Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
उत्तर बंगाल में भारी बारिश से दार्जीलिंग-कालिम्पोंग- कुरसीयोंग में संपर्क टूटा, राहत जरूरी
MCMoumita Chakraborty
Oct 05, 2025 06:04:45
Kolkata, West Bengal
Due to the incessant heavy rainfall in North Bengal, the hilly regions of Darjeeling, Kalimpong, and Kurseong have been severely affected, with communication and transport links to the plains of Siliguri, Terai, and Dooars almost completely disrupted due to landslides and flooding. The iron bridge over the Balason River at Dudhia, connecting Siliguri and Mirik, has collapsed. It is one such example which has affected the connectivity. Thousands of residents are stranded, facing hardships without access to essential supplies and services. Reports of casualties are also coming in, details are yet to be ascertained. I urge the Chief Secretary of West Bengal to immediately mobilize resources and make adequate arrangements for the swift restoration of communication networks in these areas. Additionally, priority must be given to the distribution of relief materials, including food, water, medicines, and temporary shelters, to aid the people in distress to prevent further escalation of this crisis. The safety and well-being of our fellow citizens in North Bengal should be paramount.
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ABArup Basak
Oct 05, 2025 08:47:41
Mal Bazar, West Bengal:রাতভর ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা যার জেরে ভয়াবহ পরিস্থিতি নাগরাকাটায়। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক সেতু, কালভার্ট। জলমগ্ন এলাকার প্রায় কয়েকশো বাড়িঘর। পরিস্থিতির ক্রমশই অবনতির জেরে বামনডাঙ্গা চা বাগানে নামানো হয়েছে এনডিআরএফের টিমকে। এদিকে, ডুয়ার্সের পাশাপাশি ক্রমাগত বৃষ্টি হয়েছে পার্শ্ববর্তী দেশ ভুটানেও। আর ভুটানের বৃষ্টির জল হাতিনালা দিয়ে এসে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে বানারহাট এলাকায়। কার্যত জলের তলায় ডুবে গিয়েছে বেশ কিছু বাড়িঘর। হাতিনালার জলের তোড়ে ভেসে যেতে দেখা_gয়েছে টিনের ঘর, টোটো। হাঁটু সমান জল জমে রয়েছে রাস্তাঘাটেও। নাগরাকাটা থেকে সুখানি বস্তি যাবার একমাত্র রাস্তা সুখানী নদীর জলে ২০ মিটার ওয়াস আউট হয়ে গেছে। যারফলে যোগাযোগ বিচ্ছিন্ন নাগরাকাটার সাথে সুখানি বস্তির। বৃষ্টি আপাতত না হওয়ায় জল কমতে শুরু করেছে। বাইট ১) স্থানিয় বাসিন্দা। ২) পিটুসি অরুপ বসাক।
