Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas700028
100 मीटर से ऊँचे क्षेत्र को अरावली पहाड़ घोषित: सुप्रीम कोर्ट की परिभाषा पर बहस
SBSoumen Bhattachrya
Dec 21, 2025 11:23:38
Kolkata, West Bengal
১০০ মিটার বা তার বেশি উচ্চতার ভূখণ্ডই কেবলমাত্র আরাবল্লি পাহাড় বলে গণ্য হবে..কেন্দ্রের এই প্রস্তাবে সুপ্রিম কোর্টের শিলমোহর। পাহাড়ের সংজ্ঞাই বদলে যাচ্ছে? কতটা বিপজ্জনক এই রায়?
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
CDChampak Dutta
Dec 21, 2025 11:34:11
0
comment0
Report
KMKIRAN MANNA
Dec 21, 2025 11:33:45
Dihierench, West Bengal:हनुमान जी की पूजा को लेकर हाईकोर्ट के निर्देश के बावजूद नहीं सुलझी उलझन, पूजा को लेकर राजनीतिक दबाव। अंततः अदालत के आदेश पर हुआ कार्यक्रम, लेकिन पूजा स्थल पर कुछ जमीन मालिकों की भूमि को फिता लगाकर घेर दिया गया। हनुमान जी की पूजा और सांस्कृतिक कार्यक्रम को लेकर हाईकोर्ट का फैसला आने के बाद भी पांशकुड़ा में लंबे समय तक जटिलता बनी रही। भाजपा नेता सिंटू सेनापति की पहल पर हनुमान जी की पूजा और सांस्कृतिक कार्यक्रम का आयोजन किया गया। कार्यक्रम के लिए निर्धारित मैदान को लेकर ही मुख्य विवाद की शुरुआत हुई। मैदान से संबंधित शिकायतें सामने आने पर भाजपा नेता सिंटू सेनापति ने इस मामले को लेकर हाईकोर्ट का दरवाजा खटखटाया। हाईकोर्ट ने शिकायतकर्ताओं के चिन्हित हिस्से को बैरिकेडिंग कर कार्यक्रम आयोजित करने की अनुमति दी और तमलुक के एसडीओ तथा पांशकुड़ा थाना पुलिस को पूरे मामले की निगरानी करने का निर्देश दिया। साथ ही, कार्यक्रम समाप्त होने के निर्धारित समय के भीतर मंच हटाने का भी आदेश दिया गया। सुरक्षा की पूरी जिम्मेदारी प्रशासन को सौंपी गई। हाईकोर्ट के निर्देश के अनुसार सुबह से ही तमलुक के एसडीओ, पांशकुड़ा के बीडीओ और पुलिस प्रशासन ने मैदान का निरीक्षण किया। शिकायतकर्ताओं के हिस्से को बैरिकेडिंग कर नोटिस लगाए गए। हालांकि, मैदान के निरीक्षण और माप-जोख के बाद भी प्रशासन की ओर से कोई स्पष्ट निर्णय नहीं बताया गया, ऐसा मेला कमेटी का आरोप है। पत्रकारों के सवालों पर तमलुक के एसडीओ ने कोई टिप्पणी करने से इनकार कर दिया। कार्यक्रम का समय नजदीक आने के साथ ही पूजा समिति चिंता में थी। अंततः हाईकोर्ट के निर्देशों का पालन करते हुए कार्यक्रम आयोजित किया गया। भाजपा नेता सिंटू सेनापति ने आरोप लगाया कि हनुमान जी की पूजा और कार्यक्रम को रोकने के लिए सत्ताधारी दल ने पुलिस-प्रशासन का इस्तेमाल करने की कोशिश की। उनका दावा है कि जिन लोगों की जमीन पर कार्यक्रम हुआ, उन्होंने कोई शिकायत नहीं की और हाईकोर्ट ने भी कार्यक्रम बंद करने का कोई आदेश नहीं दिया। वहीं, तृणमुल कांग्रेस ने इस पूरे मामले को भाजपा का गुटीय विवाद बताया है। बाइट शेख समीरुद्दीन — पांशकुड़ा टाउन तृणमुल Congress अध्यक्ष बाइट सिंटू सेनापति — भाजपा नेता बाइट गोवर्धन माइती — स्थानीय निवासी
