Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Nadia741201

ब्रेकिंग: प्रेमिका के इनकार पर प्रेमी ने धारदार हथियार से हत्या कर दी

BMBiswajit Mitra
Sept 20, 2025 12:48:45
Ranaghat, West Bengal
ব্রেকিং *প্রেমে প্রত্যাখ্যান , ধারালো অস্ত্র দিয়ে প্রেমিকাকে খুন প্রেমিকের* প্রেমের সম্পর্কে জেরে খুন , রাস্তা থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগে ওঠে প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে গতকাল রাত আনুমানিক দশটা নাগাদ। সূত্রের খবর তাহেরপুর থানার অন্তর্গত শ্যামনগর এলাকায় মেয়েটি রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন সেই সময় তার প্রেমিক ডেকে নিয়ে যায়। এরপরই বচসায় জড়িয়ে যায় দুইজন। অভিযোগ এর পরই মেয়েটিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ছেলেটি। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে মেয়েটি, তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল শেষ রক্ষা হয়নি । পুলিশ সূত্রে জানা যায় তাদের তাহেরপুর থানার অন্তর্গত শ্যামনগর এলাকায় তাদের দুজনের বাড়ি , অভিযোগ তাদের দুইজন প্রেমের সম্পর্ক ছিল কিন্তু মেয়েটি প্রেমে প্রত্যাখ্যান করায় অভিমানে ছেলেটি মেয়েটিকে ভালবাসতে দিয়ে আঘাত করে খুন করে। এ ঘটনায় রীতিমতো চাঞ্চল ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও এই ঘটনার পর পরিবারে পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করে তাহেরপুর থানা। অভিযোগের ভিত্তিতে ঘন্টাখানেকের মধ্যেই অভিযুক্ত ছেলেটিকে গ্রেফতার করে পুলিশ।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ALArup Laha
Sept 20, 2025 14:34:01
Belna, West Bengal:থানায় গেলেন উপাচার্য। উপাচার্যের থানায় অভিযোগে চাঞ্চল্য, কর্মসচিব পদ নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। অবসরের পরও জোর করে পদে বসে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মসচিব সুজিত কুমার চৌধুরি। তাঁর বিরুদ্ধে এবার থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন উপাচার্য শঙ্কর কুমার নাথ। উপাচার্যের অভিযোগ, কর্মসচিব সুজিতবাবু জোর করে রেজিস্ট্রারের অফিসে ঢুকে পড়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মনীতি মানছেন না। অন্যদিকে, সুজিত কুমার চৌধুরির দাবি, তিনি উচ্চশিক্ষা দফতরের নির্দেশেই ওই পদে রয়েছেন। প্রসঙ্গত, ৩১ জানুয়ারি ২০২৫-এ ৬০ বছর বয়সে রেজিস্ট্রারের পদ থেকে অবসর নেন সুজিত কুমার চৌধুরি। অবসরের আগেই তিনি চাকরির মেয়াদ বাড়ানোর আবেদন জানান। সেই আবেদন মঞ্জুর হওয়ার পর চলতি বছরের ৯ সেপ্টেম্বর তিনি ফের কর্মসচিব হিসেবে যোগ দেন। কিন্তু তাঁর এই নিয়োগ মানতে নারাজ উপাচার্য। ফলে বিশ্ববিদ্যালয়ের কাজকর্মে কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে। অভিযোগ, কোনও ফাইলই কর্মসচিবের কাছে পাঠানো হচ্ছে না। এরই মধ্যে উপাচার্যের থানায় গিয়ে অভিযোগ দায়ের করায় পরিস্থিতি আরও জটিল আকার নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দ্বন্দ্বে শিক্ষা পরিমণ্ডলে ইতিমধ্যেই তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। বাইট ১।শংকর কুমার নাথ(উপাচার্য), বাইট ২।সুজিত কুমার চৌধুরি।(রেজিস্ট্রার)। 200925ZG_BWN_SANKAR ক্যামেরায় সদন সিনহার সঙ্গে অরূপ লাহার রিপোর্ট।
