Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Howrah711101

शालिमार स्टेशन के ट्रैक पर व्यापारी की दर्दनाक मौत

DGDebabrata Ghosh
Sept 22, 2025 19:01:10
Howrah, West Bengal
রেলের ট্রাক দিয়ে হেঁটে যাবার সময় মৃত্যু এক ব্যবসায়ী।জখম আরো একজন।শালিমার স্টেশনের ঘটনা।হাওড়ার শালিমার তিন নম্বর গেট এলাকায় ঘটনাটি ঘটে।জানা গেছে উড়িষ্যা বহরমপুর গাঞ্জাম জেলার কালিকট থানা এলাকার বাসিন্দা তিনজন পরিচিত ব্যবসায়ী কোলকাতায় এসেছিলেন।ব্যবসার জন্য কেনাকাটা করার জন্য।কোলকাতা থেকে তারা বাসে করে শালিমার তিন নম্বর গেটের কাছে নামেন। শালিমার স্টেশন যাওয়ার জন্য যাবতীয় জিনিসপত্র লাগেজ নিয়ে তারা রাস্তা না ধরে রেল ট্র্যাক ধরে হাঁটতে শুরু করেন সন্ধ্যা সাতটা নাগাদ।সেই ট্র্যাকে চলে আসে দূরপাল্লার ট্রেন।তিন ব্যবসায়ীর একজন ট্রেনে কাটা পড়েন।অন্য একজন ছিটকে সরে যান অন্য লাইনে।আর একজন রেল ট্র্যাকে শুয়ে পড়েন।তার মাথায় আঘাত লাগে।তাকে হাসপাতালে ভর্তি করা হয়।খবর পেয়ে ছুটে আসেন কর্মরত শালিমার এর আরপিএফ ও জিআরপি আধিকারিকরা।তারা একজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন ও আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।এরজেরে ওই লাইনে কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়। বাইট..১..ব্যবসায়ী
13
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
KAKAYESH ANSARI
Sept 22, 2025 19:01:53
Darjeeling, West Bengal:*FROM LAST 8 YEARS DUGRA PUJA IS DOING IN HEART OF DARJEELING THAT IS MALL (CHOWRASTHA) SPECIALLY FOR THE TOURIST, MAKING PANDAL THIS YEAR AMARNATH* *TOURIST ARE HAPPY ANF THEY SAIF THEY ARE LUCKY* Mall (Chowrastha) which is the Heart of Darjeeling Hills even Tourist those to visit Darjeeling they come to Mall and envying the beauty of Hills and relax out here. Not only the Tourist even the Local People Either Senior or Young they came with their friend and relax out here. And from last 8 years Dugra Puja is doing out in Mall (Chowrastha) specially for the Bengali Tourist those who visit Darjeeling during the Puja Vacation. The Mall (Chowrastha) Puja Committee through that those Bengali Tourist come to Darjeeling during the Puja Season they should not miss the Dugra Puja of Their Area and they can't enjoy the same in Darjeeling. Every year the Pandal is make in different theme and this year the Committee had created the Copy of Kadarnath They don't call the pandal maker form siliguri but the Local Guy had make the Pandal, Only Mata Statue had brough from Siliguri. The puja was started from First Day which will continue till 10th days. And the Bhok is also distributing to every one which started from 1pm till 6pm. And the Special is Khichari ,Alludum and Khir. Which is emoting by the Tourist, They are line up for the Bhok and enjoy it. on the other hand whole Mall is decorated by Light and in Night the View if best. The Pujari is came from Tiger Hill Sinchal Mandir who are doing the puja whole day and in morning and evening the arati is done. *Byte of Tourists From