0
comment0
Report
KMKIRAN MANNA
Dec 21, 2025 11:22:57
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Dec 21, 2025 10:16:06
Kolkata, West Bengal:উড়িষ্যা সিমলিপালে রাইডে গিয়ে দুর্ঘটনার কবলে স্বামী স্ত্রী ও বাচ্চা। বেহালার বাসিন্দা পার্থ ঘোষ ও তার স্ত্রী সুপর্ণা ঘোষ ও তিন বছরের সন্তান সাথে আরও ৩৭ জন লোক সবাই রাইডে যাচ্ছিল বেহালা থেকে উড়িষ্যা সিমলিপালএ। গতকাল সকাল চারটার সময় রওনা দেয় তারা সূত্র মারফত জানা যাচ্ছে রাইডে তিনটি চারচাকা গাড়ি ১৭ টি বাইক ছিল। ভোর চারটের সময় বেরিয়ে সকাল সাড়ে সাতটার সময় তারা কোলাঘাটে গিয়ে পৌঁছそこで টিফিন করে, পরে পার্থ ও সুপর্ণা এবং তার বাচ্চা সবার সাথেই বাইকে করে উড়িষ্যা সিমলিপালের উদ্দেশ্যে রওনা দেয়। পরিবার সূত্র থেকে জানা যাচ্ছে ঠিক সকাল আটটার সময় যখন হাইওয়েতে প্রচুর পরিমাণে কুয়াশা ছিল সেই সময় হঠাৎই দুর্ঘটনার কবলে পড়ে পার্থ খড়গপুর এর কাছে। তাদের দুর্ঘটনায় পরে ঘটনাস্থলে মৃত্যু হয় পার্থর, বাঁহাত ছিন্ন হয়ে যায় শরীর থেকে। পাথর স্ত্রী মাথায় গুরুতর আঘাত পেয়ে কলকাতা নিউরো সাইন্স এ ভর্তি , কমাতে রয়েছে। এবং তিন বছরের শিশুটির মায়ের কোলে থাকাবার জন্য বেঁচে যায় তার শরীরে একটিও আঘাত লাগেনি। পরিবারের শোকের ছায়া। একমাত্র পরিবারের সন্তান ছিল এই পার্থ ঘোষ, পরিবারের আর্নিং মেম্বার ও তিনিই ছিলেন। দীর্ঘ পনেরো বছর ধরে পার্থ এবং তার স্ত্রী সুপর্ণা দুজনে এক সঙ্গে রাইড করে। গতকালকে দুর্ঘটনায় শোকের ছায়া ,বন্ধু-বান্ধবদের বক্তব্য গতকালকে দুর্ঘটনার জন্য দায়ী কোন একটি ট্রাক সেই ট্রাক টি পার্থকে ধাক্কা মারলে তার বাইক দুর্ঘটনার কবল এ পরে। পরিবারের লোক চাইছে যেন তেনো প্রকারে যেন বাচ্চাটির মা অর্থাৎ সুপর্ণা ঘোষ বেঁচে যায়।
0
comment0
Report
CDChittaranjan Das
Dec 21, 2025 09:37:52
Durgapur, West Bengal:মদন মিত্র রামচন্দ্রকে মুসলিম বলার অভিযোগে বিক্ষোভ সনাতনী ঐক্য মঞ্চের। পাশাপাশি, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ তুলে ইউনূস সরকারের বিরুদ্ধে চলে প্রতিবাদ। রবিবার সকাল থেকে শিল্পাঞ্চল দুর্গাপুরের বেনাচিতির পাঁচমাথা মোড়ে পথ অবরোধ করে আধঘন্টা ধরে চলে বিক্ষোভ। নেতৃত্ব দেন জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল এবং সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত। দুর্গাপুর থানার পুলিশ পৌঁছে অবরোধকারীদের হটিয়ে দিলে স্বাভাবিক হয় যান চলাচল। বিজেপি নেতা সুমন্ত মন্ডল ও অভিজিত দত্ত বলেন, "রামচন্দ্রকে অপমান করা হচ্ছে। হিন্দুদের ওপর আঘাত করছে তৃণমূল। পাশাপাশি বাংলাদেশও হিন্দুদের ওপর বেলাগাম আক্রমণ হচ্ছে। তারই প্রতিবাদে আমাদের বিক্ষোভ। এদিন প্রতীকী বিক্ষোভ দেখানো Hol।"
