Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

हल्दीबाड़ी में मिला मोर्टर शेल, बच्चों के खेल जैसा बना हंगामा

PDPradyut Das
Sept 24, 2025 13:47:03
Jalpaiguri, West Bengal
2C 2409ZG_JAL_MARTER_SHEL_R1 মর্টার শেল উদ্ধার, হলদিবাড়িতে চাঞ্চল্য। মর্টার শেল উদ্ধারে চাঞ্চল্য। খবর দেওয়া হয় পুলিশ কে। এরই পাশাপাশি খবর দেওয়া হয় স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য কে। মর্টার শেল নাকি অন্য কিছু খোঁজখবর চালাচ্ছে পুলিশ। যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে সেনাবাহিনীর সাথে। ভারত-বাংলাদেশ সীমান্তের জলপাইগুড়ি জেলা লাগোয়া কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকের বকশীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মিদ্দাপাড়া এলাকায় তিস্তার চর সংলগ্ন এলাকায় এক শিশু খেলনা ভেবে এই মর্টার শেল টি কে উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসে। স্থানীয় সূত্রে জানা যায় বেশ কিছুদিন ধরেই এই মর্টার শেল টিকে লোক দেখতে পান। কিন্তু আজ এলাকারই এক শিশু খেলনা মনে করে লোকালয়ে নিয়ে আসে। এরপর মর্টার শেল খবর জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার সাথে পুলিশ। রিপোর্ট:- প্রদ্যুৎ দাস ( হলদিবাড়ি , জলপাইগুড়ি )
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
NRNarayan Roy
Sept 24, 2025 13:49:07
Siliguri, West Bengal:*ইউটুবার, ব্লগারের জ্বালায় অতিষ্ঠ প্রতিমা শিল্পীরা। রাশ টানতে এবার শিলিগুড়ি কুমারটুলিতে রেট চার্ট ঝোলালো শিল্পীরা।* পাড়ায়, পাড়ায়, মন্ডপে মন্ডপে শুরু হয়েছে দেবী দুর্গার উদ্বোধনের পালা। যেমনভাবে শেষ মুহুর্তের প্রস্তুতি তুঙ্গে রয়েছে আয়োজকদের মধ্যে ঠিক তেমন ভাবেই মৃতশিল্পীদের মধ্যেও শেষ মুহুর্তের তুলির টান দিতে চরম ব্যস্ততা রয়েছে । আর ঠিক এই চরম ব্যস্ততার সময় কুমারটুলিতে হাজির ইউটুবার, ব্লগাররা। ব্যস্ততার মাঝেই কুমারটুলির ভেতরেই চলছে ফোটোশুট, ভিডিও বানানো। প্রতিমা দেখার নামে দলবল নিয়ে দেদারে চলে শ্যুটিং। আর তার জেরেএ ক্ষতি হচ্ছে প্রতিমার। কখনও ভাঙছে মায়ের আঙুল, আবার কখনও অসুরের হাত। এককথায় ব্লগার, ইউটুবারদের জ্বালায় অতিষ্ট শিলিগুড়ি কুমারটুলির প্রতিমা শিল্পীরা। শেষমেষ রাশ টানতে কলকাতার মতো রেট চার্ট ঝোলাতে বাধ্য হলেন সমস্ত শিল্পীরা। ছবি তুলতে গেলে দিতে হবে ১০০ টাকা। আর ভিডিও শ্যুটিং করতে গেলে ৫০০ টাকা। কলকাতা কুমারটুলিতে নেটজিনদের দাপাদাপি বন্ধ করতে কয়েক বছর আগেই মূল্য বেঁধে দেওয়া হয়েছে। সেই ট্রেন্ড ধরে একইভাবে শিলিগুড়ি কুমারটুলিতেও ভীড় বাড়তে শুরু করে ব্লোগারদের। আর তার জেরে অতিষ্ট শিলিগুড়ির মৃৎশিল্পীরা। শেষমেষ কলকাতা কুমারটুলির দেখানো পথ ধরেই ঝোলানো হল রেট চার্ট। এই বিষয়ে প্রতিমা শিল্পী নিলু পাল বলেন, "এখন এমনিতেই মেঘলা আবহাওয়া। প্রতিমা ঘরে ঢুকিয়ে কাজ কর‍তে হয়। আমরা যারা শিল্পী তারা সেইমতো চলাফেরা করি। আর এখন প্রতিমা চূড়ান্ত কাজের সময়। ঠিক এই সময়ে প্রতিমা দেখার নাম করে ঢুকে শুরু হয় ফোটো তোলা, ভিডিও তোলা। দলবল নিয়ে ঢুকে শুরু