Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
SIR PIL खारिज: कोलकाता हाईकोर्ट के डिवीजनल बेंच ने कहा नागरिकता आवेदन अधिकार नहीं बनाते
ANArnabangshu Neogi
Nov 10, 2025 11:17:58
Kolkata, West Bengal
SIR নিয়ে দায়ের করা जनস্বার্থ মামলা খারিজ। মামলা খারিজ করল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। নাগরিকত্বের আবেদন করা মানেই কোনো অধিকার জন্মায় না। - মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। যারা নাগরিকত্বের আবেদন জানিয়েছেন তাদের প্রত্যেকের বিষয়বস্তু আলাদা। ফলে জনস্বার্থ মামলায় এর বিচার করা সম্ভব না। - জানালেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। যারা নাগরিকত্বের জন্য আবেদন জানিয়েছেন তারা চাইলে আলাদা করে সমাধান খুঁজতেই পারেন । -জানালেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। নাগরিকত্বের আবেদন জানানোর নথি যেন SIR এর ক্ষেত্রে গ্রহণযোগ্য হয় সেই আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছে একটি সংগঠন। সেই মামলায় এই নির্দেশ
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBarun Sengupta
Nov 10, 2025 11:24:41
Barrackpore, Kolkata, West Bengal:গত ১৫ বছরে কজন সাংবাদিক কে মারধর করা হয়েছে কজনের ক্যামেরা কেড়ে নেওয়া হয়েছে। কিভাবে নির্বাচন হয় সেটা তো আপনারাই জানেন। মুখ্যমন্ত্রীরকে কখনোই কোন সাংবাদিক সরাসরি প্রশ্ন করতে তো দেখি না। এই প্রশ্নগুলো অর্থাৎ invisable রেগিং এর কথায় এমনটাই বললেন শমিক ভট্টাচার্য। এখন শ্মশান ঘাটে এবং বিভিন্ন সরকারি হসপিটালে বলে দেওয়া হয়েছে রোগজনিত কারণে যদি কেউ মারা যায় বা প্রেমে ব্যর্থ হয়ে মারা যায় তাহলেও এসআইআর। মুখ্যমন্ত্রীর ডিলিট পাওয়া প্রসঙ্গে শমিক ভট্টাচার্য বলেন এত আনন্দের কথা মমতা বন্দ্যোপাধ্যায় কবিতাঞ্জলি গীতাঞ্জলি এত কিছু লিখেছেন ছবি আঁকেন উনি তো আমাদের মুখ্যমন্ত্রী। অনাকে অভিনন্দন। ব্যারাকপুরে বিশেষ সাংগঠনিক বৈঠকে এসে এমন কথায় বললেন শমিক ভট্টाचार্য।
0
comment0
Report
STSrikanta Thakur
Nov 10, 2025 11:23:34
Dinajpur, Rangpur Division:মনোহলি গ্রামে চাকরি হারা শিক্ষককে বি.এল. দায়িত্বে — নতুন বিতর্ক দক্ষিণ দিনাজপুরে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বিধানসভার ১৪০ নম্বর বুথ, মনোহলি গ্রামে নতুন করে রাজনৈতিক বিতর্কের সূচনা হয়েছে। জানা গেছে, ওই বুথে বি.এল. (বুথ লেভেল অফিসার)-এর দায়িত্ব দেওয়া হয়েছে স্কুল শিক্ষক রতন বর্মনকে, যিনি সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো ২৬ হাজার শিক্ষকের তালিকাভুক্ত একজন。 চাকরি হারা শিক্ষকের তালিকায় নাম থাকা সত্ত্বেও তাকে সরকারি কাজের দায়িত্ব দেওয়া কীভাবে সম্ভব, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে বিজেপি। দলটির পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা স্তর পর্যন্ত। বিজেপির বাপি সরকার দাবি করছেন , “মনোহলি হাই স্কুলে বহু শিক্ষক থাকা সত্ত্বেও কেন ওই শিক্ষককেও এই দায়িত্ব দেওয়া হল, তা তদন্তের দাবি রাখে। এটি প্রশাসনিক প্রভাব খাটানোরই উদাহরণ।” অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুভাষ চাকী দায় এড়িয়ে বলেছেন হয়েছে— “নির্বাচন কমিশনই এই দায়িত্ব প্রদান করেছে। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যাদের চাকরি গেছে, তাদের দায়িত্ব দেওয়া হয়েছে কিনা, সেটি দেখার বিষয় নির্বাচন কমিশনের। এর জন্য বিজেপিকেই দায় নিতে হবে।”উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চাকরি হারানো শিক্ষকরা কোনো সরকারি কাজে অংশ নিতে পারবেন না। তবুও কীভাবে রতন বর্মন নামে ওই শিক্ষককে বি.এল. পদে নিয়োগ করা হল, তা নিয়ে প্রশাসনের ভেতরে-বাইরে জোর আলোচনা চলছে। অবশ্য অভিযুক্ত শিক্ষকের সঙ্গে একাধিকবার কথা বলার চেষ্টা করা হলেও তিনি ক্যামেরার সামনে এ বিষয়ে কোনো কিছু বলতে চাননি গ্রামবাসীরা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের রয়েছে জানতে পেরে তারাও অবাক হয়েছেন কারণ তাদের কাছেও এই নির্দেশ সম্বন্ধে কোন পরিষ্কার ধারণা নেই তবে অভিযোগ ওই শিক্ষকের চাকরি গেছে না আছে সে নিয়েও সন্দিহান গ্রামবাসীরা。 সব মিলিয়ে এস.আই.আর.-এর আবহে দক্ষিণ দিনাজপুরে চাকরি হারা শিক্ষককে বুথ দায়িত্বে রাখার ঘটনায় নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে।
0
comment0
Report
BBBimal Basu
Nov 10, 2025 11:20:23
Basirhat, West Bengal:কাজ করে দীর্ঘ কয়েক মাস টাকা না পেয়ে উত্তর ২৪ পরগণার টাকি পিএইচই দপ্তরের সামনে বিক্ষোভ ঠিকাদার মালিক ও শ্রমিকদের। গত পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনের সময় পিএইচপি দপ্তরের ঠিকাদার সংস্থাকে নিয়ে বেশ কিছু কাজ করিয়েছিল পি এইচ পি দপ্তর। অভিযোগ সেই টাকা আজও পর্যন্ত দেওয়া হয়নি। পাশাপাশি এসপিএফ এবং সিপিএফ এর বিভিন্ন পেমেন্ট আটকে রেখেছে। আন্দোলনকারীদের দাবি সেই সমস্ত পেমেন্ট অবিলম্বে দিতে হবে। এবং যে যে এম এর সমস্ত পেমেন্টও আটকে রেখেছে পি এইচ ই দপ্তর । অবিলম্বে তাদের টাকা দিতে হবে। এর পাশাপাশি বেশ কিছু শ্রমিকদের বেতন আটকে রাখা হয়েছে এই পি এইচ ই দপ্তরের পক্ষ থেকে। সেই সমস্ত বকেয়া টাকা অবিলম্বে দিতে হবে, তার দাবিতে টাকি পি এইচ ই দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় ঠিকাদার সংস্থা ও ঠিকাদার সংস্থার শ্রমিকরা।
0
comment0
Report
BSBidhan Sarkar
Nov 10, 2025 11:19:56
Chinsurah, West Bengal:বিএলও ফর্ম বিলি করতে বেরিয়ে পাশের বাড়িতে খোঁজ নিয়েছিলেন,এক ভোটারের মৃত্যু হয়েছে বিএলओ কে জানিয়ে দেওয়ায় বিজেপি কর্মিকে মারধোরের অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে।ঘটনা তারকেশ্বরের বালিগরী দুই নম্বর পঞ্চায়েত এলাকায়।থানায় অভিযোগ দায়ের মহিলা বিজেপি কর্মীর। তৃনমূল বিধায়কের দাবী বিএলও এবং বিজেপি কর্মি দুজনেই আইনবিরোধী কাজ করেছেন。 আক্রান্ত মহিলা বিজেপি কর্মী তপতি মালিকের অভিযোগ গত কাল সকালে এস আর ফর্ম দিতে আসেন সংশ্লিষ্ট BLO । তাকে এলাকার এক ভোটার শৈলবালা মালিক জীবিত না মৃত জানতে চাইলে তপতি মালিক শৈলবালা মালিক মৃত বলে জানিয়ে দেন।এর পরই মৃত ভোটারের আত্মীয়রা তার উপর চড়াও হয়ে বেধড়ক মারধোর শুরু করেন।মারের চোটে অজ্ঞান হয়ে পড়েন তপতি মালিক।তাকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।