Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
বিজেপি বিধায়ক অগ্রিমিত্রা পাল ব্রেন স্ট্রোকে আক্রান্ত: চিকিৎসা চলছে!
ASAyan Sharma
Sept 05, 2025 21:08:40
Kolkata, West Bengal
ব্রেন স্ট্রোকে আক্রান্ত বিজেপি বিধায়ক অগ্রিমিত্রা পাল। গতকাল রাতে তাকে ইএম বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ব্রেন স্ট্রোকে আক্রান্ত তিনি। সিটি স্ক্যান করে দেখাযায় তিনি মাইল্ড ব্রেন স্ট্রোকে আক্রান্ত। নিউরোলজিস্ট অমিত হালদার এর অধীনে চিকিৎসাধীন রয়েছেন তিনি। আপাতত ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকতে হবে তাকে।
14
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ALArup Laha
Sept 07, 2025 16:15:48
Belna, West Bengal:
কু কথায় লাগাম পড়ছে না। এবার বিরোধী দলনেতার জন্মের ঠিক নেই বলে মন্তব্য করলেন বর্ধমান ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কোনার। রবিবার পূর্ব বর্ধমানের বণ্ডুল ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ সভা থেকে এমনই মন্তব্য করলেন। তিনি আরও বলেন, “এরকম একটা বিরোধীনেতা তৈরি করেছো যার জন্মের ঠিক নাই। সে কখনও শিশির অধিকারী-কে বাবা বলত কখনও তৃণমূল কংগ্রেস করার সময় বাংলার মমতাদিকে মা বলে সম্মান দিত। এখন বলছে পিসি আর ভাইপো আর বলছে ‘আমি মোদী কা বাচ্চা হে’, তো তুমি যদি মোদী কা বাচ্চা হও তো তুমি গুজরাটে বাস করো কাঁথিটা ছেড়ে দাও।তোমার নিজের এলাকায় সমবায় ভোট হয়েছে একটাও সিট পাওনি, বলছে ২০২৬ বিধানসভায় আমরা ক্ষমতায় বসবো। শমীক ভট্টাচার্য আর শুভেন্দু অধিকারী বলছে মুখ্যমন্ত্রী হবে, স্বপ্ন দেখছে। ২০২৬ এর বিধানসভা ভোটে নিশীথ কুমার মালিকের বিরুদ্ধে দাঁড়িয়ে দেখিয়ে যান। বর্ধমান উত্তরা বিধানসভা থেকে কত হাজার ভোটে হারবে। ৭০ টা আসন তো পাবেই না ৩০টা আসনও পাবে না। তুমি বিরোধীরা হতে পারবে না।” এই মন্তব্য নিয়ে কটাক্ষ করে বিজেপি নেতা মৃত্যঞ্জয় চন্দ্র বলেন, যাদের যেমন কালচার।তারা তো তেমনি বলবে। বাইট। মৃত্যঞ্জয় চন্দ্র (বিজেপি নেতা)। 070925ZG_BWN_LEADER
14
comment0
Report
CDChampak Dutta
Sept 07, 2025 16:15:31
Kaji Chak, West Bengal:
*পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে নজরদারি বিজ্ঞানীদের, 24 ইঞ্চি টেলিস্কোপের মাধ্যমে চলছে নজরদারী। পূর্ব ভারতের সবথেকে বড় টেলিস্কোপ বলে দাবি আয়োনোসফেরিক এন্ড আর্থকোয়েক রিসার্চ সেন্টার এন্ড অপটিক্যাল অবজারভেটারি কলকাতার ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের একটি শাখা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সীতাপুর গ্রামে অবস্থিত। অধ্যাপক সন্দীপ চক্রবর্তী, দেবাশীষ ভৌমিক, কুলদীপ বেলোয়াল রিসার্চ সাইন্টিস্ট। মহিত বিস্ট, সুব্রত গুড়াই রাত জেগে সীতাপুরের সেন্টারে নজর রেখেছেন চাঁদের উপর। প্রতিটি মুহূর্তের ছবি আপলোড হবে কম্পিউটারের। এক কথায় চাঁদের উপর রাতভর চলবে নজরদারি।* ছবি বাইট 2c তে SLUG- 0709ZG_WMID_MOON_R বাইট- (১) অধ্যাপক সন্দীপ কুমার চক্রবর্তী, ডিরেক্টর ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স কলকাতা।
