Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
South 24 Parganas700144
दक्षिण 24 परगना में अभिषेक बनर्जी की रैली के लिए 280 गाड़ियों से समर्थक
PSPrasenjit Sardar
Dec 28, 2025 05:18:09
Baruipur, West Bengal
২৬ এর ভোটকে লক্ষ্য রেখে দক্ষিণ 24 পরগনা বারুইপুর থানা এলাকায় এক জনসভা মঞ্চে দেখা যাবে জাহাঙ্গীর খান ও শওকত মোল্লাকে। আর সেই জনসভায় বহু মানুষের জমায়েত করার জন্য ব্যস্ত শওকত মোল্লা। ২৮০ খানা গাড়িতে করে তৃণমূলের সমর্থকদের যাওয়ার নির্দেশ শওকত মোল্লার। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জনসভায় ২৮০টা গাড়ি করে তৃণমূল সমর্থকদের যেতে হবে নির্দেশ শওকত মোল্লার তৃণমূল কর্মীদের বৈঠকে। বাংলায় যে ২৯৪ টা বিধানসভা আছে তার মধ্যে দক্ষিণ 24 পরগনা ক্যানিং পূর্ব বিধানসভা প্রথম স্থান দখল করেছে। সারা বাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সভা করবেন একটা প্রোগ্রামও লঞ্চ করবেন সেটা শুরু হবে দক্ষিণ চব্বিশ পরগনা পবিত্র মাটিতে জানান সওকাত। ক্যানিং পূর্ব বিধানসভা তে মোট ২৮ খানা অঞ্চল আছে। জানুয়ারির ২ তারিখে প্রত্যেকটা অঞ্চল থেকে ১০টা করে গাড়ি বারোটার সময় যে যার অঞ্চল থেকে রওনা দেবে। ২৮০ খানা গাড়ি চাম্পাহাটির সাগর সংঘ মাঠে পৌঁছাবে। এই জমাইতে,ক্যানিং পূর্ব সবথেকে বড় ভূমিকা নিতে হবে। ক্যানিং পূর্ব ভাঙ্গর ক্যানিং পশ্চিম বারাইপুর পূর্ব সোনারপুর বাসিন্দাদের বেশি জমাযেতে হবে। তাছাড়া সাগর, নামখানা, পাথরপ্রতিমা, ডায়মন্ড, বজবজ খুব একটা সমর্থকরা আসতে পারবে না কারণ দূরত্ব থাকার জন্য। বিশেষ করে ভাঙ্গর আর ক্যানিং পূর্ব বিধানসভা সমস্ত নেতৃত্বদেরা যেন দুর্বলভাবে না দেখে এই জনসভা টাকে নির্দেশ শওকত মোল্লার । এই বৈঠক থেকে ফিরে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভার জন্য সবাই যাওয়ার জন্য প্রস্তুতি তৈরি করবেন। তিনি আরো বলেন মাথায় রাখবেন দলের হাই কমান্ডো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন হয়। দ্বিতীয় ভবিষ্যতের হাই কমান্ড তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা সবাই কিন্তু মাথায় রাখবেন। এই কর্মসূচিতে লক্ষ্য একটাই প্রচুর মানুষের জমায়েত করা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাকে ঘিরে কড়া নির্দেশ সওকাত মোল্লার। এদিকে এই সভার আগেই তৃণমূল নেতা জাহাঙ্গীর খান, বিধায়ক বিভাষ সর্দার জেলা পুলিশ নিয়ে বৈঠক করেন সাগর মাঠে সভার জন্য। 281225ZG-BAR-BHANGOR-TMC-R
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BBBimal Basu
Dec 28, 2025 06:48:52
Basirhat, West Bengal:অন্ধ্রপ্রদেশের এক ব্যাক্তির বাড়ি থেকে চুরি যাওয়া ৬ লক্ষ টাকার সোনার Gহনা কেনার অভিযোগে দক্ষিণ ২৪ পরগণার সোনার পুরের এক সোনার দোকানের মালিককে বসিরহাট হেমনগর কোস্টাল থানা এলাকা থেকে গ্রেফতার করল অন্ধ্রপ্রদেশ থানার পুলিস। অভিযুক্ত তরুন মণ্ডলকে বসিরহাট মহকুমা আদালত থেকে ট্রেনজিট রিমান্ডে অন্ধ্রপ্রদেশে নিয়ে গেল পুলিস। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে কয়েক মাস আগে অন্ধ্রপ্রদেশের এক ব্যাক্তির বাড়ি থেকে প্রায় ৬ লক্ষ ৩৮ হাজার টাকার সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। অভিযোগ পেয়ে অন্ধ্রপ্রদেশের শ্রী কाकুলাম টু টাউন থানার পুলিস দুন্নাকৃষ্ণ নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। তাকে জেরা করে জানতে পারে সেই সোনার গহনা দক্ষিণ ২৪ পরগণার সোনারপুর বাড়ি তরুন মণ্ডল নামে এক সোনার দোকানদার কে বিক্রি করে। এর পর অন্ধ্রপ্রদেশের থানার পুলিস সোনারপুরে হানা দিলে খবর পেয়ে তরুন মণ্ডল সেখান থেকে পালায় তার পর পুলিস তার মোবাইল টেক করে হিঙ্গলগঞ্জের হেমনগর কোস্টাল থানা এলাকা থেকে তরুন মণ্ডলকে গ্রেফতার করে বসিরহাট মহকুমা আদালত থেকে ট্রানজিট রিমান্ডে তরুন মণ্ডলকে অন্ধ্রপ্রদেশে নিয়ে যায়। বিমল বসু বসিরহাট
0
comment0
Report
ABArup Basak
Dec 28, 2025 06:17:02
Mal Bazar, West Bengal:শীতের মরশুম শুরু হতেই ফের বানরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছে মালবাজার মহকুমার বিস্তীর্ণ এলাকা। একপাল বানরের দৌরাত্ম্যে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। গত কয়েকদিন ধরে মালবাজার পুরসভার ১, ২, ৩ এবং ১০ নম্বর ওয়ার্ডে প্রায় ১৫–২০টি বানরের একটি দল প্রকাশ্যে তাণ্ডব চালাচ্ছে। গতকাল বিকেল থেকে বিশেষ করে ২ নম্বর ওয়ার্ডে বানরের উপদ্রব ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয়দের অভিযোগ, কখনও দোকানে ঢুকে বিস্কুট, চিপসসহ বিভিন্ন খাদ্যসামগ্রীর প্যাকেট নিয়ে চম্পট দিচ্ছে বানরের দল, আবার কখনও বাড়ির রান্নাঘরে ঢুকে রান্না করা খাবার খেয়ে নিচ্ছে। ফলে বাড়ির বয়স্ক মানুষ ও শিশুদের নিয়ে চরম উদ্বেগে রয়েছেন বাসিন্দারা। উল্লেখ্য, বিগত বছরেও মালবাজারের রামকৃষ্ণ কলোনি এলাকায় একই ধরনের বানরের উপদ্রব দেখা গিয়েছিল। এবছর ফির একাধিক ওয়ার্ডে বানরের দৌরাত্ম্য শুরু হওয়ায় পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। বানরের হামলা থেকে বাঁচতে বাসিন্দারা ঢিল ছোড়া, দরজা-জানলা বন্ধ রাখা সহ নানা উপায় অবলম্বন করলেও তাতে বিশেষ লাভ হয়নি বলে দাবি স্থানীয়দের। এলাকাবাসীর মধ্যে অনেকেই মনে করছেন, জঙ্গলে পর্যাপ্ত খাবারের অভাবের কারণেই বানরের দল লোকালয়ে ঢুকে পড়ছে। স্থানীয় বাসিন্দারা জানান, বনাঞ্চলে খাদ্যের সংকট থাকায় বানরেরা জঙ্গল ছেড়ে মানুষের বসতিতে খাবারের সন্ধানে আসছে। এ বিষয়ে মালবাজার বন দপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। বন দপ্তরের তরফে জানানো হয়েছে, বানর এলাকায় প্রবেশ করলে কোনোভাবেই তাদের খাবার ছুঁড়ে দেওয়া বা খাওয়ানো উচিত নয়। অনেক সময় মানুষ ফল বা খাবার দিয়ে বানরদের সঙ্গে বিনোদনের চেষ্টা করেন, কিন্তু এতে বানরেরা মানুষের ওপর আরও নির্ভরশীল হয়ে পড়ে এবং তাদের জঙ্গলে ফেরানো কঠিন হয়ে যায়। বন দপ্তরের পক্ষ থেকে প্রয়োজন অনুযায়ী বন দপ্তরের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
0
comment0
Report
STSrikanta Thakur
Dec 28, 2025 05:48:21
