Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Chandigarh160022

बिलासपुर बस हादसे में 15 मौत, घायल बच्चों का इलाज जारी

RBRohit Bansal
Oct 08, 2025 01:32:10
Chandigarh, Chandigarh
wt , shots 0810ZP_blp_accident_r Chief Minister Thakur Sukhvinder Singh Sukhu has expressed deep sorrow and anguish over the tragic bus mishap in which around 15 persons lost their lives and few others are injured. The ill-fated bus was trapped under a sudden massive landslip near Bhallupul in Jhanduta Sub division of Bilaspur district on Tuesday evening. As per reports, three children have been rescued alive and were being treated at Barthin hospital and AIIMS bilaspur. The Chief Minister is in constant touch with the administration from State capital and has assured the government's full support. The Chief Minister in his message has expressed deep sorrow and anguish over the tragic accident. Voicing concern Sh.Sukhu assured every assistance and support to the families of the deceased and has directed the local administration to provide immediate hospitalisation to the injured, especially the children on government expenses. ADC, Bilaspur Om Kant Thakur and Superintendent Of Police Sandeep Dhawal besides local SDM are present on the spot monitoring relief and rescue operations. Billaspur जिला के भल्लू पुल के समीप निजी बस पर पहाड़ी से गिरे पत्थर व मलबे की चपेट में आने से मृतक व घायलों की सूची... दो बच्चे घायल हुए हैं जिनके नाम 1. आरुषि पुत्री राज कुमार निवासी फ़ागोग उम्र करीब 10वर्ष, 2. शौर्य पुत्र राज कुमार निवासी फ़ागोग उम्र करीब 08 वर्ष मालूम हुए हैं जो अभी बरठीं अस्पताल में उपचार धीन थे जिन्हें एम्स अस्पताल बिलासपुर के लिए रैफर कर दिया है। हादसे में 15 मृतकों के नाम व पते :- 1. रजनीश कुमार पुत्र श्री मेहर सिंह निवासी बरड डाकघर व तहसील झंडुता जिला बिलासपुर हिमाचल प्रदेश उम्र 36 वर्ष (ड्राइवर). 2. शरीफ खान पुत्र श्री दिलाराम निवासी गांव मलंग डाकघर तहसील झंडुता जिला बिलासपुर हिमाचल प्रदेश उम्र 25 वर्ष. 3. चुन्नीलाल पुत्र श्री अमर सिंह गांव बर्ड डाकघर सुन्हानी तहसील झंडुता जिला बिलासपुर उमर 46 वर्ष. 4. राजीव कुमार उर्फ सोनू पुत्र श्री धर्म सिंह गांव कत्यूर डाकघर सडियार तहसील घुमारवीं जिला बिलासपुर हिमाचल प्रदेश व उम्र 40 साल. 5. कृष्ण लाल पुत्र श्री रतन सिंह गांव थापना नोरली तहसील श्री नैना देवी जी जिला बिलासपुर हिमाचल प्रदेश उम्र 30साल (कंडक्टर). 6. नरेंद्र शर्मा पुत्र श्री चिरंजी लाल गांव छत तहसील घुमारवीं जिला बिलासपुर हिमाचल प्रदेश व उम्र 52 साल. 7. बख्शी राम पुत्र श्री गोडका राम गांव भल्लू तहसील झंडुता जिला बिलासपुर उम्र 42 वर्ष. 8. नक्श पुत्र श्री विपिन कुमार गांव बड़ोग डाकघर बलोह तहसील झंडुता जिला बिलासपुर हि०प्र० उम्र 7 साल. 9. प्रवीण कुमार पुत्र श्री कृष्ण चंद्र निवासी गांव डोहग डाकघर जेजवीं तहसील झंडुता जिला बिलासपुर हिमाचल प्रदेश उम्र 40 वर्ष. 10. अंजना देवी पत्नी श्री विपिन कुमार निवासी गांव फगोग डाकघर बलोह तहसील झडूता जिला बिलासपुर हिमाचल प्रदेश व