0
comment0
Report
TCTathagata Chakraborty
Dec 21, 2025 09:36:12
Rajpur Sonarpur, West Bengal:বাবরি মসজিদকে নির্বাচনী অস্ত্র বানানোর প্রচেষ্টা , হুমায়ুম কবির বললেন - ' শুধু অনুদান যথেষ্ট হবে না , ভোটও দিন ' হুমায়ুন কবির ২২শে সোমবার তার নতুন দলের নাম , বিষয়ে একটি ঘোষণা করতে চলেছেন । হুমায়ুন দুঃখ প্রকাশ করে বলেন যে দলের ঘোষণার স্থান এবং মঞ্চ নিয়ে তিনি उल्लेखযোগ্য অসুবিধা এবং বাধার সম্মুখীন হচ্ছেন। তিনি পূর্বে ঘোষণা করেছিলেন যে তিনি বহরমপুরের টেক্সটাইল গ্রাউন্ডে নতুন দলটি চালু করবেন , যা একই স্থানে অনুষ্ঠিত হয়নি যেহেতু জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ এই শাসক দলের অনুষ্ঠানের জন্য বহরমপুরে এসেছিলেন, হুমায়ূনকে বরহমপুর শহরের অন্য কোথাও সভা করার অনুমতি দেয়নি পুলিশ ………………………………………………… বাইচুং ভুটিয়া যুবভারতীর ঘটনা দুর্ভাগ্যজনক। খেলার মাঠে খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়া উচিত। রাজনৈতিক নেতা ও অন্যান্যদের ভিড় করে জড়িয়ে ধরা, হ্যান্ডশেক করা একদমই উচিত হয়নি। কলকাতা ম্যারাথনে এসে যুবভারতীকান্ড নিয়ে মুখ খুললেন বাইচুং ভুটিয়া। যুবভারতীতে আমন্ত্রন থাকলেও দিল্লিতেই মেসির সঙ্গে দেখা করার অনুরোধ জানান পাহাড়ি বিছে ……….. বছররের শেষ দিনেই রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আগামী ৩০ ও ৩১ শে ডিসেম্বর দুদিনের রাজ্য সফরে আসতে পারেন অমিত শাহ। প্রকাশ্য জনসভায় যোগদানের পরিকল্পনা এখনও নেই । তবে সাংগঠনিক বৈঠক করতেই মূলত তিনি এরাজ্যে আসছেন বলেই বিজেপি সূত্রে খবর
0
comment0
Report
NHNantu Hazra
Dec 21, 2025 09:35:40
Salt Lake City, Utah:Online ticketing firm to question three in Messi event chaos case Interrogation was done at Bidhan Nagar Commissionerate. মেসি ইভেন্ট বিশৃঙ্খলা কাণ্ডে অনলাইনে টিকিট বিক্রির সংস্থার তিনজনকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ সিটের। বিধান নগর কমিশনারেট এ জিজ্ঞাসাবাদ করা হয়। অনলাইন টিকিট সংস্থার সিইও সহ ম্যানেজার এবং ডিরেক্টর কে জিজ্ঞাসাবাদ সিটের। দিল্লি থেকে তারা জিজ্ঞাসাবাদে সম্মুখীন হওয়ার জন্য কলকাতায় এসেছিল। পুলিশ সূত্রে খবর........ তাদের কাছে মূলত জানতে চাওয়া হয়েছে এই অনলাইন সংস্থার সাথে কার যোগাযোগ হয়ে কিভাবে ডিল হয়েছিল? তারা অনলাইনে বিক্রি করার জন্য কত টিকিট পেয়েছিলেন? কোন কোন ক্যাটাগরীর টিকিট তাদের কাছে ছিল? তাদের থেকে বড় অ্যামাউন্টে টিকিট কারা কারা কিনেছিল সেই তালিকা চাওয়া হয়েছে। এছাড়াও কত টিকিট তারা পেয়েছিলো? কত টিকিট তারা বিক্রি করে? কি দামে বিক্রি করা হয়? এই সমস্ত বিষয় জিজ্ঞাসাবাদ করা হয় বলে পুলিশ সূত্রে খবর।
