Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
সাউথ 24 পরগনা743383

कुलतली में आशाकर्मियों का धरना-प्रदर्शन: इनसेंटिव और न्यूनतम वेतन की मांग तेज

TCTathagata Chakraborty
Dec 24, 2025 12:48:22
Maipit, ওয়েস্ট বেঙ্গল
ইনসেনটিভ ও ন্যূনতম পারিশ্রমিকের দাবিতে কুলতলিতে আশাকর্মীদের জমতলা রোড অবরোধ ইনসেনটিভ ও বেঁচে থাকার মতো মাইনের দাবিতে উত্তাল কুলতলি। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের ডাকে কুলতলির গুরুত্বপূর্ণ জামতলা রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন আশাকর্মীরা। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাঁদের সময়মতো উৎসাহ ভাতা ও ইনসেনটিভ পাচ্ছেন না। সামান্য পারিশ্রমিকে অতিরিক্ত কাজের বোঝা নিয়ে তাঁদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। আশাকর্মীদের বক্তব্য, স্বাস্থ্য সংক্রান্ত কাজের পাশাপাশি খেলা, মেলা, ভোট, স্কুলের পরীক্ষা-সহ বিভিন্ন সরকারি কর্মসূচীতেও তাঁদের ডিউটি করতে হয়। অথচ তার বিনিময়ে নিয়মিত ও পর্যাপ্ত পারিশ্রমিক দেওয়া হয় না। এই পরিস্থিতির প্রতিবাদেই রাস্তায় নেমে আন্দোলনে শামিল হয়েছেন তাঁরা। আন্দোলনকারীরা মোট আট দফা দাবি তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে নিয়মিত ইনসেনটিভ প্রদান, বেঁচে থাকার মতো ন্যূনতম মাইনে, সমস্ত সরকারি ছুটি কার্যকর করা-সহ একাধিক দাবি। দাবি মানা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন আশাকর্মীরা। পাশাপাশি তাঁরা কর্মবিরতিরও ডাক দিয়েছেন。 জামতলা মোড়ে রাস্তা অবরোধের পাশাপাশি কুলতলি ব্লক হাসপাতালের সামনেও বিক্ষোভ দেখান আশাকর্মীরা। এই আন্দোলনের জেরে এলাকায় যান চলাচলে কিছুটা প্রভাব পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। স্বপ্না অধিকারী, আন্দোলনকারী
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PCPrabir Chakraborty
Dec 24, 2025 13:03:56
Kolkata, West Bengal:১) বাংলাদেশের তীব্র নিন্দা আমরা তো করছি। কিন্তু ওটা একটা আলাদা রাষ্ট্র বা দেশ। এটা রাজ্যের এক্তিয়ারভুক্ত নয়। এটা আসলে কেন্দ্রের বিষয়। কেন্দ্র তো নীরব হয়ে আছে একটা বিবৃতি দিয়ে। আর তাদের লোকেরা বাংলায় নানা রকম বিশৃঙ্খলা করছে। আমরা তো আর বাংলাদেশকে পারিনা কমিউনিকেট করতে। সুকান্তু-শুভেন্দু-শমীক একসাথে প্রধানমন্ত্রীকে বলুন। এখানে এমন আচরণ কেন? ২) আজ মতুয়া ঠাকুরবাড়িতে যা ঘটেছে তা অনভিপ্রেত। কিন্তু বিজেপির কারণে অনিবার্য হয়ে উঠেছিল। মতুয়াদের কিছু মানুষ বিভ্রান্ত হয়েছিল বিজেপির কারণে। আর সিএএ নিয়ে বিভ্রান্তি ছড়ানোয় শিকড়ে টান পড়েছে। বিজেপিের নেতারা মতুয়াদের অনিশ্চয়তায় ফেলেছেন। আজ শান্তনু ঠাকুর বলছেন তাকে কেন প্রশ্ন করা হবে? আপনারাই তো নাম বাদ দেওয়ার কথা বলেছেন। তাহলে আজ কেন প্রশ্ন শুনবেন না। আপনারাই ভুল বুঝিয়েছেন। বহু জায়গায় বিজেপিকে যারা ভোট দিয়ে ফেলেছিলেন তারা এবার অপমান নিচ্ছেন না। ৩) SIR নিয়ে নানা ভুলভাল সিদ্ধান্ত হয়েছে। যে পদ্ধতিতে হবার কথা সেটা হটকারী সিদ্ধান্ত। অজস্র ভুল ভাল