0
comment0
Report
MMManoj Mondal
Sept 20, 2025 14:33:40
Kolkata, West Bengal:মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন,গত ১মাস আগে কাজের জন্য গিয়েছিলেন দত্তপুকুর থানার নেতাজিপল্লি এলাকার বাসিন্দা বছর ৩৩ এর অভিজিৎ পোদ্দার(রাজু)।গতকাল কাজ করতে গিয়ে বিকাল ৪ টে নাগাদ নির্মীয়নমান বহুতলের উপর থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে রাজু।সঙ্গে থাকা সহকর্মীরা দ্রুত উদ্দার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্র নিয়ে গেলে তাকে মৃত বলে জানান চিকিৎসক।বাড়িতে ১ বছরের শিশুকে নিয়ে হতাশায় পরিবার।মৃতের আত্মীয় জানান,পশ্চিমবঙ্গে পারিশ্রমিক খুবই কম,সে কারণে ভিন রাজ্যে কাজে যেতে হয় এখান কার শ্রমিকদের।ইতিমধ্যেই রাজুর মরদেহ ময়নাতদন্তের পড়ে বাড়ির উদ্যেশ্যে পাঠিয়েছে ভিনরাজ্যের ঠিকা সংস্থা।যদিও এ ঘটনা নিয়ে বারাসাত ১ পঞ্চায়েত সমিতি সদস্য গোপাল রায় পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন,পাশাপাশি ভিন্ন রাজ্যের পারি দেওয়ার উদ্দেশ্যে তিনি বলেন,বাংলার ঠিকা সংস্থা গুলি সঠিক পারিশ্রমিক দিচ্ছেনা যার জেরে বাইরে যেতে হচ্ছে এ রাজ্যের শ্রমিকদের।পাশাপাশি এ বিষয় নিয়ে আগামিদিনে আলোচনার চিন্তা ভাবনা করবেন। বাইট:- মোহিত পোদ্দার,মৃতের বাবা প্রকাশ পোদ্দার,মৃতের আত্মীয় গোপাল রায়, সদস্য, বারাসাত ব্লক ১ পঞ্চায়েত সমিতি
0
comment0
Report
BSBhabananda Singha
Sept 20, 2025 14:33:30
Dinajpur, Rangpur Division:রায়গঞ্জ শহরে ভিক্ষা সংগ্রহ অভিযানে BJP -------------------------- পূজোর আগে বেতন না পেয়ে কর্মবিরতিতে রায়গঞ্জের সাফাইকর্মীরা। যার জেরে আবর্জনার স্তুপে রায়গঞ্জ শহর। নোংরা আবর্জনায় নাজেহাল শহরবাসী। আর এরই প্রতিবাদে এবার জোড়ালো আন্দোলনে নামলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। রায়গঞ্জ শহরে ভিক্ষা সংগ্রহ অভিযানের মধ্য দিয়ে শহরের বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের থেকে ভিক্ষা সংগ্রহ করেন বিজেপির নেতাকর্মীরা। পাশাপাশি রায়গঞ্জের বিধায়কের কার্যালয়ের সামনে রাস্তায় বসে প্রতিকী ভিক্ষা সংগ্রহ করেন আন্দোলনকারীরা। আন্দোলনকারী বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর দাবী, পূজোর আগে বেতন পাচ্ছেন না সাফাইকর্মীরা। পেনশন দেওয়া হচ্ছে না। ঠিকাদারদের পেমেন্ট বন্ধ, যার জেরে রুল জারি করেছে হাইকোর্ট। সব মিলিয়ে পূজোর আগে রায়গঞ্জ শহর নোংরা আবর্জনার দখলে চলে গিয়েছে। ভিক্ষা করে সংগ্রহ করা অর্থ মানি অর্ডার করে পৌরসভাকে দেওয়া হবে বলে জানান তিনি। যদিও সাফাইকর্মীদের বেতন দেওয়া যাচ্ছে না বলে দাবী করে এই বিষয়ে পুর প্রশাসক মন্ডলীর সদস্য প্রদীপ কল্যানী জানিয়েছেন, উনি প্রচারে আসার জন্য এসব করছেন। কিন্তু পৌরসভার খরচ কত সেটা উনি জানেন না। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে। বাইটঃ ১/ বিশ্বজিৎ লাহিড়ী (বিজেপির প্রাক্তন জেলা সভাপতি) ২/ প্রদীপ কল্যানী (প্রশাসক মন্ডলীর সদস্য) 2009ZG_NDIN_VIKHA_AGI_R
