Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Alipurduar736121

अलिपुरद्वार अस्पताल के शवों का अंतिम संस्कार: 18 लाशें तीन चरणों में जलीं

TDTapan Deb
Sept 24, 2025 03:03:03
Alipurduar, West Bengal
*আলিপুরদুয়ার* == অবশেষে তিন ধাপে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের মর্গে থাকা অপরিচিত মানুষের মৃতদেহ গুলো দাহ করা হল। আলিপুরদুয়ার জেলা হাসপাতাল ও পুরসভার মধ্যে মৃতদেহ দাহ করা নিয়ে বেশ কিছুদিন ঠান্ডা লড়াই চলছে। পুরসভা পরিচালিত বৈদ্যতিক চুল্লি নষ্ট হওয়ায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালের মর্গে প্রায় ১৮ টি অপরিচিত ব্যক্তির মৃতদেহ পরেছিল। এতো মৃতদেহ থাকায় তাতে পচন ধরে। পুরসভার চেয়ারম্যান মৃতদেহ দাহ করতে প্রথমে অস্বীকার করে। কিন্তু পুরসভার বৈদ্যুতিক চুল্লি খারাপ হওয়ায় কিছুটা দায় পরে পুরসভার ঘাড়ে। কাঠ দিয়ে মৃতদেহ দাহ করতে বেশ খরচ রয়েছে। পরে শহরের মানুষ পুরসভাকে সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় তিন দফায় ১৮ টি মৃতদেহ দাহ শেষ করা হল। ফলে হাফ ছেড়ে বেচেছে হাসপাতাল কতৃপক্ষ। পুরসভার চেয়ারম্যান থেকে হাসপাতাল সুপার সকলেই শহরের বাসিন্দাদের শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু আর্থিক সংকট ও আইনি জটিলতার দরুন পুরসভার বৈদ্যতিক চুল্লি প্রায় আড়াই মাসের বেশি সময় ধরে নষ্ট হয়েই পরে রয়েছে। কবে ঠিক হবে কেউ জানে না। ================ ( ছবি 2Cতে পাঠালাম FILE : 240925ZG _ ALD _ BURN BYTE - 1) প্রসেনজিত কর - পুরসভার চেয়ারম্যান। 2) পরিতোষ মন্ডল - হাসপাতাল সুপার। #################
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MMManoranjan Mishra
Sept 24, 2025 07:09:04
Purulia, West Bengal:পুরুলিয়া: পুরুলিয়া - ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় বুনো হাতির দলের আতঙ্কে ঘুম ছুটেছে দুই প্রান্তের বাসিন্দাদের । রাতের অন্ধকারে এলাকা দিয়ে যাতায়াতের সময় পুরুলিয়ার বাঘমুন্ডি বনাঞ্চলের গন্ধডি এলাকায় এক হস্তি শাবক কুয়োয় পড়ে যায় । যার কারণে বুনো হাতির দল তাণ্ডব শুরু করে । খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে জেসিবি মেশিন লাগিয়ে কুয়ো থেকে হস্তি শাবককে উদ্ধার করে। গত কয়েকদিন ধরেই ১৫-১৬ টি বুনো হাতির একটি দল বাঘমুন্ডি এলাকায় ঘোরাফেরা করছে । গতকাল অন্ধকারে এলাকায় যাতায়াতের সময় একটি হস্তি শাবক কুয়োয় পড়ে যায়। রাতারাতি বনকর্মীরা জেসিবি মেশিন নিয়ে হাজির হন এলাকায় । সেই হস্তি শাসবককে উদ্ধার করে নিজের দলে ফিরিয়ে দেয় । বর্তমানে বুনো হাতির দলটি ঝাড়খণ্ডের জঙ্গলে অবস্থান করছে । হাতির দলের গতিবিধির ওপর নজর রাখছে পুরুলিয়ার বনবিভাগ । বাইট : পরীক্ষিত কুইরি (স্থানীয় বাসিন্দা)
5
comment0
Report
PDPradyut Das
Sept 24, 2025 07:08:38