অভিযোগ তপতি মালিক কে মারধরের ঘটনায় যুক্ত সকলেই তৃণমূল কর্মী বলে এলাকায় পরিচিত。 গত কাল সন্ধ্যায় তপতি মালিক তিন জন তৃণমল কর্মীর বিরুদ্ধে তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন。 ঘটনায় সরব স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির অভিযোগ তৃণমল মৃত ভোটার দের ভোটার তালিকায় রেখে দেওয়ার চেষ্টা করছে।বিজেপি কর্মী তপতি মালিক বিএলওকে সহযোগিতা করেছেন। শুধু মাত্র বিজেপি করার জন্যই তপতি মালিক কে মারধোর করা হয়েছে。 তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়ের দাবি কার বাড়িতে মৃত ভোটার আছে অন্যের নাক গলানোর প্রয়োজন আছে কি ? সবটাই দেখবে নির্বাচন কমিশন।বিজেপি আইন বিরুদ্ধ কাজ কার্য করছে।ফর্ম এখনো জমাই পড়েনি সেখানে তৃণমূল মৃত ভোটারের নাম কি করে রাখবে ?বৈধ ভোটার আর অবৈধ ভোটার বাছতেই তো এসআইআর。
0
comment0
Report
MMManoj Mondal
Nov 10, 2025 11:19:11
Kolkata, West Bengal:ঠাকুরনগর ঠাকুরবাড়িতে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর আজ দিল্লি যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ঠাকুর বাড়িতে যারা অন্বেষণ করছে, তারা নাটক করছে। তিনি বলেন নাগরিকত্ব পেতে গেলে বাংলাদেশের কোন ডকুমেন্ট লাগবে। সে কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত আছে কিনা কি করে বুঝবো সরকার সেটা প্রমাণ করতে গেলে বাংলাদেশের ডকুমেন্ট দিয়ে CAA তে আবেদন করতে হবে। তবেই নাগরিকত্ব পাবে। শান্তনু ঠাকুরের এই এই কথার তীব্র ভাষায় আক্রমণ করেন অল ইন্ডিয়া মতুয়া মহামংস্যের সংজ্ঞ_Definitionাপতি তথা রাজ্যসভার সংসদ মমতা বালা ঠাকুর। মমতা বালা ঠাকুর বলেন মঞ্চে যারা বসে আছে তাদের কি শান্তনা ঠাকুর rohingা অনুপ্রবেশকারী বলেছে, এটা দুর্ভাগ্যজনক। তিনি আরো বলেন আগামী বুধবার থেকে এই অনশন মঞ্চে আমি আমরণ অনশন শুরু করব, মতুয়াদের দাবি না আদায় হওয়া পর্যন্ত এই অনশন চলবে। ঠাকুরনগর ঠাকুরবাড়িতে পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে অনশন ২১ জন অনশনে বসেছিলেন, ইতিমধ্যে অসুস্থ হয়ে ৩জন হাসপাতালে ভর্তি রয়েছে। বাকি ১৭ জন অনশন মঞ্চে অনশন করছেন তবে এদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। নিয়ম করে দুবার চিকিৎসক প্রতিনিধি দল মঞ্চে এসে চিকিৎসা করছেন ওষুধপত্র দিচ্ছেন মমতা বালা ঠাকুর প্রশাসনিক কর্মসূচি পালন করতে গত কয়েকদিন ধরে তিনি ঠাকুরবাড়িতে ছিলেন না গতকাল রাত্রে বাড়ি ফিরে প্রথমেই বনগাঁ হাসপাতালে ভর্তি হওয়া অসুস্থ মতুয়া ভক্তকে দেখতে যান। আজ সকালে নতুন করে আরো তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন। মতুয়া ভক্তরা জানিয়েছেন তাদের দাবি না মানা পর্যন্ত অনশন চলবে। বাইট-১) শান্তনু ঠাকুর (কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী) বাইট-২) মমতা বালা ঠাকুর (মতুয়া মহা সংঘের সংজ্ঞাধিপতি তথা রাজ্যসভার সংসদ)
0
comment0
Report
BSBidhan Sarkar
Nov 10, 2025 11:17:48
