Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

चाय बागान में चीताबाघ का शावक दिखा, मजदूरों ने भागकर बचाई जान

PDPradyut Das
Sept 21, 2025 07:35:51
Jalpaiguri, West Bengal
2C 2109ZG_JAL_TIGER_CHILD_R চা বাগানের নিকাশি নালায় ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘের শাবক। জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের মোরাঘাট চা বাগানের শ্রমিকেরা বাগানে কাজ করার সময় চিতাবাঘের শাবকটিকে দেখেন। চা বাগানের এল-৬ নম্বর সেকশনের নালায় চিতাবাঘের ছোট্ট শাবকটিকে বসে ছিল, শ্রমিকদের দেখে সেটি আত্মরক্ষার্থে গর্জন করে ভয় দেখানোর চেষ্টা করছিল। শাবকের আশেপাশে মা চিতার লুকিয়ে থাকার সম্ভাবনায় মুহুর্তের মধ্যে বাগানে চিতাবাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ চিতাবাঘের সাথে সংঘাত এড়াতে ওই এলাকায় চা পাতা তোলার কাজ বন্ধ করে দেওয়া হয়। বিগত ৮ই সেপ্টেম্বর এই সেকশানের পাশে অবস্থিত এল-৬ নম্বর সেকশানের শুকনো নালায় আরেকটি চিতাবাঘের শাবককে দেখা গিয়েছিল। যদিও পর দিন সেটিকে আর পাওয়া যায় নাই, অবশেষে মা চিতা বাঘ এসে শাবকটিকে অন্যত্র সড়িয়ে নিয়ে যায় বলে বনদপ্তর সূত্রে জানা যায়। রিপোর্ট :- প্রদ্যুত দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AGAyan Ghosal
Sept 21, 2025 08:01:10
Kolkata, West Bengal:SASHI PC *শশী পাঁজা বাইট* *বিজেপি নেতাদের আজকের কর্মসূচি* তাদের মহালয়া সম্পর্কে কি ধারণা জানি না। পিতৃ পক্ষের অবসান হয়ে মাতৃ পক্ষের সূচনা হলো। আনন্দময় উৎসব। এই দিনে আজ শুরু হয়েছে মহিষাসুর মর্দিনী দিয়ে। কে লাফালাফি করছে দৌড়াচ্ছে জানা নেই। আজ উপস্থিত হয়েছি কাশি বোস লেন এ। দৃষ্টি হীন ভাই বোনদের দিয়ে মায়ের চক্ষুদান। বিজেপির নেতারা দৌড়ে এবার রাজ্যের বাইরে চলে যান। শান্তিতে থাকতে দিন। *শুভেন্দু অধিকারী এর বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো নিয়ে* মিথ্যে কথা বলা হচ্ছে বিভান্তু করার চেষ্টা । কোনো হিন্দুদের ঠেকা নেয়নি শুভেন্দু অধিকারী। যারা বলতেন পুজো হতো না সেই বক্তব্য বদল করে মানতে হচ্ছে হ্যাঁ পুজো হয় এখানে। *এস আই আর নিয়ে মমতা বালা ঠাকুর এর বক্তব্য* এস আই আর ভয় তৈরি করেছে মানুষের মধ্যে বিজেপি। মমতা বালা ঠাকুর যা বলেছেন ঠিক বলেছেন। বিহারে যা করেছে বাংলায় করবে এই ভয় ঢুকিয়েছে মানুষের মধ্যে বিজেপি। আমরা তো অংশ গ্রহণ করতাম। উনি বলেছেন ওনার কথা । এস আই আর হলো ব্যাকডর এনআরসি এর। তাই এস আই আর বিরোধিতা । *সুকান্ত মজুমদার বেনারস পুজো প্রচারে* সবটা মধ্যে রাজনৈতিক উদ্যেশ্য এর জন্য একাজ। এরা পুজো কমিটি কেনার চেষ্টা করেছিল এক সময়। বাংলার শ্রমিক ও পরিযায়ী শ্রমিকদের অপমান করছে বিজেপি। এরা গিয়ে কি করবে বাইরে। সবসময় জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা কেনো। *অর্থমন্ত্রী কলকাতায় আসা* অর্থমন্ত্রী এসেছিলেন এখানে। জিএসটি স্লাপ সংশোধন করা