Dinajpur, Rangpur Division:দক্ষিণ দিনাজপুরে মিমের শক্তি বৃদ্ধি, মুসলিম ভোটব্যাঙ্কে প্রভাব নিয়ে জল্পনা। জেলার ছয়টি বিধানসভা এলাকার মধ্যে বিধানসভা এলাকায় মুসলিম ভোটারের সংখ্যা ডিসাইসিভ ফ্যাক্টর। দক্ষিণ দিনাজপুর জেলায় ক্রমশ শক্তি বাড়াচ্ছে মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম)। মূলত কুমারগঞ্জ, কুশমন্ডি, হরিরামপুর ও গঙ্গারামপুর বিধানসভা এলাকায় দলের সংগঠন বিস্তারে জোর দিচ্ছে তারা। পাশাপাশি তপন বিধানসভাতেও ইতিমধ্যে একটি যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এর মধ্যেই নির্বাচন কমিশনের এসআইআরের প্রক্রিয়ায় জেলায় মোট ৮০ হাজার ৯৮৪ জন ভোটারের নাম বাদ যাওয়ার কারণে রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, কুশমন্ডি বিধানসভায় নাম বাদ গেছে ১৩ হাজার ৪০৯ জনের, কুমারগঞ্জে ১০ হাজার ৬৯৪ জনের, তপনে ১৫ হাজার ৫৯২ জনের, হরিরামপুরে ১৪ হাজার ৫৪২ জনের এবং গঙ্গারামপুরে ১৫ হাজার ৮৮৫ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। ভোটের অঙ্কে কুশমন্ডি, কুমারগঞ্জ ও হরিরামপুর বিধানসভায় মুসলিম ভোটারের হার গড়ে প্রায় ২০ থেকে ৩০ শতাংশ। এর মধ্যে কুমারগঞ্জে মুসলিম ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি। উল্লেখযোগ্যভাবে, গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে এই কুমারগঞ্জেই সর্বাধিক লিড পেয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মিমের এই শক্তি বৃদ্ধি মূলত সেই সব বিধানসভা এলাকাতেই বেশি লক্ষ্য করা যাচ্ছে, যেখানে মুসলিম ভোটব্যাঙ্ক তুলনামূলকভাবে শক্তিশালী। ফলে মিমের উত্থানে তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোটে ভাগ বসতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এতে বিজেপির কতটা লাভ হবে, তা নিয়ে মতভেদ থাকলেও মিমের দিকে মুসলিম ভোটের একাংশ ঝুঁকে গেলে সামগ্রিক ভোটের রাজনীতিতে কী প্রভাব পড়বে, সেদিকেই তাকিয়ে রয়েছে দক্ষিণ দিনাজপুরের রাজনৈতিক মহল। অন্যদিকে, জেলায় কংগ্রেস ও সিপিআইএম-এর সংগঠনের অবস্থা কার্যত দুর্বল। গত লোকসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোটের প্রার্থী আর এসপি জামানতের জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছিল, যা তাদের ভোট শতাংশের নগণ্য অবস্থাই স্পষ্ট করে। সব মিলিয়ে মিমের ক্রমবর্ধমান প্রভাব শাসক শিবিরে কিছুটা হলেও চিন্তার ভাঁজ ফেলতে শুরু করেছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। যদিও প্রকাশ্যে তৃণমূল নেতৃত্ব এই জেলায় মিমের শক্তি বৃদ্ধিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। তবে ভোটের ময়দানে এই সমীকরণ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে দক্ষিণ দিনাজপুরের রাজনৈতিক মহল।
0
comment0
Report
BSBarun Sengupta
Dec 28, 2025 05:37:21
