Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700034

पानी पर बॉबी हाकिम के बाइट ने सबको चौंका दिया!

SPSANDIP PRAMANIK
Sept 23, 2025 17:50:00
Kolkata, West Bengal
জল নিয়ে ববি হাকিমের বাইট আমি আজ পর্যন্ত এত বৃষ্টি কোনদিনও দেখিনি
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ALArup Laha
Sept 23, 2025 19:00:55
Belna, West Bengal:তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘের পুজো মণ্ডপে রুক্মিণী মৈত্র বর্ধমানের তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ এ বছর পা দিল ৪৪তম বর্ষে। এ বছরের তাদের পুজোর মূল ভাবনা ‘রামায়ণ’। মঙ্গলবার সন্ধ্যায় মণ্ডপ উদ্বোধনে হাজির ছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। পুজো মণ্ডপ ঘুরে দেখে রুক্মিণী বলেন, “২০১৭ সালে আমি প্রথম বর্ধমানে আসি। এখানে আসার সবচেয়ে মজার বিষয় হলো ভালো মিহিদানা পাওয়া যায়। আমি মিহিদানা ছাড়া বাড়ি ফিরবো না।” তাকে মিহিদানার ডালা উপহার দেন উদ্যোক্তারা। স্থানীয়দের ভিড়ে রুক্মিণীর উপস্থিতি জমায়েতকে আরও উজ্জ্বল করে তোলে। মণ্ডপ ও প্রতিমা দেখতে এদিন ভিড় উপচে পড়ে এলাকায়। 230925ZG_BWN_TELIPUKUR
1
comment0
Report
NHNantu Hazra
Sept 23, 2025 18:16:27
6
comment0
Report
PDPradyut Das
Sept 23, 2025 18:15:58
Jalpaiguri, West Bengal:2C 2309ZG_JAL_PHE_AGITATION_R1 VISU, BYTE, PTC SEBD BY 2C ফাইনাল কপি বিল না পেয়ে উপযুক্ত চিকিৎসার অভাবে ঠিকাদারের মৃত্যু। প্রতিবাদে PHE দপ্তরের আধিকারিককে ঘেরাও করে চেম্বারে ধর্নায় বসলো ঠিকাদারেরা। রাজ্যকে দুষে একযোগে ক্ষোভ প্রকাশ বিজেপি ও কংগ্রেসের।সাফাই তৃনমূলের। জল জীবন মিশন সহ বিভিন্ন প্রকল্পে কাজ করার পরেও ১৪ মাস ধরে মেলেনি বকেয়া টাকা।আর বিল না পেয়ে চিকিৎসার অভাবে সোমবার মৃত্যুর কোলে ঢলে পড়েন জলপাইগুড়ি PHE দপ্তরের এক ঠিকাদার। মৃত ঠিকাদারের নাম প্রদ্যুত ভৌমিক ( ৭১)। তিনি অকৃতদার ছিলেন। জলপাইগুড়ি দর্জি পাড়ায় তার বোনের বাড়িতে থাকতেন। আজ তার বোন প্রীতি সরকার দাদার করুন কাহিনী বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে।একইসাথে তিনি দাদার শ্রাদ্ধ শান্তি করা ও ধারদেনা মেটার জন্য দাদার প্রাপ্য টাকা দ্রুত মেটাবার দাবী করেছেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে ঠিকাদার মহলে। প্রতিবাদ স্বরুপ গতকাল তার মৃতদেহ নিয়ে আসা হয় জলপাইগুড়ি PHE দপ্তরে। সেখানে তাকে শ্রদ্ধা জানানো হয়।এরপর দেহ নিয়ে যাওয়া হয় শ্মশানে। জানা গেছে PHE জলপাইগুড়ি দপ্তরে জল জীবন মিশন,নির্বাচন,ময়নাগুড়ি টর্নেডো সহ বিভিন্ন বিষয়ে মোট বকেয়া বিলের পরিমান প্রায় ৩০০ কোটি টাকা। এই টাকা অবিলম্বে মেটাবার দাবীতে মঙ্গলবার PHE দপ্তরের আধিকারিক কে ঘেরাও করে তার চেম্বারে বসে বিক্ষোভ দেখান ঠিকাদারেরা। অবিলম্বে বকেয়া বিল না দিলে বড়সড় আন্দোলনের হুমকি দিয়েছে ঠিকাদার মহল। এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতর। বিরোধী রাজনৈতিক মহলের বক্তব্য তৃনমূলের কিছু পেটোয়া ঠিকাদার ছাড়া আর কেউ বিল পায়না। তাদের টাকা বকেয়া রেখে সরকার মেলা, খেলা করার জন্য অঢেল টাকা ব্যয় করছে। বিরোধীদের মন্তব্য কে