Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Hooghly712103

जादवपुर फिर वही रहा: 34 साल की धरोहर कैसे ध्वस्त हो रही?

BSBidhan Sarkar
Sept 14, 2025 09:31:30
Chinsurah, West Bengal
৩৪ বছর যেমন ছিল যাদবপুর টাকে সেভাবেই রেখেছে শুধু দশ শতাংশের জন্য সব নষ্ট হচ্ছে। বললেন,কল্যাণ। যাদবপুর যাদবপুরই রয়ে গেছে। এসএফআই আর আল্ট্রা কমিউনিস্টরা শেষ করে দিল যাদবপুর কে। ওরা আসলে ডেসট্রাক্টিভ করে।ওদের লোকই তো হাইকোর্টে মামলা করেছিল কেন ইউনিয়ন অফিস খোলা থাকবে।সেই ইউনিয়ন অফিসে কি করে এসে ভাইয়ের ছেলেরা তান্ডব নিত্য করল গান-বাজনা করল।৩৪বছরের সিপিএমের যে ভূমিকা ছিল যাদবপুরে আজো সেই একই ভূমিকায় আছে।নিয়ন্ত্রণ হীন একেবারে।ভালো রেজাল্ট করে ভারতবর্ষের মধ্যে শুধু ১০ শতাংশ ছেলের জন্য সেই সুনাম নষ্ট হচ্ছে অনেক নিষিদ্ধ জিনিস ওখানে পাওয়া যায়।আলট্রা লেফট যতদিন থাকবে ততদিন এসব হবে গাঁজাখোর মদখোর সব সিপিএমের লোক।সিসি ক্যামেরা তো লাগাতেই দিচ্ছে না।পুরো লাগানো হয়েছিল সব খুলে ফেলে দিয়েছে।সিপিএম মানে দুষ্কৃতী বাজদের জায়গা।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBidhan Sarkar
Sept 14, 2025 09:31:45
0
comment0
Report
BSBidhan Sarkar
Sept 14, 2025 09:30:34
Chinsurah, West Bengal:সাত সকালে চাঁপাডাঙ্গা বাস স্ট্যান্ডে পর পর তিনটে গ্যাস সিলিন্ডার ফাটল, পুড়ে ছাই ৬ টি দোকান। এদিন সাত সকালেই তারকেশ্বরের চাঁপাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি চপের দোকানে পর পর তিনটি গ্যাস সিলিন্ডার ফাটার আওয়াজ শুনতে পান এলাকার বাসিন্দারা।এর পরই দাউ দাউ করে আগুন ধরে যায় দোকানে। চপের দোকানের পাশপাশি থাকা দুটি রেস্টুরেন্ট, একটি ফুলের দোকান সহ মোট ছয়টি দোকানে আগুন লেগে যায়। খবর দেওয়া হয় দমকল বিভাগ ও তারকেশ্বর থানায়। ঘটনা স্থলে আসে পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা। তবে দমকল আসার আগেই কয়েক মিনিটের মধ্যেই ছটি দোকানে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। একটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বিভাগের কর্মীরা। ক্ষয় ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি বলে জানিয়েছে দমকল। তবে বিশ্বকর্মা পূজার আগে ব্যাপক ক্ষতির মুখে পড়লের দোকানের মালিকরা। দমকলের বিভাগের প্রাথমিক অনুমান গাস সিলিন্ডার বাস্ট করে দোকানে আগুন লেগেছে তবে গ্যাস সিলিন্ডার বাস্ট হওয়ার কারণ এখনো জানা যায়নি।পুরো বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বিভাগ।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Sept 14, 2025 09:30:24
Baruipur, West Bengal:**হাত-পা বাঁধা অবস্থায় মহিলার দেহ উদ্ধার, চাঞ্চল্য জয়নগরে** জয়নগর: দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানা এলাকায় ভাড়া বাড়ি থেকে এক মহিলার দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো। রবিবার সকালে দক্ষিণ বারাসাত মাসিকারি অঞ্চলে নুরজাহান বিবির ভাড়া বাড়ির ঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক নাম পরিচয়হীন মহিলার মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে খবর, প্রায় পাঁচ মাস ধরে বিনা পরিচয়পত্রে নুরজাহান বিবির ঘরে ভাড়া থাকছিল এক দম্পতি। তাদের মধ্যে নিত্যদিন অশান্তি চলত বলে দাবি প্রতিবেশীদের। আজ সকালে বাড়ির মালিক যখন ওই মহিলাকে ডাকতে যান, তখনই ঘরের ভিতরে তার দেহ পড়ে থাকতে দেখেন। চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং খবর যায় জয়নগর থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনার পর থেকে মহিলার স্বামী পলাতক। পুলিশের প্রাথমিক অনুমান, খুন করে পালিয়েছে সে-ই। তবে সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে পরিচয়পত্র ছাড়া ভাড়া দেওয়া হচ্ছে, যার জেরে বারবার অশান্তির ঘটনা ঘটছে। প্রশাসনের কাছে তাদের দাবি, ভবিষ্যতে এ ধরনের ভাড়া বন্ধ করা হোক। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।