13
comment0
Report
NRNarayan Roy
Sept 07, 2025 15:31:18
Siliguri, West Bengal:
*একটি বেসরকারি সংস্থার HR-কে 'বাংলাদেশি' বলে চাকরি থেকে ছাঁটাই!ঘটনায় ক্ষুব্ধ মেয়র* শিলিগুড়িতে অভিযুক্ত বেসরকারি সংস্থার নথি চেয়ে পাঠালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। গতকাল টক টু মেয়রে ফোন করে মেয়রকে অভিযোগ জানালেন অভিযোগকারী ওই ব্যক্তি। শিলিগুড়ির মেয়র গৌতম দেব আগামীকাল দেখা করতে যাবেন ছাটাই হওয়া ওই কর্মীর সাথে। 'বাংলাদেশি' তকমা দিয়ে এবার শিলিগুড়িতে একটি বেসরকারী চা কারবারি সংস্থার এইচআর-কে ছাঁটাইয়ের অভিযোগ উঠল! এমনকী সংশ্লিষ্ট সংস্থার অন্য কর্মীদের দিয়ে ওই এইচআর-কে মারধোরেরও অভিযোগ রয়েছে বলে জানাগেছে। ঘটনাটি গত ৩রা সেপ্টেম্বরের। আর ছাঁটাইয়ের নোটিশ পান গত ৪ঠা সেপ্টেম্বর। এমনকী শিলিগুড়ি থানার পুলিশ অভিযোগ নেয়নি বলেও অভিযোগ। নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা ওই কর্মী অভিষেক সেনগুপ্ত গতকাল “টক টু মেয়রে” ফোন করে শিলিগুড়ির মেয়র গৌতম দেব কে পুরো বিষয়টি নিয়ে নালিশ জানান। এবং তিনি এর বিচার চেয়েছেন। মেয়র গতকালই তাঁকে ফোনে আশ্বস্ত করেন। শিলিগুড়ি মেয়র গৌতম দেব বলেন “গুরুতর অভিযোগ। দুর্ভাগ্যজনক ঘটনা। ঘটনার পুরো নথি, অভিযোগের কপি চেয়ে পাঠিয়েছি।আগামীকাল সোমবার মেয়র অভিযোগকারী ব্যক্তির সঙ্গে দেখা করবেন। এদিকে মেয়রের কাছে নালিশ জানানোর পর অভিযোগ নিয়েছে শিলিগুড়ি থানার পুলিশ। অন্যদিকে, সংশ্লিষ্ট সংস্থার অন্যতম কর্তা নিকুঞ্জ বনসলের সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করলে তিনি “থ্যাঙ্ক ইউ” বলে কল কেটে দেন। FEED SEND BY 2C 0709ZG_SILI_BANGLA_R BYTE DETAILS: *অভিষেক সেনগুপ্ত। অভিযোগ কারী।
14
comment0
Report
ALArup Laha
Sept 07, 2025 15:31:10
Belna, West Bengal:
বর্ধমান থানার অন্তর্গত একটি এলাকায় এক মহিলাকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতি বর্ধমান শহরের পক্ষ থেকে বর্ধমান থানা ঘেরাও ও স্বরকলিপি দেওয়া হয়। তাদের দাবি ঘটনায় জড়িতদের দিষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। বাইট। সুপর্ণা ব্যানার্জী(গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সম্পাদিকা)। 070925ZG_BWN_THANA
13
comment0
Report
ALArup Laha
Sept 07, 2025 15:30:57
Belna, West Bengal:
সুপ্রিম নির্দেশিকা মেনে ৯ বছর পর রবিবার এসএসসি পরীক্ষা হল।রীতিমত কড়া পরীক্ষা পাহাড়ায় পরীক্ষা হল বর্ধমানে ।তবুও বেশ কয়েকজন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রের বাইরে বেরিয়ে এসে চরম ক্ষোভ উগড়ে দিলেন। ফের আর একবার দুর্নীতি ও স্বজনপোষণ অভিযোগ উঠলো এসএসসি পরীক্ষায়। অভিযোগ তুললেন বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাইস্কুলের বেশ কয়েকজন পরীক্ষার্থী। এক পরীক্ষার্থী জয়ত্রী বাউলিয়া বলেন, একদম পরিস্কার দেখলাম তার নামটা বারবার ইনভিজেলেটররা খুঁজে যাচ্ছে সে কে। একদম পাশাপাশি বসলো উত্তর করলো দেখলো উত্তর করলো। সে জে উত্তরপত্র পেয়েছে সেটা পরিস্কার বোঝা গেল। আমার সামনের ঘটনা। আমরা খুব অবসাদগ্রস্ত। এত বছর চাকরি করার পর এই দিন দেখতে হবে ভাবতে পারিনি। যারা দুর্নীতি করলো তারা কোন সাজা পেল না, অথচ সাজা পেলাম আমরা। এই ঘটনায় রীতিমত শোরগোল পড়েছে।পরীক্ষা শেষ হবার খানিকক্ষণ পরেই বিজেপি পক্ষ থেকে সামাজিক মাধ্যমে পোস্ট করা হয় গোটা বিষয়টি। পরীক্ষার্থীর বক্তব্যে ও ছবি দিয়ে বিজেপির পক্ষ থেকে পোস্ট করা হয় রবিবার বিকেলে। উল্লেখ্য, পূর্ব বর্ধমান জেলায় এ বছর নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য মোট ৩০ টি ও একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য মোট ২৩ টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে। জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য ১৫ হাজার ২৪৩ জন ও একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য ১২হাজার ৬৩৬ জন পরীক্ষার্থী রয়েছেন। বাইট। জয়ত্রী বাউলিয়া(পরীক্ষার্থী)। 070925ZG_BWN_BJP ক্যামেরায় সদন সিনহার সঙ্গে অরূপ লাহার রিপোর্ট।
14
comment0
Report
ALArup Laha
Sept 07, 2025 15:30:44
Belna, West Bengal:
পরীক্ষায় দৃষ্টি প্রতিবন্ধী এক শিক্ষিকার অভিযোগ, অতিরিক্ত সময় বঞ্চিত করে সমস্যায় ফেলল এসএসসি।রবিবার এসএসসি পরীক্ষায় দৃষ্টি প্রতিবন্ধী এক প্রাক্তন শিক্ষকাকে ঘিরে দেখা দিল বিতর্ক। অভিযোগ, পরীক্ষার শুরু থেকেই বারবার জানানোর পরও তাঁকে অতিরিক্ত সময় দেওয়া হয়নি। ফলে মানসিক চাপে পড়ে শেষ মুহূর্তে বারোটি প্রশ্নের উত্তর লিখতে হয়েছে। বিষয়টি নিয়ে তিনি ইতিমধ্যেই এসএসসি চেয়ারম্যানকে মেল করেছেন এবং মুখ্যমন্ত্রীর কাছে মানসিকভাবে দেখার আর্জি জানিয়েছেন। পরীক্ষার্থীর নাম হাবিবা হাবিব। তিনি পূর্ব বর্ধমানের রাইপুর কাশিয়ারা স্কুলে নবম-দশম শ্রেণিতে বাংলা পড়াতেন। শনিবার বর্ধমান ওমেন্স কলেজে তাঁর পরীক্ষা ছিল। হাবিবার দাবি, তিনি আগেই বর্ধমান এসএসসি রিজিওনাল অফিসে যোগাযোগ করেছিলেন। সেখান থেকে তাঁকে জানানো হয়েছিল, পরীক্ষার সময় অতিরিক্ত সময় ও প্রয়োজনে আলাদা করে বসে পরীক্ষা দেওয়ার সুযোগ মিলবে। কিন্তু পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তাঁর দৃষ্টি প্রতিবন্ধী সার্টিফিকেট