Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700034
नये आईएसआई बिल पर घमासान: विज्ञान और लोकतंत्र बचाने की मांग तेज
SPSANDIP PRAMANIK
Dec 14, 2025 13:50:32
Kolkata, West Bengal
TVU 88. নয়া আইএসআই বিল বাতিল কর Global excellence এর পীঠস্থান আইএসআই, প্রফেসর প্রশান্তচন্দ্র মহালনবিশের আইএসআই, দ্বিতীয় প্ল্যানিং কমিশনের ভিত্তিভূমি আইএসআই, রবীন্দ্রনাথের জন গণ মন অধিনায়ক যে বাড়িতে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করার প্রস্তাব আসে সেই আই এস আই, জে বি এস হ্যাল্ডেনের মত বিশ্বের তাবড় বিজ্ঞানীদের পূণ্যভূমি আই এস আই, ভারতকে দুনিয়ার দরবারে চিনিয়েছেন যারা তাদের মধ্যে অন্যতম এই সংস্থা আইএসআই-কে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে মোদী সরকার। জ্ঞান বিজ্ঞান의 প্রতিটি কেন্দ্র, বিশেষত বিজ্ঞানের মৌলিক গবেষণাগার বিজেপি আরএসএস এর চক্ষুশূল। উপরন্তু এই সংস্থার উপর তাদের জাত ক্রোধের অন্যতম কারণ পরিসংখ্যান চর্চা। দারিদ্র্য সীমা নিয়ে মোদী বাবু কারসাজি করলে আইএসআই র বিজ্ঞানীরা আপত্তি তোলেন। আইএসআই এর population studies এর গবেষণা অনুপ্রবেশ নিয়ে বিজেপির মিথ্যাচারের মুখোশ খুলে দেয়। যে AI নিয়ে আজ এত চর্চা তা নিয়ে অর্ধশতক আগেই আইএসআই গবেষণা শুরু করে। Heredity and evolution অধ্যায় থেকে evolution শব্দ বাদ দিলে আইএসআই এর human genetics, anthropology আর sociology বিভাগ আপত্তি তুলবে। তার উপর জহরলাল নেহরুর দূরদর্শিতার ফলে কেন্দ্রীয় স্বশাসিত সংস্থা হলেও আইএসআই আজও রাজ্য সরকারের সোসিটি আইনের অধীন। ফলে রাজ্য সরকারকে লুকিয়ে আইএসআই এর জমি জায়গা সম্পত্তি ইচ্ছামত লুটপাট চালানো মুশকিল বিজেপির পক্ষে। তাই আইএসআই ধ্বংস করতে বিজেপি নয়া বিল এনেছে, নেহरুর ১৯৫৯ সালের আইন বাতিল করে যে বিলকে ওরা আইন বানাতে চায়। আইএসআই এর আর একটা বড় সমস্যা হল এর অন্তর্নিহিত গণতান্ত্রিক শাসন কাঠামো। এই সংস্থা পরিচালিত হয় গবেষক, কর্মী, অধ্যাপকদের দ্বারা নির্বাচিত পরিচালক মন্ডলীর মাধ্যমে। কেন্দ্রীয় সরকারের আইন মেনে, সরকারকে জবাবদিহি অবশ্যই করে এই সংস্থা, কিন্তু সরকারের প্রতিনিধিদের নির্দেশ এই নির্বাচিত সংস্থার মাধ্যমে নেমে আসে। জো হুজুরি ব্যবস্থা নেই এখানে। এমনকি চেয়ারম্যানকে নির্বাচিত করারও বিধান আছে ব্যবস্থাপনায়। সবচেয়ে বড় কথা এই পরিচালন কমিটিতে যারা ভূমিকা রাখেন তারা এ কাজের জন্য কোনো বিশেষ ভাতা পান না, ফলে তাদের কিনে নেওয়াও মুশকিল। নয়া আইএসআই বিল বাতিল করো ভারতীয় বিজ্ঞান ও গণতন্ত্রের উপর সরাসরি আঘাত Global excellence-এর পীঠস্থান ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই)—প্রফেসর প্রশান্তচন্দ্র মহালনবিশের হাতে গড়া এই প্রতিষ্ঠান শুধু একটি গবেষণাগার নয়, আধুনিক ভারতের জ্ঞানচর্চার অন্যতম ভিত্তি। দ্বিতীয় প্ল্যানিং কমিশনের বৌদ্ধিক ভিত গড়ে উঠেছিল এই আইএসআই থেকেই। রবীন্দ্রনাথ ঠাকুরের “জন গণ মন” যে বাড়িতে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণের প্রস্তাব পায়, সেই ঐতিহাসিক স্থানও আইএসআই। জে. বি. এস. হ্যাল্ডেনের মতো বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের পদচারণায় ধন্য এই প্রতিষ্ঠান। ভারতকে আন্তর্জাতিক বিজ্ঞান-দরবারে পরিচিত করার ক্ষেত্রে যাঁরা অগ্রণী ভূমিকা নিয়েছেন, তাঁকদের অন্যতম কর্মক্ষেত্র ছিল আইএসআই। আজ সেই আইএসআই-কে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে মোদী সরকার। বিজ্ঞান ও জ্ঞানচর্চার প্রতিটি স্বাধীন কেন্দ্র—বিশেষত মৌলিক গবেষণাগার—বিজেপি-আরএসএসের চক্ষুশূল। তার ওপর আইএসআই-এর বিরুদ্ধে এই শাসকগোষ্ঠীর বিশেষ ক্রোধের অন্যতম কারণ পরিসংখ্যান চর্চা। দারিদ্র্যসীমা নিয়ে মোদী সরকারের কারসাজিতে যখন আইএসআই-এর বিজ্ঞানীরা আপত্তি তোলেন, তখনই শুরু হয় আক্রমণ। আইএসআই-এর Population Studies বিভাগের গবেষণা বিজেপির অনুপ্রবেশ সংক্রান্ত মিথ্যাচারের মুখোশ খুলে দেয়। আজ যে Artificial Intelligence (AI) নিয়ে এত মাতামাতি, তা নিয়ে আইএসআই অর্ধশতাব্দীরও বেশি সময় আগে গবেষণা শুরু করেছিল। পাঠ্যক্রম থেকে যদি Heredity and Evolution অধ্যায় থেকে “Evolution” শব্দ বাদ দেওয়ার চেষ্টা হয়, তবে আইএসআই-এর Human Genetics, Anthropology ও Sociology বিভাগ যে প্রতিবাদে মুখর হবে, তা অনিবার্য। জওহরলাল নেহরুর দূরদৃষ্টিতার ফলে কেন্দ্রীয় স্বশাসিত সংস্থা হয়েও আইএসআই আজও রাজ্য সরকারের Society Act-এর অধীন। এর ফলে রাজ্য সরকারকে পাশ কাটিয়ে আইএসআই-এর জমি, সম্পত্তি ও পরিকাঠামো ইচ্ছেমতো লুটপাট চালানো বিজেপির পক্ষে সহজ নয়। এই কারণেই আইএসআই ধ্বংসের উদ্দেশ্যে বিজেপি এনেছে নয়া আইএসআই বিল, যাতে ১৯৫৯ সালের নেহরু প্রণীত আইন বাতিল করে কেন্দ্রের সরাসরি নিয়ন্ত্রণ কায়েম করা যায়। আইএসআই-এর আরেকটি “অপরাধ” হলো এর অভ্যন্তরীণ গণতান্ত্রিক শাসনব্যবস্থা। এই প্রতিষ্ঠান পরিচালিত হয় গবেষক, অধ্যাপক ও কর্মীদের দ্বারা নির্বাচিত পরিচালন পর্ষদের মাধ্যমে। কেন্দ্রীয় সরকারের কাছে জবাবদিহি থাকলেও, এখানে কোনো “জো হুজুরি” ব্যবস্থা নেই। এমনকি চেয়ারম্যান নির্বাচনেরও বিধান রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়—এই পরিচালন কমিটির সদস্যরা কোনো অতিরিক্ত ভাতা পান না। ফলে তাদের কিনে নেওয়াও সহজ নয়। এই গণতন্ত্র, এই স্বাধীনতা, এই বিজ্ঞানমনস্কতাই আজ শাসকের চোখে সবচেয়ে বড় শত্রু। তাই স্পষ্ট দাবি— নয়া আইএসআই বিল বাতিল করো। আইএসআই বাঁচাও। বিজ্ঞান বাঁচাও। গণতন্ত্র বাঁচাও।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
TCTathagata Chakraborty
Dec 14, 2025 19:01:41
Maipit, ওয়েস্ট বেঙ্গল:সুন্দরবনে বেড়াতে গিয়ে বাঘ দর্শনে উচ্ছ্বাস পর্যটকদের ক্যানিং থেকে ৩০ জনের একটি পর্যটক দল ১৩ তারিখ কৈখালী ঘাট থেকে নৌকায় করে সুন্দরবন ভ্রমণে যায়। একদিনের ভ্রমণ শেষে আজ ১৪ তারিখ বাড়ি ফেরার পথে পর্যটকদের জন্য অপেক্ষা করছিল এক বিশেষ মুহূর্ত। আজমল মারি ১১ নম্বর জঙ্গলের কাছে হঠাৎই একটি রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পান তারা。 নৌকায় বসেই জঙ্গলের ধারে বাঘের দেখা পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন পর্যটকরা। অনেকেই মোবাইলে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন। সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশে বাঘের দেখা পাওয়া যে কতটা সৌভাগ্যের, তা অনুভব করেন সবাই。 পর্যটকদের মতে, এই অভিজ্ঞতা তাঁদের জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। বন দপ্তরের নিয়ম মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখেই বাঘ দর্শন করা হয়। এই ঘটনায় ফের একবার সুন্দরবনের জীববৈচিত্র্য ও পর্যটন আকর্ষণের গুরুত্ব সামনে এল।