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Oct 05, 2025 08:47:08
Kalna, West Bengal:লক্ষ্মীপুজোর আগে আখ বিক্রি করে লক্ষ্মী লাভ চাষিদের। পাইকারি বাজারে प्रति পিস আখের দাম এখন ৮ থেকে ১৫ টাকা পর্যন্ত। দাম ভালো পাওয়ায় খুশি কালনা মহকুমার আখচাষিরা। লক্ষ্মীপুজোয় আখের বিশেষ চাহিদা থাকে, সামনেই আবার ছটপুজো— ফলে বাজারে চাহিদা আরও বাড়বে বলে আশা chashiders। এক বিঘা জমিতে আখ চাষে খরচ হয় প্রায় ২০-৩০ হাজার টাকা, আর বিক্রির সময়ে মিলছে প্রায় এক লাখ টাকার কাছাকাছি লাভ। একই জমিতে সাথী ফসল ফলানোয় দ্বিগুণ মুনাফা পাচ্ছেন কৃষকরা। নাদনঘাট থানার গোয়ালপাড়া রাজ্যের অন্যতম বড় আখের পাইকারি বাজার। এখান থেকে আখ যায় কলকাতা, বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা ছাড়াও বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ পর্যন্ত। স্থানীয় আখচাষি সাহেব আলি শেখ বলেন, এবার আখের ভালো দাম মিলছে। আরেক চাষি শেখ সের মণ্ডলের কথায়, আখ চাষে পরিশ্রম অনেক, কিন্তু লাভও তার চেয়ে বেশি। সব মিলিয়ে উৎসব মরশুমে আখ চাষেই হাসি ফুটেছে চাষিদের মুখে।
0
comment0
Report
MDMritunjay Das
Oct 05, 2025 08:07:22
Bankura, West Bengal:হাতির হাত থেকে ফসল বাঁচাতে গজলক্ষ্মীর আরাধনা বাঁকুড়ায়। হাতির হাত থেকে মাঠের ফসল বাঁচাতে এই আরাধনা গ্রামের মানুষের। জঙ্গল লাগোয়া গ্রাম রামকানালী। যেখানে হামেসায় ঢুকে পড়ে হাতির দল। ক্ষতি করে এলাকার ফসল। সেই হাতির হাত থেকে ঘরের লক্ষী অর্থাৎ মাঠের ফসল বাঁচাতে গ্রামে শুরু হয়েছিল গজ লক্ষীর আরাধনা। প্রায় শতাব্দী প্রাচীন এই পুজো। প্রাচীন রীতি রেওয়াজ ও বিশ্বাসের উপর ভর করে বাঁকুড়ার রামকানালি গ্রামে গজলক্ষ্মীর আরাধনায় মেতে উঠেন গ্রামের মানুষ। বাঁকুড়ার রামকানালি গ্রামে মহাধুমধামে পুজিতা হন দেবী লক্ষ্মী। তবে প্রতিমার দিক থেকেই হোক বা আচার অনুষ্ঠান, আর পাঁচটা লক্ষ্মী পুজোর সঙ্গে মেলেনা রামকানালি গ্রামের মাহিষ্য পরিবারের লক্ষ্মীপুজোর ধরণ ধারণ। এখানে লক্ষীর প্রতিমার অবস্থান হাতির পিঠে। আর এলাকায় মানুষ নামকরণ করেছেন গজলক্ষ্মী। প্রায় ১২৫ বছরের প্রাচীন এই পুজো। পূর্ব পুরুষদের হাতে গড়া এই পুজো আজও সমান ভাবে পালন করে চলেছেন মাহিষ্যার পরিবারজন। হাতির হাত থেকে ফসল বাঁচাতে হাতির আরাধনা লক্ষীদেবীর সঙ্গে। রামকানালী গ্রামের ৪০টি মাহিষ্য পরিবারের প্রধান পুজো এই গজলক্ষ্মী। কৃষি প্রধান গ্রাম। জঙ্গল লাগোয়া গ্রামে রয়েছে কৃষিজমি। জঙ্গলের হাতি হামেশাই হামলা চালায় গ্রামের কৃষি জমিতে। সেই গজরাজদের হাত থেকে মাঠের ফসল বাচিয়ে লক্ষ্মীলাভের আশায় তাই লক্ষ্মী পুজোর পাশাপাশি একই সঙ্গে গজরাজের আরাধনা করেন গ্রামের মানুষ। গ্রামে রয়েছে মন্দির আজও সেখানে পালিত হন দেবী গজলক্ষী। এলাকার মানুষের বিশ্বাস গজলক্ষীর আরাধনার মধ্যে গজরাজ সন্তুষ্ট হবে ফসলের ক্ষতি থেকে রক্ষা পাবেন মাঠের লক্ষী বাড়িতে তুলে আনবেন।
