Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba Bardhaman713409

नंददी दुर्गापुर के पास बस-डंपर भिड़ंत में 20 घायल

SRSanjoy Rajbanshi
Sept 15, 2025 10:20:19
Kalna, West Bengal
সোমবার সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা। ঘটনায় আহত ২০। জানা গিয়েছে নান্দাই দুর্গাপুর রেল গেট সংলগ্ন এলাকায় সোমবার আনুমানিক বেলা নটা নাগাদ যাত্রীবাহী বাস এবং একটি ডাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। বাসে থাকা সমস্ত যাত্রী কম বেশি আহত হয়। প্রথমে স্থানীয় বাসিন্দারা ও পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে কালনা মহকুমা হসপিটালে চিকিৎসার জন্য পাঠায়। বাসে চালক দীর্ঘক্ষণ বাসে আটকে ছিল পরবর্তী সময় গ্যাস কাটার দিয়ে তাকে কেটে বার করে উদ্ধার করে পাঠানো হয় কালনা হসপিটাল। কালনা মহকুমা হসপিটালে আহতদের দেখতে হাজির হয় রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, কালনার SDPO রাকেশ চৌধুরী, কালনা পৌরসভার ভাইস চেয়ারম্যান তপন পোড়েল সহ অন্যান্যরা। জানা গিয়েছে নবদ্বীপের দিক থেকে রানীগঞ্জের দিকে যাত্রী বোঝাই বাসটি যাচ্ছিল। এমন সময় একটি টোটোকে ওভারটেক করে এসে ডাম্পার গাড়িটি বাসের মুখোমুখি ধাক্কা মেরে দেয়। পাশে থাকা কমবেশি সকলেই আহত হয় বেশ কয়েকজনের আঘাত গুরুতর। তাদের সকলকেই পুলিশ উদ্ধার করে কালনা হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে আসে। ঘটনায় এলাকায় ছড়ায় উত্তেজনা। বাইট এক - প্রত্যক্ষদর্শী বাইট দুই - আহত বাইট তিন - স্বপন দেবনাথ (মন্ত্রী) ছবি 2C তে 15925-KLN-DURGHOTONA-R
1
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DBDebanjan Bandyopadhyay
Sept 15, 2025 12:04:13
Kolkata, West Bengal:*এশিয়া কাপ ২০২৫: পাকিস্তানের বিরুদ্ধে হ্যান্ডশেক 'বয়কট' – ভারত কি শাস্তি পেতে পারে? নিয়ম কী বলছে?* ভারত রবিবার ২০২৫এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানকে সাত উইকেটে পরাজিত করেছে। তবে এই হাই-ভোল্টেজ ম্যাচের শুরুতে টসের সময় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানের অধিনায়ক সলমান আলি আগার সঙ্গে হাত মেলাননি। ম্যাচ শেষে সূর্যকুমার এবং ব্যাটার শিবম দুবে পাকিস্তান দলের সঙ্গে হ্যান্ডশেক না করে সরাসরি ড্রেসিংরুমে ফিরে যান। পাকিস্তান দলের খেলোয়াড়রা মাঠে অপেক্ষা করলেও কোনো ভারতীয় খেলোয়াড় হ্যান্ডশেক করতে আসেননি। এটি রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে একটি নীরব 'বয়কট' হিসেবে দেখা হয়েছে, বিশেষ করে পাহালগাম সন্ত্রাসী হামলার পর। পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) এই ঘটনার বিরুদ্ধে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)-এ আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। তারা ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে দেওয়ারও দাবি জানিয়েছে, কারণ তিনি আগাকে টসের সময় সূর্যকুমারের সঙ্গে হ্যান্ডশেক না করার পরামর্শ দিয়েছিলেন। এই ঘটনার পর প্রশ্ন উঠেছে—ভারত কি এই আচরণের জন্য শাস্তি পেতে পারে? আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) "স্পিরিট অফ ক্রিকেট" প্রস্তাবনায় বলা হয়েছে: “প্রতিপক্ষের সাফল্যে অভিনন্দন জানান এবং নিজের দলের সাফল্য উপভোগ করুন। ম্যাচ শেষে ফলাফল যাই হোক না কেন, কর্মকর্তাদের এবং প্রতিপক্ষকে ধন্যবাদ জানান।” ICC-এর আচরণবিধির ২.