0
comment0
Report
TDTapan Deb
Sept 20, 2025 14:33:19
Alipurduar, West Bengal:*তৃনমুল কংগ্রেসের দ্বন্দ, বিজেপিতে আহ্বায়ন* ================ *আলিপুরদুয়ার* == আলিপুরদুয়ার জেলায় তৃনমুল কংগ্রেসের ব্লক সভাপতি ঘোষনার পর এবার অঞ্চল সভাপতি ও চেয়ারম্যান পদে দলীয় নাম ঘোষনার পরে গোষ্ঠী কোন্দল একে বারে প্রকাশ্যে। জেলায় পাঁচটি ব্লকে নতুন ব্লক সভাপতির নাম ঘোষনার পরেও গোষ্ঠী কোন্দল প্রকাশ্য এসেছিল। এবার অঞ্চল সভাপতি ও চেয়ারম্যানদের নাম ঘোষনা হতেই ব্লকে ব্লকে গোষ্ঠী কোন্দলে দলীয় নেতাদের পদত্যাগের হিরিক পরে গেছে। জেলার দুই নম্বর ব্লকে ৮ জন দলীয় নেতা তাদের পদ থেকে পদত্যাগ পত্র ব্লক সভাপতির কাছে পাঠিয়ে দিয়েছেন। অন্য দিকে এক নম্বর ব্লকে জেলা পরিষদের সহকারী সভাধীপতি মনোরঞ্জন বিশ্বাসের বাড়িতে বৈঠক করে বেশ কিছু অঞ্চলের সভাপতি ও চেয়ারম্যানের নাম বদল করার দাবি উঠে । দলীয় পদাধীকারিদের মানা হবে না বলে হুশিয়ারি দিয়ে রেখেছেন তারা। একই অভিযোগ ফালাকাটা ও বীরপাড়া ব্লকেও। এদিকে দলের জেলার চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা জানান যারা ক্ষোভ প্রকাশ করছেন তাদের সঙ্গে খুব শিঘ্ররই আলোচনা করা হবে। এদিকে তৃনমুল কংগ্রেসের কর্মীদের এই ক্ষোভকে কাজে লাগিয়ে জেলা বিজেপির সভাপতি মিঠু দাসের দাবি যারা মানুষের জন্য কাজ করতে চাইছেন তৃনমুল কংগ্রেসে থেকে তা করতে পারছেন না তারা বিজেপিতে আসুন। ================ ( :ছবি 2Cতে পাঠালাম FILE : 200925ZG _ ALD _ TMC BYTE - 1) গঙ্গাপ্রসাদ শর্মা - তৃনমুল কংগ্রেসের জেলার চেয়ারম্যান। 2) দেবজীৎ সরকার - তৃনমুল কংগ্রেসের পদত্যাগী নেতা । 3) দুলু মারান্ডি - বিক্ষুব্ধ নেতা। 4) মিঠু দাস - বিজেপি জেলা সভাপতি। ###################
0
comment0
Report
ALArup Laha
Sept 20, 2025 13:16:23
Belna, West Bengal:সেতু নেই,সাঁতরে খড়িনদী পার হতে গিয়ে তলিয়ে গিয়েছিলেন লাল কিস্কু, দুদিন পর দেহ উদ্ধার হল।পূর্ব বর্ধমানের ভাতার থানার ওপর দিয়ে বয়ে গেছে খড়ি নদী। সারাবছর তেমন জল না থাকলেও ভরা বর্ষায় নদী ভয়ঙ্কর রূপ নেয়। মহাচাঁন্দা গ্রাম পঞ্চায়েতের খুরুল সহ বেশ কয়েকটি গ্রামের মানুষজনদের পঞ্চায়েতের কাজ সহ হাট-বাজার করতে যেতে হয় নদী পেরিয়ে। নদীতে জল যদি বেশি থাকে তাহলে প্রায় ১৪ কিলোমিটার ঘুর পথে তাদের সব কাজ করতে হয়। কিন্তু জল অল্প থাকলেই নদী পাড়াপাড়ি গ্রামবাসীদের নিত্যদিনের সঙ্গী। নেই কোন স্থায়ী ব্রিজ বা অস্থায়ী বাঁসের সেতুও। তাই জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হয় স্থানীয়দের। রোজকার মতো লাল কিস্কু বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়ে ছিলেন বাজার করার উদ্দেশ্যে কিন্তু বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করে খোঁজ না পেয়ে জানানো হয় স্থানীয় পুলিশ প্রশাসনকে। শুক্রবার নদীতে ডুবুরি নামিয়ে খোঁজা হলেও লাল কিস্কুর কোন সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে তাদের গ্রাম থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে একটি ঘাটে তার দেহ ভাসতে রাখেন এলাকার লোকজন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে, ময়না তদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে। এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি চাই একটা সেতু তাহলে দীর্ঘদিন ধরে চলে আসা এই আশ্বিনের জলের তোরে না আরো অনেক প্রাণ চলে যায়। বাইট।বরুণ ঘোষ(স্থানীয়)। 200925ZG_BWN_BODY
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Sept 20, 2025 13:16:02
Kalna, West Bengal:ভাগীরথীর জলস্তর বাড়ছে, কুমিরের আতঙ্ক পিছু ছাড়ছে না কালনাবাসীকে । মহালয়া উপলক্ষে পিতৃপুরুষদের পরলোকি কিয়া কর্ম এর জন্য বহু দূর দূরান্ত থেকে কালনার ভাগীরথীর তীরে ঘাট গুলিতে হাজার হাজার মানুষের সমাগম হয় । তাই বিশেষ নজরদারি এবং নিরাপত্তা থাকবে ঘাট গুলিতে পৌরসভার পক্ষ থেকে জাল দিয়ে ঘিরে দেয়া হয়েছে। কালনা মহিষমর্দিনী তলার ঘাটকে, মহালয়ার আগে কালনায় মনুষের নিরাপত্তায় পৌরসভার বিশেষ উদ্যোগ ।আগামীকাল মহালয়া, সেই উপলক্ষে কালনা মহিষমর্দিনী তলাঘাটে ভোর থেকেই শুরু হবে তর্পণ আর স্নান। প্রতিবছরের মতো এবারও বিপুল সংখ্যক ভক্ত সেখানে সমবেত হবেন বলে আশা করা হচ্ছে। কিন্তু সম্প্রতি ভাগীরথীতে পর পর দুই বার কুমির দেখা যাওয়ায় ভক্তদের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল প্রশাসন ও স্থানীয় মানুষজন। এই প্রেক্ষিতেই গতকাল শুক্রবার কালনা পৌরসভা ও পুলিশ প্রশাসনের তরফে মহিষমর্দিনী তলাঘাট পরিদর্শন করা হয়। এরপর শনিবার পৌরসভার পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুন্যার্থীদের সুরক্ষায় ভাগীরথীর নির্দিষ্ট একটি অংশ জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, যাতে সেই এলাকায় নির্বিঘ্নে স্নান ও তর্পণ করা যায়।শুধু তাই নয়, ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে নদীর জলে টান বা হঠাৎ জলস্তর বৃদ্ধি পেয়ে দুর্ঘটনা এড়াতেও সতর্ক রয়েছে পৌরসভা। নিরাপত্তার এই উদ্যোগে খুশি ভক্তরা। স্নান করতে আসা অনেকেই জানান, এই ব্যবস্থা আমাদের মনে ভরসা জোগাচ্ছে। ভয়-ডর ছাড়াই আমরা মহালয়ার তর্পণ করতে পারব। বাইট _১) তপন পোড়েল (উপ পৌরপতি কালনা পৌরসভা) ২) উৎপল মাঝি (পুণ্যার্থী) ছবি 2C তে 20925-KLN-MOHALAYA-R
0
comment0
Report
KMKIRAN MANNA
Sept 20, 2025 13:15:13
Dihierench, West Bengal:*সর্ষের মধ্যেই রয়েছে ভূত, হাসপাতাল থেকে বেরিয়ে এসে মন্তব্য করলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। খুঁজে বের করলেন গলদ* পাশকুড়ায় সকাল ১১.৪০ এ উপস্থিত হন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার।নিলেন ৪১ জনের বয়ান রেকর্ড। বেশ কিছু গলদ ও খুঁজে বের করেন জাতীয় মহিলা কমিশনের সদস্য।অর্চনা মজুমদার বলেন তিনি কথা বলে জানতে পেরেছেন এই হাসপাতালের পূর্বতন পেডিট্রিশনকে(ডাক্তার) তিনি কাজ ছাড়তে বাধ্য করেছিলেন। হাসপাতালে চল্লিশটি সিসিটিভি ক্যামেরা রয়েছে যেটা পর্যাপ্ত নয়। তারা আরো 50 টি ক্যামেরার আবেদন জানিয়েছেন।