Chinsurah, West Bengal:তৃণমূলের বাংলার ভোট রক্ষা শিবিরে হামলা,এক তৃণমূল কর্মীর মেরে পা ভেঙে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।গোষ্ঠীদ्वন্দ্ব তারকেশ्वরে। ঘটনায় চাঞ্চল্য তারকেশ্বরের নাইটা মাল পাহাড় পুর গ্রাম পঞ্চায়েতের পিয়াসারা এলাকার। ঘটনায় গুরুতর জখম তৃণমল কর্মী সঞ্জয় রায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তৃণমুল কর্মী সঞ্জয় রায়ের অভিযোগ, গত কাল পিয়াসারা এলাকায় এস আই আর সহায়তা ক্যাম্পে তিনি ও বেশ কয়েকজন তৃণমূল কর্মী সবে ছিলেন। অতর্কিতে বেশ কয়েক জন দুষ্কৃতী ক্যাম্পে হামলা চালায় এবং ক্যাম্পে থাকা বেশ কয়েক জন কে মারধোর এবং ক্যাম্প ভাঙচুর করা হয়। বিকালে ফের হামলা চালায় দুষ্কৃতীরা এবং মেরে তার পা ভাঙে দেওয়া হয়।যারা হামলা চালিয়েছিল তাদের আশ্রয় দিয়ে রেখেছে এলাকার তৃণমূল নেতা শেখ সাইদুল মোল্লা। সাইদুল মোল্লার নেতৃত্বে এই সব দুষ্কৃতীরা এলাকায় দুষ্কৃতিমূলক কাজ করে থাকে এবং এলাকা কে ভীত সন্ত্রস্ত করে রাখে বলে অভিযোগ । যদিও তৃণমূল নেতা সইদুল মোল্লার দাবি কাউকেই মারধোর করা হয়নি মিথ্যে অভিযোগ করা হচ্ছে যাদের নামে অভিযোগ করা হচ্ছে তারা তৃণমূলের সক্রিয় কর্মী। এলাকার বিধায়ক রামেন্দু সিংহরায় তৃণমূলের গোষ্ঠী তৈরি করে রেখেছে যার জন্য এত ঝামেলার সৃষ্টি হচ্ছে। অন্যদিকে বিজেপির দাবি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটেছে। আজ ওই শিবির পরিদর্শনে যান এলাকার বিধায়ক রামেন্দু সিংহরায়।তিনি জানান, কেউ যদি দুষ্কৃতীদের আশ্রয় দেয় দলীয় ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।এবং এই হামলার ঘটনায় যারা দোষী তাদের বিরুদ্ধে প্রশাসনিক ভাবে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।যারা মারধোর করেছে তারা এলাকায় দুষ্কৃতিমূলক কাজ করে বেড়ায়।
0
comment0
Report
STSrikanta Thakur
Nov 10, 2025 10:23:50
Dinajpur, Rangpur Division:সোমবার বুনিয়াদপুর পৌরসভার নবনিযুক্ত পৌর প্রশাসক এবং উপ পৌর প্রশাসক একটি সরকারি অনুষ্ঠানের মাধ্যমে তাদের দায়িত্বভার গ্রহণ করলেন। প্রসঙ্গত গত লোকসভা নির্বাচনের পর থেকেই শোনা যাচ্ছিল বেশ কিছু পৌরসভার পৌর প্রশাসক ও পৌর অধ্যক্ষের দায়িত্বে যারা রয়েছেন তাদের সরিয়ে দেওয়া হবে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পৌরসভা তে পৌর প্রশাসককে সরিয়ে দিয়ে গত ১০ দিন আগে নতুন প্রশাসকের নাম ঘোষণা করেছে রাজ্য সরকার। সোমবারে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র এবং গঙ্গারামপুর মহকুমার মহকুমা শাসক অভিষেক শুক্লা。 মূলত বুনিয়াদপুর পৌরসভার সহ বেশ কয়েকটি পৌরসভায় পরিবর্তন করা হয়েছে পৌর প্রশাসককে। গত বিধানসভা এবং লোকসভা ভোটে বুনিয়াদপুর পৌর এলাকায় জয়ী হয়েছে বিজেপি তবে একই রেজাল্ট এসেছে গঙ্গারামপুর এবং বালুরঘাট পৌরসভাতেও। রাজনৈতিক মহলের গুঞ্জন এই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নতুন করে প্রশাসক বসানো হয়েছে।
3
comment0
Report
MCMoumita Chakraborty
Nov 10, 2025 10:22:58