उम्र 40 वर्ष. 11. आरव पुत्र श्री विपिन कुमार निवासी गांव फगोग डाकघर बलोह तहसील झडूता जिला बिलासपुर हिमाचल प्रदेश व उम्र 4 वर्ष. 12. कांता देवी पत्नी श्री अमर सिंह गांव सयंता डाकघर छत तहसील घुमारवीं जिला बिलासपुर हिमाचल प्रदेश व उम्र 51 साल. 13. विमला देवी पत्नी श्री संजीव कुमार गांव पुन्दड़ मैड़ तहसील बड़सर जिला हमीरपुर उमर 33 वर्ष. 14. कमलेश पत्नी श्री राजकुमार निवासी गांव फगोग डाकघर बलोह तहसील झडूता जिला बिलासपुर हिमाचल प्रदेश व उम्र 36 वर्ष. 15. संजीव कुमार पुत्र श्री बलबीर गांव पुन्दड़ डाकघर मैड तहसील जिला हमीरपुर हिमाचल प्रदेश व उम्र 35 वर्ष. ਸਵੇਰੇ ਇਸਨੂੰ ਚਲਾ ਲੈਣਾ ਜੀ ਇਸ ਵਿਚ SDRF ਦੀ ਟੀਮ ਲੋਕਲ ਲੋਕ ADC ਨਾਲ ਗੱਲ ਬਾਤ ਹੈ ਇਸਦੇ ਨਾਲ ਹੀ shots ਵੀ ਨੇ 15 ਦੀ ਮੌਤ 2 ਜ਼ਖਮੀ ਬਾਕੀ ਦੀ ਭਾਲ ਜਾਰੀ
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MDMritunjay Das
Oct 08, 2025 03:33:41
Bankura, West Bengal:দলের কাজ না করলে পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিদের কলম কেড়ে নেওয়া এবং সই করা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি, বদলে দলের বুথ সভাপতিদের দায়িত্ব দেওয়ার ফরমান ঘোষণা করে বিতর্কে তৃনমূলের জেলা সভাপতি। কটাক্ষ বিজেপি বিধায়কের দলের কাজ না করলে এবার গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির নির্বাচিত জন প্রতিনিধিদের ক্ষমতা কেড়ে নিয়ে দলের বুথ সভাপতিদের দায়িত্ব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন তৃনমূলের বিস্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত। গতকাল পাত্রসায়েরে তৃনমূলের বিজয়া সম্মেলন কর্মসূচীতে বক্তব্য রাখতে গিয়ে এই হুঁশিয়ারি দেন তৃনমূলের জেলা সভাপতি। তাঁর এই বক্তব্য সামনে আসতেই সমালোচনায় সরব হয়েছে বিজেপি। গত বিধানসভা নির্বাচনে বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় ভরাডুবি হয়েছিল তৃনমূলের। ৬ টি আসনের মধ্যে ৫ টি আসনে জয় পেয়েছিল বিজেপি। লোকসভা ভোটেও বিষ্ণুপুর আসনে জয়ের মুখ দেখেনি তৃনমূল। এই পরিস্থিতিতে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় নিজেদের সংগঠনকে মজবুত করে আগে থেকেই জনসংযোগে জোর দিতে চাইছে তৃনমূল। আর সেই লক্ষ্যেই এবার দলের পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির নির্বাচিত জনপ্রতিনিধিদের জোরকদমে মাঠে নামার নির্দেশ বারেবারে দিয়েছে তৃনমূলের জেলা নেতৃত্ব। এবার সেই জেলা নেতৃত্বের মুখে সরাসরি শোনা গেল হুঁশিয়ারির সুর। গতকাল পাত্রসায়েরে দলের বিজয়া সম্মেলন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তৃনমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত স্পষ্টতই বলেন, " দলের পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্যরা যদি বিধানসভা নির্বাচন তাঁদের নয় মনে করে যদি নিস্ক্রিয় থাকেন তাহলে তাঁদের কলম কেড়ে নিতে বেশি সময় লাগবে না। ব্লক সভাপতি সে কাজ না করলে আমি জেলা সভাপতি হিসাবে সেই কাজ করব"। এরপরই জেলা সভাপতির সংযোজন, "পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের কোনো সদস্য নিস্ক্রিয় থাকলে তাঁর সই করাও বন্ধ করে দেব। বদলে এলাকার দলীয় বুথ সভাপতিকে দায়িত্ব দেওয়া হবে। তাঁর সইয়ে পঞ্চায়েতের কাজ হবে"। নিজের এই বক্তব্যের সমর্থনে জেলা সভাপতির যুক্তি, দলনেত্রী মানুষের কাজ করার জন্য