Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
आज 16 दिसम्बर 2025 से अपने नाम की खसरा सूची कैसे देखें: बूथ-पंचायत-तहसील
AGAyan Ghosal
Dec 16, 2025 02:32:10
Kolkata, West Bengal
আজ ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে কোন কোন জায়গায় দেখতে পাবেন খসড়া তালিকায় নিজের নাম? সময় সকাল সাড়ে ১১ টা থেকে ১) আপনার স্থানীয় বুথ ২) স্থানীয় পঞ্চায়েত অফিস ৩) আপনার স্থানীয় পুরসভা দফতর ৪) আপনার এলাকাকার মহকুমাশাসকের দপ্তর ৫) আপনার স্থানীয় জেলাশাসকের দপ্তর ৬) আপনার স্থানীয় BDO অফিস ৭) DEO ওয়েবসাইট ৮) CEO ওয়েবসাইট ৯) ECINET ওয়েবসাইট
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DSDIBYENDU SARKAR
Dec 16, 2025 10:16:05
Arambag, West Bengal:আরামবাগঃ১৬ ডিসেম্বর --------------------------------------------- পুলিশ কর্মীদের আগুন নেভানোর প্রশিক্ষণ দিচ্ছেন ফায়ার ব্রিগেড অফিসাররা। তাহলে কি এস আই আর আবহে অশান্তির আগুনের আঁচ করেই পুলিশকর্মীদের প্রশিক্ষণ?এমনই প্রশ্ন তুলেছে বিজেপি। যদিও তৃণমূল বলছে এস আই আর নিয়ে আগুন লাগানোর অভিযোগ মিথ্যা। যারা এই কথা বলছেন, তা হাস্যকর। কোথাও আগুন লাগলে সর্বপ্রথম পুলিশি পৌঁছ যায়। বিভিন্ন থানার অফিসার, কনস্টেবল ও সিভিক ভলেন্টিয়ারদের থানায় গিয়ে গিয়ে প্রশিক্ষণ দিচ্ছেন ফায়ার ব্রিগেডের অফিসাররা। থিওরির ক্লাসের সঙ্গে সঙ্গে হাতে কলমেও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আগুন নেভানোর। ইতিমধ্যেই আরামবাগ থানায় প্রশিক্ষণ দেওয়া হয়ে গিয়েছে। সোমবার সকাল থেকেই গোঘাট থানার পুলিশ কর্মীদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। একদিকে এস আই আর এর তালিকা প্রকাশ অন্যদিকে পুলিশ কর্মীদের ফায়ার এলার্টের প্রশিক্ষণ দেওয়া নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলে দিয়েছেন বিজেপি। বিজেপির দাবী এস আই আর নিয়ে মানুষকে খেপিয়ে দিয়েছে তৃণমূল। আজ তো বুথে বুথে তালিকা প্রকাশ হয়েছে। কারও নাম আছে আবার আর কারও নাম বাদ গিয়েছে। সরকার এখন মনে করছে এবারে আগুন লাগতে পারে তাদের ভোট ব্যাংকে। তাই এবার অশান্তি থামানোর চেষ্টা করছে যাতে গ্রামেগঞ্জে আগুন ছড়িয়ে না পড়ে। তাই থানার পুলিশকে অশান্তির আগুন নেভানোর প্রশিক্ষণ দিচ্ছে তারা। এবারতো তৃণমূল দলটার ভেতরেই আগুন লাগবে গোষ্ঠীদ্বন্দ্বে।নিজেরদের দলকে বাঁচাতেই সরকার প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। বিজেপির দাবি উড়িয়ে দিয়ে তৃণমূল বলছে, কোথাও আগুন লাগলে সবার প্রথম পুলিশ পৌঁছে যায়। এই সময় ট্রেনিং টা দেওয়া হয় পুলিশকে। যদি ওরা ট্রেনিং নিয়ে ফায়ার বিগেড যাওয়ার আগে আগুনটাকে যদি আয়ত্তে নিয়ে আসতে পারে তাহলে মানুষের ক্ষয়ক্ষতিটা কম হবে। এস আই আর নিয়ে আগুন লাগানোর অভিযোগ সর্বইবো মিথ্যা। হাস্যকর। বিরোধীরা আগুনটা লাগিয়েছে। তাই আমরা জনগণকে বলব আপনারা অহেতুক আতঙ্কিত হবেন না। ভয় পাবেন না। তবে ক্যামেরার সামনে আসতে না চাইলেও পুলিশ কর্মীদের মধ্যেই গুঞ্জন, পুলিশকে আর কি কি করতে হবে।
