Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
84111

SSC भवन के बाहर fresh candidates का जोरदार प्रदर्शन, 10,000 सीटों की मांग

NHNantu Hazra
Sept 19, 2025 16:47:55
Salt Lake City, Utah
Rally and deputation by fresh candidates who have sat in exam with the jobless teachers with their demands চাকরিহারা পরীক্ষার্থীদের সাথে পরীক্ষা দেওয়া নতুন নতুন ক্যান্ডিডেটদের পক্ষ থেকে এসএসসি ভবন  অভিযান। শিয়ালদহ থেকে মেট্রো করে  করুণাময়ীতে এসে রেলি করে এসএসসি ভবন পৌঁছয়ে তারা। শুক্রবার দুপুরে নিজেদের একাধিক দাবি নিয়ে এসএসসি ভবন অভিযানের ডাক দেয় চাকরিহারা প্রার্থীদের সাথে পরীক্ষায় বর্ষায় নতুন চাকরি প্রার্থীরা। তাদের মূল বক্তব্য শূন্য পদের সংখ্যা বাড়াতে হবে সরকারকে। চাকরিহারারা অনেক আন্দোলনের পর 2025 সালে আবার পরীক্ষা দেয়। কোর্টের নির্দেশে তাদেরকে বলা ১০ নম্বর করে বেশি দেয়া হবে। নতুন যারা পরীক্ষা দিয়েছে তাদের কি হবে? শূন্য পদের সংখ্যা বাড়াতে হবে।  সেই দাবি নিয়ে এস এস সি  ভবনে ডেপুটেশন এবং বিক্ষোভ দেখায় নতুন পরীক্ষার্থীরা। ১। এক্সপেরিয়েন্স নম্বর ইন্টারভিউ এর পরে দিতে হবে। ২। যে কোন একটি জায়গায় এক্সপেরিয়েন্স নম্বর দিতে হবে, যিনি যেখানে কর্মরত ছিলেন। দুই জায়গায় এক্সপেরিয়েন্স নম্বর দেওয়া যাবেনা। ৩। দীর্ঘ ৯বছর পর এস.এস.সি. পরীক্ষা হচ্ছে, তাই ফ্রেশার স্বার্থে সিট সংখ্যা ১০০০০০ (একলাখ) করতে হবে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AMArkodeepto Mukherjee
Sept 19, 2025 18:47:00
Kolkata, West Bengal:নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা অভিযান অব্যাহত, ৪৭৪টি রাজনৈতিক দল ডিলিস্ট করল নির্বাচন কমিশন। বাদ গেল সুভাষ ঘিসিংয়ের দল। নির্বাচনী ব্যবস্থাকে পরিষ্কার রাখার উদ্যোগে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। একটানা ছয় বছর কোনও নির্বাচন না লড়ায় আরও ৪৭৪টি নিবন্ধিত অস্বীকৃত রাজনৈতিক দল (RUPPs)-কে তালিকা থেকে বাদ দিল কমিশন। এর ফলে গত দুই মাসে মোট ৮০৮টি রাজনৈতিক দল ডিলিস্ট হয়েছে। এর আগে চলতি বছরের ৯ই আগস্ট প্রথম দফায় ৩৩৪টি দলকে ডিলিস্ট করা হয়েছিল। কমিশন জানিয়েছে, ২০১৯ সাল থেকে যেসব দল কোনও নির্বাচনে অংশ নেয়নি, তাদের এই পদক্ষেপের আওতায় আনা হয়েছে। শুধু তাই নয়, কমিশন আরও ৩৫৯টি রাজনৈতিক দলকে চিহ্নিত করেছে, যারা গত তিন আর্থিক বছরে (২০২১-২২, ২০২২-২৩, ২০২৩-২৪) নির্ধারিত সময়ে বার্ষিক নিরীক্ষিত হিসাব জমা দেয়নি এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও ব্যয়ের হিসাব পেশ করেনি। এই দলগুলিকে কারণ দর্শানোর নোটিস পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিক দের । শুনানির পর তাদের ডিলিস্ট করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।
0
comment0
Report
RDRaktima das