তাঁদের মনোনীত করেছিলেন, মানুষের কাজ করার জন্য দল তাঁদের জিতিয়ে সদস্য করেছে। তাই তাঁদের নিস্ক্রিয়তাকে দল কোনোভাবেই রেয়াত করবে না। এদিকে তৃনমূলের জেলা সভাপতির এমন হুঁশিয়ারি সামনে আসতেই রীতিমত সমালোচনায় সরব হয়েছে বিজেপি। সোনামুখীর বিজেপি বিধায়কের দাবি, এ রাজ্যে শাসক দল ও প্রশাসন এক হয়ে গেছে। এই বক্তব্য তারই প্রমাণ। বিধায়কের কটাক্ষ, ২০২৬ এর বিধানসভা নির্বাচনে সোনামুখী বিধানসভা সহ বিষ্ণুপুর সাংগঠনিক জেলার প্রতিটি আসনে হার নিশ্চিত বুঝতে পেরে এখন তৃনমূলের জেলা সভাপতি এমন প্রলাপ বকছেন। স্টেজ স্পিচ - সুব্রত দত্ত ( তৃনমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি) বাইট :- সুব্রত দত্ত ( তৃনমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি) বাইট :- দিবাকর ঘরামী ( বিজেপি বিধায়ক, সোনামুখী)
0
comment0
Report
AGAyan Ghosal
Oct 08, 2025 02:15:23
Kolkata, West Bengal:*টার্গেট ২০২৬ সালের ডিসেম্বরের শেষ দিকে। অরেঞ্জ লাইন মেট্রো এই মুহূর্তে কবি সুভাষ থেকে BELেঘাটা পর্যন্ত আসছে। তার আগেই সেক্টর ফাইভের দুটি মেট্রো স্টেশন জুড়ে গেল ৫৫ মিটার ফুট ব্রিজে.* হাওড়া ময়দান থেকে গ্রীন লাইনের মেট্রো ২২ অগাস্ট থেকে যাতায়াত শুরু করেছে সেক্টর ফাইভ স্টেশন পর্যন্ত। অদূর ভবিষ্যতে অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে মেট্রো আসবে ওই একই জায়গায়। অরেঞ্জ লাইনের স্টেশনের নাম আই টি সেক্টর। সেক্টর ফাইভ এবং আই টি সেক্টর স্টেশনের মধ্যে চালু হয়ে গেল ৫৫ মিটার দীর্ঘ এবং ৪ মিটার চওড়া একটি কানেকটিং ফুট ওভার ব্রিজ। আই টি সেক্টর স্টেশন এই মুহূর্তে কোনো কাজে না লাগলেও একটি অসুবিধার মুখে পড়তে হচ্ছিল গ্রীন লাইনের প্রান্তিক স্টেশন সেক্টর ফাইভে ওঠানামা করা যাত্রীদের। সেটা হল রাস্তা পারাপারের সমস্যা। এই এলাকা অর্থাৎ উইপ্রো মোড় দিয়ে ভোর থেকে রাত ঝড়ের গতিতে গাড়ি চলাচল করে। মাঝের রাস্তায় কোনো কাটিং নেই। ফলে স্টেশন পর্যন্ত পৌঁছানো বেশ ঝুঁ Rizিবহুল হয়ে যাচ্ছিল। যাত্রীরা এনিয়ে মেট্রো কর্তপক্ষ কে জানান। তাৎক্ষণিক সিদ্ধান্ত হিসেবে মেট্রো দুটি স্টেশনের সংযোগ রক্ষাকারী ফুট ব্রিজ চালু করে দিয়েছে। এর ফলে আর রাস্তা পারাপারের প্রয়োজন থাকছে না। কারণ দুটি স্টেশন রাস্তার দুই প্রান্তে। মাঝের ফুট ব্রিজ ঝুঁকিবিহীন পারাপারের সুযোগ করে দিচ্ছে যাত্রীদের।
0
comment0
Report
PDPradyut Das
Oct 08, 2025 01:16:35
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রামসাই সুকানদিঘী, বারোহাতি সেনপাড়া এলাকায় এখন শুধু কান্নার রোল। বন্যায় এই গ্রামের ভয়াবহ পরিস্থিতি। বহু বাড়িঘর, রাস্তাঘাট ভেঙ্গে তছনছ হয়ে গেছে। এই অসহায় মানুষগুলোর সাহায্যের প্রয়োজন। জেলা ও ব্লক প্রশাসনের পাশাপাশি সরকারের দিকে তাকিয়ে রয়েছে সকলেই। मंगलवार গ্রাউন্ড জিরো থেকে জি ২৪ ঘন্টার বিশেষ প্রতিবেদন। জল কমতেই বেরিয়ে আসছে কঙ্কালসার পরিস্থিতি। ময়নাগুড়ি রামশাই অঞ্চলের সুকান দিঘি গ্রাম কার্যত নেই রাজ্যের দেশ। এই গ্রাম মূলত আদিবাসী অধ্যুষিত। জলঢাকা নদীর জলের তোড়ে ভাসিয়ে নিয়ে গেছে গ্রামের বহু বাড়ি। ভেসে গেছে জামাকাপড় সহ সবকিছু। অনেক বাড়ি ভেঙে গেছে। কেবলমাত্র রান্না করা খাওয়ার ছাড়া আর কিছুই পায়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। ক্যামেরার সামনে কান্না। ঘর না থাকায় বাড়ির উঠোনে রান্না করে খাচ্ছেন। সরকারের কাছে সাহায্য প্রার্থনা। বাইট:- বাসিন্দা। বাইট:- পঞ্চায়েত সদস্য। বাইট:- রামমোহন রায় ( জেলা তৃণমূল যুব সভাপতি ) রিপোর্ট:- প্রদ্যুত দাস জলপাইগুড়ি।