দেখানো সত্ত্বেও সেই সুযোগ দেননি। হাবিবা বলেন, “শুরু থেকেই বারবার জানিয়েছি আমি দৃষ্টি প্রতিবন্ধী। তবুও আমাকে কোনও বাড়তি সময় দেওয়া হয়নি। এর ফলে আমি নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারিনি। শেষ মুহূর্তে তাড়াহুড়ো করে বারোটি প্রশ্নের উত্তর লিখতে হয়েছে।” এই ঘটনায় পরীক্ষার্থীর ক্ষোভ ও ক্ষোভের সুর ছড়িয়ে পড়েছে। বাইট। হাবিবা হাবিব(পরীক্ষার্থী)। 070925ZG_BWN_HABIBA
14
comment0
Report
KMKIRAN MANNA
Sept 07, 2025 15:30:35
Dihierench, West Bengal:
*অনেক টাকা দিয়ে এস এস সির প্রশ্ন বিক্রি হয়েছে,পরিবর্তন সংকল্প যাত্রায় এসে মারাত্মক দাবি শুভেন্দুর* সরকারের অপশাসন ও দুর্নীতির প্রতিবাদে তমলুকের ডিমারী স্কুল মাঠ থেকে কাঁকটিয়া বাজার অব্দি ৪ কিলোমিটার সুবিশাল পদযাত্রা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।আজকে এস এস সি পরীক্ষা নিয়ে বলেন *বহু পরীক্ষার্থী এডমিট পেয়েও পরীক্ষা দিতে যায়নি,কারণ মমতার কাছে তারা কিছু আশা করেনা।বহু জায়গায় তৃণমূলের ক্যাডার রা অ্যাডমিট পরীক্ষা করে ভেতরে ঢোকাচ্ছে।অনেক টাকা দিয়ে প্রশ্ন বিক্রি করেছে।* পরিবর্তন সংকল্প যাত্রা নিয়ে বলেন রোহিঙ্গা মুক্ত বাংলার দাবিতে শহীদ মাতঙ্গিনীর মাটিতে পদযাত্রা করছি।প্রায় ৪ হাজার সমর্থক এই মিছিলে যোগ দেন।
14
comment0
Report
ALArup Laha
Sept 07, 2025 13:45:26
Belna, West Bengal:
পূর্ববর্ধমানেরবআউশগ্রামের পিচকুড়ি গ্রাম থেকে উদ্ধার হওয়া ৯টি তাজা বোমা নিষ্ক্রিয় করল সিআইডির বোম স্কোয়ার্ড। রবিবার দুপুর ৩টা মিনিট নাগাদ গ্রামের একটি ফাঁকা জায়গায় বোমা গুলিকে নিষ্ক্রিয় করা হয়। তবে দীর্ঘদিন শান্ত থাকার পর ফের পিচকুড়ি গ্রামে বোমা উদ্ধারে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোবিন্দপুর থেকে পিচকুড়ি যাওয়ার রাস্তার পাশে একটি ঝোপঝাড়ের মধ্যে প্লাস্টিকের বালতিতে শনিবার বোমগুলি স্থানীয়দের নজরে আসে। এরপরেই জায়গাটিকে ঘিরে রাখে পুলিশ। তারপর সিআইডির বোম স্কোয়ার্ডের একটি দল বোমা গুলিকে নিষ্ক্রিয় করে। 070925ZG_BWN_CID
13
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Sept 07, 2025 13:36:16
Kolkata, West Bengal:
আমরা দ্বেষদ্রোহী! আর আপনি? এই নিয়ে রবিবার দুপুরে এক মনোজ্ঞ আলোচনাসভা হয়ে গেল স্বভূমি প্রাঙ্গনের এর রেস্তোরাঁয়। দেশের ভাল কোন পথে এই নিয়ে নানা মুনির নানা মত। এমনটাই হবার কথা। কিন্তু মতান্তরে কেন এত মনান্তর? দেশ বাঁচাতে কেন এত দ্বেষ? ধর্মে ধর্মে, জাতিতে জাতিতে, এমনকি বিভিন্ন ভাষাভাষীদের মধ্যেও কেন জন্ম নিচ্ছে বৈরিতা? 'বিবিধের মাঝে' কেন সম্ভব হচ্ছে না 'মিলন মহান' এইসব প্রশ্নের উত্তর খুঁজলেন সমাজের বিশিষ্ট রাজনীতিবিদ, চিকিৎসক, রাজনৈতিক বিশ্লেষকরা। অনুষ্ঠানের আয়োজক একটি ডিজিটাল মিডিয়া সংস্থা। হাজির ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য, চিকিৎসক অরিন্দম বিশ্বাস প্রমুখ।