Sept 19, 2025 18:46:51
Kolkata, West Bengal:পুজোর আগেই রাস্তা সারাইয়ের ডেডলাইন বেধে দিয়েছিলেন মেয়র। সেইমতো কাজ হয়েছে কিনা তা খতিয়ে দেখতে শুক্রবার সরজমিনে রাস্তা পরি দর্শনে নামেন মেয়র ফিরহাদ হাকিম। এদিন দুই ধাপে রাস্তা পরিদর্শন করেন তিনি। প্রথমে কে আই পি প্রজেক্ট দেখতে গিয়ে নাগরিকদের অণু যুগের মুখে পড়তে হয় মেয়রকে। জেলার রাস্তার উদাহরণ টেনে এক নাগরিক বলেন, জেলার সমস্ত রাস্তা সারা বছর ভালো থাকলেও, কলকাতার রাস্তার অবস্থা প্রায়ই খারাপ হয়ে যায়। আগামীতে কলকাতার রাস্তা আরো ভালো করার জন্য যে প্রজেক্ট নেওয়া হয়েছে সেই উদাহরণ টানেন মেয়র। প্রসঙ্গে মেয়র ফিল হয় থাকেন কে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এটাই আমাদের সরকারের বৈশিষ্ট্য। মুখ্যমন্ত্রী সব সময় চান মানুষের কথা শুনতে। আমি তো মানুষের কথা শোনার জন্যই আজকে রাস্তায় নেমেছি। কার কি সমস্যা সেটা শোনার জন্যই রাস্তায় নামা আজ।" প্রসঙ্গত, কলকাতা পুলিশের তরফে শহরের ১৩৫টি খারাপ রাস্তার তালিকা দেওয়া হয়েছিল কলকাতা পুরসাভাকে। সেই ১৩৫ টি রাস্তার কাজই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মেয়র। হরিদেবপুরে একটি রাস্তা ছাড়া বাকি সব রাস্তার কাজ সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। যে সমস্ত রাস্তায় পিচ উঠে যাচ্ছে, সেখানে কংক্রিট ব্লক দিয়ে রাস্তা তৈরীর ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। বেহালা টালিগঞ্জের একাধিক রাস্তা ইতিমধ্যেই কংক্রিট ব্লক করা হয়েছে। এতে ফলও পাওয়া গিয়েছে। আগামী দিনে যে সমস্ত রাস্তায় বেশি পিচ উঠে যাওয়ার সম্ভাবনা থাকছে, সেই সমস্ত রাস্তা কংক্রিট ব্লক করা হবে বলে জানিয়েছেন মেয়র। শ্যামবাজার থেকে মেয়রের বাইট (নাগরিকের অনুযোগ নিয়ে প্রতিক্রিয়া আছে।) হাজরা থেকে মেয়রের বাইট (ওভারঅল রাস্তা পরিদর্শন)+ WT
0
comment0
Report
PCPartha Chowdhury
Sept 19, 2025 18:46:27
Bardhaman, West Bengal:ইচ্ছে থাকলে উপায় হয়। সাধারণ চায়ের দোকানদার পাঞ্জাবে শেখ দোকান চালাবার পাশাপাশি দু:স্থদের মুখে খাবার তুলে দেন। এবারের পুজোর আগে সুবিধাবঞ্চিত সেইসব মানুষদের তুলে দিচ্ছেন শাড়ি,লুঙ্গি, অন্যান্য পোশাক। তার এই উদ্যোগ সাড়া জাগিয়েছে। দুর্গাপুজো মানেই আনন্দ, সাজগোজ আর নতুন জামাকাপড়। কিন্তু সমাজের এক বড় অংশের মানুষের কাছে এই আনন্দ শুধুই স্বপ্ন। যেখানে ঠিকভাবে খাবার জোটে না, সেখানে পুজোর সময় নতুন শাড়ি কিংবা জামাকাপড় কেমন করে আসবে? তবে এবার সেই মানুষগুলোর মুখে একটু হলেও হাসি ফোটাতে এগিয়ে এসেছেন পূর্ব বর্ধমানের গুসকরার সাধারণ চা বিক্রেতা পাঞ্জাব শেখ। রাস্তায় ছোট্ট এক চায়ের দোকান চালান পাঞ্জাব। প্রতিদিন সেই দোকান থেকে কয়েক কাপ চা বিক্রি করে যা উপার্জন হয় তা দিয়েই চলে সংসার।