Jalpaiguri, West Bengal:2C 2409ZG_JAL_TIGER_R1 বনদপ্তরের তরফে খাঁচা পাতা হল। অজানা জন্তুর আতঙ্কে জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শোভাবাড়ি গ্রাম। আতঙ্কে স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক থেকে শুরু করে পূজো উদ্যোক্তারা। জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শোভাবাড়ি এলাকায় অজানা জন্তুর আতঙ্কে চাঞ্চল্য। রাতের অন্ধকারে সাইকেল আরোহীর উপর অতর্কিত হামলা চালায় একটি বন্যপ্রাণী। অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি—সাহসিকতার সঙ্গে সাইকেল ছুড়ে মেরে জন্তুটিকে প্রতিহত করেন। এর আগে গত দু’দিনে একই এলাকায় চারজন সাধারণ মানুষকে আক্রমণ করেছে অজানা প্রাণী। কারও ধারণা চিতাবাঘ, আবার কেউ বলছে শেয়ালও হতে পারে। সব মিলিয়ে গ্রামজুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, বন দপ্তর দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিক। ঘটনাস্থল পুলিশ এবং বনদপ্তরের টহলদারি অব্যাহত। রিপোর্ট :- প্রদ্যুত দাস ( জলপাইগুড়ি )
3
comment0
Report
SCSaurav Chaudhuri
Sept 24, 2025 07:08:09
Jhargram, West Bengal:বিক্রি হয়ে গেছে পঞ্চায়েত অফিস থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। গোটা গ্রামকেই বক্রি করে দিয়েছে দালাল রা। বাকড়া গ্রামের জমি জালিয়াতি কাণ্ডে তৃতীয় গ্রেফতার, দললি লেখকের সঞ্জয় দাস। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বাকড়া গ্রামে জমি জালিয়াতি কাণ্ডে ফের গ্রেপ্তার করল সাঁকরাইল থানার পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বাকড়া গ্রামের প্রায় ১২৫ টি পরিবারের প্রায় ৪০০ একর জমি ভুয়ো কাগজপত্র ব্যবহার করে অন্যের নামে রেজিস্ট্রি করানো হয়েছিল। অভিযোগ, জমির মালিকদের নকল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। এমনকি কোথাও জমির প্রকৃত মালিককে মৃত দেখিয়েও হস্তান্তরের চেষ্টা করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসীরা ঝাড়গ্রাম জেলা রেজিস্ট্রি অফিস ও জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখিয়ে জমি ফেরত ও দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। এরপরই সিট গঠন করে তদন্ত শুরু করে ঝাড়গ্রাম জেলা পুলিশ। এর আগেই এই মামলায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুয়ো উত্তরাধিকার শংসাপত্র দেখিয়ে জমি বিক্রির অভিযোগে ধরা পড়েছেন চিড়াকুটি গ্রামের শুকরঞ্জন মাহাত। অন্যদিকে, একাধিক রেভিনিউ ট্রানজেকশনে জড়িত থাকার অভিযোগ উঠেছে ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা এলাকার দেবাংশু পাহাড়ির বিরুদ্ধে। তৃতীয় গ্রেপ্তার সঞ্জয় দাসকে মঙ্গলবার রাতে বাঁকুড়া জেলা সদর থানার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদে জানতে পারে, এই জালিয়াতি চক্রে দললি লেখকের মূল মাথা ছিলেন সঞ্জয় দাস। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী ব্লকের ছেবদা গ্রামে। বুধবার তাঁকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। পুলিশের অনুমান, তদন্তের অগ্রগতিতে আরও অনেক প্রভাবশালীর নাম উঠে আসতে পারে। ঝাড়গ্রাম জেলা জুড়ে এক বেআইনি স্পঞ্জ আয়রন কারখানা এই ভাবেই বেআইনি ভাবে জমি কিনে নকল কাগজ বানিয়ে ব্যাঙ্ক এ সেই জমি মডগেজ দিয়ে দেয়। বিপুল অঙ্কের লোন নিয়ে সেই টাকা বিদেশে পাচার করে। এক্ষেত্রে ও সেই কোম্পানির ভূমিকা কতটা সেটাই ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। গোটা ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দোষীদের কোনওভাবেই ছাড়া হবে না বলে জানায় প্রশাসন।
0
comment0
Report
PDPradyut Das
Sept 24, 2025 07:07:41
Jalpaiguri, West Bengal:2C 2409ZG_JAL_OVIJAN_R VISU, BYTE & PTC SEND BY 2C পুজোর মুখে পুলিশ এবং প্রশাসনের অভিযান জলপাইগুড়ি শহরের বিভিন্ন খাবারের দোকান গুলোতে। বিভিন্ন বেকারির তৈরি খাবার যেমন কেক, পেসটি, বিস্কুট, ব্রেড ইত্যাদি খাবার গুণগতমান ঠিকঠাক আছে কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি ফায়ার লাইসেন্স ইত্যাদি প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখতে জেলা প্রশাসনের আধিকারিকদের হানা। পুলিশ এবং দমকল বাহিনীকে নিয়ে জেলা প্রশাসনের অভিযান। জলপাইগুড়ির বিভিন্ন খাবারের দোকানে হানা দেয়, ক্রেতা সুরক্ষা দপ্তর, ফুড সেফটি, লিগাল মিথলজি, দমকল বিভাগ সহ পুলিশ অফিসার ও অন্যান্য দপ্তরের আধিকারিকারা। বেশ কিছু জায়গায় নিয়ম নামেনি ব্যবসা চালিয়ে যাচ্ছেন কিছু ব্যবসায়ী বলে অভিযোগ। অভিযানে গিয়ে আধিকারিকরা ব্যবসায়ীদের সচেতন করেন। রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ক্যামেরা:- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Sept 24, 2025 07:07:25
Asansol, West Bengal:গাছের ডাল, পুলিশের ব্যারিকেট, আর জলের পাত্র রাস্তার মাঝে রেখে এবার জলের দাবিতে বিক্ষোভ দেখিয়ে ঘন্টাখানেক পথ অবরোধ করল আসানসোল পুরনিগমের তিন নম্বর ওয়ার্ডের এলাকাবাসীরা। বিক্ষোভকারীদের অভিযোগ দীর্ঘ প্রায় তিন সপ্তাহ ধরে জল সরবরাহ বন্ধ হয়ে রয়েছে তাদের এ নিয়ে বারংবার ওয়ার্ড কাউন্সিলর ও বোরো চেয়ারম্যান কে জানিও কোন সুরাহা না মেলায় বুধবার তারা সকাল পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের দাবি তাদের এলাকায় যে সকল পানীয় জলের কল রয়েছে সেগুলিতে জল দীর্ঘদিন ধরে আসছে না, আজ যে সকল ট্যাঙ্কারে করে তাদের এলাকায় জল দেওয়া হয় সেই ট্যাংকারগুলিও নিয়মিত আসে না, এর জেরে এলাকার কুয়ো থেকে জল খেতে বাধ্য হয়েছে তারা এর জেরে অনেকেই পেটের অসুখ সহ অন্যান্য অসুখেও ভুগছে, যা নিয়ে তারা এবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছে বলেই দাবি করেছেন