Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purulia723101

पुरुलिया में कुर्मी आदिवासी अवरोध दावे के बावजूद ट्रैफिक सामान्य

MMManoranjan Mishra
Sept 20, 2025 02:17:44
Purulia, West Bengal
পুরুলিয়া : আদিবাসী কুড়মি সমাজের ডাকা রেল ও রাস্তা অবরোধের প্রভাব নেই পুরুলিয়া জেলায় । সকাল থেকে বিভিন্ন গুরুত্বপুর্ন রাস্তা থেকে শুরু করে রেল স্টেশনে মোতায়েন রয়েছে রেল ও রাজ্য পুলিশ । কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন । সকাল থেকে জেলা জুড়ে স্বাভাবিক রয়েছে যানবাহন পরিষেবা । আজ কুড়মি সম্প্রদায়কে আদিবাসী তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে রেল ও রাস্তা অবরোধের ডাক দিয়েছিল আদিবাসী কুড়মি সমাজ। কলকাতা উচ্চ আদালত এই রেল ও রাস্তা অবরোধকে বেআইনি বলে রায়দান করে । ঘটনার পর এই রেল ও রাস্তা অবরোধকে দমাতে কড়া পদক্ষেপ নেয় জেলা পুলিশ । রাস্তাঘাট থেকে শুরু করে রেল স্টেশনে কড়া পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হয় । বাইট : প্রতীক ঘোষ (রেলযাত্রী)
9
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
STSrikanta Thakur
Sept 20, 2025 04:49:19
Dinajpur, Rangpur Division:মা দুর্গার যে রূপ সাধারণ ভাবে দেখে আমরা অভ্যস্ত ফুলঘরা গ্রামের দুর্গার রূপ আলাদা। এখানে মা দুর্গার মনসা রূপী। সাপের উপদ্রব থেকে গ্রামবাসীদের রক্ষা করতে কোন এক সময় পূর্বপুরুষরা মনসা রুপী দুর্গার পূজার প্রচলন শুরু করেন। ২৫০ বছরের সেই ঐতিহ্য আজও বয়ে চলেছে বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের ফুলঘড়া গ্রামের বাসিন্দারা। সমগ্র পশ্চিমবঙ্গের মানুষ যখন দুর্গাপূজার উৎসবে মাতোয়ারা হয় তখন ফুলঘড়া গ্রামের বাসিন্দারা মাতেন মনসা পূজায়। পাঁচ দিন ধরে চলে মনসার পূজা এবং তা দুর্গা পূজার নিয়ম-নীতি মেনে। দীর্ঘ প্রায় আড়াইশো বছরের ইতিহাস এই পূজার। প্রত্যন্ত গ্রামের মধ্যে, গ্রাম্য পরিবেশে এই পূজার আয়োজন করেন স্থানীয় বাসিন্দারা। পূজার জৌলুস না থাকলেও ঐতিহ্য ও মানুষের বিশ্বাসকে বহন করে চলা এই গ্রাম্য পূজা দেখতে প্রতিবছরই জেলা বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন। এখানে মা দুর্গা মনসার রূপেই পূজিতা হন। কোন এক সময় গ্রামে সাপের উপদ্রব ঘটেছিল। স্বপ্ন দেশে সেই সাপের উপর থেকে মুক্তি পেতেই মনসা পূজার প্রচলন। গ্রামের পাশ দিয়ে বয়ে চলা আত্রেয়ী নদীতে জল বাড়লে এখনো মাঝে মাঝে গ্রামে সাপের দেখা মেলে বলেই স্থানীয় বাসিন্দাদের দাবি। সাপের হাত থেকে মুক্তি পেতে গ্রামবাসীরা দুর্গাপূজার পরিবর্তে মনসা পূজার প্রচলন করেন এবং সেই রীতি মেনেই আজও মনসা পূজায় হয়ে চলে গ্রামে। কথিত আছে আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে গ্রামে সাপের উপদ্রব হয়। সাপের দংশনে কয়েকজনের মৃত্যু হয়। এরপরই গ্রামের এক বাসিন্দা, স্বপ্নাদেশ পেয়ে নদীর জলে ভেসে আসা একটি কাঠামো তুলে নিয়ে আসেন এবং সেখানেই মনসার মূর্তি তৈরি করে পূজা করেন। তারপর থেকেই রীতি মনসা পূজার। এখানে পূজার পাঁচ দিন মনসামঙ্গলের গান আয়োজন করা হয়। গ্রামবাসীরা