কিন্তু সংসার যতই কঠিন হোক, তিনি থেমে থাকেন না। নিজের উপার্জনের টাকাতেই সাহায্যের হাত বাড়িয়ে দেন অসহায় মানুষদের দিকে। কারও ক্ষুধার্ত মুখে খাবার তুলে দেন, কখনও ক্যানসার আক্রান্ত রোগীর পাশে দাঁড়ান, আবার কখনও দুঃস্থ ছাত্রছাত্রীদের সাহায্য করেন। তাঁর চায়ের দোকানে অসহায়দের জন্য সবসময় ফ্রি থাকে চা-বিস্কুট-কেক। তবে এবারের উদ্যোগ একেবারেই অন্যরকম। দুর্গাপুজোর আগে তিনি শুরু করেছেন বিনামূল্যে শাড়ি,লুঙ্গি বিতরণ। পাঞ্জাব জানাচ্ছেন, এই আনন্দের সময়ে নিরানন্দ মানুষের পাশে দাঁড়ানো উচিত। তিনি আরো জানান, এখন অনেকেই তার পাশে দাড়াচ্ছেন। সহমর্মিতা বাড়ছে। সহনাগরিক দেব জানাচ্ছেন, এখন বেশিরভাগ মানুষ স্বার্থপর। সে জায়গায় পাঞ্জাবের এই উদ্যোগ সাড়া জাগিয়েছে। ও বড় মনের ছেলে। এই দেখে যদি আরো মানুষ এগিয়ে আসেন তবে এটা আরো বড় আকার পাবে। বাইট : ১) পাঞ্জাব শেখ ( দাতা) ২) দেব ( নাগরিক) সদন সিনহার সঙ্গে পার্থ চৌধুরী। 1709ZG_BWN_PUNJAB1
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Sept 19, 2025 18:45:54
Kolkata, West Bengal:কলকাতার মেয়র ফিরহাদ হাকিম পুজোর আগে দক্ষিণ কলকাতার ,১৬ নম্বর বরো অধীনে যেসব রাস্তা গুলি আছে ,বেহালা জেমস লং সরণী, শখেরবাজার মতিলাল গুপ্ত রোড , হরিদেবপুর মহাত্মা গান্ধী রোড পরিদর্শন করলেন। মেয়ার ফিরহাদ হাকিম জানান ১৩৫ টি রাস্তা আমরা দেখতে বেরিয়েছিলাম। অনেকদিন ধরে অভিযোগ ছিল কেআইপির যেসব রাস্তা কাজ করেছে সেই রাস্তাগুলি দীর্ঘদিন ধরে খারাপ ছিল। কেআইপি ও রোডস মিলে রাস্তা গুলো ঠিক করে দিয়েছে। ওভারল যা দেখলাম কাউন্সিলরদের কাজ থেকে যা রিপোর্ট পেলাম রাস্তা সব ঠিক আছে। ঠাকুরপুকুরের কিছুটা রাস্তা খারাপ আছে বাদবাকি সব রাস্তা ঠিক আছে। আজ রাতে কলকাতা রাস্তা গুলি পরিদর্শনে বেরোবো। প্রশ্নের মুখে মেয়ার ফিহাদ হাকিম একজন পথ চলতি মহিলা ববি হাকিমের সামনে চলে আসেন এবং মেয়র কে প্রশ্ন করেন জেলার সমস্ত রাস্তা ভালো ,আর কলকাতা কর্পোরেশনের রাস্তা গুলো পুজোর মুখে রাস্তাগুলো ঠিক করা হয় পুজোর কয়েক মাস পরে রাস্তাগুলো আবার খারাপ হয়ে যায় আবার পরের বছর পুজো আসলে ঠিক করা হয়। উত্তরে ববি বলেন আমরা ব্যাপারটা দেখছি আমাদের এই ভাবেই চালাতে হবে
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Sept 19, 2025 18:45:43
Kolkata, West Bengal:হাবিবুর রহমান বিশ্বাস আবহাওয়াবিদ আলিপুর একটি নিম্নচাপ রেখা উত্তর প্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত এই মুহূর্তে বিরাজ করছে। এর প্রভাবে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হবে উপরের পাঁচটি জেলায় অর্থাৎ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে কোন কোন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা, গাড়ি থেকে অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি ও আলিপুর দুয়ারে। আগামীকাল উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আগামী দুদিন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে যেমনটা আজকের কলকাতায় হল ঠিক সেরকমই আগামী দুদিন বিক্ষিপ্ত বৃষ্টি হবে সমস্ত দক্ষিণবঙ্গের জেলায়। কলকাতা আগামী দুদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা সাথে মেঘলা আকাশ থাকবে।