মেটারনিটি ওয়ার্ডের ক্যামেরার একটি খারাপ। সবার প্রথমে সুপার সঙ্গে তিনি কথা বলেন, তারপরে কথা বলেন হাসপাতালের অস্থায়ী কর্মীদের সঙ্গে। পশ কমিটি বলতে একটু সাদা কাগজ। কমিটির মাত্র একজন উপস্থিত ছিলেন। মহিলা কমিশনের নোটিফিকেশন এর পরেও তারা উপস্থিত ছিলেন না। রোগী কল্যাণ সমিতির প্রেসিডেন্ট কোন নির্বাচিত প্রতিনিধি নন। ৪০-৫০ জনকে নিয়ে সিন্ডিকেট চালাচ্ছেন। পাশাপাশি ১৭ বছর আগে জাহির যে ধর্ষন কাণ্ডে যুক্ত ছিলেন সেই নির্যাতিতার সাথেও কথা বলেন অর্চনা মজুমদার।জেলা পুলিশ সুপার এর সঙ্গে ও এই নিয়ে বিস্তারিত আলোচনা করবেন জানান।
0
comment0
Report
EGE GOPI
Sept 20, 2025 12:47:52
Kharagpur, West Bengal:*ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার দুপুর ২টো নাগাদ বি.আর আম্বেদকর হল থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে খড়্গপুর টাউন থানার অধীন হিজলি ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-বিভাগের মৃত ওই ছাত্রের নাম হর্ষ কুমার পান্ডে। বাড়ি ঝাড়খণ্ডে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন। আইআইটি খড়্গপুরের তরফে ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাটি নিশ্চিত করা হলেও, এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। এর ফলে চলতি বছরই ৬ জন পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হলো আইআইটি খড়্গপুরে। এর মধ্যে পাঁচ জনের ক্ষেত্রেই ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হলো। গত ১৮ জুলাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর চতুর্থ বর্ষের ছাত্র তথা কলকাতার রিজেন্ট পার্কের বাসিন্দা ঋতম মণ্ডলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। এরপর, গত ২১ জুলাই রাতে গলায় ওষুধ আটকে মৃত্যু হয় মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ার বাসিন্দা তথা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর দ্বিতীয় বর্ষের ছাত্র চন্দ্রদীপ পাওয়ারের।*
0
comment0
Report
MMManoranjan Mishra
Sept 20, 2025 12:08:52
2
comment0
Report
KMKIRAN MANNA
Sept 20, 2025 11:00:40
Dihierench, West Bengal:*পাঁশকুড়া হাসপাতালের ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত জাহির আব্বাসের জন্য ছিল ১৫৭ নম্বর সরকারি বরাদ্দ করা রুম। ছিল ব্যক্তিগত সরকারি সম্পদের আলমারি। অভিযোগ বিরোধী দলের নেতাদের।* পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ধর্ষণকাণ্ডের অভিযুক্ত জাহির আব্বাস, হাসপাতালের বেতাজ বাদশা হয়ে উঠেছিল। তার জন্য হাসপাতাল থেকে বরাদ্দ করা হয়েছিল আলাদা রুম। ছিল হাসপাতালের মধ্যেই আলাদা আলমারি, যাতে কিনা তার চিড়ে মুড়ি ছোলা বিস্কিট সাবান সহ যাবতীয় ব্যক্তিগত জিনিসপত্র। ছিল জামা কাপড় খাতা পত্র। পুলিশ হেফাজতে নেওয়ার পর সেই আলমারি ভেঙ্গে পুলিশ বেশ কিছু নথি সংগ্রহ করেছে বলে জানা গেছে। ব্যক্তিগত যে রুমটি বরাদ্দ করা হয়েছিল, সেটিকে সিল করেছে পুলিশ। ব্যক্তিগত রুম বরাদ্দ করা হয়েছে এই নিয়ে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। সরকারি