হয় শ্যুটিং। এতে মাঝেমধ্যেই প্রতিমার ক্ষতি হচ্ছে। ক্লাব তো আর ত্রুটিপূর্ণ প্রতিমা নেবে না। সেগুলো মেরামত করতে আমাদের যেমন সময় নষ্ট তেমনই অতিরিক্ত খরচ হচ্ছে। এসব থেকে রেহাই পেতেই রেট চার্ট ঝোলাতে বাধ্য হয়েছি। টাকা দিয়ে ঢুকে ১৫ মিনিটের জন্য সময় দেওয়া থাকবে। তাতে শ্যুটিং করে বেরিয়ে যেতে হবে। দুজনের বেশি ভেতরে প্রবেশ নিষেধ। আরেক শিল্পী সনাতন পাল বলেন, "শ্যুটিংয়ের নামে ঢুকে প্রতিমার ক্ষতি করছে অনেকে৷ কাউকে ধরাও যায় না। এজন্যই যে রেট চার্ট ঝোলানো হয়েছে তা খুব ভালো হয়েছে। আমরাও এই পথ সরণ করবো। FEED SEND BY 2C 2409ZG_SILI_YOUTUBE_R1 *ক্যামেরায়: তুহিন রায়।* *রিপোর্ট : নারায়ন সিংহ রায়।*
0
comment0
Report
CDChittaranjan Das
Sept 24, 2025 13:48:45
Durgapur, West Bengal:*বিজেপির গীতা ও তুলসি গাছ বিতরণের কর্মসূচিতে বাধার চেষ্টা, মারধরের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। অভিযোগের তীর তৃণমূলের দিকে, ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবী জেলা তৃণমূল নেতৃত্বের।* পশ্চিম বর্ধমান জেলার পান্ডবেশ্বরের মহাল গ্রামে পুজোর আগে বিজেপির গীতা ও তুলসী গাছ বিতরণের অনুষ্ঠানকে ঘিরে উত্তেজনা। বিজেপির এই কর্মসূচি শুরুর আগেই বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। যাকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে শাসক বিরোধীর। বুধবার বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারীর উদ্যোগে পান্ডবেশ্বরের মহাল গ্রামে গীতা ও তুলসী গাছ বিতরণ কর্মসূচী ছিল। অভিযোগ, অনুষ্ঠান শুরুর আগে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের তাড়া করে মারধর করে, বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির বক্তব্য. তাদের কর্মীদের মারধর করে। কিন্তু মারধর করেও তাদের দমানো যাবে না। তারপরেও আমরা গীতা বিলি করেছি। ২০২৬ এ এর উত্তর পাবে। নরেন্দ্রনাথ চক্রবর্তী তার গুণ্ডাদের দিয়ে যতই সন্ত্রাস চালাক লাভ কিছু হবে না ।" " বিজেপির পায়ের তলায় আর মাটি নেই, তাই ভুলভাল বকছে, তৃণমূলের সাথে এই ঘটনার কোনো যোগ নেই ", সাফাই দলের জেলা সাধারণ সম্পাদক সুজিত মুখার্জীর। ছবি 2C তে ফাইল নাম 2409ZG_DGP_BJP_GITA_DIS_R
0
comment0
Report
ALArup Laha
Sept 24, 2025 13:47:44
Belna, West Bengal:ফের টেট পরীক্ষা দিতে হবে, চরম অনিশ্চয়তায় রাজ্যের শিক্ষকরা।সুপ্রিম কোর্টের নির্দেশে ফের একবার অনিশ্চয়তায় পড়লেন রাজ্যের শিক্ষকরা। উস্থী ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে সোমবার জেলা স্কুল পরিদর্শকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। সংগঠনের পক্ষে সঞ্জয় বিশ্বাস জানান, গত ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের এক বিরল রায়ে গোটা দেশের প্রায় ৫০ লক্ষ শিক্ষককে আগামী দু’বছরের মধ্যে টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নাহলে চাকরি থেকে অবসর নিতে বাধ্য হবেন তাঁরা। তিনি আরো বলেন, “যাঁরা ২৫-৩০ বছর ধরে শিক্ষকতা করছেন, তাঁদেরও এই পরীক্ষায় বসতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ না হলে চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। সরকারী নীতির কারণে অভিজ্ঞ শিক্ষকরা অযাচিতভাবে বিপদের মুখে পড়ছেন।” এই পরিস্থিতিতে সংগঠনের দাবি, অবিলম্বে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের এই নির্দেশ পুনর্বিবেচনার জন্য আবেদন করুক। আপাতত জেলা ধরে ধরে ডিপিএসসি চেয়ারম্যান ও জেলা স্কুল পরিদর্শকের কাছে স্মারকলিপি দেওয়া হচ্ছে। পরে বিকাশ ভবনেও একই দাবিতে পদক্ষেপ নেওয়া হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। বাইট। সঞ্জয় বিশ্বাস (শিক্ষক)। 240925ZG_BWN_DEPUTATION
0
comment0
Report
TDTapan Deb
Sept 24, 2025 13:47:26
Alipurduar, West Bengal:*আলিপুরদুয়ার* == চরম গাফিলতি , পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেল মমতাজ বেগম নামে এক বেআইনি মাদক কারবারি। আজ সকাল ৮ টা নাগাদ বাথরুমে যাওয়ার জন্য থানার লক আপ থেকে যাওয়ার সময় আচমকাই দৌড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। গত ২২ তারিখ ফালাকাটা জটেশ্বর থেকে মাদক সহ গ্রেপ্তার করে ফালাকাটা থানার পুলিশ। গতকাল আদালতে তোলা হয়। তিন দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয় তাকে। আজ বিকেলে জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী ঘটনার কথা স্বীকার করে জানান পালিয়ে যাওয়া অভিযুক্তের খোজ চলছে। জয়গাঁর SDPO কে ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। ডিউটি অফিসার , সেন্ট্রী কনষ্টেবল , সহ একাধিক পুলিশ আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ====================== ( ছবি 2C তে পাঠালাম । FILE : 240925ZG _ ALD _ POLICE ) ######################
0
comment0
Report
MMManoj Mondal
Sept 24, 2025 13:47:14
Kolkata, West Bengal:২০২২ সালের টেট উত্তীর্ণরা বিক্ষোভ দেখালেন উত্তর ২৪ পরগনার বারাসাতে। দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় এবং পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের গাড়ি আটকে যশোর রোড অবরোধ করে প্রতিবাদ দেখায় তারা।টেট উত্তীর্ণদের এই বিক্ষোভ-কর্মসূচিতে উত্তাল হয় সামগ্রিক পরিস্থিতি।২০২২ টেট উত্তীর্ণদের অভিযোগ রাজ্যের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর তাঁদের কয়েক সপ্তাহ আগেই বলেছিলেন, খুব তাড়াতাড়ি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হবে। কিন্তু সেই ঘোষণার ১৫ দিন কেটে গেলেও কিছুই হয়নি। তাই বুধবার বারাসাত স্টেশন থেকে টেট উত্তীর্ণদের একাংশ মিছিল করে আসেন এবং যশোর রোডে বিক্ষোভ দেখান। রাস্তায় বসে অবস্থানও করেন তাঁরা। এই কারণে প্রায় ১ ঘণ্টার ওপর অবরুদ্ধ ওই এলাকা।প্রায় ২০-২৫ মিনিট যশোর রোডেই আটকে থাকেন তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং বিধায়ক। প্রতিবাদী টেট উত্তীর্ণদের বক্তব্য একটাই ,দ্রুত নিয়োগ দেওয়া হোক তাদের এবং শিক্ষামন্ত্রী তাঁর প্রতিশ্রুতি পূরণ করুন। এই নিয়োগ বিজ্ঞপ্তির দাবিতেই আজ পথে নামেন তাঁরা। এরকম পরিস্থিতিতে রণক্ষেত্রের চেহারা নেয় বারাসাত রবীন্দ্র ভবন চত্বর রীতিমতো পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায়।