0
comment0
Report
PCPartha Chowdhury
Sept 19, 2025 17:46:22
Bardhaman, West Bengal:নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের পিছনে ধাক্কা যাত্রীবাহী বাসের,আহত ৭ জন। পূর্ব বর্ধমানের মেমারির গন্তার এলাকার ঘটনা। পুলিশসূত্রে জানা গেছে,মেমারী-সাতগাছিয়া রোড ধরে মেমারীমুখি যাত্রীবাহি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ডাম্পারের পিছনে ধাক্কা মারে।ঘটনায় ৭ বাসযাত্রী আহত হন। তাদের উদ্ধার করে মেমারী থানার পুলিশ মেমারী গ্রামীণ হাসপাতালে পাঠায়।আহত প্রত্যেকের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। অন্যদিকে, স্থানীয় বাসিন্দা হারাধন ঘোষ জানান, বাসটির ব্রেক ফেল করে। বারবার এখানে দুর্ঘটনা ঘটেছে। নজর দিক প্রশাসন। বাস কর্মী ইউনিয়নের নেতা৷ অরবিন্দ গণ জানান, বাসের দোষ ছিল না।ডাম্পার আচমকা ব্রেক করায় বাস ব্রেক মারলেও বাঁচাতে পারেনি। অতিরিক্ত বৃষ্টিই এজন্য দায়ী। বাইট : ১) হারাধন ঘোষ ( বাসিন্দা) ২) অরবিন্দ গণ( ইউনিয়নের নেতা) সদন সিনহার সঙ্গে পার্থ চৌধুরী। 1909ZG_BWN_BUS
0
comment0
Report
PCPartha Chowdhury
Sept 19, 2025 17:46:06
Bardhaman, West Bengal:এবারে নিমাই মোদকের দোকানে পুরনো রেডিওর ভিড় জমেছে। গতবারের তুলনায় কিছুটা বেশিই। মহালয়ার ভোর মানেই বাঙালির কাছে এক বিশেষ আবেগ । ভোর পাঁচটার জলসগম্ভীর সুরে মহিষাসুরমর্দিনী যেন অব্যর্থ ভোরের ডাক। স্মার্টফোন, স্মার্ট টিভি, ইউটিউব লাইভ স্ট্রিমিং—সবকিছু হাতে থাকলেও মহালয়ার সকাল রেডিও ছাড়া অসম্পূর্ণ বলেই মনে করেন সেইসব বাঙালি, রক্তে যাদের শিকড়ের টান। মহালয়ার ভোরে বীরেন ভদ্রের সেই জলদগম্ভীর কন্ঠে ' মহিষাসুরমর্দিনী' না শুনে আজও বাঙালির পুজো শুরু হয় না। এই এ. আই শাসিত ভুবনগ্রামে এভাবেও ফিরে আসা যায়! বর্ধমানের অন্যতম পুরোনো মেকানিকের দোকান শান্তি রেডিও–তে তাই পুজোর আগে জমেছে ভিড়। দোকানের মালিক নিমাই বাবুর কথায়, “প্রতি বছরই মানুষ রেডিও সরাতে আসেন। তবে এ বছর ভিড় কিছুটা বেশি। যতই নতুন অ্যাপ আসুক, রেডিওর আবেগটা আলাদা।” নিমাইবাবু জানান, ওই আবেগ এখনো পুরো হারিয়ে যায়নি। আমি ফুরসত পাচ্ছি না। সবাই চাইছে, 'তাড়াতাড়ি আমার রেডিও ঠিক করে দিন। ' ৬০ বছর ধরে এই কাজ করছেন তিনি। তিনি একজন শিক্ষিত প্রযুক্তিবিদ। মারফি রেডিও কোম্পানিতে চাকরি করতেন ঝুমরিতালাইয়াতে। ৪০ বছর আগে এই দোকান খোলেন। রেডিও মৃত। এটা মানতে চান না নিমাই। তার কথায়, মোবাইল টাওয়ার ও অন্য নানা কারণে অনেক জায়গায় আগের মত পরিস্কার সাউন্ড আসে না। তবু