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 14, 2025 18:16:13
Chinsurah, West Bengal:শিশুদের ভিটামিনেও পোকা! এবার সদ্যজাত শিশুদের ভিটামিন ঔষধে মাকড়সা জাতীয় পোকা মেলায় চাঞ্চল্য ছড়ালো হুগলির তারকেশ্বরে। মূলত শিশু ভুমিস্ট হওয়ার পর থেকে এই ভিটামিন ঔষধ খাওয়ানো হয় বলে জানিছেন চিকিৎসকরা।আর সেই ভিটামিন ঔষধে পোকা মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে চিকিৎসক মহলেও। ভেজাল ঔষধ নিয়ে বার বার তৎপরতা লক্ষ করা গেছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে।গত কয়েক বছর ধরে নিম্ন গুনগত মানের ঔষধ প্রস্তুত কারী সংস্থা গুলিকে ব্ল্যাক লLIST করেছে কেন্দ্র।তার পরও কেন্দ্রের নজরদারির যে ফাঁক থেকে যাচ্ছে তা তারকেশ্বরের ঘটনা প্রমান করে。 ভিটামিন ঔষধে পোকা মেলার পরই আতঙ্কিত হয়ে পড়েছেন তারকেশ্বরের বসাক দম্পতি。 সিল করা ভিটামিন ঔষধের মধ্যে মাকড়সা জাতীয় পোকা দেখতে পান দু মাসের শিশুর মা পায়েল বাসক।গত শুক্রবার স্থানীয় একটি ফার্মেসী থেকে বায়োজেন লাইফ সাইন্স প্রাইভেট লিমিটেড কোম্পানির তৈরি vit D3 tone কেনেন অশোক বসাক তার দু মাসের শিশুর জন্য এবং তা স্থানীয় একটি নার্সিং হোমের শিশু চিকিৎসকের প্রেসক্রাইব করা। বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রীর হাতে দেন অশোক বসক।স্ত্রী পায়েল বসকের দাবি তার দুমাসের শিশু কে ভিটামিন ঔষধ টি খাওয়য়নোর আগেই দেখতে পান ঔষধের শিশির মধ্যে কিছু একটা আছে।শিশির সিল না কেটে স্বামী কে দেন তিনি,স্বামী অশোক বসাক সংশ্লিষ্ট ফার্মেসী তে বিষয়টি জানানোর পর তারকেশ্বর ব্লকের স্বস্থ্য আধিকারিক কে অভিযোগ জানান। ফার্মেসীর কর্ণধার জানান চিরঞ্জিত দাস পুরো বিষয়টি সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটর কে জানানো হয়েছে। অন্যদিকে তারকেশ্বর ব্লক স্বস্থ্য আধিকারিক ডঃ শেখ হানিফ জানান প্রথমেই ওই ভিটামিন ঔষধটি বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হবে এবং হায়ার অতিরটির কাছে ঔষধটি পাঠানো হবে।এর পর জেলা স্বাস্থ্য দপ্তর থেকে যা নির্দেশ দেওয়া হবে সেই মত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় নার্সিং হোমের মেনেজিং ডাইরেক্টর সুপ্রকাশ আদক জানিয়েছেন সমস্ত শিশু চিকিৎসক দের জানিয়ে দেওয়া হয়েছে এবং প্রেসকিপশনে ওই ঔষধটি লেখা হবে না বলে জানিয়েছেন চিকিৎসকরা。
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 14, 2025 17:46:12