14
comment0
Report
ABArup Basak
Sept 07, 2025 13:36:12
Mal Bazar, West Bengal:
*তৃনমুল নেতা বাবুয়া প্রসাদের দোরগোড়ায় সংবর্ধনা সভা, রূপ নিলো প্রতিবাদে।তৃনমুল এর গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে...* তৃণমূল কংগ্রেসের মাল ব্লকের ডামডিম অঞ্চলে দলের নতুন ব্লক সভাপতি জিতনি মাহালি সহ অন্যান্য নেতাদের সংবর্ধনা জানাতে রবিবার একটি সভার আয়োজন করা হয়। তবে সেই সভা কার্যত রূপ নেয় সদ্য প্রাক্তন ব্লক সভাপতি সুশীল কুমার প্রসাদ ওরফে বাবুয়া প্রসাদের বিরুদ্ধে প্রতিবাদ সভায়। সভাস্থল হিসেবে বেছে নেওয়া হয়েছিল বাবুয়া প্রসাদের বাড়ির সামনের নেতাজী সুভাষ মুক্ত মঞ্চ। সেখানে তাঁর অনুপস্থিতিতেই একাধিক অভিযোগ তুলে ধরেন ডামডিম অঞ্চল তৃণমূল সভাপতি নবীন টোপ্পো। তিনি বলেন,ব্লক সভাপতির প্রভাব খাটিয়ে আমাকে কার্যত অকার্যকর করে রেখেছিলেন বাবুয়া প্রসাদ। কোনও উন্নয়নমূলক কাজে আমি অংশ নিতে পারিনি।" সভায় উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলু চিক বরাইক। তিনি বলেন,২০২৬ সালের নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই শুরু করতে হবে। প্রার্থী নির্বাচন করবে রাজ্য নেতৃত্ব। সকল কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।" ব্লক সভাপতি জিতনি মাহালি দলের মধ্যে অতীতের বিভ্রান্তি দূর করে সকলকে নিয়ে চলার বার্তা দেন। সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল নেতা তমাল ঘোষ, ওদলাবাড়ি পঞ্চায়েত সভাপতি সুকান্ত চৌধুরী, যুব তৃণমূলের মাল ব্লক সভাপতি আরমান আর্সাদ, তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের নেতা অর্জুন ছেত্রী প্রমুখ। বাবুয়া প্রসাদ বলেন,আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু খেলার মাঠে পূর্বনির্ধারিত কাজ থাকায় যেতে পারিনি। সভায় মন্ত্রীর সামনে আমার বিরুদ্ধে যে ভাষা ব্যবহার করা হয়েছে, তা অনুচিত। মন্ত্রীর উচিত ছিল নেতাদের সংযত করা। নবীন টোপ্পোর সব অভিযোগই ভিত্তিহীন। কিছুদিন আগেই সংবর্ধনা সভা হয়েছে, আবার এই সভার কোনো মানে হয় না।" বাইট ১) ডামডিম গ্রাম পঞ্চায়েত অঞ্চল সভাপতি নবীন টোপ্পো। ২) মন্ত্রী বুলুচিক বড়াইক। ৩) প্রাত্তন ব্লক সভাপতি, তথা মাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুশিল কুমার প্রসাদ (বাবুয়া) 0709ZG_MAL_TMC_MEETING_R
14
comment0
Report
PDPradyut Das
Sept 07, 2025 13:36:05
Jalpaiguri, West Bengal:
2C 0709ZG_JAL_SUJON_CPIM_R জলপাইগুড়িতে সিপিআই (এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর রিঅ্যাকশন ১) শালীনতার মাত্রা ছাড়ালেন মালদহের তৃণমূল জেলা সভাপতির। বিরোধীদের কন্ঠরোধে গলায় অ্যাসিড ঢালার নিদান। অগণতান্ত্রিক মন্তব্য করিনি। দাবি রহিম বক্সির। কটাক্ষ বিজেপির। ২) সন্দেশখালির আঁচ এবার বর্ধমানে? দিনের পর দিন মহিলাকে ডেকে নির্যাতনের অভিযোগ। তৃণমূলের কার্যালয় লাগোয়া এক অফিসের ঘটনা। খাস বর্ধমান শহরের রসিকপুরের ঘটনা। ধৃত তিন তৃণমূলকর্মী। ৩) মগরাহাটে আবাস যোজনায় কাটমানির অভিযোগ। অসম্পূর্ণ ঘর, ঝুপড়িতে দিন কাটাচ্ছেন বিধবা বৃদ্ধা। অভিযুক্ত পঞ্চায়েত সদস্য। অভিযোগ অস্বীকার তৃণমূলের। ৪) হরিদেবপুরে জন্মদিনের পার্টিতে গণধর্ষণের অভিযোগ। হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের তরুণীর। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস। দুই অভিযুক্ত বেপাত্তা। ৫) যোগীর রাজ্যে নেই চাকরি। মিলছে না সরকারি চাকরিও। এই অবস্থায় বাংলায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পুরুলিয়া, হুগলি থেকে কলকাতায় উত্তরপ্রদেশের শয়ে শয়ে পরীক্ষার্থী। শুধু উত্তরপ্রদেশ নয়, বাংলায় ভিড় বিহারের পরীক্ষার্থীদের। ৬) বাংলায় অনুপ্রবেশ উদ্বেগ RSS-র বৈঠকে, যোধপুরে RSS-র বৈঠকে অনুপ্রবেশ বন্ধের দাবি, বাংলার বিপুল সংখ্যক অনুপ্রবেশকারি অশান্তি বাড়াচ্ছে দাবি RSS-র ৭) বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, SSC- র প্রশ্নপত্রও ফাঁস হবে বাতিল হবে এই পরীক্ষাও, তাহলে এই পরীক্ষার ভবিষ্যৎ কি?- ৮) শুধুই বাংলার বাইরে নয় সংখ্যালঘু এবং বাঙালী বিদ্বেষ বাংলার মধ্যেই। অফিসে বাংলা বলায় বাংলাদেশী তকমা দিয়ে চাকরী কেড়ে নেওয়া হল শিলিগুড়ির বাসিন্দা অভিষেক সেনগুপ্তর ৯) মতুয়া সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে কটুক্তি মন্তব্য করায় এবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করল মতুয়া সম্প্রদায়ের মানুষ। ১০) খাস কলকাতায় দুষ্কৃতি দৌরাত্ব ফুলবাগানের পর পাটুলির পেট্রল পাম্পেও রাতের অন্ধকারে পেট্রল পাম্প কর্মী এবং ম্যানেজারকে মারধর এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে অভিযোগের তীর স্থানীয় তৃণমূল কর্মীদের দিকে রিপোর্ট:- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
14
comment0
Report
KAKAYESH ANSARI
Sept 07, 2025 13:35:57
Darjeeling, West Bengal:
*ALL THE MANDIR OF HILL IS CLOSED FROM 2PM DUE TO YEAR LAST AND BIGGEST CHANDRA GARHAN* Nepali Community also follow the guideline of Garhan and today is the Year Last And Biggest Chandra Garhan for which all the Mandir is closed after the Morning Pray (from 2pm) the main entrance and the main door of the mandir is closed which will be continue till tomorrow morning and after that again the Mandir will wash with holy water and than the pray