নিজেদের সাধ্যমত চাঁদা দিয়ে পূজার আয়োজন করেন। শুধু মনসামঙ্গল নয় তার সঙ্গে অন্যান্য গানের আসরও বসে। সঙ্গে পাঁচ দিনই ভোগ খাওয়ার ব্যবস্থাও থাকে গ্রামবাসীদের জন্য। বালুরঘাট শহর থেকে ১২ কিলোমিটার দূরে এই গ্রাম এবং এই গ্রামের বাসিন্দাদের দাবি শহরের জাকজমকপূর্ণ পুজো নয় বরং নিজের গ্রামের মনসা পূজার এই মন্ডপে এই পাঁচটা দিন হই হই করে কেটে যায় তাদের। যেহেতু একটু অন্য রীতির পূজা তাই বাইরে থেকেও প্রচুর মানুষ আসেন পূজার কদিন। ফুল খরা গ্রামের এই মনসা পূজার প্রস্তুতি শেষের দিকে প্যান্ডেল বাধার কাজ শেষ মূর্তি তৈরিও চলছে মন্ডপ প্রাঙ্গনে সেজে উঠছে ফুলঘড়া গ্রাম। Byte.. 1/ সুপর্ণা মন্ডল গ্রামবাসী 2/ ভজন মন্ডল এলাকাবাসী 2009ZG_PA_SDIN_MANASA_PUJA
1
comment0
Report
ABArup Basak
Sept 20, 2025 04:48:50
Mal Bazar, West Bengal:*আবার খাঁচা বন্দি চিতাবাঘ। মাল ব্লকের মিনগ্লাস চাবাগানে চাঞ্চল্য...* আজ সকালে মাল ব্লকের মিনগ্লাস চাবাগানের ডালিমকোট ডিভিশনে এক পূর্ণ বয়স্ক চিতাবাঘ খাঁচা বন্দি হয়। চাবাগানের শ্রমিকেরা কাজে যাওয়ার সময় চিতাবাঘের গর্জন শুনে এগিয়ে গিয়ে দেখে, বন দপ্তরের পাতা খাঁচার মধ্যে আটকে আছে জন্তুটি। বিষয়টি দ্রুত চাবাগান কর্তৃপক্ষের মাধ্যমে বন দপ্তরকে জানানো হয়। বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে চিতাবাঘটিকে উদ্ধার করে। পরে তাকে গরুমারা বনাঞ্চলে নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে। যদি সে সুস্থ থাকে, তাহলে তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। উল্লেখযোগ্যভাবে, চিতাবাঘের উপদ্রব বেড়ে যাওয়ায় বন দপ্তর কিছুদিন আগেই ছাগল দিয়ে টোপ ফেলে খাঁচা বসিয়েছিল। অবশেষে তাতেই ধরা পড়ে চিতাবাঘটি। গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন চাবাগান ও বনবস্তি এলাকায় চিতাবাঘের উপস্থিতি ও আক্রমণ ক্রমেই বেড়ে চলেছে। এই কারণে স্থানীয় বাসিন্দা ও শ্রমিকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 2009ZG_MAL_LEOPARD_RESCUE_R
0
comment0
Report
PDPradyut Das
Sept 20, 2025 04:48:25
Jalpaiguri, West Bengal:2C 2009ZG_JAL_MISSING_R ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও মিললো না কৃষ্ণ রজকের‌ দেহ। সিভিল ডিফেন্সের কর্মীরা শনিবার সকাল থেকে ফে‌র নদীতে‌ বোট‌ নামিয়ে তাঁর খোঁজ শুরু করেছেন। সিভিল ডিফেন্স ছাড়াও তল্লাশি অভিযানে রয়েছেন জলপাইগুড়ি পুরসভার বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মন্ডল বলেন, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত খোঁজ চালানো হয়েছে। শনিবার সকাল থেকে ফের‌ নদীতে নেমে তল্লাশি চালানো হচ্ছে। কিন্তু নদীতে প্রচুর জল থাকায় দেহ কোনদিকে ভেসে গেছে তার বুঝতে সমস্যা হচ্ছে। উল্লেখ্য, শুক্রবার সকালে বৃষ্টির সময় ধোপা বাড়ির কাপড় ধুতে গিয়ে করলা নদীর স্রোতে ভেসে যান কৃষ্ণ রজক নামে এক যুবক। কাপড়ের গামলা জলের স্রোতে ভেসে যাওয়ার সময় সেটিকে বাঁচাতে গিয়ে নদীর জলে তলিয়ে যান তিনি। মর্মান্তিক এই ঘটনায় ঘটেছে জলপাইগুড়ি শহরের ১ নম্বর ওয়ার্ডের শনি মন্দির সংলগ্ন রায়কতপাড়া‌ এলাকায়। ঘটনার পর থেকে জলের মধ্যে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর হদিস এখন‌ও পাওয়া যায়নি। রিপোর্ট :- প্রদ্যুৎ দার ( জলপাইগুড়ি )