তারা। তাদের দাবি অবিলম্বে তাদের যে সকল এলাকাগুলি রয়েছে সেই এলাকায় পর্যাপ্ত পানিয় জল সরবরাহ করতে হবে, আর যে সকল ট্যাংকার গুলি করে তাদের জল সরবরাহ করা হয় তার সংখ্যা বাড়িয়ে তা নিয়মিত জল সরবরাহের ব্যবস্থা করতে হবে। এই দাবি করেই তারা পুলিশ প্রশাসনের কাছেও তাদের ক্ষোভ উগরে দেয়। পরে এই ঘটনার বিষয়ে পুলিশ প্রশাসন পৌর কর্তৃপক্ষের সঙ্গে ও জল সরবরাহ দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে এই আশ্বাস দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি। এদিনের এই বিক্ষোভের জেরে জামুরিয়া রানীগঞ্জ যাওয়ার রাস্তায় দীর্ঘক্ষণ ধরে অসংখ্য যানবাহন আটকে পড়ে, পরে পুলিশ প্রশাসন যাননিমন্ত্রণ করে সমস্যার সমাধান করেন। 2409ZG_ASN_WATER_BLOCKED Bytes
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Sept 24, 2025 07:06:47
Jhargram, West Bengal:চিল্কিগড়ে অষ্টমী তিথিতে বিরাম ভোগ রাঁধেন মা কনক দুর্গা ঝাড়গ্রাম শহর থেকে মাত্র ১৪ কিমি দুরে নির্জন অরণ্যের মধ্যে দন্ডায়মান ইতিহাস, যা শহুরে সভ্যতার কাছে এখন অনেকটাই অজানা। নীলবসনা দেবীর এই ঐতিহ্য নিয়ে আজও পর্যটকদের কাছে ব্যতিক্রমী ঠিকানা ঝাড়গ্রামের চিলকিগড়ের কনক দুর্গা মন্দির। মত্তগজ রাজবংশের গোপীনাথ সিং এই পুজোর প্রতিষ্ঠা করেন বলে জানা যায়। আজ থেকে প্রায় পাঁচ শত বছর আগে রাজা রানীমার কাঁকন ও বালা দিয়ে তৈরি করেছিলেন দেবী কনকদুর্গার মূর্তি, আর এই মন্দিরই স্থাপন করা হয়েছিল চিলকিগড়ের ডুলুং নদীর চরে গভীর অরণ্যের মাঝে, প্রথমে এখানে ব্রাহ্মণ রাজা স্বরূপ ত্রিপাঠী পুজো করে আসছিলেন পরবর্তী ক্ষেত্রে সামন্ত রাজা এই পুজো চালিয়ে আসছেন। সারা বছরই পূণ্যার্থীরা এই মন্দিরে ভিড় করেন। তবে দুর্গাপুজোর সময় বহু পর্যটক ঘুরতে আসেন এখানে।অন্যান্য পূজোর নিয়মাবলী ক্ষেত্রে এখানে পুরোপুরি ভিন্ন, মহাষ্টমীতে হাঁসের ডিমের ভোগ দেওয়া হয়। তবে দুর্গাপুজোর চার দিন বিশেষ রীতি আচার মেনে পুজো চলে ঝাড়গ্রামের কনক দুর্গা মন্দিরে। এই চার দিন দেবীকে হাঁসের ডিম, মাছ পোড়া, শাক ভাজা ও পান্তা ভাতের ভোগ নিবেদন করা হয়। প্রতিবার খাবারের শেষে মায়ের জন্য একটি পান দিয়ে আসেন এখানকার পুরোহিতরা। কথিত আছে এখানে অষ্টমীর বিরাম ভোগ রাঁধেন দেবী নিজে। তিথি-নক্ষত্র মেনেই অষ্টমী পুজোর পর গভীর রাতে জঙ্গলের ভেতরে একটি কক্ষে নতুন মাটির হাঁড়িতে জল ও অন্য়ান্য সামগ্রী ভরে শালপাতা দিয়ে হাঁড়ির মুখ বন্ধ করে উনুনে চাপিয়ে দেন মন্দিরের মূল পুরোহিত।উনুনে তিনটি কাঠে আগুন জ্বেলে ঘরের দরজা তালাচাবি দিয়ে বন্ধ করে রাজ বাড়িতে দিয়ে আসা হয়।