১.১ ধারায় “খেলার চেতনার পরিপন্থী আচরণ” কে লেভেল ১ অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যদিও ICC এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি, সূর্যকুমারের হ্যান্ডশেক না করার সিদ্ধান্তকে "স্পিরিট অফ ক্রিকেট"-এর লঙ্ঘন হিসেবে দেখা যেতে পারে। এই ক্ষেত্রে ICC অধিনায়কের উপর জরিমানা আরোপ করতে পারে, যদিও সাধারণত এই ধরনের ক্ষেত্রে জরিমানার পরিমাণ খুব বেশি হয় না।
0
comment0
Report
ALArup Laha
Sept 15, 2025 12:03:58
Belna, West Bengal:গোলাপবাগে এবার চা-ফুচকার মেলা, নতুন স্বাদের উৎসব। শরতের হালকা উষ্ণ আর্দ্র আবহে বিদেশি চায়ের কাপে চুমুক, সঙ্গে ফিউসান ফুচকার স্বাদ—এবার দুর্পাপুজোর আগে বর্ধমানবাসীর জন্য এমনই অভিনব অভিজ্ঞতার আয়োজন হয়েছে গোলাপবাগ মোড়ে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ মোড়ের অভিজাত বহুতলে এবার বসেছে এক অভিনব ফুড পার্ক। কর্ণধার কৃষ্ণ পাল জানান, “ট্রাডিশনাল আলুফুচকা, দইফুচকা, সুইটস ফুচকা, ঘুঘনি ফুচকা তো আছেই। কিন্তু মানুষ এখন চায় কিছুটা ভিন্ন স্বাদ। তাই আমরা এনেছি কনজিস ফুচকা, মাশরুম ফুচকা, পনীর ফুচকা, মোমো ফুচকা, এমনকি চকলেট ও স্ট্রবেরি ফুচকাও।” শুধু ফুচকাই নয়, পাওয়া যাবে পাওভাজি, বড় পাও, মোমো, পাস্তা—সব মিলিয়ে ভোজনরসিকদের জন্য এক আস্ত আয়োজন। স্বাস্থ্য, হাইজিন আর হ্যাপিনেস—এই তিন প্রতিশ্রুতি নিয়ে এগোচ্ছে ফুড পার্ক কর্তৃপক্ষ। ফুচকার স্বাদ পূর্ণ হয় জল ছাড়া! এখানে মিলছে চার ধরনের বিশেষ জল—টকজল, জলজিরাজল, সুইটস জল ও পুদিনা জল। ফুডপার্কের অন্য এক কর্ণধার চাঁদ কুমার পাল জানান, শুধু ফুচকাই নয়, থাকছে আন্তর্জাতিক পানীয়ের সম্ভারও—তাইওয়ানের বাবেল টি, বেলজিয়ামের ওয়াফেল, জাপানের মাচা টি আর ইন্দোনেশিয়ান টি। গোলাপবাগের এই ফুড পার্কে তাই একসঙ্গে মিলবে দেশি-বিদেশি খাবারের স্বাদ, আর ভিন্নতর আনন্দের অভিজ্ঞতা। বাইট ১।কৃষ্ণ পাল(কর্ণধার), বাইট ২।চাঁদ কুমার পাল(কর্ণধার)। 150925ZG_BWN_FOOD ক্যামেরায় সদন সিনহার সঙ্গে অরূপ লাহার রিপোর্ট।
0
comment0
Report
STSrikanta Thakur
Sept 15, 2025 12:02:56
Dinajpur, Rangpur Division:গঙ্গারামপুর: যাতায়াতের একমাত্র রাস্তা পাকা করার দাবীতে আর গ্রাম স্তরে বিক্ষোভ নয় এবার সরাসরি গঙ্গারামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের। সোমবার এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো গঙ্গারামপুর ব্লক অফিস চত্বরে। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর বিডিও-র সাথে সরাসরি কথা বলতে চান বিক্ষোভকারীরা ভিডিও বিক্ষোভকারীদের দাবি মেনে কথা বলেন তাদের সমস্যার কথা এবং সমস্যার সমাধান হয় দিলে অবশেষে বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা। গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের রাধানগর থেকে সহনালি যাবার রাস্তাটির দূরত্ব প্রায় আড়াই কিলোমিটার। প্রতিদিন এই রাস্তা দিয়ে কয়েক হাজার মানুষজন যাতায়াত করে থাকে।স্থানীয় সূত্রে খবর, গ্রামবাসীদের যাতায়াতের সুবিধার্থে বাম আমলে রাস্তাটি ইট সোলিং করে দেওয়া হয়।