Barrackpore, Kolkata, West Bengal:কাউগাছি ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় কেটে ফেলা হচ্ছে বহু শতাব্দী প্রাচীন পুরানা গাছ। আর গাছ কেটে চলছে প্রমোটিং এবং প্লটিং, পঞ্চায়েত প্রধানের সাফাই তাদের হাত پা বদ্ধা, জমি মাফিয়াদের দৌরাত্মে মুখে কুলুপ স্থানীয়দের অবাধে জমির গঠন পরিবর্তন হয়ে যাচ্ছে। এক সময়ের জমির গঠন ছিল বাগান , সেই জমির রুপ পরিবর্তন হয়ে বানিজ্যিক ভাবে ব্যাবহার করা র জন্য অনুমতি পেয়ে যাচ্ছে জমি মাফিয়ারা।রীতিমতো প্লটিং এর ম্যাপ টানিয়ে গাছ কেটে চলছে জমি ব্ক্রির কাজ。 একটি দুটি নয় একের পর এক আম বাগান কেটে বানিজ্যিক ভাবে ব্যাবহার করছে কিছু জমি মাফিয়া।এক সময় কাউগাছি ১ গ্রাম পঞ্চায়েত হিমسাগর আমের জন্য রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে। আজ আর সেই আম বাগানের চিহ্নি মাত্র নেই। যে গুটি কয়েক আম বাগান রয়েছে তাও গাছ কেটে প্লট করে বিক্রি করে দিচ্ছে জমি মাফিয়ারা। যেমনভাবে বিক্রি হয়ে যাচ্ছে কাউগাছি ১ গ্রাম পঞ্চায়েতের নীলতলা এলাকার জগদীশ মিত্রের বাগান । পঞ্চায়েত প্রধানের দাবি তারা যখন খবর পায় ব্যাবস্থা নেয় প্রশাসন কে জানায়। কিছু দিন কাজ বন্ধ থাকে அவரது পর, ঐ জমি মাফিয়া রা, বি এল ও দপ্তর থেকে জমি কনভারসান করে নিয়ে আসে, নিয়ে আসে বন দপ্তরের পারমিশন। তাদের আর কিছু করার থাকে না। তাদের হাত পা বাঁধা。 প্রশ্ন উঠছে কি ভাবে জমি কনভারসান হচ্ছে। বাগান জমি কি ভাবে কমারসিয়াল বাস্তুজমিতে পরি বর্তিতো হচ্ছে। যে খানে বড় বড় আম গাছ আছে। পাশাপাশি কি ভাবে বনদপ্তর কি ভাবে গাছ কাটার পারমিশন দিচ্ছে। এটা নিয়েও উঠেছে প্রশ্ন。 বাইটঃ- জমি মাফিয়া ক্যামেরার সামনে কিছু না বলতে চাইলেও বনদপ্তরের অধিকারি জানাচ্ছেন তাদের কিছু করার নেই জমির গঠন পরিবর্তন করে নিয়ে আসা হচ্ছে তাই তারা কিছু করতে পারছেন না। অনুমতি দিতে হচ্ছে গাছ কাটার। গাছ কাটলে আরবার গাছ লাগানোর কথা দিতে হয় বনদপ্তর কে। তার জন্য কিছু টাকা বনদপ্তরের কাছে জমা রাখতে হয় টাকার পরিমাণ শুনলে চমকে উঠতে হয়,গাছ প্রতি ৬০ টাকা। সে গাছের বয়স যেমন ই হোক। বাইটঃ- পঞ্চায়েত প্রধান প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলছেন তিনি এই গাছ কাটা নিয়ে কোট খুললে অভিযোগ জানাবেন। এবং কিপ সেক্রেটারি, বনমন্ত্রী, বনদপ্তরের সেক্রেটারি, প্রত্যেককে পার্টি করবেন এবং কোর্টের হস্তক্ষেপে তদন্তের দাবি করবেন। বাইটঃ- অর্জুন সিং(প্রাক্তন সাংসদ) 281225 BKP _KAUGACHI 2C TE
0
comment0
Report
SGShreyasi Ganguly
Dec 28, 2025 04:48:14
0
comment0
Report
ABArup Basak
Dec 28, 2025 04:21:51
Mal Bazar, West Bengal:মেটেলি–চালসা রাজ্য সড়কে যাত্রীবাহী গাড়ি দুর্ঘটনা, আহত ৭... নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়ক থেকে নিচে উলটে গেল একটি যাত্রীবাহী ছোট গাড়ি। এই দুর্ঘটনায় কমবেশি আহত হয়েছেন মোট সাতজন যাত্রী, যার মধ্যে একজন নাবালক রয়েছে। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার মেটেলি ও চালসার মধ্যবর্তী এলাকায়, পিডব্লিউডি পাড়ার কাছে। স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবোঝাই গাড়িটি মেটেলি থেকে চালসার দিকে যাচ্ছিল। পিডব্লিউডি পাড়ার কাছে পৌঁছতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়ে পাশের একটি মাঠে পড়ে যায়। দুর্ঘটনার ফলে গাড়িতে থাকা সাতজন যাত্রী আহত হন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে চালসার মঙ্গলবাড়ি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর একজনের অবস্থাহ গুরুতর হওয়ায় তাঁকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। বাকি আহতদের মঙ্গলবাড়ি হাসপাতালে চিকিৎসা করানো হয়। স্থানীয়দের দাবি, গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল, যার ফলে বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। মেটেলি পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি আটক করেছে এবং আহতদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে।