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 21, 2025 09:35:16
Chinsurah, West Bengal:খসড়ায় মৃত কাউন্সিলের এবার স্মরণ সভা ডানকুনিতে। জীবিত হয়েও এসআইআর খসড়া ভোটার তালিকায় মৃত হিসাবে নাম এসেছিল ডানকুনি পুরসভার তৃনমূল কাউন্সিলরের। সেই কাউনসিলর সূর্য দে নিজের সৎকার করতে নিজেই চলে গিয়েছিলেন শ্মশানে।তৃনমূল কাউন্সিলরেরই এবার স্মরণসভা করল তৃনমূল।উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্মরণ সভায় এসে বললেন, এতদিন ভগবানের হাতে ছিল জন্ম মৃত্যুর হিসাবে, এবার বিজেপির দৌলতে নির্বাচন কমিশনের হাতে রয়েছে জন্ম মৃত্যুর ক্ষমতা। স্মরণ সভা থেকে দাঁড়িয়ে তিনি বিজেপিকে আক্রমণ করে বলেন, জাতির জনক মহাত্মা গান্ধীর নামে একটি প্রকল্প চালু করা হয়েছিল যার নাম দেওয়া হয়েছিল মনরেগা, বিজেপি সরকার নতুন আইন করে সেই নাম পরিবর্তন করেছে। এটা সরাসরি মহাত্মা গান্ধীর অপমান। একইসঙ্গে শুভেন্দু অধিকারী কে নাম না করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কখনও ষাঁড়, কখনও পাঠা বলেন। কল্যাণ বলেন, কাঁথির যে ষাঁড় ক্ষেপে গিয়ে ১ কোটি রোহিঙ্গা কে বাদ দেওয়ার কথা বলেছে কিন্তু যখন ড্রাফ লিস্ট বেরোলো তখন একজনও কি ঘুষ পেটিয়ার নাম দেখতে পেয়েছে? শিক্ষা দীক্ষার অভাব রয়েছে যা পারে তাই বলে যায় এভাবেই শুভেন্দু অধিকারী কে নাম না করে আক্রমণ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, খসড়া তালিকা প্রকাশ হতেই মৃতের তালিকায় নাম দেখতে পাওয়া যায় ডানকুনি পৌরসভার ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সূর্য দের। ইতি মধ্যেই এই ঘটনায় BLO এবং AERO কে শোকজ করেছে নির্বাচন কমিশন।খসড়া তালিকা বেরোনোর দিন মৃতের তালিকায় নাম দেখে সটান স্বশানে চলে যান সূর্য, নিবার্চন কমিশনকে কটাক্ষ করে তাকে দাহ করার আহ্বানও জানান তিনি।এবার এক ধাপ এগিয়ে স্বরণ সভার আয়োজন তৃণমূলের। স্বরণ সভায় উপস্থিত ছিলেন সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ ডানকুনির তৃনমূল নেতৃত্ব। আর এই জীবিতের শ্মরনসভা নিয়ে সিপিআইএম এর বক্তব্য এটা তৃণমূলের পক্ষে সম্ভব।একজন জীবিত মানুষের স্মরণসভা করা।২০০২ সালে যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল তখনো ছায়া রয়েছে।কোন হট্টগোল তো হয়নি।আর এখন বিজেপি তৃণমূল দুই দলই এটাকে এজেন্ডা বানিয়ে ফেলেছে।