হয়েছে। ৪) প্রথম কথা হল একজন রোহিঙ্গা ধরতে পারেনি কমিশন। রোহিঙ্গা এদেশে ঢুকল কি করে? মায়ানমারের সাথে বাংলার সীমান্ত নেই। অন্য রাজ্য পার করে এল কিকরে? কেন্দ্রীয় সরকারে থাকা দল সেই সব রাজ্যে আছে। এরা তো ভোটার লিস্টে নেই। খসড়া তালিকায় রোহিঙ্গা তো নেই। বিজেপি তারমানে জলপথ বা সীমান্ত আটকাতে পারছে না। ৫) কেন্দ্রীয় সরকারের তো গঙ্গাসাগর নিয়ে উদ্যোগ নেওয়া উচিত ছিল। মেলাকে তো স্ট্যাটাস দেয় না জাতীয় পর্যায়ের। সেতুর দাবি বারবার মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। কেন্দ্র করল না। বাম-কংগ্রেস কেন করল না সেতু। এখন পরিকাঠামো উন্নত হয়েছে। রাজ্যর কোষাগার থেকে ব্রিজ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেতু উদ্বোধন করবেন, শুভেন্দু অধিকারী গাড়ি চেপে ঘুরে আসবেন। ৬) বিরোধী দলনেতা তো ২০২০ সাল অবধি এই তৃণমূল কংগ্রেসে ছিলেন। দলের নীতি নির্ধারণে ছিলেন। তখন তো দূর্নীতির কথা বলেননি। আপনি তখন মন্ত্রীসভা ছাড়লেন না কেন? এখন বিজেপির মঞ্চে গিয়ে কি বলছেন তাতে আমাদের যায় আসে না। ৭) পশ্চিমবঙ্গে সিনেমা করেন। বিচিত্র জামাকাপড় পরে যখন ঘুরে বেড়ান তখন তো অসুবিধা হয় না। তৃণমূল কংগ্রেস দেবের সহযোগীতায় ওনার ক্যারিয়ার টিকে আছে। এরপরেও উনি বাংলাকে অপমান করছেন। বাংলাকে বঞ্চনা করো যে বিজেপির প্যাটার্ন আছে সেটায় উনি ঢুকে গেছেন। তাই বাংলার বদনাম করছেন। দেবের মন বড়, কুৎসাকারীকেও টিকিয়ে রেখেছেন। ৮) মিঠুন চক্রবর্তীর অভিনয় নিয়ে আমাদের আপত্তি নেই। ওনার কুৎসা করার আপত্তি জানিয়েছি। রচনাও বিশেষ অভিনেত্রী। মিঠুন চক্রবর্তীকেই অভিনেতা হিসাবেই দেখেছেন। আমার সাথে মিঠুনদার ভালো সম্পর্ক ছিল। ৯) যারা মিঠুনদার মধ্যে প্রতিভা দেখছে। তারাও আমাদের দলের সাংসদ। তারা মিঠুন চক্রবর্তীের প্রশ্নের উত্তর দিন। যারা প্রমোট করছে তারা মিঠুন চক্রবর্তীর আক্রমণের জবাব দিন। যারা ভীষণভাবে কুৎসা করছেন তাদের বাড়াবাড়ি মেনে নেব সব সময় কি করে? মিঠুন চক্রবর্তী দলবদলু, গিরগিটি, মীরজাফর। ১০) বিজেপি করছে বলে মিঠুন দা হিন্দু হিন্দু হিন্দু করছে। তৃণমূল কংগ্রেসের থাকাকালীন সেকুলার ছিলেন। অন্য ধর্মের ফ্যানেদের হতাশ করেছেন। নিজের কেলেঙ্কারি থেকে বাঁচতে এই সব করছে। সাহস থাকলে ভোটে দাঁড়িয়ে যাক। পর্দার ফাটাকেষ্ট, হেরো ফাটাকেষ্ট, হয়ে যাবে। ১১) হুমায়ুন কবিরকে অনুরোধ সার্কাস আর কয়েকদিন চালান। কয়েকটা প্রার্থী এমন আনুন, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা চলবে। পরে না হয় বদলে দেবেন। দল তো নয় যেন মামার বাড়ি ১২) শান্তুনু ঠাকুরকে সাথে নিয়ে শুভেন্দু-সুকান্ত বেশি সুর চড়িয়েছিলেন। এখন বুঝেছেন গভীর ক্ষত হয়ে গেছে। বিজেপির জন্য অনিশ্চয়তা হবে তা বুঝে গেছেন মতুয়ারা। এটা আবার শুভেন্দু বাবু বুঝে গেছেন। তাই নানা কথা বলা হচ্ছে। ফিরে অন্যরা একে অপরের ওপর দোষারোপ করছেন।
0
comment0
Report
ASAyan Sharma
Dec 24, 2025 12:49:15
0
comment0
Report
PMProsenjit Malakar
Dec 24, 2025 12:48:04