ভুল ঠিক করেছেন তিনি। দীপাবলির নয় দুর্গাপুজোর উপহার তিনি বলে গেলেন। কিন্তু এতবছর এই জিএসটি এর জন্য ব্যবসার যে ক্ষতি হয়েছে সেটা অগ্রাহ্য করা ওনার কাজ। *শারদ সংখ্যা নিয়ে বিজেপি তৃণমূল* এটা আমাদের হয় প্রতি বছর মহালয়ার দিন। বিজেপিও করছে ভালো কিন্তু কোনো মিথ্যে বাংলাকে অপমান এসব লিখবেন না সত্যিটা লিখুন কেনো বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্র । সবটাই উদ্যেশ্য নিয়ে করা । আমাদের রাজ্যের প্রকল্প কপি করছে বিজেপি। ভোটের ব্যবসা। *তৃণমূলের রদ বদল* আমরা সৈনিক । দল পতাকার ঊর্ধ্বে মানুষ । সকল নখ দর্পণে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর। দলের জন্য যা ভালো সেই সিদ্ধান্ত নেবে নেত্রী সেটা আমরা পালন করব। মতবিরোধ থাকতে পারে এটাকে গোষ্টি দ্বন্দ্ব বলা ঠিক না। *এসএসসি চেয়ারম্যান এর বক্তব্য* আলাদা কোনো মন্তব্য নেই । এটার তদন্ত চলছে। *পরিযায়ী শ্রমিক আত্মহত্যা মুর্শিদাবাদ এর ঘটনা* ওই ঘটনার কারণ জানা নেই। একজন দায়িত্ব শীল রাজ্যের প্রধান হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের জন্য প্রকল্প নিয়েছেন। পরিযায়ী শ্রমিকদের ফেরার ব্যবস্থা করব আমরা। উনি কেনো আত্মহত্যা করেছেন জানা নেই। যদি কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের টাকা বন্ধ না করত তাহলে সমস্যা হতো না। *শমীক ভট্টাচার্যের বক্তব্য* প্রত্যেক বার যখন বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে খুন বলেছে তারপর অনেক কিছু করে বলেছে শেষে আত্মহত্যা। রাজনৈতিক কারণে মৃত্যু যেমন উচিত না তখন লাশের রাজনীতি করা উচিত নয়। তৃণমূল কংগ্রেস এর কর্মীরা কতজন মারা গেছে। *শমীক ভট্টাচার্যের বক্তব্য দুর্গাপুর এর কর্মী মৃত্যু নিয়ে* একটু মৃত্যু হয়েছে তার কারণ দেখবে পুলিশ বাড়ির লোক যা চাইবে হবে। হঠাৎ করে কেনো রাজনৈতিক দলের কর্মীরা ঢুকে পড়ে সবসময় লাশের রাজনীতি করে।
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Sept 21, 2025 07:36:07
Kalna, West Bengal:কুমির তাড়াতে জলে বোমা ফাটালো বন দাফতার কালনায়, ভাগীরথীর বুক জুড়ে আবারও কুমির আতঙ্ক। তর্পন করতে আসা আতঙ্কিত কালনার ও বাইরে থেকেও বহু মানুষ, কালনার মালতিপুর ঘাটের অদূরেই পরশুদিন দেখা গিয়েছিল কুমিরের। আর আজ মহালয়ার সকালেই সেই ঘাটে চলছে তর্পণ অনুষ্ঠান। ভক্তদের নিরাপত্তায় সতর্ক বনদপ্তর। রবিবার সকাল থেকে ঘাট চত্বর জুড়ে শুরু হয় সচেতনতা প্রচার। পাশাপাশি কুমির তাড়াতে নদীতে ফাটানো হয় জল বোমা। ভোর থেকে বনদপ্তরের কর্মীরা উপস্থিত থেকে এলাকাবাসী ও তীর্থযাত্রীদের নিরাপত্তার বার্তা পৌঁছে দেন। নিরাপদে তর্পণ সম্পন্ন হোক—এমনই উদ্যোগ বনদপ্তরের। বাইট এক - রাজেন চন্দ্র (বন দাফতারের আধিকারিক) ছবি 2C তে 21925-KLN-BOMA-R
3
comment0
Report
PCPartha Chowdhury
Sept 21, 2025 07:35:58