0
comment0
Report
ASAyan Sharma
Dec 16, 2025 09:34:37
Kolkata, West Bengal:এইদিন আমরা সরকারের পাশে ছিলাম, সেই জন্যই তো এই সরকার গঠন হয়েছে। বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন, এবার আমাদেরও ভাবতে হবে বিষয়টা? ২০২২ এর টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের মিছিল থেকে এমনই হুঁশিয়ারি দেওয়া হল। ২০২২ এর টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা, অতিরিক্ত শূন্য পদের দাবিতে আজ পথে নামে। শিয়ালদহ থেকে ধর্মতলায় y চ্যানেল পর্যন্ত মিছিল।এই মিছিল থেকে টেট উত্তীর্ণ চাকরী প্রার্থী বিদেশ গাজী জানান, যে ১৩৪২১ জন এর শূন্যপদ এর বিজ্ঞপ্তি জারী করা হয়েছে।কিন্তু এতে সবাই সুযোগ পাবে না। যার জন্য ৫০ হাজার শূন্যপদ বৃদ্ধি করতে হবে। এতদিন আমরা সরকারের পাশে ছিলাম, বছর ঘুরতে সামনেই বিধানসভা নির্বাচন, চাকরি প্রার্থীরা মাথায় রাখবে বিষয়টা। এমনভাবে হুশিয়ারি সরকার কে। হাতে মুড়ির থালা এবং টুকরো টুকরো রুটি নিয়ে থালায় মিছিল। ললিপপ ঝুলিয়ে দেওয়া হয়েছে শূন্য পদের।
0
comment0
Report
STSrikanta Thakur
Dec 16, 2025 09:34:18
Dinajpur, Rangpur Division:দক্ষিণ দিনাজপুর জেলায় খসড়া প্রকাশন নিয়ে সকাল থেকে উন্মাদনা চোখে পড়ার মতো। বিএল ওদের রাস্তাতেই ঘিরে ধরে উৎসুক মানুষ দেখে নিতে চাইছেন তাদের নাম লিস্টে রয়েছে কিনা। চোখে মুখে খুশির ছাপ খুব কম সখ্যক মানুষের নাম্বার গিয়েছে গড়ে ৪০ থেকে ৫০ জন। মৃত ভোটার বা স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটারদের নামই বাদ গেছে მეტი। এছাড়াও বংশীহারী এসডিও অফিসে বি এল ওদের ভির তারা খসড়া তালিকা সংগ্রহ করতে এসেছেন অন্যদিকে দক্ষিণ দিনাজপুর জেলাশাসকের আত্রেয়ী সভাকক্ষে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে অল পার্টি মিটিং সমস্ত পার্টির সদস্যরা এসে উপস্থিত হচ্ছেন কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে মিটিং。
0
comment0
Report
STSrikanta Thakur
Dec 16, 2025 08:52:00
Dinajpur, Rangpur Division:দক্ষিণ দিনাজপুর জেলায় খসড়া পাবলিকেশন নিয়ে সকাল থেকে উন্মাদনা চোখে পড়ার মতো। বিএল ওদের রাস্তাতেই ঘিরে ধরে উৎসুক মানুষ দেখে নিতে চাইছেন তাদের নাম লিস্টে রয়েছে কিনা। চোখে মুখে খুশির ছাপ খুব কম সখ্যক মানুষের নাম্বার গিয়েছে গড়ে ৪০ থেকে ৫০ জন। মৃত ভোটার বা স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটারদের নামই বাদ গেছে বেশি। এছাড়াও বংশীহারী এসডিও অফিসে বি এল আর ওদের ভির তারা খসড়া তালিকা সংগ্রহ করতে এসেছেন অন্যদিকে দক্ষিণ দিনাজপর জেলাশাসকের আত্রেয়ী সভাকক্ষে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে অল পার্টি মিটিং সমস্ত পার্টির সদস্যরা এসে উপস্থিত হচ্ছেন কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে মিটিং।
