Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas700120
कोलकाता नगर निगम वार्ड 34 के बीएलओ अनिमेष नंदी की तबीयत अचानक खराब
BSBarun Sengupta
Nov 16, 2025 09:25:11
Barrackpur Cantonment, West Bengal
कोलकाता नगर निगम के 34 नंबर वार्ड के बीएलओ अनिमेष नंदी अचानक अस्वस्थ हो गए। आज उन्हें सुपरवाइजर के निर्देश पर बुलाया गया, तभी वे काम समझ रहे थे कि अचानक तबीयत बिगड़ गई। उनके सहकर्मियों ने उन्हें कोलकाता के एक प्राइवेट नर्सिंग होम में उपचार के लिए कराया। सभी का कहना है कि इतना दबाव दिया जा रहा है कि वे इसे झेल नहीं पा रहे हैं। अनिमेष नंदी के परिवार की ओर से भी दबाव का दावा किया गया है, पर family का कहना है कि अब उनकी स्थिति कुछ स्थिर है।
39
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MMManoranjan Mishra
Nov 16, 2025 10:47:52
Purulia, West Bengal:পুরুলিয়া : SIR এর ফর্ম এসেছে একাধিক মৃতদের নামে । অথচ একাধিক জীবিত ভোটারদের নাম নেই SIR এর ফর্মে। এমন আজব কান্ড পুরুলিয়ার জয়পুর বিধানসভার আড়ষা ব্লকের ২৫৩ নম্বর বুথে । SIR এর ফর্ম না পিয়ে চিন্তায় ঘুম ছুটেছে গ্রামবাসীদের । ২৫৩ নম্বর বুথে মোট ভোটার সংখ্যা ৬৯৭ জন। বুথের সেই তালিকায় জীবিত ব্যক্তিদের মধ্যে রেনুবালা কুমার, বিজলা কুমার, সাহেব কুমারকে মৃত বলে উল্লেখ রয়েছে । অথচ তাদের পরিবারেরই গতিলাল কুমার, দীনেশ কুমার, উমাচরণ কুমার কে জীবিত বলে উল্লেখ রয়েছে । রেণুকাবালা কুমারর ছেলে দীনেশ কুমার গত বছর আগস্ট মাসে দুর্ঘটনায় মারা যান। গত বছর লোকসভা নির্বাচনে রেনুকাবালা কুমার ভোটদান করেন । কিন্তু সদ্য প্রকাশিত ভোটার তালিকায় দীনেশ কুমার জীবিত এবং তাঁর মা রেনুবালা কুমারকে মৃত বলে উল্লেখ রয়েছে । সেইমতো মৃত দীনেশ কুমারের নামে এমুনারেশন ফর্ম এলেও রেনুবালা কুমর সেই ফর্ম পাননি । একই বুথের বাসিন্দা গতিরাম কুমার গত বছরের জানুয়ারি মাসে মারা যান। অথচ নির্বাচনী তালিকায় তাঁর নাম থাকলেও তাঁর স্ত্রী বিজলা কুমারকে মৃত হিসেবে দেখানো হয়েছে । মৃত ব্যক্তির নামে এমুনারেশম ফর্ম এলেও জীবিত মহিলা বিজলা কুমার সেই ফর্ম পাননি । একই বুথের বাসিন্দা উমাচরণ কুমার ২০১৯ সালে মারা গেলেও তার নাম নির্বাচনী তালিকায় রয়েছে । তাঁর নাতি সাহেব কুমারের নাম নেই নির্বাচনী তালিকায় । মৃত দাদুর নামে এমুনারেশন ফর্ম এলেও বঞ্চিত তাঁর জীবিত নাতি। এমুনারেশম ফর্ম না পেয়ে চিন্তায় পড়েছেন গ্রামবাসীরা । কিভাবে এই সমস্যার সমাধান হবে ভেবে কূলকিনারা পাচ্ছেন না তারা । বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন বিজেপি তৃণমূল দুপক্ষই। যদিও সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় আড়ষা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক গোপাল সরকার । বাইট : ১) রেনুকা বালা কুমার (গ্রামবাসী) ২) বিজলা কুমার (গ্রামবাসী) ৩) সুশেন মাঝি (তৃণমূল জেলা নেতা) ৪) জয়দীপ্ত চট্টরাজ (জেলা বিজেপি নেতৃত্ব) ৫) গোপাল সরকার (বিডিও, আড়ষা ব্লক)
50
comment0
Report
KMKIRAN MANNA
Nov 16, 2025 10:47:39