0
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Oct 07, 2025 18:03:49
Kolkata, West Bengal:সোমবার উত্তরবঙ্গে নাগরাকাটায় বিজেপি সাংসদ ও বিধায়ক এর ওপর শারীরিক আক্রমণ এর প্রতিবাদে শ্যামবাজার সহ উত্তর কলকাতার বিভিন্ন অংশে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি কর্মীরা। শ্যামবাজারে কিছু সময়ের জন্য অবরোধ করেন তারা। কাশিপুর বেলগাছিয়া বিধানসভার বিজেপি কর্মী সমর্থকরা চিড়িয়ামোড়ে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। চিৎপুর থানার পুলিশ আধিকারিকরা বিক্ষোভকারীদের মধ্যে ২০ জনকে আটক করে নিয়ে আসে চিতপুর থানায়। বিজেপির দাবি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। খবর পেয়ে চিতপুর থানায় দলবল নিয়ে আসেন উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি তমোঘ্ন ঘোষ ও অন্য কর্মীরা। যতক্ষণ না পর্যন্ত তাদের কর্মীরা ছাড়া পাচ্ছেন, ততক্ষণ থানা ঘেরাও করেন বিজেপি কর্মী সমর্থকরা। আইনজীবী নিয়েই এসেছিলেন তারা। থানার ওসির সঙ্গে কথা বলার পর PS জামিনে রাত সোয়া দশটা নাগাদ কর্মীদের ছাড়িয়ে নিয়ে যান তারা। কেন বিধায়ক, সাংসদদের ওপর আক্রমণ করে তাদের আহত করার পর হামলাকারীরা কলার তুলে ঘুরে বেড়াচ্ছে এবং সেই সেই অন্যায়ের প্রতিবাদকারীদের পুলিশ গ্রেপ্তার করছে তা নিয়ে কড়া প্রতিক্রিয়া দেন বিজেপি নেতৃত্ব। বুধবারে তাই নিয়ে শহরে রাজপথে ফের পথে নামার হুমকি দিয়ে যান তারা।
0
comment0
Report
AMArkodeepto Mukherjee
Oct 07, 2025 18:03:36
Kolkata, West Bengal:আজ রাত সাড়ে আটটার সময় রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ চার সদস্যের প্রতিনিধি দল। বিহারের পর পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে এসআইআর নিয়ে চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতেই আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। আগামীকাল বুধবার সকাল দশটা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উত্তরবঙ্গ বাদে রাজ্যের সব জেলাশাসক, ই আর ও, এ ই আর ও, বি এল ও, মহকুমা শাসক পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকলের সঙ্গে বৈঠক করবেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। যাবেন রাজারহাট গোপালপুর বিধানসভা। রাজ্যের মুখ্য নির্বাচনীয় আধিকারিকের দপ্তর থেকে হবে এই ভিডিও কনফারেন্স, যেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল সহ অন্যান্য সব আধিকারিকেরা। বৈঠক শেষে ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সরজমিনে যাবেন রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে। যেখান থেকে প্রথম ভোটার তালিকায় কারচুপির অভিযোগ উঠেছিল যার পরিপ্রেক্ষিতে সাসপেন্ড হতে হয়েছে চার আধিকারিককে। যে পদ্ধতিতে বিহারে এস আই আর রয়েছে তাকেই অনুসরণ করে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে এসআইআর পরিচালনা করতে চলেছে নির্বাচন কমিশন এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে।
0
comment0
Report
ALArup Laha
Oct 07, 2025 18:03:27