0
comment0
Report
ABArup Basak
Sept 20, 2025 04:01:57
Mal Bazar, West Bengal:*চাবাগানে ঢুকে পড়া হাতির দলকে নিরাপদে জঙ্গলে ফেরাল বন দপ্তর...* আজ সকালে মালবাজার ব্লকের বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের লিসরিভার চাবাগানের হোপ ডিভিশনে ঢুকে পড়ে ১১-১২টি হাতির একটি দল। সকালে কাজে যাওয়ার সময় শ্রমিকেরা হাতিগুলিকে দেখে সঙ্গে সঙ্গে চাবাগান কতৃপক্ষকে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কুইক রেসপন্স টিমের সদস্য ওম নারায়ণ খেস ও ফিরোজ খান। তাঁরা হাতির ওপর নজরদারি শুরু করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। এরপর দ্রুত যোগাযোগ করা হয় মালবাজার ওয়াইল্ডলাইফ এবং তারঘেরা বন দপ্তরের সঙ্গে। বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতির দলটিকে নিরাপদ দূরত্বে নজরে রাখেন এবং আশেপাশের মানুষদের উৎসাহিত হয়ে কাছে না আসার অনুরোধ করেন। সারা দিন বন দপ্তরের পক্ষ থেকে টহলদারি চলবে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। স্থানীয়দের মতে, রাতের দিকে তারঘেরা জঙ্গল থেকে খাবারের সন্ধানে হাতির দলটি চাবাগান এলাকায় চলে আসে। তবে সকাল হতেই আলো ফোটার ফলে তারা আর জঙ্গলে ফিরে যেতে পারেনি এবং চাবাগানের মধ্যেই আটকে পড়ে। বাইট ১) কুইক রেসপন্স টিমের সদস্য ওম নারায়ন খেস। 2009ZG_MAL_ELEPHANT_TG_R
0
comment0
Report
BSBarun Sengupta
Sept 20, 2025 03:31:59
Barrackpur Cantonment, West Bengal:*জগদ্দলে রাহুতা থেকে তৃনমুল কর্মি হীরা কুরেশির খুনী সাহেবের পচাগলা মৃতদেহ উদ্ধার করলো বাসুদেব পুর থানার পুলিশ, খুনের বদলা খুন কিনা তদন্ত করছে পুলিশ* ফের চার দিনের মাথায় ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে রাহুতা এলাকায় খালের মধ্যে থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ওই ব্যক্তির নাম সাহেব। মৃতদেহটি পচাগলা অবস্থায় উদ্ধার করে পুলিশ । আপাতত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তাকে খুন করে এখানে ফেলে গিয়েছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ১৫ ই সেপ্টেম্বর কল্যানি এক্সপ্রেস এর ধারে ভাটপাড়ার মাংস ব্যবসায়ী হীরা কুরেশীর কে খুন করে দুস্কৃতিরা এই কল্যানি এক্সপ্রেসের ধারেই। সেই খুনের ঘটনায় পুলিশ এই সাহেব কে খুজছিলো।আজ তার পচাগলা দেহ উদ্ধার করলো বাসুদেব পুর থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।প্রসঙ্গত উল্লেখ্য গত শনিবার এই এলাকা থেকে ঢিলছোঁড়া দূরত্বে হীরা কুরেশি নামে এক তৃণমূল কর্মীর দেহ উদ্ধার হয়েছিল।সেই খুনের পালটা খুন কিনা তদন্ত করছে পুলিশ। 200925 BKP DEAD BODY
3
comment0
Report
SRSanjoy Rajbanshi
Sept 20, 2025 03:01:44
