Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
SIT তদন্ত: Youth Bharat घोटाले में 16 करोड़ से अधिक टिकट बिका, रिफंड प्रक्रिया शुरू
VDVikram Das
Dec 22, 2025 06:52:29
Kolkata, West Bengal
SIT তদন্তে উঠে এলো, যুব ভারতী কাণ্ডে ১৬ কোটি টাকার বেশি টাকায় টিকিট বিক্রি হয়েছে। সংখ্যার বিচারে প্রায় ৩০হাজার। ফেরতের বিষয়ে আইনি সহায়তা নিতে শুরু করলো পুলিশ। কিভাবে আইনি পথে টাকা ফেরত দেওয়া যায় সেই প্রক্রিয়া শুরু করলো পুলিশ.
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PDPradyut Das
Dec 22, 2025 08:16:51
Jalpaiguri, West Bengal:বিজেপি করার অপরাধে স্ট্যান্ডে টোটো দাঁড় করানোয় বাধা দেওয়ার অভিযোগ। আর এনিয়ে টোটো স্ট্যান্ডে রাজনৈতিক কাজিয়া তুঙ্গে! জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে বিজেপি–তৃণমূল সমর্থিত টোটো চালকদের তুমুল বচসা টোটো দাঁড় করানোকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল ধূপগুড়ি শহরের নেতাজী সুভাষ রোডের টোটো স্ট্যান্ড। বিজেপি ও তৃণমূল সমর্থিত টোটো চালকদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি, যা দ্রুতই রাজনৈতিক রং নেয়। পরিস্থিতি সামলাতে এসে ঝামেলায় জড়িয়ে পড়েন বিজেপির নেতারাও। জানা গিয়েছে, মাত্র কয়েকদিন আগেই প্রায় ২৫০ জন টোটো চালক বিজেপিতে যোগ দেন। পরে তাঁদের একাংশ ফের তৃণমূলে ফিরে আসেন। বিজেপিতে যোগদানকারী টোটো চালকরা স্ট্যান্ডে আসতেই বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। দাবি, বিজেপিতে যোগ দেওয়ার কারণেই তাঁদের টোটো দাঁড় করাতে দেওয়া হচ্ছে না। প্রতিবাদে বিজেপি সমর্থিত টোটো চালকরা রাস্তায় শুয়ে পড়ে অবরোধে বসেন। অন্যদিকে তৃণমূল সমর্থিত টোটো চালকদের পাল্টা দাবি, আগে যিনি টোটো স্ট্যান্ডের সম্পাদক ছিলেন, তিনি বিজেপিতে যোগ দিয়ে নিয়ম বদলাতে চাইছেন। তাঁর তৈরি করা নিয়ম অনুযায়ী অন্য সংগঠনের কেউ এখানে টোটো দাঁড় করাতে পারবে না। সেই নিয়ম ভাঙতেই ঝামেলা বাধাচ্ছেন তিনি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিজেপির টাউন মন্ডল সভাপতি পাপাই বসাক ও বিধানসভার কনভেনর চন্দন দত্ত। অভিযোগ, কনভেনরের কুরুচিকর মন্তব্য ঘিরেই আরও উত্তেজনা ছড়ায় এবং দু’পক্ষের মধ্যে ফের বিবাদ বেঁধে যায়। শেষ পর্যন্ত রাস্তা অবরোধ ও অশান্তির খবর পেয়ে ধূপগুড়ি থানার আইসি-সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়ে দুই পক্ষের টোটো চালকদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনার জন্য উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে দোষারোপ করেছে। সামনে ২০২৬ বিধানসভা ভোট। এরই মাঝে বিজেপি এবং তৃণমূলের কাজিয়া। আর এই ঘটনায় ধূপগুড়িতে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে.
0
comment0
Report
BBBimal Basu
Dec 22, 2025 06:49:41
0
comment0
Report
CDChampak Dutta
Dec 22, 2025 06:49:22
0
comment0
Report
MDMritunjay Das
Dec 22, 2025 06:48:16
Bankura, West Bengal:খসড়া তালিকা প্রকাশের পর একের পর এক ভুল,এবার জীবিত ভোটারকে মৃত ঘোষণা করল কমিশন। বাঁকুড়া শহরের ১৭ নম্বর ওয়ার্ডের ১৬১ নম্বর ওয়ার্ডে আরতি সহিস যিনি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন।এস আই আর এর ফর্ম ফিলাপ করেছেন তিনি,কিন্তু খসরা তালিকা প্রকাশের পর ওই ভোটার কে মৃত ঘোষণা করলো কমিশন।এখন চিন্তিত আরতি সহিস গোটা পরিবার। এস আই আর এর খসড়া তালিকা প্রকাশের পর আমরা দেখিয়েছিলাম এক বি এল ওর দাদার নাম ঠিকঠাক থাকলেও নামের পাশে ছিল অজ্ঞাত পরিচয়ের এক মহিলার ছবি,এরপর বাঁকুড়ার বিষ্ণুপুরে শালবাগান এলাকায় একই পরিবারের তিনজনের নামের বানান সম্পূর্ণ ভুল।এবার আরতি দেবী যিনি ২০২৪ শে ভোট দান করেন।এস আই আর এর ফরম ফিলাপ করেন হযরত আলিকা প্রকাশের পর তিনি হয়ে গেলেন মৃত।প্রশ্ন একটাই এর দায় কার।
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 22, 2025 06:47:59