সেখানে বাইরের কারও প্রবেশাধিকার থাকে না। নবমী দিন সকালে ফের রাজবাড়ি থেকে চাবি এনে তা খোলা হয় শুরু হয় নবমীর পুজো। স্থানীয়দের বিশ্বাস দেবী স্বয়ং এসে এই ভোগ রান্না করেন। স্থানীয়দের মতে এই দেবী অত্যন্ত জাগ্রত, মায়ের কাছে কিছু প্রার্থনা করলে তা পূর্ণ হয়। চিলকিগড়ে গিয়ে পৌঁছলেই মনে হবে প্রকৃতি তার সব রূপ যেন ঢেলে দিয়েছে। নদী, ছায়াঘন জঙ্গল, গাছে গাছে রঙবেরঙের প্রজাপতি, কি নেই সেখানে। জঙ্গলের মধ্যে কনকদুর্গা মন্দির, ডুলুং নদী এবং জঙ্গলের টানে পর্যটকের ভিড় এখানে লেগেই থাকে বছরভর। কিন্তু, রাতে থাকার ঠিকঠাক ব্যবস্থা না থাকায় মুখ ফেরাচ্ছিলেন পর্যটকরা। এবার সেই কালিমা ঘুচিয়ে নবরূপে তৈরি চিলকিগড়। জঙ্গল লাগোয়া এলাকায় অতিথিশালা রয়েছে। প্রশাসনের উদ্যোগে মন্দির চত্বরে সৌন্দর্যায়নের কাজ হয়েছে।
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Sept 24, 2025 07:06:30
Jhargram, West Bengal:।।লালগড় রাজবাড়ী র পুজো।। নেই চার ছেলে-মেয়ে, দুই সখীকে নিয়ে দুর্গারূপে পূজিতা হন মা সর্বমঙ্গলা ঝাড়গ্রামের লালগড়ে প্রায় ৩০০ বছর ধরে পুজো হয়ে আসছে মা দুর্গার । এখানে মা সর্বমঙ্গলা দুর্গা রূপে পূজিতা হন । কথিত আছে তৎকালীন রানি রান্নার চাল ধোয়ার জন্য পুকুরে গিয়েছিলেন । সেই সময় জলের থেকে ভেসে কুলোয় উঠে এসছিল মা সর্বমঙ্গলা । রানি সেই মূর্তিকে নিয়ে এসে ঠাকুর ঘরে রেখেছিলেন । তারপরেই রাজার কাছে আসে তাঁকে প্রতিষ্ঠা করার স্বপ্নাদেশ । শুধু তাই নয়, বেশ কিছু শর্তও ছিল মায়ের । যেমন, মা দুই সখীকে নিয়ে এখানে এসেছিলেন । সঙ্গে ছিল না কার্তিক, গণেশ, লক্ষ্মী , সরস্বতী । মায়ের আদেশ ছিল মন্দিরে তাঁর নিত্যপুজো হলেও, দুর্গাপুজোর দিন বিশেষ পুজো হবে । আর সেই দিনগুলি অন্যত্র নিয়ে গিয়ে পুজো দিতে হবে দেবীকে । সেইমতোই সমস্ত প্রথা মেনে মায়ের মন্দিরে নিত্যপুজো হয়। তবে, সপ্তমী, অষ্টমী, নবমী দুর্গা মন্দিরে নিয়ে আসা হয় মা-কে । ওই চারদিন দুর্গা মন্দিরেই পূজিতা হন মা । তারপর দশমীর দিন সর্বমঙ্গলা মা ফিরে যান তাঁর মন্দিরে । তারপর ঘট বিসর্জন করা হয় পুকুরে । লালগড়ের এই ঐতিহ্যবাহী পুজোয় মায়ের সঙ্গে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী থাকে না । কথিত আছে, দুই সখী জয়া ও বিজয়াকে নিয়েই বিরাজমান সর্বমঙ্গলা মা । দুর্গাপুজোর কয়েকদিন মা-কে অন্নভোগ দেওয়া হয় । এছাড়া, বলি প্রথাও রয়েছে । তবে, এখানে কুমড়ো, শসা ও ঝিঙ্গের বলি হয় । দুর্গাপুজোর সময় দূর-দূরান্ত থেকে লোকজন এখানে আসে, মায়ের আশীর্বাদ নেন। বাইট-দর্পনারায়ন সাহস রায় (রাজবাড়ীর সদস্য) বাইট- মনিমা সাহস রায় ( রাজবাড়ী সদস্যা)
0
comment0
Report
ABArup Basak
Sept 24, 2025 06:04:55