Howrah, West Bengal:এসআইআר নিয়ে এক শ্রেণীর মতুয়ারা আতঙ্কে রয়েছেন। কারণ খসড়া ভোটার তালিকা প্রকাশের পর শুরু হবে শুনানি পর্ব। সম্প্রতি সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে তাদের উদ্বেগ আরও বেড়েছে। এই রায়ে বলা হয়েছে একমাত্র এদেশের নাগরিকরা ভোটাধিকার পেতে পারেন। এর প্রেক্ষিতে কোনো মতুয়াদের যাতে ভোটার তালিকা থেকে নাম বাদ না যায় এই দাবিতে ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারির নেতৃত্বে মিছিল। রবিবার বিকেলে এই মিছিল হয় বিরাডিঙ্গি বাসস্ট্যান্ড থেকে বেনারস রোড ধরে কোনা একসরা বাজার পর্যন্ত। এই মিছিলে অংশ নেন মতুয়া, নমঃশূদ্র সম্প্রদায় এবং উদ্বাস্তু মানুষরা। মতুয়া নেতৃত্বের দাবি ২০২৪ সাল পর্যন্ত ভোটদানে অংশগ্রহণ করা একজন বৈধ ভোটারের নাম এসআইআর এর মাধ্যমে বাদ দেওয়া যাবে না। ওই পদযাত্রায় মতুয়া মহাসংঘের প্রধান রঞ্জিত সরকার বলেন, এস আই আর এর মাধ্যমে ভোটার তালিকা থেকে প্রায় তিন কোটি মানুষের ভোট বাতিলের চিত্র চলছে। তা মানা যাবে না। ২০২৪ সাল পর্যন্ত ভোটদানে অংশগ্রহণ করা কারও নাম যদি ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে তারা প্রয়োজনে আমরণ অনশন শুরু করবেন এবং আরও বৃহত্তর আন্দোলনে নামবেন.
0
comment0
Report
RDRaktima das
Dec 14, 2025 17:02:24
Kolkata, West Bengal:১৬ তারিখ অর্থাৎ পরশু প্রকাশ হতে চলেছে খোসড়া তালিকা। সেই তালিকায় নাম না থাকলে ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন জনগনরা, নাগরিকত্ব থেকে নয়, স্পষ্ট করল সিইও দফতর। শুধু তাই নয়, সেক্ষেত্রে যাদের নাম থাকবে না, তারা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্প বা সুযোগ - সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন না। আবেগ বা সন্দেহের বসে কাউকেই বাংলাদেশি বলে চিহ্নিত করে ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে পারবেনা নির্বাচন কমিশন। তার কারণ নির্বাচন কমিশনের যে নির্দেশিকা আছে সেখানে পরিষ্কার বলা আছে সব দিক খতিয়ে দেখে বিচার বিবেচনা করে তবেই একজনকে যেমন ভোটার তালিকায় নতুন করে সংযোজন করা যাবে, ঠিক সেরকমই সব তথ্য যাচাই না করে কখনোই একজনকে ভোটার তালিকা থেকে অকারণে বিয়োজন করা যাবে না। এই বিয়োজন করতে গেলে ইআরও কে লিখিত আকারে অভিযোগ করতে হবে এবং সেই অভিযোগের ভিত্তিতেই এফ আর আর ও ( foreigners regional registration office) থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রকের সংশ্লিষ্ট সেই ভোটারের বিরুদ্ধে সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে রিপোর্ট দেবে। আর এই রিপোর্টের ভিত্তিতেই একজন ইআরও কোনো ভোটারকে ভোটার তালিকা থেকে আইনগতভাবে বাদ দিতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।
0
comment0
Report
RDRaktima das
Dec 14, 2025 17:02:13
Kolkata, West Bengal:আবাসনের মধ্যে ভোট কেন্দ্রের বিরোধিতা করে সিইওকে চিঠি দিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। সিইও মনোজ আগরওয়াল জানিয়েছেন, এই বিষয়ে তাদের এক্তিয়ারভুক্ত নয়। ফলে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে দিল্লিতে, নির্বাচন কমিশনে। সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। নির্বাচন কমিশন সূত্রের খবর, আগামী ২২ তারিখের মধ্যেই রাজ্যের হাই রাইজ বিল্ডিং এর তালিকা এসে পৌছবে সিইউ দপ্তরে। রাজ্যের দিইওরা এই তালিকার সংগ্রহ করছেন। এই তালিকা সিইও দপ্তর থেকে পাঠিয়ে দেওয়া হবে দিল্লিতে, নির্বাচন কমিশনে। সেই তালিকা ধরেই কমিশনের তরফে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কতগুলো হাইরাইজ বিল্ডিং এ ভোট কেন্দ্র হবে আসন্ন বিধানসভা নির্বাচন में।