Belna, West Bengal:বٔର୍ଧମାନ ପੁਰସଭାର୍ ଆକାଉଣ୍ଟରୁ ତିନିଟୀ ଚେକ ମାର୍ଫତ୍ ୧ କୋଟି ୪୩ ଲକ୍ଷ ଟଙ୍କା ଲୋପାଟର ଘଟଣା ଘଟିଥିଲା। ବର୍ଦ୍ଧମାନ ପୁରସଭାଆକାଉଣ୍ଟେଟ ସମୀରଞ୍ଜନ୍ ମୁଖାର୍ଜୀଙ୍କୁ ଗିରଫ କରାଯାଇଛି। ଗିରଫ କରାକୁ ମହାରାଷ୍ଟ୍ର ପୁଲିସ୍ଇକନୋସ୍ େଇଛି। ସୋମବାର ରାତିରେ ବର୍ଦ୍ଧମାନରୁ ସମୀରଞ୍ଜନ୍ ମୁଖାର୍ଜୀଙ୍କୁ ଗିରଫ କରାଯାଇଛି। ମଙ୍ଗଳବାରରେ ତାହାକୁ ട്രାନସିଟ୍ ରିମାଣ୍ଡ ପାଇଁ ବର୍ଦ୍ଧମାନ ଆଦଳତେ ପେଶ କରାଯାଇଛି। ୩ ଦିନର ଟ୍ରାନ୍ସିଟ୍ ରିମାଣ୍ଡ ମଞ୍ଚୁର କରାଯାଇ ଆଗାମୀ ୧୦ ତାରିଖରେ ସংশ୍ଲଗ୍ନ ଆଦଳତେ ପାସେରେ ପେଶକରାଯିବା ପ୍ରଦାନ କରାଯାଇଛି। ୨୦୨୪ରେ ପୁରସଭାର ଜମାୟାତ୍ ବ୍ୟାଙ୍କ ଖାତାରୁ ଚେକ ଦ୍ୱାରା ୪୮ ଲକ୍ଷ, ୨୧ ହଜାର ଏବଂ ୯୫,୫୫୦ ଗୋଟେ ଟଙ୍କା ଉଠା ଯାଇଥିଲା। ପରେ ଚେକ୍ ବ୍ୟବହାର ଖବର ପାଇ ପୁରସଭା ଏବଂ ବ୍ୟାଙ୍କ ନିମିତ୍ତରେ ହିଂଗାଲଘାଟ ଥାନାକୁ ଅଭିଯୋଗ ଦିଆଯାଇଥିଲା। ମହାରାଷ୍ଟ୍ର ପୋଲିସ୍ ନିର୍ବାଚନ ପ୍ରକୃତିରେ ସମୀରଞ୍ଜନ୍ ମୁଖାର୍ଜୀଙ୍କୁ ଗିରଫ କରିଛି, ସମୀରଙ୍ଜନଙ୍କ ସହଯୋଗୀ ତିନିଜନକୁ ପୂର୍ବରୁ ଗିରଫ କରାଯାଇଛି। ୩ଜଣଙ୍କର ପତ୍ରକଥା ଇଭେଣ୍ଟରେ ସମୀରଇଁଜନ୍ଙ୍କ ସହ ଫୋନେ ଯୋଗାଯୋଗ ଥିବା ସୂଚନା ମିଳିଛି। ପୁରସଭା କହେ: ରକ୍ତି ଚେକ କ୍ଲୋନ କରି ଟଙ୍କା ଉଠାୟାଯାଇଛି। ସମୀରବାବୁଙ୍କର କୋଣସି ଯୋଗାଯୋଗ ନାହିବା ସମ୍ଭବନା, ଯଦ୍ୟପି ତାଙ୍କର ଫୋନ୍ ନମ୍ବର ଥିଲା, ସଂଚାର ରେପୋର୍ଟ କରାଯାଇନଥିଲା। ୧୦ତାରିଖରେ ନଗର ପାଳକ ଓହ୍ଳା ପାଖାପାଖିରେ ବ୍ୟାଙ୍କ ଖାତାର ଦୈତ୍ୟବଳଦାର ଟଙ୍କାକୁ ପୂର୍ଣ୍ଣ ପୁନଃ ଭୁମିତ କରାଯାଇଥାଏ। ୨ଟି ବିଭାଗର ନିମିତ୍ତରେ ହୋଇଥିବା ଏହି ଘଟଣା ପ୍ରତିକୂଳ ଘଟଣା ପ୍ରସଙ୍ଗରେ ପୁରସଭା ନିତନୁ କଥା ଦେଖାଯାଉଛି, ଚେକ କ୍ଲୋନ କରାର ଦାବିକୁ ସମୀର୍ଜନଙ୍କର ଆଇନୀୟଙ୍କର ମତସ୍ପର୍ଶ ରହିଛି।
0
comment0
Report
ALArup Laha
Oct 07, 2025 18:02:52
Belna, West Bengal:বর্ধমান পুরসভার অ্যাকাউন্ট থেকে তিনটি চেক মারফৎ ১ কোটি ৪৩ লক্ষ টাকা লোপাটের ঘটনায় গ্রেপ্তার বর্ধমান পুরসভার অ্যাকাউন্টেট সমীররঞ্জন মুখার্জী। গ্রেপ্তার করে মহারাষ্ট্র পুলিশের ইকোনোমিক অফেন্স উইংস্। আগেই সমীররঞ্জন মুখারাজার নামে এফআইআর দায়ের করে মহারাষ্ট্র পুলিশ।সোমবার রাতেই বর্ধমান থেকে তাঁকে গ্রেপ্তার করে মহারাষ্ট্র পুলিশ। মঙ্গলবার তাঁকে ট্রানজিট রিমাণ্ডের জন্য বর্ধমান আদালতে পেশ করা হয় মহারাষ্ট্র পুলিশের পক্ষ থেকে。 আদালত ৩ দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করে আগামী ১০ তারিখের মধ্যে সংশ্লিষ্ট আদালতে পেশের নির্দেশ দেন। গত বছর ৭ সেপ্টেম্বর বর্ধমান পুরসভা কর্তৃপক্ষ জানতে পারে তাদের রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের চেক ব্যবহার করে তিনটি চেকে প্রায় ১ কোটি ৪৩ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। মহারাষ্ট্রের নাগপুরে একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের শাখা থেকে টাকা তুলে নেওয়া হয়েছে। এই ঘটনায় পৌরসভা বর্ধমান থানায় অভিযোগ দায়ের করে।একই সাথে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফেও মহারাষ্ট্রের ওয়ার্ধা জেলার হিঙ্গালঘাট থানায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। মহারাষ্ট্র পুলিশ তদন্তে নেমে সোমবার রাতে বর্ধমান থেকে গ্রেপ্তার করে সমীররঞ্জন মুখার্জীকে।মহারাষ্ট্র পুলিশ তদন্তে নেমে ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে。 তাদের বয়ানের ভিত্তিতে এবং ঘটনার আগে ফোনে তিনজনের সাথে যোগাযোগের তথ্য পেয়ে এবার সমীররঞ্জন মুখার্জী-কে গ্রেপ্তার করলো মহারাষ্ট্র পুলিশ。 এড আগে সমীররঞ্জন মুখার্জী মহারাষ্ট্রের একটি আদালতে জামিনের আবেদন করেও জামিন পাননি।