Kolkata, West Bengal:রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল করে অর্থনৈতিক ক্ষেত্রে নৈরাজ্য অনিয়ম করে চলেছে । মমতা বন্দ্যোপাধ্যায় আজ উত্তরবঙ্গ থেকে বাড়ি নির্মাণ করার জন্য কর্মসূচি নিচ্ছেন পঞ্চায়েত দফতরের তরফে। নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী আবাস যজনায় এররাজ্যে টাকা দিয়েছে ৩০ হাজার কোটি টাকা ইউনিট ৪০ হাজার ।কপিলপুর এর তৃণমূলের প্রধান ৩০ টা বাড়ি নিয়েছে । প্রকৃত প্রাপকদের বঞ্চিত করেছে এই রাজ্য সরকার । যদি যোগ্যদের বঞ্চিত না করা হতো তাহলে ভূমিধ্বস দেওয়াল চাপায় মৃত্যু নিয়ে রাজনীতি করতে হতো না । বালী চুরি করতে করতে দাম বেড়েছে আকাশ ছোঁয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এর গত পাঁচ বছরে এসডিআরএফ এর ফান্ড এ ৫৯৬০ কোটি টাকা এর মধ্যে কেন্দ্র দিয়েছে ৩৯৭৮ কোটি টাকা । ১৩৪৭ কোটি টাকা ডিসাস্টার রিলিফ ফান্ড থেকে PNRD ট্রান্সফার করেছে পঞ্চায়েত মুখ্যমন্ত্রী। ডিসাসস্টার ম্যানেজমেন্ট এর টাকা পঞ্চায়েত দফতরকে ট্রান্সফার করা যায় না । বিপর্যয় মোকাবিলার টাকা শুধুমাত্র সেকারনেই ব্যায় করতে হয় অন্য খাতে ব্যয় করা যায় না । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপর্যয় মোকাবিলার টাকা ব্যায় করছে নিজের ছবি লাগানো বাংলার বাড়ি প্রকল্পে। বাড়ি পেতে হলে কাটমানি দিতে হয় কুড়ি হাজার ।১৩৪৭ কোটি টাকা ভারত সরকারের ফ্রড করে নিজের নামে চালাচ্ছেন মুখ্যমন্ত্রী । বিজেপির উত্তরবঙ্গে নেতা রাজু বিস্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের কাছে এই বিষয় জানিয়ে অভিযোগ জানিয়েছেন। আমাদের দাবি ক্যাগ রিপোর্ট প্রকাশ করা হোক। আমরা চাই ১ লক্ষ ২০ হাজার টাকা নয় ৩ লক্ষ টাকা করে দেওয়া হোক প্রত্যেককে । অর্থনৈতিক দুর্নীতির রাস্তায় হাঁটছে এই সরকার মুখ্য সচিব অর্থ সচিব সকলে সহযোগিতা করছেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক আমাদের দাবি । ময়নার দুটো গ্রাম পঞ্চায়েত এ গত ছয় মাস ধরে লক্ষ্মীর ভান্ডারের টাকা আটকে রেখেছে দিচ্ছে না । আগামীকাল অশোক দিন্দা এর নেতৃত্বে ময়নার বিডি অফিসে প্রতিবাদ জানাবে । কারণ টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ার নয় সরকারের । আইনি পথে হেঁটে আমলাদের বাধ্য করব এই টাকা দিতে আর যদি সমাধান না হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে। যে আমাউন্ট বদল করা হয়েছে সেটা ধাপে ধাপে হবে। ১৩৪ কোটি টাকা আজ PNRD তে বদল করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা নির্মলা সীতারামন, অমিত শাহ কে জানাবো চিঠি লিখে । রাজ্যপালকে জানাবো এটা একটা আর্থিক দুর্নীতি । দরকার হলে কোর্টে যাবো। আগামী নির্বাচনে হাততালি নেওয়ার জন্য এই কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্য সরকারের প্রকল্প সমব্যথী রূপশ্রী রাজ্যের ভাণ্ডারে টাকা না থাকার জন্য বন্ধ হয়েছে । এই রাজ্য সরকারের অর্থনৈতিক অবস্থা ভয়ঙ্কর । বিপর্যয় মোকাবিলার টাকা নিয়ে রাজনীতি করতে দেবো না আমরা । আমরা CAG চাইছি। অর্থনৈতিক জরুরি অবস্থা জারির কথা যদি কোনো সাংসদ বলে থাকে সেক্ষেত্রে আমার কোনো দ্বিমত নেই । CAG এর গাইডলাইন লঙ্ঘন হলে কেস হয়। এই সরকার CAG রিপোর্ট গত চৌদ্দ বছরে প্রকাশ করেনি । এস আই আর এর আতঙ্কে মৃত্যু প্রতি লোকসভা নির্বাচনের আগে তো দাবি করে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবে । মৃত পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি এই পরিবারগুলো পুলিশ ও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাদের চাপে পড়ে বলছে। আর এই পরিবারগুলোকে ২ লক্ষ টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে । অভাবের কারণে কেও কেও নিয়েছে হয়তো তাই এসব বলছে । বুলা চৌধুরী আজ বলছেন তাকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী । আত্মহত্যা করলে কেও মারা গেলে সেটায় শোক প্রস্তাব আনা যায় না। আর যদি লেখা হয় এস আই আর এর কারণে মৃত্যু তাহলে প্রতিবাদ হবে । স্নেহাশীষ চক্রবর্তী의 বক্তব্য অনুপ্রবেশকারী নিয়ে তৃণমূল কংগ্রেস এর গোপন এজেন্ডা বলে দিয়েছে স্নেহাশীষ চক্রবর্তী। চাপে বলে দিয়েছে কারণ ভোটে জিততে হবে । বাংলাদেশ ভারত এর বর্ডারে জমি না দেওয়ার জন্য বেড়া লাগানো যায়নি । বাংলাদেশীদের ভোটার আধার কার্ড দেওয়ার হয়েছে তৃণমূল কংগ্রেস এর তরফে কারণ ভোটের জন্য । ডিটেক্ট ডিলিট হচ্ছে বিজেপিকে আনলেই ডিপোর্ট হবে ।৩১/১২/২০২৪ এর মধ্যে যেসব শরণার্থী হিন্দু সম্প্রদায়ের লোক এসেছেন তাদের কেশাগ্র আমরা ছুতে দেবো না । আর তাদের যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ হ্যারাস করে তাহলে আমরা ছাড়ব না পদক্ষেপ নেবো । তৃণমূলের ক্যাম্প থেকে কেও ফ্রম ফিল আপ করবেন না । ওরা ভুল ফিল আপ করছে আপনার ফ্রম ক্যানসেল হয়ে যাওয়ার সম্ভবনা আছে । আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছি অনুরোধ করছি করবেন না তৃণমূল কংগ্রেস এর ক্যাম্প থেকে কোনো ফ্রম ফিল আপ। নাম বাদ দেওয়ার জন্য এটা করছে । বিরসা মুন্ডা এর জন্ম জয়ন্তী উপলক্ষে বঙ্গ বিজেপির তরফে কর্মসূচি নেওয়া হয়েছে। জুয়েল মুর্মু এর নেতৃত্বে হবে কর্মসূচি । ১২, ১৩,১৪,১৫ নভেম্বর জনজাতি গৌরব দিবস পালন হবে বঙ্গ বিজেপির তরফে। রাজ্যের সকল জেলায় জনজাতি গৌরব সম্মেলন হবে । তীরন্দাজ, সাঁওতালি নাচ প্রতিযোগিতা হবে । জনজাতি জনগোষ্ঠীর মানুষদের সম্মান জানানো হবে। ১৫০ টি প্রদীপ জ্বালানো হবে। শুভেন্দু অধিকারী হুগলির আদিসপ্ত গ্রাম এ উপস্থিত থাকবেন ১৫ ই নভেম্বর।
4
comment0
Report
TCTathagata Chakraborty
Nov 10, 2025 09:58:16
Maipit, ওয়েস্ট বেঙ্গল:সমাজের বেড়াজাল ভেঙে সুন্দরবনের দুই তরুণী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের রিয়া সরদার এবং বকুলতলার রাখি নস্করের এই সাহসী সিদ্ধান্ত আজ বাংলা তথা দেশের কাছে দৃষ্টান্ত স্বরূপ। স্বাধীন চিন্তাভাবনা, মানবিকতা ও ভালোবাসার জয়ে সমাজে নতুন দিশা দেখালেন তাঁরা। এই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এক বার্তায় লিখেছেন — “স্বাধীন ভারতের স্বাধীন মানসিকতার, মানবিকতার, মুক্ত চিন্তা ভাবনার ও সাহসিকতার প্রতীক এই সিদ্ধান্ত। বাংলার কাছে এটি গর্বের।” নবদম্পতির জীবনে পরমেশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক বলেও জানিয়েছেন তিনি। সোম_MONDারাল কুলতলী গ্রামে তাঁদের সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলতলির বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল ও মথুরাপুরের সাংসদ বাপি হালদার।বাংলাই আগামীকে পথ দেখায়। এই সাহসিকতার জोरেই সমাজ অচলায়তন ভেঙে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হয়ে উঠবে।
8
comment0
Report
Advertisement
Back to top