এরপর কেটে গেছে প্রায় ২২ বছর, এরমধ্যে আর সংস্কার করা হয়নি রাস্তাটি। যার ফলে বর্তমানে বেহাল দশা রাধানগর থেকে সহনালী যাবার একমাত্র রাস্তাটির।এদিকে রাস্তাটি বেহাল থাকার কারণে নিত্যদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়ছেন গ্রামের মানুষজন। রাস্তায় ঢুকতে চায় না আম্বুলেন্স,এদিকে রাধানগর এলাকায় রয়েছে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাংক। সেই ব্যাংকে বয়স্ক ভাতার টাকা তুলতে যেতেও সমস্যায় পড়তে হয় গ্রামের বয়স্কদের বলে খবর।বিষয়টি বহুবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত-কে জানিয়েও কোন লাভ হয়নি বলে অভিযোগ। এদিকে গত কয়েক মাস আগে পাকা রাস্তা দাবিতে ডিটল নালাগোলা রাজ্য সড়কের রাধানগর এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামের শতাধিক মানুষজন। সেই সময় এলাকার জনপ্রতিনিধিরা জানান রাস্তাটির টেন্ডার হয়ে গেছে এবং খুব দ্রুত রাস্তা কাজ শুরু হবে।কিন্তু এই ঘটনার কয়েক মাস কেটে গেলেও এখনো শুরু হয়নি রাস্তার কাজ। এমতো অবস্থায় গ্রামের শতাধিক মানুষজন একত্রিত হয়ে সোমবার গঙ্গারামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে। জার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গঙ্গারামপুর থানার পুলিশ।পরে গ্রামবাসীদের সাথে কথা বলে সমস্যার সমাধানের আশ্বাস দেন বিডিও অর্পিতা ঘোষাল। বাইট ১/ অর্পিতা ঘোষাল (BDO, গঙ্গারামপুর) ২/ প্রতাপ মার্ডি (বিক্ষোভকারী গ্রামবাসী) ৩/ বাবলু মুর্মু (বিক্ষোভকারী গ্রামবাসী) 1509ZG_SDIN_VILLAGERS_AGITATION
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Sept 15, 2025 12:02:30
0
comment0
Report
STSrikanta Thakur
Sept 15, 2025 11:38:59
Dinajpur, Rangpur Division:দক্ষিণ দিনাজপুর জেলাশাসকের দপ্তরের সামনে জাতীয় কংগ্রেসের বিক্ষোভ। মোট পাঁচদফা দাবিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিলেন কংগ্রেস নেতৃত্ব। সোমবার দুপুরে কংগ্রেস ভবন থেকে মিছিল শুরু হয় কংগ্রেসের এই মিছিল শহর পরিক্রমা করে এসে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। কংগ্রেসের পাঁচ জন প্রতিনিধি জেলা শাসকের কাছে ডেপুটেশন দিতে যান। কংগ্রেসের দাবি বালুরঘাটে প্রশাসনিকভাবে যেখানে কার্নিভালের আয়োজন করা হয় অর্থাৎ দুর্গাপূজার পর বিসর্জনের যে কার্নিভাল আয়োজন করা হয় সেটা জেলা হাসপাতালের সামনে। কার্নিভালে রাত্রি পর্যন্ত বড় বড় বক্স ও ডিজে বাজানো হয় যাতে রোগীদের সমস্যা হয় এই স্থান পরিবর্তন করতে হবে। রেলের টিকিট কালোবাজারি হচ্ছে বালুরঘাট শহরে তা বন্ধ করতে উদ্যোগ গ্রহণ করতে হবে প্রশাসনকে। এছাড়াও এস আই আর সহ বিভিন্ন বিষয়ে শ্লোগান করতে থাকেন কংগ্রেস কর্মী, সমর্থকরা নতুন জেলা সভাপতির দায়িত্ব পেয়ে গোপাল দেব একের পর এক আন্দোলন করছেন কংগ্রেসি কর্ম সমর্থকদের নিয়ে। সোমবার দুপুরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং সমস্ত ব্লক সভাপতিদের নিয়েই তিনি আজকের এই বিক্ষোভ ও ডেপুটেশনের আয়োজন করেন। বাইট ১/ গোপাল দেব ( জেলা সভাপতি)
1
comment0
Report
BSBarun Sengupta
Sept 15, 2025 11:38:46
3
comment0
Report
BSBidhan Sarkar
Sept 15, 2025 11:17:37