Mal Bazar, West Bengal:*বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগদানের হিড়িক বিধাননগরে, দাবি তৃণমূলের। বিজেপির পাল্টা আক্রমণ...* আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনকে চাঙ্গা করতে তৎপর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রাতে মালবাজার মহকুমার মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের মুন্সিধূরা এলাকায় একটি যোগদান সভার আয়োজন করে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের দাবি, ওই সভায় এলাকার সিপিএম ও বিজেপি থেকে মোট ১১টি পরিবার, প্রায় ৫০ জন ভোটার তৃণমূলে যোগদান করেছেন। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন ব্লক ও জেলা নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের মেটেলি ব্লক সভানেত্রী স্নোমিতা কালান্দি জানান, "রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়নমুখী কর্মসূচিতে আস্থা রেখেই বিরোধী দল ছেড়ে সাধারণ মানুষ তৃণমূলে আসছেন। আগামি নির্বাচনে এইসব এলাকা থেকে আমরা বড় ব্যবধানে জয়লাভ করব। বিজেপির নোংরা রাজনিতিতে মানুষজন বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তবে তৃণমূলের এই দাবিকে নস্যাৎ করে বিজেপির জেলা সদস্য মজনু হক বলেন, তিনি বলেন সবই মিথ্যা প্রচার। তৃণমূল নিজেদেরই লোকদের আবার দলে ফেরাচ্ছে, নতুন কিছু নেই। এখন তৃণমূলের সঙ্গে সাধারণ মানুষের আর কোনও সম্পর্ক নেই, শুধু নেতা-মন্ত্রীদের ঘিরেই দল চলছে। স্থানীয় রাজনীতিতে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। আগামী দিনে এই যোগদানের প্রভাব কতটা বাস্তবে ভোটবাক্সে পড়ে, তা সময়ই বলবে। সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রেজাউল বাকী, মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান, বিধাননগর গ্রাম পঞ্চায়েত প্রধান তাজমিরা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। বাইট ১) যোগদানকারি যুবক। ২) স্নোমিতা কালান্দি, তৃণমূল ব্লক সভানেত্রী। ৩) বিজেপির জেলা সদস্য মজনু হক। 2409ZG_MAL_TMC_JOIN_R
0
comment0
Report
PDPradyut Das
Sept 24, 2025 06:04:47
Jalpaiguri, West Bengal:2C 2409ZG_JAL_TIGER_R বনদপ্তরের তরফে খাঁচা পাতা হল। অজানা জন্তুর আতঙ্কে জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শোভাবাড়ি গ্রাম। আতঙ্কে স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক থেকে শুরু করে পূজো উদ্যোক্তারা। জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শোভাবাড়ি এলাকায় অজানা জন্তুর আতঙ্কে চাঞ্চল্য। রাতের অন্ধকারে সাইকেল আরোহীর উপর অতর্কিত হামলা চালায় একটি বন্যপ্রাণী। অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি—সাহসিকতার সঙ্গে সাইকেল ছুড়ে মেরে জন্তুটিকে প্রতিহত করেন। এর আগে গত দু’দিনে একই এলাকায় চারজন সাধারণ মানুষকে আক্রমণ করেছে অজানা প্রাণী। কারও ধারণা চিতাবাঘ, আবার কেউ বলছে শেয়ালও হতে পারে। সব মিলিয়ে গ্রামজুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, বন দপ্তর দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিক। ঘটনাস্থল পুলিশ এবং বনদপ্তরের টহলদারি অব্যাহত। রিপোর্ট :- প্রদ্যুত দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
PDPradyut Das