Nijuri, West Bengal:শান্তিনিকেতনে শুরু হল SMC MedExpo-2.0, মিলনমেলা স্বাস্থ্য, প্রযুক্তি ও ভবিষৎ চিকিৎসার আজ থেকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে শুরু হলো SMC MedExpo-2.0। ২৪ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত বোলপুরের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে চলবে এই জাতীয় স্তরের মেডিক্যাল এক্সপো। দেশের স্বাস্থ্যব্যবস্থা, আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও ভবিষ্যৎ মেডিসিনকে এক ছাতার তলায় আনতেই এই উদ্যোগ। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের আয়োজনে এবং অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোমস অ্যান্ড হসপিটালস ওনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই মেডএক্সপোতে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের চিকিৎসক, গবেষক, হাসপাতাল প্রশাসক, মেডিক্যাল স্টার্টআপ ও প্রযুক্তি সংস্থার প্রতিনিধিরা। আয়োজকদের দাবি, চার দিনের এই অনুষ্ঠানে অংশ নেবেন এক হাজারেরও বেশি চিকিৎসক, তিনশোর বেশি মেডিক্যাল ইকুইপমেন্ট ও ফার্মা সংস্থা এবং জাতীয় ও আন্তর্জাতিক স্তরের একাধিক হেলথকেয়ার স্টার্টআপ। মেডিক্যাল গবেষণা, দেশীয় প্রযুক্তি, স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন ও সহজলভ্য চিকিৎসা—এই চারটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মেডিক্যাল এক্সপোর পাশাপাশি কলেজ ক্যাম্পাসে আয়োজন করা হয়েছে বার্ষিক কলেজ ফেস্ট, যেখানে সংস্কৃতি ও চিকিৎসা বিজ্ঞানের এক অনন্য মেলবন্ধন দেখা যাবে বলে জানিয়েছেন আয়োজকরা। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রেসিডেন্ট মলয় পিট জানান, এই মেডএক্সপোর মাধ্যমে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী ও আত্মনির্ভর করে তোলাই মূল লক্ষ্য। চিকিৎসা জগতের সঙ্গে প্রযুক্তি ও উদ্ভাবনের সেতুবন্ধন তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া
0
comment0
Report
MMManoj Mondal
Dec 24, 2025 12:47:49
Kolkata, West Bengal:বুধবার সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে জয়ন্তীপুর বাজার থেকে পেট্রাপোল সীমান্ত পর্যন্ত বাংলাদেশে দিপু দাসের হত্যার প্রতিবাদে আয়োজন করা হলো একটি প্রতিবাদ মিছিলের এই মিছিল পেট্রাপোল সীমান্ত পর্যন্ত গিয়ে সেখানে একটি প্রতিবাদ সভার ও আয়োজন করে। এই মিছিল এবং প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া ও বিজেপি বিধায়ক অসীম সরকার। এই সভা থেকেই অশোক কীর্তনীয়া বাংলাদেশের উগ্রপন্থীদের বিরুদ্ধে সুর চরিয়ে বলেন ইউনুসকে শিক্ষা দেওয়ার জন্যই তাদের এই কর্মসূচি। তিনি জানান সকল হিন্দুরা বাংলাদেশের সনাতন হিন্দুদের পাশে আছে এদিন অসীম সরকারকেও বাংলাদেশে হওয়া নৃশংস ঘটনাগুলি ও উগ্রপন্থীদের দাপটের বিরুদ্ধে সুর চরাতে দেখা যায়। এদিন পেট্রাপোলে বিক্ষোভ কর্মসূচির ফলে পুলিশের কড়া নিরাপত্তা ও বিএসএফের বাড়তি নজরদারি বহাল ছিল পাশাপাশি রাজ্য পুলিশের পক্ষ থেকেও মোতায়েন করা হয়েছিল স্পেশাল ফোর্স।
0
comment0
Report
MMManoj Mondal
Dec 24, 2025 12:47:33