Dihierench, West Bengal:নন্দীগ্রামে তৃণমূলের SIR সহায়তা ক্যাম্প এ ভাঙচুর চালালো বিজেপি। অভিযোগ তৃণমূলের উত্তপ্ত নন্দীগ্রাম।।নন্দীগ্রামে ভেকুটিয়া অঞ্চল তৃণমূলের উদ্যোগে SIR সহায়তা ক্যাম্প তৈরী করা হয়। এলাকার ভোটার দের SIR সংক্রান্ত ভয় ভীতি দূর করে তাঁদের পাশে দাড়িয়ে তাঁদের SIR ফর্ম ফিলাপ সহ নানা সমস্যার সমাধানের জন্য পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়ে পাশে দাঁড়াচ্ছেন ঠিক সেই সময়ে তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গের অভিযোগ নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর উস্কানি মূলক বক্তব্য এর জেরে তৃণমূলের SIR সহায়তা কেন্দ্রে বিজেপি ভাঙচুর চালাচ্ছে। এতেই স্পষ্ট নন্দীগ্রামের সাধারণ মানুষের ব্যক্তি স্বাধীনতা কেড়ে নিচ্ছে। যদিও বিজেপির পক্ষে এমন অভিযোগ অস্বীকার করা হয়েছে।
41
comment0
Report
SRSanjoy Rajbanshi
Nov 16, 2025 10:17:03
Kalna, West Bengal:বাড়িতে একা পেয়ে কালনার নাদনঘাট থানায় এলাকায় গভীর রাতে এক বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। গুরুতর অসুস্থ অবস্থায় ওই বৃদ্ধাকে রবিবার সকালের পর ভর্তি করা হয় কালনা মহকুমা হসপিটালে। জানা গিয়েছে ঘটনায় অভিযুক্ত এলাকারই এক প্রতিবেশী যুবক। অভিযুক্ত যুবকে আজ রবিবার দুপুরে গ্রেফতার করে নাদনঘাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ওই যুবকের বিরুদ্ধে এর আগেও এইরকম অভিযোগ উঠেছে। পাশাপাশি ওই বৃদ্ধার পরিবার সূত্রে জানা_giেছে ওই বৃদ্ধা একাই থাকতেন রবিবার গভীর রাতে ওই যুবক তার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। বৃদ্ধার শরীরও একাধিক আঘাত রয়েছে। তাকে চিকিৎসার জন্য নিয়ে আশা হয় কালনা হসপিটাল। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।
24
comment0
Report
STSrikanta Thakur
Nov 16, 2025 10:16:16
Dinajpur, Rangpur Division:বালুরঘাটে ২২ নম্বর ওয়ার্ডে বিজেপি পরিচালিত এসআইআর সহায়তা ক্যাম্পে গিয়ে সাধারণ মানুষের ফরম ফিলাপে সাহায্য করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বালুরঘাটের সংসদ সুকান্ত মজুমদার। এস আই আর অবহে সমগ্র জেলা জুড়ে বিভিন্ন রাজনৈতিক দল সহায়তা ক্যাম্প খুলেছে এবং সেখানে নেতা মন্ত্রী থেকে শুরু করে সাধারণ কর্মীরা এসআইআর এর ফরম ফিলাপের সাহায্য করছেন সাধারণ মানুষকে। বালুরঘাটের ২২ নম্বর ওয়ার্ড সুকান্ত মজুমদার এর পুরনো পাড়া। এই পাড়াতেই বেড়ে উঠেছেন তিনি। এমনকি শেষ লোকসভা নির্বাচনেও তিনি এই পাড়া থেকেই লড়াই করেছেন। নিজের পুরনো পাড়ায় ফিরে এসে সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং বেশ কিছু বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন কিভাবে ফরম ফিলাপ চলছে সেই বিষয়ে। অনেক বাসিন্দাকেই নিজের হাতে ফরম ফিলাপ করে দিয়েছেন তিনি। বলছেন এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে সকলেই মোটামুটি ঠিক মতই ফরম ফিলাপ করছেন। বালুরঘাট শহরে বিজেপির ক্যাম্পগুলোতে সাধারণ মানুষ ভিড় করছে। সহায়তা ক্যাম্প পরিদর্শনের পর রবিবার সারাদিন তার বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম রয়েছে। মঙ্গলবার পর্যন্ত জেলায় থাকবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