Sept 24, 2025 06:04:37
Jalpaiguri, West Bengal:2C 2409ZG_JAL_CYBER_R পুজোর মুখে ছয় লক্ষ ৯৪ হাজার টাকা উদ্ধার করে জলপাইগুড়িতে প্রত‍্যর্পণ কর্মসূচির মাধ্যমে প্রতারিতদের ফিরিয়ে দিলো সাইবার পুলিশ। জলপাইগুড়ি সাইবার ক্রাইম থানার উদ্যোগে প্রত‍্যর্পণ কর্মসূচির আয়োজন করা হয়। সাইবার জালিয়াতি মামলায় উদ্ধার হওয়া অর্থ ফেরত দেওয়া হয় ভুক্তভোগীদের। মোট ৬,৯৪,০০০ টাকা সাতজন ভুক্তভোগীর হাতে তুলে দেন কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন ক্রাইম শাখার ডিএসপি শান্তি নাথ পাজাঁ ও সাইবার ক্রাইম থানার আইসি। এ ধরনের উদ্যোগে ভুক্তভোগীরা ন্যায়বিচারের আশ্বাস পাচ্ছেন বলে মনে করছেন। সাইবার অপরাধ প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতেই পুলিশের এই প্রচেষ্টা। এই কর্মসূচিকে ঘিরে জলপাইগুড়ি জেলায় ইতিবাচক সাড়া পড়েছে। Jalapiguri Cyber Crime PS has organised a Pratyarpan programme and distributing the cheque of recovered amounts in the Cyber crime cases Cheating cases Rs. 6,94,000/-( Six lakhs ninety four thousands) to seven (7) different victims of Jalpaiguri district in presence of DySP Crime Shri Shanti Nath Panja and IC Cyber crime. Regards রিপোর্ট:- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
PDPradyut Das
Sept 24, 2025 06:04:01
Jalpaiguri, West Bengal:2C 2409ZG_JAL_PUJA_OPINING_R জলপাইগুড়ি ও ডুয়ার্স এলাকার বেশ কয়েকটি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পুজো মণ্ডপগুলোতে মহিলাদের নৃত্যানুষ্ঠান দেখে খুশি প্রকাশ করেন তিনি। বুধবার সকাল থেকে মন্ডপে মন্ডপে মানুষজন আসতে শুরু করেছে। অন্যান্য জেলার পাশাপাশি জলপাইগুড়ি জেলার বেশ কয়েকটি পূজোর উদ্বোধন ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। জেলার পুজো মণ্ডপগুলোতে নৃত্য অনুষ্ঠান দেখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খুশি প্রকাশ করেন। দুর্গাপূজার উদ্যোক্তা থেকে শুরু করে পুলিশ এবং প্রশাসন আধিকারিকদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। তিনি আনুষ্ঠানিকভাবে ভার্চুয়াল উদ্বোধন করেছেন জলপাইগুড়ির অগ্রণী সঙ্ঘ ও পাঠাগারের পুজো। দুর্গাপুজোর মণ্ডপ এবং প্রতিমা সহ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন দেখে মুগ্ধ হন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই বিদ্যালয়গুলোতে ছুটি ঘোষণা করেছে রাজ্য। এজন্য স্কুল ছাত্রছাত্রীদের প্রতি মুখ্যমন্ত্রীর বার্তা সবাই মিলে পুজোতে খুব আনন্দ করুন। জলপাইগুড়ির অগ্রণী সঙ্ঘ ও পাঠাগারের পুজোরং পাশাপাশি নাগরাকাটার লুকসান‌ এলাকার একটি পুজোর উদ্বোধন করতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিন, জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা‌ রায় বর্মন সহ বিশিষ্টজনেরা। জেলাশাসক শামা পারভিন বলেন, জেলার বেশ কয়েকটি পূজা মন্ডপের ভার্চুয়ালি উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রিপোর্ট:- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