Kolkata, West Bengal:ঠাকুরনগরের মতুয়া ঠাকুরবাড়িতে এদিন দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। মূলত ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR) প্রক্রিয়ায় নাম বাদ পড়ার অভিযোগকে কেন্দ্র করেই এই বিক্ষোভ ও সংঘর্ষের সূত্রপাত বলে জানা gিয়েছে। ঘটনায় উভয় পক্ষের একাধিক সমর্থক আহত হন বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, প্রথমে সাংসদ মমতাবালা ঠাকুরের বাড়ি থেকে মতুয়া সম্প্রদায়ের মানুষজন একটি বিক্ষোভ মিছিল শুরু করেন। তাঁদের অভিযোগ, SIR ও সিএএ-এর নামে মতুয়া সম্প্রদায়ের মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এই দাবিতে বিক্ষোভকারীরা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বাড়ির সামনে গিয়ে ঘেরাও কর্মসূচি শুরু করেন। সেই সময়েই две পক্ষের সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়, যা ক্রমে হাতাহাতিতে পরিণত হয়। অভিযোগ, একে অপরকে মাটিতে ফেলে মারধর করা হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে মুহূর্তের মধ্যে গোটা ঠাকুরবাড়ি চত্বর রণক্ষেত্রের চেহারা নেয়। পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে। শান্তনু ঠাকুর পক্ষের অভিযোগ, আন্দোলনকারীরা হামলার উদ্দেশ্যেই গিয়েছিলেন। তাই সমর্থকরা বাধা দিতেই, সংঘর্ষ শুরু হয়। অন্যদিকে, মমতাবালা ঠাকুরের অনুগামীদের অভিযোগ, শান্তনু ঠাকুরের সমর্থকরাই প্রথমে তাঁদের উপর চড়াও হন। এই ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, আমি কিছুই জানতাম না। হঠাৎ করে মমতাবালার অনুগামীদের একটি দল এসে আমার বাড়ির সামনে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। আমার লোকজন প্রতিবাদ জানালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তিনি আরও অভিযোগ করেন, বিক্ষোভকারীরা আগ্নেয়াস্ত্র নিয়েও এসেছিল। বিষয়টি তিনি স্বরাষ্ট্র দপ্তরকে জানাবেন বলেও জানান শান্তনু ঠাকুর। অন্যদিকে, সাংসদ মমতাবালা ঠাকুর বলেন, শান্তনু ঠাকুর প্রতিশ্রুতি দিয়েছিলেন সিএএ হলে কারও নাগরিকত্ব বা ভোটাধিকার কেড়ে নেওয়া হবে না। তাহলে প্রায় এক লক্ষ মানুষের নাম কেন বাদ পড়ছে! আজ সেই প্রশ্ন তুলতেই মতুয়ারা গিয়েছিলেন। তিনি অভিযোগ করেন, শান্তিপূর্ণভাবে প্রশ্ন তুলতে গিয়েই মতুয়া সম্প্রদায়ের মানুষের উপর হামলা চালানো হয়েছে। বিজেপির এই আচরণ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এটাই যদি তাদের রূপ হয়, তাহলে ক্ষমতায় এলে কী হবে! ঘটনাকে কেন্দ্র করে মতুয়া গড়ে রাজনৈতিক উত্তেজনার পারদ এখন তুঙ্গে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।
0
comment0
Report
KMKIRAN MANNA
Dec 24, 2025 11:22:47