Kolkata* we came from kolkata and this is my first time during the Puja period and I didn't thought that Dugra Puja is also doing in Darjeeling Hills and in Mall after I had saw I am very much happy and the Bhok is very much nice . *Byte Of Committee President Kamal Chettri* We completed 8th years this year and we had done this for the Tourist as this Mall is Heart of Darjeeling Hills every tourist come out here and we through that we have to do the Dugra puja out here in grand way so we started it and the tourist comes here had do the kids and they happy and they freely do the Anjali and also have the Bhok. After 8th Days of Puja the corned if Tourist is very much. TOTAL FILE -8 Visual -2 Organizer BT-2 Tourist-3 LOCAL BT1
16
comment0
Report
NRNarayan Roy
Sept 22, 2025 19:01:36
Siliguri, West Bengal:*বহুদিনের ইচ্ছা এবার বাস্তবায়িত হলো, ৬ ইঞ্চি দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগালো পঞ্চম শ্রেণীর নিশান ।* শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া প্রত্যন্ত গ্রাম জ্যোতিনগর এলাকার পঞ্চম শ্রেণীর ছাত্র নিশান ঘোষ। তার বহুদিনের ইচ্ছে নিজের হাতে ছোট্ট দুর্গা প্রতিমা তৈরি করবে এবং সেই প্রতিমা দূর্গা মন্ডপে স্থান পাবে। ঠিক সেই ইচ্ছায় বাস্তবায়িত করতে গত ১৫ দিন অক্লান্ত চেষ্টার মাধ্যমে তৈরি করে ফেলল ৬ ইঞ্চির একটি আস্ত দুর্গা প্রতিমা। ক্লে পিনকাঠির, প্লাইউড,বোর্ড সহ আরো কিছু দ্রব্যাদির মাধ্যমে মা দুর্গা সহ কার্তিক, গণেশ, লক্ষ্মী, ও সরস্বতী তৈরি করে সকলকে তাক লাগালো। দিদির সহযোগিতা রং ও তুলির মাধ্যমে রাঙিয়ে উঠলো মা। মহালয়ার আগেই যাতে দুর্গা প্রতিমা সম্পূর্ণভাবে তৈরি করতে পারে তার জন্য প্রায় প্রতিদিন সকাল থেকে দুই খুদে লেগে পড়েছিলো। এত সুন্দর এক দূর্গা প্রতিমা তৈরি করতে পারবে ভাবতেই পারেনি মা সুষমা ঘোষ। তিনি জানিয়েছেন, আগামীতে ছেলের আরো বড় সুন্দর প্রতিমা তৈরি করুক, সব সময় তার পাশে থাকবো। এবং তার মনবল বাড়াবো।দিদি অনুশ্রী ঘোষ জানান ভাই দুর্গা প্রতিমা তৈরি করেছে খুব ভালো বহুদিন ধরে ভাইয়ের ইচ্ছা,সেই ইচ্ছা পূরণ হলো আজ।অবশেষে ভাইকে দুর্গা প্রতিমা রং করতে সাহায্য করেছি এতে খুব খুশি। ভাইয়ের পাএশে থাকারও আশ্বাস দেয় দিদি। FEED SEND BY 2C 2209ZG_PA_SILI_DURGA_R BYTE DETAILS : ১) নিশান ঘোষ,(ক্ষুদে শিল্পী) ২) অনুশ্রী ঘোষ, (দিদি) ৩) সুষমা ঘোষ,(মা)
14
comment0
Report
BSBidhan Sarkar
Sept 22, 2025 19:01:20
Chinsurah, West Bengal:বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজোকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তা চন্দননগর পুলিশের। সোমবার সন্ধ্যায় চুঁচুড়া থানায় আয়োজিত সাংবাদিক বৈঠকে ডিসিপি চন্দননগর অলকানন্দা ভাওয়াল একথা জানান। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন এসিপি চন্দননগর সোমনাথ ব্যানার্জী, এসিপি ডিডি সুমন চ্যাটার্জী, চন্দননগর থানার আইসি শুভেন্দু ব্যানার্জী, চুঁচুড়ার আইসি রামেশ্বর ওঝা, ভদ্রেশ্বর থানার আইসি আশীষ দলুই, চুঁচুড়ার ট্রাফিক ইন্সপেক্টর মান্দাতা সাউ সহ পুলিশের আধিকারিকরা। ডিসিপি বলেন, জেলা সদর চুঁচুড়ায় দূর্গাপুজোকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম হয়। এই এলাকায় একাধিক বড় বড় পুজো হয়ে থাকে। এ বছর চুঁচুড়ায় অনেক বারোয়ারির জুবিলী রয়েছে। ফলে এবছর মানুষের সমাগম আরও বাড়বে। দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এ বছর পুলিশি ব্যবস্থা আরও আটো সাটো করা হচ্ছে। ভিড় এলাকা গুলোয় সিসি টিভির নজরদারি বাড়ানো হচ্ছে। একাধিক ড্রোন ব্যবহার করা হবে। ইতিমধ্যেই ট্রাফিকের তরফে নাকা চেকিং চালু করা হয়েছে। মদ্যপ অবস্থায় যাতে কেউ গাড়ি না চালায় সেদিকে নজরদারি করা হবে। পাশাপাশি উইনার্স টিম, গ্রীন পুলিশ, পিঙ্ক মোবাইল মহিলা পুলিশের টিম টহল দেবে। মহিলাদের নিরাপত্তার জন্য সাদা পোশাকেও মোতায়েন থাকবে পুলিশ। শহরের বেশ কিছু রাস্তায় প্রতি বছরই ভিড় উপচে পড়ে তাই পুজোর কটা দিন কিছুটা সময়ের জন্য সেসব রাস্তায় নো এন্ট্রি করা হবে। যানবাহন চলাচলে যাতে অসুবিধা না হয় তার জন্য গাড়িগুলোকে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। চুঁচুড়ার পাশাপাশি শ্রীরামপুরেও বড় বড় দূর্গাপুজো হয়ে থাকে। তাই পুজোর কদিন শ্রীরামপুরেও থাকছে বাড়তি নিরাপত্তা। গত বছরের মত এবছরেও শ্রীরামপুরে হবে দুর্গাপুজোর কার্নিভাল। তার প্রস্তুতিও শুরু করে দিয়েছে চন্দননগর পুলিশ কমিশনারেট। ডিসি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস এদিন কার্নিভালের রুট পরিদর্শন করেন।
14
comment0
Report
PDPradyut Das
Sept 22, 2025 14:47:23
Jalpaiguri, West Bengal:2C 2209ZG_PA_JAL_RAJBARI_R VISU, BYTE, PTC SEND BY 2C রাজবাড়ীর কালীমন্দিরেই দেবিপক্ষের সূচনা। মহালয়ার পর দিন সোমবার প্রতিপদে ঘট বসিয়ে সেই ঘটেই নবরাত্রি হিসেবে পুজো। এভাবেই দুর্গাপূজার সূচনা জলপাইগুড়ি রাজবাড়িতে। ৫১৬ তম বর্ষে পদার্পণ জলপাইগুড়ি ঐতিহ্যবাহী রাজবাড়ীর পুজো। কালিকাপুরাণ মতে জলপাইগুড়ির রাজবাড়ির দুর্গা পূজো। ৫১৬ তম বর্ষে পদার্পণ করল উত্তরবঙ্গের জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ি দুর্গা পুজো। মহালয়ার তর্পনের পর দুপুরে দুর্গা মায়ের চক্ষুদান এবং রাতে কালীপূজো। কালী পূজায় বলির প্রথা রয়েছে। মাকে আমিষ ভোগ, কয়েক রকম মাছের পদ এবং বলির মাংস নিবেদন করা হয়ে থাকে এই কালী পুজোতে। রাজ পরিবারের প্রথা মেনে দুর্গা পুজোতেও মা কে আমিষ ভোগ দেওয়া হয়ে থাকে। নানান রকম মাছের পদ দিয়ে দুর্গাপূজায় ভোগ নিবেদন। রাজবাড়ীর বহু ইতিহাস চলুন জেনে নেওয়া যাক! জলপাইগুড়ি রাজবাড়ির অন্দরমহল থেকে নাট মন্দিরে এলেন সোনার দুর্গা। এই পরিবারের স্বর্ণ নির্মিত মহামায়া ভুবন বিখ্যাত। চলতি বছর জলপাইগুঁড়ি রাজপরিবারের পুজো ৫১৬ তম বর্ষে পা দিল।  নাটমন্দিরে আসার পর ওই মূর্তি গেল পার্শ্ববর্তী বৈকুন্ঠনাথের মন্দিরে। নিরাপত্তার বলয়ের মধ্যেই সম্পন্ন হল সোনার দুর্গার চক্ষুদান পর্ব। তারপর নাট মন্দিরে চক্ষুদান হয়ে মৃন্ময়ী মূর্তি হয়ে ওঠেন চিন্ময়ী মা। মহালয়ার সকালে তর্পণ সেরে মন্দিরে বসেই মায়ের চক্ষুদান। উপস্থিত রাজবাড়ীর প্রবীণ সদস্য প্রণতকুমার বসু এবং তার পুত্রবধূ লিন্ডা বসু সহ বহুভক্ত সমাগম লক্ষ্য করা যায় আমাবস্যার রাতে রাজবাড়ীর মন্দিরের কালী পুজোয়। আজও বলির কথা রয়েছে, এই কালী পুজোয় মাছ, বলির মাংস, সহ বিভিন্ন পদে আমিষ ভোগ দেওয়া হয়। রাজবাড়ীর দুর্গাপুজো রাজ পরিবারের রীতি মেনে পুজোতে আমিষ ভোগ দেওয়া হয়। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপাইগুড়ি রাজবাড়িতে শুরু হলো ৫১৬ বছরের প্রাচীন দুর্গাপূজা। শুভ মহালয়ার পূর্ণ তিথিতে চক্ষুদানের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক সূচনা হয়। প্রাচীন এই পূজা ঘিরে রাজবাড়ি ও আশপাশের এলাকায় উৎসবের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয় মানুষ থেকে ভক্ত সকলের মধ্যেই উৎসাহ চোখে পড়ার মতো। জলপাইগুড়ি রাজবাড়ির দুর্গাপূজা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ইতিহাস ও সংস্কৃতির এক জীবন্ত সাক্ষ্য বহন করে চলেছে। প্রাচীন রীতি ও আচার বজায় রেখে আজও পূজার আয়োজন হয়ে আসছে, যা উত্তরবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্যে বিশেষ গুরুত্ব বহন করে। রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ক্যামেরা:-; ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
12
comment0
Report
PDPradyut Das
Sept 22, 2025 14:47:05
Jalpaiguri, West Bengal:2C 2209ZG_JAL_PHE_AGITATION_R1 বিল না পেয়ে উপযুক্ত চিকিৎসার অভাবে ঠিকাদারের মৃত্যু। দেহ এনে প্রতিবাদ জলপাইগুড়ি PHE দপ্তরে। জল জীবন মিশন সহ বিভিন্ন প্রকল্পে কাজ করার পরেও ১৪ মাস ধরে মেলেনি বকেয়া টাকা।আর বিল না পেয়ে চিকিৎসার অভাবে সোমবার নিজের বাড়িতেই মৃত্যুর কোলে ঢলে পড়লো জলপাইগুড়ি PHE দপ্তরের প্রদ্যুত ভৌমিক নামে এক পুরোনো ঠিকাদার বলে অভিযোগ । এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে ঠিকাদার মহলে। প্রতিবাদ স্বরুপ আজ তার মৃতদেহ নিয়ে আসা হয় জলপাইগুড়ি PHE দপ্তরে। সেখানে তাকে শ্রদ্ধা জানানো হয়।এরপর দেহ নিয়ে যাওয়া হয় শ্মশানে। ঘটনায় বড়সড় আন্দোলনের হুমকি ঠিকাদার মহলের।* বাইট : - শিবু দে ( সম্পাদক, ঠিকাদার এসোসিয়েশন ) বাইট : - কমলেশ সেন ( ঠিকাদার ) রিপোর্ট:- প্রদ্যুৎ দাস ক্যামেরা:-; ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
10
comment0
Report
PDPradyut Das
Sept 22, 2025 14:46:56
Jalpaiguri, West Bengal:2C 2209ZG_JAL_PHE_AGITATION_R বিল না পেয়ে উপযুক্ত চিকিৎসার অভাবে ঠিকাদারের মৃত্যু। দেহ এনে প্রতিবাদ জলপাইগুড়ি PHE দপ্তরে। জল জীবন মিশন সহ বিভিন্ন প্রকল্পে কাজ করার পরেও ১৪ মাস ধরে মেলেনি বকেয়া টাকা।আর বিল না পেয়ে চিকিৎসার অভাবে সোমবার নিজের বাড়িতেই মৃত্যুর কোলে ঢলে পড়লো জলপাইগুড়ি PHE দপ্তরের প্রদ্যুত ভৌমিক নামে এক পুরোনো ঠিকাদার বলে অভিযোগ । এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে ঠিকাদার মহলে। প্রতিবাদ স্বরুপ আজ তার মৃতদেহ নিয়ে আসা হয় জলপাইগুড়ি PHE দপ্তরে। সেখানে তাকে শ্রদ্ধা জানানো হয়।এরপর দেহ নিয়ে যাওয়া হয় শ্মশানে। ঘটনায় বড়সড় আন্দোলনের হুমকি ঠিকাদার মহলের। বাইট : - শিবু দে ( সম্পাদক, ঠিকাদার এসোসিয়েশন ) বাইট : - কমলেশ সেন ( ঠিকাদার ) রিপোর্ট:- প্রদ্যুৎ দাস ক্যামেরা:-; ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
5
comment0
Report
AGAyan Ghosal
Sept 22, 2025 13:49:15
Kolkata, West Bengal:PA HAZRA 75 মানুষ ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন। একেবারে শেষ লগ্নে দক্ষিণ কলকাতার দুটি অত্যন্ত জনপ্রিয় পুজো দেখাবো আপনাদের। আপনারা জানেন কি দক্ষিণ কলকাতায় এবার তৈরি হয়েছে বাংলার দুর্গাপুজোর ইতিহাসের উচ্চতম দুর্গা? *পুজো ১* ৬১ তম বর্ষে ভবানীপুর ৭৫ পল্লীর থিমের নাম বিনোদিনী। শিল্পী অভিজিৎ নন্দী। নটি বিনোদিনীর সুপ্ত বাসনা ছিল ওনার নামে একটা থিয়েটার হল হোক। ওনার জীবদ্দশায় যেটা সম্ভব হয়নি