Bardhaman, West Bengal:মহালয়ার সকালে জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আহত ৭ জন শ্রমিক। প্রতিদিনের মত রাইসমিলে কাজে আসছিলেন তাঁরা। এক চালকও আহত। বর্ধমানের রথতলার কাছে ১৯ নং জাতীয় সড়কে টোটোর পেছনে চারচাকা গাড়ির ধাক্কা লাগলে তারা আহত হন।তাতেই দুমড়ে মুচড়ে যায় টোটো। ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে যায় । পুলিশ সূত্রে জানা গেছে,১৯ নং জাতীয় সড়ক ধরে টোটোতে করে যাবার সময় পিছন থেকে ছোটো হাতি গাড়ি ধাক্কা মারে। তাতেই টোটোর চালক সহ ৭ জন আহত হন।ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেলে নিয়ে যায়। আহতদের মধ্যে ৫ জনের আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে আরোও জানা গেছে,আহতরা সবাই আউসগ্রাম থানা এলাকার বাসিন্দা। রাইসমিলে কাজের জন্য সকালে তাঁরা জাতীয় সড়ক ধরে টোটোতে চেপে যাবার সময় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দা অনুপম ঘোষ জানান, আহতরা সবাই শ্রমিক। তার অধীনেই কাজ করেন। তেজগঞ্জের রাইসমিলে কাজে আসছিলেন আউশগ্রামের কয়রাপুর থেকে। সেসময় গাড়িটি টোটোতে ধাক্কা মেরে পালিয়ে যায়। শ্রমিক সুনীল মুর্মূ জানান, তারাও কাজেই যাচ্ছিলেন অন্য টোটোতে। পিছনের টোটোয় আহতরা ছিলেন।দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বাইট : ১) সুনীল মুর্মু ( শ্রমিক) ২) অনুপম ঘোষ ( বাসিন্দা) সদন সিনহার সঙ্গে পার্থ চৌধুরী। 2109ZG_BWN_TOTO
3
comment0
Report
MMManoj Mondal
Sept 21, 2025 07:35:40
Kolkata, West Bengal:বেকারত্বের জ্বালায় এর আগেও একাধিকবার এ রাজ্যে নজরে এসেছে একাধিক এমবিএ চা ওয়ালা কফি ওয়ালা আবার এমবিএ গ্যারেজের কর্মী। এবার বাইক চুরির কিনারা করতে গিয়ে, বারাসাত থানার পুলিশের হাতে পাকড়াও এমবিএ বাইক চোর এবং তার সঙ্গিনী। গত ১৬ সেপ্টেম্বর, বারাসাত ল্যারিকা টাউন্সিপের মধ্যে থেকে বাইক চুরি অভিযোগ দায়ের হয় বারাসাত থানায়। সেই বাইক উদ্ধার করতে গিয়ে পুলিশের জালে নদীয়ার বুইনচারা পাড়ার বাসিন্দা বছর ২৭ এর যুবক শিবনাথ দাস ও তার পরিচিত মোনালিসা অধিকারী। পুলিশ সূত্রে খবর,বছর খানেক আগে এমবিএ উত্তীর্ণ হওয়ার পর বারাসাতের লরিকা আবাসনে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে উইলসম্যাপ নামক একটি কোম্পানি চালাতেন শিবনাথ ও তার সঙ্গী মোনালিসা। তবে সে কোম্পানি বেশিদিন চলেনী।পরবর্তীতে কোম্পানি বন্ধ হয়ে গেলেও পড়াশুনার সুবাদে একসাথেই ওই আবাসনে থাকতেন শিবনাথ ও মোনালিসা।মোনালিসা দত্তপুকুর থানার অন্তর্গত নারায়নপুর এলাকার একটি বেসরকারি কলেজের ছাত্রী। তবে সম্ভ্রান্ত পরিবারের ছেলে মেয়ে হওয়ার পরও, এমন সুকৌশলে চুরির ঘটনায় তাজ্জব এলাকাবাসী। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করলে এলাকার স্থানীয়দের জিজ্ঞাসাবাদ পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখে পুলিশ জানতে পারে ওই আবাসনের একটি মহিলা মুখে মাস্ক পরে দুজন যুবককে চুরি যাওয়া বাইক চিহ্নিত করে দেন এবং ওই দুই যুবক তার লক ভেঙে গাড়ি নিয়ে চলে যান। এ ধরনের কিছু ডিজিটাল তথ্যের মাধ্যমে পুলিশ জানতে পারে ওই দুই যুবক অনলাইন মেকানিক তাদের সঙ্গে শিবনাথ যোগাযোগ করেছিলেন এবং জানিয়েছিলেন লড়িকা টাউনশিপে তার একটি বাইক রয়েছে যার চাবি হারিয়ে ফেলেছেন তিনি। সেই বাইকটি লক ভেঙে নতুনভাবে মেরামত করে দিতে হবে। দুজন টেকনিশিয়ান আবাসনে পৌঁছলে মোনালিসা তাদেরকে বাইকটি চিহ্নিত করে দেয়। পরবর্তীতে মেরামতির পর সেই বাইকটি শিবনাথের হাতে তুলে দেয়া হলে তা অন্যত্র নিয়ে গিয়ে রাখে শিবনাথ। এরপর গাড়ির আসল মালিক দুদিন পর আবাসনে এসে তার বাইকটি খুঁজে না পাওয়ায়,বাইক চুরির অভিযোগ দায়ের করেন বারাসাত থানায়। চুরির কিনারা করতে তদন্তে উঠে আসা তথ্য গুলিকে কাজে লাগিয়ে গতকাল শিবনাথ ও মোনালিসা কে আটকের পর জিজ্ঞাসাবাদে উঠে আসে এমনই চাঞ্চল্যকর তথ্য।পরবর্তীতে তাদের গ্রেফতার করে আজ বারাসাত জেলা আদালতে পেশ করা হলে বিচারক ধৃত শিবনাথ ও মোনালিসার ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Sept 21, 2025 07:35:17
Arambag, West Bengal:আরামবাগঃ২১ সেপ্টেম্বর -------------------------------------------------------------------------- এবার নদীগর্ভে ডাম্পিং গ্রাউন্ড বন্ধ করা, নোংরা ও দূষিত আবর্জনা বন্ধ করার লক্ষে আরামবাগ রামকৃষ্ণ সেতু তে পোস্টার পড়ল।তবে পোস্টারের নিচে লেখা আছে "সৌজন্যে - গঙ্গা আমার মা (নদী বিষয়ক পত্রিকা) সম্পাদক-অভিজিৎ দে" কিন্তু কে অভিজিৎ দে তার কোন হদিশ পাওয়া যায় না। দীর্ঘ দিন ধরেই বিভিন্ন দিক থেকে পুরসভার এই ডাম্পিং গ্রাউন্ড বন্ধ করার দাবি তোলা হয়েছিল।আর এই আরামবাগ শহরের মধ্যে ডাম্পিং গ্রাউন্ড তৈরির দাবিও ক্রমশ জোড়ালো হচ্ছিল।এবারে এই দাবিতে আরামবাগের রামকৃষ্ণ সেতুতে পোস্টার পড়লো। ' 'নদীর পাড়ে আবর্জনা ফেলা বন্ধ হোক' বলে পোস্টার পড়ে।এই পোস্টারে রীতিমতো মতো শোরগোল পড়ে যায় আরামবাগ শহর জুড়ে। দ্বারকেশ্বর নদের পাড়ে আবর্জনা ফেলা নিয়ে আরামবাগ পুরসভার বিরুদ্ধে দূষণের অভিযোগ ছিলই।বর্ষার মরসুমে সে সব আবর্জনা বয়ে নিয়ে গিয়ে একেবারে নদের পাড়ের কাছে রাখা হয়েছিল। অতি বৃষ্টি ও ডিভিসি ছাড়া জলে দ্বারকেশ্বর নদের পাড়ে থাকা নোংরা আবর্জনা দ্বারকেশ্বর নদে গিয়ে মেশে। দূষিত হয় দ্বারকেশ্বর নদের জল। এমন কি এই নদী পাড়ে আবর্জনা ফেলার ফলে দূষন ছড়িয়ে পড়ছে। আবর্জনার পচা দুর্গন্ধে ওই এলাকার মানুষ থেকে শুরু করে রামকৃষ্ণ সেতু দিয়ে চলাচল করা পথচারীরা অতিষ্ঠ হয়ে পড়ছে। কেউ কেউ আবার অতিরিক্ত দুর্গন্ধ সহ্য করতে না পেরে বমি পর্যন্ত করে অসুস্থ হয়ে পড়েন।এমনও ঘটনা ঘটেছে। এই রকম পরিস্থিতিতে সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ নদের পাড়ে আবর্জনা না ফেলার জন্য পোস্টার দেয়।উল্লেখ্য আরামবাগ শহর, আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের দূষিত নোংরা আবর্জনা দ্বারকেশ্বর নদের পাড়ে ফেলা হয়।সেই সব নদের জলে মেশায় দূষিত হচ্ছে দ্বারকেশ্বর নদ।