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Dec 14, 2025 17:01:46
Jhargram, West Bengal:ঝাড়গ্রামের মানিকপাড়া এলাকায় মানিকপাড়া হাইস্কুলকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির বিদ্যালয় চত্বরে দুই নাবালিকাকে শ্লীলতাহানী করেছেন।ঘটনার পর দুই নাবালিকার পরিবারের পক্ষ থেকে প্রথমে মানিকপাড়া ফাঁড়িতে এবং পরে ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঝাড়গ্রাম থানার পুলিশ তৎপর হয়ে দুই নাবালিকাকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য নিয়ে যায়। এদিকে, অভিযোগ ওঠার পর থেকেই অভিযুক্ত ম্যানেজিং কমিটির সভাপতি পলাতক বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম থানা। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় চত্বরে নাবালিকাদের নিরাপত্তা ও শিক্ষা প্রতিষ্ঠানে নজরদারি ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠেছে।
0
comment0
Report
KAKAYESH ANSARI
Dec 14, 2025 17:01:31
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 14, 2025 17:01:14
Chinsurah, West Bengal:বিয়ে করতে যাওয়ার কথা থাকলেও যাননি পাত্র,উত্তরপাড়া থানায় এসে অভিযোগ দায়ের করলেন পাত্রী। মন্দিরবাজার থানা এলাকার দঃ বিষ্ণুপুর গ্রামের স্বেতা ভট্টাচার্যের অভিযোগ তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। যুবতীর দাবী,গত পাঁচ বছর ধরে উত্তরপাড়ার এক যুবকের সঙ্গে তার সম্পর্ক।গতকাল তাদের বিয়ে হওয়ার কথা ছিল।সেইমত সব আয়োজন সারা হয়েছিল।কিন্তু বিয়ের পাত্র ছাদনাতলায় উপস্থিত হননি।মোবাইল ফোনও বন্ধ করে দেন।ফলে বিয়ে পন্ড হয়ে যায়।আজ রবিবার সকালে তার জ্যাঠামশাই শ্যামল ভট্টাচার্য কে নিয়ে সোজা ওই যুবকের বাড়িতে হাজির হন।কিন্তু সেখানে দরজায় কড়া নেড়েও কারো সারা পাননি।এরপর উত্তরপাড়ায় হাজির হন যুবতী। যুবতীর অভিযোগ,তাকে বিয়ে করবে প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে,সোনার গহনা নগদ টাকা নিয়েছেন যুবক।তাদের দুজনের একসঙ্গে তোলা সেলফিও দেখান যুবতী। জ্যাঠা বলেন,এক নম্বর কোনো সংস্থার অপারেশান ম্যানেজার বলে পরিচয় দিয়েছিল।ওর কাকা কাকিমারা জানে ছেলেটি প্রতারক।আমাদের মেয়ে প্রতারনার শিকার হয়েছে।আর কোনো মেয়ে যেন না হয়।তাই থানায় অভিযোগ করেছি। পুলিশ জানিয়েছে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে。
0
comment0
Report
TCTathagata Chakraborty
Dec 14, 2025 17:01:00
Rajpur Sonarpur, West Bengal:বাংলাকে বাঁচানোর ডাক—নতুনহাট থেকে কালিবাজার পর্যন্ত সিপিএমের মিছিল বাংলাকে বাঁচানোর দাবিতে কোচবিহার থেকে কামারহাটি পর্যন্ত রাজ্যজুড়ে এক ধারাবাহিক কর্মসূচির ডাক দিয়েছে সিপিএম। ২৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী ১৭ ডিসেম্বর শেষ হবে। এই কর্মসূচির সমর্থনে শুক্রবার নতুনহাট থেকে কালিবাজার পর্যন্ত এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়。 