will be start. One of the oldest Dugra Maa Mandir of Darjeeling is close and many people area coming to ask about the Garhan time table Bite of Pujari We had done the puja in morning around 6am till 12 noon as daily we do, after that Mandir was wash with holy water and than closed. And after the garhan we will again wash and started the pray. Bite of Local We had done the morning pray in home after that we close our mandir and the Dinner we will had earlier and after that we will sit in pray and from morning again the daily pray will be start
14
comment0
Report
BSBidhan Sarkar
Sept 07, 2025 13:35:42
Chinsurah, West Bengal:
উত্তরপ্রদেশ থেকে এসএসসি পরীক্ষা দিতে এসে কেপমারের পাল্লায় পরীক্ষার্থী! উত্তরপ্রদেশের রামপুর গোপিগঞ্জ সন্ত রবিদাস নগরের বাসিন্দা আনন্দ কুমার বিন্দ। এসএসসি পরীক্ষা দিতে এসেছেন। বিভূতি এক্সপ্রেসে হাওড়া সেখান থেকে লোকাল ট্রেনে হুগলিতে নামেন গতকাল।আনন্দের দাবী স্টেশনে এক ব্যাক্তির সঙ্গে তার দেখা হয়।হোটেলে নিয়ে গিয়ে তাকে খাবার খাওয়ায় পর গঙ্গায় স্নান করাতে নিয়ে যায়।তারপর আবার স্টেশনে যান রাত কাটানোর জন্য।তারপর কি হয়েছে মনে নেই। কেউ তাকে হাসপাতালে ভর্তি করে দেয় তাকে। জ্ঞান ফিরলে দেখেন চুঁচুড়া হাসপাতালে।হাসপাতাল থেকে আজ হুগলি এইচইটিসি কলেজে পরীক্ষা দিতে আসেন তিনি। মাথা ঘুরতে থাকায় পরীক্ষা কেন্দ্রের বাইরে বসে পরেন। ইতিহাস বিষয়ে পরীক্ষা দেবেন আনন্দ।তার মোবাইল আর টাকা নিয়ে খোয়া গেছে।
14
comment0
Report
BSBidhan Sarkar
Sept 07, 2025 13:35:26
Chinsurah, West Bengal:
আজ নবম দশম শিক্ষক নিয়োগের জন্য এসএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে।সকাল এগারোটায় পরীক্ষা কেন্দ্রে রিপোর্ট করতে বলা হয়েছে পরীক্ষার্থীদের। বেলা ১২ টা থেকে পরীক্ষা শুরু,ষাট নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে দের ঘন্টা।পরীক্ষা কেন্দ্রে গুলোতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।পুলিশ মোতায়েন আছে।সিসি ক্যামেরা বসানো হয়েছে। অনেক পরীক্ষার্থী আছেন যারা ২০১৬ সালেও পরীক্ষা দিয়েছিলেন।এবারও বসছেন।যোগ্য চাকরিহারা শিক্ষকরাও পরীক্ষা দিচ্ছেন। হুগলিতে মোট পরীক্ষার্থী ১৪,২৭২ জন। পরীক্ষা কেন্দ্র ৩৩ টি।
14
comment0
Report
BSBidhan Sarkar
Sept 07, 2025 13:35:15
Chinsurah, West Bengal:
নিলিমা গায়েন সুমনের স্ত্রী সঞ্জয় বিশ্বাস সুমনের ভাই সুমন বিশ্বাস এই তিনজন পরীক্ষা দিচ্ছে। সুমনের সিট পরেছে চুঁচুড়া বিনোদিনী বালিকা বিদ্যালয়ে। সঞ্জয়ের সিট পরেছে এইচইটিসি কলেজে। নিলিমার সিট পরেছে চুঁচুড়া শিক্ষা মন্দির স্কুলে।
14
comment0
Report
Advertisement
Back to top