0
comment0
Report
PDPradyut Das
Dec 16, 2025 08:51:31
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 16, 2025 08:50:47
Chinsurah, West Bengal:জীবित তৃনমূল কাউন্সিলর এসআইআর খসরা তালিকায় মৃত,শ্মাশানে গিয়ে অভিনব প্রতিবাদ। দিব্যি জীবित অথচ খসড়া তালিকায় মৃত ডানকুনির তৃণমূল কাউন্সিলর সূর্য দে। নির্বাচন কমিশনের মৃত ও স্থানান্তরিতদের তালিকায় মৃত হিসাবে নাম প্রকাশিত হয়েছে ডানকুনি পৌরসভার ১৮ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্য দের। যা নিয়ে তুমুল হইচই পড়েছে ডানকুনি এলাকায়। এদিন বাতিলের তালিকা নিজের নাম মৃত দেখার পর নিজে পায়ে হেঁটেই কালিপুর শ্মশানে পৌঁছন তৃণমূল কাউন্সিলর সূর্য দে। সঙ্গে তার সহকর্মীরা, সূর্যের দাবি ইলেকশন কমিশন যখন আমাকে মৃত দেখিয়ে দিয়েছে, তখন মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমার এসে আমার সৎকার করুক। নির্বাচন কমিশনের এসআইআর নিয়ে শাসক তৃণমূল আগে থেকেই অভিযোগ করেছিল।মানুষকে হয়রান করার জন্য এসব করছে।বৈধ্য ভোটারকে বাদ দেওয়ার চক্রান্ত করছে।এই ঘটনা তারই প্রমান।
0
comment0
Report
PDPradyut Das
Dec 16, 2025 08:50:35
Jalpaiguri, West Bengal:এস‌আইআর প্রকৃয়ার মাধ্যমে খসড়া তালিকায় নাম উঠেছে প্রায় সমস্ত বৈধ ভোটারদের‌। এতেই মুখে হাসি ফুটেছে জলপাইগুড়ির বিভিন্ন এলাকার বাসিন্দাদের। ভোটার তালিকায় নাম রয়েছে কিনা তা‌ জানার জন্য মঙ্গলবার সকাল থেকেই বহু মানুষ ছুটে আসছেন বুথ লেভেল অফিসারের কাছে. নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এস‌আইআর-এর খসড়া তালিকা প্রকাশ করার পাশাপাশি মঙ্গলবার সকাল থেকেই জলপাইগুড়ির বিভিন্ন বুথে‌ তালিকা নিয়ে এসেছেন‌ স্থানীয় বুথ লেভেল অফিসাররা। জানা যাচ্ছে জলপাইগুড়ি জেলায় প্রায় ১ লক্ষ ৩৩ হাজার ৯১ জন (সম্ভাবনা) ভোটারের নাম বাদ গেছে। জানা যাচ্ছে তাদের বেশিরভাগই মৃত‌ অথবা অন্য কোন‌ও স্থানে স্থানান্তরিত হয়েছেন। এছাড়া কিছু মানুষ অনুপস্থিত ছিলেন। ভোটার তালিকায় জা্যা নাম রয়েছে বা নাম বাদ গেছে নির্দিষ্ট ওয়েবসাইটে‌ লগ ইন করলেই তা‌ জানা যাচ্ছে। অপরদিকে, প্রকাশিত হলো খসড়া ভোটার তালিকা। আর সেই ভোটার লিস্ট সংগ্রহ করতে বিডিও অফিসে ভিড় BLO দের।বিডিও অফিস থেকে ভোটার তালিকা সংগ্রহ করে নির্দিষ্ট ভোট গ্রহণ কেন্দ্রে বসে যাবেন BLO রা।ভোটেলারা বেলা ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত তাদের ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে ওই তালিকা দেখতে পাবেন。 বাইট :- ১) BLO ২) ভোটার। ৩) ভোটার। ৪) BLO ৫) তন্ময় চক্রবর্তী ( BLO) ৬) সম্পা গোপ কর্মকার (BLO) ৭) ptc