0
comment0
Report
PCPartha Chowdhury
Sept 14, 2025 09:30:17
Bardhaman, West Bengal:আপত্তিকর ভাষায় বিজেপি কর্মী ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ তৃণমূল কংগ্রেসের নেতার। পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের নেতা, প্রাক্তন সভাধিপতি, রাজ্য আদিবাসী সেলের চেয়ারম্যান দেবু টুডুর একটি বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে। জানা গেছে, শনিবার বিকেলে গলসী বাজারে তৃণমূল কংগ্রেসের একটি সভা থেকে বিরোধীদের লাগামহীন আক্রমণ করেন টুডু। ভিডিওতে দেখা যাচ্ছে, টুডু বলছেন, হরিয়াণা,বিহার, উত্তরপ্রদেশ, গুজরাটে বিজেপির হাতে বাঙালি আক্রান্ত হচ্ছে। আমরা তো আর মোদীকে পাব না। কিন্তু জয়শ্রীরামের বাচ্চারা তো আছে। শুভেন্দু অধিকারীকে ধরতে হবে। ওরা বলছে, বাংলা ভাষা নাকি সংবিধানে নেই। ওরা সব আহাম্মকের বাচ্চা,উজবুকের বাচ্চা বলে আক্রমণ শানান দেবু টুডু। তিনি বলেন, বিজেপি রাজনৈতিক ফড়েদের দল। অসভ্য,বর্বর, জানোয়ারের দল। স্বাভাবিকভাবেই এই নিয়ে বিজেপিও তীব্র প্রতিবাদ জানিয়েছে। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র জানান, ' এটা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। তাই দেবু টুডুর মত নিম্নমেধার নেতারা এত উপরে উঠেছেন। যে ভাষায় উনি শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন তার তীব্র প্রতিবাদ জানাই। ওরা অনুপ্রবেশেকারীদের জামাই আদর করেন। অন্য রাজ্যে বাঙালি নয়,অবৈধ অনুপ্রবেশকারীদের ধরা হচ্ছে।' বাইট : ১) দেবু টুডু ( স্টেজ ফুটেজ) ২) মৃত্যুঞ্জয় চন্দ্র ( বিজেপি নেতা) সদন সিনহার সঙ্গে পার্থ চৌধুরী। 1409ZG_BWN_DEBU
0
comment0
Report
AMAshok Manna
Sept 14, 2025 08:21:16
Kolkata, West Bengal:*পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তিলজলা থানার সিভিক ভলেণ্টিয়ারের।* দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানার অন্তর্গত ভাষা বিডিও অফিস ও পথের সাথির মাঝে মাছের কাঁটার সামনে, যেটি জানা গিয়েছে যে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর পথ দুর্ঘটনা ঘটে। সিভিক ভলেণ্টিয়ার ডিউটি সেরে, পারটাইমে ব্লাড ব্যাংকে কাজ করতো সেই মতো গতকাল স্কুটি নিয়ে বিষ্ণুপুর থানার অন্তর্গত বাঘির হাটে পোলের ভিতরে কডলাইফ ব্লাড কালেকশানের রির্পোট নিয়ে বারিতে ফিরছিলেন। বাড়ির লোকজনেদের সঙ্গে রাত্রি ১:৩০ সময়ে কথা হয় তারপর ফোনে সুইচ অফ পায় পরিবারের লোকজন তিলজলা থানায় বিষয়টি জানায়, তিলজলা বিষ্ণুপুর থানায় জানায়। পরিবারের লোকজন জানতে পারে যে একসিডেণ্ট হয়েছে আমতলা গ্রামীন হসপিটালে ভর্তি আছে, হসপিটালে এসে জানতে পারেন ছেলে মারা গিয়েছে। মৃত সিভিক ভলেণ্টিয়ারের নাম সৌমজিত চক্রবর্তী, বয়স ৩২ বছর, বাড়ি টেংরা ১০ নম্বর কার্তিক মণ্ডল লেন জেলে পাড়ায়, বাবা মার এক মাত্র সন্তান ছিলো সৌমজিত।
5
comment0
Report
CDChittaranjan Das
Sept 14, 2025 08:04:49