রেডিও থেকে যাবে। তিনি নিজে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পাঠ সামনে থেকে দেখেছেন। বললেন,বীরেনবাবুও থেকে যাবেন।। এই দোকানে আসেন অশোক কুমার ঘোষ। কানে মেশিন। তবু রেডিও ছাড়তে পারেন নি তিনি। তার কথায়, যতদিন বীরেন বাবুর কন্ঠ বাজবে ততদিন এই টান থাকবে। ক্রেতাদের মুখেও একই সুর। বাড়িতে টিভি কিংবা স্মার্টফোন থাকলেও মহালয়ার ভোরে রেডিও না বাজালে যেন পুজোর শুরুই হয় না। ঐতিহ্যের সেই সুর আজও ধরে রেখেছে রেডিও। প্রজন্মের পর প্রজন্ম জুড়ে মহালয়ার ভোর মানেই তাই রেডিওর অনন্য আকর্ষণ। সদন সিনহার সঙ্গে পার্থ চৌধুরী। বাইট : ১) নিমাই মোদক ( মেকানিক) ২) অশোক ঘোষ ( ক্রেতা) 1909ZG_BWN_RADIO
0
comment0
Report
NHNantu Hazra
Sept 19, 2025 17:45:43
Salt Lake City, Utah:The APC building expedition with the seven-point demand. APC building raids from the mercy. সাত দফা দাবী নিয়ে APC ভবন অভিযান।অভিযানের ডাক পশ্চিমবঙ্গ টেট ২০২৩-এর সকল পরীক্ষার্থীর পক্ষ থেকে। করুণাময়ী থেকে মিছিল করে APC ভবন অভিযান। অবিলম্বে ফাইনাল উত্তরপত্র প্রকাশ ও টেট ২০২৩-এর ফলাফল প্রকাশ এবং দীর্ঘদিন ধরে রেজাল্ট আটকে থাকার জন্য বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে  ডেপুটেশন। পশ্চিমবঙ্গ টেট ২০২৩-এর পরীক্ষার্থীদের দাবী তাদের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) কর্তৃক টেট ২০২৩-এর ফলাফল প্রকাশিত হয়নি। এই অপ্রত্যাশিত বিলম্বের কারণে অসংখ্য পরীক্ষার্থী চরম অনিশ্চয়তা ও হতাশায় দিন কাটাচ্ছেন। অনেকেরই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে, কারণ ফলাফল প্রকাশ না হলে তারা নতুন পদের জন্য আবেদন করতে পারছে না। ডেপুটেশনের মূল দাবী গুলো হলো: 1 আজ অবিলম্বে ফাইনাল উত্তরপত্র প্রকাশ এবং টেট ২০২৩-এর ফলাফল প্রকাশ করা। 2.পরীক্ষাটি ওবিসি জাজমেন্ট আসার আগেই হয়েছিল সুতরাং ফল প্রকাশের ক্ষেত্রে ওবিসি জাজমেন্ট কিভাবে বাধা হতে পারে সেটা তুলে ধরা যেখানে এই জাজমেন্টের প্রভাব অন গোয়িং প্রসেসের ক্ষেত্রে পড়বে না। তাছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশে জয়েন ইন্টার্নেশন এর ফল প্রকাশ হয়েছে এবং ওবিসি যে সমস্যা ছিল সেক্ষেত্রে stay দেওয়া হয়েছে সুতরাং বর্তমানে আর কোন সমস্যাই নেই 3. নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার আগেই ফলাফল প্রকাশ নিশ্চিত করা। 4. সরকারি বেসরকারি ক্ষেত্রে পশ্চিমবঙ্গর বাইরেও যে সমস্ত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ TET পাস সার্টিফিকেট মান্যতা পায় এবং TET সার্টিফিকেট দেওয়া বাধ্যতামূলক দীর্ঘদিন ফল প্রকাশ না হওয়ার ফলে সেগুলো আবেদন করা থেকে বঞ্চিত হচ্ছে, সেই বঞ্চনার কথা তুলে ধরা। 