মানুষকে ভুল বোঝাচ্ছে। বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার নেতা দেবাশীষ মুখোপাধ্যায় বলেন,একজন জীবিত ব্যক্তি যার মা বাবা বেঁচে রয়েছেন স্ত্রী সন্তান আছে তার স্মরণ সভা এটা হিন্দুদের মধ্যে হয় না।সাংসদ বিদ্ধ হয়েছেন তার মতিভ্রম হয়েছে।এসআইরে যদি কোন ভুল হয়ে থাকে তার দায় তৃণমূলের।কারণ বি এল থেকে শুরু করে যারা কাজ করেছে নিচু তলায় তারা তৃণমূলেরই লোক। তার দলের স্মরণ সভা করতে হবে সংসদ কে ২০২৬-এ।।。
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Dec 21, 2025 09:34:45
Kolkata, West Bengal:আবহাওয়া আপডেট *শীতের পশম গায়ে দিয়েই বড়দিনের উদযাপন করবে দক্ষিণবঙ্গ* দিনের তাপমাত্রা কমেছে কুয়াশা দীর্ঘাস্থায়ী হওয়ার কারণে বড়দিনে শীত অনুভূত হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায়। সর্বনিম্ন তাপমাত্রা কম থাকবে ২৫ শে ডিসেম্বর। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রী। পশ্চিমবঙ্গে জন্য আগামী এক সপ্তাহ কোনো বৃষ্টিপাতের খবর নেই। দিনের তাপমাত্রা কমেছে। স্বাভাবিক ২৬ ডিগ্রী থাকার কথা কিন্তু কলকাতা সহ একাধিক জেলায় ২০-২১ ডিগ্রী মধ্যেই দিনের তাপমাত্রা রয়েছে যা স্বাভাবিকের তুলনায় ৬ ডিগ্রী মতো কম। শ্রীনিকেতনে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১০.৭ ডিগ্রী সেলসিয়াস। কলকাতা দিনের তাপমাত্রা ২১-২২ ডিগ্রী থাকবে আগামী দুদিন। অন্যান্য জেলাগুলিতেও দিনের তাপমাত্রা কমই থাকবে। ২৫ তারিখ থেকে মিনিমাম টেম্পাচার কমবে। ২৫-২৭ অবধি তাপমাত্রা কব থাকবে জানাচ্চে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে ঘন কুয়াশা, কোচবিহার, মালদা, দার্জিলিং ঘন কুয়াশা থাকবে। আগামী দুই দিন হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দার্জিলিং ৫-৬ ডিগ্রী সেন্টিগ্রেড। জলপাইগুড়ি কোচআবিহার ১০-১২ ডিগ্রী সেন্টিগ্রেড।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 21, 2025 09:34:35
Howrah, West Bengal:টোটো চালিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি শুরু করে দিলেন উন্নয়নের প্রচার। বিধানসভা নির্বাচন এখনো বেশ কয়েক মাস দেরি। তবে রবিবার থেকে বোঝা গেলো হাওড়ায় বেজে গেছে ভোটের দামামা। তৃণমূল কংগ্রেসের বিধায়করা উন্নয়নের পাঁচালি নিয়ে হাজির বাড়ি বাড়ি। এদিন সকালে ইছাপুর জল ট্যাংক মোড়ে উন্নয়নের পাঁচালি র উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি।উন্নয়নের প্রচারের টোটো চালান তিনি। বলেন তার বিধানসভা কেন্দ্রে ১৪ টি ওয়ার্ডে টোটোয় করে গত ১৫ বছর উন্নয়নের পাঁচালি পৌঁছে দেওয়া হবে।এদিন মন্ত্রী অভিযোগ করেন ভোটের আগে প্রধানমন্ত্রী রবীন্দ্রনাথ সেজে প্রচারে আসেন। এবারও আসছেন। মানুষকে ভুল তথ্য দিয়ে বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু কেন্দ্রে থেকে একের পর এক বাংলা বিরোধী সিদ্ধান্ত নিয়ে মানুষকে বিপদে ফেলছেন। বাংলার মানুষ ওদেরকে বিশ্বাস করবে না। বাংলায় বিভাজনের রাজনীতি করতে চাইছে বিজেপি। তাতে কোন লাভ হবে না। বাইট..১..মনোজ তিওয়ারি(ক্রীড়া প্রতিমন্ত্রী)