পুরসভা সূত্রে জানা গেছে,২০২৪ সালে পুরসভার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে চেকের মাধ্যমে দুতিন-দফায় ৪৮লক্ষ, ২১ হাজার ও ৯৫ লক্ষ ৫৫ হাজার টাকা তুলে নেওয়া হয়।শেষের চেকটি জমা দেওয়ার পর ব্যাঙ্ক কর্তৃপক্ষ পুরসভাকে জানালে বিষয়টি পুরসভার নজরে আসে।এরপরই বর্ধমান পুরসভা বর্ধমান থানায় ও রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের তরফে মহারাষ্ট্রের হিঙ্গানঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়। যদিও পুরসভার দাবী, অরজিনাল চেকের পাতা দুটি তাদের অফিসের চেক বুকেই আছে।পুরসভা আরোও জানতে পারে চেকে পুরসভার চেয়ারম্যানের সই আছে। যদিও পুরসভার দাবী, অ্যাকাউন্টের হোল্ডার ফিনান্স অফিসার ও পুরসভার নির্বাহী আধিকারিক।তাহলে কিভাবে চেয়ারম্যান অ্যাকাউন্টটির হোল্ডার না হওয়া সত্ত্বেও টাকা উঠে গেল সেই নিয়ে প্রশ্ন তোলে পুরসভা।এমনকি পুরসভার ফিনান্স দপ্তর দাবী করে,অ্যাকাউন্টে সমীররanjan মুখার্জীর ফোন নম্বর থাকলেও তাঁর কাছে কোনো ফোন বা টাকা উঠে যাওয়ার পর কোনো এসএমএস আসেনি। পাশাপাশি পুর কর্তৃপক্ষ প্রশ্ন তোলে যেখানে চেয়ারম্যান অ্যাকাউন্টটির হোল্ডার নন,তাহলে কি করে তাঁর সই করা চেকে টাকা উঠলো??? এরপরই ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে লোপাট হয়ে যাওয়া পুরো টাকাটাই রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের তরফে বর্ধমান পুরসভার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত দিয়ে দেওয়া হয়। মহারাস্ট পুলিশের দাবী,তাদের হাতে গ্রেপ্তার হওয়া তিনজনের সাথে আগে থাকতেই ফোনে যোগাযোগ ছিল সমীররঞ্জন মুখার্জীর।এরপরই বর্ধমান থেকে সমীররঞ্জন মুখার্জীকে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি পুর কর্তৃপক্ষের দাবী করে যে,চেক ক্লোন করে টাকা তুলে নেওয়া হয়েছে।যদিও ফোনে যোগাযোগের বিষয় উড়িয়ে দিয়ে সমীরবাবুর আইনজীবী পার्थ হাটি-র দাবী,হয়তো ফোন ক্লোন করে কথা বলা হয়েছে,কোনো দুস্কৃতি সেই ফোন নম্বর ব্যবহার করে কথা বলেছে।এর সাথে সমীরবابুর কোনো যোগাযোগ নেই। বাইট ১- পরেশ সরকার(চেয়ারম্যান, বর্ধমান পৌরসভা) বাইট ২- সোনালী চিত্রকর (সরকারি আইনজীবী) বাইট ৩-পার্থ হাটী(সমীররঞ্জন মুখার্জির আইনজীবী)।
0
comment0
Report
BSBidhan Sarkar
Oct 07, 2025 18:02:19
Chinsurah, West Bengal:सामाजिक माध्यमों पर प्रधानमন্ত্রীর उदेश्ये असंবेदनशील কথা, उत्तरপাড়ার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ জানালো বিজেপি। গতকাল উত্তরবঙ্গের নাগরাকাটায় বন্যা দুর্গতদের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শংকর ঘোষ। そこ घटना প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সমাজ মাধ্যমে পোস্ট করে নিন্দা জানান। উত্তরপাড়া তেইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অর্ণব রায় সেই পোষ্টের নিচে কমেন্ট করেন। "তিনি লেখেন,আপনি যদি বন্যা দুর্গত এলাকায় রিলিফ না নিয়ে যান তাহলে বাংলা আপনাকে দুয়ারে ক্যালানি দেবে"। আর এরই বিরুদ্ধে আজ উত্তরপাড়া থানায় অভিযোগ জানান স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্য বলেন,দেশের প্রধানমন্ত্রী কে এই ভাষায় কথা বলা যায়না।তৃণমূলের কাউন্সিলরকে গ্রেফতার করতে হবে। তৃণমূল কাউন্সিলর অর্ণব রায় বলেন,যারা এই কথা বলছেন তারা ইংরেজিটা কম বোঝে।আমি যেটা বলতে চেয়েছি সেটা বাংলা করলে দাঁড়ায়,বন্যা দুর্গত এলাকায় প্রাণ নিয়ে গেলে সেই প্রাণও ছিনিয়ে নেয় অনেক সময়।