0
comment0
Report
STSrikanta Thakur
Sept 24, 2025 13:46:51
Dinajpur, Rangpur Division:গঙ্গারামপুর: গৃহবধূর সঙ্গে অবৈধ সম্পর্ক থাকার সন্দেহে পেশায় টোটো চালক নৃশংসভাবে মারধরের অভিযোগ উঠেছে গ্রামের বেশ কিছু যুবকের বিরুদ্ধে। গুরুতর আহত ওই যুবক বর্তমানে কলকাতার এক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনা ঘটার পর প্রায় তিন দিন পেরিয়ে গেলেও অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি গঙ্গারামপুর থানার পুলিশ লিখিত অভিযোগ পাওয়ার পরেও পুলিশ নির্বিকার। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে থানার সামনে ভিড় জমিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন শতাধিক গ্রামবাসী। আহতের নাম সঞ্জিত রায় (৩৭)। তিনি গঙ্গারামপুর থানার দক্ষিণ জয়পুর খুলটুপাড়া গ্রামের বাসিন্দা। পেশায় টোটো চালক হলেও দীর্ঘদিন ধরে সুদের ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন।পরিবার সূত্রে জানা যায়, মহালয়ার দিন রাতে এক বন্ধুর অনুরোধে পিকনিক করতে গিয়েছিলেন সঞ্জিত। রাত গভীর হলে বাড়ি ফেরার পথে গ্রামের কয়েকজন যুবক তাঁর পথ আটকে দেয়। অভিযোগ, গৃহবধূর সঙ্গে অবৈধ সম্পর্ক থাকার সন্দেহে প্রথমে তাঁকে নগ্ন করে বেধড়ক মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এরপর রক্তাক্ত অবস্থায় ধানের জমিতে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।অনেকক্ষণ পর খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করেন। প্রথমে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাঁকে মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় সংকটজনক। ঘটনার পর সঞ্জিতের পরিবার গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ, ঘটনার সঙ্গে জড়িতদের এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এর প্রতিবাদে বুধবার দুপুর সাড়ে ৩টায় সঞ্জিতের পরিবার-পরিজন সহ শতাধিক গ্রামবাসী গঙ্গারামপুর থানার সামনে ভিড় জমান। নারী-পুরুষ নির্বিশেষে বিক্ষোভে ফেটে পড়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি তোলেন তাঁরা।ফলে থানা চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গঙ্গারামপুর থানার আইসি শান্তুনু মিত্রের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়। আহতের ভাই অভিযোগ করে বলেন, “আমার দাদাকে অন্যায়ভাবে মারধর করা হয়েছে। মৃত্যুর সঙ্গে লড়াই করছে ও। অথচ পুলিশ এখনও কাউকে ধরেনি। আমরা চাই অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক।” 2409ZG_SDIN_AGITATION
0
comment0
Report
ALArup Laha
Sept 24, 2025 13:46:25