জানা গেছে,আরামবাগ পুরসভার নিজস্ব কোনও ডাম্পিং গ্রাউন্ড না থাকায় শহরের আবর্জনা দ্বারকেশ্বর নদের পাড়ে ফেলা হয়।এক প্রকার বাধ্য হচ্ছে পুরসভা।যতদিন না আরামবাগ পুরসভার নিজস্ব ডাম্পিং গ্রাউন্ড তৈরি হচ্ছে ততদিন এই সমস্যা চলতে থাকবে। যদিও আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী বলেন, " ডাম্পিং গ্রাউন্ড তৈরি করার জন্য চেষ্টা চলছে। আশা করি সমস্যা মিটে যাবে "।জমিও দেখা হয়েছে কয়েকবার।কিন্তু এমন কিছু সমস্যা দেখা দিচ্ছে যে সেখান থেকে পিছিয়ে আসতে হচ্ছে। সাধারণ মানুষও এই দাবি জোড়ালো করেছেন। স্লাগ--- 2109ZG_ARM_POSTER_R ছবি,বাইট ও ওয়াক থ্রু আছে 2C তে।
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Sept 21, 2025 07:06:24
Kalna, West Bengal:কুমির তাড়াতে জলে বোমা ফাটালো বন দাফতার কালনায়, ভাগীরথীর বুক জুড়ে আবারও কুমির আতঙ্ক। তর্পন করতে আসা আতঙ্কিত কালনার ও বাইরে থেকেও বহু মানুষ, কালনার মালতিপুর ঘাটের অদূরেই পরশুদিন দেখা গিয়েছিল কুমিরের। আর আজ মহালয়ার সকালেই সেই ঘাটে চলছে তর্পণ অনুষ্ঠান। ভক্তদের নিরাপত্তায় সতর্ক বনদপ্তর। রবিবার সকাল থেকে ঘাট চত্বর জুড়ে শুরু হয় সচেতনতা প্রচার। পাশাপাশি কুমির তাড়াতে নদীতে ফাটানো হয় জল বোমা। ভোর থেকে বনদপ্তরের কর্মীরা উপস্থিত থেকে এলাকাবাসী ও তীর্থযাত্রীদের নিরাপত্তার বার্তা পৌঁছে দেন। নিরাপদে তর্পণ সম্পন্ন হোক—এমনই উদ্যোগ বনদপ্তরের। বাইট এক - রাজেন চন্দ্র (বন দাফতারের আধিকারিক) ছবি 2C তে 21925-KLN-JOLBOMA-R
0
comment0
Report
PDPradyut Das
Sept 21, 2025 07:05:46
Jalpaiguri, West Bengal:2C 2109ZG_JAL_BASKETBALL_R খেলো ইন্ডিয়ার অন্তর্গত অ্যাচিভিং স্পোর্টস মাইল স্টোন বাই ইন্সপায়ারিং উওম্যান (অস্মিতা) প্রকল্পের অন্তর্গত বাস্কেট বল প্রতিযোগিতা জলপাইগুড়ি তে। জলপাইগুড়ি সেন্টপল স্কুলে অনুষ্ঠিত হয় এই খেলা। ভারতের বাস্কেটবল ফেডারেশনের সহায়তায় পশ্চিমবঙ্গ বাস্কেটবল সংস্থা এবং জলপাইগুড়ি জেলা বাস্কেটবল সংস্থা দ্বারা যৌথভাবে আয়োজিত। এটি একটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প। এই প্রকল্পের মূল উদ্যেশ্য হলো সর্ব ভারতীয় স্তরে মেয়েদের খেলার প্রচার এবং মেয়েদের খেলায় উৎসাহিত করা। এই প্রতিযোগিতায় মোট পাঁচটি টিমের 48 জন মেয়ে খেলোয়াড় অংশগ্রহণ করেছিল। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল টেকনো ইন্ডিয়া গ্রুপ অফ পাবলিক স্কুল , জলপাইগুড়ি এবং রানার্স হল সেভেন স্টার, শিলিগুড়ি। সেরা খেলোয়াড় হলেন শিলিগুড়ির অর্কিড একাডেমি দলের সভ্যা অগরওয়াল। শনিবারের এই খেলায় সব থেকে বেশি পয়েন্ট করে সেরার পুরস্কার জিতে নেন টেকনো ইন্ডিয়া গ্রুপ অফ পাবলিক স্কুলের মার্টিনা কুজুর। রিপোর্ট:- প্রদ্যুত দাস ক্যামেরা:- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
0
comment0
Report
KAKAYESH ANSARI
Sept 21, 2025 07:05:36