1
comment0
Report
PMProsenjit Malakar
Oct 05, 2025 08:00:21
Nijuri, West Bengal:ত্রয়োদশীতে বীরভূমের কঙ্কালীতলায় ৫১ কুমারী পুজো, ভক্তসমাগমে উপচে পড়ল পীঠক্ষেত্র একান্নটি সতীপীঠের অন্যতম বীরভূমের কঙ্কালীতলা আজও পূণ্যার্থীদের কাছে সমান পবিত্র। প্রতিবছরের মতো ত্রয়োদশী তিথিতে এদিন অনুষ্ঠিত হয় বিখ্যাত ৫১ কুমারী পুজো। সকাল থেকেই ভক্তদের ঢল নামে শান্তিনিকেতনের অদূরের এই পীঠক্ষেত্রে। কালীমন্দির সংলগ্ন পঞ্চবটী গাছের নিচে এই পুজো অনুষ্ঠিত হয়, যেখানে জেলার নানা প্রান্ত থেকে কয়েক হাজার ভক্ত উপস্থিত थे। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৪৮ বছর আগে কাপাসটিকুড়ি গ্রামের চট্টোপাধ্যায় পরিবারের সদস্য বুদ্ধদেব চট্টোপাধ্যায় স্বপ্নাদেশ পেয়ে শুরু করেন এই কুমারী পুজো। এরপর থেকে প্রতিবছর ত্রয়োদশীতে ৫-৯ বছর বয়সী ৫১ জন কুমারীকে নির্বাচিত করে লালপেড়ে শাড়ি পরিয়ে দেবীর রূপে পুজো করা হয়। সতীর দেহের ৫১ খণ্ডের সংকল্প করে ঘটে স্থাপন করা হয়, এবং মন্ত্রোচ্চারণের মাধ্যমে সতীর পূর্ণাঙ্গ রূপে পুজো সম্পন্ন হয়। এই বিশেষ পুজো উপলক্ষে কঙ্কালীতলায় মেলা বসে, এলাকার বাতাস ভরে ওঠে ঘণ্টা, শঙ্খ আর ধূপের গন্ধে। ভোগ শেষে কুমারীদের হাতে দেওয়া খাদ্য প্রসাদ হিসেবে বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। কথিত আছে, সতীর দেহের একটি অংশ এই কঙ্কালীতলাতেই পড়েছিল। তাই এখানকার কুমারী পুজো শুধুমাত্র এক প্রাচীন ঐতিহ্য নয়, ভক্তির এক গভীর প্রতীক — যেখানে দেবী ও কুমারীত্বের মহিমা একত্রে উদযাপিত হয়।
0
comment0
Report
ABArup Basak
Oct 05, 2025 07:40:14
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Oct 05, 2025 07:08:33
Arambag, West Bengal:আরামবাগঃ০৫ অক্টোবর গভীর নিম্নচাপের জেরে এক টানা বৃষ্টি। আর সেই জেরে এবার ডিভিসি থেকে জল ছাড়া হল।সেই জল এসে পৌঁছায় আরামবাগ মহকুমায়। এখানকার মুন্ডেশ্বরী ও দামোদর নদদের জল হু হু করে বাড়ছে।কানায় কানায় জল। তবে এখনও পর্যন্ত নদী তীরবর্তী এলাকা প্লাবিত হয়নি।তবে এর ওপর আবার বৃষ্টি ও জল ছাড়া হলে ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হবে বলেই আশংকা করছেন এলাকার বাসিন্দারা। এই মুহূর্তে সবুজ মাঠে ধান ফলতে শুরু করেছে।কিন্তু সেই ধান জমি যদি প্লাবিত হয় তাহলে বড় সড় ক্ষতির সম্মূখীন হবেন মহকুমার হাজার হাজার চাষি।এলাকার বাসিন্দারা জানিয়েছেন,কিছু কিছু এলাকার নদী বাঁধের অবস্থা খারাপ।সারাই হয় নি।তাই বিপদের আশংকায় আশংকিত এলাকার বাসিন্দারা。