উড়িয়ে দিয়েছে তৃনমূল নেত্রীত্ব। তাদের বক্তব্য মমতা ব্যানার্জী মানবিক। ঠিক ব্যাবস্থা নেবেন। বাইট :- ১) শিবু দে ( সম্পাদক। ঠিকাদার এসোসিয়েশন) ২) শ্যাম প্রসাদ ( বিজেপির প্রাক্তন জেলা সম্পাদক) ৩) নব্যেন্দু মৌলিক ( যুব কংগ্রেসের জেলা কমিটির সহ সভাপতি) ৪) বিকাশ মালাকার ( তৃনমূলের জেলা সম্পাদক) ৫) কমলেশ সেন ( ঠিকাদার) ৬) গৌরব সুত্রধর ( ঠিকাদার) ৭) প্রীতি সরকার ( মৃত ঠিকাদারের বোন) রিপোর্ট:- প্রদ্যুৎ দাস ক্যামেরা:-; ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি ) উল্লেখ্য,, 2C 2209ZG_JAL_PHE_AGITATION_R বিল না পেয়ে উপযুক্ত চিকিৎসার অভাবে ঠিকাদারের মৃত্যু। দেহ এনে প্রতিবাদ জলপাইগুড়ি PHE দপ্তরে। জল জীবন মিশন সহ বিভিন্ন প্রকল্পে কাজ করার পরেও ১৪ মাস ধরে মেলেনি বকেয়া টাকা।আর বিল না পেয়ে চিকিৎসার অভাবে সোমবার নিজের বাড়িতেই মৃত্যুর কোলে ঢলে পড়লো জলপাইগুড়ি PHE দপ্তরের প্রদ্যুত ভৌমিক নামে এক পুরোনো ঠিকাদার বলে অভিযোগ । এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে ঠিকাদার মহলে। প্রতিবাদ স্বরুপ আজ তার মৃতদেহ নিয়ে আসা হয় জলপাইগুড়ি PHE দপ্তরে। সেখানে তাকে শ্রদ্ধা জানানো হয়।এরপর দেহ নিয়ে যাওয়া হয় শ্মশানে। ঘটনায় বড়সড় আন্দোলনের হুমকি ঠিকাদার মহলের। বাইট : - শিবু দে ( সম্পাদক, ঠিকাদার এসোসিয়েশন ) বাইট : - কমলেশ সেন ( ঠিকাদার ) রিপোর্ট:- প্রদ্যুৎ দাস ক্যামেরা:-; ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
3
comment0
Report
SGShreyasi Ganguly
Sept 23, 2025 17:51:04
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Sept 23, 2025 17:50:37
Kolkata, West Bengal:TVU 5 বাঁশদ্রোণী নর্দান পার্ক থেকে উদ্ধার হল মা এবং ছেলের জোড়া দেহ। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম শীলা দাশগুপ্ত (৬৯) এবং থেকে সুতীর্থ দাশগুপ্ত (৩৮)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক থেকে দেড় বছর আগে চারতলার আবাসনের গ্রাউন্ড ফ্লোরে ফ্ল্যাট কিনে আসেন শীলা দেবী। স্বামী দীর্ঘদিন আগেই প্রয়াত। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিশ্বকর্মা পুজোর দিন পরিজনরা ফোন করেছিলেন শীলা দেবী এবং তার ছেলেকে। কিন্তু ফোনে পাননি। তারপর আর পরিজনরা খোঁজখবর নেয়নি তেমন একটা। এরপর মঙ্গলবার সকাল থেকে ফোন করতে থাকেন পরিজনরা। কেউ ফোন না তোলায় তাদের সন্দেহ হয়। এরপর আবাসনের অন্যান্য বাসিন্দারা গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাট থেকে পচা গন্ধ পেয়ে ওই পরিজনদের জানান। এরপর তাঁরা এসে দরজায় ডাকাডাকি করলেও ভিতর থেকে কেউ সাড়া দেননি। এরপরই বাঁশদ্রোণী থানায় কবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে মা এবং ছেলের দিয়ে উদ্ধার করে। একটা ঘরে মেঝেতে দুজনের দেহ পড়েছিল। কিভাবে দু'জনের মৃত্যু হল তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। আত্মহত্যা নাকি রয়েছে পেছনে অন্য কিছু, এটা ময়নতন্ত্র করে খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। তবে প্রাথমিকভাবে তদন্তের পর পুলিশের বক্তব্য, আত্মঘাতী হয়েছে দু'জন।
0
comment0
Report
Navaratri 2025
Advertisement
Back to top