Darjeeling, West Bengal:*DHR STARTED NEW STREAM JOY RIDE FROM KURSEONG TO MAHANDI DURING WEEK END- IN CHEAP FARE RS 500 DURING FESTIVAL SEASON* To boost the Tourism in Kurseong During this puja season DHR had Started the Stream New Joy Ride for Kurseong. Which had been Flag off yesterday and Today morning. This Joy Ride Run from Kurseong Railway Station Till Mahanadi Railway Station and back. The fare will kept is Rs 500/- per seat. And it was Run only in Week End Saturday evening and Sunday Morning. The Name of this Joy Ride Is given Sun Set which run on Every Saturday . Which start from Kurseong Station at 3:30pm and cover the distance of 8km. In between this ride there is one Stopage that is in Rock Garden 4km from town where the Passenger can enjoy the Beauty of Garden and View Of Hills. After that it again started and reach Mahanadi when again the Train will talk r raw wood were next 20min than it will be back. Sunday Joy Ride is being the name Sun Rise which started from kurseong and ended to Mahanadi and return back and the storage is the Same. Local people and tourist are happy specially the Local thanks to DHR for it . They demanding that it should be continue by which Kurseong Tourism and Mahanadi Business will increase. When as 4 years ago also this Serve was started by DHR that time it was Named Red Panda, but that time it was not lasted due as the flow of Tourist was not much. But DRH said this will be Till 2nd Nov 2025 and of the demand and the Tourist flow will be better that they will think for it. *Byte of ADRM* We introduce the New Joy ride for the puja season which run from Kurseong till Mahanadi during every week end till November 2nd 2025 and of the demand is out her than we will continue it *Byte of DHR Director* This is to promote the Tourism in kurseong for which we are started and throw who don't have the budget to take the Joy Ride From Darjeeling till Ghum they can take this Ride as it is in cheef Fare only 500/- per seat. *Local Byte* We are happy and we need to this for our area now the tourist will come and our business will be increase and we request to DHR that it should be continue. *Total File --7* *Visual -2* *DHR-BT1/2* *Local BT-3*
0
comment0
Report
MMManoranjan Mishra
Sept 21, 2025 07:04:45
0
comment0
Report
PDPradyut Das
Sept 21, 2025 06:35:57
