুলে নিয়ে বসিরহাট সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনা জানাজানি হতে উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে বসিরহাট থানার পুলিস গিয়ে অভিযুক্ত বালককে গ্রেফতার করে । ঠিক কি কারনে ওই বালক জিৎ তুফান মন্ডল এর মাথায় ইট দিয়ে আঘাত করে খুন করল তা জানার চেষ্টা করছে পুলিস। স্থানীয় বাসিন্দাদের দাবি তুফানের হাতে থাকা একটি টর্চ কে কেন্দ্র করে তুফান ও ওই বালকের মধ্যে বচসা শুরু হয় এবং তার জেরে ওই নাবালক রাস্তার পাশে পড়ে থাকা ইট তুলে তুফানের মাথায় আঘাত করে। আর তাতেই ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সে। ইটের আঘাতে জেরেই মৃত্যু হয়েছে তুফান মন্ডলের । ঠিক কি কারনে এই খুন বালক ঐ যুবকের মাথায় ইট মেরে খুন করল তার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিস। বাইট - 1) B আনন্দ সরকার ( স্থানীয় বাসিন্দা ) বিমল বসু বসিরহাট
1
comment0
Report
PMPiyali Mitra
Sept 15, 2025 04:47:37
Kolkata, West Bengal:মাওবাদী বিরোধী অপরেশনে আবার সাফাল‍্য যৌথ বাহিনীর একি অভিযানে মৃত‍্যু এক সেন্ট্রাল কমিটির সদস্য সহ তিন বড় মাথা সোমবার ভোরে হাজারিবাগের ঘোরহার এলাকার পানিত্রি জঙ্গলে অভিযান চালায় সিআরপিএফের কোবরা বাহিনী - ঝাড়খন্ড পুলিশ অভিযান চালায় অভিযানে মৃত্যু হয়েছে মাওবাদী সেন্ট্রাল কমিটি সদস‍্য সহদেব সোরেন । তাঁর মাথার দাম ১ কোটি টাকা ঘোষণা করা হয়েছিল একই অভিযানে মৃত‍্যু হয়েছে রঘুনাথ হেমব্রম। স্পেশাল এরিয়া কমিটির সদস্য রঘুনাথকে মাথার দাম ছিল ২৫ লক্ষ মৃত্যু হয়েছে ভীরসেন ঘান্চুর । জোনাল কমিটির সদস্য ছিল ভীরসেন। তাঁর মাথার দাম ছিল ১০ লক্ষ ঘটনাস্থল থেকে উদ্বার হয়েছে ৩টি AK47
5
comment0
Report
Advertisement
Back to top