Dihierench, West Bengal:बड़दिन और वर्षबरण के अवसर पर दीघा में लाखों पर्यटक जुटने वाले हैं। होटलियर्स एसोसिएशन के अध्यक्ष सुशांत पाठर ने कहा कि आंकड़ों के अनुसार उत्सव के मौसम में पर्यटक संख्या कई गुना बढ़ने की संभावना है। हालांकि वही स्तर की उम्मीद थी। लोग फोन पर बुकिंग के लिए संपर्क कर रहे हैं। भीड़ संभालने और यातायात मुक्त रखने के लिए पूर्व मेदिनीपुर जिला पुलिस ने विशेष ट्रैफिक प्लान तैयार किया है। मंगलवार तामलुक के निमतौड़ी पुलिस लाइन के कॉन्फ्रेंस रूम में पत्रकार वार्ता के दौरान यह जानकारी दी गई: वरिष्ठ पुलिस अधीक्षक मितुन कुमार डे और अतिरिक्त पुलिस अधीक्षक (कटхи) आतिश विश्वास ने। वरिष्ठ पुलिस अधीक्षक मितुन कुमार डे ने कहा कि बड़दिन और वर्षबरण के अवसर पर दीघा के आगंतुक पर्यटकों की सुरक्षा और सुचारु ट्रैफिक व्यवस्था सुनिश्चित करने के लिए कई कदम उठाए गए हैं और उन्हें प्रभावी बनाने के लिए संबंधित अधिकारियों को निर्देश दिए गए हैं। अतिरिक्त पुलिस अधीक्षक आतिश विश्वास ने बताया कि 24 और 25 दिसंबर और 30 और 31 दिसंबर दीघा के प्रवेशद्वार से कोई टोटो प्रवेश नहीं कर पाएगा। पर्यटक-वाहन बस और अन्य गाड़ियाँ बाईपास रास्ते का उपयोग करेंगी। दीघा में कुल सात निर्धारित पार्किंग पॉइंट बनाए गए हैं, वहीं पर पर्यटक अपनी गाड़ियाँ खड़ी करेंगे। इसके अलावा उत्सव के दिनों में कहीं भी अशांति नहीं हो, इस दिशा में खास निगरानी रहेगी। समुद्र स्नान के समय दुर्घटना से बचाने के लिए स्पीडबोट और वॉच टॉवर से निगरानी रखी जाएगी। इस बार झाऊवन और समुद्र तट के साथ नया आकर्षण जगन्नाथ धाम जुड़ने के कारण पिकनिक और दर्शनों की भीड़ दीघा के समुद्री शहर में बढ़ने की संभावना है। इसी के लिए पहले से सतर्क सुरक्षा और ट्रैफिक व्यवस्था की रूपरेखा जिला पुलिस ने बना ली है।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 24, 2025 11:22:04
Howrah, West Bengal:দ্বিতীয় দিনেও অব্যাহত পৌর স্বাস্থ্য কর্মীদের কর্মবিরতি। আজ তাঁরা ইনসেনটিভ ফর্ম জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন হাওড়া পুরসভায়। মাসিক ন্যূনতম পনেরো হাজার টাকা ভাতা, সরকারি স্বীকৃতি, বকেয়া ইনসেনটিভ মেটানোর সাথে নিয়মিত ইনসেনটিভ প্রদান সহ অন্যান্য দাবিতে গতকাল থেকে লাগাতার কর্মবিরতি শুরু हो এই স্বাস্থ্যকর্মীদের। আজও হাওড়া কর্পোরেশনে পৌর অস্থয় স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী (কন্ট্রакচুয়াল) ইউনিয়নের পক্ষ থেকে এই কর্মসূচি পালিত হয়। তাঁদের দাবি নিয়ে ডেপুটেশন দিতে গেলে পৌর ও নগরায়ন দপ্তরের মন্ত্রী সহ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দাবির সপক্ষে কথা বলতে চাইলেও তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেননি মুখ্যমন্ত্রী বা পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী এমনটাই অভিযোগ। এমনকি তাঁদের দাবিও মানা হয়নি বলে অভিযোগ জানান । তিনি আরও বলেন, এই স্বাস্থ্য কর্মীদের উপর অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু তাঁদের দাবির প্রতি উদাসীন সরকার।
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Dec 24, 2025 10:57:01