Durgapur, West Bengal:পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে এস এল এস টি পরীক্ষা ঘিরে নতুন বিতর্ক। পরীক্ষার্থীদের চেকিং করতে দেখা গেল গলায় আইডি কার্ড ঝোলানো একদল যুবককে। সবার গায়ে একই কালো সাফারি। কালো সাফারি পড়ে কারা এদের পরীক্ষা কেন্দ্রের চেকিংয়ের দায়িত্ব দিল? সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রশ্ন তুললেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘরুই। প্রার্থীদের তল্লাশির কাজ করতে গিয়ে তারা নিজেই বলছেন, “আমরা বাউন্সার।” কিন্তু প্রশ্ন উঠছে—স্কুল সার্ভিস কমিশনের নিয়মে কি এভাবে কালো সাফারি পরে চেকিং করা যায়? কমিশনের প্রচলিত গাইডলাইন অনুযায়ী প্রার্থীদের নিরাপত্তা তল্লাশির দায়িত্ব থাকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নিযুক্ত পুলিশ বা হোমগার্ডের, অথবা লাইসেন্সপ্রাপ্ত অনুমোদিত প্রাইভেট সিকিউরিটি এজেন্সির প্রশিক্ষিত গার্ডদের হাতে। এইসব কর্মীদের নির্দিষ্ট ইউনিফর্ম ও অফিসিয়াল আইডি কার্ড থাকা বাধ্যতামূলক। কালো গেঞ্জি পরে পরীক্ষার্থীদের চেকিংয়ের কোনো অফিসিয়াল নিয়ম নেই। দায় এড়িয়েছে মহকুমা প্রশাসন। ফোনে মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, "বাউন্সারের কোনো গল্পই নেই। আর কাল সাফারি পড়ে ওরা কেন এসেছে সেটাও আমাদের জানা নেই। পরীক্ষার দায়িত্বে যারা আছে তারাই বলতে পারবে। "বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, "কালো পোশাক পড়ে পরীক্ষা কেন্দ্রের ভেতর কিভাবে প্রবেশ করল ওরা। কার নির্দেশে প্রবেশ করলো। আমরা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছে জানতে চাইছি? এদের দেখে পরীক্ষার্থীরা আতঙ্কিত।" পাল্টা জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, "কেন কালো সাফারি পড়ে ওখানে গিয়েছে সেটা খোঁজ নিয়ে দেখছি। আর বিজেপি বিধায়ক কি আগে থেকে জানতেন ওখানে কারা চেকিং করছে। কোন কাজ নেই সেজন্য সবকিছুতেই রাজনীতি খুঁজছে।" ছবি 2C তে ফাইল নাম 1409ZG_DGP_SLST_EXAM
6
comment0
Report
PDPradyut Das
Sept 14, 2025 08:04:08
Jalpaiguri, West Bengal:2C 1409ZG_JAL_SNEAK_R জ্বালানী কাঠ আনতে গিয়ে ভিমড়ি খাওয়ার যোগাড় হলো গৃহকর্তার। মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বইতে শুরু করলো। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি রামশাই অঞ্চলের বাসিন্দা কর্ন ছেত্রী। তারা বাড়িতে মজুদ করা ছিল জ্বালানি কাঠ। রান্না করার জন্য সেখান থেকে কাঠ আনতে গিয়েছিলেন।কাঠ সরাতে গিয়ে তিনি আঁতকে ওঠেন। দেখেন বিশাল আকারের কিং কোবরা সেখানে লুকিয়ে আছে। সাথে সাথে তিনি সেখান থেকে পালিয়ে গিয়ে খবর দেন বনদপ্তরকে।এরপর বনদপ্তর থেকে খবর দেওয়া হয় ময়নাগুড়ি PPS নামে একটি সেচ্ছাসেবী সংগঠনকে। খবর পেয়ে টিম নিয়ে ছুটে যান ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায়। এরপর প্রায় ১ ঘন্টার চেষ্টায় প্রায় ১২ ফুট লম্বা কিং কোবরা সাপটিকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেয়। শারিরীক পরীক্ষার পর সাপটি সুস্থ থাকায় তাকে গরুমারা জাতীয় উদ্যানের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। বাইট : - নন্দু রায় ( সম্পাদক)
3
comment0
Report
DGDebabrata Ghosh
Sept 14, 2025 08:03:50
Howrah, West Bengal:গতসপ্তাহে পর আজ আবারও এসএসসি পরীক্ষা। এবারে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা। হাওড়া সদর এলাকায় ১৬ টি পরীক্ষা কেন্দ্র। নির্বিঘ্নে শুরু হয় পরীক্ষা। কেন্দ্রে যাতায়াতের জন্য পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধায় পড়তে না হয় তার জন্য হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। নিরাপত্তার খাতিরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পরীক্ষা কেন্দ্রে। নিরাপত্তার বিষয় খতিয়ে দেখেন হাওড়া সিটি পুলিশের ডিসিপি সেন্ট্রাল বিশ্বজিৎ মাহাতো। পরীক্ষার্থীরা জানাচ্ছেন তাঁরা আশাবাদী। তবে ২০১৬ সালের পরীক্ষায় পাশ করে চাকরি পাওয়ার পরেও চাকরি চলে যাওয়া এবং সেই সঙ্গে দীর্ঘ প্রায় সাড়ে আট বছর পর এস এস সি পরীক্ষা হওয়া নিয়ে সমালোচনা করছেন পরীক্ষার্থীরা। বাইট..১..ঝুমা দাস ২..দেবস্মিতা পাল (পরীক্ষার্থী) 1409zg_hwh_ssc_r
6
comment0
Report
Advertisement
Back to top