সেটা ঘটেছে সাম্প্রতিক এক সিনেমায়। হাতিবাগান স্টার থিয়েটারের নাম পাল্টে হয়েছে বিনোদিনী থিয়েটার। যদি বিনোদিনী এখনও জীবিত থাকতেন তাহলে কেমন হতো তার স্বপ্নের থিয়েটার হল? সেটাই থিমের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন শিল্পী। নারী শক্তির স্বীকৃতি মিলল নারী শক্তির আরাধনা অর্থাৎ দুর্গাপুজোয়। বাইট অভিজিৎ নন্দী। থিম মেকার *পুজো ২* ৮৬ তম বর্ষে হাজরা পার্ক দুর্গোৎসব কমিটির নিবেদন দৃষ্টিকোণ। শিল্পী বিমান সাহা। এটিই এই বছর শহরের উচ্চতম দুর্গা প্রতিমা। উচ্চতা ৩০ ফুট। সাম্প্রতিক কালের মধ্যে এটি শহরের উচ্চতম দুর্গা প্রতিমা। ৩০ ফুটের এই প্রতিমাই এবার হাজরা পার্কের ইউএসপি। বাইট সায়ন দেব চট্টোপাধ্যায়। সম্পাদক। *দুটি পুজোর সম্মিলিত পিটিসি*
3
comment0
Report
AGAyan Ghosal
Sept 22, 2025 13:49:05
Kolkata, West Bengal:WEATHER PC _আজ বিকেলের আবহাওয়া।_ *হাবিবুর রহমান বিশ্বাস। আঞ্চলিক অধিকর্তা। আলিপুর আবহাওয়া দপ্তর।* #বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে তৈরি হয়েছে। এই নিম্নচাপ ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আগামী ২৪ ঘন্টায় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছবে। ##নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে পূর্ব মধ্য ও উত্তর বঙ্গোপসাগর এলাকায়। ২৫ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল। এটিও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। ###মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী পাঁচ দিন। উত্তর-পূর্ব ও উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। সমুদ্রে ঝড়ো হাওয়া ৫৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত বইতে পারে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে সাতাশে সেপ্টেম্বর শনিবার পর্যন্ত। ####দক্ষিণবঙ্গে আগামীকাল সকালের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনার দু এক জায়গায়। কলকাতাতে ভারী বৃষ্টির আশঙ্কা। কলকাতা হাওড়া হুগলি উত্তর ২৪ পরগনা পূর্ব বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস। #####আগামীকাল মঙ্গলবার মেঘলা আকাশ; সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস। ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে। ##### শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি এবং ঝড়ো বাতাস থাকবে। উপকূলের জেলা দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। ######উত্তরবঙ্গে বৃষ্টি ক্রমশ কমবে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামী ২৪ ঘন্টায় মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শুক্রবার ২৬ শে সেপ্টেম্বর বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টি এবং বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা।
6
comment0
Report
NHNantu Hazra
Sept 22, 2025 13:19:55