5. NCTE guideline অনুযায়ী নিয়ম নোটিফিকেশন আসার আগে যারা পাস করে থাকবে তারা নিয়োগে অংশগ্রহণ করবে। কোন নির্দিষ্ট ব্যাচের অগ্রাধিকার নেই। সুতরাং যেখানে পরীক্ষাটি দীর্ঘ দু বছর আগে হয়েছে এবং রেজাল্ট রেডি আছে আটকে রেখে নিয়োগ নোটিশ প্রকাশ করা যাবে না। 6. Joint এন্ট্রান্স এর রেজাল্ট এবং psc miscellaneous এর রেজাল্ট প্রকাশিত হয়েছে তাহলে তাদের রেজাল্ট প্রকাশের ক্ষেত্রে বাধা কোথায় 7. যে সমস্ত পরীক্ষার্থী প্রাথমিক উত্তরপত্র অনুসারে কিছু নম্বর কম আছে তাদেরও একটা নিশ্চয়তা দরকার তারা নতুন TET প্রস্তুতি নেবে না ইন্টারভিউ প্রস্তুতি নেবে। তাছাড়া যাদের বয়সসীমা শেষের দিকে তাদের এটাই শেষ সুযোগ দীর্ঘ দু বছর আগে পরীক্ষা দেওয়ার পর যদি কেবলমাত্র রেজাল্ট না প্রকাশ হওয়ার কারণে এবার বঞ্চিত হয় নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ থেকে তাহলে হয়তো তাদের আর ভবিষ্যতে কোনদিন নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করা হবে না অবিলম্বে যেন  টেট 2023 এর ফলটি প্রকাশ করার ব্যবস্থা করা হয়। যেহেতু প্রাথমিক পর্ষদের তরফে ইতিমধ্যে বলা হয়েছে তাদের ফলাফল সম্পূর্ণভাবে প্রস্তুত আছে।
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Sept 19, 2025 17:45:32
North Dumdum, West Bengal:দেবী চৌধুরানী বাঙালির মননে রয়েছে। এবার সেই দেবী চৌধুরানী প্রিয় পদ আসছে বাঙালির পাতে। সৌজন্যে বাঙালির অতিপ্রিয় মিত্র ক্যাফে। শুক্রবার সংস্থার বিরাটি আউটলেটে 'দেবী চৌধুরানী থালি'-র উন্মোচন করা হল। উন্মোচন এলো পুজোয় আসতে চলা দেবী চৌধুরানী-র নামে চলচ্চিত্রে অভিনয় করা বাঙালির আইকন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এদিন সন্ধ্যায় এই থালির উন্মোচনের পাশাপাশি নিজের পুজো আসা চলচ্চিত্র প্রমোশন সারলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এর সাথেই এদিন মিত্র ক্যাফে তাদের নিজস্ব অ্যাপ লঞ্চ করলো। সেটিও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাত ধরে। এই অ্যাপ থেকে খাওয়ার অর্ডার করলে মিলবে বিশেষ সুযোগ সুবিধা এমনটাই জানানো হয় সংস্থার তরফে। পাশাপাশি দেবী চৌধুরানী থালিতে থাকছে দেবী চৌধুরানী বিভিন্ন প্রিয় পদ। তাতে যেমন থাকবে বাঙালি অতিপ্রিয় সুক্তো তেমনি থাকছে ইলিশ ও খাসির মাংস। শেষপাতে থাকবে মিষ্টি ও পান।
0
comment0
Report
MMManoj Mondal
Sept 19, 2025 16:48:57
Kolkata, West Bengal:ঘটনার সূত্রপাত ২০২২ সাল। গোবরডাঙা থানায় অভিযোগ হয় শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রমের কর্ণধার সত্যরূপানন্দ এর বিরুদ্ধে। তিনি আশ্রমের নাবালিকা শিক্ষার্থীদের সাথে বিভিন্ন সময় যৌন নির্যাতন করতেন। ২০২২ সালের ১৮ ই অগাস্ট ডিস্ট্রিক চাইল্ড প্রোটেকশন অফিসার এর কাছ থেকে পাওয়া একটি অভিযোগের ভিত্তিতে গোবরডাঙা থানা এলাকার শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম এর প্রধান স্বামী সত্যরূপানন্দ (৬২) এর বিরুদ্ধে আশ্রমের বছর ১৩ এর আবাসিক শিক্ষার্থীর সাথে যৌন নিগ্রহ এর অভিযোগ উঠলে, গোবরডাঙ্গা থানায় একটি কেস নথিভুক্ত হয়।