Belna, West Bengal:খালে অজ্ঞাতপরিচয় দেহ ঘিরে চাঞ্চল্যে ছড়ালো পূর্ব বর্ধমানের মেমারিতে। বুধবার মেমারির সেচখালে ডিভিসির খালে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ ভেসে ওঠায় চাঞ্চল্য ছড়াল মেমারি থানার জোড়াসাঁকো এলাকায়। জানা গেছে খালের জলে ভাসতে থাকা দেহ প্রথমে দেখতে পান এলাকার বাসিন্দারা। এরপরই খবর দেওয়া হয় মেমারি থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে ময়নাতদন্তে পাঠিয়েছে। যদিও মৃত ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি। কীভাবে ওই ব্যক্তি খালে এলেন বা কোন কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। বিষয়টি খতিয়ে দেখছে মেমারি থানার পুলিশ। 240925ZG_BWN_BODY
0
comment0
Report
PCPartha Chowdhury
Sept 24, 2025 13:46:10
Bardhaman, West Bengal:একসময় বর্ধমানের পথেঘাটে যে কিশোরকে আড্ডা মেরে বেড়াতে দেখা যেত তিনিই আজকের টলিউডের হার্টথ্রব অঙ্কুশ। সুপরিচিত অভিনেতা অঙ্কুশ হাজরা মঙ্গলবার রাতে উদ্বোধন করলেন বিবেকানন্দ সেবক সংঘের মন্ডপের। এবারে তাদের থিম লক্ষ্যভেদ। আজ বিকেল থেকেই কার্যত বর্ধমানের প্যান্ডেলগুলিতে সাজোসাজো রব। অনেক পুজোই উদ্বোধন হয়েছে গতকাল থেকে। এদিন অঙ্কুশ জানান, কলকাতায় যে দুর্যোগ হয়েছে তা দু:খজনক। এজন্য তার টিম আসতে পারে নি। তিনি এও জানান, বর্ধমানে এলে আজও তিনি ঘুরে বেড়াতেই ভালবাসেন। এবারে পুজোয় নতুন ছবি রিলিজ আছে। তাই আসতে না পারলেও সুযোগ পেলেই আবার আসবেন। বাইট : ১) অঙ্কুশ ( অভিনেতা) 2409ZG_BWN_ANKUSH
0
comment0
Report
PCPartha Chowdhury
Sept 24, 2025 13:45:53
Bardhaman, West Bengal:ফের মঙ্গলকোটে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার ঘনিষ্ঠদের মারধরের অভিযোগ মঙ্গলকোট বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসনে অপূর্ব চৌধুরীর গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনায় ২ জন আহত হয়েছেন। আহত ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নিয়ামত মল্লিক ভাঙরির ব্যবসা করেন। প্রতিদিনের মতো এদিনও বুধবার সকালে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট এলাকায় ব্যবসা করতে আসেন। তিনি জানান, 'শুধুমাত্র সভাধিপতি লোহারের সঙ্গে দল করি আমরা। এজন্য আক্রমণ করা হল। ' তাদের আরো অভিযোগ, বিধায়ক অপূর্ব চৌধুরীর গোষ্ঠীর লোকজনই কোনো কারণ ছাড়াই তাদের মারধর করে। জানা যায়, সভাধিপতির ঘনিষ্ঠ ৪-৫ জনকে শাবল, বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করে বিধায়ক ঘনিষ্ঠরা। আহত শেখ সাবিরের মা অভিযোগ করেন, আমার ছেলেও তৃণমূল করে। সভাধিপতির সঙ্গে দল করে। আজ বাজারে আসার সময় ওদের বিধায়ক গোষ্ঠীর লোকজন ঘিরে ধরে শাবল, বাঁশ দিয়ে ৫-৬ মিলে মারে মারধর করে এবং নালায় ফেলে দেয়। আহত সাবির আলিও বলেন, সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহারের সঙ্গে দল করি, এটাই আমাদের অপরাধ। আজ যখন বাজারে যাই তখন বিধায়কের লোকজন বাইক থেকে নামিয়ে বাঁশ দিয়ে মারধর এবং গাড়ি ভাঙচুর করে। বাইট :১) সাবির আলি ( আহত) ২) রাণু বিবি ( আহতের মা) ৩) সানোয়ার মল্লিক ( আহতের ছেলে) ৪)নিয়াতত মল্লিক।( আহত) সদন সিনহার সঙ্গে পার্থ চৌধুরী। 2409ZG_BWN_CLASH
0
comment0
Report
ABArup Basak
Sept 24, 2025 13:45:40