Salt Lake City, Utah:The body of an unidentified young man was recovered from the New Town No.11 tank. Police recovered Eco Park Police Station. নিউ টাউন ১১ নম্বর ট্যাংকের কাছ থেকে অজ্ঞত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার। উদ্ধার করল ইকো পার্ক থানার পুলিশ। ইকো পার্ক থানার অন্তর্গত ১১ নম্বর ট্যাংকের কাছে রাস্তার উপরে রক্তাক্ত অবস্থায় অজ্ঞত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। সকাল বেলা নিউটাউনে কর্মরত বেশ কিছু লেবার অজ্ঞাত পরিচয় যুবকের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে। তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। কি কারনে মৃত্যু দুর্ঘটনা নাকি অন্য কিছু গোটা বিষয় ইকো পার্ক থানার পুলিশ খতিয়ে দেখছে। ঘটনাস্থলের কাছেই একটি লেবার রুম রয়েছে সেখান থেকে কয়েকটি মোবাইল ফোন চুরি হয়েছিল এই অজ্ঞাত পরিচয় যুবক সেই মোবাইল ফোন চুরি করেছিল কিনা পুলিশ খতিয়ে দেখছে যেমন অন্যদিকে মৃত্যুর কারণ হিসাবে তাকে মারধর করা হয়েছিল? নাকি দুর্ঘটনা এই সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ। সিসি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে তবে পুলিশের প্রাথমিক অনুমান দুর্ঘটনায় মৃত্যু হতে পারে এই যুবকের।
2
comment0
Report
NHNantu Hazra
Sept 22, 2025 13:19:43
Salt Lake City, Utah:Bike Accident infornt of ecopark gate number 2.one constable death. One of the seriously injured in the incident is a Civic Volunteer. The killer bike driver is also injured. Both are under treatment. Feed sent by live u 8 নিউটাউন ইকোপার্ক দুই নম্বর গেটের সামনে বাইকের ধাক্কায় মৃত্যু এক কনস্টেবল এর। ঘটনায় গুরুতর আহত এক সিভিক ভলেন্টিয়ার। ঘাতক বাইক চালকও আহত। দুজনই চিকিৎসধীন। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে নিউটাউন ইকোপার্ক দু'নম্বর গেটের সামনে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো কর্মরত এক কনস্টেবল এর। ঘটনায় আহত এক সিভিক ভলেন্টিয়ার ও ঘাতক বাইক চালক। যাদের চিকিৎসা চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইকোপার্ক থানার দুই পুলিশেকর্মী সাইকেল নিয়ে পেট্রোলিং করে ইকোপার্ক দুই নম্বর গেটের সামনে সার্ভিস রোড দিয়ে যাচ্ছিলেন সেইসময় একটি বাইক দ্রুতগতিতে পরপর দুটি সাইকেলে ধাক্কা মারে। সাইকেল থেকে ছিটকে পড়ে দুই পুলিশ কর্মী। ঘাতক বাইক আরোহীও ছিটকে পড়ে। তিনজনকে নিয়ে হয় স্থানীয় বেসরকারি হাসপাতালে। সাইকেল পেট্রোলিংয়ে থাকা দুজনই ইকোপার্ক থানায় কর্মরত। একজন সিভিক ভলেন্টিয়ার একজন কনস্টেবল গুরুতর আহত হয়। কনস্টেবলকে আশঙ্কাজনক অবস্থায় বাগুইআটি ভি আই পি রোড সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে হাওয়া হলে চিকিৎসরা মৃত বলে ঘোষণা করে। সিভিক ভলেন্টিয়ার চিকিৎসাধীন। অন্যদিকে ঘাতক বাইক চালকও আহত। তাকে নিউটাউন এর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইকোপার্ক থানার পুলিশ।খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। শুধু কি বাইকের ধাক্কায় এই ঘটনা নাকি অন্য কোনো গাড়ি ছিল। যদিও পুলিশ সূত্রে খবর বাইকের ধাক্কাতেই এই ঘটনা বলে প্রাথমিক অনুমান। বাইকের গতিবেগ কত বেশি হলে দুটি ব্যাটারি চালিত সাইকেল একেবারে দুমড়ে মুছরে যায়। তার প্রমাণ সাইকেল গুলো দেখলেই বোঝা যায়। একেবারে দুমড়ে মুছে দোলা হয়ে গেছে সাইকেল দুটি। যে কারণে পুলিশ মনে করছে অত্যন্ত দ্রুতগতিতে এই বাইকটি আসছিল। রাত নটা নাগাদ ইকো পার্ক থানা থেকে ডিউটি ধরে এই কনস্টেবল। সাইকেল নিয়ে থানা থেকে বেরিয়ে ব্যাটারি চালিত সাইকেল চালিয়ে তারা ইকো পার্ক দু'নম্বর গেটের কাছে আসতেই এই দুর্ঘটনার কবলে পড়ে। মৃত কনস্টেবল জোতিষ দেবনাথ। বাড়ি বর্ধমান কাটোয়ায়।
4
comment0
Report
Advertisement
Back to top