2
comment0
Report
SRSanjoy Rajbanshi
Oct 05, 2025 06:08:29
Kalna, West Bengal:মদ্যপuo মোটর ভ্যানের ড্রাইভাদের চাকার তলায় পৃষ্ট হয়ে মৃত্যু নাবালকের, ঘটনার হাড়হিম করা CCTV ভিডিও এলো আমাদের হাতে, দশমীর দিনে কালনার পূর্বস্থলীতে দুর্গা বিসর্জনের শোভাযাত্রা মিশে গেল শোকের কালো ছায়ায়। শুক্রবার বিকেল সাড়ে তিনটা নাগাদ ধীতপুর ভিডিওহলপাড়ায় মর্মান্তিক ঘটনায় প্রাণ হারাল ৬ বছরের সৌমজিৎ দাস। স্থানীয় সরডাঙ্গার বাসিন্দা, পেশায় সবজি বিক্রেতা গণেশ দাসের ছেলে সৌমজিৎ প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় মামার বাড়ির সামনে উপস্থিত ছিল। অভিযোগ, মোটর ভ্যান ব্যাকগিয়ারে চলার সময় পিছনের চাকায় পিষ্ট হয় সে। ঘটনাস্থলে উপস্থিত থাকলেও পুজো উদ্যোক্তারা শিশুটিকে দ্রুত হাসপাতালে না নিয়ে গিয়ে অবহেলা করেছেন বলে পরিবারের অভিযোগ। প্রথমে পূর্বস্থলী হাসপাতাল, পরে অবস্থার অবনতি হওয়ায় কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কিন্তু রাত ন’টা নাগাদ মৃত্যু হয় ছোট্ট সৌমজিতের। এ ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোক। শিশুটির বাবা গণেশ দাস জানিয়েছেন, ময়নাতদন্তের পরই ঘাতক ভ্যান চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে। দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে বিষাদে পরিণত হলো গোটা এলাকায়।
1
comment0
Report
BSBarun Sengupta
Oct 05, 2025 06:04:52
Barrackpore, Kolkata, West Bengal:হাতে মাত্র আর কিছুটা সময় তারপরে আম বাঙালি ধনো দেবীর আরাধনায় ব্রতী হবেন। তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। লক্ষীর আরাধনা বিভিন্ন উপাচারে করে বাঙালি। কেউ ঘটে, কেউ সরায়, কেউ কলা বউয়ে, কেউ আবার মূর্তিতে। কিন্তু বাজারে এসে জিনিসের দামের আঁচে হাত পুড়ছে মানুষের। প্রতি জিনিস এই দাম বেড়েছে। কলা ৭০ থেকে ৮০ টাকা ডজন। আখ ৬০ টাকা ৭০টাকা। আপেল ১৫০ থেকে ২০০ টাকা। শসা ৯০ থেকে ১০০টাকা সাখ আলু ১২০ থেকে ১৩০ টাকা । নারকোল ৫০ থেকে ৬০ টাকা প্রতি পিস যেমন বেড়েছে ফলের দাম পাশাপাশি বেড়েছে প্রতিমার দামও। গতবছরের তুলনায় ২৫ থেকে ৩০ টাকা বেড়েছে ছোট প্রতিমা। বড় প্রতিমাতেও বেড়েছে দাম। অনেকে পুজো করেন সরায় এই সরার বেড়েছে প্রায় ১০ টাকা। লক্ষ্মীপূজো এমনই একটা پুজো যে পূজোয় সাধারণ জীবনযাত্রার সমস্ত উপকরণী অর্থাৎ প্রতিদিন বাঙালি যা ব্যবহার করে প্রায় সবকিছুই লাগে এই পুজোতে আর সব কিছুরই দাম আকার ছোঁয়া তাই বাজেট থেকে কিছু কাট কাট করে এটা হচ্ছে।
0
comment0
Report
Dussera 2025
Advertisement
Back to top