Chinsurah, West Bengal:একটি বাড়িতে আগুন লাগায় চাঞ্চল্য হুগলি-চুঁচুড়ায়। হুগলি-চুঁচুড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মিত্র বাগান এলাকায় এক বৃদ্ধার বাড়িতে হঠাৎ আগুন লাগে। জানা গিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুন।আশি বছরের বৃদ্ধা মায়া পালের বাড়ি। ওই বাড়িতে বর্তমানে বৃদ্ধা ও তাঁর এক পরিচারিকা থাকেন। আজ সকালে পরিচারিকা ফ্রিজের দিক থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন। সঙ্গে সঙ্গেই তিনি বিষয়টি স্থানীয়দের জানান। স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে বিষয়টি জানানো হয় স্থানীয় জনপ্রতিনিধি মৌসুমী মাঝিকে। তিনি ঘটনাস্থলে পৌঁছে দমকল বিভাগকে খবর দেন। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধি জানান, সময়মতো আগুন নিয়ন্ত্রণে না আনা গেলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। দ্রুত পদক্ষেপের জন্যই রক্ষা পেয়েছে বৃদ্ধার বাড়ি।।
0
comment0
Report
PDPradyut Das
Dec 22, 2025 06:47:45
0
comment0
Report
ABArup Basak
Dec 22, 2025 06:16:04
Mal Bazar, West Bengal:বীর বীরসা মুন্ডা গোল্ডকাপ নৈশকালীন টুর্নামেন্ট চ্যাম্পিয়ন রাঙ্গামাটি। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালের মধ্য দিয়ে মালবাজারে সমাপ্ত হলো বীর বীরসা মুন্ডা গোল্ডকাপ নৈশকালীন ফুটবল টুর্নামেন্ট। রবিবাসরীয় রাতে রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েত বনাম বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের মধ্যে রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল ১-১ গোলে অমীমাংসিত থাকায় খেলা গড়ায় ট্রাইবেকারে। আর ট্রাইবেকারে ৪-১ গোলে জয় ছিনিয়ে নেয় রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েত。 নির্ধারিত সময়ে বাগরাকোট দলের হয়ে একমাত্র গোলটি করেন আলীয়ুর জিকরে।অপরদিকে রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের হয়ে সমতা ফেরান অভিষেক ছেত্রী। টুর্নামেন্টে রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের প্রদীপ্ত বিশ্বাস ‘ম্যান অফ দ্য সিরিজ’ খেতাবে ভূষিত হন। ফাইনাল ম্যাচে অসাধারণ গোলরক্ষণের জন্য বাপি জমাদ্দার ‘বেস্ট গোলকিপার’ ও ‘ম্যান অফ দ্য ম্যাচ’ পুরস্কার পান।এছাড়া ক্রীড়াসুলভ আচরণের স্বীকৃতি হিসেবে ডামডিম গ্রাম পঞ্চায়েত ফেয়ার প্লে ট্রফি পায়。 পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েত দলকে ট্রফি সহ ১ লক্ষ ২০ হাজার টাকার আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি টুর্নামেন্টের রানার্সআপ বাগরাকোট দলকে ট্রফি সহ ৮০ হাজার টাকার আর্থিক পুরস্কার দেওয়া হয়।উত্তেজনাপূর্ণ ম্যাচ ও দর্শকদের উৎসাহে মুখরিত ಈ ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে সফলভাবে সমাপ্ত হলো বীর বীরসা মুন্ডা গোল্ডকাপ নৈশকালীন ফুটবল টুর্নামেন্টের। উপস্থিত ছিলেন আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক, মাল পুরসভার চেয়ারম্যান উৎপল ভাদুরি সহ অন্যান্য অথিতিবৃন্দরা。
0
comment0
Report
ASAyan Sharma
Dec 22, 2025 05:47:29
Kolkata, West Bengal:আগামীকাল এর কপি এক্সক্লুসিভ # ভারত থেকে বাংলাদেশে যাওয়া মহিলা ডাক্তারি পড়ুয়া বিস্ফোরক বার্তা...... এই মেসেজ টি,আদৌও আপনারা দেখবেন কিনা জানিনা। আমি ভারতের অসম রাজ্যের বাসিন্দা।কম নম্বর থাকায়,ভারতের কোন মেডিকেল কলেজে ভর্তি হতে না পেরে বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি ভর্তি হয়েছি। # বর্তমানে এখানকার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। আমরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছি, অথচ কেউ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। আমাদের স্পষ্টভাবে বলা হয়েছে যে আমরা যেন নিজেদের পরিচয় “হিন্দু”বা “ভারতীয়” বলে প্রকাশ না করি, কারণ তাতে আমাদের জীবন্ত পুড়িয়ে মারার মতো ভয়ংকর পরিণতি হতে পারে। আমরা সম্পূর্ণ অসহায় বোধ করছি। আমাদের প্রফেশনাল পরীক্ষাগুলি বারবার স্থগিত করা হচ্ছে। আমরা এখানে আটকে পড়েছি এবং কোনোভাবেই নিরাপদ বোধ করছি না। (মেসেজ এর কপি দেওয়া আছে) # গতকাল থেকে এমনই বাংলাদেশের ঢাকা মেডিকেল কলেজের একাধিক ডাক্তারি পড়ুয়া যারা ভারত থেকে বাংলাদেশে পড়তে গিয়েছেন তাদের অনেকেরই মেসেজ পেয়েছেন দিল্লি থেকে কলকাতার একাধিক চিকিৎসক সংগঠনের সদস্যরা। #এই ঘটনায় ইতিমধ্যে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে, দেশের একাধিক চিকিৎসক সংগঠন। তাদের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিদেশ মন্ত্রককে চিঠি পাঠানো হয়েছে।
0
comment0
Report
Advertisement
Back to top