মিছিলে বক্তারা বলেন, আজকের বাংলায় শিক্ষক সমাজ থেকে শুরু করে শিক্ষিত যুবক-যুবতী, শ্রমিক-মেহনতি মানুষ এবং নারীরা—কেউই ভালো নেই, কেউই সুরক্ষিত নন। শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান, সামাজিক নিরাপতা—সব ক্ষেত্রেই রাজ্য গভীর সংকটে রয়েছে বলে অভিযোগ তোলা হয়। বক্তৃতায় যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনারও তীব্র সমালোচনা করা হয়। অভিযোগ, সেই ঘটনায় রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং প্রশাসনিক ব্যর্থতাই তার জন্য দায়ী。 রাজ্যের উন্নয়ন, মানুষের অধিকার ও স্বার্থ রক্ষার জন্য ফের বামপন্থী আন্দোলন জোরদার করার আহ্বান জানানো হয়। মানুষের পাশে দাঁড়িয়ে লড়াইয়ের প্রতীক হিসেবে আবারও বাংলায় লাল ঝান্ডা ফেরানোর ডাক দেন সিপিএম নেতৃত্ব।
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Dec 14, 2025 14:31:02
Kalna, West Bengal:কলনা বাসী ক্রিয়া প্রেমী तस्वीर 2C তে 141225ZG-KLN-FOOTBALL-R (কলনা) কালো আকরোনাথ পার্ক স্টেডিয়ামে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অনূর্ধ্ব ১৮ মোহনবাগান বনাম SKM ফাউন্ডেশন এর খেলা দেখে কালনা, হুগলী ও নদীয়ার বাসিন্দারা বহুদিন পর খেলা উপভোগ করতে পারলেন। দীর্ঘদিন ধরে কলনার মাঠে লীগ খেলা চলত, সেই সময় পেলেই আকরোনাথ পার্ক স্টেডিয়ামে মাঠ কাঁপছিলো; সময়ের সাথে সাথে মাঠের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, খেলা ঘিরে উৎসাহ কমে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাড়ে ৬ কোটি টাকা বরাদ্দে অঘোরণাথ পার্ক স্টেডিয়ামকে পুনর্নির্মাণ করানোর পরে ক্রীড়া লাভবান মানুষেরা ভিড় করছেন ভালো খেলা দেখতে, এই সময় কলনা ক্রিয়া সংস্থার কর্তারা ও কলনা ক্রিয়া সংস্থার পক্ষ থেকে বেশ কয়েকটি লীগ ম্যাচ শুরু হয়েছে।
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Dec 14, 2025 14:30:49
Kolkata, West Bengal:বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ Shamik Bhattacharya রবিবার সন্ধ্যায় দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু বিষয়ে प्रतिक्रিয়া দেন। ১—) ভোটার তালিকায় প্রচুর গোলমাল প্রসঙ্গে... ২—) মুখ্যমন্ত্রীর ভবানীপুর কেন্দ্রে ৮৮ হাজার, বিibo হাকিমের কলকাতা বন্দর কেন্দ্রে ৬৩ হাজার নাম বাদ প্রসঙ্গে... ৩—) মেসি সফরে হায়দ্রাবাদ পৌঁছলেন অথচ কলকাতা মুখ পুড়লো প্রসঙ্গে... ৪—) রাজ্যপাল আজ ভগ্ন যুবভারতী ঘুরে দেখলেন প্রসঙ্গে... ৫—) তৃণমূল বলছে শতদ্রুপ একজন প্রাইভেট অপারেটর। দিল্লি থেকে কোনভাবে তাকে দিয়ে সুতো নড়িয়ে এইসব ঘটিয়ে বাংলার সম্মানহানি করার কোন চক্রান্ত নয় তো? ৬—) উত্তম শর্মাদার্ড যাকে গতকাল পুলিশ গ্রেফতার করেছিল এই ঘটনায়, সে শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ এবং সন্দেশখালি কাণ্ডে জেলবন্দী ছিল শিবু ও শাজাহানের সঙ্গে। পরে জামিনে মুক্তি পেল। তার মানে শিবু, শাজাহান ও উত্তম এই ত্রয়ীর ত্রাস এখনও ওই এলাকায় কাজ করছে— দুজন জেলে বসে আর একজন বাইরে।
0
comment0
Report
NHNantu Hazra
Dec 14, 2025 14:16:11
0
comment0
Report
Advertisement
Back to top