BSBarun Sengupta
Sept 24, 2025 06:03:43
Barrackpore, Kolkata, West Bengal:গতবছর আর জি কর কান্ডের প্রতিবাদ জানিয়ে বারাকপুর শিল্পাঞ্চলের বেশ কয়েকটা পুজো কমেটি সরকারের দেওয়ার অনুদান প্রত্যাখ্যান করে। সেই রকমের একটি পুজো মণ্ডপ বেলঘড়িয়া ক্লাব টাউন আবাসনের পুজো। এই পুজো কমিটি গত বছর পুজোর জন্য দেওয়া সরকারি অনুদান তারা প্রত্যাখ্যান করে ছিল। কমিটির দাবি সেটা ছিল তাদের সন্মেলিত প্রত্যাখ্যান আবাসনের ৩০৫ টি পরিবার আছে সেই খানকার কমিটির এই সিদ্ধান্ত নিয়েছিলেন। এই বার তারা যখন অনুদান নেবে বলে ঠিক করেছিলেন, সেই মত তারা কাজ পত্র জমা দিয়ে ছিলেন কিন্ত তাদের সেই অনুদানের টাকা আটকে যায় পাশাশাশি পুজোর অনুমতি পেতেও তাদের অসুবিধার মধ্যে পরতে হয়েছে। ইলেকট্রিক,পলুয়েশনের অনুমতি পেলেও পুজোর জন্য যে অনুমতি সেটা পরন্ত তারা পাই নি। তবে কমিটির আশা এই ব্যাপাটা প্রশাসন, বা সরকার বিবেচনার সাথে দেখবে। আর এই ব্যাপারে তারা আশাবাদি। অপরদিকে বিজেপির দাবি যে পুজো গুলো প্রতিবাদ স্বরূপ গত বছর সরকারি অনুদান নেয় নি। এ বছর তাদের কোপের মুখে পড়তে হলো। দুর্গা পুজোতেও রাজনীতির রং। যদিও তৃণমূলের তরফ থেকে কোন কথাই বলতে নারাজ এ বিষয় নিয়ে। 240925_BKP_PUJA_COMMITTEE 2C TE
0
comment0
Report
PSPrasenjit Sardar
Sept 24, 2025 03:33:16
Baruipur, West Bengal:চলন্ত বাইক চালককে ধারালো অস্ত্রের কোপ মারলো দুষ্কৃতীরা। আহত হাসপাতালে চিকিৎসাধীন। তদন্তে পুলিশ আটক এক যুবক। চলন্ত বাইকে ধারালো অস্ত্রের কোপ মারল দুষ্কৃতীরা আহত হাসপাতালে চিকিৎসাধীন তদন্তে পুলিশ। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার সাতমুখী এলাকায়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে মামা রেজাউল লস্কর প্রতিবেশী ভাগনা সাইফুদ্দিন সর্দার কে নিয়ে ক্যানিং মৌখালি পাঙোশখালী বাড়ি থেকে সাতমুখীতে আসছিল বাইকে চেপে। হঠাৎ পিছন দিক থেকে একটি বাইক দুই ব্যক্তি ধাওয়া করে কাছেই এসে চালক মামা রেজাউল লস্কর কে ধারালো অস্ত্র দিয়ে বিভিন্ন জায়গায় কোপায় বলে অভিযোগ। বাইক থেকে পড়ে যায়, মামা ও ভাগ্নে। পরে পালিয়ে যায় বাইক নিয়ে দুষ্কৃতীরা। আহত কে তড়িঘড়ি ক্যানিং মহাকুমা হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ যায় ক্যানিং হাসপাতালে। ইতিমধ্যে ভাগ্নে সাইফুদ্দিন সরদার কে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। আহতর অবস্থা অবনতি হওয়ায় চিকিৎসকরা কলকাতা হাসপাতালে রেফার করে,। এলাকা ছড়িয়েছে চাঞ্চল্য। তদন্তে পুলিশ। 240925ZG-BAR-CANNIG-AHOTO-R
2
comment0
Report
Navaratri 2025
Advertisement
Back to top