Kalna, West Bengal:কাঠ বা প্লাস্টিকের নই, এইবার ফেলে দেওয়া সাইকেল বিভিন্ন উপকরণে তৈরি দুর্গা প্রতিমা, পরিবেশ বান্ধব বার্তা দিচ্ছেন কালনার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বড় কোবলা এলাকার শিল্পী রাজু বাগ।এই দূর্গা মায়ের মূর্তি পারিদেবে হাইদ্রাবাদে, কালনার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বড় কোবলা এলাকায় শিল্পী রাজু দুর্গাপূজা আগে যেন এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল। সাধারণত মাটি, খড়, রঙ ও বিভিন্ন চটজাতীয় উপকরণে তৈরি হয় দেবী দুর্গার প্রতিমা। কিন্তু এই প্রচলিত ধারার বাইরে গিয়ে শিল্পী রাজু বাগ তৈরি করেছেন এক অভিনব দুর্গা প্রতিমা—যার পুরোটা তৈরি হয়েছে রিসাইকেল উপকরণ দিয়ে। তার তৈরি এই দুর্গা প্রতিমা পাড়ি দেবে হায়দ্রাবাদে। তবে এই দুর্গা প্রতিমার হাইট দু ফুট। হায়দ্রাবাদে বসবাসকারী এক মহিলা সোশ্যাল মিডিয়াতে রাজুর কাজ দেখে তাকে এই দুর্গা প্রতিমার অর্ডার দেয়। সেই মতনই গত দুই সপ্তাহ ধরে কাজ চালিয়ে যাচ্ছে রাজু ও তার সহযোগীরা। তবে রাজুর এই কাজ প্রথম নয় এর আগেও বিভিন্ন ফেলে দেওয়া উপকরণ দিয়ে বড় দুর্গা বড় সরস্বতী বানিয়েছে সে।এই প্রতিমায় ব্যবহৃত হয়েছে ফেলে দেওয়া নাট বল্টু, জিআই তার, কাঠ লোহার ব্লেড, মরচে ধরা পেরেক, লোহার জালি সহ আরও অনেক অব্যবহৃত উপাদান। শিল্পীর সৃজনশীলতায় এই সব জঞ্জাল যেন নতুন প্রাণ পেয়েছে। দেবী দুর্গার মুখাবয়ব, অসুর বধের ভঙ্গি, প্রমাণ করছে যে আবর্জনা বলেই যাকে ফেলে দিই, তা-ও সঠিকভাবে ব্যবহার করলে হয়ে উঠতে পারে অনন্য শিল্প। রাজুকে তার এই কাজে সহযোগিতা করেছে তারই এলাকার কয়েকজন যুবক। তারাও রাজুর কাছে কাজ শিখে সাবলম্বী হতে চাইছে। তাদের কথায় শুধু এবারই প্রথম নয়। এর আগেও আমরা ফেলে দেওয়া বিভিন্ন উপকরণ দিয়ে দুর্গা, সরস্বতী, হাঁস, মুরগি সহ থিমের বিভিন্ন জিনিস তৈরি করেছি। পড়াশোনার পাশাপাশি এই কাজ করে কিছুটা হাত খরচ জোগাড় হয়ে যায় বলেও জানিয়েছে রাজুর সাথে কাজ করা স্থানীয় এলাকার ছাত্ররা।শিল্পী রাজু বাগ জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে আমি সমাজকে একটা বার্তা দিতে চেয়েছি পরিবেশবান্ধব চিন্তা আর পুনর্ব্যবহারযোগ্য উপকরণ দিয়েও শিল্প সৃষ্টি করা যায়। আর এটাই আজকের দিনেi সবচেয়ে প্রয়োজন। বাইট এক - রাজু বাগ (শিল্পী) বাইট দুই - মনোজিৎ সিংহ (শিল্পী) ছবি 2C তে 20925-KLN-PA-LOHARDURGA-R
0
comment0
Report
CDChampak Dutta
Sept 20, 2025 03:01:30
0
comment0
Report
EGE GOPI
Sept 20, 2025 02:31:27
Kharagpur, West Bengal:আদালতের নির্দেশ কিংবা রেল ও পুলিশ-প্রশাসনের আবেদন উপেক্ষা করেই শনিবার সকালে পূর্বঘোষিত রেল ও জাতীয় সড়ক অবরোধে অনড় ছিলেন কুড়মিরা। শুক্রবার রাতে ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি স্পষ্টও করে দিয়েছেন আদিবাসী কুড়মি সমাজের মূলমান্তা অজিতপ্রসাদ মাহাত। তিনি জানান, পূর্ব ঘোষিত তাঁদের কর্মসূচি হচ্ছেই। কোন অশান্তি বা বিশৃঙ্খলা হলে তার দায় পুলিশ-প্রশাসনের। যদিও, শনিবার সকালে খড়্গপুর গ্রামীণের খেমাশুলি স্টেশনে দেখা গেলনা কোন কুড়মি আন্দোলনকারীকেই। অন্যদিকে, রেল পুলিশ ও জেলা পুলিশের বিশাল বাহিনী ঘিরে রেখেছে ওই এলাকা। জাতীয় সড়কও পুলিশে ছয়লাপ। জেলার প্রস্তাবিত অন্য স্টেশনগুলিতেও একই অবস্থা বলে জানা গেছে। সূত্রের খবর এদিন ভোরে কুড়মি নেতা ও কর্মীরা উপস্থিত হলেও পুলিশের তাড়া খেয়ে তারা পালিয়েছে। উল্লেখ্য যে, এস.