প্রাণ ছাড়া গেলে পাবলিক তাদের মারধোর করতে পারে।তাদের ক্ষোভের একটা বহিঃপ্রকাশ হতে পারে। আর ওখানে সাংসদ বিধায়ক কাউকে দেখা যায় না।আর একজন নির্বাচিত প্রধানমন্ত্রী কে আমি এই ধরনের কিছু লিখব আমার মাথা খারাপ হয়ে যায়নি।কোথাও জল জমলে বিজেপির লোকি বলে দুয়ারে ভেনিস দুয়ারে লন্ডন।তাই ওদের ভাষাতেই আমি বলেছি দুয়ারে ক্যালানি।ইতিমধ্যেই তারা মার খেয়ে গেছে।একটা জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। উত্তরপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ বলেন,সব দলেরই এই ধরনের কথা থেকে বিরত থাকা দরকার। অনেক সময় দেখা গেছে মুখ্যমন্ত্রীকেও খারাপ ভাষায় আক্রমণ করা হয়।আর উত্তরবঙ্গের ঘটনায় প্রধানমন্ত্রী সরাসরি তৃণমূলকে দায়ী করেছেন এটা ঠিক নয় উনি মুখ্যমন্ত্রীকে ফোন করতে পারতেন.
0
comment0
Report
BSBidhan Sarkar
Oct 07, 2025 18:02:06
Chinsurah, West Bengal:উৎসবের মরসুমে নর্থব্রুক জুটমিলে অচলাবস্থা! হুগলির চাঁপদানীর নর্থব্রুক জুট মিলে শ্রমিক অসন্তোষের জের,অস্থায়ী ভাবে মজুরি বন্ধের নোটিশ দিলো মিল কর্তৃপক্ষ। অচলাবস্থা কাটাতে আগামী ৯ অক্টোবর শ্রম দপ্তরে বৈঠক। নর্থব্রুক জুট কোম্পানি লিমিটেডে গত কয়েকদিন ধরে শ্রমিক আন্দোলন চলছিল।শ্রমিক কমিয়ে কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে অভিযোগ তুলে আন্দোলন করছিল শ্রমিকদের একাংশ। এই জুট মিলে প্রায় দুই হাজার শ্রমিক কাজ করে।আর কয়েকদিন পর দিওয়ালী ছটপুজো।তার আগেই জুট মিলে অচলাবস্থায় সমস্যায় পরবে শ্রমিকরা। মঙ্গলবার মিল কর্তৃপক্ষ নোটিস জারি করে অস্থায়ীভাবে শ্রমিকদের মজুরি প্রদান স্থগিত রাখার ঘোষণা করেছে। নোটিসে উল্লেখ করা হয়েছে যে “মূল গেট অবরোধের কারণে” তৈরি পণ্যের রফতানি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, ফলে কোম্পানি ভয়াবহ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। কর্তৃপক্ষের দাবি, বাইরের কয়েকজন মিলে অবৈধভাবে মিলের প্রধান ফটকে অবরোধ গড়ে তোলায় মিলের ভেতরে-বাইরে যাতায়াত বন্ধ হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার পর্যন্ত শ্রমিকদের বেতন দেওয়া সম্ভব নয় বলেই জানানো হয়েছে নোটিসে। এই অচলাবস্থা গত ২৫ সেপ্টেম্বর থেকে চলছে। স্পিনিং বিভাগের শ্রমিক ছাঁটাই। গত দুই দিন ধরে জুটমিলের তৃণমূল ট্রেড ইউনিয়নের সভাপতি কিশোর কেওট-এর নেতৃত্বে মিলগেটের সামনে ধারাবাহিক ধর্না চলছে। কিশোর কেওট বলেন, “মজুরি বন্ধ রাখা শ্রমিকদের প্রতি অবিচার। কর্তৃপক্ষ আলোচনার পথ না গিয়ে চাপ সৃষ্টি করছে।” যদি এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা হয়, তবে আন্দোলন আরও তীব্র হবে বলে জানিয়েছে শ্রমিকরা。 তবে আলোচনার পথও খোলা থাকছে।শ্রমিক নেতা জানান,নিউ সেক্রেটারিয়েটে শ্রম দপ্তরে ৯ তারিখ ত্রিপাক্ষিক বৈঠক হবে。
0
comment0
Report
BSBidhan Sarkar
Oct 07, 2025 18:01:50