Mal Bazar, West Bengal:*রাস্তার দাবিতে নো রোড, নো ভোট’ স্লোগানে রহমতটারী জুড়ে প্রতিবাদ...* মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের রহমতটারী গ্রামে বছরের পর বছর বেহাল রাস্তার সমস্যা নিয়ে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী। দীর্ঘ ১৬ বছর ধরে ভেঙে পড়া অবস্থায় থাকা প্রায় ২ কিলোমিটার রাস্তার দাবিতে এক পদযাত্রার আয়োজন করেন শতাধিক বাসিন্দা। সকাল ১১টা নাগাদ শুরু হওয়া মিছিল গ্রামজুড়ে ছড়িয়ে পড়ে ‘নো রোড, নো ভোট’ স্লোগানে। দোকানপাট, বাজার, বাড়িঘর পেরিয়ে প্রতিবাদীরা স্পষ্ট জানান, “রাস্তা না হলে এবার ভোট নয়। আন্দোলনে অংশ নেওয়া আনারুল ইসলাম বলেন, “আমাদের গ্রামে প্রায় ৯৯ শতাংশ ভোটার সংখ্যালঘু। কিন্তু এত বছর ধরে ভোট দিলেও রাস্তার কোনও উন্নয়ন হয়নি।” স্থানীয়রা রজিতা খাতুন, বাবুল হোসেন বলেন, বহুবার দুর্ঘটনার শিকার হয়েছেন তারা। কেউ গুরুতর আহত হয়েছেন, কেউ পা ভেঙে পড়েছেন। বর্ষাকালে কাদা-পানিতে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এমনকি অ্যাম্বুলেন্স কিংবা জরুরি পরিষেবাও বন্ধ হয়ে যায় মাঝেমাঝে। গ্রামবাসীরা জানান, বারবার পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের দোরে গিয়েও কোনো সুরাহা মেলেনি। এদিনের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন—বাবুল হোসেন, আনারুল হক, রিয়াজ আলম, জাহানুর আলম, আরিফুল ইসলাম, মজিবর আলী, জিৎ রায়, বাদশা আলম, বাবুল মারান্ডি সহ অনেকে। তবে ক্রান্তি গ্রাম পঞ্চায়েত প্রধান মালতি টুটু ফোনে জানিয়েছেন, রাস্তার বিষয়টি জানি। পুজোর পর ওই রাস্তার কাজ শুরু হবে। গ্রামবাসীরা জানিয়ে দিয়েছেন, দীর্ঘ প্রতিশ্রুতির চাপে এবার আর আশ্বাসে বিশ্বাস নেই। তারা বলছেন, "যতক্ষণ না রাস্তা তৈরি হচ্ছে, ততক্ষণ এই আন্দোলন চলবে। ভোটের সময় এলেই প্রতিশ্রুতি নয়, এবার কাজ চাই। বাইট ১) এলাকার আন্দলোনকারি। বাবুল হোসেন ২) এলাকার মহিলা রজিপা খাতুন। ৩) আনারুল ইসলাম স্থানিয় যুবক। 2409ZG_MAL_NO_ROAD_NO_VOTE_R
0
comment0
Report
DGDebabrata Ghosh
Sept 24, 2025 13:45:29
Howrah, West Bengal:এবার পুজোর সময় মানুষের সাথে জনসংযোগ বাড়াতে অভিষেকের দূত আপ লঞ্চ করলো তৃণমূল কংগ্রেস। এই আপের মাধ্যমে প্যান্ডেলে প্যান্ডেলে থাকা তৃণমূল যুব কর্মীদের সাথে যোগাযোগ করা যাবে সমস্যা হলে।পাওয়া যাবে সঙ্গে সঙ্গে সাহায্য।বিজেপির পক্ষ থেকে এই উদ্যোগকে তীব্র কটাক্ষ করা হয়েছে। আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে জনসংযোগ বাড়াতে অন্যভাবে মাঠে নামল হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেস।এর আগে অভিষেকের দূত কর্মসূচি নেওয়া হয়েছিলো পুজোর সময়।তবে এবারে আপের মাধ্যমে আরো ভালো পরিষেবা ফিতে উদ্যোগী তৃণমূল যুব কংগ্রেস। হাওড়া সদরে পুজো প্যান্ডেল গুলোতে তৃণমুল যুব কর্মীদের ভলেন্টিয়ারদের কাজে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের নাম দেওয়া হয়েছে অভিষেকের দূত। আজ একটি নতুন দুর্গা পুজোর অ্যাপ উদ্বোধন করেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়।এদিন তিনি বলেন পুজোর প্যান্ডেলে ভিড় সামলাতে হিমশিম খায় পুলিশ। অনেকেই বিশেষত বয়স্ক মানুষ,মহিলা ও শিশুরা সমস্যায় পড়তে পারেন। তারা এই অ্যাপের সাহায্যের নিয়ে সহজে অভিষেকের দূতের কাছে পৌঁছে যেতে পারবেন।