0
comment0
Report
SCSandip Chowdhury
Dec 21, 2025 09:34:16
Katwa, West Bengal:পুলিশের মানবিকতায় কনস্টেবল নিয়োগের পরীক্ষায় বসতে পারল কালনার বাসিন্দা সৌভিক দাস। রিপোর্টিং টাইম পার হয়ে গেলেও নিজের পরীক্ষাকেন্দ্র খুঁজে না পেয়ে বিভান্ত হয়ে কাটোয়া বাসস্ট্যান্ডে ডিউটিরত পুলিশের কাছে সৌভিক গিয়ে তার সমস্যার কথা জানায়। কাটোয়া ট্রাফিক পুলিশের তৎপরতায় কাটোয়া পুরসভার ট্রাফট কর্মী লোকনাথ চট্টোপাধ্যায় পরীক্ষার্থীকে বাইকে চাপিয়ে প্রায় আট কিমি দূরের পঞ্চাননতলা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেয়।পুলিশের সাহায্যে নির্দিষ্ট সময়ে সৌভিক দাস কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষায় বসতে পারে। রবিবার কাটোয়া মহকুমায় ২১ টি কেন্দ্রে মহিলা পুরুষ মিলে ৯৬৭৪ জন কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা দিচ্ছে। পুলিশের কড়া নজরদারির মধ্যে দিয়ে কলকাতা পুলিশের কনস্টবল পরীক্ষা শুরু হয়েছে。
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Dec 21, 2025 08:46:22
Kolkata, West Bengal:সামাজিক পটভূমিকে গ্রাফোলজি একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে নিঃসন্দেহে。 দেশপ্রিয় পার্ক এ লায়ন্স ক্লাব অফ কলকাতার উদ্যোগে প্রেসিডেন্সি হল এ কলকাতা ইনস্টিটিউট অফ গ্রাফোলজির পক্ষ থেকে "হস্তলেখন এবং পেশাদার গ্রাফোলজিস্টদের উদীয়মান চাহিদা" র ওপর একটি 'সেমিনার' অনুষ্ঠিত হলো। সেমিনারে বিষয় বস্তুর নিরীখে আলোচনা ছিলো : ১. মোবাইল আসক্তি, উদ্বেগ, বিষণ্ণতা, মনোযোগ ঘাটতি হাইপারঅ্যাকটিভ ডিসঅর্ডার রোগে ভুগছেন এমন শিশুদের বাস্তব জীবনের হাতের লেখার নমুনা। এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়। ২. হাতের লেখা কীভাবে আচরণ পরিবর্তন করতে পারে সে সম্পর্কে বিশ্বব্যাপী ক্রমবর্ধমান গবেষণা। ৩. গ্রাফোথেরাপি কীভাবে শিশু, কিশোর এবং প্রাপ্তবয়স্কদের বিভিন্ন ব্যাধি নিরাময়ে সাহায্য করেছে তার বাস্তব জীবনের উদাহরণ। ৪. পেশাদার গ্রাফোলজিস্টদের ক্রমবর্ধমান চাহিদা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাফোলজি র স্টুডেন্টরা। বক্তারা ছিলেন গ্র্যাফোলজিস্ট ----সময়িতা ব্যানার্জি, হংসা কিনকিনি দেব রায়, সৌরভ চক্রবর্তী, মনোজ শিপালি সহ আরো অনেকে বাইট মোহন বোস (ডিরেক্টর) কলকাতা ইনস্টিটিউট অফ গ্রাফোলজি
0
comment0
Report
Advertisement
Back to top