0
comment0
Report
KMKIRAN MANNA
Dec 28, 2025 03:51:07
Dihierench, West Bengal:দীঘার সমুদ্রে ভাসতে থাকা বিকল বোট থেকে ২৩ পর্যটক উদ্ধার, জেলাশাসকের উদ্যোগে নিরাপদ আশ্রয় দীঘার সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে পড়া একটি লঞ্চ থেকে ২৩ জন পর্যটককে সফলভাবে উদ্ধার করল নুলিয়ারা। মা মহামায়া ট্রলারের চালক ভক্ত হরিদাসের সঙ্গে গত ২৬ তারিখ সকালে জগন্নাথ মন্দির দর্শন ও দীঘা ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন পর্যটকেরা। সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় প্রায় আট ঘণ্টা লঞ্চটি ভাসতে থাকে। পরে সকলকে নিরাপদে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া পর্যটকদের আজ দীঘার একটি হোটেলে রাখা হবে। এইদিন উদ্ধার হওয়া পর্যটকদের সঙ্গে দেখা করেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ইউনুস Rিসিন ইসমাইল। তিনি তাদের খোঁজখবর নেন, থাকার ব্যবস্থা করেন এবং আগামীকাল জগন্নাথ মন্দির দর্শনের ব্যবস্থা করা হবে বলে জানান。
0
comment0
Report
PDPradyut Das
Dec 28, 2025 03:17:47
Jalpaiguri, West Bengal:চলন্ত লরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে। জলপাইগুড়ি জাতীয় সড়ক গোশলা মোড় এবং পাহাড়পুরের মোড় মধ্যবর্তী মাহুতপাড়া জোড়া কালভার্ট এলাকায় রাস্তার উপরেই চলন্ত পণ্য বোঝায় লরিতে অগ্নিসংযোগ এর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বিকট শব্দ শুনে এলাকার মানুষ ছুটে আসেন। ঘটনাস্থলে পৌঁছায় ট্রাফিক পুলিশের অফিসার এবং কর্মীরা। অবশেষে দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। চালক এবং খালাসী আহত জলপাইগুড়ি মেডিকেলে চিকিৎসাধীন। পন্য বোঝাই লরিটি বিহারের দিকে যাচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা যায়। রবিবার ভোর রাতের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছাড়া এলাকায় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
0
comment0
Report
BMBiswajit Mitra
Dec 28, 2025 03:15:26
Ranaghat, West Bengal:রাজনীতি নয়, শান্তি চাই”— দত্তফুলিয়ার মতুয়া মহাসম্মেলন থেকে একজোট বার্তা, ঠাকুরবাড়িতে রাজনৈতিক দ্বন্দ্বে ক্ষুব্ধ মতুয়া সমাজ নদীয়ার দত্তফুলিয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী মতুয়া মহासম্মেলন। এই সম্মেলনে উপস্থিত হাজার হাজার মতুয়া সম্প্রদায়ের মানুষ। সম্মেলন মঞ্চ থেকে উঠে আসছে একটাই স্পষ্ট দাবি— মতুয়া সমাজের মধ্যে চলা রাজনৈতিক বিভাজন ও হিংসা অবিলম্বে বন্ধ করতে হবে। মতুয়া সম্প্রদায়ের মানুষের অভিযোগ, রাজ্যের প্রধান দুই রাজনৈতিক দল দীর্ঘদিন