58
comment0
Report
STSrikanta Thakur
Nov 16, 2025 09:29:13
Dinajpur, Rangpur Division:বালুরঘাটে ২২ নম্বর ওয়ার্ডে বিজেপি পরিচালিত এসআইআর সহায়তা ক্যাম্পে গিয়ে সাধারণ মানুষের ফরম ফিলাপে সাহায্য করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বালুরঘাটের সংসদ সুকান্ত মজুমদার। এস আই আর অবহে সমগ্র জেলা জুড়ে বিভিন্ন রাজনৈতিক দল সহায়তা ক্যাম্প খুলেছে এবং সেখানে নেতা মন্ত্রী থেকে শুরু করে সাধারণ কর্মীরা এসআইআরের ফরম ফিলাপের সাহায্য করছেন সাধারণ মানুষকে। বালুরঘাটের ২২ নম্বর ওয়ার্ড সুকান্ত মজুমদার এর পুরনো পাড়া। এই পাড়াতেই বেড়ে উঠেছেন তিনি। এমনকি শেষ লোকসভা নির্বাচনেও তিনি এই পাড়া থেকেই লড়াই করেছেন। নিজের পুরনো পাড়ায় ফিরে এসে সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং বেশ কিছু বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন কিভাবে ফরম ফিলাপ চলছে সেই বিষয়ে। অনেক বাসিন্দাকেই নিজের হাতে ফরম ফিলাপ করে দিয়েছেন তিনি। বলছেন এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে সকলেই মোটামুটি ঠিক মতই ফরম ফিলাপ করছেন। বালুরঘাট শহরে বিজেপির ক্যাম্পগুলোতে সাধারণ মানুষ ভিড় করছে। সহায়তা ক্যাম্প পরিদর্শনের পর রবিবার সারাদিন তার বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম রয়েছে। মঙ্গলবার পর্যন্ত জেলায় থাকবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
146
comment0
Report
SPSANDIP PRAMANIK
Nov 16, 2025 09:26:14
Kolkata, West Bengal:জেল থেকে জামিনে মুক্তি পেয়ে বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় প্রথমেই সাংবাদিকদের মুখোমুখি হন এবং তারপর দেখা যায় তার অঞ্চলে আমরা পার্থ চট্টোপাধ্যায় কে চাই বলে ব্যানার লাগানো এবং তারপরে পার্থ চট্টোপাধ্যায়ের সই করা লিফলেট বিল যেখানে লেখা ছিল অনেক কিছু তার মধ্যে বলা হয়েছিল আমার অফিসের সামনে একটি জন বক্স রাখা থাকবে। সেখানে আমি চাকরির জন্য কার কাছ থেকে টাকা নিয়েছি কিংবা আমার হয়ে টাকা অন্য কেউ তুলেছে। প্রমাণ সহকারে এই বক্সের মধ্যে জমা দিন। সেইমতো গতকালকে দেখা গিয়েছিল পার্থ চট্টোপाध্যায় এর অফিসের সামনে একটি জন বক্স রাখা আছে। হঠাৎ কোন অজ্ঞাত কারণে রাস্তায় দেওয়া ব্যানার গুলি এবং এই জন বক্সটি রাতারাতি উধাই হয়ে গেল এটাই এখন আলোচনার বিষয়। তবে স্থানীয় কোন কাউন্সিলররা এই ব্যাপারে কোন মুখ খুলছেন না。
115
comment0
Report
PDPradyut Das
Nov 16, 2025 09:25:52
Jalpaiguri, West Bengal:এস আই আর আতঙ্কে আত্মঘাতী জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ির সাতকুরা এলাকার বাসিন্দা কমলা রায়ের পরিবারের পাশে দাঁড়াল তৃণমূলের শ্রমিক সংগঠন। কমলা রায় নামে ওই ব্যক্তি টোটো চালাতেন। তাঁর মৃত্যুতে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত সাতকুড়া এলাকায় টোটো চলাচল বন্ধ রাখা হয়। পাশাপাশি এস আই আর নিয়ে রবিবার জলপাইগুড়ি বর্ডার