গ্রেপ্তার হয় স্বামী সত্যরূপানন্দ। কেসের তদন্তভার পান সাব ইন্সপেক্টর সুব্রত পুরকায়েত। তদন্ত প্রক্রিয়া শেষ করে যথা সময়ে নিখুঁত ভাবে তিনি আদালতে অভিযুক্তর বিরুদ্ধে POCSO আইনে চার্জশীট জমা করেন। পরবর্তীতে তিনি অন্যত্র বদলি হয়ে যাওয়ার পর এই কেসের আদালতে ট্রায়াল মনিটরিংয়ের দায়িত্ব ভার পরে SI কমল ঘোষের উপর এবং অভিযুক্ত কে শাস্তি দিতে পুলিশ প্রশাসন এবং সরকারি আইনজীবীর নিরলস প্রচেষ্টায় গতকাল অভিযুক্তকে POCSO ১০ নম্বর ধারায় অভিযুক্ত কে দোষী সাব্যস্থ করা হয় এবং আজ বারাসাত মহামান্য আদালত অভিযুক্তকে তার কৃতকর্মের সাজা হিসাবে ৫বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত ১বছর জেল প্রদান করেন। এই কেসে মোট ১১ জন সাক্ষি সরকারি তরফে ছিলো এবং দুজন আসামি তরফ থেকে ছিলেন বলেন জানান সরাকারি আইনজীবী দেবরঞ্জন ব্যানার্জি।তিনি আরও জানান নির্যাতিতাকে ন্যায় দিতে পুলিশ প্রশাসন এবং আদালত সর্বদা সচেষ্ট ছিলেন।যেই সময় এই ঘটনা সেইসময় করোনা আবহাওয়া থাকায় কিছুটা সমস্যায় পড়তে হয়েছিলো।তারপরেও বারাসত পুলিশ ডিস্ট্রিক্ট এর ট্রায়াল মনিটারিং টিম যেভাবে সহযোগিতা করেছে এবং আদালতে অপরপক্ষের আইনজীবীদের সহযোগিতা এবং সর্বপরি বিচারকদের তৎপরতায় দ্রুত এই কেসে অভিযুক্তকে শাস্তি দেওয়া সম্ভব হল বলে জানান আইনজীবী।তিনি এও জানান অভিযুক্ত স্বামীজি ওই আশ্রমে একাধিক নাবালিকা পড়ুয়াদের যৌন হেনস্থা করতেন এবং দীর্ঘদিন ধরে।কিন্তু অভিযোগ হয়েছিলো ২০২২ সালে ১৮ই অগাস্ট। সেই কেসেই আজ সাজা ঘোষণা হল।।
1
comment0
Report
PDPradyut Das
Sept 19, 2025 16:48:39
Jalpaiguri, West Bengal:2C 1909ZG_JAL_ELEPHANT_R জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের মোগলকাটা চা বাগানে আটকে রয়েছে বেশ কয়েকটি হাতির একটি দল। এই দলে প্রায় তিনটি শাবকও বলে জানা গিয়েছে। একদিকে হাতি অপরদিকে চিতাবাঘ পাশাপাশি বাইসন প্রায়শই বন্যপ্রাণীর আনাগোনা লোকালয়ে, আতঙ্কে বাসিন্দারা। চিন্তায় ঘুম উড়েছে এই এলাকার মানুষজনের। বনদপ্তরে টহলদারি অব্যাহত। আজ ডায়নার জঙ্গলের দিক থেকে কলাবাড়ি, লালটেন পাড়া হয়ে রাজ্যসড়ক পেরিয়ে হাতির দলটি মোগলকাটা চা বাগানের ২৩ নম্বর সেকশানে এসে আটকে পড়ে। দলটিতে বেশ কয়েকটি শাবক থাকায় -- দিনের বেলায় চারিদিকে লোকজনের ভীড় জমে যাওয়ায় হাতির দলটি চা বাগানের মাঝে থাকা একটি ঝোঁপঝাড়ে পরিপূর্ণ জায়গায় আশ্রয় নেয়।বনদপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে চলে আসেন। তারা হাতির দলটির থেকে সাধারণ মানুষকে দূরে রাখতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যান। এই এলাকার একেবারে কাছেই রয়েছে মোগলকাটা চা বাগানের প্রাথমিক স্কুল। কোনও রকম দুর্ঘটনার সম্ভাবনা এড়াতে স্কুলটি ছুটি দিয়ে ছাত্রছাত্রীদের চা বাগানের অফিসের সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। বনদপ্তরের সূত্রে জানা গিয়েছে হাতির দলটি তোতাপাড়া চা বাগান হয়ে জঙ্গলের দিকে যাওয়ার চেষ্টা করছিল, সারাদিন হাতির দলটিকে পাহারা দিয়ে রাখা হবে। সন্ধ্যার পর দলটিকে তোতাপাড়া চা বাগান হয়ে তোতাপাড়ার জঙ্গলে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। তবে বলে বনদপ্তর সূত্রে জানা যায় যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে বনদপ্তরের কর্মীরা ভাগনা ছাড়া রয়েছেন। অন্ধকার হলেই হাতির দলটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করা হবে। সজাগ রয়েছে বনদপ্তর। রিপোর্ট :- প্রদ্যুত দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
NHNantu Hazra
Sept 19, 2025 16:47:31
Salt Lake City, Utah:Before smuggling Bangladesh, 55 mobiles recovered. Arrested two. Arrested from EcoPark area of ​​Newtown. Two residents of Hyderabad. Mobile stolen mobile. The two men have taken four days in police custody. প্রেসমিট ডিসি নিউটাউন মানব সিংলা বাংলাদেশ পাচার করার আগে ৫৫ টা মোবাইল উদ্ধার। গ্রেফতার দুই। নিউটাউনের ইকোপার্ক এলাকা থেকে গ্রেফতার। হায়দ্রাবাদ এর বাসিন্দা দুইজন।উদ্ধার হওয়া মোবাইল  চোরাই মোবাইল।ধৃত দুজনকে চার দিনের পুলিশ হেফাজতে নিয়েছে। পুলিশ সূত্রে খবর...... সূত্র মারফত খবর পায় ইকোপার্ক থানা এলাকার একটি হোটেলে সন্দেহ জনক দুই ব্যক্তি রয়েছে। পুলিশের সূত্র ধরে হোটেলে গিয়ে ওই দুই ব্যক্তিকে তল্লাশি করলে একটি সোলার পেটির মধ্যে প্রায় ৫৫ টি মোবাইল উদ্ধার করে। এরপরেই তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায় তারা হায়দ্রাবাদের বাসিন্দা। সেখান থেকে চোরাই মোবাইল তারা বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে এসেছিল। পুলিশ সূত্রে খবর ট্রেন বা ফ্লাইটে তারা আসেনি তার কারণ সেখানে চেকিংয়ের কারণে ধরা পড়ে যেত। সেই কারণে তারা বাস রূটটিকে ব্যবহার করেছে। হায়দ্রাবাদ থেকে ভুবনেশ্বর, ভুবনেশ্বর থেকে ধর্মতলা এবং সেখান থেকে সোজা নিউ টাউনের গেস্ট হাউসে এসে ওঠে। মোবাইলগুলি একটি সোলার পেটির মধ্যে মধ্যে নিয়ে আসা হচ্ছিল যাতে কারো সন্দেহ না হয়। আজ ধৃত এই দুজনকে বারাসাত আদালতে তোলা হয়েছে এবং পুলিশ চার দিনের পুলিশে হেফাজতে নিয়েছে। এদেরকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সাথে আর কারা কারা জড়িত আছে এবং বাংলাদেশে কিভাবে পাচার করা হতো কার দ্রুত পাচার করা হচ্ছিল সেই সমস্ত বিষয়ে জানার চেষ্টা করবে। এর পাশাপাশি কোথা থেকে এই মোবাইল গুলি চুরি করা হয়েছিল সেটাও জানার চেষ্টা করবে। ধৃতরা হলো..... সৈয়দ সামি Md সিরাজউদ্দীন হায়দ্রাবাদ টিয়ালকুনটা, জাহানুমা ফলকনুমার বাসিন্দা।
0
comment0
Report
Advertisement
Back to top