সম্পদ কে এইভাবে ব্যক্তিগত কাজে ব্যবহার করা তা নিয়ে যথেষ্ট প্রতিবাদের ঝড় উঠেছে। জাহির আব্বাস ছিলেন ফ্যাসিলিটি ম্যানেজার। তারই তত্ত্বাবধানে অস্থায়ী কর্মীরা কাজ করেন। আর সেই সুযোগ নেই মহিলাদের উপর চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া থেকে চাকরি দেওয়ার নাম করে মহিলাদের উপর শারীরিক মানসিক ও ধর্ষণের মতো কাজ চালাতে হলে অভিযোগ। অতিরিক্ত ডিউটিও করতে হতো তার নির্দেশে। আবার শারীরিক অসুস্থতার জন্য কেউ ছুটি চাইলে মিলত ধমক সেই অডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। বাইট হাসপাতাল কর্মীরা। বাইট হাসপাতাল সুপার। Wt.-কিরণ মান্না।
0
comment0
Report
PDPradyut Das
Sept 20, 2025 10:49:57
Jalpaiguri, West Bengal:2C 2009ZG_JAL_LIVE_DURGA_R রাত পোহালেই মহালয়া। তার আগে শারদীয়ার আগমনী উল্লাসে মেতে উঠেছে কচিকাঁচারা। জীবন্ত‌ দেবদেবীর রূপে সকলকে মুগ্ধ করছে‌ তারা। দেবী দুর্গা, অসুর, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীকে শহরের রাস্তায় দেখে আনন্দে মেতে উঠছেন সকলেই। জলপাইগুড়ির নেতাজিপাড়া ও পরেশ মিত্র কলোনি এলাকার বাসিন্দা কয়েকজন মহিলা মিলে নিজের ছেলেমেয়েদের দেব-দেবীর রূপে সাজিয়ে স্থানীয় বাসিন্দাদের আনন্দ দিচ্ছেন। দুর্গা সেজেছে মেরি বিশ্বাস নামে এক ছাত্রী। এছাড়া রণবীর বিশ্বাস, শ্বেতা‌ ঠাকুর সহ অন্যান্য কচিকাঁচার দল মিলে অসুর, সরস্বতী, লক্ষ্মী ও কার্তিক, গণেশের রূপ ধারণ করেছে। মহালয়ার আগে আগমনির সাজে জীবন্ত দুর্গা পরিবারের সদস্যরা মিলে আনন্দ দিচ্ছে এলাকার বাসিন্দাদের। মেরি বিশ্বাস জানায়, গত কয়েক বছর ধরেই মহালয়ার আগে এভাবে আমরা দুর্গা, অসুর, লক্ষ্মী, সরস্বতী ও কার্তিক, গণেশের রূপ ধারণ করে মানুষকে আনন্দ দিই। আমাদের সাজপোশাক সহ সমস্ত আয়োজন করে দিয়েছে মায়েরা। রিপোর্ট:- প্রদ্যুত দাস ক্যামেরা:- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
2
comment0
Report
PDPradyut Das
Sept 20, 2025 10:46:46
Jalpaiguri, West Bengal:2C 2009ZG_JAL_AIDSO_AGITATION_R বীরভম জেলার রামপুরহাটে সপ্তম শ্রেনির ছাত্রীকে ধর্ষণ ও নৃশংস ভাবে খুনের প্রতিবাদে AIDSO-র হলদিবাড়ি ব্লক কমিটির পক্ষ থেকে হলদিবাড়ি শহরে একটি প্রতিবাদ মিছিল করা হয়। জলপাইগুড়ি জেলা সংলগ্ন কোচবিহার জেলার হলদিবাড়ি তে শনিবার এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন AIDSO- হলদিবাড়ি ব্লক কমিটি সম্পাদক রেজ্জাক সরকার, সভাপতি নিলু হক সদস্য বুলবুল সরকার, অভিজিৎ রায়, রাকিব আলী, কল্পনা রায় প্রমুখ। রেজ্জাক সরকার বলেন রাজ্যে নারী ধর্ষণ ও খুনের ঘটনা দিন দিন বাড়ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী নারী নিরাপত্তা দিতে ব্যার্থ। লজ্জার বিষয় শিক্ষাঙ্গনে শিক্ষার্থীরা নিরাপদ নয়। অবিলম্বে ছাত্রী সহ নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। শিক্ষাঙ্গনে সমস্ত শূন্যপদে শিক্ষক নিয়োগ করতে হবে। এই সমস্ত দাবিতে আজকের বিক্ষোভ বলে বিক্ষোভকারীরা জানান। রিপোর্ট :প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
Advertisement
Back to top