Jalpaiguri, West Bengal:2C 2109ZG_JAL_SIGNAL_R উত্তরে বৃষ্টি অব্যাহত। পাহাড় এবং সমতলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি। পাহাড়ের কালিঝরা ব্যারেজ এবং জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। তিস্তার মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সর্তকতা অব্যাহত। সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা। অপরদিকে, এনএইচ ৩১ জলঢাকা নদীতে সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় হলুদ সর্তকতা অব্যাহত। ফুসছে তিস্তা। জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ রবিবার সকাল ৯ টায় ১৪১১ কিউমেক এবং সকাল ১০ টায় ১৩৫৬ কিউমেক জল ছাড়া হয়। এরই পাশাপাশি পাহাড়ের কালিঝরা ব্যারেজ থেকে সকাল ৯ টায় ১৩৫০ কিউমেক এবং ১০ টায় ১৩৫১ কিউমেক জল ছাড়া হয় বলে ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে খবর। রিপোর্ট:- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
1
comment0
Report
BSBhabananda Singha
Sept 21, 2025 06:35:46
Dinajpur, Rangpur Division:ঠিকাদারের বকেয়া প্রদানে এবার চাপে রায়গঞ্জ পুরসভা। রুল জারি হাইকোর্টের। রায়গঞ্জের বন্দরের বাসিন্দা পেশায় ঠিকাদার নন্দলাল সাহা, তার দাবী ২০১৭ সালের আগে কংগ্রেসের পুরবোর্ড থাকাকালীন তিনি রায়গঞ্জ পুরসভার বরাতে শহরের ড্রেন, রাস্তা সহ বিভিন্ন কাজ করেছেন। সব মিলিয়ে প্রায় ৮০ লক্ষ টাকার বিল হয় তার। কিন্তু ২০১৭ সালে রায়গঞ্জ পুরসভায় ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। অথচ তার বকেয়া বিল প্রদান করা হয়নি বলে অভিযোগ। তৎকালীন পুরপিতা এবং বর্তমানে প্রশাসক পদে থাকা একই ব্যাক্তি সন্দীপ বিশ্বাসকে বারংবার বয়েকা ৮০ লক্ষ টাকা বিল প্রদানের জন্য আবেদন করা হলেও সে বিষয়ে পুর কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। শুধু আশ্বাস ছাড়া কিছুই পাওয়া যাচ্ছে না বলে দাবী। এদিকে লিভারের রোগে ভুগে শারিরীক ও মানষিকভাবে ভেঙে পড়েছেন নন্দলাল সাহা। তার দাবী, একাধিকবার পুর প্রশাসকের কাছে জানালেও কোনো সুরাহা না হওয়ায় তিনি অগত্যা আদালতের দ্বারস্থ হন। অবশেষে হাইকোর্ট নির্দেশ দিলেও এখনো বিল পান নি তিনি। এবার রুল জারি হওয়ায় আশায় বুক বাধছেন তিনি। তবে এই বিল না পেলে কিভাবে চিকিৎসা হবে আর দুই ছেলে স্ত্রীর ভবিষ্যৎ কি হবে তা নিয়ে আরো অবসাদগ্রস্থ হয়ে পড়ছেন বলে জানান তিনি। যদিও হাইকোর্টের কোনো নির্দেশ তিনি এখনো পাননি, আর এই বিল কংগ্রেসের আমলেই বকেয়া আছে বলে পালটা দাবী করেন পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস। আর এনিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর দাবী, শুধু নন্দলাল বাবুই নয়, এরকম আরো অনেক ঠিকাদাররা আছেন যারা বকেয়া বিল পাচ্ছেন না। বেতন, পেনশন পাচ্ছেন না পুরকর্মী-সাফাইকর্মীরা। এর বিহিত না হলে দ্রুত বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা। বাইটঃ ১/ নন্দলাল সাহা (ঠিকাদার) ২/ সন্দীপ বিশ্বাস (পুর প্রশাসক) ৩/ বিশ্বজিৎ লাহিড়ী (বিজেপি নেতা) 2109ZG_NDIN_RNJ_MUNI_R
2
comment0
Report
Advertisement
Back to top