এই কর্মসূচির মাধ্যমে আগামী বিধানসভা নির্বাচনের আগে মানুষের কারো কাছে পৌঁছানো যাবে। হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র বলেন আজকাল সকলের হাতে এন্ড্রয়েড ফোন আছে। তাই আমরা একটি কোম্পানির সাহায্যে দুর্গা পুজো অ্যাপ তৈরি করিয়েছি। এই অ্যাপে হাওড়া সদরের সাতটি বিধানসভা এলাকার ১৮০ জন ভলেন্টিয়ারের নাম ও ফোন নম্বর দেওয়া আছে। ২৪ ঘন্টা তাদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। এছাড়াও হাওড়ার পুজো প্যান্ডেল গুলিতে পৌঁছানোর ম্যাপের পাশাপাশি পুলিশ হেল্পলাইন এবং প্রশাসনের নম্বর দেওয়া থাকবে। প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করার পর তা ব্যবহার করা যাবে। তৃণমূল নেতৃত্ব জানিয়েছে শুধু দুর্গাপূজো নয় কালীপুজো, জগদ্ধাত্রী পুজো এমনকি ছট পুজোতে এই অ্যাপ চালু থাকবে।এদিকে হাওড়া সদর বিজেপি পক্ষ থেকে তৃণমূল যুব কংগ্রেসের এই উদ্যোগকে নিয়ে কটাক্ষ করা হয়েছে। হাওড়া সদরের বিজেপি সম্পাদক ওমপ্রকাশ সিং বলেন আসলে বিধানসভা নির্বাচনের আগে এটা আই ওয়াশ।মানুষের সাথে ওরা নেই।২০২৬ শে নির্বাচনে মানুষ বুঝিয়ে দেবে। বাইট..১..অরূপ রায়(মন্ত্রী) ২..কৈলাশ মিশ্র(সভাপতি তৃণমূল যুব) ৩..ওম প্রকাশ সিং(সম্পাদক,বিজেপি, সদর) ৪..ওয়াকথ্রু 2409zg_hwh_aap_r
0
comment0
Report
RDRaktima das
Sept 24, 2025 11:05:59
Kolkata, West Bengal:এক রাতের বৃষ্টিতে কয়েক লক্ষ টাকার ক্ষতির মুখে কলেজ স্ট্রিটের বই বিক্রেতারা। দোকানের মধ্যে ঢুকে গিয়েছে জমা জল। বান্ডিল বান্ডিল বই ফেলে দিতে হচ্ছে বিক্রেতাদের। অধিকাংশ বই যা সবে তোলা হয়েছিল পুজোর জন্যই, প্যাকেট খুলে ওঠা হয়নি, সে সমস্ত বান্ডিল ধরে ফেলে দিতে হচ্ছে। এক একটি দোকানের ক্ষতি হয়েছে কয়েক লক্ষ টাকা। যারা কিছু জিনিস বাঁচাতে পেরেছেন, তারা তা বিক্রি করে দিচ্ছেন হাফ দামে। দু টাকা থেকে ৫ টাকায় বিকোচ্ছে খাতা পেন। সব মিলিয়ে পূজার মুখে বিপুল লোকসানের মুখে কলেজ স্ট্রিটের বই বিক্রেতারা।এই অবস্থায় সরকারের সাহায্য প্রার্থনা করছেন তারা। বাইট: একাধিক বিক্রেতার বাইট: অ্যাসোসিয়েশন কর্তা ছবি+ WT
0
comment0
Report
ANArnabangshu Neogi
Sept 24, 2025 11:05:51
Kolkata, West Bengal:নৌসাদ সিদ্দিকী বাইট মুখ্যমন্ত্রী কাউকে দায় চাপালেই কী হবে? সাধারণ কে এমনি মামলা দিচ্ছে। এত দুর্ঘটনার পরেও কী আইনি ব্যবস্থা জানতে চাই। দায় ঠেলাঠেলি হচ্ছে। ২) মেয়র কে নিয়ে যাব। নিকাশী ব্যবস্থা কে নষ্ট করছে সেখানে বুলডোজার চালাবে কী? ওয়েট ল্যান্ড তো মরেই গেছে? প্রোমোটিং চলছে। কুমোরটুলিতে কী অবস্থা হবে? ৩) ডিভিসি যদি করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? অসহতার মতো কথা কেন? কিছু হলেই ৩৪ বছরের দোষ। উনি কী করলেন ১৪ বছর? ৪). ৩৪ বছরের গল্প শুনিয়ে এড়িয়ে যাচ্ছে। সরকারি বাস কোথায়? বাসের দেখা মেলেনি। প্রাণহানির শণকগা ছিল। বন্ধ হওয়া দরকার। সার্কাস চলছে সরকার নয়। ৫)পুলিশি আক্রমণের বিরোধিতা করছি।
0
comment0
Report
Navaratri 2025
Advertisement
Back to top