ধরেই মতুয়াদের রাজনৈতিক ফায়দার জন্য ব্যবহার করছে। এর ফলেই মতুয়া মতবাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। একসময় যে ঠাকুরবাড়ি ছিল জাতি-ধর্ম নির্বিশেষে শান্তির কেন্দ্র, আজ সেখানে দেখা যাচ্ছে হিংসা, মারামারি ও পারিবারিক দ্বন্দ্ব। বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তু মতুয়ারা ধর্মীয় আস্থায় ঠাকুরবাড়িতে উপস্থিত হতেন। কিন্তু বর্তমানে সেই ঠাকুরবাড়িকেই কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা মতুয়া সমাজকে গভীরভাবে হতাশ করেছে। মতুয়াদের মধ্যেই চলছে রাজনৈতিক লড়াই, যার ফলে কলুষিত হচ্ছে তাঁদের অস্তিত্ব, শিক্ষা ও আদর্শ। সম্মেলনে অংশগ্রহণকারীদের বক্তব্য, রাজনীতির কারণে ঠাকুরবাড়ি ও মতুয়া সমাজ আজ কালিমালিপ্ত হচ্ছে। যে আন্দোলন মানবতা, সাম্য ও সহাবস্থানের বার্তা নিয়ে এগিয়ে চলেছিল, তার নাম আজ প্রশ্নের মুখে। তৃণমূল কংগ্রেসের দাবি, ঠাকুরবাড়িতে রাজনীতি ঢুকে পড়ার ফলেই মতুয়া মহासংঘ আজ তিন ভাগে বিভক্ত— মমতা বালা ঠাকুর, শান্তনু ঠাকুর ও সুব্রত ঠাকুরের নেতৃত্বে আলাদা আলাদা শিবির তৈরি হয়েছে। অন্যদিকে মতুয়া সমাজের একাংশের অভিযোগ, সাংসদ শান্তনু ঠাকুর ভোটের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন— ওপার বাংলা থেকে আগত মতুয়াদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না— বাস্তবে তার উল্টো চিত্রই দেখা যাচ্ছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ধর্মীয় স্থানে রাজনীতি তারা কখনওই চান না। তাদের বক্তব্য, ঠাকুরবাড়িতে রাজনৈতিক হস্তক্ষেপের সূচনা করেছে তৃণমূল কংগ্রেস, যার ফলেই এই অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। সব মিলিয়ে দত্তফুলিয়ার এই মতুয়া মহাসম্মেলন থেকে জোরালো বার্তা— “রাজনীতি বন্ধ হোক, হিংসা বন্ধ হোক, মতুয়া সমাজ আবার একসাথে মিলেমিশে শান্তিতে থাকুক।” 1. সমীর কুমার পোদ্দার প্রাক্তন বিধায়ক রানাঘাট উত্তরপূর্ব 2. সোমনাথ কর রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা মুখপাত্র বিজেপি 3. মতুয়া ভক্ত 4. মতুয়া ভক্ত 5. মতুয়া ভক্ত
0
comment0
Report
PDPradyut Das
Dec 28, 2025 03:01:51
0
comment0
Report
PSPrasenjit Sardar
Dec 28, 2025 03:00:51
Baruipur, West Bengal:এসআইআর ভোটার লিস্টে বাবার নাম ভুল নওশাদ সিদ্দিকীর ভোটার তালিকার এসআইআরের প্রক্রিয়ায় বাবার নামের ভুলে রি-ভেরিফিকেশনের নির্দেশ পেলেন ভাঙ্গড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ২০০২ সালের ভোটার লিস্টে বাবার নাম ছিল আলী আকবর সিদ্দিকী, তবে বর্তমান তালিকায় লেখা হয়েছে মোহামদ আলী আকবর সিদ্দিকী। ভাঙ্গড়ের চকমরিচায় এসে নওশাদ জানান, এতে আতঙ্কের কোনও কারণ নেই, ভেরিফাই করলেই সমস্যা মিটে যাবে। তিনি সাধারণ মানুষকেও এসআইআর নিয়ে ভয় না পাওয়ার আহ্বান জানান。 এদিকে বিষয়টি নিয়ে কটাক্ষ করেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক Shaukat Mallah। তিনি বলেন, ভোটার লিস্টের পাশাপাশি নওশাদের ব্যবহারও সংশোধন করা উচিত。
0
comment0
Report
KMKIRAN MANNA
Dec 28, 2025 01:31:25