Kalna, West Bengal:আশা কর্মীদের রাজ্য সরকার ঘোষিত মিনিমাম পারিশ্রমিক ন্যূনতম ১৫০০০ টাকা, ইন্সেন্টিভ সহ ১ বছর পর্যন্ত সমস্ত বকেয়া প্রদান ও কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীর পরিবারকে ৫ লক্ষ টাকা প্রদান সহ বিভিন্ন দাবিতে- ২৩শে ডিসেম্বর ২০২৫ থেকে অনির্দিষ্টকালের জন্য লাগাতার কর্মবিরতি পালন করছেন। সেই কর্মসূচির অংশ হিসেবে পশ্চিমবঙ্গ আশা কর্মী यूनियन এ آئی ইউ টি ইউ সি উদ্যোগে কালনা কাটোয়া STKK রোডের উপর কালনা হসপিটালের সামনে প্রায় কুড়ি মিনিট পথ অবরোধে শামিল হন তারা। এই কর্মসূচির পর কালনা হসপিটাল থেকে একটি মিছিল করে এসডিও অফিস পর্যন্ত একটি মিছিল করে তারা। পথ অবরোধের ছেড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আটকে যাই কয়েকটি রুগী, পরে রুগীর সেই গাড়িকে ছেঁড়ে দেওয়া হয়,পরবর্তী সময় পথ অবরোধ তুলে দেয়।
0
comment0
Report
PDPradyut Das
Dec 24, 2025 10:56:24
Jalpaiguri, West Bengal:ভারত-বাংলাদেশ সীমান্তে চ্যাংড়াবান্ধ্যায় সচেতন হিন্দু সমাজের ডাকে আজ সচেতন হিন্দু সমাজের বিক্ষোভ মিছিল। বাংলাদেশে দীপু দাস কে জেহাদি দ্ধারা হত্যার প্রতিবাদে চ্যাংড়াবান্ধ্যায় সচেতন হিন্দু সমাজের ডাকে আজ সচেতন হিন্দু সমাজের বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন দধিরাম রায়, সঞ্জীত কুমার রায়,বিমল রায়, শ্যামল চন্দ্র বর্মন, সুনির্মল গুহ,যতুল বর্মন, মানিক অধিকারী, ধ্রুবজ্যোতি বর্মন,ভক্ত রায়,শুভময় ঘোষ,রবি শীল শর্মা সহ একাধিক নেতৃত্ব। সীমান্তে বিএসএফ ,পুলিশ ও কাস্টমের কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল, সচেতন হিন্দু সমাজের পক্ষ থেকে বাংলাদেশের উপদেষ্টা প্রধান মহঃ ইউনিসের কুশ পুতুল দাহ করা হলো, দধিরাম রায় বললেন মহঃ ইউনিস কে শুধরে যাওয়ার হুংকার দেন কি বললেন দধিরাম রায় শুনে নেন。 রিপোর্ট :- প্রদ্যুত দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
CDChittaranjan Das
Dec 24, 2025 10:41:32
Durgapur, West Bengal:প্রাইভেট টিউশনে পড়া বলতে পারে নি ৭ বছরের শিশু, তার পরিবর্তে গৃহশিক্ষকের মার ভিডিও ভাইরাল, সেই ভিডিও দেখে এলাকার পঞ্চায়েত উপপ্রধান থেকে নেটিজেনদের ধিক্কার, শাস্তির দাবি। গত সোমবার পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানা এলাকার জামবাদ মাঝি পাড়ার বাসিন্দা রবি মাঝির ৭ বছরের সন্তান গৃহ শিক্ষক ঐ গ্রামের আর এক ছাত্র বাসুদেব করের বাড়িতে পড়াতে এসেছিল। চন্দন মাঝিকে পড়া মুখস্ত বলতে বললে সে না পাড়ায় হাত দুটো ধরে নিয়ে চর থাপ্পড় শুধু নয় পিঠের পিছনে মারতে থাকে নির্মমভাবে। তাতেও শান্তি না হলে হাত দুটো ধরে তুলে ফেলে দেয়। সেই ছবি আর এক ছাত্র তুলে ভিডিও ভাইরাল করে দেয়। ব্যাস তারপর থেকেই উধাও গৃহশিক্ষক। এর আগেও মারধর করেছে বলে অভিযোগ শিশুর বাবার। বহুলা পঞ্চায়েতের উপপ্রধান বীর বাহাদুর সিং এর বক্তব্য, এই গৃহশিক্ষকের কঠোর শাস্তি দেওয়া হোক। অষ্টম শ্রেণির যে ছাত্র ছবি তুলেছে বাসুদেব করের বক্তব্য, পড়াশোনা না করলেই এইভাবেই মারধর করে। জানা आ, এই শিশুর বাবা রবি মাঝি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন।
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Dec 24, 2025 10:41:18
0
comment0
Report
christmas
Advertisement
Back to top