Chinsurah, West Bengal:এবার পুজোয় বাড়তি নিরাপত্তা চন্দননগর পুলিশের,উইনার টিম,মহিলা পুলিশের টিম,সিসি ক্যামেরায় চলবে নজরদারি। আর চুঁচুড়া রবীন্দ্রভবনে পুজো কমিটি গুলোকে নিয়ে এক সমন্বয়ে বৈঠক হয়।এখানে উপস্থিত ছিলেন,হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, হুগলি জেলাশাসক মুক্তা আর্য,পুলিশ কমিশনার অমিত পি জাভাল গি,দুই বিধায়ক তপন দাশগুপ্ত ও অসিত মজুমদার,চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী,অতিরিক্ত জেলাশাসক, সদর মহকুমা শাসক,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ,বিদ্যুৎ দপ্তর,দমকল বিভাগ এবং পুলিশ আধিকারিকরা। মঞ্চ থেকে রাজ্য সরকারের দেওয়া এক লক্ষ দশ হাজার টাকা অনুদানের চেক তুলে দেওয়া হয় পুজো কমিটি গুলিকে। চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত ১৭০০ এর বেশি দুর্গা পুজো এবার অনুদানের চেক পাবে। পুলিশ কমিশনার জানান,এর আগে শ্রীরামপুর উত্তরপাড়ায় পুজো কমিটিগুলিকে নিয়ে প্রশাসনের সমন্বয় বৈঠক করা হয়েছে।আজ চুঁচুড়ায় হল। পুজোর সময় ভিড় সামলাতে পুলিশের পাশাপাশি পুজো কমিটির স্বেচ্ছাসেবকদেরও প্রয়োজন হবে।পুজোর প্যান্ডেলে ঢোকা বেরোনোর রাস্তা ঠিকমত আছে কিনা,সব নিয়ম মেনে পুজো হচ্ছে কিনা তা সরেজমিনে দেখছেন পুলিশ কমিশনার। কমিশনার জানান,প্রতিবছরই হুগলিতে দুর্গাপূজায় দর্শনার্থীদের ভিড় হয়।সেই কথা মাথায় রেখেই একগুচ্ছ ব্যবস্থার কথা বলা হয়েছে পুজো কমিটি গুলোকে।পাশাপাশি পুলিশও সতর্ক থাকবে।মহিলাদের নিরাপত্তার জন্য বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে।মহিলাদের উইনারস টিম যেমন থাকবে পাশাপাশি সাদা পোশাকের মহিলা পুলিশ কর্মীরাও বিভিন্ন জায়গায় নজরদারি চালাবেন।প্রশাসন পুরসভার পক্ষ থেকে সিসি ক্যামেরা বসানো হচ্ছে বিভিন্ন জায়গায়।রেল স্টেশনগুলো তো বাড়তি নজরদারি থাকবে।পুজোর দিনগুলোতে যাতে মানুষের কোন অসুবিধা না হয় যদি কেউ নজর রাখা হবে।যেসব জায়গায় খুব ভিড় হয় সেখানে অটো এবং টোটো চলা চল নিয়ন্ত্রণ করা হবে।কিছু জায়গায় নো এন্টি থাকবে। দুর্গা পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ ও প্রশাসন সব রকম ভাবে প্রস্তুত আছে। এদিন রবীন্দ্রভবনে পুজো গাইড ম্যাপ উদ্বোধন করা হয়।
3
comment0
Report
MCMoumita Chakraborty
Sept 15, 2025 10:48:06
Kolkata, West Bengal:Dr Shatarupa
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Sept 15, 2025 10:47:57
Jhargram, West Bengal:শিক্ষিকার বদলি আটকাতে মোহনপুর প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবক ও পড়ুয়াদের বিক্ষোভে স্কুলে তালা, পঠন-পাঠন কার্যত স্তব্ধ নিজেদের প্রিয় শিক্ষিকাকে ধরে রাখতে মোহনপুর প্রাথমিক বিদ্যালযে হাতে প্লেকার্ড নিয়ে বিক্ষোভ পড়ুয়াদের। সোমবার সকাল থেকেই বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হলেন অভিভাবক ও খুদে পড়ুয়ারা। হাতে প্ল্যাকার্ড, গলায় স্লোগান—“আমাদের সোমা ম্যাডামকে বদলি করা চলবে না”—এভাবেই চলতে থাকে বিক্ষোভ। বিদ্যালয়ের শিক্ষিকা সোমা মাহাতোর বদলির নির্দেশ পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। বহু বছর ধরে এই স্কুলে পাঠদান করছেন তিনি। খুদেদের কাছে যেমন প্রিয়, তেমনই অভিভাবকদের কাছেও আস্থার প্রতীক। ছোট ছোট