Chinsurah, West Bengal:চুঁচুড়া বিধানসভার তৃণমূলের বিজয় সম্মিলনীতে অনুপস্থিত সাংসদ রচনা।ব্যানারেও অনুপস্থিত,বিধায়ক অসিতের দাবী,সাংসদ থাকতে পারবেন না জানিয়েছিলেন তাই তার ছবি দেওয়া হয়নি。 বিজেপির কটাক্ষ,সাংসদ বিধায়কের সম্পর্ক সাপে নেউলে। আজ চুঁচুড়া রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হলো চুঁচুড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার。 মঞ্চে উপস্থিত ছিলেন চুঁচুড়া বিধানসভা অন্তর্গত পৌরসভা, ব্লক ও পঞ্চায়েত স্তরের নেতৃত্ববৃন্দ তৃণমূল কর্মী-সমর্থকরা। তবে অনুষ্ঠানের মূল মঞ্চের স্ক্রিনের ব্যানারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক অসিত মজুমদারের ছবি থাকলেও অনুপস্থিত হুগলীর সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের ছবি। এই বিষয়টি ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা。 সাংসদ ঘনিষ্ঠ চুঁচুড়া তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।তিনি জানান, অনুষ্ঠানের নিমন্ত্রণ পেয়েছেন মাত্র দুই ঘণ্টা আগে। সাংসদের ছবি কেন রাখা হয়নি, তা উদ্যোক্তারাই ভালো বলতে পারবেন。 অন্যদিকে, বিধায়ক অসিত মজুমদার বলেন, “আজকের অনুষ্ঠান সম্পর্কে আমি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলাম। তিনি আগেই জানিয়েছিলেন যে আজ কলকাতায় থাকবেন না। তাই অনুপস্থিতির কারণেই তার ছবি রাখা হয়নি। সাংসদ আমার ছোট বোনের মতো, আমার অধিকাংশ কর্মসূচিতেই তার ছবি থাকে। আজ শুধু তিনি না আসতে পারায় ফলকে তার ছবি রাখা হয়নি。” তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি। বিজেপি নেতা সুরেশ সাউ বলেন,সাংসদ বিধায়কের সম্পর্ক সাপে নেউলে।২৬ এর নির্বাচনের আগে সেই সম্পর্ক আরো খারাপ হবে。 প্রসঙ্গত,সাম্প্রতিক সময়ে রচনা বন্দ্যোপাধ্যায় ও অসিত মজুমদারের মধ্যে নানা বিষয়ে দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে।চুঁচুড়ার একটি স্কুলে স্মার্ট ক্লাস রুম তৈরী নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত।একে অপরের বিরুদ্ধে তোপ দেগেছিলেন।তারপর প্রায় কোনো অনুষ্ঠানেই দুজনকে একসঙ্গে দেখা যায়নি。 চুঁচুড়ায় দুর্গা পুজোর উদ্বোধনেও দুজনে আলাদা আলাদা করেন।বিধায়কের বিজয়া সম্মিলনীতে সাংসদ অনুপস্থিত থাকাটা তাই অস্বাভাবিক নয় বলে মনে করছে রাজনৈতিক মহল।আর সাংসদ অনুপস্থিত থাকলে তার ছবি না থাকাটা অস্বাভাবিক না।
0
comment0
Report
AMAshok Manna
Oct 07, 2025 16:48:32
Kolkata, West Bengal:বজবজ ট্রাঙ্ক রোড়ের উপরে টায়ার জ্বলায়ে অবস্থান বিক্ষোভ দেখায় পাশাপাশি আমতলা বিক্ষোভ করে। বিজেপির যুব মোর্চা ও মহিলা মোর্চার পক্ষ থেকে নেতৃত্ব দেন ডায়মন্ড হারবার জেলার বিজেপির সভানেত্রী সোমা ঘোষ। গতকাল উত্তরবঙ্গে সাংসদ খগেন মুর্মুর ও বিধায়ক শংকর ঘোষের উপর যেভাবে অত্যাচারিত হয়েছে। আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি, তারই প্রতিবাদে আজকে ডায়মন্ড হারবার জেলা বিজেপির পক্ষ থেকে মহেশতলার মোল্লার গেটের কাছে এবং আমতলা বিজেপি পার্টি অফিসের সামনে তারা অবস্থান বিক্ষোভ দেখায় বজ বজ ট্রাঙ্ক রোডের ওপর ও আমতলা বিজেপি পার্টি অফিসের সামনে বিজেপির কর্মী সমর্থকদেরা রাস্তা অবরোধ করতে এলে পুলিশ বাঁধা দেয় ঠিক সেই সময়ে জিনজিরা বাজার থানার ওসি নেতৃত্বে পুলিশ বাহিনী আসে ও বিজেপি কর্মীর সমর্থকদের রাস্তা অবরোধ করতে রুখে দেয়। সেই সময় পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়। অবশেষে টায়ার জ্বালিয়ে বজবজ ট্রাঙ্ক রোডের ওপর রাস্তার মাঝে বসে অবস্থান বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চা ও মহিলা মোর্চার পক্ষ থেকে নেতৃত্ব দেন ডায়মন্ড হারবার জেলা বিজেপির সভানেত্রী সোমা घोष。
3
comment0
Report
Advertisement
Back to top