সংলগ্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেন inttuc, ঘটনায় পাল্টা তোপ সিপিএম এর। সিপিএম এর অভিযোগ SIR নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে। সেই আতঙ্কের জেরেই মানুষ আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। আমাদের আবেদন আত্মহননের পথ বেছে নেবেন না। সিপিএম আপনাদের পাশে আছে। একজনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না বলে সিপিএমের জেলা নেতৃত্ব জানান।
84
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 16, 2025 09:25:35
Howrah, West Bengal:শিশুদের অধিকার রক্ষায় হাওড়ায় শিশুদের মহা মিছিল। শিশুদের মারধর, কচিকাঁচাদের ভারী স্কুল ব্যাগ বহনের , শিশু শ্রমের সহ একাধিক সচেতন গড়ার লক্ষ্যে বিগত বছরগুলোর ন্যায় এবছরেও শিশু দিবস উপলক্ষে হাওড়া চাইল্ড রিলিফ ফাউন্ডেশনের উদ্যোগে মহামিছিলের আয়োজন করা হয় রবিবার সকালে। এদিন মধ্য হাওড়ার বিজয়ানন্দ পার্ক থেকে এই মিছিল শুরু যায় নেতাজি সুভাষ রোডের দালাল পুকুর পর্যন্ত। বর্ণাঢ্য এই মিছিল এক হাজারেরও বেশি শিশু ও তাদের অভিভাবকেরা এই মিছিলে অংশগ্রহণ করেন। এছাড়াও মিছিলে শিশুশিল্পী নারায়ন দেবনাথ, ষষ্টিপদ চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে তাঁদের তৈরি বিভিন্ন কার্টুন, ছবির মাধ্যমে সাজানো হয় রঙিন ট্যাবলো।মিছিলের সূচনা করেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। মিছিলের প্রধান উদ্যোক্তা ডা: সুজয় চক্রবর্তী বলেন, শিশুদের নিয়ে এই মিছিল এবছর ১৭ বছরের পদার্পণ করেছে। এটা সচেতনতা ক্যাম্পেন হিসেবেই করা হয়। চাইল্ড অ্যাবিউস, চাইল্ড লেবার, কন্যা ভ্রূণ হত্যা প্রভৃতি বিষয়ে সচেতন করা হয় এর মাধ্যমে। অভিভাবকরা এই উদ্যোগকে সংগঠনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি বলে মনে করেন।
75
comment0
Report
BMBiswajit Mitra
Nov 16, 2025 09:25:02
153
comment0
Report
BMBiswajit Mitra
Nov 16, 2025 09:24:38
102
comment0
Report
KMKIRAN MANNA
Nov 16, 2025 08:33:00
Dihierench, West Bengal:নন্দীগ্রামের হরিপুরে এক সাংবাদিক বৈঠকে করে শুভেন্দু অধিকারী বলেন,এস এস সির মৌখিক পরীক্ষায় স্বচ্ছদের বেশির ভাগকেই ডাকা হয়নি। ইংরেজি বিভাগের কাউকেই ডাকা হয়নি। তাছাড়া শিক্ষক নিয়োগে দুর্নীতির জন্য যে জীবন কৃষ্ণ সাহা জেলে গেছেন। সেই জীবন কৃষ্ণ জেলে বসেই এবারের নিয়োগের জন্য টাকা তুলছে। ভিডিও ও অডিও সামনে এনেই অভিযোগ শুভেন্দুর। এই সব তথ্য ও ফোন নম্বর আগামীকাল ইডিকে দেবেন তিনি। তাছাড়া এই সব মামলা অন্য রাজ্যে স্থানান্তরিত করা উচিৎ বলে মনে করেন তিনি। ১) বাংলায় নির্বাচন বুলেটে নয় ব্যালটে হওয়া উচিৎ। বাংলার ভোট নিয়ে রাজ্যপালের মন্তব্য নিয়ে শুভেন্দুর মন্তব্য। ২)রাজ্যপাল কে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে শুভেন্দুর মন্তব্য। --মহামান্য রাজ্যপালের ওয়েবটে সকালে বলেছি ও একটা রাজ্যের রেজিস্টার মাতাল, ওর কথার গুরুত্ব যাতে না দেন। ৩)নীতিশ কুমারকে শত্রুঘ্ন সিনহার শুভেচ্ছা। এই নিয়ে শুভেন্দুর মন্তব্য। ---শত্রুঘণ সিনহার যত