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Dec 16, 2025 08:49:47
Kolkata, West Bengal:দমদ demode? (Note: The content provided is Bengali text about a gas cylinder leak in Damdam. No gibberish or metadata detected.) দমদমে গ্যাস সিলিন্ডার লিক করে ঝলসে গেল মা ও ছেলে। মঙ্গলের সকালে গোটা রাজ্যবাসী যখন এস আই আর-র খসড়া তালিকা নিয়ে ব্যস্ত সেই সময়ে দমদম নবপল্লীতে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। রান্নার গ্যাস লিক করে ঝলসে গেল মা ও ছেলে। দমদম পুরসভার তিন নম্বর ওয়ার্ডের নবপল্লী অঞ্চলে এক আবাসনে স্বামী ও দুই সন্তানকে নিয়ে থাকতেন বছর ৪৭-র সরস্বতী সরদার। নিত্যদিনের মতোই এদিন সকালে রান্নার জন্য গ্যাস সিলিন্ডার চালু করতে যান। কিন্তু সেটি জ্বলছিল না। পরবর্তী সময় বড় ছেলে কুশার সরদারকে ডেকে নতুন রান্নার গ্যাস লাগান। এরপর আগুন দিতে গ্যাস লিক করে ঝলসে যায় মা ও ছেলে। গোটা ঘর কালো ধোঁয়া ঢেকে যায়। ঝলসে যায় ঘরে থাকা আবাস থেকে 시작 করে সমস্ত কিছু। তড়িঘড়ি খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনের কর্তাদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ ও দমকল। পরবর্তী সময়ে তাদের প্রচেষ্টা ঝলসে যাওয়া মা ও ছেলেকে উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই জরুরি বিভাগে চিকিৎসাধীন মা ও ছেলে。
0
comment0
Report
AGAyan Ghosal
Dec 16, 2025 08:04:32
Kolkata, West Bengal: বাড়ির সামনে রাস্তায় এক কন্টেনার রসগোল্লা নিয়ে পাড়া প্রতিবেশী এবং পথ চলতি মানুষকে মিষ্টি মুখ করাচ্ছেন সুনন্দা চন্দ। যিনি দেশের সংবিধান প্রণেতা দলের অন্যতম সদস্য সারদা চরণ চন্দর বংশধর। রাসবিহারী মোড়ের ঢিল ছোড়া দূরত্বে ৮ নম্বর ধর্মদাস রো ঠিকানা‑র গোটা বাড়িটাই রহস্যজনক ভাবে নির্বাচন কমিশনের তালিকা থেকে বাদ পড়ে গেছে। প্রাক্তন প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আইনের প্রথম শিক্ষক এবং ভারতীয় সংবিধান প্রণেতা বাবাসাহেব ভিমরাও আম্বেদকর এর তৈরি কোর টিমের গুরুত্বপুর্ন সদস্য সারদা চরণ চন্দর পরিবারের মাথায় আকাশ ভাঙে পড়েছিল। তারা গোটা বিষয়টা জানান জি ২৪ ঘণ্টা কে। প্রতিবেদন টি সম্প্রচারের পর নজরে আসে জাতীয় নির্বাচন কমিশনের কলকাতা শাখার এক উচ্চ পদস্থ আধিকারিকের। সেদিন রাতেই লোকাল ARO পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। তবে না আঁচালে বিশ্বাস নেই। তাই এতদিন চাপা টেনশন থেকেই গেছিল। আজ কমিশনের সাইটে চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন হল। সাইট থেকে উড়ে গেছিল গোটা বাড়িটাই। সেটা ফেরত এল। পাশাপাশি বাড়ির সকল সদস্যের নাম উঠে এল খসড়া ভোটার তালিকায়। বাঁধ ভাঙল খুশির সীমা。
0
comment0
Report
Advertisement
Back to top