পড়ুয়াদের দাবি, “সোমা ম্যাডাম আমাদের খুব ভালো পড়ান, আমাদের খুব ভালোবাসেন। আমরা চাই তিনি এখানেই থাকুন।” সকালে শিক্ষক-শিক্ষিকারা বিদ্যালয়ে পৌঁছতেই অভিভাবক ও পড়ুয়ারা ফটকের সামনে দাঁড়িয়ে পড়ে। ফলে দিনভর বন্ধ থাকে পঠন-পাঠন। অভিভাবকদের একাংশের হুঁশিয়ারি, “মোহনপুর থেকে সোমা মাহাতোকে অন্য কোথাও বদলি করা যাবে না। বদলির সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনে নামতে আমরা বাধ্য হব।” বিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমা মাহাতো দীর্ঘদিন ধরে এখানে কর্মরত। স্থানীয় মানুষের দাবি, তিনি শুধুমাত্র শিক্ষক নন, বাচ্চাদের সার্বিক উন্নতির কথাও ভাবেন। ফলে এই বদলিকে মানতে নারাজ অভিভাবক ও পড়ুয়ারা |
1
comment0
Report
BSBidhan Sarkar
Sept 15, 2025 10:47:43
Chinsurah, West Bengal:চন্দননগরে শোভাযাত্রা রুটে বেআইনি দখলদার উচ্ছেদ অভিযান,জেসিবি মেশিন দিয়ে ভেঙে দেওয়া হল একের পর এক নির্মান। গত বছর মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন রাজ্যজুড়ে সরকারি জায়গা ফুটপাত যারা দখল করে রেখেছে তাদের উচ্ছেদ করতে। সেইমতো বিভিন্ন শহরে শুরু হয়েছিল সেই উচ্ছেদ অভিযান।চন্দননগরেও উর্দি বাজার এলাকায় রাস্তার দুপাশের বেআইনি দখলদারদের উচ্ছেদ করতে নোটিশ করে কর্পোরেশন।তৃণমূলের একটি পার্টি অফিস ছিল সেখানে সেই অফিসও খুলে সরিয়ে নেওয়া হয়।কিছু দোকান যারা রাস্তার জায়গা দখল করেছিল তারাও পিছিয়ে যায়।তবে সম্পূর্ণ দখলদার মুক্ত হয়নি। চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী জানান,আজ সেই উচ্ছেদ অভিযান চলছে।কোন বাঁধার সম্মুখীন না হয়েই।এর আগে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে একাধিকবার মিটিং করা হয়েছে নিয়ে।মূলত চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রার রুটে পরে এই উর্দি বাজার।সেই রাস্তার দুদিকে দখল করে রাখায় শোভাযাত্রার ক্ষেত্রেও যেমন সমস্যা হত সাধারণ পথ চলতি মানুষেরও সমস্যা হতো।তাই চন্দননগর কর্পোরেশন ঠিক করে বেআইনি দখল উচ্ছেদ করে সেখানে ফুটপাত তৈরি করে দেওয়া হবে এবং রেলিং দিয়ে ঘিরে দেওয়া হবে। চন্দননগরের অন্যান্য রাস্তাতেও একইভাবে ফুটপাত এবং রেলিং দেওয়া হয়েছে। মেয়র বলেন,চন্দনগর উর্দি বাজার এবং মহকুমা শাসকের দপ্তরের সামনে দখলদারদের উচ্ছেদ করা হচ্ছে,তাতে কোন বাধা আসেনি।
1
comment0
Report
CDChampak Dutta
Sept 15, 2025 10:20:06
Kaji Chak, West Bengal:*গভীর রাতে হুড় মুড়িয়ে ভেঙে পড়ে দ্বিতল মাটির বাড়ি, ঘুমের মধ্যে কোনরকমে প্রাণে বাঁচে পরিবারের ১১ সদস্য* গতকাল গভীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুর থানার রানাপুর এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি মাটির দ্বিতল বসত বাড়ি,অল্পের জন্য প্রানে রক্ষা পেলেন পরিবারের সদস্য। ওই পরিবারের সদস্য জানান আমারা পরিবারে ১১ জন ঘুমিয়ে ছিলাম হুড় মুড়িয়ে ভেঙ্গে পড়ে মাটির দ্বিতল বসত বাড়িটি। মাথা গোঁজার ঠাঁই টুকুও গেলো ভেঙে, পরিবারের সদস্যদের নিয়ে কোনো রকমে ভাঙাবাড়ির এক দিকে থাকবেন তারা। প্রশাসনের সহযোগিতার দিকে তাকিয়ে আছেন পরিবারের সদস্যরা। ছবি বাইট 2c তে SLUG- 1509ZG_WMID_HOUSE_BREAK_R
2
comment0
Report
Advertisement
Back to top