টি তালিকাভুক্ত করা সহ বেশ কয়েকটি দাবিতে কুড়মিরা ল শনিবার থেকে রেল টেকা বা রেল অবরোধ ও ডহর ছেঁকা বা পথ অবরোধের ডাক দিয়েছে। যদিও, আদালতের তরফে তাদের এই কর্মসূচিকে অসাংবিধানিক আখ্যা দেওয়া হয়েছে। সেইসঙ্গেই কুড়মিদের এই অবরোধ কর্মসূচি রুখতে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশও দেওয়া হয়েছে।
1
comment0
Report
PSPrasenjit Sardar
Sept 20, 2025 01:31:56
Baruipur, West Bengal:উদ্ধার হওয়াকচ্ছপ ,বনদফতরের হাতে তুলে দিলেন পুলিশ প্রশাসন ক্যানিং - পরিবেশ থেকে হারিয়ে যেতে বসেছে কচ্ছপ। এবার পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কচ্ছপ উদ্ধার করে বনদফতরের হাতে তুলে দিলেন পুলিশ প্রশাসন।। সকলেই পুজোর আনন্দে মাতোয়ারা। ঠিক তখনই জীবনতলা থানার অন্তর্গত ঘুটিয়ারী শরীফের নারানপুর এলাকার স্থানীয় কয়েকজন রাস্তার পাশে একটি কচ্ছপ দেখতে পায়। কচ্ছপটির ওজন প্রায় ২ কেজি।কচ্ছপ টি যাতে বাঁচতে পারে তারজন্য উদ্যোগ গ্রহণ করেন স্থানীয়রা। তাঁরা ঘুটিয়ারী শরীফ ফাঁড়ির পুলিশ আধিকারীক সুকুমার রুই দাসের হাতে তুলে দেয়। ফাঁড়ির আধিকারীক এক মুহূর্ত সময় নষ্ট না করে বনদফতর কে জানায়।খবর পেয়ে ঘুটিয়ারী শরীফ ফাঁড়িতে পৌঁছায় বনদফতরের কর্মী কাবিল জমাদার। তাঁর হাতে কচ্ছপটি তুলে দেওয়া হয় পুলিশ প্রশাসনের তরফে। জানা গিয়েছে কচ্ছপটির শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর যদি সুস্থ থাকে তাহলে সুন্দরবন জঙ্গল সংলগ্ন কোন এক জলাশয়ে ছেড়ে দেওয়া হবে। 200925ZG-BAR-CANNING-TURTLE-R
7
comment0
Report
BBBimal Basu
Sept 20, 2025 01:31:45
7
comment0
Report
CDChampak Dutta
Sept 20, 2025 01:31:23
5
comment0
Report
KMKIRAN MANNA
Sept 20, 2025 01:31:09
Dihierench, West Bengal:*পাঁশকুড়ায় নির্যাতিতা মহিলার পাশে রাজ্য মহিলা কমিশন।* পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় নির্যাতিতা মহিলার পাশে দাঁড়াল রাজ্য মহিলা কমিশন। শুক্রবার রাতে তিন সদস্যের প্রতিনিধি দল পাঁশকুড়ায় পৌঁছে নির্যাতিতার বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। আদালতে জবানবন্দিতে যা বলেছেন, সেসবই তিনি কমিশনের সদস্যদের সামনে তুলে ধরেন বলে জানিয়েছেন প্রতিনিধি দল। কমিশনের চেয়ারপারসন লিনা গঙ্গোপাধ্যায় জানান, পুলিশের সঙ্গে এ বিষয়ে আলোচনা হবে। শুধু তাই নয়, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে আরও কয়েকজন মহিলা নির্যাতনের শিকার হয়েছেন বলে কমিশনের কাছে অভিযোগ এসেছে। তাঁদের সঙ্গেও কথা বলার উদ্যোগ নেবে কমিশন। তিনি আরও জানান, এই ঘটনার উপর মহিলা কমিশনের কড়া নজরদারি থাকবে এবং সমস্ত কিছু খতিয়ে দেখে যথাযথ রিপোর্ট সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। বাইট লীনা গঙ্গোপাধ্যায়। চেয়ারম্যান রাজ্য মহিলা কমিশন।
8
comment0
Report
Advertisement
Back to top