Dihierench, West Bengal:পূর্ব মেদিনীপুর জেলার শুভেন্দু অধিকারীর গড় হিসেবে পরিচিত কাঁথি শহর সাক্ষী থাকল এক ব্যতিক্রমী ও ঐতিহাসিক দৃশ্যের। সর্বধর্ম সমন্বয়ের বার্তা নিয়ে কাঁথি জুড়ে আয়োজিত হলো সুবিশাল বাইক র‍্যালি ও জনসভা। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈনসহ বিভিন্ন ধর্মের প্রায় দশ হাজার সাধারণ মানুষ এই র‍্যালিতে অংশগ্রহণ করেন।এই সর্বধর্ম সমন্বয়ের সভা ও বাইক র‍্যালির মূল উদ্যোক্তা ছিলেন বিশিষ্ট সমাজসেবী শেখ আব্দুর সাত্তার। তাঁর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এবং মানবিকতার এই বার্তাকে সমর্থন জানিয়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শশাঙ্ক শেখর হাজরা, অনুপম সাহু, পরিবেশবিদ সুকোমল মাইতি, অল ইন্ডիա ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষে মোহাম্মদ বাঁকিবিল্লা মোল্লা, খ্রিস্টান ধর্মগুরু ফাদার- অর্পণ রানা সহ বিভিন্ন ধর্মের বিশিষ্টজনেরা। উল্লেখযোগ্য ভাবে যুবকদের সংখ্যা চোখে পড়ার মতো ছিল। র‍্যালি থেকে জোরালো কণ্ঠে বার্তা দেওয়া হয়—ধর্ম নিয়ে রাজনীতি নয়, রাজনীতির ব্যবসা নয়। দেব-দেবী, ঈশ্বর, আল্লাহ বা গডকে কেন্দ্র করে কোনও দলাদলি বা রাজনৈতিক বিভাজন মেনে নেওয়া হবে না। উল্লেখযোগ্যভাবে, এই কর্মসূচিতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতি ছিল না। র‍্যালিতে ছিলেন শুধুমাত্র ধর্মগুরু ও সর্বধর্মের প্রতীকী সাজে সাধারণ মানুষজন ও ছাত্র-ছাত্রীরা। কাঁথি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে র‍্যালিটি পৌঁছায় সেন্ট্রাল বাসস্ট্যান্ডে, যা বিজেপির প্রভাবশালী নেতা শুভেন্দু অধিকারীর বাড়ির পাশাপাশি তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা ও বিধায়ক অখিল গিরি ও সভাধিপতি তথা বিধায়ক উত্তম বারিকের বাড়িরও ঢিল ছোঁড়ার দূরত্বে অবস্থিত। সেখানেই আয়োজিত হয় সর্বধর্ম সমন্বয়ের জনসভা। সভা মঞ্চ থেকে একে একে হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও জৈন সম্প্রদায়ের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। সকলের বক্তব্যে উঠে আসে একটাই কথা— “সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেউ নেই।” মানবিকতা, সম্প্রীতি ও সহাবস্থানের এই বার্তাকে সমাজের রন্ধে রন্ধে পৌঁছে দেওয়ার আহ্বান জানান বক্তারা। বক্তারা স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেন, আগামী দিনে কোনো রাজনৈতিক ব্যক্তি বা দল যদি ধর্মকে হাতিয়ার করে বিভাজনের রাজনীতি করতে চায়, তাহলে কাঁথির সাধারণ মানুষ আরও বৃহত্তর র‍্যালি ও আন্দোলনে নামবে। ধর্মের নামে রাজনীতির বিরুদ্ধে এই প্রতিবাদ যেন কাঁথির মাটি থেকেই গর্জে উঠল আপামর জনসাধারণের কণ্ঠে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সভাধিপতি উত্তম বারিক বলেন ধর্ম নিয়ে যারা রাজনীতি করছেন তারা মানবেন কিনা জানিনা তবে ধর্ম নিয়ে রাজনীতি করা উচিত নয়। ধর্ম একটাই মানব ধর্ম মানুষের সেবা ধর্ম। পাল্টা বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মন্ডল একই সুর ছড়িয়েছেন।
0
comment0
Report
Advertisement
Back to top