পরিচিতি সুনাম খ্যাতি বিহার কেন্দ্রিক। ওখান থেকেই সবকিছু। স্বাভাবিকভাবে উনি নিজেও মাতৃভূমির রেসপেক্ট, এনডিএরর মুখ্যমন্ত্রীরকে শুভেচ্ছা জানানো বা প্রশংসা করা এটা উনিই বলতে পারবেন। বাকিটা তৃণমূল কংগ্রেসের মালিক বা ম্যানেজিং ডাইরেক্টর বা যারা আপনাদের সামনে সবসময় বলেন তারা বলতে পারবেন, দুবারের সাংসদ কেন এন ডি এর সহযোগী মুখ্যমন্ত্রীর প্রশংসা করছেন উনারাই বলতে পারবেন। ৪)খড়দায় পুলিশকে নিয়ে শোভনদেবের মন্তব্য নিয়ে শুভেন্দুর মন্তব্য। --ও ড্রামা বাজি ওখানে গিয়ে উস্কে দেবে আর পুলিশকে দিয়ে ছাপ্পা মারাবে। ৫) নতুন চাকরি প্রার্থীরা ১০ নম্বর বাড়তি দেওয়া নিয়ে আন্দোলন করবে। সেই নিয়ে শুভেন্দুর মন্তব্য।--তরুণ জ্যোতি তেওয়ারি সমস্ত তথ্য সংগ্রহ করে আমাকে দিয়েছে, তাকেই বলবো সমস্ত কিছু তথ্য তার লইয়ার প্যাডে চিঠি করে হ্যান্ডওভার করতে। রাহুল গান্ধী নিয়ে, বারবার হার, তৃণমূলের কটাক্ষ এই প্রসঙ্গে শুভেন্দুর মন্তব্য-- 95 হার ডহয়েগেল। তবুও স্বীকার করবে না।প্রথমে রাস্ট্রবাদী হও, দেশের সাথে কাজ করো,দেশকে মজবুত করো। মানুষ মোদিজীর সাথে আছে, জনতা পার্টির সাথে আছে, এনডিএর সাথে।
169
comment0
Report
BBBimal Basu
Nov 16, 2025 08:32:45
Basirhat, West Bengal:উত্তর ২৪ পরগণার হাড়োয়ার এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ছক বানচাল করে হাড়োয়া থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার চার ডাকাত। গতকাল গভীর রাতে হাড়োয়া থানার পুলিশকে খবর আসে হাড়োয়া থানার শালিপুর পঞ্চায়েতের হাজরা তালায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে বেশ কয়েকজন দুষ্কৃতিস জড় হয়েছে। খবর পায়ে সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে হানা দিলে বাকি দুষ্কৃতীরা পালিয়ে গেলেও চার দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় গুলি ভর্তি পাইপগান ও এক রাউন্ড গুলি ও ধারালো অস্ত্রসস্ত্র। পলাতক বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আজ চার ডাকাতকে আট দিনের পুলিশ হেপাজতে লেখা হয় হিসাবর চেয়ে বসিরহাট আদালতে তোলা হয়।
126
comment0
Report
DDDeepak Dwivedi
Nov 16, 2025 08:22:39
Gwalior, Bhopal, Madhya Pradesh:भोपाल समाज सुधारक राजा राममोहन राय पर दिए विवादित बयान पर उच्च शिक्षा मंत्री ने बताई स्वयं की गलती मुझे दुख है मैं प्रायश्चित करता हूं अपनी गलती स्वीकार की मंत्री परमार ने कहा गलती से हुआ है बिरसा मुंडा की जयंती पर दिया था उन्होंने आगर मालवा में कार्यक्रम में बयान इंदर सिंह परमार, कैबिनेट मंत्री पूर्व मंत्री पीसी शर्मा ने मुख्यमंत्री से एक्शन लेने की मांग की कुरीतियां खत्म करने के लिए अंग्रेजों के जमाने में काम किया था जो अंग्रेजों से मिले हुए थे उन्होंने उनके खिलाफ बयान दिया इनके लोग जेल से माफी मांग कर आ जाए करते थे मुख्यमंत्री को इस पर एक्शन लेना चाहिए माफी से काम नहीं चलेगा जो समाज सुधारक रहे उनके ऊपर गलत टिप्पणी हो रही तो भगवान मालिक पीसी शर्मा,पूर्व मंत्री, कांग्रेस
75
comment0
Report
Advertisement
Back to top